West Bengal News Live Updates: ভরসন্ধেয় ভবানীপুরে ভাঙল পরিত্যক্ত পাম্প হাউস, একজনের মৃত্যু !
West Bengal Live Updates : জেলা থেকে শহর, সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকেই...
ভরসন্ধেয় ভবানীপুরে ভাঙল পরিত্যক্ত পাম্প হাউস, একজনের মৃত্যু। ভবানীপুরের পূর্ণ দাস রোডে পরিত্যক্ত পাম্প হাউস ভেঙে মৃত্যু। পুরসভার পরিত্যক্ত পাম্প হাউসের একাংশ ভেঙে বিপত্তি। পাম্প হাউস ভেঙে ঝাড়খণ্ডের বাসিন্দা পাপ্পু দাসের মৃত্যু।পরিত্যক্ত পাম্প হাউসগুলি কী অবস্থায়? খতিয়ে দেখার নির্দেশ মেয়রের । স্থানীয় একটি খাবারের দোকানে কাজ করতে মৃত পাপ্পু: সূত্র ।
পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিডিও অফিসে সিপিএম-এর বিক্ষোভ। জোর করে বিডিও অফিসের ভিতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাঁকুড়ার বড়জোড়ার ঘটনা। পরে সিপিএম-এর প্রতিনিধিরা বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন।
ফের বোমাবিদ্ধ শৈশব ! নন্দীগ্রামের রেয়াপাড়ায় বোমা ফেটে জখম বালক। রাস্তার ধারে পড়ে থাকা বোমা ফেটে জখম। ঘটনাস্থল থেকে ২টি তাজা বোমা উদ্ধার।
পঞ্চায়েত ভোটে হিংসায় সিবিআই তদন্তের সুপারিশ। বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে সিবিআই তদন্ত দাবি। বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে সুপারিশ বিজেপির কেন্দ্রীয় দলের। রাজ্যে ভোট-হিংসা নিয়ে রিপোর্ট জমা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের। জে পি নাড্ডার কাছে রিপোর্ট দিল রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
উত্তর ২৪ পরগনায় ক্রমশ ছড়াচ্ছে ডেঙ্গি আতঙ্ক। এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় কয়েক গুণ বেশি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০০-এর বেশি। শহরের তুলনায় বেশি আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষরা
সবথেকে খারাপ অবস্থা আমডাঙা ব্লকের। রাজ্যে ডেঙ্গির দাপট, ১২ দিনে মৃত্যু হয়েছে ৭ জন ডেঙ্গি আক্রান্তের।
মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। ২ সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ এনএইচআরসির। মুখ্যসচিব ও ডিজিপি-কেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ১৮ জুলাই বামনগোলায় চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে ফাঁড়ি ভাঙচুরকাণ্ডে নির্যাতিতাদেরই গ্রেফতার। সমালোচনার মুখে পড়ে ভুল কবুল পুলিশের, যদিও ঘটনার দিন তারা ফাঁড়ির এলাকায় যাননি, ভাঙচুরেও যুক্ত ছিলেন না বলে দাবি করেন তাঁরা। ৭দিন পর গতকাল জামিনে জেল থেকে ছাড়া পান ২ নির্যাতিতা।
মনোনয়ন পর্ব থেকে ভোট, ভাঙ়ড়ে সন্ত্রাস ও আইএসএফ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন নৌশাদ সিদ্দিকি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি। মঙ্গলবার প্রধান বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠান। এদিন অভিষেকের আইনজীবী মামলার দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবার মামলার শুনানি সম্ভব। ইডির আইনজীবী আদালতে আশ্বাস দেন সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়।
ভোট হিংসায় ৩০ দিনে ১৮ জনের মৃত্যু। মুর্শিদাবাদের রানিনগরের রায়পুর গ্রামে কংগ্রেস কর্মী খুন। নিহত কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলের বাড়িতে অধীর চৌধুরী। পুলিশের সঙ্গে বচসা প্রদেশ কংগ্রেস সভাপতির। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের
ভোটের পরও বোমা-বারুদের স্তুপে মুর্শিদাবাদ। এবার খড়গ্রামের সুন্দরপুরে জঙ্গলে মিলল বোমা। পুলিশ সূত্রে খবর, ৪ জুলাই খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হন চার জন। পরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই সুন্দরপুরে বোমার হদিশ মিলেছে। ২টি বালতিতে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
ভোটের পরও বোমা-বারুদের স্তুপে মুর্শিদাবাদ। এবার খড়গ্রামের সুন্দরপুরে জঙ্গলে মিলল বোমা। পুলিশ সূত্রে খবর, ৪ জুলাই খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হন চার জন
পরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই সুন্দরপুরে বোমার হদিশ মিলেছে । ২টি বালতিতে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে । মুর্শিদাবাদের হরিহরপাড়ার আইসিডিএস সেন্টারের পাশ থেকেও মিলল বোমা। উদ্ধার ৯টি সকেট বোমা। ঘটনাস্থলে গেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজারে বিজেপির মহিলা মোর্চার অবস্থান বিক্ষোভ। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ শুরু।
কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যু । মৃত নির্যাতিতার বাবাকে নিয়ে টানাটানি তৃণমূল ও বিজেপির । নারী নির্যাতন ঘিরে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে মৃত্যু হল কোচবিহারের নাবালিকার ।
১৮ জুলাই স্কুল থেকে ফেরার পথে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল নাবালিকা । আজ সকালে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পঞ্চায়েত ভোটে হিংসায় সিবিআই তদন্তের দাবি। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি। বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে সিবিআই তদন্ত দাবি। বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে সুপারিশ বিজেপির কেন্দ্রীয় দলের। রাজ্যে ভোট-হিংসা নিয়ে রিপোর্ট জমা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের।
নারী নিগ্রহ! অত্যাচার! হেনস্থা! আর এ নিয়ে বুধবার দুই ছবি দেখা গেল সংসদ ও বিধানসভায়। মণিপুর নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল হল সংসদ।
আইএসএফ মহিলা সমর্থককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বাড়ির ভিতরে ঢুকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাটাডাঙ্গা এলাকায়। কাশীপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশের দাবি ১৪৪ অমান্য করায় প্রাথমিক তদন্তের জন্য এলাকায় যাওয়া হয়েছিলো। মারধরের কোন ঘটনা ঘটেনি
বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে এক মহিলা ও যুবককে বেঁধে রেখে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। অমানবিক ছবি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। নারায়ণপুর তৃতীয়ঘেরি এলাকার বাসিন্দা ওই মহিলা। তাঁর স্বামী মৎস্যজীবী, অধিকাংশ সময়েই বাড়িতে থাকেন না। প্রতিবেশীদের দাবি, গতকাল রাতে এলাকারই এক যুবককে ওই মহিলার ঘর থেকে হাতেনাতে ধরা হয়। তারপরই তাদের রাতভর বেঁধে রেখে মারধর, অত্যাচার করা হয়। সকালে কাকদ্বীপ থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ। শিক্ষা দফতরের সচিবকে পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। মধুসূদন ভট্টাচার্যকে বরখাস্তের নির্দেশ। পর্ষদের কর্মচারীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। চেয়ারম্যানকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। অসুস্থ ছিলেন তাই এই কাজ করেছেন, আদালতে ক্ষমা চেয়ে বললেন মধুসূদন ভট্টাচার্য। 'অসুস্থ হলে পদত্যাগ করুন অন্য লোক কাজ করবেন। আমি মনে করি আপনি শারীরিক ভাবে এই পদে কাজ করতে অপারগ, প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শিক্ষা সচিব চেয়ারম্যানকে সরানোর বিষয় উপযুক্ত পদক্ষেপ নিক, নির্দেশ আদালতের।
পঞ্চায়েত ভোটে হিংসায় সিবিআই তদন্তের সুপারিশ। বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে সিবিআই তদন্ত দাবি। বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে সুপারিশ বিজেপির কেন্দ্রীয় দলের। রাজ্যে ভোট-হিংসা নিয়ে রিপোর্ট জমা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের। জে পি নাড্ডার কাছে রিপোর্ট দিল রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম
মনোনয়ন পর্ব থেকে ভোট, ভাঙড়ে সন্ত্রাস ও আইএসএফ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন নৌশাদ সিদ্দিকি।
নারী নির্যাতন নিয়ে বিধানসভায় অগ্নিমিত্রা পালের আনা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব নিয়ে তুলকালাম। দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পড়তে বাধা দেওয়ার অভিযোগ। বিধানসভা থেকে ওয়াক আউট, বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ বিজেপি বিধায়কদের ।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রকাশ্যে তৃণমূলের বিবাদ। সচিয়াখালি গ্রামে যুব তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। যুব তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলেরই বিরুদ্ধে। উদ্ধার হল তাজা বোমাও । স্থানীয় তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছে।
পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রকাশ্যে তৃণমূলের বিবাদ। সচিয়াখালি গ্রামে যুব তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উদ্ধার হল তাজা বোমাও। গতকাল রাতে যুব তৃণমূল কর্মী রফিকুল মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছে।
পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রকাশ্যে তৃণমূলের বিবাদ। সচিয়াখালি গ্রামে যুব তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উদ্ধার হল তাজা বোমাও। গতকাল রাতে যুব তৃণমূল কর্মী রফিকুল মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছে
কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ নগর দায়রা আদালতে পেশ করা হবে। তবে তিনি অসুস্থ থাকায় সশরীরে তাঁকে হাজির নাও করানো হতে পারে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি। ইডির আইনজীবী এসভি রাজু আদালতে এই আশ্বাস দিয়েছেন । মঙ্গলবার প্রধান বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠান । এদিন অভিষেকের আইনজীবী মামলার দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবার মামলার শুনানি সম্ভব । ইডির আইনজীবী আদালতে আশ্বাস দেন সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল সংস্কার ও মেস চালুর দাবিতে অবস্থান-বিক্ষোভে পড়ুয়ারা। গতকাল বিকেল থেকে ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে
চলছে অবস্থান। অবস্থানের জেরে রাতভর অফিসেই আটকে ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্স । যদিও বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, তাঁদের ঘেরাও করা হয়নি। তাঁদের দাবি, শান্তিপূর্ণ অবস্থান চলছে, চাইলে তাঁরা বেরিয়ে যেতে পারেন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল সংস্কার ও মেস চালুর দাবিতে অবস্থান-বিক্ষোভে পড়ুয়ারা। গতকাল বিকেল থেকে ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। যার জেরে ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্স রাতভর অফিসেই আটকে রয়েছেন। যদিও বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, তাঁদের ঘেরাও করা হয়নি। শান্তিপূর্ণ অবস্থান চলছে। চাইলে তাঁরা বেরিয়ে যেতে পারেন।
ভোট মিটলেও অশান্তি থামার নাম নেই। বীরভূমে ফের বোমা উদ্ধার হল । এবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে মিলল বোমা ভর্তি ড্রাম । রাস্তার পাশে জঙ্গলে তিনটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে । এলাকা ঘিরে রেখেছে পুলিশ, বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
মালদার বামনগোলায় ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। দুই সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে। এনএইচআরসি। মুখ্যসচিব ও ডিজিপি-কেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গত ১৮ জুলাই বামনগোলায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে নালাগোলা ফাঁড়ি ভাঙচুরকাণ্ডে নির্যাতিতাদেরই গ্রেফতার করে পুলিশ। যদিও ঘটনার দিন তারা ফাঁড়ির এলাকায় যাননি, ভাঙচুরেও যুক্ত ছিলেন না বলে দাবি করেন তাঁরা। ৭দিন পর গতকাল জামিনে জেল থেকে ছাড়া পান ২ নির্য়াতিতা
প্রাথমিকে পোস্টিং-দুর্নীতির মামলায় আজ ফের মানিক ভট্টাচার্যকে জেরা করবে সিবিআই। হাইকোর্টের নির্দেশে গতকালও রাত ১২টা পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতিকে জেরা করে CBI। প্রাথমিকে পোস্টিং দুর্নীতির অভিযোগ করে হাইকোর্টে মামলা করেন মুর্শিদাবাদ-বাঁকুড়া-বীরভূম-হুগলি, এই চার জেলার শতাধিক প্রার্থী। ডিজাইনড কোরাপশন, নিয়োগ দুর্নীতির থেকে এই দুর্নীতির চরিত্র আলাদা, উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে FIR করে মানিককে হেফাজতে নিতে পারে সিবিআই, নির্দেশ বিচারপতির। গতকাল মামলার শুনানিতে তিনি বলেন, বলা হয়েছিল হোম ডিস্ট্রিক্টে শূন্যপদ নেই, ফলে বাধ্য হয়ে দূরের জেলায় চাকরি গ্রহণ করেন বহু শিক্ষক। ঠিক ২৩ দিন পরে ফের শূন্যপদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায় তাঁদের জেলায় শূন্যপদ আছে। মাত্র ২৩ দিনে কী করে তৈরি হল এই শূন্যপদ? প্রশ্ন তোলেন বিচারপতি।
কয়লাপাচারকাণ্ডের তদন্তে ফের ইডির হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি থাকার কারণে দিল্লিতে হাজিরা দিতে না পারার কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে মোট ১০বার মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
২১ জুলাই বিডিও অফিস ঘেরাও কমর্সূচিতে বিডিও, মহকুমা শাসকদের হুমকি-হুঁশিয়ারির দেওয়ার অভিযোগ। আরও এক বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের করল তৃণমূল। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে FIR দায়ের করলেন তৃণমূলের এক কাউন্সিলর। অন্যদিকে, একই ইস্যুতে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে।
শরীর দুর্বল, মাথা ঘোরা, অস্থিরভাব ও আচমকা রক্তক্ষরণের মতো ডেঙ্গির উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। জেলায় জেলায় ডেঙ্গি মোকাবিলায় তৎপর স্বাস্থ্য দফতরও। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে রিপোর্ট জমা দিয়েছে তাদের টিম।
প্রেক্ষাপট
কলকাতা: ডিজাইনড কোরাপশন, পোস্টিং দুর্নীতি মামলায় সিবিআইকে (CBI) জেলে গিয়ে মানিককে জেরার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। বিচারপতির নির্দেশে রাতেই প্রেসিডেন্সি জেলে গিয়ে ২ ঘণ্টা জেরা।
গা ছাড়া মনোভাবে সরাসরি জানাব প্রধানমন্ত্রীকে (Narendra Modi)। কড়া পদক্ষেপ নেব। সবকিছু করছি, কিন্তু ভগবান কিছু করছেন না। ভগবান কে জানেন তো ? কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
পূর্ব মেদিনীপুরে ২০১২ সালের প্রাইমারি নিয়োগে স্বজনপোষণের অভিযোগ। আদালতের নির্দেশ কার্যকর না করায় শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ আদালতের।
কেন ২০১৬-র পরীক্ষার নিয়োগের দায়িত্ব ২ বছর পর উপদেষ্টা কমিটির হাতে? শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার একসঙ্গে ৩টি দফতরকে চিঠি সিবিআইয়ের।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের রক্ষাকবচ আবেদনের শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই। জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
মালদায় বিবস্ত্র করে মারধর, ৬ দিন পর জেল থেকে ছাড়া পেলেন ২ নির্যাতিতা।
কেন মিথ্যা মামলায় দুই নির্যাতিতাকে গ্রেফতার, খতিয়ে দেখছে জেলা পুলিশ। কেন সাজা হবে না দায়ী পুলিশকর্মীদের ? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই রাজভবনে মুখ্যমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ। দুটি আর্থিক বিল নিয়ে আলোচনা, বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী।
জরুরি তলব, দিল্লি গেলেন শুভেন্দু। অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। চূড়ান্ত হবে রোডম্যাপ, আশা বিরোধী দলনেতার। সপরিবারে মোদির সঙ্গে সাক্ষাৎ সুকান্তর।
এবার বিরোধী জোটের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা প্রধানমন্ত্রীর। ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআইতেও তো ইন্ডিয়া আছে। বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে মন্তব্য নরেন্দ্র মোদির।
যাই বলুন আমরা ইন্ডিয়া। ট্যুইট রাহুল গাঁধীর। ইন্ডিয়া নাম পছন্দ হয়েছে মোদির, এটা বোঝা যাচ্ছে, পাল্টা মমতা। বিরোধী জোট নিয়ে আতঙ্কের বহিঃপ্রকাশ, আক্রমণ বামেদের।
মণিপুরকাণ্ডে আজ মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা বিরোধীদের। অগ্রণী ভূমিকা কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের। আজ থেকে একমাস রাস্তায় মহিলা তৃণমূল কংগ্রেস।
সুব্রত ঠাকুরের পর অশোক কীর্তনিয়া। বিডিও অফিস ঘেরাও কমর্সূচিতে হুমকির ঘটনায় বনগাঁ ও গাইঘাটা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। শুভেন্দুর নামেও এফআইআর।
বাড়ছে ডেঙ্গির প্রকোপ, ১২ দিনে সাতজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বাংলাদেশ থেকে এলে ইমিগ্রেশনের সময় রক্ত পরীক্ষা। থানাগুলিকে অ্যাডভাইসরি জারি লালবাজারের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -