West Bengal News Live Updates: ২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! হুমকি তৃণমূল নেতার

Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট

abp ananda Last Updated: 23 Jun 2022 11:59 PM
WB News Live Updates: বিক্ষোভে দুয়ারে দেরি!

এলাকার উন্নয়ন হচ্ছে না। এই অভিযোগে বাঁকুড়ার ছাতনায়, রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দুয়ারে সরকার ক্যাম্পে যেতে গিয়ে বাধার মুখে পড়লেন সরকারি অফিসার ও কর্মীরা। প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠলে, প্রায় ৩ ঘণ্টা পর শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প।

West Bengal News Live Updates: পুলিশ-উন্নয়নে ফোরাম

ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের উন্নয়নে পদক্ষেপ। তৈরি হবে WBPS ওয়েলফেয়ার ফোরাম। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভাতা বৃদ্ধি, পদোন্নতি-সহ পশ্চিমবঙ্গ পুলিশের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন তিনি। 

WB News Live Updates: পরিষেবা পেতে টাকা দাবি?

যেখানে বিনামূল্যে পরিষেবা মেলার কথা, সেখানে প্রসূতি বিভাগে চাওয়া হচ্ছে টাকা। এমনই অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতালের সুপারের দাবি, এমন কোনও অভিযোগ আসেনি। সচেতনতা বাড়াতে শুরু হয়েছে প্রচার।

West Bengal News Live Updates: মাটি-বিবাদে ‘খুনের হুমকি’

শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে মাটি ফেলাকে কেন্দ্র করে তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে খুনের হুমকি, শ্লীলতাহানির অভিযোগ উঠল। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের নেতা। কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: '২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ!'

২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! ‘কুলটির প্রতি ওয়ার্ড থেকে ২টি করে বাস ভর্তি লোক আনতে হবে। যে কাউন্সিলর করতে পারবে না, তার ওয়ার্ডে কাজ বন্ধের ব্যবস্থা হবে’, কুলটির সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতির হুমকির ভিডিও ভাইরাল। নিয়ামতপুরের সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের হুমকি। 

West Bengal News Live Updates: পরেশকে গ্রেফতারের দাবি

বাম আমলে নিয়ম ভেঙে খাদ্য দফতরে নিয়োগের অভিযোগ। নাম না করে তৎকালীন খাদ্যমন্ত্রী ও বর্তমান মন্ত্রী পরেশ অধিকারীকে গ্রেফতারের দাবি জানালেন কোচবিহারের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। যদিও প্রতিক্রিয়া মেলেনি পরেশ অধিকারীর।

WB News Live Updates: পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে তোলা হচ্ছে ৩৯৫টি সুস্বাস্থ্য কেন্দ্র

প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের কাছে আধুনিকমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে তোলা হচ্ছে ৩৯৫টি সুস্বাস্থ্য কেন্দ্র। গ্রামের রোগীদের কথায় কথায় যাতে জেলা, মহকুমা বা ব্লক হাসপাতালে দৌড়তে না হয়, মূলত সেই লক্ষ্যেই এই উদ্যোগ। কিন্তু তা নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর

West Bengal News Live Updates: রেলকর্মীর তত্পরতায় প্রাণ বাঁচল এক যাত্রীর

লাইনে পড়ে গিয়েও রেলকর্মীর তত্পরতায় প্রাণ বাঁচল এক যাত্রীর। খড়গপুর ডিভিশনের বালিচক স্টেশনের ঘটনা। সাহসিকতার জন্য ওই কর্মীকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।

WB News Live Updates: রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে সংক্রমিত ৭৪৫

রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে সংক্রমিত ৭৪৫। সাড়ে ৪ মাস পরে একদিনে করোনা আক্রান্ত সাতশো পার। একদিনেই রাজ্যে করোনায় ১৫০ শতাংশ বাড়ল সংক্রমণ। রাজ্যে পজিটিভিটি রেটও বেড়ে ৭ শতাংশ পার। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৪৩১। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ১৬৫। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৪৪। 

