WB News Live Updates: আনিসের মৃত্যুর ৬ দিন পর আমতা থানার ওসিকে অনির্দিষ্টকালের জন্য পাঠানো হল ছুটিতে

Get the latest West Bengal News and Live Updates:সিবিআই তদন্ত নিয়ে অচেনা নম্বর থেকে আনিসের দাদাকে হুমকি-ফোনের অভিযোগ। তদন্তে সিট ও রাজ্য পুলিশ।

abp ananda Last Updated: 24 Feb 2022 10:31 PM
West Bengal News Live Updates: তৃণমূলে যোগ বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর

পুরভোটের মাত্র তিনদিন আগে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। শাসক শিবিরের দাবি, উন্নয়নের স্বার্থেই এই দলবদল। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে প্রার্থী ভাঙিয়েছে তৃণমূল।

WB News Live Updates: পুরভোটের মুখে ফের ধাক্কা বিজেপিতে

ভাটপাড়ার পর এবার পুরুলিয়ার ঝালদা। পুরভোটের মুখে ফের ধাক্কা বিজেপিতে। দলবদল করে গেরুয়া প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখে দলবদল। তৃণমূলে যোগ দিয়ে দাবি প্রার্থীর। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: সিটের কাছে বয়ান দিলেন আনিসের বাবা

হাইকোর্টের নির্দেশের পর সিটের কাছে বয়ান দিলেন আনিসের বাবা। পরিবারের দাবি মেনে আনিসের সমাধিস্থলের নিরাপত্তায় সিসিটিভি লাগাল পুলিশ।

WB News Live Updates: রাত দুটোয় বিধানসভার অধিবেশন!

বেনজির। মন্ত্রিসভার সুপারিশ মেনে ৭ মার্চ রাত দুটোয় বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। ট্যুইট করে একথা জানালেন জগদীপ ধনকড়। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, জানালেন টাইপগত ভুলেই এমনটা হয়েছে। আর এ নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা।

West Bengal News Live Updates: অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতার ওসিকে

ওসির নির্দেশে আনিসের বাড়িতে গেছিলেন। দাবি ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের। এরপরই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতার ওসিকে। ধৃত দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া আদালত। মঞ্জুর করা হয়েছে টিআই প্যারেডের আবেদনও।

WB News Live Updates: ফের বিতর্কে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ

ফের বিতর্কে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। পুরভোটের প্রচারে বিজেপি নেতা-কর্মীদের মারধরের হুঁশিয়ারি দেওয়ার দু'দিনের মাথায় দলীয় প্রার্থীদের সবচেয়ে বেশি ভোটে জেতার ভোকাল টনিক দিলেন তিনি। সেই সঙ্গে সবচেয়ে বেশি লিড দেওয়া কাউন্সিলরদের জন্য ঘোষণা করলেন সবচেয়ে বেশি কাজের ইনাম! এর কড়া সমালোচনা করেছে বিজেপি। 

West Bengal News Live Updates: আনিস খুনে সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি। আজ আমতা থানায় মিছিল করে যান আনিসের পরিবার-পরিজন ও প্রতিবেশীরা। রবিবার পুলিশ সুপারের অফিস ঘেরাও। আগামী দিনে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কংগ্রেসের আমতা থানা ঘেরাও কর্মসূচিতেও তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।

WB News Live Updates: পুরভোটের মুখে বীরভূমে ৪০টি তাজা বোমা উদ্ধার

পুরভোটের মুখে বীরভূমের মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ভোটে সন্ত্রাসের জন্যই তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করছে, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, দুষ্কৃতীদের কাজ।

West Bengal News Live Updates: গ্রুপ সি নিয়োগ-দুর্নীতি তদন্তেও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি

গ্রুপ সি নিয়োগ-দুর্নীতি তদন্তেও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন কলকাতা হাইকোর্টের। ৩ মাসের সময়সীমা দেওয়া হল। আইনের ঊর্ধ্বে কেউ নয়, মন্তব্য বিচারপতির।

WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ

পুরভোটের মুখে পশ্চিম মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হল বিজেপি ও সিপিএম। হারার ভয়ে দুই দলের এক রা, কটাক্ষ করেছে তৃণমূল। অবাধ ও স্বচ্ছ ভোটের আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।

West Bengal News Live Updates: আপাতত সিটের ওপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট

আপাতত সিটের ওপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, জেলা জজের উপস্থিতিতে মৃত আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আনিসের বাবা।

WB News Live Updates: পুরভোটের আগে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার

পুরভোটের আগে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার। কোচবিহারের মাথাভাঙার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। আজ সকালে বিজেপি প্রার্থী দিলীপ বিশ্বাসের বাড়ির সামনে একটি কৌটো বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। নেপথ্যে তৃণমূলের হাত, অভিযোগ বিজেপি প্রার্থীর। অস্বীকার শাসকদলের। 

West Bengal News Live Updates: পুরভোটের বিভিন্ন জেলায় রুটমার্চ

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। তার আগে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুটমার্চ। গতকাল রাতে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় নাকা তল্লাশি চালায় পুলিশ। এরপর মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত ও কোতয়ালি থানার আইসি-র নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে শুরু হয় রুটমার্চ। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। 

WB News Live Updates: নির্দলকে একটিও ভোট নয়, বার্তা কল্যাণের

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসলে নির্দলকে একটিও ভোট নয়। এভাবেই পুরভোটের প্রচার শুরু করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল শ্রীরামপুরে নির্বাচনী সভায় তৃণমূল সাংসদ বলেন, নির্দল প্রার্থীকে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। গতকাল ওই সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শতাধিক কর্মী। অন্যদিকে, হুগলির চাঁপদানি পুরসভায় নির্দল হিসেবে ভোটে লড়ছেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য জিতেন্দ্র সিং। তাঁর দাবি, পুরসভা গঠনের পর থেকে প্রতিবার নির্দলদের সমর্থনেই গঠিত হয়েছে পুরবোর্ড। তবে এবার চাঁপদানিতে নির্দল প্রার্থী মানে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বা নেতা। একই মত পুরসভার বিদায়ী প্রশাসকের। তৃণমূল বা নির্দল যেই লড়ুক, তাদের আসল ভয় বিজেপিকেই, দাবি গেরুয়া শিবিরের। 

West Bengal News Live Updates: প্রিন্স আনোয়ার শা রোড অবরোধ

সাতসকালে গোটা এলাকা জলমগ্ন। প্রতিবাদে প্রিন্স আনোয়ার শা রোড অবরোধ বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার হয় না। ফলে জল জমার সমস্যা দীর্ঘদিনের। এর পাশাপাশি, দিনসাতেক আগে ভূর্গভস্থ নিকাশির পাইপ ফেটে যায়। এর জেরে আজ সকালে কেআইটি বাজার-সহ আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। প্রতিবাদে মিনিট চল্লিশ প্রিন্স আনোয়ার শা রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যান ৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার। তাঁর আশ্বাস, নিকাশির কাজ কাল থেকেই শুরু হবে।

WB News Live Updates: ডিভিশন বেঞ্চে কাঁথি পুরসভার ১৪ জন বিজেপি প্রার্থী

পুরভোটে নিরাপত্তা মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন কাঁথি পুরসভার ১৪ জন বিজেপি প্রার্থী। গতকাল এই ১৪ জনের নিরাপত্তার আবেদন খারিজ করে দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থীরা। আগামীকাল শুনানির সম্ভাবনা। 

West Bengal News Live Updates: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে বিজেপি

রাজ্যে ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ১০৮টি পুরসভার ভোট হোক, এই আর্জিই জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে। কাল এই মামলার শুনানি।

WB News Live Updates: আনিস খুনে ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের জেল হেফাজত

আনিস খুনে ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের জেল হেফাজত। ধৃতদের চিহ্নিতকরণের আবেদন মঞ্জুর করল আদালত। ‘আইন অনুযায়ী ময়নাতদন্ত ও আনিসের মোবাইল ফোন নিয়ে পদক্ষেপ করতে পারেন তদন্তকারী অফিসাররা’, জানালেন উলুবেড়িয়া আদালতের বিচারক।

