West Bengal News Live : মণিপুর থেকে মালদা, মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় তোলপাড় দেশ

জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকে

ABP Ananda Last Updated: 23 Jul 2023 01:08 AM
West Bengal News Live : খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ

খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ। বোলপুরের কাশিমবাজারে কাউন্সিলরকে তাড়া করে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখালেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ অস্বীকার করে কাউন্সিলরের দাবি, জল প্রকল্পের জন্য জমি ঘিরছে পুরসভা। পুরসভার নামে ভিত্তিহীন দাবি, প্রতিক্রিয়া চেয়ারপার্সনের।

WB News Live : চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী

কংগ্রেস ছাড়া বাঁচানোর কেউ নেই। তাই আজ নয় কাল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের কাছে যেতেই হবে। চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী। বাংলার বিধানসভায় তৃণমূলের আসন বেড়েছে, আর কংগ্রেস সাইনবোর্ড হয়েছে। পাল্টা কটাক্ষ করেছেন শান্তনু সেন।

West Bengal News Live : নুর আমিনের গাড়ির ফ্লোর ম্যাটের নীচ থেকে ১৫ ইঞ্চির কুকরি এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে

নুর আমিনের গাড়ির ফ্লোর ম্যাটের নীচ থেকে ১৫ ইঞ্চির কুকরি এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই সংক্রান্ত বিশেষ তথ্য তাঁর কাছে ছিল। সেই খবর সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতেই তাঁর বাড়িতে যাচ্ছিলেন বলে জেরায় দাবি করেছেন অভিযুক্ত।

WB News Live : শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে

শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে। ভোট দেওয়া ভুল হয়েছিল বলে শিলিগুড়ির মেয়রকে ফোন। কথা দিয়েও কথা না রাখার অভিযোগে শিলিগুড়ি টক টু মেয়রে ফোন!
ভোট দিয়ে লাভ হয়নি বলে সটান মেয়রকে ফোন ভোটারের। বেহাল রাস্তা থেকে পানীয় জলের দাবিতে মেয়রের কাছে নালিশ । সাংসদ, বিধায়ককেও জানান, শিলিগুড়ির বাসিন্দাকে পাল্টা দাওয়াই মেয়রের । শিলিগুড়ির টক টু মেয়রে ফোনে শোরগোল, পরে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস। 

West Bengal News Live : ঢাকুরিয়াকাণ্ডে গ্রেফতার ৩

ঢাকুরিয়াকাণ্ডে গ্রেফতার ৩। বেআইনি নির্মাণের কথা বলে 'টক টু মেয়র'-এ ফোন করায় তরুণীকে মার, শ্লীলতাহানির অভিযোগ। আক্রান্ত তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২
হুমকি, মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু পুলিশের । অন্যদিকে, তৃণমূল কর্মীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তরুণীর বাবা। 

WB News Live : পূর্ব মেদিনীপুরের চাঁদবেড়িয়া গ্রামে বন্ধ বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ

পূর্ব মেদিনীপুরের চাঁদবেড়িয়া গ্রামে বন্ধ বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ। অভিযোগ পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর আচমকা বন্ধ হয়ে গেছে ভ্য়ানে করে বাড়ি বাড়ি জল দেওয়া। বাধ্য় হয়ে কাঁথি পুরসভা থেকে সপ্তাহে ৪ হাজার টাকা দিয়ে পানীয় জল কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

এখনও চাঁচলে ঝোপে উদ্ধার ছাপ দেওয়া ব্যালট

ভোটের দু'সপ্তাহ পার। এখনও চাঁচলে ঝোপে উদ্ধার ছাপ দেওয়া ব্যালট। এই সব আসনে অল্প ভোটে তৃণমূলের কাছে হেরেছি, দাবি বিজেপির। চুরি করে বাইরে ফেলে মিথ্যা প্রচার, পাল্টা তৃণমূল।

WB News Live : ১৮ জুলাই নির্যাতন, চুরির অভিযোগে সেদিনই গ্রেফতার ২নির্যাতিতা, দাবি পরিবারের

১৮ জুলাই নির্যাতন, চুরির অভিযোগে সেদিনই গ্রেফতার ২নির্যাতিতা, দাবি পরিবারের। ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত, দাবি পুলিশের। নির্যাতন-অভিযোগের ৪দিন পরে গ্রেফতার ৫! 

West Bengal News Live : মালদায় মধ্যযুগীয় বর্বরতা

মালদায় মধ্যযুগীয় বর্বরতা। দুই মহিলাকে প্রকাশ্যে হাটের মধ্যেই বিবস্ত্র করে মারধর, জুতোপেটা! প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। পুলিশমন্ত্রী ও পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে সরব বিজেপি সাংসদ খগেন মুর্মু।  

WB News Live : জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব দিল্লিতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের

জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব দিল্লিতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের। রাজ্য বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা এবং সাধারণ সম্পাদক সংগঠনকে দিল্লিতে তলব । সোমবার সকালে দিল্লিতে বঙ্গ বিজেপির মেগা বৈঠক । পঞ্চায়েত ভোটের ফলের ভিত্তিতে নেওয়া হতে পারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, খবর বিজেপি সূত্রে । কাল রাতেই দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী

West Bengal News Live : উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র সদস্যদের তাণ্ডব

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র সদস্যদের তাণ্ডব। অধ্যক্ষ ও প্রোক্টরকে মাটিতে ফেলে চলল কিল-চড়-লাথি। অধ্যক্ষেরও ঘরেও ভাঙচুর চালায় এবিভিপি-র সদস্যরা। তাদের হাত থেকে অধ্যক্ষ ও প্রোক্টরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। মারধর করা হয় কয়েকজন অধ্যাপককেও। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই দীনদয়াল বিশ্ববিদ্যালয়ে ধর্না চলছিল এবিভিপি-র। গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরে রীতিমতো তাণ্ডব চালায় তারা। পরে লাঠি উঁচিয়ে তাড়া করে এবিভিপি-র সদস্যদের হঠায় পুলিশ। 

WB News Live : হাওড়ার মঙ্গলাহাটে আগুন লেগেছে? নাকি লাগানো হয়েছে?

হাওড়ার মঙ্গলাহাটে আগুন লেগেছে? নাকি লাগানো হয়েছে? এই প্রশ্ন নিয়েই এখন চাপানউতোর চরমে উঠেছে। আর এই প্রেক্ষাপটেই আজ মঙ্গলাহাটে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, এখানে প্রোমোটিং চালানোর জন্য যারা ব্যবসায়ী আছেন, তাদের তোলার চক্রান্ত চলছে।

West Bengal News Live : 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক'

'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক'। অভিষেকের বক্তব্যকে প্ররোচনামূলক দাবি করে এবার রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ দায়ের।
ইমেল করে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। 

মণিপুরের মতো পরিণতি হবে, হুমকি দেয় তৃণমূলকর্মীরা

টক টু মেয়রে অভিযোগ করায় বাড়িতে ঢুকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ। ঢাকুরিয়ায় বাড়িতে ঢুকে ক্যারাটেকাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ । ক্যারাটেকা পরিবারকেও হুমকি, বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। লেক থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময়ও রাস্তা আটকে হামলার অভিযোগ। বাড়ির সামনে রাস্তা আটকে হামলার অভিযোগ
মণিপুরের মতো পরিণতি হবে, হুমকি দেয় তৃণমূলকর্মীরা, অভিযোগ ক্যারাটেকার। অভিযোগকারী ক্যারাটেকা পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তদের । 'অন্য ফ্ল্যাটের প্রতিবেশীদের সঙ্গে বিবাদ, মেটাতে গেলে আমার মাকেই চড় তরুণীর মায়ের' । অভিযোগকারী ক্যারাটেকা পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তদের। পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই পরিবারের, তদন্তে পুলিশ। 

West Bengal News Live : মালদা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা সরব হওয়ায় পাল্টা আক্রমণে সায়নী

'মণিপুর থেকে নজর ঘোরাতে ছড়ানো হচ্ছে বাংলা নিয়ে ভুয়ো খবর'। মালদা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা সরব হওয়ায় পাল্টা আক্রমণে সায়নী। সরাসরি অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানিকে আক্রমণ তৃণমূল যুব সভানেত্রীর

WB News Live : খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ

খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ। রণক্ষেত্র বোলপুরের কাশিমবাজার এলাকা। কাউন্সিলরকে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। অভিযোগের তির ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে। কাউন্সিলরকে তাড়াও করেন তাঁরই ওয়ার্ডের নাগরিকরা। এটা পুরসভার উদ্যোগ, স্থানীয় পুর প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম, দাবি কাউন্সিলরের । 

West Bengal News Live : নুর আমিনের গাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধৃত নুর আমিনের গাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার। গাড়ির ফ্লোর ম্যাটের নীচে ১৫ ইঞ্চির কুকরি উদ্ধার। উদ্ধার হয়েছে একটি বেসবল ব্যাটও। গত ৬-৭ মাস ধরে নাম ভাঁড়িয়ে পুলিশ পরিচয়ে ঘুরছিল নুর আমিন । নুরকে রাতভর জেরা করে মিলল নতুন তথ্য। জেরায় এক তরুণীরও হদিশ। 

WB News Live : আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি

গণধোলাইয়ের পর এবার চড়াম চড়াম এবং আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি। এসডিও, বিডিওদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর

West Bengal News Live : আসলে ওরা ভয় পেয়েছে। বিজেপি বাংলার একশ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে

আসলে ওরা ভয় পেয়েছে। বিজেপি বাংলার একশ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আবাসের টাকা বন্ধ করে দিয়েছে। মানুষ তো নিজের হকের টাকা চাইবেই। তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ১০০ মিটার দূর থেকে ঘেরাও হবে। তাতেও এত ভয়। প্রতিক্রিয়া শশী পাঁজার। 

WB News Live : মালদায় বোমা উদ্ধার

ফের মালদায় বোমা উদ্ধার। বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রামে লিচু বাগানের মধ্যে রাখা ছিল বোমা ভর্তি দুটি প্লাস্টিকের জারিকেন।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সেখানে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। এর পাশাপাশি, হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের পিছনে ধান খেতের মধ্য়ে মেলে বোমা। গতকাল তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের অনুমান। 

West Bengal News Live : হুঁশিয়ারি সুব্রত ঠাকুরের

ভোট শেষ, থামছে না হুমকি। এবার চড়াম চড়াম হুমকি, আরশোলা-পিঁপড়ের মতো এসডিও, বিডিওদের পিষে মারার হুঁশিয়ারি সুব্রত ঠাকুরের। 

WB News Live : রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ দায়ের

'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক', অভিষেকের বক্তব্যকে প্ররোচনামূলক দাবি করে এবার রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ দায়ের।

West Bengal News Live : নারী নির্যাতনের ক্ষেত্রে বিরোধী শাসিত রাজ্যগুলিকে নিশানা অনুরাগের

' বিহার-রাজস্থানে নারী নির্যাতন বাড়ছে। গত ৫ বছরে শান্ত রাজ্য রাজস্থান কোথায় পৌঁছেছে? মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দেশে পয়লা নম্বরে রাজস্থান। ' নারী নির্যাতনের ক্ষেত্রে বিরোধী শাসিত রাজ্যগুলিকে নিশানা অনুরাগ ঠাকুরের

WB News Live : ভস্মীভূত হাওড়ার মঙ্গলাহাটে নৌশাদ সিদ্দিকি, কথা বললেন ব্যবসায়ীদের সঙ্গে

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাওড়ার মঙ্গলাহাট। পুড়ে ছাই প্রায় একহাজার দোকান। এদিন ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। গতকাল ২১ জুলাইয়ের সভা থেকে মঙ্গলাহাটে যান মুখ্যমন্ত্রী। পরিদর্শনে গিয়ে উপযুক্ত তদন্ত ও ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

West Bengal News Live : '৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক', অভিযোগ দায়ের BJP নেতার

'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক'
অভিষেকের বক্তব্যকে প্ররোচনামূলক দাবি করে এবার রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। 

West Bengal News : ফের মালদায় বোমা উদ্ধার

ফের মালদায় বোমা উদ্ধার। বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রামে লিচু বাগানের মধ্যে রাখা ছিল বোমা ভর্তি দুটি প্লাস্টিকের জারিকেন।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সেখানে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। এর পাশাপাশি, হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের পিছনে ধান খেতের মধ্য়ে মেলে বোমা। গতকাল তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের অনুমান। 

West Bengal News : চাঁচলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল ব্যালট পেপার !