West Bengal News Live Updates: কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন

কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন। নিয়োগ বিতর্কের মধ্যেই অপসারিত কল্যাণময় গঙ্গোপাধ্যায়।  মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালনায় নতুন কমিটি ঘোষণা। বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়। 

WB News Live Updates: এবার নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ

এবার নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ। বিদেশিদের প্রতারণা, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস, গ্রেফতার ৪ । বাজেয়াপ্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, টাকা। 

West Bengal News Live Updates: পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সঙ্কটজনক

পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সঙ্কটজনক। ৩ দিন ধরে ভর্তি রয়েছেন এসএসকেএমে-র সিসিইউ-তে। হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্য ও কিডনির সমস্যায় ভুগছেন বর্ষীয়ান পরিচালক। দুপুরে ডায়ালিসিস হয়েছে। গত ১৪ জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। পরে নিয়ে যাওয়া হয় মেন ব্লকের সিসিইউ-তে। তরুণ মজুমদারের চিকিত্‍সায় বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন মেডিসিন, কিডনি, হার্ট স্পেশালিস্ট। এসএসকেএম সূত্রে খবর, প্রয়োজনে অন্য বিশেষজ্ঞ চিকিত্‍সকেরও পরামর্শ নেওয়া হচ্ছে। দুপুরে বর্ষীয়ান এই পরিচালকের ডায়ালিসিস হয়েছে। 

WB News Live Updates: রাজ্য পুলিশের মাদক-বিরোধী প্রচারে ছবি নিয়ে কটাক্ষ রুদ্রনীলের

‘শাসকদলের বিরুদ্ধে কথা বলায় কাজের জায়গায় ক্ষতি, তাও পুলিশের প্রচারে ছবি! প্রতিক্রিয়া রুদ্রনীল ঘোষের। ‘হয়তো পুলিশে এখনও কেউ বিক্ষুব্ধ আছেন, তারাই পোস্ট করেছিলেন’, রাজ্য পুলিশের মাদক-বিরোধী প্রচারে ছবি নিয়ে কটাক্ষ রুদ্রনীলের। 

West Bengal News Live Updates: ‘নিয়োগ প্রক্রিয়ায় কোনও অপরাধমূলক পদক্ষেপ করেনি পর্ষদ’ হাইকোর্টে দাবি

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে আজও স্বস্তি পেল না পর্ষদ। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদনে আপাতত কোনও নির্দেশ দিল না ডিভিশন বেঞ্চ। সবাইকে ১ নম্বর বাড়তি দিলে লাভ হত না, সওয়াল পর্ষদের । ‘যাঁদের ১ নম্বর কম ছিল তাঁদের দেওয়াটাই যুক্তিসঙ্গত, শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীদের বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনও অপরাধমূলক পদক্ষেপ করেনি পর্ষদ। হাইকোর্টে দাবি পর্ষদের। 

WB News Live Updates: এবার নূপুর শর্মাকে তলব আমহার্স্ট স্ট্রিট থানার

এবার নূপুর শর্মাকে তলব আমহার্স্ট স্ট্রিট থানার। নারকেলডাঙা থানার পর তলব করল আমহার্স্ট স্ট্রিট থানা। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য, ৭ জুন আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর। ৭ জুন আমহার্স্ট স্ট্রিট থানায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর এক ব্যক্তির। ২৫ জুন প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব আমহার্স্ট স্ট্রিট থানার

West Bengal News Live Updates: সমস্ত বাস ব্যাটারিচালিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধির জন্য সরকার সমস্ত বাস ব্যাটারিচালিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ৭৬টি চার্জিং স্টেশন করা হয়েছে। আরও তৈরি করার চেষ্টা হচ্ছে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি পরিবেশের কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

WB News Live Updates: পাভলভের সুপারকে বদলি

পাভলভ হাসপাতালে ‘দুর্নীতি’, অব্যবহার জের, বদলি করা হল সুপারকে। পাভলভের সুপার গণেশ প্রসাদকে কোচবিহার যক্ষ্মা হাসপাতালে বদলি । পাভলভের নতুন সুপার মৃগাঙ্ক মৌলি কর । 

West Bengal News Live Updates: রাজ্য পুলিশের মাদকবিরোধী প্রচারে রুদ্রনীলের ছবি!

