West Bengal News Live: বাংলায় হবে প্ল্যানিং কমিশন, স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই
মালদার গাজোলের মোনালিপুর গ্রামে ভরাট করা হচ্ছে পুকুর। গ্রামবাসীদের অভিযোগ, বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে জমি মাফিয়া। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁদের। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
নেতাজি জয়ন্তীতে জাতীয় পতাকার আগে তোলা হল তৃণমূলের দলীয় পতাকা। ভাইরাল ভিডিও ঘিরে জলপাইগুড়িতে জোর রাজনৈতিক তরজা। একে অপরকে আক্রমণ শানিয়েছে তৃণমূল আর বিজেপি। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
পার্কিং জোনের বাইরে গাড়ি রাখা সত্ত্বেও পার্কিং ফি দাবি! তা দিতে অস্বীকার করায় রেলযাত্রীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। তা নিয়ে উত্তেজনা ছড়াল হাওড়ার শালিমার স্টেশনের পার্কিং জোনের বাইরে। পুলিশ সূত্রে খবর, দুপক্ষের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাওড়ায় সালকিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক পথচারীর। অন্যদিকে, ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল আমতার খেজুরতলা। দুর্ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয়রা, ভাঙচুর করা হয় একাধিক ডাম্পার। পুলিশ ও র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নেতাজি নেই। কিন্তু তাঁর স্মৃতি আঁকড়ে আজও বেঁচে আছেন বহু মানুষ। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির কর্মকার পরিবারে ঠাকুরঘরে রেখে রীতিমতো পুজো করা হয় সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত চেয়ার। অন্যদিকে, চেয়ার সংরক্ষণ করে নেতাজিকে সম্মান জানিয়েছে তমলুক পুরসভা।
দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ায় নেতাজির বাড়ি সংস্কারের কৃতিত্ব কার? দেশনায়কের জন্মদিনেই তা নিয়ে তরজায় জড়াল তৃণমূল আর বিজেপি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম।
ডায়মন্ডহারবার মডেলে এগোতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। ভ্যাকসিনেশন, লাগাতার কোভিড টেস্ট, করোনাবিধির কড়াকড়িতে ডায়মন্ডহারবারে কমেছে সংক্রমণের হার। এমনই দাবি স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বীরভূমে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও, দোকান-বাজার খোলা রাখার ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা বজায় রাখছে জেলার একাধিক পুরসভা। আজ ঘোষিত হল নতুন সূচি। চার পুরএলাকায় দোকান-বাজার খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে।
নেতাজির জন্মদিনে আশার কথা শোনাল অ্যাপ ক্যাব সংস্থা RYDE। করোনাকালে আগামী ১ মাস এই অ্যাপের সঙ্গে যুক্ত গাড়িচালকদের কাছ থেকে কোনও কমিশন নেওয়া হবে না। ঘোষণা করল পরিচালন সংস্থা ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড।
গ্রাহকের সতর্কতায় বানচাল হল ব্যাঙ্ক ও এটিএম জালিয়াতির চেষ্টা। অভিযোগ, সিভিল ডিফেন্সের এক কর্মীকে এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়েছে বলে ফোন করে প্রতারকরা। প্রতারণার বিষয়টি আঁচ করে পাল্টা ফাঁদ পাতেন সিভিল ডিফেন্সের ওই কর্মী। তিনিই পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে একটি ATM-এর সামনে থেকে পাকড়াও করেন অভিযুক্তকে। ধৃতের ২৬ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে।
করোনা টেস্ট ও ব্লাড টেস্টের জন্য মেডিকেল ক্যাম্প করার আর্জি জানিয়ে অগ্রিম পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠল চিৎপুরে। অভিযোগ, নিজেকে বিএসএফ আধিকারিক বলে ফোনে পরিচয় দেন অভিযুক্ত। লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
নেতাজির জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাটপাড়ায় চলল গুলি। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন অনেকে। আজকের দিনে এমন অশান্তিতে বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। অভিযোগ কংগ্রেস ও বামেদের। ভাটপাড়ায় অশান্তির দায় নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে অশান্তি! তৃণমূল-বিজেপি ধুন্ধুমার বাধল ভাটপাড়ায়। সংঘাতে জড়ালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। চলল গুলি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানালেন অর্জুন সিংহ। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি বিজেপির রাজ্য সভাপতির। পাল্টা সুর চড়াল তৃণমূলও। এই ঘটনায় রুজু হয়েছে ৩টি মামলা।
ট্যাবলো বাতিল নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। ট্যাবলো বাতিল না হলেই ভাল হত, বললেন বিধানসভার অধ্যক্ষ।
বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের সরকারি অনুষ্ঠানে দেখা গেল গেল না বিজেপি বিধায়কদের। পরে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়ে গেলেন শুভেন্দু অধিকারীরা। নেতাজিকে কারা শ্রদ্ধা করে, তা নিয়ে শুরু তরজাও।
নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে রণক্ষেত্র ভাটপাড়া। অর্জুন সিংহের গাড়ি ঢুকতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। গুলি চালাল বিজেপি সাংসদের নিরাপত্তারক্ষীরা।
রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী তিন দিন। এই সময় তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না। তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
রবিবারের সকালে বাজার থেকে মাংস কিনে ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। দুর্ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার আমতার খেজুরতলায় উত্তেজনা। একাধিক ডাম্পার ভাঙচুর। সকাল সোয়া ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয়রা। উলুবেড়িয়া-আমতা রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। ডাম্পার চালক পলাতক।
নেতাজির মস্তিষ্ক প্রসূত প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক। বাংলায় হবে প্ল্যানিং কমিশন। স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগের প্রতিশ্রুতি পূরণ করুন, পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
দিল্লির প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো কেন বাতিল জানানো হয়নি। রেড রোডেই চলবে নেতাজির ট্যাবলো, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যারেডে নেতাজির ছবি আছে, নেই মমতার মুখ, কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে শোকজ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলবিরোধী কাজের জন্য তাঁদের কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। দল কেন ব্যবস্থা নেবে না, কারণ দর্শানোর জন্য নোটিস দেওয়া হয়েছে। ‘এখনও শোকজ নোটিস পাইনি’, প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদারের।
যাদবপুরে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার চালক। পুলিশ সূত্রে খবর, চালক রাহুল বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বেঙ্গালুরু থেকে ফেরেন। গতকাল এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল। পার্টি শেষে এক তরুণীকে গড়িয়ায় নামাতে যাচ্ছিলেন অভিযুক্ত। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।
সল্টলেকে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় আহত এক ডেলিভারি বয় ও পথচারী বৃদ্ধা। গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটারে ধাক্কা। পরে পথচলতি বৃদ্ধাকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায় গাড়িটি। আহতদের বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশিক্ষণরত মহিলাকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে।
কলকাতার পর এবার হাওড়াতেও বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু। সকাল ৭টা নাগাদ সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে পথচারীকে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।
বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে ‘গুলি ও লুঠ’। ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেফতার ২। ধৃতরা ঝাড়খণ্ডের তোলাবাজ গ্যাংয়ের সদস্য। ঝাড়খণ্ড থেকে এসে তোলাবাজির চেষ্টা ২ দুষ্কৃতীর। ৩ দিন ধরে অপারেশন চালিয়ে দেওঘরের ডেরা থেকে পাকড়াও করে লালবাজারের গোয়ান্দারা।
বনগাঁর পর এবার গোবরডাঙা, ফের ‘বিক্ষুব্ধ’ দের নিয়ে পিকনিক সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। পিকনিকে যোগ গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও দেবদাস মণ্ডলের। ‘হতাশ দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই পিকনিক। দলীয় কর্মীদের একজোট করাই সাংসদের কাজ’, দাবি শান্তনু ঠাকুরের। ‘সাংসদ নিজের এলাকায় পিকনিক করতেই পারেন। আমাদের ডাকলে, আমরাও যাব,’ প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।
বনগাঁর পর এবার গোবরডাঙা। ফের ‘বিক্ষুব্ধ’দের নিয়ে পিকনিক সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। পিকনিকে যোগ গইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও দেবদাস মণ্ডলের।
মালদার গাজোলের মোনালিপুর গ্রামে ভরাট করা হচ্ছে পুকুর। গ্রামবাসীদের অভিযোগ, বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে জমি মাফিয়া। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁদের। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক
পার্কিং জোনের বাইরে গাড়ি রাখা সত্ত্বেও পার্কিং ফি দাবি! তা দিতে অস্বীকার করায় রেলযাত্রীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। তা নিয়ে উত্তেজনা ছড়াল হাওড়ার শালিমার স্টেশনের পার্কিং জোনের বাইরে। পুলিশ সূত্রে খবর, দুপক্ষের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সুবোধ মল্লিক স্কোয়ারে বামেদের নেতাজি-স্মরণ। উপস্থিত বিমান বসু, নরেন চট্টোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস। অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল নেতা নির্বেদ রায়।
অন্যদিকে এদিন বিধান ভবনে কংগ্রেস দফতরে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়। দেশাত্মবোধক গান গেয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস কর্মীরা। উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, ঋজু ঘোষাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর নেতাজির স্মরণে ১২৫টি মোমবাতি জ্বালানো হয়
বিধানসভাতেও এদিন নেতাজিকে শ্রদ্ধা জানানো হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজির ছবিতে মাল্যদান করেন। বিজেপি বিধায়করাও এদিন পরে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন।
ভাটপাড়ায় সংঘর্ষের পর নেতাজি মূর্তিতে গঙ্গাজন দিয়ে শুদ্ধকরণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
আইএএস, আইপিএস ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। ‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আপনারা ভেঙে দিয়েছেন,’ বললেন মুখ্যমন্ত্রী।
"প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে,'' জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘পাঠ্যপুস্তকে দেশপ্রেমের ইতিহাস পড়ানো হোক,' দাবি মুখ্যমন্ত্রীর
‘আমরা স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তুলব’ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
"বাংলায় প্ল্যানিং কমিশন করব'' জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
শাঁখ ও সাইরেন বাজিয়ে নেতাজি-স্মরণ।
ময়দানে নেতাজির জন্মদিবসের অনুষ্ঠান, উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লেকটাউনের শ্রীভূমিতে সাড়ম্বরে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্যোগে এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়। অনুষ্ঠান মঞ্চ থেকে নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানান সাংসদ।
চেতলা পার্কে নেতাজিকে সম্মান জানিয়ে মাল্যদান করলেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন তাঁর বড় মেয়ে। নেতাজিকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। নাম না করে বিজেপিকে বার্তা ফিরহাদের।
ফের রণক্ষেত্র ভাটপাড়া। ভাটপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি সাংসদ অর্জুন সিংহ যেতেই উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
রবিবারের সকালে বাজার থেকে মাংস কিনে ফেরার পথে, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। দুর্ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার আমতার খেজুরতলায় উত্তেজনা। একাধিক ডাম্পার ভাঙচুর। সকাল সোয়া ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয়রা। উলুবেড়িয়া-আমতা রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। ডাম্পার চালক পলাতক।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে ছিলেন না বাংলার কোনও জেলাশাসক। কাল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানাবেন তিনি।
যাদবপুরে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার চালক। পুলিশ সূত্রে খবর, চালক রাহুল বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ব্যাঙ্গালোর থেকে ফেরেন। গতকাল এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল। পার্টি শেষে এক তরুণীকে গড়িয়ায় নামাতে যাচ্ছিলেন অভিযুক্ত। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।
মাঘের শুরুতে কুপোকাত শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ। আজ ও কাল রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি। ফের কমবে তাপমাত্রা। এরপর বঙ্গভূমে শীত ঘুরে দাঁড়াবে নাকি, ধীরে ধীরে পাততাড়ি গোটাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কলকাতা বিমানবন্দরে গ্রেফতার ইন্ডিগো এয়ারলাইন্সের পাইলট। ধৃত পাইলটের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলায় লুক আউট নোটিস জারি হয়। শনিবার রাতে অভিবাসন দফতর সুরেশ সাভারিস নামে ওই পাইলটকে আটক করে। চেন্নাইয়ের বাসিন্দা ওই পাইলটকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। আজ ওই পাইলটকে আদালতে পেশ করা হবে।
কলকাতার পর এবার হাওড়াতেও বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু। সকাল ৭টা নাগাদ সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে পথচারীকে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।
নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর ট্যুইট। ফের তুললেন নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি। মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি দেশের পাশাপাশি, গোটা বিশ্বেরও আইকন। বাংলা থেকে নেতাজির উত্থান ভারতীয় ইতিহাসে অতুলনীয়। তিনি দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব, ঐক্য ও সৌভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সমস্ত প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার প্রোটোকল অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মদিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করছে। নেতাজির স্মরণে কিছু দীর্ঘমেয়াদী উদ্যোগের মধ্যে, রাজ্যের টাকায় আন্তর্জাতিক সহযোগিতায় জয় হিন্দ জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। জাতীয় পরিকল্পনা কমিশন সংক্রান্ত নেতাজির চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে, পরিকল্পনা উদ্যোগে রাজ্যকে সহযোগিতার জন্য বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করা হবে। এ বছর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোতে নেতাজি ছাড়াও আমাদের দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী স্মরণে বাংলার অন্যান্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা তুলে ধরা হবে। আমরা আবার কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার আবেদন জানাচ্ছি, যাতে গোটা দেশের মানুষ জাতীয় নেতাকে শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দেশনায়ক দিবস পালন করতে পারে। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।
পুরভোটের আগে ফের উত্তপ্ত পানিহাটি। গতকাল রাতে ধানকল মোড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজি। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এর আগে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরকে কেন্দ্র করে গতকাল রাতে রণক্ষেত্রের চেহারা নেয় পানিহাটির বিবিবাগান এলাকা। বিজেপি যুব মোর্চার কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সম্পাদক জয় সাহা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর করা হয় বিজেপি যুব নেতার গাড়ি। যুব নেতার কয়েকজন সঙ্গীকে মারধরও করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজি। দুটি ঘটনার যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
ধর্ষণের অভিযোগে নিউ মার্কেটের হোটেল থেকে গ্রেফতার মুম্বইয়ের দম্পতি। গত বছর মার্চ মাসে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশের দাবি, এরপর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। ধৃতদের ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাচ্ছে পুলিশ।
সময়ে ঋণ মেটাতে না পারায় মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীর বিরুদ্ধে। শনিবার হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর দাবি, ২০১৯-এর মে মাসে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ফ্রিজ কিনতে ১২ হাজার টাকা ও মোবাইল কিনতে ৩০ হাজার টাকা লোন নেন তিনি। ২০২০-র ডিসেম্বর পর্যন্ত ইএমআই দিতে পারলেও করোনা পরিস্থিতিতে ব্যাঙ্ককে তিনি জানান, এখনই পুরো টাকা মেটাতে পারবেন না তিনি। মহিলার অভিযোগ, ২০২১-এর নভেম্বর মাস থেকে ব্যাঙ্কের তরফে কোনও কর্মী প্রথমে তাঁকে ফোনে গালিগালাজ করেন। পরে হোয়াটস্ অ্যাপে তাঁকে কু-প্রস্তাব দেওয়া হয়। ঘটনায় ব্যাঙ্কের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাতের শহরে জোড়া দুর্ঘটনা। রাত সাড়ে ১০টা নাগাদ যাদবপুরের কৃষ্ণা গ্লাসের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু, এক কিশোরী-সহ আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় লেক গার্ডেন্সের বাসিন্দা রাহুল বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে তিনজন সওয়ারি ছিলেন। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে সজ্ঞানে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
গতকাল দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১১টা নাগাদ। গোলপার্কে ফুটপাথে উঠে যায় ভারত সরকারের বোর্ড লাগানো নীলবাতির গাড়ি। ভেঙে গুঁড়িয়ে দেয় পাঁচটি দোকান। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। ঘটনার পর গাড়ির দুই সওয়ারি পালিয়ে গেলেও বাকি ২ জনকে আটক করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।
আজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী
করোনাকালে রাজ্য সরকারের এবার নতুন প্রকল্প পাড়ায় শিক্ষালয়। টানা ২ বছর ধরে বন্ধ রয়েছে কচিকাঁচাদের ক্লাস। তাই এবার খোলা জায়গায় পড়ুয়াদের ক্লাস নেবেন শিক্ষকরা। সোমবার প্রকল্পের ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।
বাস্তবে অস্তিত্ব না থাকলেও তার চাহিদা তুঙ্গে। ব্যবহারের পাশাপাশি, দিন দিন বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম। সেই সঙ্গে বাড়ছে প্রতারণাও। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, ব্যক্তিগত তথ্য বেহাত হওয়া আটকাতে অডিটের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ফলতার এক শিক্ষক। ২৭ তারিখ শুনানি।
পুরভোটে বামেদের অভিনব প্রচার-কৌশল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। সোশাল মিডিয়ার মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে পুর বোর্ডের কাছে সাধারণ মানুষের কী প্রত্যাশা। দেওয়া হচ্ছে পরিষেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি। এ নিয়ে একযোগে বামেদের বিঁধেছে তৃণমূল ও বিজেপি। কটাক্ষের সুর কংগ্রেসেরও।
সরবতের সঙ্গে মাদক মিশিয়ে মুম্বইয়ে ধর্ষণ, ব্ল্যাকমেলের অভিযোগ, কলকাতায় গ্রেফতার।
রাতের শহরে যাদবপুরের কৃষ্ণা গ্লাসের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা। ১জনের মৃত্যু, আহত ৬জনের মধ্যে একজন আশঙ্কাজনক। ৩ আরোহী পাকড়াও।
প্রেক্ষাপট
রাতের শহরে যাদবপুরের (Jadavpur) কৃষ্ণা গ্লাসের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা। ১ জনের মৃত্যু, আহত ৬ জনের মধ্যে একজন আশঙ্কাজনক। ৩ আরোহী পাকড়াও।
যাদবপুরের পর গোলপার্কেও (Golpark) বেপরোয়া গতির তাণ্ডব। ফুটপাথে উঠে গেল ভারত সরকারের বোর্ড লাগানো নীলবাতির গাড়ি। ভাঙল একের পর এক দোকান।
এবিপি আনন্দের খবরের জের, চলন্ত ট্রেনে শ্লীলতাহানিতে অভিযুক্ত অবশেষে গ্রেফতার। দমদম স্টেশনে আসতেই পাকড়াও।
আগেও বারবার এক অপরাধ, একই উদ্দেশ্যে ট্রেনে উঠেছিল অভিযুক্ত, দাবি জিআরপির। যাত্রী সুরক্ষায় প্রশ্ন বিরোধীদের। শুধুই রাজনীতি, পাল্টা বিজেপি।
সরবতের সঙ্গে মাদক মিশিয়ে মুম্বইয়ে ধর্ষণ, ব্ল্যাকমেলের অভিযোগ, কলকাতায় গ্রেফতার। নিউ মার্কেটের হোটেল থেকে দম্পত্তি পাকড়াও।
উল্টোডাঙায় কিশোরীর আপত্তিকর ছবি আপলোড করে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ। ৩জনের নামে নালিশ। পকসো আইনে মামলা দায়ের।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। টানা ৮দিন তিরিশের উপরেই মৃত্যু। একদিনে আক্রান্ত বেড়ে ৯ হাজার ১৯১। বাড়ল টেস্ট।
উদ্বেগ বাড়িয়ে করোনার দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা-হাওড়া। দুই ২৪ পরগনায় একদিনে ৯জনের মৃত্যু। ১১ শতাংশে নামল পজিটিভিটি রেট।
করোনাকালে এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের। প্রাথমিকে নতুন প্রকল্প আনছে রাজ্য। নাম পাড়ায় শিক্ষালয়। সোমবারই ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।
পুর আধিকারিকদের একাংশের কাজে উদাসীনতার অভিযোগ। টক টু মেয়র চলাকালীন ক্ষোভ প্রকাশ মেয়রের।
আমলা নিয়ে সংঘাতের মধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী।পারস্পরিক সহযোগিতা, শিক্ষার মাধ্যমেই সুশাসন সম্ভব বলে বার্তা।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে নেই বাংলার কোনও ডিএম। কেন মুখ্যমন্ত্রীকে এড়িয়ে বৈঠক? প্রশ্ন তৃণমূলের। কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের ব্যাখ্যা বিজেপির।
কমিটি নিয়ে ক্ষোভের মধ্যেই জল্পনা বাড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। চপ ভেজে করলেন বিক্রি। প্রথমে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বলেও সুর বদল।
বিজেপি নেতার গাড়ি ভাঙচুর ঘিরে রণক্ষেত্র পানিহাটি। আসানসোলে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
গয়েশপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ শুভেন্দুর। ব্যারাকপুরে কালো পতাকা। এত বড় নেতা নন, পাল্টা তৃণমূল।
গোয়ায় ভোট, প্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক। ৩০জনের তারকা প্রচারকের তালিকায় যশোবন্ত সিনহা থেকে লিয়েন্ডার, অ্যালভিটো, নাফিসা।
ত্রিপুরার পর গোয়া। ভোটের আগে পুলিশ অফিসার-সহ ৬ জনের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ। কমিশনে নালিশ।
টিকিট না পেয়ে বিজেপি ছাড়লেন মনোহর পর্রীকরের ছেলে। নির্দল হিসেবে লড়ছেন পানাজি থেকেই। আনুগত্য দেখাতে দল না ছাড়ার প্রতিজ্ঞা কংগ্রেস প্রার্থীদের।
করোনার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত ৫ রাজ্যে ভোটের প্রচারে বহাল কড়াকড়ি। উত্তরপ্রদেশে বাড়িতে বাড়িতে প্রচারে অমিত শাহ।
ফের লাইনচ্যুত ময়নাগুড়ির দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন। শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পথে বেলাইন। রুট বদল দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেসের।
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ফুটবলার, কোচ সুভাষ ভৌমিক। পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী। মর্মাহত, ট্যুইট রাজ্যপালের। শোকবার্তা শুভেন্দুর।
সুভাষ ভৌমিককে সম্মান জানিয়ে ময়দানের ২ প্রধানেই অর্ধনমিত পতাকা। দেহ মোড়া হল সবুজ মেরুন-লাল-হলুদে। গোয়ায় অনুশীলনে নীরবতা পালন ইস্টবেঙ্গলের।
ফেব্রুয়ারিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ১৬ তারিখ থেকে ৩টি টি-২০ পাচ্ছে ইডেন। ৬ তারিখ থেকে ৩টি একদিনের ম্যাচ পাচ্ছে আমদাবাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -