WB News Live Updates: রাজ্যপাল বিধানসভায় আসতে চাইলে কারণ জানতে চাইব, বললেন স্পিকার
Get the latest West Bengal News and Live Updates:প্রজাতন্ত্র দিবসের আগের কলকাতায় নিরাপত্তায় কড়াকড়ি। শহরের একাধিক জায়গায় নাকা চেকিং। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি
জাতীয় পতাকার বদলে দলীয় পতাকা তুলে, জাতীয় সঙ্গীত গাইছেন তৃণমূল নেতারা! এমনই অভিযোগ এনে একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। ভিডিও দেখিয়ে তাঁর দাবি, সেখানে সম্ভবত উপস্থিত আছেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অনাথবন্ধু মাজি-সহ কয়েকজন। এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পুরুলিয়ার রঘুনাথপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি। পাল্টা ছবি দিয়ে তাঁর দাবি, জাতীয় পতাকার পাশেই ছিল দলীয় পতাকা। অবমাননার প্রশ্নই নেই।
‘সংসদের সদস্য হওয়া সত্ত্বেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের অনুষ্ঠান অথবা জেলার কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। জাতীয় উৎসবেও রাজনৈতিক স্বার্থে পক্ষপাতদুষ্ট আচরণ রাজ্যের। আমি খুব বেদনাহত। অনুরোধ করছি এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হোক।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর
ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে মেডিক্যাল ক্যাম্পে হাজির শান্তনু ঠাকুর। জয়প্রকাশ মজুমদারের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন বিজেপি সাংসদ। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য বিজেপি। এর ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন জয়প্রকাশ। তাঁর দাবি, তিনি দলবিরোধী মন্তব্য করেননি, শুধু শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়েছিলেন। এ নিয়ে প্রশ্ন তুলতেই আজ মেজাজ হারান শান্তনু ঠাকুর।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তুষারপাত হতে পারে দার্জিলিঙে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ৩ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রা।
দলের নেতা কর্মীদের অন্ধকারে রেখে দুর্নীতিগ্রস্ত সিপিএম কোঅর্ডিনেটরকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। আর তা হয়েছে দলের সাংগঠনিক জেলা সভাপতির মদতে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এই অভিযোগ তুলে সরব হয়েছেন টাউন তৃণমূল সভাপতি। বিতর্কের মুখে টাউন সভাপতির সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি।
প্রজাতন্ত্র দিবস পালনের মোড়কে পুরভোটের প্রচার? করোনার বিধিনিষেধ জারি থাকার মধ্যেই, প্রার্থীদের নিয়ে তৃণমূল ও বিজেপির র্যালি ঘিরে, এই প্রশ্ন উঠেছে শিলিগুড়িতে। দুই শিবিরের শোভাযাত্রাতেই ধরা পড়েছে কোভিড বিধিভঙ্গের ছবি।
এক সপ্তাহের মধ্যে দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রে ফের বিজেপিতে ভাঙন। এবার তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি। বিধায়ক-সাংসদ কোন্দলে নাগরিক পরিষেবা না পাওয়ার প্রতিবাদ জানিয়ে দলত্যাগ, দাবি তৃণমূলে যোগদানকারী নেতার। এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
ট্রাফিক বিধি ভঙ্গে, পরিবহণ দফতর জরিমানার অঙ্ক বাড়ানোর পরেই পথে নেমে আরও কড়া হাতে রাশ ধরল পুলিশ। বর্ধিত হারে ফাইন গুনতে হল আইনভঙ্গকারীকের। জরিমানা বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে বাস মালিক ও অ্যাপক্যাব সংগঠন। চলছে রাজনৈতিক তরজা।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের রেশ এবার গিয়ে পড়ল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। সৌজন্য দেখালেও কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। প্রোটোকল ভঙ্গ করা হয়েছে, কটাক্ষ করে ট্যুইট করলেন বিরোধী দলনেতা। জবাব দিয়েছে তৃণমূলও।
শান্তিপুরে এবার গঙ্গাপাড়ে ফাটল-আতঙ্ক। সম্প্রতি ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট ও গবারচরা এলাকায় গঙ্গার পাড়ে ফাটল দেখা যায়। ভিটেমাটি হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। গতকাল এলাকা পরিদর্শনে যান শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তাঁর দাবি, শীতের সময় এ ধরনের ফাটল ধরে। সেচ দফতরকে বিষয়টি জানানো হয়েছে।বিজেপির কটাক্ষ, বিধায়ক মাঝেমধ্যে গঙ্গার হাওয়া খেতে যান। স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেই।
বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে খুন করার অভিযোগ হাওড়ার লিলুয়ায়। ঝাড়খণ্ডের তোপচাঁচি এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। গ্রেফতার তিন।
অনলাইন শপিং সংস্থার গ্রাহকদের প্রতারণার অভিযোগ। রিফান্ডের টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে ফেলার অভিযোগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে গ্রেফতার সংস্থারই ক্যাশিয়ার।
পদ্মভূষণ পুরস্কার প্রাপক সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের নামের পাশে লেখা রয়েছে উত্তরপ্রদেশ। বাংলা হলে খুশি হতাম, প্রতিক্রিয়া শিল্পীর। সামনের মাসেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে এই ইস্যুকে কেন্দ্র করে একে অপরকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি।
৭৩তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে বণার্ঢ্য কুচকাওয়াজে অংশ নিল তিন বাহিনী ও পুলিশ। দিল্লির অনুষ্ঠানে বাদ পড়া রাজ্যের নেতাজি-ট্যাবলো ছিল এদিনের কুচকাওয়াজে। উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ।
সল্টলেকের AH ব্লকে লুঠের চেষ্টা, পুলিশকে কামড়ে, ৪৮ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সোমবার যে বাড়িতে দুষ্কৃতীরা লুঠের চেষ্টা করে, সেই বাড়ি গ্রিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। এলাকায় পেট্রোলিং বন্ধ। তাই নিজেরাই নিরাপত্তার ব্যবস্থা করছি, দাবি বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, গত ৪ মাসে এই এলাকায় ৩-৪ বার চুরি অথবা চুরির চেষ্টা হয়েছে। এরপরেও উদাসীন পুলিশ-প্রশাসন। নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত AH ব্লকের বাসিন্দারা
পারিবারিক বিবাদের জেরে বিমানবন্দর থানা এলাকার কালী পার্কে কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। গ্রেফতার নিহতের ভাইপো, বাবা, ভাই সহ ৪ জন। কাকার ছোট দুই ছেলে মেয়ের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
আনন্দপুর থানা এলাকায় এক মার্বেল ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ। গতকাল রাতে দোকানে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। ওই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত। গতকাল বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ রাজ্যপালের। তার রেশ গড়াল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। রাজ্যপালের মুখোমুখি হয়ে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে প্রতি নমস্কার জানালেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে দেখা গেল না স্বভাবসুলভ আন্তরিকতা
এবার থেকে ট্রাফিক আইন ভাঙলে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। এদিন রাসবিহারী মোড়ে দেখা গেল পুলিশি তত্পরতার ছবি। হেলমেটবিহীন বাইক সওয়ারিদের ১০০-র বদলে জরিমানা দিতে হচ্ছে হাজার টাকা। গাড়িতে লাইসেন্স না থাকলে প্রথমবার অপরাধের ক্ষেত্রে ৫০০, দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে দেড়হাজার টাকা দিতে হবে। বেপরোয়া গতির ক্ষেত্রে জরিমানার অঙ্ক একধাক্কায় বেড়ে হয়েছে ৫ হাজার টাকা। গাড়ি নিয়ে রেষারেষি করলে, প্রথমবার ধরা পড়লে দিতে হবে ৫ হাজার, দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে গুণতে হবে ১০ হাজার টাকা জরিমানা।
রেলের পরীক্ষার ফল ২ বছর পরেও প্রকাশ না হওয়ায়, চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র বিহারের গয়া স্টেশন। ভাবুয়া-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসের কামরায় লাগানো হল আগুন। পুলিশকে লক্ষ্য করে দফায় দফায় ইটবৃষ্টি হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। নামানো হয় র্যাফ।
দিলীপ ঘোষের পথে ‘পদ্ম’-প্রত্যাখ্যানকারীদের কটাক্ষ অনুপম হাজরার। ‘যাঁরা অপমানিত বোধ করে পদ্মভূষণ বা পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন’
‘শুনছি পরের বছর তাঁদের বঙ্গভূষণ বা বঙ্গশ্রী দেওয়া হবে এবং সেটি নিতেই হবে, প্রত্যাখ্যান করা যাবে না। ‘পদ্ম’ পুরস্কার প্রত্যাখ্যানকারীদের কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরার
সময়মতো ইঞ্জেকশন না দেওয়ায় দৃষ্টিশক্তি হারানোর অবস্থা রোগিণীর। চোখে স্ট্রোক হয়েছিল নৈহাটির বাসিন্দার। অক্টোবর মাসে এনআরএসের চক্ষু বিভাগে ভর্তি হন। এক মাসের ব্যবধানে দু’দফায় ২টি ইঞ্জেকশন দেওয়া হয়। ফেরে ডান চোখের দৃষ্টিশক্তি। তৃতীয় দফার ইঞ্জেকশন দিতে বিলম্ব, অভিযোগ পরিবারের। ডান চোখের হারানোর পথে নৈহাটির বাসিন্দা, দাবি পরিবারের। ‘এই ধরণের ইঞ্জেকশন বিশেষভাবে আনাতে হয়। মেডিক্যাল স্টোরে মজুত থাকে না। খোঁজ নিয়ে দেখা হচ্ছে’, প্রতিক্রিয়া এনআরএস কর্তৃপক্ষের
পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যর। স্বাস্থ্যের কথা ভেবে বাড়িতে আসতে বারণ, ট্যুইট করেছেন সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে, পদ্মশ্রী নেব না, মন চাইছে না, সম্মান প্রত্যাখ্যান নিয়ে দাবি করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। পদ্মশ্রী ফেরানোর দাবি পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়েরও। এখানে সবকিছু নিয়েই রাজনীতি হয়। কমিউনিস্টরা চিরকাল দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করে বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
পদ্মশ্রী প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ‘৯০ বছরের সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে। তাঁর ছাত্রতুল্যও নয় এমন দু’জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। বিদ্বেষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীর প্রস্তাব দেওয়া হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়রা পৃথিবীতে আসেন ভারতরত্নর জন্য নয়।' কেন্দ্রীয় সরকারকে আক্রমণ কবীর সুমনের
পরকীয়া সম্পর্কের জেরে খুন এক ব্যক্তি। লিলুয়া দাসপাড়া এলাকার বাসিন্দা বুদ্ধেশ্বর সাউ নামে ওই ব্যক্তি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তার মৃতদেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের তোপচাচি এলাকা থেকে। মৃতের পরিবারের অভিযোগ বুদ্ধেস্বর সাউকে তার পরিচিতরা খুন করেছে।
পদ্মশ্রী প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কবীর সুমন বলেছেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বাংলার প্রাণ। হাসির ওপারে চলে গেছে ভারত সরকার।‘সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান কেন্দ্রের। খুব খারাপ লাগছে। এই বয়সে এসে ধাক্কা খেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।’
প্রজাতন্ত্র দিবসে বাইক রেষারেষি জেরে পথ দুর্ঘটনায় জখম ৩। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের ওঠার মুখে। গড়িয়ার কালিতলা এলাকার ছয় যুবক কোলাঘাটের এক রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার পর বাড়ি ফেরার সময় তাদের দুটি বাইকে রেষারেষি কারণে দুর্ঘটনায় কবলে পড়েন। রক্তাক্ত অবস্থায় দুই যুবক প্রসেন হালদার ও প্রীতম পৈলানকে কোনা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা উদ্ধার করে প্রথমে কোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন।
পুরসভা ভোটের আগে রামপুরহাট শহরে বিজেপি দলের ভাঙন।এদিন বিজেপির যুব মোর্চার রামপুরহাট শহরে সহ সভাপতি নিত্য কালি মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তার হাতে পতাকা তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিষ বন্দোপাধ্যায়।
ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে মেডিক্যাল ক্যাম্পে হাজির শান্তনু ঠাকুর। জয়প্রকাশ মজুমদারের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন বিজেপি সাংসদ। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য বিজেপি।
বিধানসভায় বেনজির সংঘাত। ভবিষ্যতে রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে আগে কারণ জানতে চাইব। বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যর। স্বাস্থ্যের কথা ভেবে বাড়িতে আসতে বারণ, ট্যুইট করেছেন সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে, পদ্মশ্রী নেব না, মন চাইছে না, সম্মান প্রত্যাখ্যান নিয়ে দাবি করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। পদ্মশ্রী ফেরানোর দাবি পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়েরও। এখানে সবকিছু নিয়েই রাজনীতি হয়। কমিউনিস্টরা চিরকাল দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করে বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে মার্বেল ব্যবসায়ীর জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগ। ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, গতকাল ব্যবসায়ীর অনুপস্থিতিতে দোকানের কর্মচারীদের মারধর করে হুমকি দেয় দুষ্কৃতীরা। অনেকদিন ধরেই মার্বেল ব্যবসায়ীর দোকান ও জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ
একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত। গতকাল বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ। তার রেশ গড়াল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। রাজ্যপালের মুখোমুখি হয়ে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে প্রতি নমস্কার জানালেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে দেখা গেল না আন্তরিকতা। রাজ্যপাল তাঁর কাছে না আসা পর্যন্ত চেয়ার ছেড়ে ওঠেননি মুখ্যমন্ত্রী। বিদায় পর্বেও দেখা গেল একই ছবি।
সল্টলেকের এএইচ ব্লকে লুঠের চেষ্টা, পুলিশকে কামড়ে, ৪৮ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সোমবার যে বাড়িতে দুষ্কৃতীরা লুঠের চেষ্টা করে, সেই বাড়ি গ্রিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। এলাকায় পেট্রোলিং বন্ধ। তাই নিজেরাই নিরাপত্তার ব্যবস্থা করছি, দাবি বাসিন্দাদের।
রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্কে শুভেন্দু অধিকারী বলেছেন, স্বাধীনতার পর এই প্রথম এমনটা হল। নন্দীগ্রামে হারার যন্ত্রণা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এমনটা হয়েছে।
রেড রোডের প্যারেডেও এবার আমন্ত্রণ-বিতর্ক। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল না বিরোধী দলনেতাকে, খবর এএনআই সূত্রে।আমন্ত্রিতদের তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর। এই প্রথমবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। বেশি কিছু মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। কোভিড বিধির জেরে আজকের অনুষ্ঠানে হাজির সর্বোচ্চ ৬০ জন। উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।
এক সপ্তাহের মধ্যে খড়গপুরে বিজেপিতে ফের ভাঙন। দিলীপ ঘোষ শহরে থাকাকালীনই এবার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি।
চলন্ত তুলো বোঝাই গাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার লক্ষীপুল এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্র থেকে একটি তুলো বোঝাই ট্রাক যশোর রোড দিয়ে বনগাঁ যাবার পথে লক্ষীপুর এলাকায় হঠাৎ আগুন দেখতে পায় গাড়িচালক। গাড়ি থেকে নেমে পড়েন চালক। এরপরই খবর দেওয়া হয় হাবড়া থানায় ও হাবরা ফায়ার ব্রিগেডে। ট্রাকে যেহেতু তুলো বোঝাই ছিল, সেজন্য দ্রুত পুরো গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
৭৩ তম প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা।
কলকাতাতেও পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলুন সকলে মিলে দেশের সংবিধানের মৌলিক কাঠামো বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষা করার শপথ নিই। সংবিধানে উল্লিখিত ন্যায়বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সৌভ্রাতৃত্ব রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার চেষ্টা করি। সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং জওয়ানদের অভিবাদন জানাই, যাঁদের আত্মত্যাগ এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করে, আমাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। গণতন্ত্রের স্তম্ভ সমস্ত দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ।
পুরভোটের মুখে পুরুলিয়ার রঘুনাথপুর ফ্লেক্স ঘিরে বিতর্ক দানা বাধল। স্বচ্ছ পুরসভা গড়ার আহ্বান জানিয়ে ফ্লেক্স দেন শাসক দলের এক নেত্রী। আর এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
