West Bengal News Live Updates: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 25 Jun 2023 10:58 PM
West Bengal News LIVE Updates: কালনায় আক্রান্ত সিপিএম, দেওয়াল লিখনকে কেন্দ্র করে হামলার অভিযোগ

কালনায় আক্রান্ত সিপিএম। দেওয়াল লিখনকে কেন্দ্র করে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের।
অভিযোগ অস্বীকার শাসক দলের ।

WB News LIVE Updates: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি। নৌশাদ সিদ্দিকির বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। 'রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে জানিয়েও কোনও নিরাপত্তা না পেয়ে হাইকোর্টে গিয়েছিলাম'। 'কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছিল আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে'। 'সেই অনুযায়ী আজকে বেলা চারটেয় সিআইএসএফের ৭জনের একটি দল আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে'। 'কোন ক্যাটিগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সেই বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি'। জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিক।

West Bengal News LIVE Updates: রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া থেকে সালার, রেজিনগরে বস্তা বস্তা বোমা উদ্ধার

মুর্শিদাবাদে অব্যাহত বোমা-সন্ত্রাস । ভোটের মুখে বারুদের স্তূপে মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া থেকে সালার, রেজিনগর
মুর্শিদাবাদে বস্তা বস্তা বোমা উদ্ধার। ভোটে সন্ত্রাসের জন্য বোমা মজুত, অভিযোগ গ্রামবাসীদের। গতকালই বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে এক দুষ্কৃতীর মৃত্যু হয়

WB News LIVE Updates: প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী

প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী। চন্দ্রকোনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী । তৃণমূলের নির্দেশে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বিজেপি প্রার্থীর। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের

West Bengal News LIVE Updates: 'বিজেপি লড়াই করেছে বলেই কেন্দ্রীয় বাহিনী', দাবি শুভেন্দুর

বাম-তৃণমূল-কংগ্রেসকে একযোগে নিশানা শুভেন্দুর । 'নরেন্দ্র মোদি সরে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে একটাও তদন্ত করতে দেবে ?' 'এখানে কর্মীরা মারা যাচ্ছে, আর ওরা পাটনায় বসে বিরিয়ানি-কফি খাচ্ছে।' 'কংগ্রেস-সিপিএম হচ্ছে সেটিং।' '২০১১ থেকে ২০১৬ বাংলায় বিরোধী দলনেতা ছিলেন সিপিএমের।' '২০১৬ থেকে ২০২১ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের।' 'দুর্নীতির বিরুদ্ধে একটাও তথ্য-প্রমাণ নিয়ে লড়াই করেছে ?' 'একমাত্র বিজেপি লড়াই করেছে, সুফল নেওয়ার চেষ্টা করছে অন্য দলগুলি।' 'বিজেপি লড়াই করেছে বলেই কেন্দ্রীয় বাহিনী।' 'কংগ্রেস, সিপিএম পরীক্ষিত, বাংলায় এখন একমাত্র বিকল্প বিজেপি।' তৃণমূল-বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ করে মন্তব্য শুভেন্দুর

WB News LIVE Updates: ভেটাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির গাড়ি ভাঙচুর

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। ভেটাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির গাড়ি ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে পথ অবরোধ-বিক্ষোভ শাসক দলের। 'তৃণমূলের ওপর হামলা, দর্শক পুলিশ'। পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মন্ত্রী উদয়ন গুহর। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।

West Bengal News LIVE Updates: নানুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি গ্রামে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

বীরভূমের নানুরেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নানুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের সামনেই পুলিশ গ্রামবাসীদের কথা বলে আশ্বস্ত করে। 

WB News LIVE Updates: রঘুনাথপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, পরপর বাড়িতে ভাঙচুর

পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, পরপর বাড়িতে ভাঙচুর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের।

West Bengal News LIVE Updates: জামালপুরে সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

পূর্ব বর্ধমানের জামালপুরে সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বাড়ির সামনে থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে দম্পতির দাবি। জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের সিপিএমের প্রার্থী সুশান্ত মণ্ডল। ওই পঞ্চায়েতেরই ১৩৯ নম্বর বুথে সিপিএমের টিকিটে লড়ছেন তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ। দম্পতির অভিযোগ, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। প্রার্থী পদ প্রত্যাহার না করায়, তৃণমূল হুমকি দিচ্ছে, বাড়ির সামনে বোমা রেখে ভয় দেখাচ্ছে বলে সিপিএমের অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের।

WB News LIVE Updates: ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে সংগ্রামী যৌথমঞ্চ

ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে সংগ্রামী যৌথমঞ্চ। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি সংগ্রামী যৌথমঞ্চ। মিছিলের পর রাজ্য নির্বাচন কমিশনে সংগ্রামী যৌথমঞ্চ। '২০১৮-র পুনরাবৃত্তি যেন না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে'। 'পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়'। অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের মিছিল। ডিএ-র দাবিতে আন্দোলনের দেড়শোতম দিনে ফের পথে সংগ্রামী যৌথমঞ্চ।

West Bengal News LIVE Updates: ফের বীরভূমে ক্ষোভে মুখে শতাব্দী রায়

ফের বীরভূমে ক্ষোভে মুখে শতাব্দী রায়। সিউড়িতে ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। পানীয় জল ও আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগ। গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী রায় 

WB News LIVE Updates: 'পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়', সুষ্ঠু ভোটের দাবিতে পথে সংগ্রামী যৌথমঞ্চ

ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে সংগ্রামী যৌথমঞ্চ। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি সংগ্রামী যৌথমঞ্চ। মিছিলের পর রাজ্য নির্বাচন কমিশনে সংগ্রামী যৌথমঞ্চ। '২০১৮-র পুনরাবৃত্তি যেন না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়', অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের মিছিল। ডিএ-র দাবিতে আন্দোলনের দেড়শোতম দিনে ফের পথে সংগ্রামী যৌথমঞ্চ। 

West Bengal News LIVE Updates: ভোটের আগ বাকি ১৪ দিন, জেলায় জেলায় ভোট প্রচার

ভোটের আগ বাকি ১৪ দিন। জেলায় জেলায় ভোট প্রচার। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে প্রচারে বিজেপি রাজ্য সভাপতি। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে প্রচারে শুভেন্দু 

WB News LIVE Updates: ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ভাঙড় ১ নম্বর ব্লকে পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। মনোনয়নপর্বে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, মৃত্যু হয় ৩ জনের 

West Bengal News LIVE Updates: 'মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে রাজনৈতিক নেতা, প্রত্যেকেই মানুষের সেবার জন্য'

বাংলায় ভোট-হিংসার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল। বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়েও রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রাজ্যপালের। 'মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে রাজনৈতিক নেতা, প্রত্যেকেই মানুষের সেবার জন্য। জনগণই আমাদের ক্ষমতা দেয়, এটা ভোলা উচিত নয়। সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সাধারণ মানুষের প্রতিই আমরা একমাত্র দায়বদ্ধ। আপনারা জানেন গ্রামীণ এলাকায় কী চলছে। যা হচ্ছে তা সুখকর নয়', বড়বাজারে বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

WB News LIVE Updates: 'পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়', ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে যৌথমঞ্চ

ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে যৌথমঞ্চ। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি যৌথমঞ্চের। '২০১৮-র পুনরাবৃত্তি যেন না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়', অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে যৌথমঞ্চের মিছিল। ডিএ-র দাবিতে আন্দোলনের দেড়শোতম দিনে ফের পথে যৌথমঞ্চ । হাওড়া, শিয়ালদা থেকে যৌথমঞ্চের মিছিল । 

West Bengal News LIVE Updates: বোমা তৈরির সময় গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দুষ্কৃতী

বোমা তৈরির সময় গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দুষ্কৃতী। কাঁথির বসন্তিয়ায় তুমুল উত্তেজনা। পরিত্যক্ত বাগানবাড়িতে বোমা তৈরি হচ্ছিল। গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দুষ্কৃতী। ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর। ভোটে সন্ত্রাসের জন্য বোমা বানাচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ বিজেপির। বোমা বানাতে বাইরে থেকে লোক এনেছিল বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের। 

WB News LIVE Updates: বাংলায় ভোট-হিংসার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল

বাংলায় ভোট-হিংসার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল। বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়েও রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রাজ্যপালের। 'মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে রাজনৈতিক নেতা, প্রত্যেকেই মানুষের সেবার জন্য। জনগণই আমাদের ক্ষমতা দেয়, এটা ভোলা উচিত নয়। সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সাধারণ মানুষের প্রতিই আমরা একমাত্র দায়বদ্ধ। আপনারা জানেন গ্রামীণ এলাকায় কী চলছে। যা হচ্ছে তা সুখকর নয়', বড়বাজারে বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

West Bengal News LIVE Updates: হাওড়ার স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী

হাওড়ার স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রুট মার্চ করেন বিএসএফ জওয়ানরা। সঙ্গে ছিল উলুবেড়িয়া থানার পুলিশ। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কথাও বলেন। গতকালই উলুবেড়িয়ায় এসেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

WB News LIVE Updates: কেন্দ্রীয় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা

পুরাতন মালদার সাহাপুরে কেন্দ্রীয় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে নজিরবিহীন ছবি সাহাপুর বাজার এলাকায়। মালদা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী।মনোবল বাড়াতে ভোটারদের সঙ্গে কথা বলেন বিএসএফ জওয়ানরা।

West Bengal News LIVE Updates: 'তলব করেনি রাজভবন', রাজীব সিন্হা নিজেই সময় চেয়েছিলেন রাজ্যপালের, দাবি সি ভি আনন্দ বোসের

'রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন', রাজীব সিনহা নিজেই সময় চেয়েছিলেন রাজ্যপালের, দাবি সি ভি আনন্দ বোসের। 'আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি তিনি ব্যস্ত আছেন ভোটের কাজে। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে', মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

WB News LIVE Updates: এবার পুলিশকে দিয়ে এনকাউন্টার করে মারার হুঙ্কার বিজেপি

এবার পুলিশকে দিয়ে এনকাউন্টার করে মারার হুঙ্কার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। 'এই চোরেদের ভয় পাওয়ার কিছু নেই। এই ভোটে বিজেপি ক্ষমতায় আসবে। আর এই চোরেরা বাড়ি ঢোকার চেষ্টা করবে না। যারা পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, তাঁদের পুলিশকে দিয়েই এনকাউন্টার করাব', পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে হুঙ্কার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের

West Bengal News LIVE Updates: আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে বোমা রেখে যাওয়ার অভিযোগ

প্রার্থী পদ প্রত্যাহার না করায়, ভয় দেখাতে আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে বোমা রেখে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথে আইএসএফের প্রার্থী হয়েছেন আবদুল্লা মণ্ডল। আজ সকালে তাঁর বাড়ির সামনে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। আইএসএফের অভিযোগ, তাদের প্রার্থীকে ভয় দেখাতে তৃণমূল এই কাজ করেছে। এলাকা অশান্ত করার চেষ্টা হচ্ছে, নিজেরা বোমা রেখে আমাদের ঘাড়ে দায় চাপাচ্ছে, পাল্টা অভিযোগ তৃণমূলের। 

WB News LIVE Updates: সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

পূর্ব বর্ধমানের জামালপুরে সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বাড়ির সামনে থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে দম্পতির দাবি। জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের সিপিএমের প্রার্থী সুশান্ত মণ্ডল। ওই পঞ্চায়েতেরই ১৩৯ নম্বর বুথে সিপিএমের টিকিটে লড়ছেন তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ। দম্পতির অভিযোগ, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। প্রার্থী পদ প্রত্যাহার না করায়, তৃণমূল হুমকি দিচ্ছে, বাড়ির সামনে বোমা রেখে ভয় দেখাচ্ছে বলে সিপিএমের অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

West Bengal News LIVE Updates: শিলিগুড়িতে যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে খুনের চেষ্টা

শিলিগুড়িতে যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে খুনের চেষ্টা। বচসা চলাকালীন পেটে ধারাল ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষকৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম জয়ব্রত মুখুটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়ব্রত শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি। অভিযোগ, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বাইকে চড়ে ফেরার পথে, সেবক রোডে কয়েকজনের সঙ্গে বচসায় জড়ান যুব তৃণমূল নেতা। আহত যুব নেতাকে রাতেই দেখতে যান  শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান ও ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তী। যুব তৃণমূল নেতার ওপর হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।

WB News LIVE Updates: ফের মুর্শিদাবাদে বোমা-সন্ত্রাস

ফের মুর্শিদাবাদে বোমা-সন্ত্রাস। এবার রঘুনাথগঞ্জে পুকুর পাড় উদ্ধার হল এক ব্যাগ ভর্তি তাজা বোমা। আজ সকালে জেঠিয়া এলাকায় পুকুর পাড়ে বাগানের মধ্যে একটি ব্যাগে ১০টির মতো বোমা দেখতে পান স্থানীয়রা। আতঙ্কিত গ্রামবাসীরা রঘুনাথগঞ্জ থানায় খবর দেন। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি বাধাতেই বোমা মজুত করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এর আগে গতকাল সকালে বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে এক দুষকৃতীর মৃত্যু হয়। রানিনগরে একদিনে তিনবার বোমাবাজির ঘটনা ঘটে। এভাবে ঘন ঘন বোমা উদ্ধার ও বোমাবাজিতে গোটা মুর্শিদাবাদ জুড়েই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।

West Bengal News LIVE Updates: সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত এক বাম কর্মী

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত এক বাম কর্মী। মারধর করে জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডেবরার কুলিয়া অঞ্চলে সিপিএম প্রার্থী প্রমীলা সিংয়ের হয়ে প্রচার সেরে ফেরার পথে, সিপিএম কর্মী রবীন্দ্র শূরকে মারধর করা হয় বলে অভিযোগ। ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি-সিপিএমের গন্ডগোলের দায় তাদের ঘাড়ে চাপানো হচ্ছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। শাসকদলকে বামেদের হুঁশিয়ারি, ২০১৮-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি ২০২৩-এ হবে না। 

WB News LIVE Updates: বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইন দুটি মালগাড়ির সংঘর্ষ, প্রভাব পড়ল দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলে

বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইন দুটি মালগাড়ির সংঘর্ষ। প্রভাব পড়ল দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলে। বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, আসানসোল-দিঘা এক্সপ্রেস, আদ্রা-খড়গপুর এক্সপ্রেস, বিষ্ণুুপুর-আদ্রা এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস, আদ্রা-আসানসোল এক্সপ্রেস, আসানসোল-টাটানগর মেমু-সহ একাধিক ট্রেন। দিল্লি অনন্তবিহার-পুরী এক্সপ্রেস ও পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস টাটানগর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। 

West Bengal News LIVE Updates: ভোট-সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর

ভোট-সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। একদিনে তিনবার বোমাবাজি। রানিনগরের মালিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিরদাদপুর এলাকায় তৃণমূল ও বাম-কংগ্রেসের সংঘর্ষে দফায় দফায় বোমাবাজি হয়। মাথা ফাটে ৪ তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। হামলা-যোগ অস্বীকার করেছে সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। 

WB News LIVE Updates: ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব

ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা। সূত্রের খবর, কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন। জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় সি ভি আনন্দ বোস।  প্রতিটি রক্তবিন্দুর হিসেব দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করেন রাজ্যপাল। এই সংঘাতের আবহের মধ্যেই আজ ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজভবনে।

West Bengal News LIVE Updates: একই লাইনে দুটি মালগাড়ি কী করে এল, তা নিয়ে প্রশ্ন ?

বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একই লাইনে দুটি মালগাড়ি কী করে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News LIVE Updates: বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ

বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। একটি ইঞ্জিন-সহ দুটি 
মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই চালকদের উদ্ধার করেন। একই লাইনে দুটি মালগাড়ি কী করে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News LIVE Updates: বিজেপির নজরে সংখ্য়ালঘু ভোট

যদি কথায় আর কাজে মিল না থাকে, তাহলে আর আপনাদের সামনে ২৪-এ আসব না। পঞ্চায়েত ভোটের আগে কল্যাণীর সংখ্য়ালঘু অধ্যুষিত ঘোড়াগাছায় গিয়ে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, আমাদের একবার সুযোগ দিন। বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। 

WB News LIVE Updates: নিখোঁজ ব্যবসায়ী খুন

২৪ ঘণ্টা পর আহিরিটোলার নাথেরবাগান ঘাট থেকে এক নিখোঁজ ব্য়বসায়ী দেহ উদ্ধার করল উত্তর বন্দর থানার পুলিশ। মাথায় ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ব্যবসায়িক শত্রুতা, নাকি ব্যক্তিগত আক্রোশে খুন, খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News LIVE Updates: অব্যাহত 'বাহিনী' জট

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে এখনও কাটছে না জট। শনিবার রাতের মধ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী না এলে, অ্যাকশন নেওয়ার কথা বললেন রাজ্য নির্বাচন কমিশনার। এর মধ্য়েই রবিবার ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল। 

প্রেক্ষাপট

কলকাতা: যদি কথায় আর কাজে মিল না থাকে, তাহলে আর আপনাদের সামনে ২৪-এ আসব না। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে কল্যাণীর (Kalyani) সংখ্য়ালঘু অধ্যুষিত ঘোড়াগাছায় গিয়ে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, আমাদের একবার সুযোগ দিন। বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল (TMC)।              


বঙ্গ রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর - মুসলিম ভোট। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে সেই ভোট নিজেদের দিকে টানতে এবার তৎপর হল বিজেপি। শনিবার নদিয়ার কল্যাণীর ঘোড়াগাছায় ভোট প্রচারে যান শুভেন্দু অধিকারী। এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের। সেখানে গিয়ে তৃণমূলকে নিশানা করে সংখ্যালঘুদের মন জয়ে ঢালাও প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। 


রাজ্যের অন্যান্য খবরগুলি- 


পুরুলিয়ার আদ্রায় নিহত তৃণমূলের টাউন সভাপতির পরিবারকে ফোন করে খোঁজ নিলেন রাজ্যপাল। দিলেন পাশে থাকার আশ্বাস। এদিকে, রাজ্যপাল ফোন করায় খুশি হলেও, আক্ষেপের সুরে তৃণমূল নেতার পরিবারের দাবি, খোঁজ নেয়নি দলেরই শীর্ষ নেতৃত্ব। দল পাশে আছে, দাবি জেলা তৃণমূল সভাপতির।  


ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। কংগ্রেস প্রার্থীর বাড়ি ঘিরে মুহুর্মুহু ইটবৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন, তৃণমূল এবং আরএসপির সংঘর্ষে উত্তপ্ত হয় গোসাবা। আহত হয়েছেন দু-দলের বেশ কয়েকজন।


দলের হুইপ অমান্য় করে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্তে অনড় থাকায় উত্তর ২৪ পরগনার বাগদা পূর্বের আইএনটিটিইউসির ব্লক সভাপতি গণেশ ঘোষকে বহিষ্কার করল তৃণমূল। দলের নির্দেশ সত্ত্বেও যে নির্দল প্রার্থীরা এখনও মনোনয়ন প্রত্য়াহার করেননি তাঁদের দলের হয়ে কাজ করতে ৭২ ঘণ্টার সময় বেঁদে দিলেন তৃণমূল জেলা সভাপতি। না হলে তাঁদেরও দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।   


রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে এখনও কাটছে না জট। শনিবার রাতের মধ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী না এলে, অ্যাকশন নেওয়ার কথা বললেন রাজ্য নির্বাচন কমিশনার। এর মধ্য়েই রবিবার ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল।                             

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.