West Bengal News Live April 25:জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিলেন অনুব্রত মণ্ডল
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতন থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একজন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, অন্যজন বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া। আজ খাতরা মহকুমা আদালত ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এরইমধ্যে ঝাড়গ্রামে উদ্ধার হয়েছে মাওবাদীদের নামে পোস্টার।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চাদর-কম্বল ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তাঁদের দাবি, দীর্ঘদিন ব্যবহার না করায় বহু চাদরই ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। ফলে বিপুল পরিমাণে চাদর, বালিশ, কম্বল কিনতে হচ্ছে।
রেল পরিচালিত স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে অভিভাবকদের বিক্ষোভে তুলকালামকাণ্ড বাঁধল আসানসোলে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের পিছনে কোনও চক্রান্ত নেই। হাইকোর্টে জানাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। হলফনামা আকারে রিপোর্ট পেশ করতে বলল আদালত।
এবার ঝালদার নিহত তপন কান্দুর পরিবারের বিরুদ্ধেই চাপ সৃষ্টির অভিযোগ তুললেন তৃণমূল কর্মী ভীম তিওয়ারি। যাঁর বিরুদ্ধে গতকাল খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন নিহত তপন কান্দুর ছেলে। আজ সিবিআই ভীম তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করে। এদিনই ঝালদার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস।
প্রাইমারি শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে দুই যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক। প্রতারণার অভিযোগ মালদার দুই মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধেও। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজ্যের শাসক দলের। কাটমানি এবং দুর্নীতির রাজত্ব চলছে, কটাক্ষ বিজেপির।
আনিস হত্যাকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতি রয়েছে। আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করছে পুলিশ। আদালতে এমনই অভিযোগ করলেন ছাত্রনেতার পরিবারের আইনজীবীরা। খামতি থাকলে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানান, নির্দেশ হাইকোর্টের। এদিকে, এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা।
অভিজ্ঞতা বাড়ে কাজ করতে করতে। বঙ্গ বিজেপিতে অভিজ্ঞতা-প্রশ্নে সংঘাত প্রকাশ্যে আসার পর দিলীপের মুখে অন্য সুর।
পাটশিল্প নিয়ে মমতার হস্তক্ষেপ চাইলেন বিজেপি সাংসদ!
চেয়ারম্যান শপথ নেওয়ার পর, একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ পুরবোর্ড তৈরি হল না পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভায়। বিরোধী কাউন্সিলরদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পুর পারিষদদের নাম ঘোষণা না হওয়ায়, ব্যাহত হচ্ছে পুর পরিষেবা। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
<মাও-আতঙ্কের মধ্যেই বেলপাহাড়ির জঙ্গলে খুন!
বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযানের অনুমতি দিল না পুলিশ
বাঁকুড়ার তালডাংরায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
তীব্র গরমের কারণে এবার সকালে স্কুল। উত্তর ২৪ পরগনার সব প্রাথমিক স্কুল সকালে। জেলার সাড়ে ৩ হাজার স্কুল বুধবার থেকে সকাল সাড়ে ৬টায়। বিজ্ঞপ্তি জেলা বিদ্যালয় শিক্ষা সংসদের। মানবিক কারণে সিদ্ধান্ত, জানাল জেলা বিদ্যালয় শিক্ষা সংসদের।
জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিলেন অনুব্রত মণ্ডল
চাকরির নামে ‘প্রতারণা’, টাকা চাইতে গেলে বন্দুক দেখিয়ে হুমকি!
এবার মোদি সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অর্জুন সিংহ
উত্তরপ্রদেশে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রসঙ্গ তুলে ট্যুইট করে আক্রমণ অমিত মালব্যর
আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতি, আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টার অভিযোগ পরিবারের আইনজীবীদের। খামতি থাকলে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানান, নির্দেশ হাইকোর্টের।
মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণে ৪ শিশুর আহত হওয়ার ঘটনায় ৪ অভিযুক্ত গ্রেফতার
অসহ্য গরম, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সংসদের সতর্কতা
এপ্রিলের শেষে অসহ্য গরমে ফুটছে দক্ষিণবঙ্গ। উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়ায় চড়ছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের পরিস্থিতি সর্বত্রই।
রাজ্যে পরপর নারী নির্যাতনের প্রতিবাদে পথে সিপিএমের মহিলা সংগঠন। ভবানীপুরের জগু বাবুর বাজারেই মিছিল আটকাল পুলিশ।
পশ্চিম বর্ধমানেও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
জরুরি কাজ ছাড়া বাসিন্দারা ঘর থেকে বেরোচ্ছেন না। ঠান্ডা পানীয়র দোকানে ভিড়। সকাল ১০টার পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে বাজারহাট।
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। মুখ-মাথা ঢেকে লোকজন রাস্তায় বেরোচ্ছেন। কোথাও ছায়া দেখলেই সেখানে আশ্রয় নিচ্ছেন পথচারীরা। অন্যান্যদিনের তুলনায় রাস্তায় লোকজনও অনেক কম। >
আজ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১ মে পর্যন্ত।
আজ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১ মে পর্যন্ত।
বিজেপি বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। এ প্রসঙ্গে ময়নার বিজেপি বিধায়ক জানান, তিনি হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন, তা ঠিক। তবে কেন ছেড়েছেন, তা তিনি জানাতে রাজি নন। অশোক দিন্দা জানান, বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর তাঁর সঙ্গে দলের নেতারা যোগাযোগ করেছিলেন। আলোচনাও হয়েছে। তবে কী নিয়ে কথা হয়েছে, তাও তিনি জানাতে রাজি নন।
বগটুইকাণ্ডে ফের মিহিলাল ও তাঁর ভাইপোকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ। বয়ান রেকর্ড।
গরমে নাভিশ্বাস। আগামী ৪ থেকে ৫ দিন নেই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০-এর ওপারে থাকতে পারে পারদ।
উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়ায় চড়ছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় এখন তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের পরিস্থিতি সর্বত্রই। আজ এবং কাল এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে।
আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতি। আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টার অভিযোগ পরিবারের আইনজীবীদের। খামতি থাকলে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানান, নির্দেশ হাইকোর্টের।
বঙ্গ বিজেপিতে অভিজ্ঞতা সংঘাত বিতর্কে এবার ভিন্ন সুর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে তিনি জানান, সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম, একসময় তাঁরও কম ছিল। রাজনীতিতে কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে।
হাওড়ার আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়ি গেলেন সিপিএমের কৃষক সংগঠনের প্রতিনিধিরা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
জঙ্গলমহলে ফের মাওবাদীদের নামে পোস্টার । বিনপুরের নারায়ণপুরে মিলল মাওবাদীদের নামে পোস্টার । গত শনিবার ঝাড়গ্রাম শহর সংলগ্ন মানিকপাড়ার সরডিহা স্টেশনে মিলেছিল পোস্টার। জঙ্গলমহলে হাই অ্যালার্টের মধ্যেই মাওবাদীদের নামে পোস্টার মেলায় আতঙ্ক।
রামপুরহাট হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হল নতুন একটি মামলা। আদালতের দৃষ্টি আকর্ষণ করে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছেন হাইকোর্টের এক আইনজীবী। তাঁর অভিযোগ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে রাজ্য সরকার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেছে। অভিযোগ, এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। মামলাটি গৃহীত হয়েছে আদালতে।
বঙ্গ বিজেপিতে অভিজ্ঞতা সংঘাত বিতর্কে এবার ভিন্ন সুর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে তিনি জানান, সাংগঠনিক দিক থেকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম, একসময় তাঁরও কম ছিল। রাজনীতিতে কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে। সেইসঙ্গেই তিনি জানান, ৪২ বছরের একজনকে রাজ্য সভাপতি করা হয়েছে। দল তাঁর পাশে আছে।
এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ সেখানে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির সঙ্গে দেখা করে যান তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ। পরে আইনজীবী দাবি করেন, শারীরিকভাবে খুবই অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই ফের চিকিত্সকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সেইসঙ্গেই আইনজীবীর দাবি, সিবিআইয়ের কাছ থেকে নতুন কোনও মেল আসেনি।
ঝাড়গ্রামে ফের মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ছড়াল। আজ সকালে বিনপুর থানার নারায়ণপুরে মাওবাদীদের নামে পোস্টার মেলে। স্থানীয় বাসিন্দারা পোস্টার দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
কোচবিহারে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। তাঁর দাবি, পার্থপ্রতিম রায় তাঁকে যোগ্য সম্মান দিচ্ছেন না। তাই আত্মসম্মান হারিয়ে তাঁর পক্ষে জেলা সভাপতির সঙ্গে রাজনীতি করা সম্ভব নয় বলে জানিয়েছেন গিরীন্দ্রনাথ বর্মন।
ভয় পেয়েছিলাম। পুলিশ সাহায্য করেনি। বাধ্য হয়েই রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করি। ছাত্র মৃত্যুতে অশান্তির ঘটনা নিয়ে, দাবি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর। সমস্ত সহযোগিতা করা হয়েছে। পাল্টা দাবি করলেন SDPO
দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ খুন উত্তরপ্রদেশেই। প্রয়াগরাজ হত্যাকাণ্ডের পর যোগী সরকারকে ফের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।প্রয়াগরাজে তীর্থ করতে গেছেন! তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পাল্টা কটাক্ষ বিজেপির।
' অনুব্রত মণ্ডল দেশ ছেড়ে পালাতে পারবেন না। আজ হোক বা কাল সিবিআইয়ের কাছে যেতেই হবে। ' সিবিআইয়ের হাজিরা এড়ানো প্রসঙ্গে খোঁচা দিলীপের। স্বাস্থ্য না জিজ্ঞাসাবাদ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? পাল্টা প্রশ্ন ফিরহাদের।
অনুব্রত মণ্ডল সম্পর্কে এবার দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির দাবি, জেলে থাকলে অনুব্রত মণ্ডল নিরাপদে থাকবেন। না হলে তাঁকে খুনও করা হতে পারে। দিলীপের দাবি, অনুব্রত অনেক কিছু জানেন। সেই তথ্যপ্রমাণ লোপাটের জন্য তাঁকে খুন করা হতে পারে বলে তাঁর দাবি।
করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর, দিন-রাতের ফুটবল টুর্নামেন্টের উন্মাদনা ফিরল দমদমের ইটালগাছায়। মিলন সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল দু’দিনের ফুটবল প্রতিযোগিতা। জালে বল জড়ানোর লড়াইয়ে মাঠের ভিতরে থেকে বাইরে, সর্বত্র তুঙ্গে ছিল উত্তেজনা।
বৈশাখী মেলার আয়োজন করবে কে? তা নিয়ে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রকাশ্য সংঘাত। মেলার অনুমতি দিচ্ছে না পুরসভা, অভিযোগ টিএমসিপির। টাকা নয়ছয় না করে পুরসভার উন্নয়ন তহবিলে জমা দিলে অনুমতি মিলবে। সাফ কথা পুর চেয়ারম্যানের। মেলার আয়োজক হিসেবে কাটমানির ভাগ কে পাবে, তাই নিয়ে দ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির।
তৃণমূলের শ্রমিক সংগঠনের হলদিয়া মডেল এবার পশ্চিম বর্ধমানেও। সংগঠনে দাদাগিরি, দুর্নীতি রুখতে শ্রমিকদের জন্য হোয়াটসঅ্যাপে অভিযোগ পরিষেবা চালু হতে চলেছে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে। জেলায় সংগঠনের সব কমিটি ভেঙে দিয়ে এমনই জানিয়েছেন INTTUC-র রাজ্য সভাপতি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
দেশে ফের বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। দিল্লিতে নতুন করে সংক্রমিত হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক জনের। IIT মাদ্রাজে নতুন করে আক্রান্ত ৫৫। বাংলায়ও, বাড়ছে আক্রান্তের সংখ্যা।
প্রেক্ষাপট
এক নজরে আজকের হেডলাইন :
Prayagraj Murder Case: যোগীরাজ্যে শিশু সহ একই পরিবারের ৫ জনকে নৃশংস খুন। প্রয়াগরাজে গিয়ে পরিবারের সঙ্গে কথা তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।
Lakhimpur Kheri case : লখিমপুরখেরিকাণ্ডে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে। ৬ দিনের মাথাতেই আত্মসমর্পণ অজয় মিশ্রের। পাঠানো হল জেলে।
Anubrata Mondal : ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত। শনিবারের থেকেও বেশি অসুস্থ। বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানালেন আইনজীবী। অনুব্রতকে নিশানা দিলীপের। রাজনৈতিক অভিসন্ধি, পাল্টা তৃণমূল।
Dilip Ghosh : সভাপতি হওয়ার সময় সাংসদ পদে আমার অভিজ্ঞতা ছিল আড়াই বছরের, দিলীপের ছিল ১ বছরের। অভিজ্ঞতা প্রশ্নে দিলীপকে জবাব সুকান্তর। অনভিজ্ঞতার কথা সুকান্তই বলেছিল, পাল্টা দিলীপ।
Bengal BJP : বঙ্গ বিজেপিতে কোন্দল ফের প্রকাশ্যে। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে তোপ দেগে পদ ছাড়তে চাইলেন ২ নেতা। গুরুত্বে নারাজ জেলা সভাপতি।
Hanskhali Cae : হাঁসখালিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও তিন। ধৃতরা ব্রজ গয়ালির ঘনিষ্ঠ বলে পরিচিত। মৃতের পরিবারকে হুমকি ও তদন্ত ভুল পথে চালিত করার অভিযোগ।
Jhalda Case : ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলের চাঞ্চল্যকর অভিযোগ। প্রাণনাশের হুমকি দিচ্ছে তপন খুনে অভিযুক্ত ভিম তিওয়ারি, অভিযোগ দেব কান্দুর। অস্বীকার অভিযুক্তর।
Bogtui Case : বগটুইকাণ্ডে ফের মিহিলাল ও তাঁর ভাইপোকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ। বয়ান রেকর্ড।
Haridevpur Update : ব্যবসায়ীক শত্রুতার জেরে অটোতে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্র-বোমা। ঋণ আদায়কারী সংস্থার মালিককে ফাঁসাতে ষড়যন্ত্র আরেক সংস্থার মালিকের। হরিদেবপুরে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য। ৪ দিন ধরে অটোয় পড়েছিল অস্ত্র-বিস্ফোরক। ফাঁসানোর উদ্দেশ্যে নিজেরাই পুলিশকে খবর দেয় অভিযুক্তরা। ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -