West Bengal News Live : নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে নতুন করে রণক্ষেত্র কালিয়াগঞ্জ
West Bengal News Live Updates : এক ক্লিকে জেলা থেকে জেলার খবরের লেটেস্ট আপডেট
রাজ্যপালের সঙ্গে ফের সংঘাতে শিক্ষামন্ত্রী
মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড। ইউপিএস রুমে আগুন। হাসপাতাল চত্বরে ছড়াল আতঙ্ক
কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও। এসপি অফিস ঘেরাও করল বিজেপি
মালদার কালিয়াচকের উজিরপুরে অজ্ঞাতপরিচয় কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর, এবার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা
জনসংযোগ যাত্রার শুরুতেই মানুষের ভিড়ে মিশে গেলেন অভিষেক। কম বয়সীরা তুলল সেলফি, কোলে টেনে নিলেন শিশুকে।
হুগলির দাদপুর থেকে আল কায়দা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সক্রিয় সদস্য গ্রেফতার। গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ
রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের ভেতর রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ আদালতের
পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের FIR-এ ১১ টি ধারায় মামলা। যার মধ্যে ভারতীয় দণ্ডবিধির ৬ টি ও দুর্নীতি দমন আইনের ৫ টি ধারায় মামলা
নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর, এবার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা
‘গোপন ব্যালটে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থী নির্বাচন করুন’, দিনহাটার সাহেবগঞ্জের সভায় আশ্বাস অভিষেকের
অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ, গোঁসানিমারির সভাস্থলে গোপন ব্যালট বাক্স ঘিরে হাঙ্গামা। গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গোঁসানিমারির সভায় তৃণমূলের দু'পক্ষের মধ্যে হাতাহাতি। সাহেবগঞ্জের সভায় ব্যালট বাক্স ভাঙার অভিযোগ।
কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও। এসপি অফিস ঘেরাও করল বিজেপি
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে নতুন করে রণক্ষেত্র কালিয়াগঞ্জ, আগুন লাগল থানায়।
অভিষেক যেতেই কোচবিহারে ২ জায়গায় তৃণমূলের 'ব্যালট' লুঠ! ফের 'পুনর্নির্বাচন'। সাহেবগঞ্জ, গোসানিমারিতে তৃণমূলের গোপন ব্যালট লুঠ, কাল সকাল থেকে 'পুনর্নির্বাচন'। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
কলকাতা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড
অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ, গোঁসানিমারির সভাস্থলে গোপন ব্যালট বাক্স ঘিরে হাঙ্গামা। গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গোঁসানিমারির সভায় তৃণমূলের দু'পক্ষের মধ্যে হাতাহাতি। সাহেবগঞ্জের সভায় ব্যালট বাক্স ভাঙার অভিযোগ।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর, এবার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাঁর অভিযোগ, গাড্ডায় পড়ে এসব বলছেন প্রবীর কয়াল। তাপস সাহার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।
নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের ‘বকেয়া’ চ্যালেঞ্জ। ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব অভিষেক । ‘১০০ দিনের টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনতে হবে, ১০০ দিনের টাকা ও গ্রামের রাস্তার দাবিতে ভোট দিতে হবে’ বললেন তিনি।
আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহত প্রেম কুমার বর্মনের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক।
২১-এর বিধানসভা নির্বাচনে, কোচবিহার জেলায় ৯টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয় বিজেপি। দুটিতে জেতে তৃণমূল। সেই প্রেক্ষিতে অভিষেক এদিন বলেন, ' মোদির প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে ২০১৯ সালে মানুষ বিজেপি-কে ভোট দিয়েছিল। কেন্দ্রীয় সরকার জোর করে বাংলার বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে। আগামীদিনে জল, কল, মাথার ওপর ছাদ, পেটের খাবারের দাবিতে ভোট দেবেন'
' ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেজন্যই পঞ্চায়েতে ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন'
' আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আমরা এসেছি আপনারা পঞ্চায়েতে কাকে প্রার্থী চান জানতে এসেছি। সরাসরি আপনাদের কাছে জানার জন্যই আজ আমরা আবার এসেছি। মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'
সংযোগ যাত্রায় নেমে অভিষেক তুললেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। গীতালদহে বিএসএফের গুলিতে নিহতর পরিবারের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের । মাধাইখাল কালী মন্দিরে পুজো দিচ্ছেন অভিষেক
জনসংযোগ যাত্রার শুরুতেই মানুষের ভিড়ে মিশে গেলেন অভিষেক। কম বয়সীরা তুলল সেলফি, কোলে টেনে নিলেন শিশুকে।
পঞ্চায়েত ভোটের আগে এবার বিরোধীদের রাস্তায় ছোটানোর হুঁশিয়ারি দিলেন কারামন্ত্রী অখিল গিরি। তাঁর মন্তব্য, এখন হোমিওপ্যাথির ডোজ দেওয়া হচ্ছে। অ্যালোপ্যাথির ডোজ বেরোলেই তখন রাস্তায় ছুটবে!
নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর, এবার তেহট্টের বিধায়ক তাপস সাহাকে তলব করল সিবিআই। আগামীকালই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক।
একই অঞ্চলে তৃণমূলের ২ জন সভাপতি। পরপর ২ দিন বিধায়ক ও জেলার সহ-সভাপতির আলাদা তালিকা ঘোষণাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল।
অবশেষে চালু হচ্ছে স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি-প্রক্রিয়া। এক পোর্টালেই করা যাবে আবেদন ও ভর্তি। কলেজে নয়, ফি জমা দিতে হবে সংসদের অ্যাকাউন্টে।
২ মাসের জনসংযোগ যাত্রায় তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান।
'মমতার তৃণমূল হয়তো উঠে গেছে। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গেছেন। আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের।
২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যের লক্ষ্য়ে সাক্ষাতে নীতিশ-তেজস্বী-মমতা। নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে আধ ঘণ্টারও বেশি সময় ধরে হল বৈঠক। ব্যক্তিগত ইগোকে দূরে সরিয়ে একসঙ্গে কাজের বার্তা দিয়েছেন মমতা। গোটাটাই আঞ্চলিক দলের নতুন করে রাজনৈতিক আক্রমণ বাড়ানোর চেষ্টা বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
মঙ্গলেও রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। বইবে ঝোড়ো হাওয়া। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভোলবদল করতে পারে আবহাওয়া। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।তাপমাত্রা বাড়লেও এখনই তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে, সর্বোচ্চ আদালতে ওঠে, এবিপি আনন্দকে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ। এনিয়ে বৃহস্পতিবারের মধ্য়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হবে জনসংযোগ যাত্রা।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের মেগা কার্নিভাল। গতকাল দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হেলিকপ্টারে আসেন কোচবিহারে। নাচে-গানে তাঁকে স্বাগত জানানো হয়। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে যান বামনহাটে।
পঞ্চায়েত ভোটের আগে নজরে জনসংযোগ। আজ কোচবিহার থেকে দু'মাস ব্যাপী জনসংযোগ যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচি ঘিরে তুঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের উন্মাদনা।
প্রেক্ষাপট
- কালিয়াগঞ্জে (Kaliyaganj) মৃতদেহ টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ। সমালোচনার মুখে ৩ দিন পর ৪ এএসআই সাসপেন্ড। সিবিআই চেয়ে হাইকোর্টে ( Calcutta High Court ) জনস্বার্থ মামলা। কাল শুনানির সম্ভাবনা।
- কালিয়াগঞ্জের আঁচ কলকাতায় ( Kolkata ) । প্রতিবাদ মিছিল বিজেপির। বাগুইআটিতে অবরুদ্ধ ভিআইপি রোড। মালদায় রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ। বীরভূমেও বিক্ষোভ।
- কালিয়াগঞ্জ কাণ্ডে ফের সংঘাত। অসহযোগিতার অভিযোগ প্রিয়াঙ্কের। তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন। কিছু না পেয়ে এসব বলছেন, পাল্টা সুদেষ্ণা।
- পাখির চোখ পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) । কাল থেকে ২ মাস বাংলা পরিক্রমা অভিষেকের। বিলাসবহুল তাঁবু থেকে গাড়ি, রাজার প্রজাদর্শন, কটাক্ষ শুভেন্দুর। মানুষ তাড়া করবে, মন্তব্য সেলিমের।
- আমিও চাই রক্তপাতহীন নির্বাচন- সন্ত্রাসমুক্ত ভোটের জন্য সঠিক প্রার্থী নির্বাচনের সওয়াল অভিষেকের। ক্ষমতা থাকলে প্রতীক ছাড়া ভোট করান, পাল্টা শুভেন্দু।
- কোচবিহার দিয়ে শুরু, শেষ কাকদ্বীপে। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রায় নামছেন অভিষেক ( Abhishek Banerjee ) । ২ মাস পরে কর্মসূচি শেষ সাগরে।
- নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam ) জিজ্ঞাসাবাদ করা উচিত বলে হাইকোর্টের নির্দেশ। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট মামলা অভিষেকের। শুক্রবার পর্যন্ত বাড়ল স্থগিতাদেশের মেয়াদ।
- দুর্নীতির তদন্তে বাধা হবে না সুপ্রিম কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে হলফনামা চেয়েও জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি। শুক্রবার শুনানি।
- অভিষেকের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে উঠল এবিপি আনন্দে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গ। বিচারপতির বক্তব্য-সহ হাইকোর্টের হলফনামা তলব।
- নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কথা ফের অস্বীকার করে ফের দাবি পার্থর। দায় ঠেললেন বোর্ডের ঘাড়ে। সুবীরেশ, কল্যাণময়দের সঙ্গে ৮ মে পর্যন্ত জেল হেফাজত।
- তালিকা দিয়ে নম্বরে কারচুপির অভিযোগ। নিয়োগ-দুর্নীতিতে সাংসদ অপরূপার বিরুদ্ধে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা। বুধবার শুনানি।
- হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, পাল্টা তৎপরতা সিবিআইয়ের। এফআইআর দায়ের করে শুরু তদন্ত। তালিকায় নাম অয়ন শীল-সহ একাধিকের।
- অয়নের আরও ৮টি ফ্ল্যাটের হদিশ। সংখ্যা দাঁড়াল ১৬। ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ। সাম্রাজ্যের হদিশ পেতে অয়নপুত্রর বান্ধবীকে তলব ইডির।
- ২৪-এর আগে ফের বিরোধী-ঐক্যের চেষ্টা। ইগো ছেড়ে সবাইকে একজোট হতে হবে। নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকে বার্তা মমতার। কাল্পনিক জোট, কটাক্ষ শুভেন্দুর।
- বিজেপিকে হারাতে সব বিরোধীদলকে নিয়ে বিহারে বৈঠকের প্রস্তাব মমতার।
- আলোচনা ইতিবাচক, তেজস্বীকে নিয়ে মমতার সঙ্গে বৈঠকের পর বললেন নীতীশ। নিজেই এদিক-ওদিক করছেন, কটাক্ষ সিপিএমের।
UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন - up10.abplive.com
- up12.abplive.com
Class 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -