West Bengal News Live: রাতের কলকাতায় বেপরোয়া গতির বলি ১, আহত আরও ৬

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 22 Jan 2022 11:51 PM
WB News Live Updates: রাতের শহরে বেপরোয়া গতির বলি ১, আহত আরও ৬

রাতের শহরে বেপরোয়া গতির বলি ১, আহত আরও ৬। যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কা, ১জনের মৃত্যু, আহত ৬। কৃষ্ণা গ্লাসের কাছে যাদবপুরে দিক থেকে আসা গাড়ির ধাক্কা। আহত ৬জন ভর্তি বাঘাযতীন হাসপাতালে, ১জন আশঙ্কাজনক। গাড়ির ধাক্কায় নিহত যাদবপুরের বাসিন্দা সমীর থমাস কর্মকার। গাড়ির আরোহী ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের।

West Bengal News Live: বাঘ নয়, লালগড়ে নেকড়ের পায়ের ছাপ, জানাল বনদফতর

বাঘ নয়, লালগড়ে নেকড়ের পায়ের ছাপ, জানাল বনদফতর। লালগড়ের কুমিরকাতার জঙ্গলে পায়ের ছাপ। জাল দিয়ে ঘিরে নেকড়ে ধরার চেষ্টা বন দফতরের। এলাকাবাসীকে সতর্ক থাকতে বলল প্রশাসন।

WB News Live Updates: বাঁশদ্রোণীতে বাজ পড়ে জখম মা ও ছেলে

মাঘের সকালে কলকাতায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি। বাঁশদ্রোণীতে বাজ পড়ে জখম মা ও ছেলে। দু’জনেই ভর্তি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। বাজ পড়ায় ভেঙে যায় ঘরের কাচের জিনিস।

West Bengal News Live: গ্রেফতার চলন্ত ট্রেনে শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবক

ট্রেনে শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবক গ্রেফতার। চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানি, দমদম থেকেই পাকড়াও। ফুটেজের সূত্র ধরে তল্লাশি, দমদম জিআরপির হাতে পাকড়াও। অভিযুক্ত সঞ্জয় কুমার সাউয়ের বাড়ি রহড়ার কল্যাণনগরে। কাশীপুরে খালাসির কাজ করেন অভিযুক্ত সঞ্জয় কুমার সাউ।

WB News Live Updates: করোনাকালে এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের, নতুন প্রকল্পের নাম ‘পাড়ায় শিক্ষালয়’

করোনাকালে এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের। প্রাথমিক স্তরে নতুন প্রকল্প আনছে রাজ্য। নতুন প্রকল্পের নাম ‘পাড়ায় শিক্ষালয়’। সোমবার প্রকল্প ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। প্রায় ২ বছর বন্ধ প্রাথমিকের পঠনপাঠন। ‘খোলা জায়গায় নেওয়া হবে পড়ুয়াদের ক্লাস’। ‘ক্লাস নেবেন স্কুলের শিক্ষক, পার্শ্বশিক্ষক, শিক্ষা সহায়করা’ । প্রাথমিক স্তরে ভাবনা রাজ্য সরকারের: সূত্র। প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প। ‘যেহেতু স্কুল বন্ধ, তাই ছোটদের বিকল্প ক্লাসের ভাবনা’। খবর শিক্ষা দফতর সূত্রের।

West Bengal News Live: মাঘের সকালে কলকাতায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি

মাঘের সকালে কলকাতায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি। বাঁশদ্রোণীতে বাজ পড়ে জখম মা ও ছেলে। দু’জনেই ভর্তি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। বাজ পড়ায় ভেঙে যায় ঘরের কাচের জিনিস। 

WB News Live Updates: রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে ১১ শতাংশ

উঃ ২৪ পরগনায় একদিনে ৬জনের মৃত্যু, ১ হাজার ৩৬০জন সংক্রমিত। দঃ ২৪ পরগনায় একদিনে ৩জনের মৃত্যু, ৭৩১জন সংক্রমিত। হুগলিতে একদিনে করোনায় ৪জনের মৃত্যু, ৩৩৩জন আক্রান্ত। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৪৮৯জন আক্রান্ত।


এদিকে, রাজ্যে একদিনে ৮২ হাজারের বেশি করোনা পরীক্ষা। রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে ১১ শতাংশ।

West Bengal News Live: রাজ্যে টানা ৮দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু, বাড়ল দৈনিক সংক্রমণ

রাজ্যে টানা ৮দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু, বাড়ল দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে ৯ হাজার ১৯১জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ৩৭জনের মৃত্যু। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা, হাওড়া। কলকাতা, হাওড়ায় একদিনে করোনায় ১৪জনের মৃত্যু।

WB News Live Updates: গোয়ায় ভোটের প্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক

গোয়ায় ভোটের প্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক। গোয়ায় ভোটের প্রচারে তৃণমূলের ৩০ তারকা। মমতা-অভিষেক ছাড়াও তালিকায় জহর সরকার
৩০জন প্রচারকের তালিকায় যশবন্ত সিন্‍‍হা, ডেরেক ও ব্রায়েন। তৃণমূলের প্রচার তালিকায় লিয়েন্ডার পেজ, অ্যালভিটো ডি কুনহা, নাফিসা আলি। নির্বাচন কমিশনের কাছে প্রচারকদের তালিকা দিল তৃণমূল কংগ্রেস

West Bengal News Live: রাজ্যের সামাজিক প্রকল্পের জন্য প্রায় ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

রাজ্যের সামাজিক প্রকল্পের জন্য ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। প্রায় ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক।

WB News Live Updates: আজ রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ

আজ থেকে রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারাজের যান চলাচল। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ব্রিজ। রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। ব্যারাজের লকগেট মেরামতির জন্য ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত। ছাড় শুধুমাত্র অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবায়।

West Bengal News Live: গোসাবায় ধরা পড়া বাঘ এখনও অসুস্থ

গোসাবায় ধরা পড়া বাঘ এখনও অসুস্থ। ‘আপাতত জঙ্গলে ছাড়া হচ্ছে না বাঘকে’, আপাতত চিড়িয়াখানায় রাখা হবে ধরা পড়া বাঘকে: সূত্র। ১২ জানুয়ারি গোসাবায় ধরা পড়ে বাঘ। ঝড়খালির পশু চিকিৎসাকেন্দ্রে চলছে চিকিৎসা।

WB News Live Updates: বাগনানে ৩টি বাঘরোলকে বিষ খাইয়ে খুন, অভিযুক্ত ২

বাগনানে ৩টি বাঘরোলকে বিষ খাইয়ে খুন, অভিযুক্ত ২। ৩টি বাঘরোলকে খুনের মামলায় এখনও অভিযুক্তরা ফেরার । অভিযুক্তদের খবর দিতে পারলে পুরস্কার ঘোষণা বন দফতরের । বাগনান থানায় বন দফতরের অভিযোগ দায়ের। 

West Bengal News Live: তিলজলায় বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ ব্যবসায়ীর

তিলজলায় বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ ব্যবসায়ীর। লকডাউন পর্বে ব্যবসায় মন্দার কারণেই আত্মহত্যা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম সুরজ আগরওয়াল। স্থানীয় সূত্রে খবর, স্ত্রী, সন্তানকে নিয়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে থাকতেন ওই ব্যবসায়ী। সম্প্রতি সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। এরপর আজ সকাল পৌনে ৬টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ওই ব্যবসায়ীকে বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

WB News Live Updates: মানিকতলায় যুবকের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

মানিকতলায় যুবকের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম রূপক ধাড়া। পরিবার সূত্রে খবর, গাড়ির যন্ত্রাংশ মেরামতির কাজ করতেন বছর ছাব্বিশের যুবক। গতকাল রাতে ঘরের ভিতরেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মেলেনি সুইসাইড নোট। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ।

West Bengal News Live: জল্পনা বাড়িয়ে এবার চপ ভাজলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক

জল্পনা বাড়িয়ে এবার চপ ভাজলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। চপের দোকানে গিয়ে চপ ভাজলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। ‘মুখ্যমন্ত্রী বারবার চপ শিল্পের কথা বলেছেন, তাই চপ ভাজলাম’। জল্পনা বাড়িয়ে মন্তব্য বাঁকুড়ার বিজেপি বিধায়কের।

WB News Live Updates: উল্টোডাঙায় কিশোরীর আপত্তিকর ছবি আপলোড করে হুমকি

উল্টোডাঙায় কিশোরীর আপত্তিকর ছবি আপলোড করে হুমকি। আরও ছবি আপলোডের হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। পরিচিত ৩জনের বিরুদ্ধে উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ দায়ের। ‘পকসো আইন, তোলাবাজির অভিযোগে মামলা দায়ের’। মামলা দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে: পুলিশ সূত্র

West Bengal News Live: নেতাজিনগরের বিদ্যাসাগর কলোনিতে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু হল ৭২ বছরের এক মহিলার

নেতাজিনগরের বিদ্যাসাগর কলোনিতে বাড়িতে আগুন। ঝলসে মৃত্যু হল ৭২ বছরের এক মহিলার। স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

WB News Live Updates: শান্তিপুর লোকালে শ্লীলতাহানির অভিযোগ

চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ডাউন শান্তিপুর লোকালে শ্লীলতাহানির অভিযোগ। গোটা ঘটনা ফেসবুক লাইভে তুলে ধরেন মহিলা। দমদম জিআরপি-তে অভিযোগ দায়ের। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা, জানাল পুলিশ। শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু। 

West Bengal News Live: সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে প্রদর্শনীমূলক একটি ট্রামের উদ্বোধন করল রাজ্য

কাল ২৩ জানুয়ারি। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী। সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে প্রদর্শনীমূলক একটি ট্রামের উদ্বোধন  করল রাজ্য সরকার। আগামীকাল থেকে ২৬ তারিখ পর্যন্ত শ্যামবাজার ডিপোয় থাকবে ট্রামটি। এবং ২৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত ধর্মতলা ডিপোয় রাখা থাকবে এই প্রদর্শনীমূলক ট্রাম। 

WB News Live Updates: করোনাকালে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছতে বিশেষ উদ্যোগ

করোনাকালে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছতে  বিশেষ উদ্যোগ। বিশেষ ওয়েবিনার করার সিদ্ধান্ত স্কুল শিক্ষা বিভাগের। ‘উজ্জীবন চর্চা’ নামে বিশেষ ওয়েবিনারের আয়োজন। ওয়েবিনারে বিশেষজ্ঞরা নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা করবেন। ওয়েবিনারে ছাত্র-শিক্ষক-অভিভাবকরা অংশ নেবেন। প্রথম ওয়েবিনারের বিষয় ‘কোভিড কালে শিক্ষার্থী মন’। ওয়েবিনারটি ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমেও সম্প্রচার করা হবে। 

WB News Live Updates: ডোমজুড়ে থার্মোকলের কারখানায় আগুন

হাওড়ার ডোমজুড়ে থার্মোকলের কারখানায় আগুন। ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাঁড়িতে কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকল, পুলিশ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গোটা এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। 

West Bengal News Live: আগুনে ঝলসে মৃত্যু বৃদ্ধার

নেতাজিনগরের বিদ্যাসাগর কলোনিতে বাড়িতে আগুন। ঝলসে মৃত্যু হল ৭২ বছরের এক মহিলার। স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

West Bengal News Live: বাজ পড়ে জখম মা ও ছেলে

মাঘের সকালে কলকাতায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি। বাঁশদ্রোণীতে বাজ পড়ে জখম মা ও ছেলে। দু’ জনেই ভর্তি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। বাজ পড়ায় ভেঙে যায় ঘরের কাচের জিনিস। 

