West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ৯৭৪, ১২জনের মৃত্যু

পুজো মিটতেই গতি পেয়েছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যানেই তা স্পষ্ট। কলকাতাতেও বেড়েছে দৈনিক সংক্রমণ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Oct 2021 07:23 PM
West Bengal News Live : মাস্ক না পরায় উত্তরপাড়া, ডানকুনি, শতাধিক গ্রেফতার

ফের বেলাগাম করোনা, জেলায় জেলায় ফের শুরু কড়াকড়ি। মাস্ক না পরায় উত্তরপাড়া, ডানকুনি, শতাধিক গ্রেফতার। 

West Bengal News Live Updates : মার্কুইস স্ট্রিটে একটি অফিস থেকে উদ্ধার আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট

মার্কুইস স্ট্রিটে একটি অফিস থেকে উদ্ধার আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। পাশের একটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। দাবি কাস্টমস সূত্রে। দুটি জায়গাতেই তল্লাশি অভিযান চালিয়েছে কাস্টমস।

West Bengal News Live : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বড়সড় ধস

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শান্তিপল্লি এলাকায়, খালের পাশে, বৃহস্পতিবার রাতে বড়সড় ধস নামে।ধসের জেরে, আশপাশের একাধিক বাড়িতে ফাটল ধরে যায়। পূর্ণিমার কটালে এই এলাকায় জল জমে যায়। তার জেরে মাটি আলগা হয়ে গিয়েই ধস নেমেছে বলে অনুমান। ইতিমধ্যেই ধস বিধ্বস্ত এলাকায়, মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক জানিয়েছেন, 
দুর্যোগ বিধ্বস্ত এলাকার আটটি পরিবারকে স্থানীয় স্কুলে রাখা হয়েছে। সেচ দফতর প্রাথমিক মেরামতির কাজ শুরু করেছে। ইন্সপেকশনের পর, পাকাপাকি মেরামতির কাজ শুরু হবে। 

West Bengal News Live Updates : বেহালার বুড়ো শিবতলায় যুবকের রহস্যমৃত্যু

বেহালার বুড়ো শিবতলায় যুবকের রহস্যমৃত্যু। পূর্ত দফতরের আবাসন থেকে উদ্ধার হল গোপীনাথ নাইয়ার ঝুলন্ত মৃতদেহ। মৃতের স্ত্রীর দাবি, শুক্রবার অনেক রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করছিলেন তাঁর স্বামী। বার বার ডাকা সত্ত্বেও শুতে আসেননি। রাত দুটোর পর পাশের ঘরে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের স্বামীর ঝুলন্ত মৃতদেহ দেখেন। বেহালার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত যুবক একটি ই-কমার্স সাইটে কাজ করতেন। আবাসনে স্ত্রীর সঙ্গে থাকতেন। দেড় বছর তাঁদের বিয়ে হয়েছিল। মৃত যুবকের মা জানান, ছেলে ও বউমার মধ্যে অশান্তি ছিল না। মৃত্যুর কারণ নিয়ে ধন্দ্বে যুবকের পরিবারও।

West Bengal News Live : মালদায় কৃষকদের মাথায় হাত

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মালদায়, ফসলে ব্যাপক ক্ষতি। মাথায় হাত কৃষকদের।

West Bengal News Live Updates : খোঁজ মিলল উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ  বাঁকুড়ার ওন্দার বাসিন্দা ৭ অভিযাত্রীর

খোঁজ মিলল উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ  বাঁকুড়ার ওন্দার বাসিন্দা ৭ অভিযাত্রীর। প্রাকৃতিক দুর্যোগের পর ৫ দিন ধরে তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অবশেষে তাঁরা টেলিফোনে পরিবারকে জানান, নিরাপদ জায়গায় নেমে আসতে পেরেছেন।  স্বস্তি ফেরে পরিবারে।

West Bengal News Live : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ৯৭৪, ১২জনের মৃত্যু

জুলাইয়ের পর রাজ্যে করোনা আক্রান্ত ফের হাজার ছুঁইছুঁই! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ৯৭৪, ১২জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (২৬৮), একদিনে ৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪৭, ৪জনের মৃত্যু।



‘আবার ফিরিয়ে আনতে হবে কনটেনমেন্ট জোন ‘রাত্রিকালীন বিধিনিষেধ পালনে চাই আরও কড়াকড়ি’, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের।

West Bengal News Live Updates : পূর্ব বর্ধমানের রায়নায় দেশের বাড়িতে গিয়ে খুন হলেন বড়বাজারের ব্যবসায়ী

পূর্ব বর্ধমানের রায়নায় দেশের বাড়িতে গিয়ে খুন হলেন বড়বাজারের ব্যবসায়ী। ঘরের মধ্যেই ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সব্যসাচী মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বাসিন্দা ওই ব্যবসায়ী গতকাল এক বন্ধুকে নিয়ে দেশের বাড়িতে যান। সঙ্গে ছিলেন গাড়ি চালক ও রাঁধুনি। 

West Bengal News Live : ঊর্ধ্বমুখী সংক্রমণ, কলকাতায় সেফ হোম সংস্কারের কাজ শুরু

মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে আসায় যে সব সেফ হোম বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার সেগুলি চালু করার তোড়জোড় চলছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, তপসিয়ায় একটি সেফ হোমের সংস্কার হচ্ছে। ট্যাংরায় পুরসভা পরিচালিত চম্পামণি মাতৃসদনকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে। উত্তর কলকাতার হরেকৃষ্ণ শেঠ লেনে গড়ে তোলা হয়েছে ৬০ শয্যার চাইল্ড অ্যান্ড মাদার সেফ হোম। অক্সিজেন সিলিন্ডার থেকে কনসেনট্রেটর, সবই থাকছে চাইল্ড অ্যান্ড মাদার সেফ হোমে।  

West Bengal News Live Updates : এ বছর শহিদ মিনারে বসছে না বাজি বাজার, বসবে সিঁথি সার্কাস ময়দানে

এ বছর শহিদ মিনারে বসছে না বাজি বাজার। এবছর বাজি বাজার বসবে সিঁথি সার্কাস ময়দানে। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে সারা বাংলা বাজি উন্নয়ন কমিটির প্রতিনিধিদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দমকলের ছাড়পত্র নিয়ে বাজি বাজার করতে হবে। মানতে হবে কোভিড বিধি।

West Bengal News Live : আরজি কর মেডিক্যাল কলেজে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে প্রতীকী অনশনে অভিভাবকরা

২০ দিনে আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অনশন। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে প্রতীকী অনশনে অভিভাবকরা। অধ্যক্ষ পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে, মত অভিভাবকদের। আলোচনার দরজা খোলা আছে, জানাল আরজি কর কর্তৃপক্ষ। অনশনরত ৬ পড়ুয়াদের মধ্যে একজন সিসিইউ-তে ভর্তি। ৫ পড়ুয়া এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

West Bengal News Live Updates :লামখাগা পাসে উদ্ধার হল ১১ জনের দেহ,  মৃতদের মধ্যে রয়েছেন রাজ্যের ৬ বাসিন্দা

লামখাগা পাসে উদ্ধার হল ১১ জনের দেহ।  মৃতদের মধ্যে রয়েছেন রাজ্যের ৬ বাসিন্দা। এখনও নিখোঁজ একজন। বরফ চাপা অবস্থায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা। পুজোর সময় সেখানেই ট্রেক করতে যায় ১৭ জনের দলটি। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর তাঁরা পথ হারান তাঁরা। দলে ছিলেন স্থানীয় গাইড এবং পোর্টার। ২০ অক্টোবর তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।উদ্ধারকাজে নামে ভারতীয় বায়ুসেনাও। ৭ হাজার ফুট উচ্চতায় এখনও উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।

West Bengal News Live : হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ১১ বাঙালি অভিযাত্রী মৃত্যু

দুই রাজ্যে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারালেন ১১ জন বাঙালি। উত্তরাখণ্ডে ও হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে যথাক্রমে ৫ ও ৬ বাঙালি অভিযাত্রীর মৃত্যু হয়েছে। আর শুধুমাত্র উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭।

West Bengal News Live Updates : পুজো মিটতেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ

পুজো মিটতেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ। কলকাতায় একদিনে ৪৪৯জন করোনা আক্রান্ত! আক্রান্ত ৪৪৯জনের মধ্যে ডবল ডোজ প্রাপক ১৯৪জন! কলকাতায় একদিনে আক্রান্ত ৪৪৯জনের মধ্যে ২৫৭জন উপসর্গহীন ।

West Bengal News Live : বিজেপির কাছে হারছে কংগ্রেস, ওদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট : অভিষেক

বিজেপির কাছে হারছে কংগ্রেস। ওদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট, আক্রমণ অভিষেকের। বিজেপিকে জায়গা করে দেওয়ার ছক। ২০ শতাংশ ভোট কংগ্রেসের, তৃণমূলের কত, পাল্টা অধীর।

West Bengal News Live : এত সহজে বিশ্বাসঘাতকদের দলে ফিরতে দেব না : অভিষেক

অভিষেক বললেন -



  • ‘শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া’

  • ‘কংগ্রেস কখনও সিপিএমের সঙ্গে জোট করেছে, কখনও আইএসএফের সঙ্গে জোট করেছে’

  • ‘৭ বছর ধরে বিজেপির কাছে হারছে কংগ্রেস, ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে তৃণমূল’

  • ‘গত ৬ মাসে বিজেপির একটাও নেতাকে রাস্তায় দেখেছেন?’