রাজ্য পুলিশের মাদকবিরোধী প্রচারে রুদ্রনীলের ছবি! সোশাল মিডিয়ায় বিজেপি নেতার সিনেমার অংশ দিয়ে প্রচার! পুলিশের প্রচারে রুদ্রনীলের ছবি-সহ সিনেমার অংশ! পোস্ট করার কয়েক ঘণ্টা পরেই ফেসবুক থেকে ডিলিট!

WB News Live Updates: তিলজলার একটি ক্লাবে রেভ পার্টি আয়োজনের অভিযোগ

তিলজলার একটি ক্লাবে রেভ পার্টি আয়োজনের অভিযোগ। গ্রেফতার ২। গতকাল রাতে কলকাতা পুলিশের এসটিএফ তল্লাশি চালায়। উদ্ধার হয় মাদক ট্যাবলেট-সহ বহুমূল্যের নেশাদ্রব্য। ধৃত দুই তরুণ লেকটাউন ও নিউটাউনের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। 

West Bengal News Live Updates: মুর্শিদাবাদের ফরাক্কা থেকে গ্রেফতার মহিলা অস্ত্র ব্যবসায়ী

মুর্শিদাবাদের ফরাক্কা থেকে গ্রেফতার মহিলা অস্ত্র ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। হাতেনাতে পাকড়াও করে মর্জিনা বেওয়া নামে ওই মহিলা অস্ত্র ব্যবসায়ীকে। ধৃতের বাড়ি মালদার কালিয়াচকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, অস্ত্রগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কোথা থেকে ওই অস্ত্র ও গুলি আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: এবার আম আদমি পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ সিপিএমের প্রাক্তন সাংসদের

তৃণমূলের তরফে সাড়া না মেলায় এবার আম আদমি পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। গতকাল সাংবাদিক সম্মেলনে তমলুকের প্রাক্তন সাংসদ দাবি করেন, তৃণমূলে যাওয়ার জন্য একাধিকবার আবেদন করলেও, সাড়া মেলেনি। তাই পুরসভা, পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে তৃণমূল না নিলে তিনি আম আদমি পার্টিতে যোগ দিতে চান। লক্ষ্ণণ শেঠের মন্তব্য নিয়ে তৃণমূল অথবা আম আদমি পার্টির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live Updates: শর্ত সাপেক্ষে কাল বিজেপির মিছিলে হাইকোর্টের অনুমতি

শর্ত সাপেক্ষে কাল বিজেপির মিছিলে হাইকোর্টের অনুমতি। বিকেল ৪-সন্ধে ৭টা পর্যন্ত বিজেপির মিছিলে হাইকোর্টের অনুমতি। ‘মিছিল থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না’, শর্তসাপেক্ষে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 

WB News Live Updates: 'মমতা-অভিষেককে বিব্রত করলে দল বসে থাকবে না', হুমকি শান্তনু সেনের

এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেককে বারবার বিব্রত করার চেষ্টা করা হলে, দল বসে থাকবে না, হুমকি শান্তনু সেনের। চেঁচামেচি করতে হলে কোর্টে যান, পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

West Bengal News Live Updates: দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জকে (Mekhliganj), জলপাইগুড়ির (Jalpaiguri) অন্তর্গত বলে উল্লেখ। দিলীপ ঘোষের (Dilip Ghosh) ফেসবুক পোস্ট নিয়ে তৈরি হয় বিতর্ক। মেখলিগঞ্জ কোথায়, জানেনই না দিলীপ ঘোষ (Dilip Ghosh), কটাক্ষ তৃণমূলের (TMC)। বিতর্কের মধ্যেই, বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতির নতুন পোস্ট। এ নিয়ে শুরু হয়েছে জোর তরজা। 

WB News Live Updates: বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থার অবনতি, এসএসকেএমে গেলেন মুখ্যমন্ত্রী

পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumder) শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, বার্ধক্য ও কিডনির সমস্যায় ভুগছেন বর্ষীয়ান পরিচালক। অর্পিতা রায়চৌধুরী-সহ বিভিন্ন বিভাগের চিকিত্সকরা তাঁর চিকিত্সা করছেন। গত ১৪ জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। পরে নিয়ে যাওয়া হয় মেন ব্লকের সিসিইউ-তে। এদিন নবান্নে যাওয়ার পথে, এসএসকেএমে গিয়ে চিকিত্সকদের কাছে প্রবীণ পরিচালকের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live Updates: ছেলেকে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি-র জিজ্ঞাসাবাদে রুজিরা বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের (CBI) পর এবার ইডি-র মুখোমুখি রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এদিন ১১টার মিনিট কয়েক পরেই শিশুপুত্রকে কোলে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (Saltlake CGO Complex) পৌঁছন অভিষেক-পত্নী। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডি-র অফিসারদের একটি দল।দলে রয়েছেন দুই মহিলা অফিসার।

WB News Live Updates: দত্তপুকুরে পুকুর ভরাটকে কেন্দ্র করে সামনে এসেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতানৈক্য

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দত্তপুকুরে ভরাট করে দেওয়া হয়েছিল আস্ত একটা পুকুর! এলাকাবাসীর অভিযোগ এবং প্রশাসনের তত্‍পরতায় উলটপূরাণ! কড়া নির্দেশের পর বুধবার বুজিয়ে ফেলা সেই পুকুর থেকে শুরু হল মাটি তোলার কাজ। আর গোটা ঘটনা ঘিরে সামনে চলে এসেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতানৈক্য! দত্তপুকুরের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসুবাটি এলাকায় সম্প্রতি একটু একটু করে মাটি ফেলে বুজিয়ে দেওয়া হয়েছিল এই পুকুরটি। অভিযোগ, তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা দত্তর স্বামী রাজু দত্তের মদতেই এই পুকুর ভরাট করা হয়েছে।

West Bengal News Live Updates: স্বেচ্ছাচারিতার অভিযোগে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন মেদিনীপুর সদর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সদস্যরা

স্বেচ্ছাচারিতার অভিযোগে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্যরা। মেদিনীপুর সদর ব্লকের তৃণমূল পরিচালিত শিরোমণি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েতে ১৯ জন সদস্যের মধ্যে ১৭ জনই তৃণমূলের। গতকাল তৃণমূল প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিডিও-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ১৬ জন তৃণমূল সদস্য। মুখ খুলতে চাননি তৃণমূল প্রধান। বিজেপির দাবি, ভাগ-বাঁটোয়ারা সংক্রান্ত বিবাদের জেরেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলীয় সদস্যরা। অস্বস্তি ঢাকতে আলোচনায় বসায় আশ্বাস তৃণমূল নেতৃত্বের।

WB News Live Updates: স্বামী-সহ ছয় অভিযুক্তর যাবজ্জীবন কারাদণ্ড চান রেণু খাতুন

কেতুগ্রামকাণ্ডে (Ketugram) কাটোয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিলেন রেণু খাতুন (Renu Khatun)। সদ্য নার্সের চাকরিতে যোগ দেওয়া রেণু এবার চান, স্বামী-সহ ছয় অভিযুক্তর যাবজ্জীবন কারাদণ্ড হোক।

West Bengal News Live Updates: দমদমে মিলল ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৩ মহিলাসহ ৭

এবার দমদমে মিলল ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) হদিশ। গ্রেফতার ৩ মহিলা-সহ ৭ জন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দমদম (Dum Dum) স্টেশন সংলগ্ন বিপিন গাঙ্গুলি রোডে অভিযান চালায় নাগেরবাজার থানার পুলিশ। উদ্ধার হয় ১৬টি মোবাইল ফোন, ওয়াই-ফাই (Wi-fi), রাউটার-সহ বেশ কিছু সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, ঋণ ও ক্রেডিট কার্ড পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার কারবার ফেঁদে বসে অভিযুক্তরা। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামা রুজু করেছে নাগেরবাজার (Nagerbazar) থানার পুলিশ।

