West Bengal News Live Updates: মল্লিকবাজারের হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে পড়ে মৃত্যু হল রোগীর

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 25 Jun 2022 11:45 PM
WB News Live Updates: দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীর সরকারি পদপ্রাপ্তি

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী পরেশ অধিকারীর সরকারি পদপ্রাপ্তি। হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল পরেশ অধিকারীকে। তীব্র কটাক্ষ ]বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: পাঁচলা ও উলুবেড়িয়ার ক্ষতিগ্রস্ত দলীয় অফিস পরিদর্শনে সুকান্ত মজুমদার

হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়ার ক্ষতিগ্রস্ত দলীয় অফিস ঘুরে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি। উলুবেড়িয়ার পার্টি অফিস গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করেন তিনি। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live Updates: রাজ্যে 'কাজ নেই', ভিনরাজ্যে পাড়ি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যের

বাংলায় কাজ পাচ্ছেন না। এমনই দাবি করে কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: তলব সত্ত্বেও আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিলেন না নূপুর শর্মা

তলব করা সত্ত্বেও আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিলেন না সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। এর আগে নারকেলডাঙা থানার তলবও এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, ইমেলে প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করে পুলিশের কাছে ৪ সপ্তাহ সময় চেয়েছেন নূপুর ।

WB News Live Updates: শুভেন্দুর গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল

শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবিতে পথে নামছে তৃণমূল। সোমবার CGO কমপ্লেক্সের পাশাপাশি, হলদিয়া ও কাঁথিতে অবস্থান-বিক্ষোভ করা হবে। রাজ্যপালের দ্বারস্থও হবে তারা। 

West Bengal News Live Updates: কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ, সুর চড়ালেন শুভেন্দু অধিকারী

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগে চড়ালেন সুর! পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।

WB News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পুরনো কিছু খাতা বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পুরনো কিছু খাতা বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর থানায় অভিযোগ জানায়। দীপক দাস নামে বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে খাতা বিক্রির অভিযোগে আটক করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী, পরীক্ষার পুরনো খাতা টেন্ডার ডেকে বিক্রি করতে হয়। এক্ষেত্রে সেই নিময় না মেনে কীভাবে খাতা বাইরে এনে বিক্রি করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।  

West Bengal News Live Updates: মল্লিকবাজারের হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে পড়ে মৃত্যু হল রোগীর

শেষ রক্ষা হল না। মল্লিকবাজারের হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে পড়ে মৃত্যু হল রোগীর। চিকিত্‍সকরা জানিয়ছেন ঘটনার পর থেকে জ্ঞান আসেনি তাঁর। ছিলেন ভেন্টিলেশনে। হাসপাতালে গেলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।>

WB News Live Updates: SSKM-এ দেড় বছরের শিশুর গলা থেকে বের হল দারুচিনি

SSKM হাসপাতালে জটিল অস্ত্রোপচার। দেড় বছরের শিশুর গলা থেকে বের হল দারুচিনি। খেলতে খেলতে দারুচিনি গিলে ফেলেছিল বলে দাবি পরিবারের। ট্রমা কেয়ারে ভর্তি হওয়ার পর জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার, জানিয়েছেন SSKM-র চিকিৎসক।

West Bengal News Live Updates: কোভিড পূর্ববর্তী সময়ের মতোই এবার মিলবে মেট্রো পরিষেবা

কোভিড পূর্ববর্তী সময়ের মতোই এবার মিলবে মেট্রো পরিষেবা। আগের মতোই এবার থেকে মেট্রোর সংখ্যা বেড়ে হচ্ছে ২৮৮। নতুন এই পরিষেবা মিলবে ১ জুলাই থেকে। 

WB News Live Updates: গ্রামীণ হাটের জন্য তৈরি বাড়িতে রমরমিয়ে চলছে বেসরকারি স্কুল

ডোমকলের বক্সিপুরে ১৫ লক্ষ টাকা ব্যয়ে গ্রামীণ হাটের জন্য তৈরি বাড়িতে রমরমিয়ে চলছে বেসরকারি স্কুল। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে স্কুল খোলার অভিযোগ। নিখরচায় শিক্ষা দান করা হচ্ছে বলে সাফাই প্রধানের স্বামীর। মানতে নারাজ যুব তৃণমূলের ব্লক সভাপতি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: ফিল্মি কায়দায় বিশাখাপত্তনম থেকে উদ্ধার সোনারপুরের অপহৃত যুবক

‘হাওড়া থেকে যুবককে অপহরণ করে বিশাখাপত্তনম পাড়ি অপহরণকারীদের’। ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ জব এজেন্সির কর্ত্রীর। অভিযোগ পেয়ে বিশাখাপত্তনমে যায় সোনারপুর থানার পুলিশ। ‘অটোচালককে হাওলার এজেন্ট সাজিয়ে পাল্টা মুক্তিপণের টোপ অপহরণকারীদের’, বিশাখাপত্তনমের হোটেল থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত, উদ্ধার যুবক। 
 


 

WB News Live Updates: ফিল্মি কায়দায় বিশাখাপত্তনম থেকে উদ্ধার সোনারপুরের অপহৃত যুবক

ফিল্মি কায়দায় বিশাখাপত্তনম থেকে উদ্ধার সোনারপুরের অপহৃত যুবক। ৪ অপহরণকারীকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। কমিশনের নামে ৭ লক্ষ টাকার টোপ জব এজেন্সির কর্ত্রীকে। টাকা আনতে হাওড়ার হোটেলে পাঠালে মহিলার ভাইকে অপহরণের অভিযোগ। 

West Bengal News Live Updates: শহরের সব মেট্রো স্টেশনকে বাস ও অটো রুটে জুড়ে দেওয়ার পরিকল্পনা

শহরের সব মেট্রো স্টেশনকে বাস ও অটো রুটে জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর। তৈরি হচ্ছে খসড়া পরিকল্পনা। পরিবহণমন্ত্রী জানালেন, এর জন্য গড়ে তোলা হবে ফিডার ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট।

WB News Live Updates: হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব রাজ্যের

মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে কার্নিস থেকে পড়ে গেলেন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব রাজ্যের। রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য দফতরের। কীভাবে কার্নিসে পৌঁছে গেলেন রোগী ? জানতে চেয়েছে স্বাস্থ্য দফতর। 

West Bengal News Live Updates: অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবিতে সভা

নারদ ও সারদা কেলেঙ্কারিতে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি। সোমবার বিধাননগরে সিজিও কমপ্লেক্সের সামনে সভা করবে তৃণমূল যুব কংগ্রেস। সিজিও কমপ্লেক্সের সামনে সভা করবে তৃণমূল ছাত্র পরিষদ।

WB News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে ১৬ নং জাতীয় সড়কের উলুবেড়িয়া থানার মাধবপুরে। আহত বেশ কয়েকজন যাত্রী। জানা গিয়েছে হাওড়া থেকে যাত্রী নিয়ে চন্দ্রকোনা যাচ্ছিল বাসটি। দ্রুতগতিতে থাকায় মাধবপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ।

West Bengal News Live Updates: অশান্তিতে ক্ষতিগ্রস্ত হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়ার দলীয় অফিসে সুকান্ত মজুমদার

অশান্তিতে ক্ষতিগ্রস্ত হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়ার দলীয় অফিস পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দুপুরে জেলা বিজেপির নেতা-কর্মীদের নিয়ে পাঁচলার রঘুদেবপুরের পার্টি অফিসে আসেন বিজেপির রাজ্য সভাপতি। ক্ষতিগ্রস্ত দলীয় অফিস ঘুরে দেখেন তিনি। এরপর, এখান থেকে উলুবেড়িয়ায় যান সুকান্ত মজুমদার। সেখানে ক্ষতিগ্রস্ত পার্টি অফিস ঘুরে দেখার পাশাপাশি, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধকরণ করেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর, দুধ দিয়ে ধুয়ে শহিদ বেদি শুদ্ধকরণও করেন তিনি। 

WB News Live Updates: বীরভূমের সাঁইথিয়ায় অস্থায়ী শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তি জারি করল স্কুল কর্তৃপক্ষ