WB News Live Updates: পঞ্চায়েত প্রধানের কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে

নন্দীগ্রামের সামসাবাদে পঞ্চায়েত প্রধানের কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে।ফোনে কথাবার্তার অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। প্রধানের দাবি, প্রস্তাবিত জল প্রকল্প নিয়ে সদস্যদের একাংশের সঙ্গে বৈঠক করায় তাঁকে কড়া ভাষায় ধমক দেন ব্লক সভাপতি। যদিও ব্লক সভাপতির দাবি, প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তাঁকে সতর্ক করা হয়। বিজেপির কটাক্ষ, এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আলোচনার মাধ্যমে সমাধান, প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের।

West Bengal News Live: কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে নজির গড়লেন টোটোচালক

টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পাওয়ার পর  ফিরিয়ে দিয়ে  সততার নজির গড়লেন টোটো চালক মিলন শীল। গত পরশু সাঁইথিয়া ষ্টেশন থেকে যাত্রী নিয়ে ফেরার সময় সাঁইথিয়ার বাগডাঙ্গা মোড়ে একটি মানিব্যাগ কুড়িয়ে পান মিলন শীল। পরে ময়ূরেশ্বরের বহরা গ্রামের  গোবিন্দ মাল (মানিব্যাগ মালিক) র হাতে সেই মানিব্যাগ ফেরত দেন টোটো চালক।মানিব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপনের জন্য সাঁইথিয়া থানার পুলিশ ধন্যবাদ জানান টোটো চালককে। ওই টোটো চালকের হাতে ফুলের তোড়া ও শংসাপত্র তুলে দেওয়া হয় সাঁইথিয়া পুলিশের পক্ষ থেকে। 

WB News Live Updates: বাহারাইল এলাকায় ১২ ঘণ্টার বন‍্‍ধ

উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিস্ফোরণের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ব্যবসায়ী সমিতির ডাকে বাহারাইল এলাকায় ১২ ঘণ্টার বন‍্‍ধ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। সকাল থেকে দোকানপাট খোলেনি। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে টোটোটিকে চিহ্নিত করা হয়েছে। টোটোচালক ও মহিলা যাত্রীর খোঁজ চলছে। অভিযোগ, গতকাল ওষুধের দোকানে পার্সেল দিয়ে যান এক টোটোচালক।সেই পার্সেল খুলতেই বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিত্সাধীন।

West Bengal News Live: সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকপ্রকাশ শুভেন্দুরও

সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভারতের কিংবদন্তী ফুটবলার ও প্রাক্তন কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণ ভারতীয় ফুটবলের অপূরণীয় ক্ষতি। উনি ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। ওনার আত্মার অমরত্ব কামনা করি। পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

WB News Live Updates: সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকজ্ঞাপন মমতার

সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় লিখেছেন, বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের  প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়াও, তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টিমের কোচের দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল। সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

West Bengal News Live: তিলজলায় বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ ব্যবসায়ীর

তিলজলায় বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ ব্যবসায়ীর। লকডাউন পর্বে ব্যবসায় মন্দার কারণেই আত্মহত্যা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম সুরজ আগরওয়াল। স্থানীয় সূত্রে খবর, স্ত্রী, সন্তানকে নিয়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে থাকতেন ওই ব্যবসায়ী। সম্প্রতি সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। এরপর আজ সকাল পৌনে ৬টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ওই ব্যবসায়ীকে বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

WB News Live Updates: সীমান্তে নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগ

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগ নিল বারাসাত পুলিশ জেলা। সীমান্তবর্তী আমডাঙা, গোবরডাঙা, হাবড়া, দেগঙ্গা-সহ ১৬টি জায়গায় বসানো হচ্ছে ৩৪টি সিসি ক্যামেরা। ব্যারাকপুর কমিশনারেট বনগাঁ পুলিশ জেলা এবং বসিরহাট পুলিশ জেলা রয়েছে এই সীমান্তবর্তী এলাকায়। এই সমস্ত এলাকায় অপরাধ করে দুষ্কৃতীরা সীমান্তবর্তী এলাকায় পালিয়ে গেলে তার নিদর্শন ধরার জন্যই এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় । 

West Bengal News Live: সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা

স্বামীকে না জানিয়ে স্মার্ট ফোন কেনায় সন্দেহ। সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ। স্বামী-সহ ২ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্ত্রীর অভিযোগ, গতকাল রাতে দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকেন স্বামী। এক দুষ্কৃতী তাঁর মুখ চেপে ধরে, আরেকজন ধারাল অস্ত্র দিয়ে গলার নলি কাটার চেষ্টা করে বলে অভিযোগ। গৃহবধূর চিত্কারে প্রতিবেশীরা ছুটে এলে স্বামী ও এক দুষ্কৃতী পালিয়ে যায়। আরেক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা। স্ত্রীর দাবি, বাচ্চাদের অনলাইন পড়াশোনার জন্য স্বামীর কাছে স্মার্ট ফোন চেয়েছিলেন। স্বামী দিতে অস্বীকার করায় স্ত্রী নিজেই ফোন কিনে নেন। স্বামী সেটা জেনে ফেলার পর থেকেই অশান্তির সূত্রপাত। নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: মানিকতলায় ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

মানিকতলায় যুবকের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম রূপক ধাড়া। পরিবার সূত্রে খবর, গাড়ির যন্ত্রাংশ মেরামতির কাজ করতেন বছর ছাব্বিশের যুবক। গতকাল রাতে ঘরের ভিতরেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মেলেনি সুইসাইড নোট। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ। 

West Bengal News Live: প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক

প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। একবালপুরের নার্সিংহোমে আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি করোনা আক্রান্ত হন সুভাষ ভৌমিক। এছাড়া, দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির অসুখে। প্রায় সাড়ে তিন মাস ধরে ডায়ালিসিস চলছিল। ময়দানে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবের হয়েই খেলেছেন সুভাষ ভৌমিক। ১৯৭০-এ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। খেলেছেন মারডেকা কাপেও। ময়দানের তিন বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ছাড়াও গোয়ার একাধিক ক্লাবের কোচ হিসেবে তাঁর সাফল্য রয়েছে। সুভাষ ভৌমিকের প্রয়াণে ময়দানে শোকের ছায়া।

WB News Live Updates: সুভাষ ভৌমিকের ভবিষ্যৎ চিকিৎসার পরিকল্পনা নিয়ে বৈঠক

প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী কার্ডে। দীর্ঘদিন ধরে ভুগছেন কিডনির অসুখে। প্রায় সাড়ে তিন মাস নিয়মিত ডায়ালিসিস চলছে। পাশাপাশি, বুকের সংক্রমণের জন্য তিনি ভর্তি রয়েছেন একবালপুরের একটি হাসপাতালে। শুক্রবার বিকেলে নব মহাকরণে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ঘরে সুভাষ ভৌমিকের ভবিষ্যৎ চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি জরুরী সভা হয়। ক্রীড়ামন্ত্রী ছাড়াও হাজির ছিলেন প্রাক্তন ফুটবলারেরা, আইএফএ সভাপতি ও সুভাষপুত্র অর্জুন। সেখানেই সিদ্ধান্ত হয়, মেডিকা হাসপাতালে স্থানান্তর করে সেখানে স্বাস্থ্যসাথী কার্ডে তাঁর চিকিৎসা হবে।

West Bengal News Live: ভ্যাকসিনেশনের ক্ষেত্রে নীচের সারিতে বাংলা

দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে নীচের সারিতে বাংলা। কেন্দ্রীয় সরকারের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি বাংলায় ৫৩ শতাংশ কিশোর-কিশোরী ভ্যাকসিন পেয়েছে। এই হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

WB News Live Updates: কলকাতায় ক্রিপ্টোকারেন্সি-‘প্রতারণা’

বাস্তবে অস্তিত্ব না থাকলেও তার চাহিদা তুঙ্গে। ব্যবহারের পাশাপাশি, দিন দিন বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম। সেই সঙ্গে বাড়ছে প্রতারণাও। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  অন্যদিকে, ব্যক্তিগত তথ্য বেহাত হওয়া আটকাতে অডিটের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ফলতার এক শিক্ষক। ২৭ তারিখ শুনানি।

West Bengal News Live: মাঘের শুরুতে কলকাতায় অকাল বর্ষণ

মাঘের শুরুতে কলকাতায় অকাল বর্ষণ। সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। পাশাপাশি, উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা এবং নদিয়া ও মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

WB News Live Updates: ঠিকা জমিতে সরলীকরণ

ঠিকা জমিতে বহুতল তৈরির রাস্তা খুলে গেল কলকাতায়। বাড়ি ও ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে নিয়মের সরলীকরণ করল পুরসভা। আর ভূমি ও ভূমি রাজস্ব দফতরে আবেদন করতে হবে না। অনুমতি দেবে পুরসভাই। তবে নতুন বাড়ি বা ফ্ল্যাট তৈরিতে সম্মতি লাগবে ঠিকা জমিতে বসবাসকারী সকলের।

West Bengal News Live: ‘অমিল’ ন্যায্যমূল্যের ওষুধ

ন্যায্যমূল্যের দোকানে অমিল অধিকাংশ ওষুধ। বাইরে থেকে ওষুধ কিনতে গুনতে হচ্ছে বেশি টাকা। অভিযোগ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে আসা রোগীর আত্মীয়দের একাংশের। অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রোগীকল্যাণ সমিতি।

WB News Live Updates: সিঙ্গুরে জোড়া খুন, আটক ১

হুগলির সিঙ্গুরে জোড়া খুন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভরা বাজারের মধ্যে কুপিয়ে খুন করে আততায়ী। সেখান থেকে পালিয়ে গিয়ে বাজারের রাস্তায় একইভাবে হত্যা করা হয় নিহতের ভাইকে। ঘটনায় আটক অভিযুক্ত। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র।

West Bengal News Live: চাপ বাড়ছে স্বাস্থ্য পরিকাঠামোয়

রাজ্যে গত ৭ দিনে ২৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তির সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ICU বেডের চাহিদা। সরকারি ও বেসরকারি হাসপাতালে একই অবস্থা। যা নিয়ে উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ।

WB News Live Updates: ‘অমিল’ ন্যায্যমূল্যের ওষুধ

ন্যায্যমূল্যের দোকানে অমিল অধিকাংশ ওষুধ। বাইরে থেকে ওষুধ কিনতে গুনতে হচ্ছে বেশি টাকা। অভিযোগ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে আসা রোগীর আত্মীয়দের একাংশের। অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রোগীকল্যাণ সমিতি।

West Bengal News Live: ১৫ থেকে ১৭ মার্চ চলবে সিপিএমের রাজ্য সম্মেলন

লোকসভা ও বিধানসভা নির্বাচনে চূড়ান্ত বিপর্যয়। কলকাতা পুরভোটে দ্বিতীয় হলেও বহু আসনেই জমানত জব্দ। কংগ্রেসকে সঙ্গে নেওয়া নিয়ে দলের মধ্যে দ্বন্দ্বও রয়েছে। এই পরিস্থিতিতে সিপিএমের ২৬ তম রাজ্য সম্মেলন। শুক্রবার, আনুষ্ঠানিকভাবে সম্মেলনের লোগো প্রকাশ করলেন সূর্যকান্ত মিত্র, বিমান বসু, সুজন চক্রবর্তীরা। ১৫ থেকে ১৭ মার্চ চলবে সিপিএমের এই রাজ্য সম্মেলন। 

