West Bengal News Live: এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে পার্থকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Jul 2022 10:56 PM
WB Live News: অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২২ কোটি টাকা কার ? চড়ছে তরজা

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২২ কোটি টাকা কার? এই প্রশ্নকে সামনে রেখে ক্রমশ চড়ছে তরজা। নির্বাচনে এই টাকা ব্যবহার করা হয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সিপিএমের অভিযোগ, তোলার টাকায় সমৃদ্ধি লাভ করেছে তৃণমূল। যদিও এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে জানিয়েছে রাজ্যের শাসকদল। 

West Bengal Live News: এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার অবস্থা। এরই মধ্যে এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার হয়েছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

WB Live News: এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে পার্থকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কাল সকালে পার্থকে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে। এসএসকেএম থেকে বিমানবন্দর পর্যন্ত এসএসকেএমের অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকবেন এসএসকেএম-এর চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

West Bengal Live News: গ্রেফতার হওয়ার পর চার বার মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা পার্থর!

গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অ্যারেস্ট মেমোতে এই তথ্যই তুলে ধরা হয়েছে বলে, ED সূত্রে দাবি। তুঙ্গে রাজনীতি।

WB Live News: প্রসেনজিত্‍, ঋতুপর্ণা, নুসরতের পাশে নাকতলা পুজোর মুখ কী করে হলেন অর্পিতা, উঠছে প্রশ্ন

পরপর দু’বছর নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মুখ ছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়। যে পুজো কমিটির অ্যাম্বাসাডর হন প্রসেনজিত্‍, ঋতুপর্ণা, নুসরত, অপরাজিতা আঢ্যর মতো, টলিউড তারকারা... সেখানে কীকরে সুযোগ পেলেন অর্পিতা? কারও সুপারিশ ছিল কি? উঠছে প্রশ্ন। 

West Bengal Live News: ইডির কনভয়ে আচমকা অন্য গাড়ি, অর্পিতাকে সিজিও নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা

অর্পিতাকে সিজিও নিয়ে যাওয়ার সময় ইডির কনভয়ে আচমকা অন্য গাড়ি। আচমকা ইডির গাড়িতে ধাক্কা অন্য একটি গাড়ির। ব্যাঙ্কশাল কোর্ট থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। সুরক্ষিত রয়েছেন ইডি অফিসাররা।

WB Live News: মানিকচকে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩

মালদার মানিকচকে এক আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, ধৃতদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের ছেলে। যদিও প্রতিক্রিয়ার জন্য ওই কর্মাধ্যক্ষকে ফোনে পাওয়া যায়নি। ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। 

West Bengal Live News: দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ, ঢ্যাঁড়া পিটিয়ে বিরুদ্ধে সরব হল এসএফআই

স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই নিয়ে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। অন্যদিকে, শিয়ালদা স্টেশন চত্বরে ঢ্যাঁড়া পিটিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হল এসএফআই। SSKM-এর ব্লাড ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।

WB Live News: এখনও পদে বহাল পার্থ, আদালতের সিলমোহর পড়লেই কড়া ব্যবস্থা, জানাল তৃণমূল

এসএসসি নিয়োগে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পরও, পার্থ চট্টোপাধ্যায়কে স্বপদে বহাল রেখেছে তৃণমূল। কিন্তু গতকালের থেকে আজ বদলে গেল শাসকদলের অবস্থান। অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণে আদালত সিলমোহর দিলেই কড়া অবস্থান নেওয়া হবে, জানিয়ে দিল তৃণমূল। আর এ নিয়েই শুরু হয়েছে তরজা।

West Bengal Live News: নজরে ২০২৪, বাংলায় সংগঠন মজবুত করতে নামছে বিজেপি

২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই বাংলায় সংগঠনকে মজবুত করতে আসরে নেমেছে বিজেপি। দিনভর একাধিক কর্মসূচিতে দেখা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল।

WB Live News: শান্তিপুরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মহিলার, গুরুতর জখম আরও ২

নদিয়ার শান্তিপুরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল মহিলা প্রাতর্ভ্রমণকারীর। গুরুতর জখম আরও ২ মহিলা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। শান্তিপুর থেকে কালনাগামী লরি বছর বাহান্নর ওই মহিলাকে পিষে দেয়। লরি চালক পলাতক। গ্রেফতারি ও বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে সকাল ৮টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ।

West Bengal Live News: মেধার নিরিখে উচ্চমাধ্যমিককে ছাপিয়ে গেল ISC, প্রথম ১৮ জনের মধ্যে এ রাজ্যের ৬

মেধা তালিকার নিরিখে উচ্চমাধ্যমিককেও ছাপিয়ে গেল ISC। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মেধা তালিকায় ছিলেন ২৭২ জন, দিল্লি বোর্ডের সর্বভারতীয় পরীক্ষায় প্রথম তিনেই রয়েছেন ১৫৪ জন। সর্বভারতীয় মেধা তালিকায় প্রথম স্থানে থাকা ১৮ জনের মধ্যে রয়েছেন এ রাজ্যের ৬ জন পড়ুয়া।

WB Live News: দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, উড়ল ছাউনি

 দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ। উড়ল বাড়ির ছাউনি। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল পাশের বাড়ির জানলার কাচ, আহত এক মহিলা। মজুত বোমা ফেটে বিস্ফোরণ, অনুমান পুলিশের।

West Bengal Live News: গোটা তৃণমূল দল দুর্নীতিতে জড়িত, মুখ্যমন্ত্রী স্বয়ং যুক্ত, দাবি বিকাশরঞ্জনের

‘গোটা তৃণমূল দল এবং প্রশাসনই দুর্নীতিতে জড়িত। মুখ্যমন্ত্রী স্বয়ং যুক্ত। তদন্ত ঠিকমতো হলে পার্থর যা হাল হয়েছে, কাল মুখ্যমন্ত্রীরও তাই হওয়া উচিত', দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যর।

WB Live News: পার্থকে নিয়ে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম

স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই নিয়ে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। 

West Bengal Live News: ২১ জুলাইয়ের মঞ্চে অর্পিতার ভুয়ো ছবি পোস্ট করেন শুভেন্দু! দাবি দেবাংশুর

ফ্ল্যাটে টাকার পাহাড়। গ্রেফতার তৃণমূলের মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আর এরপরই গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে দাবি করেন, ২১ জুলাইয়ের মঞ্চ আলো করে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাল বান্ধবী। পাল্টা আজ একটা ছবি পোস্ট করে ট্যুইটে যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। ট্যুইটারে তিনি লিখেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের যে ছবি, তৃণমূলের একুশে জুলাই-এর সভার বলে চালাচ্ছেন লোডশেডিং–এ জেতা বিরোধী দলনেতা, সেটি সম্পূর্ণ ভুয়ো। ওই অনুষ্ঠানটি একটি অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠান। রইল ছবির ফ্রন্ট ভিউ। লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ট্যুইট দেবাংশু ভট্টাচার্যর। 

WB Live News: হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থ চট্টোপাধ্যায়ের, দাবি ইডি-র

"ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থ চট্টোপাধ্যায়ের। কেন এসএসকেএমকে বাছলেন অভিযুক্ত? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন’। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা দিল্লি বা কল্যাণী এইমসেও হতে পারত। অভিযুক্তকে যদি হেফাজতেই না নিতে পারি, তাহলে নির্দেশ কার্যকর করব কীভাবে"?হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর।

West Bengal Live News: অর্পিতার জামিনের আর্জি খারিজ আদালতে

অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ। 

WB Live News: তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি: কুণাল

তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি। তৃণমূলের সঙ্গে উদ্ধার হওয়া টাকার কোনও সম্পর্ক নেই, বললেন কুণাল।

West Bengal Live News: ধান বিক্রি নিয়ে অশান্তি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বীরভূমের বোলপুরে ধান বিক্রি নিয়ে অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পাল্টা মারধরে আহত অভিযুক্ত, ভর্তি হাসপাতালে। পরিবারের দাবি, স্ত্রীকে না জানিয়ে ধান বিক্রি করে দেন স্বামী। এনিয়ে বচসা বাধে। অভিযোগ, তার জেরে আজ ভোরে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে মারে স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর। এরপর পরিবারের সদস্যরা স্বামীর ওপর চড়াও হয় বলে অভিযোগ। পরে বোলপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। 

WB Live News: ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে অনলাইনে প্রতারণার অভিযোগ

নামী কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে অনলাইনে প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার ঘোলার এক ব্যবসায়ীর থেকে ধাপে ধাপে তিন লক্ষ ৭৪ হাজার টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের থানায়।

West Bengal Live News: মমতা ও অভিষেক বাঙালি-অবাঙালি বিভাজন তৈরি করছেন, অভিযোগ KLO প্রধান জীবন সিংহর

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বাঙালি-অবাঙালি বিভাজন তৈরি করছেন। বিস্ফোরক অভিযোগ KLO প্রধান জীবন সিংহর। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধানের বক্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। আলাদা রাজ্যের বিরোধিতা করায় স্থানীয় তৃণমূল নেতাদের উত্তরবঙ্গ ছাড়া করার হুমকিও দেন KLO প্রধান। নেপথ্যে বিজেপির উস্কানি রয়েছে বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের। KLO একটি জঙ্গি সংগঠন। বন্দুকের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

WB Live News: রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন

রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ বর্তমানে বিদেশে রয়েছেন। এখন দেশে ফিরছেন না অমর্ত্য সেন, জানানো হল পরিবার সূত্রে।

West Bengal Live News: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

WB Live News: ইডি তদন্ত নিয়ে কংগ্রেসকে নিশানা কুণালের

‘ইডি-র তদন্ত নিয়ে দ্বিচারিতা করছে কংগ্রেস। এখানে ইডি কাউকে ডাকলে ভাল। ওখানে সনিয়া-রাহুলকে ডাকলে কংগ্রেস বলছে ইডি খারাপ!’
কংগ্রেসের কথা কেউ বিশ্বাস করবে? আক্রমণে কুণাল ঘোষ।

West Bengal Live News: দুর্গাপুরে কারখানায় দুঃসাহসিক চুরি

দুর্গাপুরে একটি কারখানায় দুঃসাহসিক চুরি, নতুন প্রজেক্ট এর জন্য আনা প্রায় আট থেকে নয় লক্ষ টাকার যন্ত্রাংশ নিয়ে পালালো দুষ্কৃতীরা। তদন্তে পুলিশ। নিরাপত্তার দাবি কারখানা মালিকদের। 

WB Live News: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩, ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতার ছেলেও

আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেতার ছেলের সাথে গ্রেফতার তিন। মালদার মানিকচক থানার গোপালপুর এলাকার ঘটনা। মানিকচক থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে ধরমপুরের বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়। সেই আম বাগান থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে।  

West Bengal Live News: অনলাইনে প্রতারণার নালিশ, অভিযুক্ত ব্যবসায়ী

নামী কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে অনলাইনে প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার ঘোলার এক ব্যবসায়ীর থেকে ধাপে ধাপে তিন লক্ষ ৭৪ হাজার টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের থানায়।  

WB Live News: দাঁতনের খণ্ডরুই গ্রামে বাড়িতে বিস্ফোরণ, উড়ল ছাদ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খণ্ডরুই গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ। উড়ল বাড়ির অ্যাসবেস্টসের ছাউনি। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে পাশের বাড়ির জানলার কাচ ভেঙে আহত এক মহিলা। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দেখা যায়, বিস্ফোরণ হয়েছে তৃণমূল কর্মী তাহের মল্লিকের বাড়িতে। ঘটনার পর থেকেই সপরিবার পলাতক তৃণমূল কর্মী। মজুত বোমা ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

West Bengal Live News: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে গান বাঁধলেন বিজেপির বিধায়ক

এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার এই ঘটনা নিয়ে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। 

WB Live News: তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি সংসদের প্রিভিলেজ ও এথিক্স কমিটির

শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবির প্রেক্ষিতে ২৮ জুলাই সংসদ ভবনে শুনানি। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার জন্য চিঠি দিল সংসদের প্রিভিলেজ ও এথিক্স কমিটি। এর আগে শিশির অধিকারী দাবি করেন, তিনি তৃণমূলেই আছেন।
 

West Bengal Live News: শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি

শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবির প্রেক্ষিতে ২৮ জুলাই সংসদ ভবনে শুনানি। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য চিঠি। চিঠি দিল সংসদের প্রিভিলেজ ও এথিক্স কমিটি।

WB Live News: খড়দার রামকৃষ্ণ মিশনে কেন্দ্রীয় মন্ত্রী

আজ খড়দার রামকৃষ্ণ মিশনে যান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মিশনের ছাত্রদের হস্টেল ঘুরে দেখেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর সফর ঘিরে রামকৃষ্ণ মিশনে কড়া নিরাপত্তা।

West Bengal Live News: কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে যান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

রাজ্যে দুই কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সকাল ১০টা নাগাদ কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে যান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর ফুলবাগান কাদাপাড়া এলাকায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিকাশতীর্থ বাইক র‍্যালির উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। 

WB Live News: ভাটপাড়ায় শ্যুটআউট, ছেলের গুলিতে খুন মা

ফের ভাটপাড়ায় শ্যুটআউট। এবার মাকে গুলি করে খুন। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ছেলে। আজ সকালে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকায়। মৃতের নাম সালিমা বিবি। 

West Bengal Live News: লরির ধাক্কায় মৃত ১, আহত ২

সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় মৃত ১, আহত ২ মহিলা। নদিয়ার শান্তিপুর - কালনাঘাট রোড অবরোধ গ্রামবাসীদের।

WB Live News: জোকা ইএসআই হাসপাতালে অর্পিতার মেডিক্যাল টেস্ট

সিজিও কমপ্লেক্স থেকে অর্পিতাকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সকাল ১১ নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। আদালতে তোলার আগে ফের মেডিক্যাল টেস্ট হবে জোকা ইএসআই হাসপাতালে।

West Bengal Live News: কীভাবে এত বিলাসবহুল জীবন অর্পিতার? খোঁজ করছে ইডি

বিলাসবহুল জীবনযাপন করতেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, ক’বার বিদেশে গিয়েছেন অর্পিতা, কোথায় কোথায়, কোন সময়ে গিয়েছিলেন, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। তাঁর আর কী সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও জানতে চাইবে ইডি। 

WB Live News: এখন কেবিনে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়

ইডি হেফাজতের প্রথম রাত এসএসকেএমে কাটালেন পার্থ চট্টোপাধ্যায়। কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে রয়েছেন পার্থ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সকাল ১০টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।

West Bengal Live News: এসএসকেমে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়, আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ইডি

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পরেই এসএসকেমে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়। আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ইডি, খবর সূত্রের। রাতেই বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি'র দ্বারস্থ, খবর সূত্রের। যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তা আইন মেনে হয়নি বলে অভিযোগ ইডির, খবর সূত্রের।

WB Live News: অর্পিতার টাকার উৎস জানার চেষ্টায় ইডি

২১ কোটির বেশি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। সূত্রের খবর, টাকা উদ্ধারের ঘটনায় জেরা করতে অর্পিতাকে নিজেদের হেফাজতে চাইবে ইডি। জানতে চাওয়া হবে কোটি কোটি টাকা, সোনার গয়না ও বিদেশি মুদ্রার উত্স। কীভাবে মডেলিং ও অভিনয় করে অর্পিতা বিপুল সম্পত্তির মালিক হলেন, তাও জানতে চাইবেন ইডি-র তদন্তকারীরা। খবর সূত্রের।

West Bengal Live News: শান্তিনিকেতনে এত বাড়ি কার?

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, শান্তিনিকেতনে ED’র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ। স্থানীয়দের কাছে এই বাড়িগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি নামে পরিচিত। এলাকাবাসীর দাবি, প্রায়শই এখানে দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে।

WB Live News: হাইকোর্টের নির্দেশে স্কুল পরিদর্শন

গঙ্গার পার ভাঙনে বিপজ্জনক পরিস্থিতিতে জিরাটের চর খয়রামারি প্রাথমিক স্কুল। সেটি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশে খয়রামারি স্কুল পরিদর্শন করলেন স্পেশাল অফিসার সুদীপ্ত দাশগুপ্ত। স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

West Bengal Live News: পরীক্ষায় অবাধে টুকলির অভিযোগ

পরীক্ষায় অবাধে টোকাটুকির অভিযোগ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় গণটোকাটুকির অভিযোগ। যদিও অভিযোগ মানতে চাননি কলেজের অধ্যক্ষা। 

WB Live News: পার্থ গ্রেফতার হতেই নিশানা মমতা

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই, নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে বিরোধীরা। রুদ্রনীল ঘোষ আবার কবিতা পোস্ট করেছেন। ইডির সাফল্য চেয়ে বাড়িতে পুজো করেছেন সৌমিত্র খাঁ।

West Bengal Live News: কবে চাকরি মিলবে? প্রশ্ন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের

চাকরির অপেক্ষায় থাকা হাজার হাজার যোগ্য প্রার্থী, প্রায় দেড় বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, অযোগ্য প্রার্থীরা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে, আর তাঁরা এখনও পড়ে রয়েছেন সেই তিমিরে। তাঁদের প্রশ্ন, এভাবে আরও কতদিন চোখের জল ফেলতে হবে তাঁদের?

প্রেক্ষাপট

১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় গ্রেফতার পার্থ। খারিজ জামিনের আবেদন। মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতাও গ্রেফতার। ২দিনের ইডি (ED) হেফাজতে পার্থ। কোর্টের নির্দেশে এসএসকেএমে (SSKM) ভর্তি করা হয়েছে। জোকা ইএসআইয়ে মেডিক্যালের পরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হল অর্পিতাকে। আজ তোলা হবে আদালতে।


মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এখনই ব্যবস্থা নয়, জানিয়ে দিল দল। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে দল ও সরকার বললেন কুণাল ঘোষ।


মন্ত্রী-ঘনিষ্ঠের ফ্ল্যাটে টাকার পাহাড়! ২১ কোটি টাকা, প্রায় দেড় কোটির সোনা, বিদেশি মুদ্রা নিয়ে যাওয়া হল ট্রাক ভর্তি ট্রাঙ্ক! বিপুল নগদ উদ্ধারের পর গ্রেফতার অর্পিতা। ২১ কোটি টাকা নগদ কোথা থেকে এল? প্রশ্ন সুকান্ত মজুমদারের। 


অর্পিতার ফ্ল্যাটে টাকা-গয়নার পাশাপাশি উদ্ধার শিক্ষা দফতরের খাম। কীভাবে টাকা পৌঁছত আমলা-নেতা-মন্ত্রীদের কাছে? জানিয়েছেন মন্ত্রী-ঘনিষ্ঠ, দাবি করা হয়েছে ইডি সূত্রে। 


 হাইকোর্ট সিবিআই (CBI) তদন্ত দিয়েছিল, কেন অতিসক্রিয় ইডি? কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। অর্পিতা-পার্থর সরাসরি ন। তদন্ত করব না? পাল্টা ইডি। 


২১ জুলাইয়ের মঞ্চ আলো করে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী। নতুন ছবি ট্যুইট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক নেই, পাল্টা দাবি কুণাল ঘোষের।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির জালে হেভিওয়েট। মন্ত্রী ঘনিষ্ঠের ফ্ল্যাটে নগদ ২১ কোটি টাকারও বেশি! শান্তিনিকেতনে একাধিক বাড়ি ঘিরে সন্দেহ ইডির।


টাকা, ১০টি বাড়ির মালকিন পার্থ-ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা, অভিযোগ দিলীপের। অধ্যাপিকার দাবি, 'আমার পেশায় আমি সত্‍, উনি শিক্ষামন্ত্রী, আমি শিক্ষিকা, যোগাযোগ এটুকুই।'


টাকার পাহাড়ে মন্ত্রী-ঘনিষ্ঠ! ধর্মতলায় চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।  ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) নালিশ চাকরিপ্রার্থীদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.