এবার মালদার চাঁচলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল ব্যালট পেপার। ব্যালট পেপারগুলি চাঁচল ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির। শাসক ও বিরোধীদলের প্রতীকে ছাপ মারা ব্যালটগুলি পড়েছিল ঝোপের মধ্যে গতকাল সেগুলি উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। বিজেপির দাবি, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলি যে আসনগুলির, সেখানে  তৃণমূলের কাছে অল্প ব্যবধানে হেরেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এভাবেই ব্যালট লুঠ করে ভোটে জিতেছে তৃণমূল। 

West Bengal News : মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ !

মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ। অভিযোগ উঠল উন্মত্ত জনতার বিরুদ্ধে। চুরির অভিযোগে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি দুই নির্যাতিতার পরিবারের। পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি । 

WB News Live : আজ ও কাল হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

আজ ও কাল হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ।  বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আজ ও কাল হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়বে। বর্ধমান-হাওড়া ও কাটোয়া আজিমগঞ্জ শাখাতেও ট্রেন হবে বাতিল। রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণের কাজ চলায় ট্রেন কম চলবে। শনি-রবিবার হলেও, এই দু’দিন ভোগান্তির শিকার হবেন যাত্রীরা। 

West Bengal News Live : সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হতে পারে।

West Bengal News Live : আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

গণধোলাইয়ের পর এবার চড়াম চড়াম এবং আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি। এসডিও, বিডিওদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর ।হাবড়া ১ নম্বর ব্লকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে মন্তব্য সুব্রত ঠাকুরের

NRS Fire Panic News : সাতসকালে এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক

সাতসকালে এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক। সকাল ৮টা ২০ মিনিটে হাসপাতালের কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে জানানো হয়েছে, 
এটি ইলেকট্রিক্যাল স্মোক। 

West Bengal News Live : সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা

সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সরকারি বাস। বাসের চালক-সহ ৮ যাত্রী আহত হন। সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে।

West Bengal News Live Updates : 'মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে' দাবি, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে ধৃত শেখ নুর আমিনের

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই সংক্রান্ত বিশেষ তথ্য তাঁর কাছে ছিল, সেই খবর সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতেই তাঁর বাড়িতে যাচ্ছিলেন। পুলিশি জেরায় এমনই দাবি, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে ধৃত শেখ নুর আমিনের

WB News Live : হাওড়ায় নারী নির্যাতনের অভিযোগ বিজেপির, কান্নায় ভাঙলেন লকেট

মমতার মণিপুর নিয়ে আক্রমণের পাল্টা হাওড়ায় নারী নির্যাতনের অভিযোগ বিজেপির। কান্নায় ভাঙলেন লকেট।

West Bengal News Live : ৫ অগাস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, হুঙ্কার অভিষেকের

৫ অগাস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, ধর্মতলার মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের। ফল মারাত্মক হবে, কঠোর ব্যবস্থা নেব, পাল্টা শুভেন্দু।

West Bengal News Updates : ২১ জুলাইয়ের সভায় যাওয়ার জন্য বিজেপির যুব মোর্চা কর্মীকে চাপ'

ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় যাওয়ার জন্য বিজেপির যুব মোর্চা কর্মীকে চাপ, রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত রাজু হালদার টালিগঞ্জ-হাজরা রুটের অটো চালক। 

West Bengal News Live : ফেক ভিডিও তৈরি করে বাংলাকে অসম্মান, বিজেপির বিরুদ্ধে মমতার চাঞ্চল্যকর অভিযোগ

ফেক ভিডিও তৈরি করে বিজেপি বাংলাকে অসম্মান করার চক্রান্ত করছে। ২১-এর মঞ্চ থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি। তরজা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর ৩৫৫ ধারা প্রয়োগের
দাবি ঘিরেও।

Mamata Banerjee News : পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার অভিযোগ উড়িয়ে কী বললেন মমতা ?

পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার অভিযোগ উড়িয়ে দিয়ে, ফের বিক্ষিপ্ত ঘটনা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পঞ্চায়েতে কয়েকটা ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত, তার জন্য আমরা কেউ তাকে সাপোর্ট করি না। এনিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।

West Bengal News Live : বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে জেলায় জেলায় ধুন্ধুমার। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি। সাগর থেকে ধূপগুড়ি। নামখানা থেকে রাজারহাট। কোচবিহার থেকে কাকদ্বীপ। শ্রীরামপুর থেকে গাজোল। পঞ্চায়েত ভোটে কারচুপি ও সন্ত্রাসের প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

West Bengal Top News : ২ অক্টোবর দিল্লি চলোর ডাক দিলেন অভিষেক

২১-এর মঞ্চ থেকে বকেয়া আদায়ের দাবি। ২ অক্টোবর দিল্লি চলোর ডাক দিলেন অভিষেক। তার আগে, ৫ই অগাস্ট, এরাজ্যে বিজেপি নেতাদের ঘেরাওয়ের কর্মসূচি। একজনেরও যদি ক্ষতি হয়, কারও গায়ে হাত পড়ে, তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী, পাল্টা হুঁশিয়ারি বিজেপির।

প্রেক্ষাপট

'৫ অগাস্ট বিজেপিকে গণ ঘেরাও' : ৫ অগাস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, ধর্মতলার মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের। ফল মারাত্মক হবে, কঠোর ব্যবস্থা নেব, পাল্টা শুভেন্দু ( Suvendu Adhikari ) ।


অভিষেকের 'দিল্লি চলো' : বকেয়া আদায়ের দাবিতে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক অভিষেকের ( Abhishek Banerjee 0 । ওখানে দিল্লি পুলিশ আছে, খোঁচা শুভেন্দুর।


'২১-এর মঞ্চে '২৪-এর বার্তা :  ২১-এর মঞ্চে ২৪-এর বার্তা মমতার। ভোট-সন্ত্রাস নিয়ে বাম আমলের উদাহরণ টানলেও কংগ্রেসে নীরব তৃণমূল নেত্রী ( Mamata Banerjee ) ।


'চেয়ার চায় না তৃণমূল' : চেয়ার চাই না তৃণমূলের, দেশ থেকে বিদায় নিক বিজেপি। ২১-এর মঞ্চ থেকে বললেন মমতা। বিপদ বুঝলে আগে পাল্টি খাবেন, কটাক্ষ বিজেপির। 

মণিপুরের পাল্টা পাঁচলা! : মমতার মণিপুর নিয়ে আক্রমণের পাল্টা হাওড়ায় নারী নির্যাতনের অভিযোগ বিজেপির। কান্নায় ভাঙলেন লকেট। 


বিজেপির দাবি খারিজ : বিরোধী দলনেতাও গিয়েছিলেন, এমন কোনও ঘটনা ঘটেনি। বিজেপির দাবি খারিজ ডিজিপি-র। কাল্পনিক অভিযোগ, বলল তৃণমূল।


মাত্র তিনটিতে গোলমাল? : ৭১ হাজার বুথের, মাত্র তিনটিতে গোলমাল। ভাঙরে অশান্তি হাঙরদের। পরিকল্পনা করে বাংলাকে অসম্মানিত করার চেষ্টা বিজেপির, অভিযোগ মমতার। মানুষ দেখেছে, পাল্টা শুভেন্দু।


মমতার ইডি-সিবিআই 'শঙ্কা' : '২১ জুলাই হয়ে গেল, কাল-পরশু থেকে আবার শুরু হয়ে যাবে', ফের ইডি-সিবিআইয়ের তৎপরতার আশঙ্কা মুখ্যমন্ত্রীর। চুরি করেছে, জেলে যেতেই হবে, পাল্টা সুকান্ত।


কালীঘাটে ধৃত সন্দেহভাজন : ২১শে জুলাইয়ের সভার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সন্দেহজনক পুলিশ লেখা গাড়ি। ভোজালি-আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। উদ্ধার ডিজি বিএসএফের ভুয়ো আই কার্ড।


সিপি-কে সরানোর দাবি শুভেন্দুর :  তিলজলায় ইন্টিরিয়র ডিজাইনিংয়ের অফিস। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কী উদ্দেশ্যে? খোঁজ নিচ্ছে পুলিশ। সিপি-কালীঘাট থানার আইসি-কে অপসারিত করা হোক, দাবি শুভেন্দু অধিকারীর।





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.