  • ‘এত সহজে বিশ্বাসঘাতকদের দলে ফিরতে দেব না’

West Bengal News Live Updates : বাঁকড়ায় স্থানীয় দুষ্কৃতীর হাতে খুন এক যুবক

হাওড়ার বাঁকড়ায় স্থানীয় দুষ্কৃতীর হাতে খুন এক যুবক।  মৃতের নাম শেখ গুড্ডু ।  প্রকাশ্য রাস্তায় শেখ চাঁদ নামে এক দুষ্কৃতী তাঁকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কোপ মারে
ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক।  তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন

West Bengal News Live Updates : এটা বাংলা, গুজরাত নয়, আমরা আত্মসমর্পণ করব না: অভিষেক

  • ‘বিজেপির ১৫ লক্ষ টাকা কেউ পাননি, মমতার লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেয়েছেন’

  • ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজোর প্রসারে টাকা দেন, বিজেপি তখন আদালতে যায়’

  • ‘এটা বাংলা, গুজরাত নয়, আমরা আত্মসমর্পণ করব না’

  • ‘ফল ঘোষণা ৬ মাস হয়ে গিয়েছে, কোনও বিজেপি নেতা পাশে দাঁড়িয়েছেন?’

  • ‘আপনার বিপদে তৃণমূল কর্মীরা পাশে দাঁড়াবেন, বিজেপির বহিরাগতরা থাকবেন না’

  • ‘ বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, কেন সেখানে নেই লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড?’

West Bengal News Update : বিজেপির ১৫ লক্ষ, মমতার লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেয়েছেন, গোসাবায় দাবি অভিষেকের

  • অভিষেক বললেন, 

  • ‘নির্বাচন কমিশনের নীতি মেনে করা হচ্ছে জনসভা’

  • ‘করোনা বিধিনিষেধ মেনে জনসভা করা হচ্ছে’

  • ‘তৃণমূলে প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রয়াত হয়েছেন, ‘সেই কারণেই উপনির্বাচন’

West Bengal News Updates : নাকতলায় বাইক দুর্ঘটনায় মৃত ১

নাকতলায় বাইক দুর্ঘটনায় মৃত ১। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ধাক্কা মারে বিদ্যুতের পোলে। দুই বাইক আরোহী গুরুতর আহত হন । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে বাইক চালকের মৃত্যু
গুরুতর জখম অবস্থায় দ্বিতীয় আরোহী ভর্তি হাসপাতালে

West Bengal Live Updates : উত্তরাখণ্ড থেকে মৃত অভিযাত্রীদের দেহ আনার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার

উত্তরাখণ্ডে মৃত ৬ বাঙালি অভিযাত্রীর দেহ ফিরিয়ে আনতে উদ্যোগ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন। উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ করা হল নবান্নের তরফ থেকে। 
উত্তরাখণ্ড থেকে মৃত অভিযাত্রীদের দেহ আনার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার

West Bengal News Update : এ বছরে কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি

করোনার পাশাপাশি রাজ্যে দাপট দেখাচ্ছে মশাবাহিত রোগ। এবছরে কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি। ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৪০০ জন। মশাবাহিত রোগে ব্যাপক সংখ্যায় আক্রান্ত হচ্ছে শিশুরাও। বৃষ্টি বেশি হওয়ার কারণেই বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। মনে করছেন চিকিৎসক ও পুরসভার কর্তারা।

West Bengal News Live Updates : মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে বাজারে হানা ইবির

সল্টলেকের বিভিন্ন বাজারে ই বি আধিকারিকদের হানা, মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে বাজারে হানা ইবির। ব্যারাকপুরের বাজারেও হানা ই বি আধিকারিকদের। বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ইবির আধিকারিকরা
অতিরিক্ত বৃষ্টি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিই দাম বাড়ার কারণ, দাবি ব্যবসায়ীদের। 

West Bengal News Live : আজ বাংলা থেকে বর্ষার আনুষ্ঠানিক বিদায়পর্ব শুরু

আজ বাংলা থেকে বর্ষার আনুষ্ঠানিক বিদায়পর্ব শুরু । রবিবার রাত থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। সকালের দিকে দেখা যাবে কুয়াশা। 
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস 

West Bengal Live Updates : বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল

বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। তছনছ করছে জমির ফসল। চিন্তায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। বেলিয়াতোড় রেঞ্জের পার্শ্ববর্তী লিগামোচন, শ্রীকৃষ্ণপুর, সারুলিয়া, বৃন্দাবনপুর-সহ একাধিক গ্রামে তাণ্ডব চালাচ্ছে ৮০টি হাতির দল। দিনের বেলা জঙ্গল থেকে  বেরিয়ে নষ্ট করছে জমির ফসল। প্রায় ২০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে দাবি। বন দফতরের উদাসীনতার ফলেই ফসলের ক্ষয়ক্ষতি, অভিযোগ কৃষকদের। বন দফতরের দাবি, হাতির খাদ্যাভ্যাস বদলেই এই সমস্যা, লোকালয়ে ঢুকে পড়ছে তারা। কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর। 

West Bengal Live Updates : আলিপুরদুয়ারে উদ্ধার তাজা বোমা, বোমার টুকরো

আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকার পশ্চিম কুমারীজান গ্রাম থেকে উদ্ধার হল তাজা বোমা, বোমার টুকরো ও সুতলি। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে বোমাবাজির শব্দ শোনা যায়। আজ সকালে স্থানীয় রেশন ডিলারের বাড়ির সামনে ও রাস্তা থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। উদ্ধার হয়েছে বোমার টুকরো, সুতলি ও জর্দার কৌটো। এলাকা ঘিরে রেখেছে ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। এর আগে এমন ঘটনা না ঘটায়, আতঙ্কিত গ্রামবাসীরা। 

West Bengal News Update : 'গুলির আওয়াজ পেয়ে নীচে নেমে দেখা যায়, চারজন মিলে ব্যবসায়ীকে কোপাচ্ছে'

হাওড়ার বাসিন্দা ওই ব্যবসায়ী গতকাল এক বন্ধুকে নিয়ে দেশের বাড়িতে যান। সঙ্গে ছিলেন গাড়িচালক ও রাঁধুনি। ব্যবসায়ীর বন্ধুর দাবি, রাত সাড়ে ৮টা নাগাদ ছাদে রান্না চলাকালীন নীচে কেউ ডাকছে বলে জানান বছর চুয়াল্লিশের সব্যসাচী। গুলির আওয়াজ পেয়ে নীচে নেমে দেখা যায়, চারজন মিলে ব্যবসায়ীকে কোপাচ্ছে। বাঁচাতে গেলে ব্যবসায়ীর বন্ধুও আক্রান্ত হন বলে অভিযোগ। গুরুতর জখম ব্যবসায়ীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। রাঁধুনি ও গাড়িচালককে আটক করেছে রায়না থানার পুলিশ। খুনের মোটিভ এখনও স্পষ্ট নয়। 

West Bengal News Update : রায়নায় দেশের বাড়িতে গিয়ে নৃশংসভাবে খুন বড়বাজারের ব্যবসায়ী

পূর্ব বর্ধমানের রায়নায় দেশের বাড়িতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন বড়বাজারের ব্যবসায়ী। কুপিয়ে খুন, গুলিও চালানো হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্রের আঘাতে জখম ব্যবসায়ীর বন্ধু। রায়নার দেরিয়াপুর গ্রামের ঘটনা। মৃতের নাম সব্যসাচী মণ্ডল। 

West Bengal News Live : দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৩০ পয়সা দরে

  • দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৩০ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ২৯ পয়সা

  • আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৮ টাকা ৯৬ পয়সা, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ১৭ পয়সা

  • কোচবিহারে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৮ টাকা ৮৬ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৮ পয়সা 

Bengali News Updates : বাংলায় সেঞ্চুরি ডিজেলেরও

বাংলায় সেঞ্চুরি ডিজেলেরও। ৬ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম।  পুরুলিয়ার ঝালদায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৩০ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ২৯ পয়সা।


 

West Bengal News Live : এপার বাংলার ভোট প্রচারের ইস্যু ওপার বাংলার অশান্তি!

এপার বাংলার ভোটে ওপার বাংলার প্রসঙ্গ। নদিয়ার শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে বিরোধী দলনেতার মুখে বাংলাদেশে অশান্তির কথা। বিষয়টিকে টেনে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। পাল্টা তৃণমূলের প্রশ্ন, বাংলাদেশ ইস্যুতে কেন নীরব প্রধানমন্ত্রী?

West Bengal News Live : ভোটারদের হুমকি দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর !!

বহরমপুর পুরসভা দখলের অঙ্গীকার করতে গিয়ে সরাসরি ভোটারদের হুমকি দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কড়া সমালোচনা করেছে কংগ্রেস। হুমায়ুনের মন্তব্য দলের মন্তব্য নয়, বিতর্কের মুখে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।

West Bengal News Live Updates : কাটোয়ায় চেয়ার ছোড়াছুড়ির পাশাপাশি দিলীপ ঘোষকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপির সাংগঠনিক সভায় হুলস্থূল! জেলা নেতাদের মারধর, চেয়ার ছোড়াছুড়ির পাশাপাশি দিলীপ ঘোষকে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগানও! লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের বের করে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live : বৃহস্পতিবার গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ৪দিনের সফর

আগামী বৃহস্পতিবার গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪দিনের সফর। সেখানে একাধিক দলীয় কর্মসূচি রয়েছে তাঁর। সূত্রের খবর, আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রেক্ষাপট

কলকাতা : পুজোয় বাঁধনছাড়া ভিড়! রাস্তাঘাটে মাস্কহীন মুখের সারি! পুজো মণ্ডপ...রাজপথ...রেস্তোরাঁ...করোনা ভুলে সব জায়গায় বেপরোয়া উল্লাস!
আর এর পরিণাম যা হওয়ার তাই হচ্ছে!! 
পুজো মিটতেই হু হু করে বাড়ছে করোনা । রাজ্য সরকারের মেডিক্যাল বুলেটিন বলছে, গত শনিবার, একাদশীর দিন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৪৩। মৃত্যু হয় ১০ জনের।


রবিবার অর্থাৎ ১৭ অক্টোবর দৈনিক আক্রান্ত একলাফে বেড়ে হয় ৬২৪! মৃত ১৪। গত সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বেড়ে ৬৯০-এ পৌঁছে যায়। মৃত্যু হয় ১২ জনের। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০০-র গণ্ডি ছাড়িয়ে পৌঁছয় ৭২৬-এ। মৃত্যু হয় ৯ জনের।


পরদিন বুধবার, রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হয় ৮৬৭। ৯ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার দৈনিক করোনা আক্রান্ত ৮৩৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয় ১৪।


শুক্রবার তা আরও বেড়ে হয়েছে ৮৪৬! মৃত্যু হয়েছে ১২ জনের।  


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক, এটা তো হওয়ারই কথা ছিল, এরকম বেলাগাম হলে এরকমই হবে, আরও বাড়বে। 


 চিকিৎসক সৌগত ঘোষ জানান, একে আমরা তৃতীয় ওয়েভের শুরু বলতে পারি, নিঃসন্দেহে পুজোর কেনাকাটা, পুজোয় ঠাকুর দেখার ভিড়, পুজোর খাওয়া দাওয়া দায়ী, আমরা বারবার সতর্ক করেছিলাম, দু’টো ডোজের পরও সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে, কেউ শুনল না, তাই দেখা যাচ্ছে প্রতিদিন করোনা বাড়ছে। 


পুজোর পর থেকে কলকাতাতেও ভয়ঙ্কর গতিতে ছুটতে শুরু করেছে করোনা! রাজ্য সরকারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত শনিবার, একাদশীর দিন কলকাতায় দৈনিক করোনা আক্রান্ত হন ১০৮ জন। রবিবার অর্থাৎ ১৭ অক্টোবর, কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে পৌঁছয় ১৭৯-তে। গত সোমবার কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হয় ১৯৪। 


মঙ্গলবার নতুন আক্রান্ত হন ১৮৩ জন। বুধবার, কলকাতায় দৈনিক আক্রান্ত একলাফে পৌঁছয় ২৪৪-এ। বৃহস্পতিবার কলকাতায় দৈনিক আক্রান্ত ২৩২। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী তা আরও বেড়ে হয়েছে ২৪২। 


চিকিৎসক দেবকিশোর গুপ্ত বললেন,  পুজোতে যা দেখলাম, তাতে সত্যিই চিন্তিত, প্রবলভাবে বাড়বে, পুজোর পরের এই ১৫ দিন অত্যন্ত সতর্ক থাকতে হবে, সামান্য জ্বর হলে অবহেলা করা যাবে না। 


করোনার আশঙ্কায় পুজো উদ্যোক্তাদের জন্য একাধিক নিয়ম বেধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তা সত্বেও ভিড় নিয়ন্ত্রণে করা গেল না কেন?  করোনা এই হারে বাড়তে থাকলে কি ফের সেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে? আর তা হলে এর দায় কে নেবে? 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.