প্রেক্ষাপট

কলকাতা: নিরাপত্তার স্বার্থে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) জারি রেড অ্যালার্ট (Red Alert)। ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে না ভিজিটর পাস (Visitor Pass)। বাড়ানো হয়েছে CISF জওয়ান। রাজ্য গোয়েন্দা বিভাগের সতর্কবার্তার পর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে হাওড়া (Howrah) ও শিয়ালদা স্টেশনেও (Sealdah Station)।


ভেজাল সরষের তেল (Mustard Oil) মজুতের অভিযোগ পেয়ে অভিযান চালাল কলকাতা পুলিশের (Kolkata Police) এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এপিসি রোডের একটি গোডাউন থেকে বাজেয়াপ্ত করা হল সাড়ে পাঁচশো লিটার ভেজাল তেল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গোডাউন মালিক।


ঠিকা জমিতে বহুতল তৈরির রাস্তা খুলে গেল কলকাতায় (Kolkata)। বাড়ি ও ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে নিয়মের সরলীকরণ করল পুরসভা। আর ভূমি ও ভূমি রাজস্ব দফতরে আবেদন করতে হবে না। অনুমতি দেবে পুরসভাই। তবে নতুন বাড়ি বা ফ্ল্যাট তৈরিতে সম্মতি লাগবে ঠিকা জমিতে বসবাসকারী সকলের।


দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে নীচের সারিতে বাংলা। কেন্দ্রীয় সরকারের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি বাংলায় ৫৩ শতাংশ কিশোর-কিশোরী ভ্যাকসিন পেয়েছে। এই হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।


হুগলির সিঙ্গুরে জোড়া খুন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভরা বাজারের মধ্যে কুপিয়ে খুন করে আততায়ী। সেখান থেকে পালিয়ে গিয়ে বাজারের রাস্তায় একইভাবে হত্যা করা হয় নিহতের ভাইকে। ঘটনায় আটক অভিযুক্ত। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র।


রাজ্যে গত ৭ দিনে ২৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তির সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ICU বেডের চাহিদা। সরকারি ও বেসরকারি হাসপাতালে একই অবস্থা। যা নিয়ে উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ।


করোনার সংক্রমণ কাটিয়ে ওঠার এক-দেড় সপ্তাহের মধ্যেই ফের দেখা যাচ্ছে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ! তাহলে কি নতুন কোনও জটিলতা তৈরি করছে কোভিড? এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিত্‍সকদের।


কোভিড বিধি মেনে অন্য রাজ্যে স্কুল খুললেও, বাংলায় নয় কেন? ফের সরকারকে নিশানা করে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। একই দাবি বাম-কংগ্রেসেরও। যথাযথ সময়ে পদক্ষেপ করা হবে, জানাল শাসকদল। স্কুল খোলার পক্ষে দাবি জানিয়েছেন বিশিষ্টজনেদের একাংশও।


মা ক্ষমাশীল হতে পারেন, সন্তানরা নয়। বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যের। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও নিজের মন্তব্যে অনড় শাসকদলের যুব নেতা।


লোকসভা ও বিধানসভা নির্বাচনে চূড়ান্ত বিপর্যয়। কলকাতা পুরভোটে দ্বিতীয় হলেও বহু আসনেই জমানত জব্দ। কংগ্রেসকে সঙ্গে নেওয়া নিয়ে দলের মধ্যে দ্বন্দ্বও রয়েছে। এই পরিস্থিতিতে সিপিএমের ২৬ তম রাজ্য সম্মেলন। শুক্রবার, আনুষ্ঠানিকভাবে সম্মেলনের লোগো প্রকাশ করলেন সূর্যকান্ত মিত্র, বিমান বসু, সুজন চক্রবর্তীরা। ১৫ থেকে ১৭ মার্চ চলবে সিপিএমের এই রাজ্য সম্মেলন।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.