West Bengal News Live Updates: সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে! স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 24 Aug 2023 11:29 PM
WB News Live Update: মাটিগাড়ায় ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় এবার এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী

মাটিগাড়ায় ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় এবার এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। টানলেন উত্তরপ্রদেশের প্রসঙ্গ। উত্তেজনা ছড়ানোর চেষ্টা বলে তোপ তৃণমূলের। বাংলা উত্তরপ্রদেশ হোক চাই না, মন্তব্য নৌশাদ সিদ্দিকির। 

WB News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর দাবিতে সরব, স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর দাবিতে সরব, স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির! স্বরূপনগরে কলেজে সিসিটিভি লাগানোর প্রতিবাদে ভাঙচুর। সিসিটিভি লাগানোর প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল স্বরূপনগরের শহিদ নুরুল ইসলাম কলেজ। অধ্যক্ষের ঘরে তাণ্ডব, ভাঙচুর আসবাব, সিসিটিভি। টিচার্স কমন রুমের সিসিটিভি ভাঙচুর পড়ুয়াদের।

WB News Live Update: ইডি-র নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের হার্ড ডিস্ক

ইডি-র নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের হার্ড ডিস্ক। কনসালটেন্সি ফার্মের আড়ালে অন্য খেলা? উত্তরের খোঁজে ইডি। নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে উদ্ধার হার্ড ডিস্কে বেশকিছু কোম্পানির নাম, খবর ইডি সূত্রে। 

WB News Live: সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে! স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

গতকাল নিজে থেকেই নিরাপত্তা দিতে চেয়ে যাদবপুর কর্তৃপক্ষের কাছে আর্জি জানায় স্বেচ্ছাসেবী সংস্থা। অনুমতি ছাড়া কীভাবে এমন পোশাক? প্রশ্নের মুখে ভুল স্বীকার করে ক্যাম্পাস ছেড়েছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। ক্যাম্পাস ছাড়েন এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির প্রতিনিধিরা।

WB News Live Update: সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে! স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে! স্বতঃপ্রণোদিত মামলা দায়ের যাদবপুর থানার। ডেকে পাঠানো হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে। 

WB News Live: বাংলায় যোগীরাজ্যের মতো এনকাউন্টার-দাওয়াই শুভেন্দুর!

এসব বলে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জয়প্রকাশ মজুমদার। 

WB News Live Update: বাংলায় যোগীরাজ্যের মতো এনকাউন্টার-দাওয়াই শুভেন্দুর!

বাংলায় যোগীরাজ্যের মতো এনকাউন্টার-দাওয়াই শুভেন্দুর। 'মমতার আমলে খুনিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাংলা'। 'যোগী আদিত্যনাথের মতো লোককে এ রাজ্যে প্রয়োজন'। 'এই ধরনের ঘটনায় এনকাউন্টার করা উচিত'। মাটিগাড়ায় স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় মন্তব্য বিরোধী দলনেতার। ২১ অগাস্ট মাটিগাড়ায় কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ধর্ষণে বাধা দেওয়ায় কিশোরীকে খুনের অভিযোগে ঘটনার পরদিনই গ্রেফতার অভিযুক্ত 
মাটিগাড়ায় স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, অভিযোগ বিজেপির। 

WB News Live: ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল, সল্টলেকের অফিসে বিক্ষোভ

ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল, সল্টলেকের অফিসে বিক্ষোভ। পাঁশকুড়ার সংগঠন নিয়ে অসন্তোষ, সল্টলেকে বিজেপি অফিসে বিক্ষোভ। সল্টলেকে বিজেপি অফিসে বিক্ষোভ দলেরই নেতা-কর্মীদের। '৫ জন মণ্ডল সভাপতিকে সরিয়ে কেন তৃণমূল থেকে আসা লোকেদের দায়িত্ব?' তীব্র অসন্তোষ প্রকাশ করে সল্টলেকে বিজেপি অফিসে বিক্ষোভ। 

WB News Live Update: যাদবপুরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এসএসকেএমের লেডিজ হস্টেলে রহস্যমৃত্যু

এসএসকেএমের হস্টেলে নার্সিংয়ের ছাত্রীর রহস্যমৃত্যুতে বন্ধুকে তলব। মৃত ছাত্রীর বন্ধুকে কাল ভবানীপুর থানায় তলব। শেষবার ওই বন্ধুর সঙ্গেই মোবাইল ফোনে কথা মৃত ছাত্রীর, লালবাজার সূত্রে খবর। যাদবপুরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এসএসকেএমের লেডিজ হস্টেলে রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগার থেকে দ্বিতীয় বর্ষের ছাত্রী সুতপা কর্মকারের ঝুলন্ত দেহ উদ্ধার । মৃত ছাত্রীর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। প্রণয়ঘটিত কারণে আত্মঘাতী, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

WB News Live: স্ট্রংরুমে কারচুপির অভিযোগ, মেখলিগঞ্জে গিয়েও সিসিটিভি ফুটেজ দেখতে পেলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

স্ট্রংরুমে কারচুপির অভিযোগ, মেখলিগঞ্জে গিয়েও সিসিটিভি ফুটেজ দেখতে পেলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাত ৮টায় ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানি। স্ট্রংরুমে পঞ্চায়েত ভোটের ব্যালটে কারচুপির অভিযোগে মামলা মেখলিগঞ্জের ১০ বিরোধী প্রার্থীর। আজ মামলার শুনানির সময় স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজ দেখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে মেখলিগঞ্জে মহকুমা আদালতে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

WB News Live Update: যাদবপুরকাণ্ডে প্রাক্তনী জয়দীপ ঘোষকে আদালতে পেশ

যাদবপুরকাণ্ডে প্রাক্তনী জয়দীপ ঘোষকে আদালতে পেশ। পুলিশকে বাধা ও গেট আটকানোর অভিযোগে গ্রেফতার হন যাদবপুরের প্রাক্তনী জয়দীপ ঘোষ। কী হয়েছিল সেই রাতে, জেরায় তথ্য গোপন করছেন জয়দীপ, খবর পুলিশ সূত্রের। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ৫ হস্টেল আবাসিককে তলব। ছাত্রমৃত্যুর রাতে হস্টেলের ৩ তলার বারান্দা শোনা যাচ্ছিল টানা চিৎকার । চিৎকার শুনে ৩ তলায় পৌঁছেও যান কয়েকজন আবাসিক। ঠিক কী ঘটেছিল ৯ অগাস্ট রাতে? গতকাল রাত পর্যন্ত ২ আবাসিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজ আরও ৫ আবাসিককে যাদবপুর থানায় তলব। 

WB News Live: ইডি-র নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের হার্ড ডিস্ক

ইডি-র নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের হার্ড ডিস্ক। কনসালটেন্সি ফার্মের আড়ালে অন্য খেলা? উত্তরের খোঁজে ইডি। নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে উদ্ধার হার্ড ডিস্কে বেশকিছু কোম্পানির নাম, খবর ইডি সূত্রে। পরামর্শ দেওয়ার নামে কোম্পানিগুলির থেকে কোটি কোটি টাকা নিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস, ইডি সূত্রে দাবি। লিপস অ্যান্ড বাউন্ডসের কোটি কোটি টাকার লেনদেনের রহস্য খুঁজে বের করতে তৎপর ইডি। কোম্পানিগুলির আদৌ কি কোনও অস্তিত্ব আছে? খতিয়ে দেখছে ইডি। 

WB News Live Update: যাদবপুরকাণ্ডের পর এবার দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার

যাদবপুরকাণ্ডের পর এবার দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার। মৃত ছাত্রের নাম সৌরভ কুমার, বাড়ি বিহারের ভাগলপুরে। কম্পিউটার সায়েন্স ও ডিজাইনের তৃতীয় বর্ষের ছাত্র। বয়েজ হস্টেলের ৪ তলার ঘর থেকে উদ্ধার দেহ। কলেজ চত্বরে শেষ দেখা যায় ২২ অগাস্ট। নিউ টাউনশিপ থানার পুলিশ দেহ উদ্ধার করে। 

WB News Live: স্বরূপনগর কলেজে সিসিটিভি লাগানোর প্রতিবাদে ভাঙচুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর দাবিতে সরব, স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির ! স্বরূপনগর কলেজে সিসিটিভি লাগানোর প্রতিবাদে ভাঙচুর। সিসিটিভি লাগানোর প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল স্বরূপনগরের শহিদ নুরুল ইসলাম কলেজ। অধ্যক্ষের ঘরে তাণ্ডব, ভাঙচুর আসবাব, সিসিটিভি। টিচার্স কমন রুমের সিসিটিভি ভাঙচুর পড়ুয়াদের। বহিরাগত ও পড়ুয়াদের একাংশ হামলা চালিয়েছে, অভিযোগ অধ্যক্ষের। পড়ুয়াদের সমর্থন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা স্বরূপনগরের তৃণমূল বিধায়কের। পড়ুয়াদের সমর্থন শিক্ষক-শিক্ষিকাদের একাংশেরও।

WB News Live Update: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব

পুরসভা নিয়োগ-দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেই রাজ্যের মন্ত্রীকে তলব। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব। ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তলব করা হয়েছে বিধাননগরের তৃণমূল বিধায়ককে।

WB News Live: ২০১৯-এ জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ

২০১৯-এ জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ। দোষী উৎপল বেহরাকে মৃত্যুদণ্ডের নির্দেশ বহরমপুরে ফাস্ট ট্র্যাক কোর্টের। ৮ অক্টোবর, ২০১৯: জিয়াগঞ্জে সপরিবারে খুন শিক্ষক। দোষী উৎপল বেহরাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের। 

WB News Live Update: বিএলএলআরও অফিসে দালালরাজের অভিযোগ, তালা ঝোলালেন তৃণমূল নেতা

বিএলএলআরও অফিসে দালালরাজের অভিযোগ, তালা ঝোলালেন তৃণমূল নেতা। বাঁকুড়ার ইন্দপুরে তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে বিএলএলআরও অফিসে ঝোলানো হল তালা। বিএলএলআরও অফিসে বিক্ষোভ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিও-র, ২ ঘণ্টা পর খোলা হল তালা। 

WB News Live: ভারতের সফল চন্দ্রাভিযান নিয়ে বিধানসভায় ধন্যবাদ প্রস্তাব পেশ

'এটা আমাদের জাতির গর্ব। আসুন সবাই ইসরো ও বিজ্ঞানীদের অভিনন্দন জানাই', ধন্যবাদ প্রস্তাব পেশ করে মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের। 

WB News Live Update: ভারতের সফল চন্দ্রাভিযান নিয়ে বিধানসভায় ধন্যবাদ প্রস্তাব পেশ

ভারতের সফল চন্দ্রাভিযান নিয়ে বিধানসভায় ধন্যবাদ প্রস্তাব পেশ। নিজেই ধন্যবাদ প্রস্তাব পেশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। 

WB News Live:পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব। ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

WB News Live Update:যাদবপুরে ছাত্র মৃত্যুর রেশ কাটার আগেই SSKM-এর হস্টেলে, নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু

যাদবপুরে ছাত্র মৃত্যুর রেশ কাটার আগেই SSKM-এর হস্টেলে। নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হয় দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ। মৃতের নাম সুতপা কর্মকার। 

WB News Live:শুভেন্দুর সভা বাতিল করে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পুলিশ

শুভেন্দুর সভা বাতিল করে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পুলিশ। ১৪৪ ধারা জারির নির্দেশিকা খারিজ করল আদালত

WB News Live Update:যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠকে রাজ্যপাল

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠকে রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনার জন্য আচার্যের ডাকে বৈঠক। রাজভবনের বৈঠকে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য

WB News Live:যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ আরও ৫ জন হস্টেল আবাসিককে তলব করল পুলিশ

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ আরও ৫ জন হস্টেল আবাসিককে তলব করল পুলিশ

WB News Live Update:যাদবপুরে ছাত্রমৃত্যুর রেশ কাটার আগেই ফের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু

যাদবপুরে ছাত্রমৃত্যুর রেশ কাটার আগেই ফের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু। 

WB News Live:ইডি-র নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের হার্ড ডিস্ক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করার নামেই কি নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন? 

ইডি-র নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের হার্ড ডিস্ক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করার নামেই কি নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন? 

WB News Live Update:পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব। ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে: সূত্র। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান ছিলেন সুজিত বসু

WB News Live:চাঁদে পৌঁছেছে ভারত। ইসরোর সাফল্যে জুড়ে গেছে বীরভূমের মল্লারপুর

চাঁদে পৌঁছেছে ভারত। ইসরোর সাফল্যে জুড়ে গেছে বীরভূমের মল্লারপুর। ইসরোর সিনিয়র বিজ্ঞানী বিজয় দাইয়ের বাড়ি মল্লারপুরেই।  ভারতের চাঁদ ছোঁয়ার মূহূর্তে গতকাল গোটা দেশের সঙ্গে টিভির পর্দায় চোখ ছিল বিজয় দাইয়ের বাবা-মায়ের। ছেলের সাফল্যে বাধ মানেনি চোখের জল। 

WB News Live Update:যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠকে রাজ্যপাল

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠকে রাজ্যপাল

WB News Live:মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এরাজ্য়ের ২৪ জন পরিযায়ী শ্রমিক। জানানো হয়েছে নবান্নের তরফে

 মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এরাজ্য়ের ২৪ জন পরিযায়ী শ্রমিক। জানানো হয়েছে নবান্নের তরফে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য় ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। মৃত প্রত্য়েকের পরিবারের ১ জনকে চাকরি দিতে হবে, দাবি করেছেন মুখ্য়মন্ত্রী

WB News Live Update:আদালতের নির্দেশে অবশেষে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হল

আদালতের নির্দেশে অবশেষে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হল। প্রায় সাড়ে ১৩ হাজার জনের বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আদালতের অনুমতি পেলে কাউন্সেলিং হবে, জানালেন এসএসসির চেয়ারম্যান। 

WB News Live:আগামী মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আগামী মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বিরোধী দলগুলোর মতামত নিতে চান মমতা বন্দ্যোপাধ্য়ায়। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। 

WB News Live Update:অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল কলকাতা পুলিশের এক হোমগার্ডকে

অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল কলকাতা পুলিশের এক হোমগার্ডকে। অভিযোগকারীর দাবি, জোর করে গাড়িতে তুলে ১ লক্ষ টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয় ৫ জন। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে রিজেন্ট পার্ক থানার এই হোমগার্ডের হদিশ মেলে। 

WB News Live:ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদান মামলার তদন্তে সোনারপুর-সহ রাজ্যের ৩ জায়গায় তল্লাশি চালাল ইডি

ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদান মামলার তদন্তে সোনারপুর-সহ রাজ্যের ৩ জায়গায় তল্লাশি চালাল ইডি। সোনারপুর-রাজপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে প্রয়াত এক ব্য়বসায়ীর স্ত্রীর বাপের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়াত ব্য়বসায়ীর স্ত্রীকে।

WB News Live Update:ED-র প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম

ED-র প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এনিয়ে খোঁচা দিয়ে সোশাল মিডিয়ায় শুভেনদু অধিকারী বলেন, ফাঁসিতে ঝুলতে হবে না, এজেন্সিকে সাহায্য করুন। পাল্টা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি কবে তদন্তকারী সংস্থার অফিসে যাবেন?

WB News Live:পুলিশের পর যাদবপুর ক্যাম্পাসে র‍্যাগিংয়ের অভিযোগে সিলমোহর দিল রাজ্য মানবাধিকার কমিশনের তদন্ত কমিটিও

পুলিশের পর যাদবপুর ক্যাম্পাসে র‍্যাগিংয়ের অভিযোগে সিলমোহর দিল রাজ্য মানবাধিকার কমিশনের তদন্ত কমিটিও

WB News Live Update:ল্যান্ডার 'বিক্রমের পেটের ভিতর থেকে চাঁদের বুকে নেমে এল রোভার 'প্রজ্ঞান'। 

চাঁদের মাটিতে পৌঁছে ল্যান্ডার বিক্রমের কিছুক্ষণের বিশ্রাম। তারপরই খুলে গেল দরজা। ল্যান্ডার 'বিক্রমের পেটের ভিতর থেকে চাঁদের বুকে নেমে এল রোভার 'প্রজ্ঞান'। 

WB News Live:লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি নিয়ে, ED-র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি নিয়ে, ED-র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এনিয়ে, তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এর আগে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটেও নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

প্রেক্ষাপট

কলকাতা: হাতের মুঠোয় চাঁদ (Chandrayaan 3 Mission)। ইতিহাস গড়ল ভারত। ধাপে ধাপে গতি কমিয়ে চন্দ্রবক্ষে পাখির পালকের মতো (Soft Landing) অবতরণ করল চন্দ্রযান ৩।


অন্তরালে থাকা চাঁদের দক্ষিণ মেরুর কাছে প্রথম দেশ হিসেবে পৌঁছে গেল ভারত। সন্ধে ৬টা ৪মিনিটে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের (Lander Module Vikram)। সুদূর জোহানেসবার্গ থেকে অভিনন্দন মোদির (PM Narendra Modi)।

মুছে গেল চন্দ্রযান-২-এর ব্যর্থতা। মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়ল ভারত। ঘড়ি মিলিয়ে সেফ ল্যান্ডিং বিক্রমের। ১৪দিন চাঁদের মাটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে রোভার প্রজ্ঞান। 

মহাকাশের সুপার লিগে এবার ভারত, শুভেচ্ছা মমতার (CM Mamata Banerjee)। ১৯৬২-তে শুরু ভারতের মহাকাশ গবেষণা নতুন উচ্চতায়, বার্তা রাহুলের। জাতীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস শুভেন্দুর। 


চাঁদ তারে তোড় লাঁয়ু..। নিজের ছবির গানের লাইন উদ্ধৃত করে ইসরোকে অভিনন্দন শাহরুখের। অক্ষয়, কাজল, সানি থেকে প্রসেনজিৎ-শুভেচ্ছা জানালেন তারকাদের। 

লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক, ডিরেক্টর ছিলেন ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত। মমতার আক্রমণের পরদিনই বিবৃতিতে দাবি ইডির। 

লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন অভিষেক, দাবি ইডি-র। ফাঁসিতে ঝুলতে হবে না, এজেন্সিকে সাহায্য করুন, খোঁচা শুভেনদুর। আপনি কবে তদন্তকারী সংস্থার অফিসে যাবেন, পাল্টা অভিষেক।

ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীর ফোন, সিজ মোবাইল। তথ্য লোপাট হয়েছে কি? যেত কি কোনও নির্দেশ? তথ্য জানতে ফোন যাচ্ছে ফরেন্সিকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.