West Bengal News Live Updates: ওটিপি শেয়ার করে বিপদের মুখে নিউ ব্যারাকপুরের বাসিন্দা

মুহূর্তের অসাবধানতা। ওটিপি শেয়ার করে বিপদের মুখে নিউ ব্যারাকপুরের বাসিন্দা। অবসরপ্রাপ্ত কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ২০ হাজার টাকা। অভিযোগকারীর দাবি, মঙ্গলবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে ফোন করে এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানানো হয়। অভিযোগ, না বুঝেই ওটিপি শেয়ার করে ফেলায় অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

WB News Live Updates: রানাঘাটের তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

যারা তৃণমূল সরকারের পরিষেবা নেবে, অথচ ভোটের সময় কুৎসা করবে, তারা যাতে পরিষেবা না পায় সেই চেষ্টা করব। পুরভোটের প্রচারে গিয়ে কার্যত হুমকি দিলেন রানাঘাটের তৃণমূল নেতা। সোশাল মিডিয়ায় এই বক্তব্য ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।

West Bengal News Live Updates: আনিস হত্যাকাণ্ডে আমতা থানার ওসিকে তলব ভবানী ভবনের

আনিস হত্যাকাণ্ডে আমতা থানার ওসিকে তলব ভবানী ভবনের। জিজ্ঞাসাবাদ একাধিক অফিসারকেও। মিলিয়ে দেখা হচ্ছে ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের বক্তব্য, খবর সূত্রের।

WB News Live Updates: মামলাকারীদের উপস্থিতিতে আনিসের ফোন সিল করবে সিট

মামলাকারীদের উপস্থিতিতে আনিসের ফোন সিল করবে সিট। পাঠাতে হবে হায়দরাবাদে। জেলা জজের প্রতিনিধির উপস্থিতিতে ধৃতদের টিআই প্যারেডের নির্দেশ।

West Bengal News Live Updates: আনিস হত্যাকাণ্ডে সুবিচার চাইলেন লাভলি মৈত্র

আনিস হত্যাকাণ্ডে এবার সুবিচার চাইলেন লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের আশ্বাস, কেউ দোষ করলে অবশ্যই শাস্তি পাবে। এদিন রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে প্রচারে যান লাভলি মৈত্র। তৃণমূল বিধায়কের স্বামী সৌম্য রায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপার।

WB News Live Updates: আনিস-হত্যার তদন্তে আমতা থানার একাধিক অফিসারকে জিজ্ঞাসাবাদ

আনিস-হত্যার তদন্তে আমতা থানার একাধিক অফিসারকে জিজ্ঞাসাবাদ। ঘটনার রাতের ডিউটি অফিসার, আরটি অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কয়েকজন সিভিক ভলান্টিয়ার, হোমগার্ডকেও। মিলিয়ে দেখা হচ্ছে ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের বক্তব্য, খবর সূত্রের।

West Bengal News Live Updates: আনিস-খুনে ধৃতদের আদালত থেকে বের করার সময় উলুবেড়িয়ায় বিক্ষোভ

আনিস-খুনে ধৃতদের আদালত থেকে বের করার সময় উলুবেড়িয়ায় বিক্ষোভ। ধৃতদের এজলাস থেকে বের করার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। লুকিয়ে এজলাসে কেন ঢোকানো হল অভিযুক্তদের? প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।

WB News Live Updates: দ্বিতীয়বার আনিস খানের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

দ্বিতীয়বার আনিস খানের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ। সিটেই আস্থা হাইকোর্টের।

West Bengal News Live Updates: তমলুক পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রাজবাড়ির বংশধর

পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী রাজবাড়ির এক বংশধর। ভোটারদের দরজায় দরজায় ঘুরে প্রচার করছেন তিনি। যদিও তমলুক রাজপরিবারের বংশধর প্রচারে বাড়তি সুবিধা পাবেন না বলে দাবি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর। এই ওয়ার্ডে লড়ছেন সিপিএমের প্রার্থীও। 

WB News Live Updates: আনিস খান খুনের প্রতিবাদে গ্রামবাসীদের মিছিলে সামিল আনিসের বাবা

আনিস খান খুনের প্রতিবাদে গ্রামবাসীদের মিছিলে সামিল আনিসের বাবা সালেম খান। আমতা থানার সামনে বিক্ষোভ মিছিল এসএফআইয়ের। গ্রামবাসীদের মিছিল থানার সামনে পৌঁছতেই ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে থানার ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা পুলিশের। আমতা থানার ওসিকে গ্রেফতার না করা হলে আগামী রবিবার পুলিশ সুপারের অফিস অভিযানের ডাক বিক্ষোভকারীদের।

West Bengal News Live Updates: বলির পাঁঠা করা হয়েছে, দাবি ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের

‘থানা থেকে ওসি-র নির্দেশে গিয়েছিলাম আনিসের বাড়িতে। আমরা নির্দোষ। আমাদের বলির পাঁঠা করা হয়েছে। আনিসের মৃত্যু কীভাবে হয়েছে জানি না’, বিস্ফোরক দাবি ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যর। আজ দু’জনকেই পেশ করা হবে উলুবেড়িয়া আদালতে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তাঁদের কাছে জানতে চাওয়া হবে সে রাতে কী ঘটেছিল? কী কারণে, কারা আনিসের বাড়িতে গিয়েছিলেন? ধৃত দু’জনের কাছ থেকে আনিস হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

WB News Live Updates: রাজ্যপালকে নাম না করে খোঁচা মমতার

‘কেউ কেউ অডিট রিপোর্ট চাইছেন। ভয় পাবেন না। অডিটের দায়িত্ব সরকারের।’ নাম না করে রাজ্যপালকে খোঁচা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে বার্তা মুখ্যমন্ত্রীর। 

West Bengal News Live: রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৭ মার্চ রাত ২টোয় বিধানসভা অধিবেশন ডাকলেন রাজ্যপাল। 

WB News Live Updates: সিবিআই তদন্তের দাবিতে অনড় প্রয়াত ছাত্রনেতা আনিস খানের পরিবার

সিবিআই তদন্তের দাবিতে অনড় প্রয়াত ছাত্রনেতা আনিস খানের পরিবার

West Bengal News Live: আনিসকাণ্ডে হোম গার্ড ও সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের পরেও ফুঁসছে আমতা

আনিসকাণ্ডে হোম গার্ড ও সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের পরেও ফুঁসছে আমতা। সিবিআই তদন্তের দাবিতে অনড় ছাত্রনেতার পরিবার। এদিন আনিসের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাধিস্থলে সিবিআই তদন্ত ও সঠিক বিচারের দাবিতে রাখা হয়েছে পোস্টার। এরপর দুপুরে আনিস হত্যার প্রতিবাদে আমতা থানার উদ্দেশ্যে মিছিল করবেন গ্রামবাসীরা।

WB News Live Updates: পুরভোটের আগে জেলায় জেলায় শুরু রুটমার্চ

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। তার আগে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুটমার্চ

West Bengal News Live: অর্থের জন্য কারও উচ্চশিক্ষা আর বাধাপ্রাপ্ত হবে না, স্টুডেন্টস্ ক্রেডিট কার্ড বিলি অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী 

অর্থের জন্য কারও উচ্চশিক্ষা আর বাধাপ্রাপ্ত হবে না, স্টুডেন্টস্ ক্রেডিট কার্ড বিলি অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী 

WB News Live Updates: কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি

রাজ্যে ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ১০৮টি পুরসভার ভোট হোক, এই আর্জিই জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে। আগামীকাল শুনানি। 

West Bengal News Live: "আমরা ওসি-র নির্দেশে গেছিলাম,'' আনিস কাণ্ডে দাবি দুই ধৃতের

"আমরা ওসি-র নির্দেশে গেছিলাম। আমাদের বলির পাঁঠা করা হয়েছে। আমরা কিছু জানি না।'' দাবি দুই ধৃতের। 

WB News Live Updates: পুরভোটের আগে মেদিনীপুরে নাকা তল্লাশি পুলিশের

গতকাল রাতে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় নাকা তল্লাশি চালায় পুলিশ। এরপর মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত ও কোতয়ালি থানার আইসি-র নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে শুরু হয় রুটমার্চ। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা।

West Bengal News Live: আনিস হত্যাকাণ্ডে আমতা থানার এক অফিসার-সহ চারজনকে ফের তলব সিটের

আনিস হত্যাকাণ্ডে আমতা থানার এক অফিসার-সহ চারজনকে ফের তলব সিটের। জিজ্ঞাসাবাদ করা হবে ওই দিন RT ভ্যানের ডিউটিতে থাকা পুলিশ কর্মীদেরও। সূত্রের খবর, জানতে চাওয়া হবে কার নির্দেশে এবং কী কারণে শুক্রবার আনিস খানের বাড়িতে গিয়েছিল পুলিশ? সেখানে কী ঘটেছিল? পুলিশ কর্মীরা পালিয়েই বা এসেছিলেন কেন? পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন আমতা থানার টেবল ডিউটি অফিসারকে চিহ্নিত করা হয়েছে। 

WB News Live Updates: আনিস-কাণ্ডে ধৃত দুই পুলিশ কর্মীকে আজ উলুবেড়িয়া আদালতে পেশ করা হবে

ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডে ধৃত দুই পুলিশ কর্মীকে আজ উলুবেড়িয়া আদালতে পেশ করা হবে। ভবানী ভবন থেকে নিয়ে যাওয়া হবে আদালতে। পুলিশ সূত্রে খবর, দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। জানতে চাওয়া হবে সে রাতে কী ঘটেছিল? কে কে এবং কী কারণে আনিসের বাড়িতে গিয়েছিলেন? ধৃত দু’জনের কাছ থেকে আনিস হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর

West Bengal News Live: সাতসকালে গোটা এলাকা জলমগ্ন, প্রতিবাদে প্রিন্স আনোয়ার শা রোড অবরোধ বাসিন্দাদের

সাতসকালে গোটা এলাকা জলমগ্ন। প্রতিবাদে প্রিন্স আনোয়ার শা রোড অবরোধ বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার হয় না। ফলে জল জমার সমস্যা দীর্ঘদিনের। এর পাশাপাশি, দিনসাতেক আগে ভূর্গভস্থ নিকাশির পাইপ ফেটে যায়। এর জেরে আজ সকালে কেআইটি বাজার-সহ আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। প্রতিবাদে মিনিট চল্লিশ প্রিন্স আনোয়ার শা রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের আশ্বাসে মিনিট চল্লিশ পর অবরোধ ওঠে। কাল থেকেই শুরু হবে নিকাশির কাজ, আশ্বাস কাউন্সিলরের।

WB News Live Updates: পুরভোটের আগে নির্দল প্রার্থীকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

পুরভোটের আগে নির্দল প্রার্থীকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

West Bengal News Live: ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদ চলছে দিকে দিকে

যাদবপুর থেকে রামপুরহাট, মালদা থেকে উত্তর ২৪ পরগনা - ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদ চলছে দিকে দিকে। গতকাল দক্ষিণ কলকাতায় মশাল মিছিল করেন যাদবপুর, আলিয়া ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। নিউটাউনে থানায় বিক্ষোভ, রাস্তা অবরোধ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পার্ক সার্কাসে এসএফআইয়ের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি!

WB News Live Updates: নাক থেকে ব্যাটারি! অস্ত্রোপচারে সাফল্য কলকাতা মেডিক্যাল কলেজে

খেলতে খেলতে নাকে ঢুকে গিয়েছিল খেলনা মোবাইলের ছোট ব্যাটারি। ৪ বছরের শিশুর নাকে অস্ত্রোপচার করে সেই ব্যাটারি বের করলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সকরা।  শিশুকে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে ছাড়া হবে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।  

West Bengal News Live: কাঁথির সাংসদ শিশির অধিকারীর পুরভোটের প্রচার ঘিরে বিতর্ক

কাঁথির সাংসদ শিশির অধিকারীর পুরভোটের প্রচার ঘিরে বিতর্ক। মত্‍সমন্ত্রী অখিল গিরির অভিযোগ, খাতায় কলমে তৃণমূলে থাকলেও শিশির অধিকারী বিজেপির সমর্থনে প্রচার করছেন। যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ কাঁথির সাংসদ।

WB News Live Updates: কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা

আজ থেকে বৃষ্টি শুরু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি, ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। দু’য়ের প্রভাবে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এদিকে, বৃষ্টি হলেও নতুন করে পারদ নামার সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। 

West Bengal News Live: রাতের শহরে দুর্ঘটনা, মিনিডোরের সঙ্গে সংঘর্ষ, আহত দুই বাইক আরোহী

ফের রাতের শহরে দুর্ঘটনা। বেপরোয়া বাইকের সঙ্গে মিনিডোরের সংঘর্ষ। গুরুতর আহত দুই বাইক আরোহী। গতকাল রাত সোয়া ১টা নাগাদ ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের সামনে রেড রোডে বাইক ও মিনিডোরের সংঘর্ষ হয়। দুই বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি।আহতরা দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা। মিনিডোরের চালকের সন্ধান চালাছে পুলিশ।

WB News Live Updates: পুরভোটের আগে খড়দায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ

পুরভোটের পাঁচ দিন আগে এক বিজেপি নেতাকে প্রার্থীর বাড়ির সামনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার খড়দায়। তৃণমূলকে কাঠগড়ায় তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। 

WB News Live Updates: মহড়ায় বিপত্তি!

হাওড়ার চাঁদমারী আগুন নেভানোর মহড়ায় অগ্নিকাণ্ড। দমকলের কর্মীরা কাঠের মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে, তা নেভানোর পদ্ধতি দেখাতে গিয়ে বিপত্তি ঘটে।আগুনের শিখা পৌঁছে যায় দর্শকদের কাছে। কেউ হতাহত হননি।

প্রেক্ষাপট

কলকাতা: আনিস খুনে (Anish Khan) গ্রেফতার (Arrest) দুজন পুলিশকর্মী। জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 


আনিসের বাড়িতে গেছিল পুলিশই। রাজ্য পুলিশ সূত্রে খবর। গ্রেফতার হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য। কার নির্দেশে খুন ? প্রশ্ন আনিসের বাবার।


উচ্চপদস্থ পুলিশের অনুমতি ছাড়া তদন্তে যেতে পারে না হোমগার্ড। কার নির্দেশে আনিসের বাড়িতে কাশীনাথ ? সিবিআই তদন্ত চাই। চাঞ্চল্যকর দাবি আনিস খুনে ধৃত হোমগার্ডের স্ত্রীর।


সিটের তদন্তে বাধা কিছু রাজনৈতিক দলের। দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তেও বাধা। মন্তব্য ডিজিপির। সিবিআই তদন্ত হলে ময়নাতদন্তে সম্মতি, জানালেন আনিসের বাবা।


সিবিআই তদন্ত নিয়ে অচেনা নম্বর থেকে আনিসের দাদাকে হুমকি-ফোনের অভিযোগ। তদন্তে সিট ও রাজ্য পুলিশ।


পরিকল্পনা করে পরিবারকে সন্ত্রস্ত করা হচ্ছে। দুর্নীতিরাজের বিরুদ্ধে লড়াই চলবে, ফেসবুকে পোস্ট বিকাশরঞ্জনের। সিবিআই তদন্ত চাইলে আইনি সাহায্য, জানালেন শুভেন্দু।


আনিস খুনে শাস্তির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, যাদবপুর, আলিয়ায় বিক্ষোভ। দিল্লিতে বিক্ষোভ জেএনইউয়ের। বন্ধ হোক বিক্ষোভ, অসুবিধা সাধারণ মানুষের। প্রতিক্রিয়া মমতার।


 ৪৪ হাজার রাজ্য পুলিশ দিয়েই ২৭ ফেব্রুয়ারির পুরভোট, খবর কমিশন সূত্রে। বুথের দায়িত্বে সশস্ত্র আধিকারিক। জেলায় নজরদারিতে ডিআইজি স্তরের আধিকারিক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.