WB News Live Updates: মালদার হবিবপুরে গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু শিশু ও মহিলার

মালদার (Malda) হবিবপুরে গাড়ির সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ৪ বছরের শিশু ও মহিলা-সহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৬ জন। গতকাল রাত ১০টা নাগাদ হবিবপুরের কানতুরকা-জাজইল রাজ্য সড়কে দুর্ঘটনা (Accident) ঘটে। বিয়েবাড়ি ফেরত গাড়ির সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পিক আপ ভ্যান আটক হলেও, চালক পলাতক। 

West Bengal News Live Updates: হাওড়া ব্রিজে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা

হাওড়া ব্রিজে (Howrah Bridge) দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। এর জেরে হাওড়া ব্রিজ চত্বরে যানজট তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ভোগে নিত্যযাত্রীর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

WB News Live Updates: আম-আদমি পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের

তৃণমূলের (TMC) তরফে সাড়া না মেলায় এবার আম আদমি পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন সিপিএমের (CPIM) প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ (Lakshman Seth)। গতকাল সাংবাদিক সম্মেলনে তমলুকের প্রাক্তন সাংসদ দাবি করেন, তৃণমূলে যাওয়ার জন্য একাধিকবার আবেদন করলেও, সাড়া মেলেনি। তাই পুরসভা, পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে তৃণমূল না নিলে তিনি আম আদমি পার্টিতে যোগ দিতে চান। লক্ষ্ণণ শেঠের মন্তব্য নিয়ে তৃণমূল অথবা আম আদমি পার্টির প্রতিক্রিয়া এখনও মেলেনি। সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর, ভারত নির্মাণ পার্টি গঠন করেন লক্ষ্ণণ শেঠ। পরে যোগ দেন বিজেপিতে। গত লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে লড়েন লক্ষ্ণণ শেঠ।

West Bengal News Live Updates: বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন মন্ত্রী বেচারাম মান্না

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) আইনি চিঠি পাঠালেন মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। সিঙ্গুরের বিধায়ক ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার অভিযোগ, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছিলেন হুগলির বিজেপি সাংসদ। চিঠির প্রাপ্তি স্বীকারের ১০ দিনের মধ্যে সাংসদ ক্ষমা না চাইলে ২ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি শ্রমমন্ত্রীর। আইনি চিঠিতে মন্ত্রীর অভিযোগ, গত ১০ জুন কামারকুণ্ডুর দলীয় সভায় লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুরের বিধায়কের বিরুদ্ধে চাকরি-দুর্নীতির অভিযোগ তোলেন। এর ফলে বেচারাম মান্নার সামাজিক সম্মানহানি হয়েছে বলে লকেট চট্টোপাধ্যায়কে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠি প্রসঙ্গে বেচারাম মান্না বা লকেট চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে

কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের পর এবার ইডি-র তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক-পত্নীকে। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় আসছে ইডি-র অফিসাররা। খবর সূত্রের। এর আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে একাধিকবার ডাকা সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতায় গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সেই সূত্রেই আজ সিজিও কমপ্লেক্সে তলব অভিষেক (Abhishek Banerjee) -জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।

West Bengal News Live Updates: মুর্শিদাবাদের ফরাক্কা থেকে গ্রেফতার মহিলা অস্ত্র ব্যবসায়ী

মুর্শিদাবাদের (Mursidabad) ফরাক্কা থেকে গ্রেফতার মহিলা অস্ত্র ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। হাতেনাতে পাকড়াও করে মর্জিনা বেওয়া নামে ওই মহিলা অস্ত্র ব্যবসায়ীকে। ধৃতের বাড়ি মালদার (Malda) কালিয়াচকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, অস্ত্রগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কোথা থেকে ওই অস্ত্র ও গুলি আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: বগটুইয়ের গণহত্যার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সিবিআইয়ের চার্জশিটেও

বগটুইয়ের গণহত্যার পরই পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এই ঘটনার চার্জশিটেও তার প্রতিফলন রয়েছে। সিবিআই সূত্রে দাবি, চার্জশিটে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর গ্রাম থেকে থানায় ফোন এলেও, পুলিশ সেখানে পৌঁছয় পঞ্চাশ মিনিট পর। যদিও, গ্রামের অদূরে ভাদু শেখের খুনের জায়গায় আগে থেকেই পুলিশ ছিল।

West Bengal News Live Updates: আগামী ২৭ জুন দেশজুড়ে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

আগামী ২৭ জুন দেশজুড়ে ফের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক। পেনশন কাঠামো থেকে সপ্তাহে ৫ কর্মদিবসের দাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের। দুর্ভোগের আশঙ্কা।

WB News Live Updates: পাভলভ বিতর্কের পর মানসিক হাসপাতাল বা চিকিত্‍সা কেন্দ্রগুলির অবস্থা জানতে চাইল স্বাস্থ্য দফতর

পাভলভকে কেন্দ্র করে বর্তমান বিতর্কের আবহে এবার মানসিক চিকিত্‍সার হাসপাতাল বা চিকিত্‍সা কেন্দ্রগুলির অবস্থা জানতে চাইল স্বাস্থ্য দফতর।

West Bengal News Live Updates: শিক্ষক নিয়োগে কোটি টাকা লেনদেনের অভিযোগে সিবিআইয়ের পর তৎপর ইডি

শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ, সিবিআইয়ের (CBI) পর এবার তৎপর ইডি (ED)। মামলাকারীদের আইনজীবীদের কাছে তথ্য তলব।

WB News Live Updates: এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে হাইকোর্টে তলব

এসএসসির (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে হাইকোর্টে তলব বিচারপতি রাজশেখর মান্থার।

প্রেক্ষাপট

কলকাতা: আচমকা নবান্নে (Nabanna) হাজির হয়ে চমকে দিয়েছিলেন সকলকে। শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) তৃণমূলে ফিরছেন কিনা, শুরু হয়েছিল জল্পনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে এ বার সেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিতে দেখা গেল শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee)। 'দিদি যবে বলবেন, শোভন কাজে যোগ দেবেন' বলে মন্তব্য করলেন বৈশাখী। শোভনও জানিয়েছেন, মমতার নির্দেশ পালন করাই বরাবর কর্তব্য বলে মনে করে এসেছেন তিনি।


Birbhum News: বিজেপিতে (BJP) একের পর এক ভাঙন। দুধকুমার মণ্ডলের ফেসবুক পোস্টের পর আর এক বিজেপি নেতা ফেসবুকে পোস্ট করে শহর সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন। আর বিজেপি নেতার ইস্তফাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


Tathagata On Yashwant : রাষ্ট্রপতি পদে ১৮ বিরোধী দলের প্রার্থী হয়েছেন যশবন্ত সিন্হা। বিরোধীরা তাঁকে প্রার্থী ঘোষণা করার পর ট্যুইটে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি ট্যুইটে লেখেন, ' যশবন্ত সিন্হার মতো এমন শোচনীয় অবস্থা দেখিনি। বিজেপির মন্ত্রী ছিলেন। তারপর মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর তৃণমূলে যোগ দিলেন। রাজ্যসভার টিকিট পেলেন না। এখন পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের চতুর্থ পছন্দের প্রার্থী হিসেবে লড়ছেন। '


Ambubachi Mela: শুরু হয়েছে অম্বুবাচী মেলা (Ambubachi Mela)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসমের কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) জমায়েত ভক্তদের। এদিকে এই উপলক্ষে মন্দিরের প্রধান দরজা আগামী তিন দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন কামাখ্যার প্রধান পুরোহিত কোবিন্দ্র প্রসাদ শর্মা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.