West Bengal News Live: আজাদ হিন্দ ফৌজের ৮ জন কর্নেলের নামে ৮টি ক্রিকেট দল

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 23 Jan 2023 11:47 PM
WB News Live Updates: বাংলায় কংগ্রেসের পদযাত্রা শেষ হল কার্শিয়ঙে

রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'র অংশ হিসাবে, বাংলায় কংগ্রেসের পদযাত্রা গতকাল শেষ হল কার্শিয়ঙে। সেখানেই, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল এবং বিজেপিও।

West Bengal News Live: পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কে চিকিৎসককে পিষে দিয়ে চলে গেল লরি

পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কে চিকিৎসককে পিষে দিয়ে চলে গেল লরি। ওভারটেক নিয়ে লরি চালকের সঙ্গে বচসা হয়। লরিচালক পালানোর চেষ্টা করলে তাঁকে থামাতে যান খড়গপুরের বাসিন্দা ওই ব্যক্তি। অভিযোগ এরপরই তাঁকে পিষে দিয়ে চলে যায় লরিটি। 

WB News Live Updates: আজাদ হিন্দ ফৌজের ৮ জন কর্নেলের নামে ৮টি ক্রিকেট দল

কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডের, সাদার্ন অ্যাভিনিউয়ে, সাড়ম্বরে পালিত হল দেশনায়কের  জন্মবার্ষিকী। কাউন্সিলরের উদ্য়োগে আজাদ হিন্দ ফৌজের ৮ জন কর্নেলের নামে এলাকার তরুণদের নিয়ে ৮টি ক্রিকেট দল তৈরি করা হল। 

West Bengal News Live: কাঁকুরগাছির এপিসি পার্কে শুরু ৫২-তম সুভাষ মেলা

কাঁকুরগাছির এপিসি পার্কে আজ থেকে শুরু হল ৫২-তম সুভাষ মেলা। প্রধান উদ্যোক্তা বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এদিন এই মেলার উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায়, সুজিত বসু-সহ অনেকে। মেলার অন্যতম আকর্ষণ অস্থায়ীভাবে তৈরি সুভাষ ভবন ও বিবেকানন্দ ভবন। সেখানে সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের বেড়ে ওঠা ও জীবনের নানা কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের বিনোদন থেকে শুরু করে খাবার-সহ হরেকরকমের স্টলে সুসজ্জিত এই মেলা চলবে আগামী এক মাস। 

WB News Live Updates: নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানো নিয়ে ধুন্ধুমার মুর্শিদাবাদের ইসলামপুরে

নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানো নিয়ে ধুন্ধুমার মুর্শিদাবাদের ইসলামপুরে। ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের ব্লক সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে ফরওয়ার্ড ব্লক। যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতির ছোঁয়া এবার সরস্বতী পুজোর মণ্ডপে!

নিয়োগ দুর্নীতির ছোঁয়া এবার সরস্বতী পুজোর মণ্ডপে! কাঁকুরগাছিতে সরস্বতী পুজোর থিমের নাম 'বঙ্গে বিক্রি বিদ্যা'। পার্থ-অর্পিতার আদলে মডেল থেকে শুরু করে পাঁচশো-দু-হাজারের নোট, এমনকি চাকরিপ্রার্থীদের আন্দোলনও জায়গা করে নিয়েছে মণ্ডপে। থিমের এই পুজোতে লেগেছে রাজনীতির রঙও। 

WB News Live Updates: রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা বাগুইআটির বেসরকারি হাসপাতালে

রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা বাগুইআটির বেসরকারি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ মৃতের পরিজনদের। 'রোগীকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নিয়ে আসা হয় হাসপাতালে', রোগীকে বাঁচাতে সবরকম চেষ্টা করা হয়, অভিযোগ অস্বীকার করে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

West Bengal News Live: রাজভবনের তিনতলায় আগুন

রাজভবনের তিনতলায় আগুন। রাজ্যপালের বৈঠক চলাকালীন আগুন রাজভবনে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান।

WB News Live Updates: যুব তৃণমূল নেতার জোড়া ডায়েরিতে নজর ইডি-র

নিয়োগ-দুর্নীতি মামলায় ধৃত হুগলির যুব তৃণমূল নেতার জোড়া ডায়েরিতে নজর ইডি-র। ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা টাকার অঙ্ক কত, মর্মোদ্ধারে ব্যস্ত ইডি, খবর সূত্রের। কুন্তলকে জেরা করে সেই সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি।

West Bengal News Live: বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। আড়াই ঘণ্টা পার, এখনও জ্বলছে আগুন। বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন, আহত ২ শ্রমিক। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকলের।

West Bengal News Live: বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। আড়াই ঘণ্টা পার, এখনও জ্বলছে আগুন। বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন, আহত ২ শ্রমিক। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকলের।

West Bengal News Live: বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। আড়াই ঘণ্টা পার, এখনও জ্বলছে আগুন। বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন, আহত ২ শ্রমিক। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকলের।

WB News Live Updates: 'নিয়োগ-দুর্নীতিকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান ভাইপোই', তোপ শুভেন্দুর

'নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৩ হাজার কোটি টাকা তোলা হয়েছে, ভাইপো নিয়েছে ২ হাজার কোটি। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান ভাইপোই' বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'ভাইপোর আপ্ত সহায়ককে ধরলে সব বেরিয়ে আসবে', বিস্ফোরক শুভেন্দু।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে তলব ইডির। আগামীকাল মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব ইডি-র। কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা, খবর সূত্রের। সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছিল কুন্তল, আগেই অভিযোগ করেন তাপস মণ্ডল। 'সব টাকা নিয়ে ফাঁসিয়েছেন, ব্ল্যাকমেল করেছেন তাপস, জমা দিয়েছি অডিও, তাপস মণ্ডল ছাড়াও তাঁর ঘনিষ্ঠ নীলাদ্রি ঘোষ টাকা তুলেছেন', আজ এমনই দাবি করলেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

WB News Live Updates: রাজ্যে শেষ হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা

রাজ্যে শেষ হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সাগর থেকে পাহাড়, অধীর চৌধুরীর নেতৃত্বে ৮০০ কিলোমিটার পথ হাঁটলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। কার্শিয়ঙে সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে পাহাড় ইস্যুতে তৃণমূল-বিজেপি দুই দলকেই একযোগে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

West Bengal News Live: মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না: মমতা

'রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না', দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা মমতার।

WB News Live Updates: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি। বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরাও। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। মালদার ইংলিশবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় তৃণমূল প্রধানের স্বামী, উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের।

West Bengal News Live: গরুপাচার মামলায় দিল্লি হাইকোর্টে পিছোল শুনানি

গরুপাচার মামলায় দিল্লি হাইকোর্টে পিছোল শুনানি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে এসে জেরা করতে চায় ইডি। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে এসে জেরা করতে চায় ইডি। অনুব্রতর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। সেই মামলায় শুনানি পিছোল দিল্লি হাইকোর্টে। অনুব্রত মামলায় দিল্লি হাইকোর্টে পরবর্তী শুনানি ২ ফেব্রুয়ারি।

WB News Live Updates: চিকিৎসককে পিষে দিল বেপরোয়া লরি চালক, পশ্চিম মেদিনীপুরের ৬০ নম্বর জাতীয় সড়কের ঘটনা

চিকিৎসককে পিষে দিল বেপরোয়া লরি চালক।  পশ্চিম মেদিনীপুরের ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে ঘটনা। খড়গপুর থেকে গাড়িতে দিঘা যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি সহ পাঁচ জন। জাতীয় সড়কে লরিটি গাড়িকে ওভারটেক করতে গেলে চালকের সঙ্গে বচসা হয় চিকিৎসকের। লরি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দিতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন চিকিৎসক গৌতম মুখোপাধ্য়ায়। তখনই তাঁকে পিষে দিয়ে চলে যায় লরিটি। আহত গাড়ির আরও ২ যাত্রী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

West Bengal News Live: রাজ্যে আজ অধীর চৌধুরীর ভারত জোড়ো যাত্রার শেষ দিন

রাজ্যে আজ অধীর চৌধুরীর ভারত জোড়ো যাত্রার শেষ দিন। শিলিগুড়ির দাগাপুর ফুটবল মাঠ থেকে পদযাত্রায় অধীর। কার্শিয়ং পর্যন্ত পদযাত্রা করবেন প্রদেশ কংগ্রেস অধ্যক্ষ।

WB News Live Updates: জোড়াবাগানে পরিবহণ ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী তাণ্ডব

জোড়াবাগানে পরিবহণ ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী তাণ্ডব। সিসি ক্যামেরায় ধরা পড়ল তাণ্ডবের ছবি। ব্যবসায়ীর অভিযোগ, সকালে একদল দুষ্কৃতী আচমকাই হামলা চালায়। অফিসের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। হামলার নেপথ্যে কারণ কী, এখনও স্পষ্ট নয়। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরাও।

West Bengal News Live: তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তীর কলতলা এলাকা

তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তীর কলতলা এলাকা। অভিযোগ গতকাল সভায় যাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ ঘটে। আজ সকালে তার জেরে কলতলায় দুই পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। এই ঘটনায় দুপক্ষের দুজন আহত হয়েছেন। তাঁদের কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ। ইতিমধ্যে একজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। 

West Bengal News Live: নেতাজির জন্মদিবস উদযাপনে অভিনব উদ্যোগ  ৮৭ নম্বর ওয়ার্ডে

নেতাজির জন্মদিবস উদযাপনে অভিনব উদ্যোগ  ৮৭ নম্বর ওয়ার্ডে। সকালেই পতাকা উত্তোলন করেন কাউন্সিলর মণীষা বোস। এরপরই ছিল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। আজাদ হিন্দ ফৌজের কর্নেলদের নামে টিম তৈরি করে ক্রিকেট খেলায় মেতে ওঠে পাড়ার ছেলে-মেয়েরা। 

WB News Live Updates: 'কে কী বলল, তাতে কিছু আসে যায় না', প্রতিক্রিয়া কুণাল ঘোষের

'নেতাজির কন্যা অনিতা বসু পাফ নিজেই খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, নেতাজির আদর্শের সঙ্গে আরএসএস কিংবা আরএসএস ঘরাণার কোনও সম্পর্ক নেই। এরপর কে কী বলল, তাতে কিছু আসে যায় না।'  প্রতিক্রিয়া কুণাল ঘোষের। 

West Bengal News Live: নেতাজি মূর্তিতে মালা দেওয়া ঘিরে ধুন্ধুমার

নেতাজি মূর্তিতে মালা দেওয়া ঘিরে ধুন্ধুমার। মুর্শিদাবাদের ইসলামপুরে তুলকালাম। ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের উপর আক্রমনের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। পরে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

WB News Live Updates: তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তীর কলতলা এলাকা

তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তীর কলতলা এলাকা। অভিযোগ গতকাল সভায় যাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ ঘটে। আজ সকালে তার জেরে কলতলায় দুই পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। এই ঘটনায় দুপক্ষের দুজন আহত হয়েছেন। তাঁদের কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ। ইতিমধ্যে একজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। 

West Bengal News Live: 'নিয়োগ-দুর্নীতিকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান ভাইপোই', বিস্ফোরক শুভেন্দু

'নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৩ হাজার কোটি টাকা তোলা হয়েছে, ভাইপো নিয়েছে ২ হাজার কোটি। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান ভাইপোই।' বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'ভাইপোর আপ্ত সহায়ককে ধরলে সব বেরিয়ে আসবে', বিস্ফোরক শুভেন্দু।

WB News Live Updates: জলপাইগুড়ির তৃণমূলের এসসিএসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের মন্তব্য় ঘিরে বিতর্ক

'কোম্পানি ভাল, প্রোডাক্ট ভাল, আমাদের জিনিস ভাল, ফেরিওয়ালাগুলো যত গণ্ডগোলের। আমাদের নেতাদের চরিত্রের জন্য় আজকে দলের এই দশা।' জলপাইগুড়ির তৃণমূলের এসসিএসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের মন্তব্য় ঘিরে বিতর্ক। 

West Bengal News Live: নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে নজর ইডি-র

নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে নজর ইডি-র। ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা টাকার অঙ্ক কত, মর্মোদ্ধারে ব্যস্ত ইডি, খবর সূত্রের। কুন্তলকে জেরা করে সেই সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি। 

WB News Live Updates: আবহাওয়া দফতর বলছে, আগামী ২-৩ দিনেই কলকাতায় দিনের বেলা উধাও হবে শীতের আমেজ

শীতকালে শীত উধাও! আবহাওয়া দফতর বলছে, আগামী ২-৩ দিনেই কলকাতায় দিনের বেলা উধাও হবে শীতের আমেজ। আগামী ৫-৭ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। ২-৩ ডিগ্রি করে বাড়বে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। 

West Bengal News Live: পশ্চিম মেদিনীপুরে চিকিৎসককে পিষে দিল বেপরোয়া লরি চালক

জাতীয় সড়কে লরিটি গাড়িকে ওভারটেক করতে গেলে চালকের সঙ্গে বচসা হয় চিকিৎসকের। লরি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দিতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন চিকিৎসক গৌতম মুখোপাধ্য়ায়। তখনই তাঁকে পিষে দিয়ে চলে যায় লরিটি। আহত গাড়ির আরও ২ যাত্রী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরে চিকিৎসককে পিষে দিল বেপরোয়া লরি চালক

চিকিৎসককে পিষে দিল বেপরোয়া লরি চালক। পশ্চিম মেদিনীপুরের ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে ঘটনা। খড়গপুর থেকে গাড়িতে দিঘা যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি সহ পাঁচ জন। 

West Bengal News Live: নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুর দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর

'বিজেপির হাতে কোনও আইকন নেই, তাই নেতাজির ভাবধারায় বিশ্বাস না রেখেও এসব বলে বেড়াচ্ছে', পাল্টা আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।

WB News Live Updates: নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুর দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর

'আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে।' নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live: সাধন পাণ্ডের মৃত্যুর ১১ মাস পরও মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হল না কেন?

সাধন পাণ্ডের মৃত্যুর ১১ মাস পরও মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হল না কেন? এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অথচ মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর ২০ দিনের মধ্যেই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাঁর প্রশ্ন, মানিকতলার ক্ষেত্রে এমনটা হবে না কেন? 

WB News Live Updates: প্রাথমিক-উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নামেই তোলা হয়েছিল প্রায় ১৪ কোটি টাকা!

প্রাথমিক-উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নামেই তোলা হয়েছিল প্রায় ১৪ কোটি টাকা। ২০১৪-র টেট পাস করানো ও চাকরি দেওয়ার জন্য নেওয়া হয় আরও প্রায় সোয়া ৫ কোটি। এছাড়াও টাকা তোলা হয়েছিল নবম থেকে দ্বাদশ, এমনকি SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের জন্যও। নিয়োগকাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির পর আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। 

West Bengal News Live: চোর সন্দেহে হাওড়ার গদাইপুর গ্রামে এক 'দুষ্কৃতী'কে পিটিয়ে খুন করার অভিযোগ

চোর সন্দেহে হাওড়ার গদাইপুর গ্রামে এক 'দুষ্কৃতী'কে পিটিয়ে খুন করার অভিযোগ। মারধরের ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

WB News Live Updates: দক্ষিণ দমদম পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে শুরু হয়েছে দিনরাতের শর্টহ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা

সবুজ ঘাসে, রুপোলি কাপে, সোনালি স্বপ্ন। দক্ষিণ দমদম পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে শুরু হয়েছে দিনরাতের শর্টহ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা। সোমবার হবে ফাইনাল। রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিনরাজ্য থেকে আসা মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।  

West Bengal News Live: ২ বছর পর অবশেষে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে থাকছে বাংলার ট্যাবলো

২ বছর পর অবশেষে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে থাকছে বাংলার ট্যাবলো। এবার থিম দুর্গাপুজো। ঠাকুর দালানে সুদৃশ্য দুর্গাপ্রতিমার পাশাপাশি, জায়গা পাবে মঙ্গলঘট, ঢাকি, দর্শনার্থী। হবে মন্ত্রোচ্চারণ। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মিলেছে ইতিমধ্যেই। স্বাগত জানালেও, একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।

WB News Live Updates: কলকাতা মেডিক্যালে ধরা পড়ে বিরল জাপানি রোগে আক্রান্ত ব্যক্তি

মেনিনজাইটিস থেকে সেরে ওঠার পরই দেখা দিয়েছিল নতুন বিপত্তি। কমতে শুরু করেছিল চোখের আলো থেকে শোনার ক্ষমতা। গায়ে ফুটে উঠছিল শ্বেতির মতো দাগ। কলকাতা মেডিক্যালে ধরা পড়ে বিরল জাপানি রোগে আক্রান্ত ব্যক্তি। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

West Bengal News Live: ধর্মতলায় ISF-এর প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে অশান্তি, নৌশাদ সিদ্দিকির ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

শনিবার ধর্মতলায় ISF-এর প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনায়, বিধায়ক নৌশাদ সিদ্দিকির ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। পয়লা এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে আরও ১৭ জন ISF কর্মী-সমর্থককে। বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে সরব হয়েছে কংগ্রেস-বিজেপি। গন্ডগোল হলে তো পুলিশ বসে থাকবে না। বললেন কুণাল ঘোষ।

প্রেক্ষাপট

ধর্মতলায় (Dharmatala) খণ্ডযুদ্ধ, নৌশাদ-সহ (Naushad Siddiqui) ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত (Police Custody)। হোমে এক নাবালক। ভাঙড় সংঘর্ষে  (Bhangar Clash) ধৃত ৪৪ জনেরও পুলিশ হেফাজত। বিক্ষোভ সমর্থকদের।


ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ২টি পাঁজরে ও সার্ভাইক্যাল স্পাইনে চিড় বউবাজার থানার ওসির (OC)। অ্যাডিশনাল ওসির মাথা-কনুইয়ে চোট। আজ হবে ইইজি।

কমেনি ভাঙড়ের উত্তাপ। আরাবুলের বাড়ির অদূরে উদ্ধার বোমা-কার্তুজ-আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ৩ আইএসএফ (ISF) কর্মী। ঘটনাস্থলে পৌঁছতেই সন্ধে, বোমা নিষ্ক্রিয় না করেই ফিরল বম্ব স্কোয়াড (Bomb Squad)।

সন্ত্রাস করতেই বোমা রেখেছে আইএসএফ, দাবি তৃণমূলের (TMC)। বোমা রেখেছে শাসক দল। দলের কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ, পাল্টা দাবি আইএসএফের।

সস্তার রাজনীতি, কেন্দ্রের রিপোর্টেই স্পষ্ট বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভাল। অনুরাগ ঠাকুরকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের (Kunal Ghosh)।

প্রাথমিক-উচ্চপ্রাথমিকে চাকরির নামে ১৪ কোটি, টেটে (TET) সোয়া ৫ কোটি। টাকার খেলা নবম-দশম, এসএসসি, গ্রুপ ডি নিয়োগেও। ধৃত তৃণমূল নেতা কুন্তলের বাড়ি থেকে মিলেছে নথি, দাবি ইডির।

অবশেষে অধ্যক্ষ পরিষদ থেকে অপসারিত নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী সুবীরেশ ভট্টাচার্য। কোচবিহারে বৈঠকে সিদ্ধান্ত। আগামীতে পদাধিকারী নির্বাচন করবে অ্যাড হক কমিটি।

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদ।

২ বছর পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে বাংলার ট্যাবলো। বাংলাকে বঞ্চিত রেখেছিল কেন্দ্র, আক্রমণ ফিরহাদের। কমিটি নির্ধারণ করেছে, বিজেপির (BJP) হাত নেই, পাল্টা শমীক।

মধ্যশিক্ষা পর্ষদের পর এবিটিএ (ABTA)। ফের মাধ্যমিকের টেস্ট পেপারের প্রশ্নে আজাদ কাশ্মীর। ভুল স্বীকার কর্তৃপক্ষের। কেন বারবার একই ভুল, উঠছে প্রশ্ন।

সরস্বতী পুজোর অনুমতি দিচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপির। 'ক্যাম্পাসে কোনও ধর্মাচরণ হয় না', বলছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.