SSC নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের মাঝেই বীরভূমের সাঁইথিয়ায় অস্থায়ী শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তি জারি করল স্কুল কর্তৃপক্ষ। সাঁইথিয়া জিউই তরঙ্গিনী হাইস্কুলের ঘটনা। ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘুরছে স্কুল কর্তৃপক্ষের ওই বিজ্ঞপ্তি। মাসিক দেড়হাজার টাকা বেতনে ভূগোল ও এডুকেশনে শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিসে বিএড-দের অগ্রাধিকার। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

West Bengal News Live Updates: উদ্বোধনের আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজলধারা প্রকল্পে নির্মিত জলের ট্যাঙ্ক

উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে চালু করার সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজলধারা প্রকল্পে নির্মিত জলের ট্যাঙ্ক। নদিয়ার গাংনাপুরের তৃণমূল পরিচালিত মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল ভেঙে পড়ে সজলধারা প্রকল্পে সদ্য নির্মিত ৫ হাজার লিটার জলধারণের ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক।নিম্নমানের কাজ ও প্রকল্প অনিয়মের অভিযোগে শনিবার প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঠিকাদার সংস্থার ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল প্রধান। শাসকদলকে কাটমানি দেওয়ার জন্যই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ, কটাক্ষ বিজেপির। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: ৮ তলার কার্নিস থেকে হাত ফসকে পড়ে গেলেন রোগী

দেড়ঘণ্টার চেষ্টাতেও শেষ রক্ষা হল না। হাসপাতালে মজুত দমকল কর্মীরা। প্রস্তুত ছিল হাইড্রলিক ল্যাডার, জাল। সেই জাল পাতার আগেই ৮ তলার কার্নিস থেকে হাত ফসকে নীচে পড়ে গেলেন রোগী।  মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ঘটনা। সঙ্কটজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি আছেন ওই রোগী।

West Bengal News Live Updates: বিজেপিকে ফেসবুক পার্টি বলে কটাক্ষ করে তৃণমূলের

বিজেপিকে ফেসবুক পার্টি বলে কটাক্ষ করে তৃণমূলের দাবি, মাসখানেকের মধ্যে বীরভূমে বিজেপির জেলা কমিটির সব সদস্যই পদত্যাগ করবেন। দলীয় নেতার প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ নিয়ে অস্বস্তি ঢাকতে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস গেরুয়া শিবিরের।

WB News Live Updates: বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন!

বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন। সোশ্যাল মিডিয়ায় পদত্যাগ বীরভূম জেলা কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্যের। ফেসবুকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা ফণীরঞ্জন রায়। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের পর যাঁরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে, তাঁরাই এখন বিজেপির জেলা কমিটির নেতৃত্বে। দল তাঁর মূল্যায়ন করেনি বলেও ক্ষোভপ্রকাশ করেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা। 

West Bengal News Live Updates: দেগঙ্গার গাংনিয়া গ্রামে অভিনব কৌশলে বিদ্যাধরী নদী থেকে মাটি চুরির অভিযোগ

নিজের জমিতে মাটি কাটছি, পঞ্চায়েত প্রধান সব জানেন, দাবি অভিযুক্ত মাটি মাফিয়ার। মাটি চুরির কথা স্বীকার করলেও প্রশাসনিক স্তরে জানিয়েও কাজ হয়নি বলে দাবি দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের। 

WB News Live Updates: দেগঙ্গার গাংনিয়া গ্রামে অভিনব কৌশলে বিদ্যাধরী নদী থেকে মাটি চুরির অভিযোগ

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গাংনিয়া গ্রামে অভিনব কৌশলে বিদ্যাধরী নদী থেকে মাটি চুরির ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, নদীর বাঁধ কেটে খাল তৈরি করে সেখানে জোয়ারের জল ঢুকিয়ে পলিমাটি জমা করা হচ্ছে। সেই মাটি চুরি করে ইটভাটায় বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

West Bengal News Live Updates: কার্নিসে রোগী, হাইড্রলিক ল্যাডারের সাহায্যে উদ্ধারের চেষ্টা

মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে কার্নিসে রোগী। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ওই রোগীকে নামিয়ে আনার চেষ্টা চলছে। 

WB News Live Updates: ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে কার্নিসে রোগী, ঘটনাস্থলে দমকল কর্মীরা

মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে কার্নিসে রোগী। সকালে এই দৃশ্য দেখে হাসপাতালের নীচে ভিড় জমে যায়। হাসপাতাল সূত্রে খবর, জানলা দিয়ে বেরিয়ে ৮ তলার 
কার্নিসে চলে যান ওই রোগী। নীচের দিকে তাকিয়ে তাঁকে হাত নাড়তেও দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। ওই রোগীকে উদ্ধারের চেষ্টা চলছে। 

WB News Live Updates: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজলধারা প্রকল্পে নির্মিত জলের ট্যাঙ্ক

উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে চালু করার সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজলধারা প্রকল্পে নির্মিত জলের ট্যাঙ্ক। নদিয়ার গাংনাপুরের তৃণমূল পরিচালিত মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল ভেঙে পড়ে সজলধারা প্রকল্পে সদ্য নির্মিত ৫ হাজার লিটার জলধারণের ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক।নিম্নমানের কাজ ও প্রকল্প অনিয়মের অভিযোগে শনিবার প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঠিকাদার সংস্থার ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল প্রধান। শাসকদলকে কাটমানি দেওয়ার জন্যই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ, কটাক্ষ বিজেপির। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live Updates: মেট্রো যাত্রীদের জন্য সুখবর

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। এতদিন মেট্রো পরিষেবার সংখ্যা ছিল ২৮২। ১ জুলাই মেট্রো পরিষেবার সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৮৮। কোভিড পূর্ববর্তী সময়ে মেট্রোয় ২৮৮টি মেট্রো পরিষেবাই চালু ছিল। ১ জুলাই থেকে চালু হওয়া ২৮৮টি মেট্রো পরিষেবার মধ্যে ১৭২টি চলবে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। বাকিগুলো দমদম পর্যন্ত যাবে। আগের মতোই সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর চলবে মেট্রো। 

WB News Live Updates: ভোলা আর তার সঙ্গীদের দাপটে প্রাণ ওষ্ঠাগত ব্যবসায়ীদের

পথভোলা নয়, এই ভোলা পথেঘাটে যাকে পাচ্ছে, তাকেই রীতিমতো ছুটিয়ে মারছে। ভোলা আর তার সঙ্গীদের দাপটে প্রাণ ওষ্ঠাগত দুর্গাপুর স্টেশন সংলগ্ন সেন মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের। জখমও হয়েছেন অনেকে। অভিযোগ, দিনদিন বাড়ছে নিরীহ ষাঁড়ের গুঁতিয়ে দেওয়ার প্রবণতা। মেজাজ ভালো না থাকলেই তেড়ে যাচ্ছে চেনা, অচেনা সবার দিকে। ষণ্ডবাহিনীর তাণ্ডবের ছবি ক্যামেরাবন্দিও হয়েছে। কোন পথে সমাধান তার উত্তর নেই প্রশাসনের কাছেও। 

West Bengal News Live Updates: পয়গম্বর মন্তব্যে আমহার্স্ট স্ট্রিট থানায় গরহাজির নূপুর

পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে তলব সত্ত্বেও আজ আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিচ্ছেন না সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। সূত্রের খবর, ই-মেল করে কলকাতা পুলিশের কাছে ৪ সপ্তাহ সময় চেয়েছেন নূপুর। ই মেলে প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এর আগে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের হলেও হাজিরা দেননি নূপুর শর্মা। ৪ জুন পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি নেত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে মামলা রুজু হয়। 

WB News Live Updates: ১২৬-এও নিরোগ শিবানন্দ

কাশীর স্বামী শিবানন্দ। বয়স প্রায় ১২৬। যোগব্যায়ামে অবদানের জন্য এবছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। জীবনের শতবর্ষকে আরও সিকি শতক পিছনে ফেলে আসা সেই মানুষটি এই রাজ্যে এসে জানালেন তাঁর দীর্ঘ জীবনের রহস্যের কথা। বললেন চাহিদামুক্ত জীবনই হল রোগমুক্ত জীবনের চাবিকাঠি।

West Bengal News Live Updates: নকল সোনার কয়েন আসল বলে বিক্রি, ধৃত ১

নকল সোনার কয়েন আসল বলে বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো প্রতারণা চক্রের এক দুষ্কৃতী। ধৃতের কাছে থেকে সাঁইথিয়া থানার পুলিশ উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ, ৩০০টি নকল সোনার কয়েন সহ নগদ এক লক্ষ ১৫ হাজার টাকা। 

WB News Live Updates: বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন, পদত্যাগ বীরভূমের বিজেপি নেতার 

বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন। সোশাল মিডিয়ায় পদত্যাগ বীরভূম জেলা কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্যের। ফেসবুকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা ফণীরঞ্জন রায়। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের পর যাঁরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে, তাঁরাই এখন বিজেপির জেলা কমিটির নেতৃত্বে। দল তাঁর মূল্যায়ন করেনি বলেও ক্ষোভপ্রকাশ করেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা।

West Bengal News Live Updates: টাকা ফেরত পেতে তৃণমূল কর্মীর পা ধরলেন প্রার্থী

প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। কিন্তু চাকরি না মেলায় টাকা ফেরত পেতে, রাস্তাতেই তৃণমূল কর্মীর পা ধরলেন এক যুবক।

WB News Live Updates: জুতোয় ছক বানচাল!

ফেসবুকের বান্ধবীর সঙ্গে মুখোমুখি দেখা করার জন্য বোরখা পরে মেয়েদের মেসে ঢোকার অভিযোগ। কিন্তু ধরিয়ে দিল পায়ের জুতো! বহরমপুরের গোরাবাজারে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। সুতপা চৌধুরী খুনের পর মেয়েদের মেসের নিরাপত্তা নিয়ে ফের উঠেছে প্রশ্ন।

West Bengal News Live Updates: ববিতা সরকারকে প্রাপ্য সব সুযোগ সুবিধা দেওয়ারও নির্দেশ

SSC নিয়োগ দুর্নীতি মামলায় অঙ্কিতা অধিকারীর শূন্যপদে মামলাকারী ববিতা সরকারকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে অঙ্কিতা অধিকারী যেদিন থেকে কাজে যোগদান করেছিলেন, সেইদিন থেকেই ববিতা সরকারকে প্রাপ্য সব সুযোগ সুবিধা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, মামলাকারী ববিতা সরকারকে ২৭শে জুন, বৃহস্পতিবারের মধ্যে সুপারিশপত্র দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। ৩০ জুনের মধ্যে ববিতা সরকারকে নিয়োগপত্র দেবে পর্ষদ। সেদিন থেকে ১০ দিনের মধ্যে শিক্ষিকার চাকরিতে যোগ দেবেন ববিতা সরকার। 

WB News Live Updates: ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র

চাষবাস করেন বাবা, মা অঙ্গনওয়াড়ি কর্মী। বাড়ি বীরভূমের রামপুরহাটে, থাকেন যাদবপুরে ভাড়া বাড়িতে। বছরে প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র বিশাখ মণ্ডল। জানালেন, অফার এসেছে ফেসবুক, গুগল, অ্যামাজন থেকেও।

West Bengal News Live Updates: ‘মানহানি’-তরজা

অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগে ১৪জুন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স চত্বরে স্লোগান দেন অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীদের একাংশ। সেই প্রেক্ষিতে, এবার কলেজের ২ অধ্যাপক ও ১ অধ্যাপিকাকে মানহানির নোটিস পাঠালেন অধ্যক্ষের আইনজীবী।

WB News Live Updates: করোনার দোসর ডেঙ্গি

বাংলায় বাড়ছে করোনা। ভয় ধরাচ্ছে ডেঙ্গিও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে আক্রান্ত ৪ পড়ুয়া। 
আর আহমেদ ডেন্টাল কলেজের কয়েকজন চিকিৎসক-অধ্যাপকও সংক্রমণের কবলে। অন্যদিকে, চলতি বছরে মুর্শিদাবাদে ডেঙ্গিতে প্রথম মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

প্রেক্ষাপট

কলকাতা: এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় মন্ত্রী পরেশের (Paresh Adhikari) কন্যা অঙ্কিতার শূন্য পদে চাকরি দিতে হবে মামলাকারী ববিতাকে। ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দেবে পর্ষদ, নির্দেশ হাইকোর্টের (Highcourt)।


নির্লজ্জতার সঙ্গে বেআইনি পদক্ষেপ করে অঙ্কিতাকে নিযুক্ত। অঙ্কিতার জমা দেওয়া প্রায় আট লক্ষ টাকা ১০ দিনের মধ্যে পাবেন ববিতা। নির্দেশ হাইকোর্টের।


দুর্নীতি মামলায় ববিতার সঙ্গে কথা ইডির। ডেটারুম সিবিআইয়ের হাতে, রিপোর্ট দেওয়া সম্ভব নয়। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জানালেন এসএসসি চেয়ারম্যান। 


কর্মীদের বকেয়া মহার্ঘভাতা না মেটানোয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও বিদ্যুৎ সংবহন সংস্থার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ। কর্মীরা টাকার জন্য কাঁদছেন, অবাক লাগে, মন্তব্য হাইকোর্টের।


টাকা দিয়েছিলাম শুভেন্দুকে। চিঠি দিয়ে আদালততে জানিয়েছি। সারদা মামলায় আদালতে হাজিরা দিতে এসে বিস্ফোরক সুদীপ্ত সেন। 


ঘোর সঙ্কটে মহারাষ্ট্রের জোট সরকার। অঙ্কের দিক থেকে ক্রমশ দুর্বল উদ্ধব। শিবসেনা ও নির্দল মিলিয়ে সঙ্গে ৫২ বিধায়ক। এবিপি আনন্দে দাবি একনাথ শিণ্ডের।


দল ভাঙার চেষ্টা বিদ্রোহী বিধায়কদের। শিবসেনা, বাল ঠাকরের নাম ব্যবহার না করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দেখান। শিণ্ডেকে পাল্টা আক্রমণ কোণঠাসা উদ্ধবের।


বিদ্রোহ ঠেকাতে নতুন রণকৌশল শিবসেনার। গুয়াহাটি থেকে মুম্বইতে বিদ্রোহী বিধায়কদের ফেরত আনতে অনাস্থার আগে, বিধানসভায় আস্থা প্রস্তাব আনার পরিকল্পনা। 


মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৭ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।


মহারাষ্ট্র মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। শুনানি ২৯ তারিখ। রণকৌশল বৈঠকে অংশ নিতে শিবসেনা ভবনে আদিত্য ঠাকরে। বাড়ি থেকে বেরিয়ে দেখালেন ভিকট্রি সাইন।


ঘরের লোকের বিশ্বাসঘাতকতা, আক্রমণ উদ্ধব পুত্রের। বিরোধীশূন্য করতে চায় বিজেপি, আক্রমণ অধীরের। হিন্দুত্বের নীতি থেকে সরে এসেছে শিবসেনা, কটাক্ষ সুকান্তর। 


মোদি-শাহদের নিয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর। সনিয়া-মমতাকে ফোন করে চাইলেন সমর্থন। 


উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ছশো পার, মৃত্যু দুজনের। কলকাতা মেডিক্যালের হস্টেলে সংক্রমিত ৪ জন পড়ুয়া। লালগোলায় ডেঙ্গিতে মৃত ১।


এবার ৭ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের সুপারিশ। কোভোভ্যাক্স ভ্যাকসিন দেওয়া যেতে পারে, সুপারিশ ডিসিজিআই-এর বিশেষজ্ঞ কমিটির।


সোমবার থেকে খুলছে স্কুল। কোভিড বিধি পালনে অতিরিক্ত জেলা শাসককে নোডাল অফিসার নিয়োগ। আজ থেকে স্কুলে আসতে নির্দেশ শিক্ষক-শিক্ষাকর্মীদের।


১৫ অক্টোবরে ভারতে আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারত-ব্রাজিল। ১৭ অক্টোবর ভারত-ব্রাজিল ম্যাচ।


দলবদলের বাজারে এটিকে মোহনবাগানে চমক। ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবার দাদা ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবা আসতে চলেছেন সবুজ-মেরুনে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.