২০১৫ সালে পুরভোটের হিসেব জমা না দেওয়ায় বীরভূমের পাঁচটি পুরসভার ৩৩৪ জন প্রার্থীকে শোকজ বীরভূমের জেলাশাসকের। তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। এখনও সেই শোকজের জবাব দিয়েছেন বিজেপি ও নির্দল মিলিয়ে মোট ২০ জন।
তুফানগঞ্জে দলেরই প্রধানের বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূলের একাংশ। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন ব্লক সভাপতি। তবে জেলা সভাপতি দাবি করছেন, বিক্ষোভকারীরা দলের কেউ নন। এবিষয়ে অভিযুক্ত প্রধানের দাবি, তিনি কোনও অনৈতিক কাজ করেননি।
সিঙ্গুরে দুই ভাইকে খুন করার ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।।২১ জানুয়ারি সিঙ্গুরের মির্জাপুরে দুই ভাইকে প্রকাশ্যে ছুরি চালিয়ে খুনের অভিযোগ ওঠে উত্তম সাঁতরা নামে এক ব্যক্তির বিরুদ্ধে
আজও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। এদিকে, পারদের ওঠানামা অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক। পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। আর্থিক কারণে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ডোমজুড়ের বেগড়ী স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন এসএফআই কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে এসএফআই কর্মীরা ডোমজুড় থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, সরকারি ভর্তি ফি ২৪০ টাকার বেশি এক টাকাও বেশি নেওয়া যাবে না।
ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি স্থানীয় বিজেপি বিধায়ককে। অথচ উপস্থিত ছিলেন আশপাশ এলাকার কয়েকজন তৃণমূল বিধায়ক।পরোক্ষে ঘাটালের মানুষকেই অপমান, দাবি বিজেপি বিধায়কের। কাকে ডাকা হবে তা ঠিক করবে মেলা কমিটি, দাবি তৃণমূলের।
প্রেক্ষাপট
কলকাতা: পদ্মভূষণ (Padmabhushan) প্রত্যাখ্যান বুদ্ধদেবের (Buddhadeb Bhattacharya)। স্বাস্থ্যের কথা ভেবে বাড়িতে আসতে বারণ, ট্যুইট সূর্যর। রাজনৈতিক কারণ থাকতে পারে, কেন্দ্রীয় সূত্রের দাবিকে উদ্ধৃত এএনআইয়ের।
কংগ্রেস নেতা গুলাম নবিকে পদ্মশ্রী সম্মান। গোলাম নয়, আজাদ হতে চেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। নাম না করে নবিকে খোঁচা জয়রাম রমেশের।
পদ্মশ্রী নেব না, মন চাইছে না, সম্মান প্রত্যাখ্যান নিয়ে দাবি সন্ধ্যা মুখোপাধ্যায়ের। পদ্মশ্রী ফেরানোর দাবি পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়েরও।
পদ্মভূষণ পাচ্ছেন উস্তাদ রাশিদ খান, ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সম্মান পাচ্ছেন সুন্দর পিচাই, সত্য নাদেলা। পদ্মশ্রী পাচ্ছেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া।
দলের কোপে পড়ার পরেই বিস্ফোরক জয়প্রকাশ। বহিরাগত এনে বঙ্গ বিজেপিকে দুর্বল করে দেখানোর চেষ্টার অভিযোগ।
ভোটে ভরাডুবির পরেও কাউকে কিছু বলতে দেওয়া হয়নি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও আক্রমণে জয়প্রকাশ।
সাময়িক বরখাস্তের পরেই জয়প্রকাশের নিশানায় সুকান্ত-অমিতাভ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন কমিটি নিয়ে কটাক্ষ।
যারা মমতা, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সুবিধে পেয়েছেন, তারাই চক্রান্তের নেপথ্যে। সাময়িক বরখাস্ত নিয়ে বিস্ফোরক রীতেশ।
দলের নীতি মেনেই সাময়িক বরখাস্ত করা হয়েছে জয়প্রকাশ-রীতেশকে। ২ বিক্ষুব্ধর আক্রমণের জবাবে পাল্টা সুকান্ত।
৭ মার্চ বালিগঞ্জ, আসানসোলে উপনির্বাচন চায় কমিশন। উত্তরপ্রদেশে শেষ দফার সঙ্গেই ভোটের প্রস্তুতি। সরস্বতী পুজোর পরেই প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি।
বেপরোয়া গতিতে দুর্ঘটনা, লাগাম টানতে জরিমানা বাড়াল রাজ্য। হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা। (বাইট-ফিরহাদ--)
বেপরোয়ায় জরিমানা-বৃদ্ধি
১ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হচ্ছে পাড়ায় সমাধান। ১৫ ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার। মার্চের মধ্যেই আবেদনের নিষ্পত্তি করতে নির্দেশ।
প্রজাতন্ত্র দিবসের আগের কলকাতায় নিরাপত্তায় কড়াকড়ি। শহরের একাধিক জায়গায় নাকা চেকিং। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -