West Bengal News Live: প্রেসিডেন্সিতে প্রেম করলে 'ধরপাকড়', ফুল-প্রেমের গান দিয়ে অভিনব প্রতিবাদ

Get the latest West Bengal News and Live Updates: সব জেলার সব খবরের আপডেট একনজরে

ABP Ananda Last Updated: 26 Jun 2023 11:55 PM
WB News Live Updates: ওন্দার দুর্ঘটনায় সাসপেন্ড রেলকর্মী

ওন্দায় মালগাড়ি দুর্ঘটনায় লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং দু'জন চিফ লোকো ইন্সপেক্টরকে সাসপেন্ড করল রেল। চালকদের প্রশিক্ষণেই গাফিলতি ছিল? চিফ লোকো ইন্সপেক্টরদের সাসপেন্ডের পর উঠছে প্রশ্ন।

West Bengal News Live: পূর্বস্থলীতে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হল ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা

পূর্বস্থলীতে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হল ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা। বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতার ছেলে ও ২ ভাইকে। পরিবারের সদস্যদের একাংশের সঙ্গে তৃণমূল চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছে, অভিযোগ তুলেছেন বিজেপি নেতা!

WB News Live Updates: পঞ্চায়েত ভোট ঘিরে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ, চলল গুলি!

পঞ্চায়েত ভোট ঘিরে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ, চলল গুলি!  সিপিএম-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ডোমকল, ৪জন গুলিবিদ্ধ! সিপিএমের মিছিল থেকে হামলা, গুলি চলার অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই গুলি, পাল্টা দাবি সিপিএমের। কাল অভিষেকের রোড শো, তার আগে ফের উত্তপ্ত ডোমকল।

West Bengal News Live: নিউ ব্যারাকপুরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ

নিউ ব্যারাকপুরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী-সমর্থকরা। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 

WB News Live Updates: প্রেসিডেন্সিতে প্রেম করলে 'ধরপাকড়', ফুল-প্রেমের গান দিয়ে অভিনব প্রতিবাদ

প্রেসিডেন্সিতে প্রেম করলে 'ধরপাকড়'। চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের একাংশের। ফুল , প্রেমের গান দিয়ে অভিনব প্রতিবাদ।  কর্তৃপক্ষের প্রস্তাবিত আচরণ বিধির পাল্টা প্রতিবাদ পড়ুয়াদের। 'অত্যন্ত ব্যক্তিগত ঘটনা ঘটছে ক্যাম্পাসে, ছাত্র-অভিভাবকদের কাউন্সেলিং করছি', দাবি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 'আন্দোলনের চাপে এখনই কোনও আচরণবিধি নয়', জানিয়েছে কর্তৃপক্ষ, দাবি এসএফআইয়ের।

West Bengal News Live: ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় পুলিশের!

ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় পুলিশের! বিজেপির জেলা পরিষদের প্রার্থী শুভঙ্কর মাহাতোকে মারধর। সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্ত বিজেপি প্রার্থী ক্যান্সার আক্রান্ত, দাবি পরিবারের। প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।

WB News Live Updates: ফের বোমার স্তূপে মুর্শিদাবাদ, ডোমকলে বিস্ফোরণ

ফের বোমার স্তূপে মুর্শিদাবাদ, ডোমকলে বিস্ফোরণ। ডোমকল পুর এলাকার মানিকনগরে বিস্ফোরণ, আহত ১। বিস্ফোরণের পরেই আহত মহিলা-সহ বাড়ির সদস্যরা উধাও।
বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, সন্দেহ স্থানীয়দের।

West Bengal News Live: হুঁশিয়ারি সব্যসাচী দত্তর

 পঞ্চায়েত ভোট ঘিরে ভাঙড়ে সন্ত্রাস। তিন রাজনৈতিক কর্মীর প্রাণহানি। এর জন্য পুলিশকে দায়ী করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। আইএসএফের কাছে এত বোমা আসছে কী করে, পুলিশ সেটা দেখুক। আমাদের সরকার চলে যেতে পারে মনে করে কেউ কেউ আইএসএফের কোলে ঝোল টানতে চাইছে। আমার, সওকতের, আরাবুলের কাছে হিসেব রয়েছে। হিসেব রেখেছেন মুখ্যমন্ত্রীও। অতএব সাবধান। শনিবার ভাঙড়ের সভা থেকে পুলিশকে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান।

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আবেদন জানিয়ে এবার হাইকোর্টে নৌশাদ

পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আবেদন জানিয়ে এবার হাইকোর্টে নৌশাদ। 'পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না দেওয়া গেলে বাড়ানো হোক ভোটের দফা', পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আর্জিতে হাইকোর্টে আইএসএফ বিধায়ক। হাইকোর্টে আইএসএফ বিধায়ক, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

West Bengal News Live: রায়নায় পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে পুলিশকে বেনজির আক্রমণ রুদ্রনীল ঘোষের

রায়নায় পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে পুলিশকে বেনজির আক্রমণ রুদ্রনীল ঘোষের। 'সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না বলে রাস্তায় বসে, কিন্তু পুলিশ রাস্তায় বসে নেই, কারণ ওরা চোরেদের পাহারা দেয়, চুরির টাকার ভাগ না পেলে পুলিশও রাস্তায় বসত,' পুলিশকে নিশানা করে মন্তব্য বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের।

WB News Live Updates: ভোটের মুখে মুর্শিদাবাদে ভোট-সন্ত্রাস, গুলিবিদ্ধ ৪

সকালে বোমাবাজি, বিকেলে গুলিবৃষ্টি! মুর্শিদাবাদে ভোট-সন্ত্রাস, গুলিবিদ্ধ ৪। ডোমকলে গুলিবিদ্ধ ৪ দলীয় কর্মী, দাবি তৃণমূলের। সিপিএম-তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ  ৪। সিপিএমের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আগামীকাল অভিষেকের রোড শোয়ের আগে ফের উত্তপ্ত ডোমকল।

West Bengal News Live: দলীয় পতাকা লাগানোয় চোখ ফাটল বিজেপি কর্মীর!

দলীয় পতাকা লাগানোয় চোখ ফাটল বিজেপি কর্মীর! পটাশপুরে বিজেপি কর্মীর উপর হামলা, ফাটল ডান চোখ!  রড দিয়ে হামলা, ডান চোখ নষ্টই হয়ে গেল বিজেপি কর্মীর!

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আবেদন জানিয়ে এবার হাইকোর্টে নৌশাদ

পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আবেদন জানিয়ে এবার হাইকোর্টে নৌশাদ। 'পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না দেওয়া গেলে বাড়ানো হোক ভোটের দফা', পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আর্জিতে হাইকোর্টে আইএসএফ বিধায়ক।ৃ হাইকোর্টে আইএসএফ বিধায়ক, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

West Bengal News Live: সিপিএম-কংগ্রেস-বিজেপিকে নিশানা মমতার

সিপিএম-কংগ্রেস-বিজেপিকে নিশানা মমতার। 'সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে, আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি, আর এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে',। কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়, কোচবিহারের সভায় আক্রমণ মমতার

WB News Live Updates: বিজেপি জানে কেষ্টর মতো গুন্ডাকে কীভাবে সোজা করতে হয়: শুভেন্দু অধিকারী

'বিরোধীদের পতাকা নিয়ে বেরোনোর পথ করে দিয়েছে বিজেপি। হুগলিতে বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি। জাঙ্গিপাড়ায় বিডিও অফিস খোলা রেখে গ্রামে তাণ্ডব চলেছে। হামলার মুখে ১১৯টি আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি, আমরা এখানে এলাম, লোকসভা ভোটে বিজয় মিছিল করব', হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: বইপ্রকাশ নিয়েও এবার রাজ্যপালকে আক্রমণ কুণাল ঘোষের

বইপ্রকাশ নিয়েও এবার রাজ্যপালকে আক্রমণ কুণাল ঘোষের। 'রাজ্যপাল বই লিখতে পারেন, কিন্তু প্রকাশকের জায়গায় রাজভবন থাকতে পারে না। অশোক স্তম্ভের ছবিও ব্যবহার করা যায় না। আনন্দ বোস বেআইনি কাজ করছেন, অবিলম্বে সংশোধন করুন।' রাজ্যপালকে নিশানা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। যদিও রাজ্যপাল এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দেননি।

WB News Live Updates: মথুরাপুরে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এবার মথুরাপুরে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ।

West Bengal News Live: 'যেখানে ভোট-অশান্তি সেখানেই যাব', ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও গিয়ে বললেন রাজ্যপাল

'যেখানে ভোট-অশান্তি সেখানেই যাব', ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও গিয়ে বললেন রাজ্যপাল। সন্ত্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে চান রাজ্যপাল। তিনি বলেন, 'সন্ত্রাসের ঘটনা ঘটলেও বেছে বেছে রিপোর্ট পাঠানো হয়েছে। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই।' প্রশাসনকে নিশানা করে ফের বললেন রাজ্যপাল।

WB News Live Updates: দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল

দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলাকালীন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। ২৮ জুন ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকের ডাক রাজ্যপালের। বৈঠকে আসতে বাধার চেষ্টার অভিযোগ, খবর পেয়েই হাজির রাজ্যপাল। সূত্রের খবর,  রাজ্যপালের উপাচার্যদের উপর চাপ তৈরির তৈরির অভিযোগ উঠেছে। রাজ্যপাল নিজেই খবর পেয়ে এসেছেন, দাবি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় রাজ্যপালকে কালো পতাকা দেখানোর চেষ্টা। রাজ্যপালকে কালো পতাকা দেখানোর চেষ্টা তৃণমূল ছাত্র পরিষদের।

West Bengal News Live: লেকটাউন ঘড়ি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, চুরি করে পালাতে গিয়েই ধাক্কা

চুরি করা বাস নিয়ে পালাতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা। লেকটাউন ঘড়ি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। রাত ৩টে নাগাদ ঘটে দুর্ঘটনা। পুলিশ দেখে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা বাসচালকের। রাত দেড়টা নাগাদ বাগুইআটি বাসস্ট্যান্ড থেকে ৪৪ নম্বর রুটের বাস নিয়ে পালাচ্ছিল বাসচালক। মত্ত থাকার অভিযোগে বছরখানেক আগে চাকরি যায় ৪৪ নম্বর রুটের ওই বাসচালকের। বাস চুরি করে তেল বিক্রির পরিকল্পনা ছিল চালকের, পুলিশ সূত্রে খবর।


 

WB News Live Updates: সিউড়ির পর খয়রাশোল, ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়

সিউড়ির পর খয়রাশোল, ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়। বীরভূমে নিজের কেন্দ্রে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। ভোট প্রচারে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী। সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে নালিশ গ্রামবাসীদের। ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান শতাব্দী।

West Bengal News Live: সিপিএম-কংগ্রেস-বিজেপিকে নিশানা মমতার

সিপিএম-কংগ্রেস-বিজেপিকে নিশানা মমতার। 'সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে, আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি, আর এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে, মহাঘোঁট ভেঙে দেব, দিল্লিতে মহাজোটই হবে। মহাজোট হবে দিল্লিতে, বাংলা আমরা দেখে নেব। অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না,' কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়, কোচবিহারের সভায় আক্রমণ মমতার।

WB News Live Updates: সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা প্রেসিডেন্সি জেলের চিকিৎসকের

সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা প্রেসিডেন্সি জেলের চিকিৎসকের
কুন্তল ঘোষের চিঠি মামলায় জেলের ডাক্তার পি কে ঘোষকে জিজ্ঞাসাবাদ
জেলে কুন্তলের কোনও চিকিৎসা হয়েছিল কি? 
সে সময় চিঠির বিষয়ে কুন্তল কিছু বলেছিলেন? 
কীভাবে লেখা হল চিঠি? জানতে চায় সিবিআই 

West Bengal News Live: উলুবেড়িয়া ১-এর বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ

উলুবেড়িয়া ১-এর বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ
এক সদস্যের কমিশন গঠন করল কমিশন
অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ
সিবিআই তদন্তের মত উপাদান এই মামলায় নেই, জানাল ডিভিশন বেঞ্চ
নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা
চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, সেই মামলায় এই নির্দেশ
৩ সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিন্হার কাছে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ

WB News Live Updates: লেকটাউন ঘড়ি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

চুরি করা বাস নিয়ে পালাতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা
লেকটাউন ঘড়ি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
রাত ৩টে নাগাদ ঘটে দুর্ঘটনা
পুলিশ দেখে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা বাসচালকের
রাত ১.৩০ নাগাদ বাগুইআটি বাসস্ট্যান্ড থেকে ৪৪ নম্বর রুটের বাস নিয়ে পালাচ্ছিল বাসচালক

West Bengal News Live: 'সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে,' নিশানা মমতার

সিপিএম-কংগ্রেস-বিজেপিকে নিশানা মমতার
'সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে'
'আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি'
'আর এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে'
'মহাঘোঁট ভেঙে দেব, দিল্লিতে মহাজোটই হবে'
'অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না'
কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়, কোচবিহারের সভায় আক্রমণ মমতার

WB News Live Updates: উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে বাড়ির কাছেই খুন হোটেল ব্যবসায়ী

উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে বাড়ির কাছেই খুন হোটেল ব্যবসায়ী। মৃতের নাম নিত্যরঞ্জন বিশ্বাস। মৃতের পরিবারের দাবি, গতকাল বিকেলে হোটেলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর ৪৩-এর ব্যবসায়ী। রাতে এক প্রতিবেশী বাড়ির কাছেই ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, আগে মাদক-পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন ওই হোটেল ব্যবসায়ী। পুরনো শত্রুতা নাকি, ব্যবসায়িক বিবাদ, কী কারণে খুন খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। একজনকে আটক করা হয়েছে।

West Bengal News Live: ' কাউকে টাকা দেবেন না, আমরা চুরি করতে দেব না' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

' কাউকে টাকা দেবেন না, আমরা চুরি করতে দেব না'
আমরা চাই মানুষের পঞ্চায়েত, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন নৌশাদ সিদ্দিকি

হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেও রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন নৌশাদ সিদ্দিকি

West Bengal News Live: কোচবিহারে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেই বিএসএফ-কে নিশানা মমতার

কোচবিহারে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেই বিএসএফ-কে নিশানা মমতার

WB News Live Updates: এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা

এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা

West Bengal News Live: সাতসকালে কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীর বাড়ির দুয়ারে বোমা

সাতসকালে কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীর বাড়ির দুয়ারে বোমা। দিনহাটা ১ নম্বর ব্লকের পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় বিজেপি কর্মী দীপঙ্কর রায়ের বাড়ির সামনে একটি তাজা বোমা উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, ভয় দেখাতে তৃণমূলই বোমা রেখে গিয়েছে। বোমা-রাজনীতি আমাদের সংস্কৃতি নয়, দাবি তৃণমূলের। 

WB News Live Updates: বকেয়া আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাদাররা

বকেয়া আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাদাররা। বাকি থাকা টাকা না পেলে কাজ না করার প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়েছে পিএইচই কনস্ট্রাক্টরস অ্য়াসোসিয়েশন। ঠিকাদারদের অভিযোগ ২০২১ সালের বিধানসভা ভোটের পর কেটে গিয়েছে ২ বছর। এখনও বকেয়া টাকা পাননি তাঁরা। 

West Bengal News Live: বিকাশ ভবন থেকে উধাও রাজ্য সরকারের গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল

তদন্ত চলাকালীনই বিকাশ ভবন থেকে উধাও রাজ্য সরকারের গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল। SSC-র তরফে ওই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সিবিআইকে জানানো হয়েছে, খবর সূত্রের। সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্যদের জেরা করে ওই ফাইলের কথা জানা যায়। তদন্তের জন্য ওই ফাইল চেয়ে SSC-কে নোটিস পাঠায় সিবিআই। সূত্রের খবর, SSC-র তরফে সিবিআইকে চিঠি দিয়ে জানানো হয়, ওই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। গতবছরের জুনে ফাইল মিসিংয়ের অভিযোগে বিধাননগর উত্তর থানায় জেনারেল ডায়েরি করা হয়। ওই জেনারেল ডায়েরির কপিও সিবিআইকে পাঠিয়েছে কমিশন। খবর সূত্রের। 

WB News Live Updates: বেলঘরিয়া পূর্বপাড়ায় বাড়ি থেকে উদ্ধার হল দুই ভাইদের পচাগলা দেহ

বেলঘরিয়া পূর্বপাড়ায় বাড়ি থেকে উদ্ধার হল দুই ভাইদের পচাগলা দেহ। মৃত ৬৮ বছরের ধীরেন্দ্র দে ও তাঁর ভাই ৬৪ বছরের বীরেন্দ্র অকৃতদার ছিলেন। একসঙ্গে থাকতেন দুই ভাই। গতকাল সন্ধেয় বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে নিমতা থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে দুই ভাইয়ের পচাগলা দেহ উদ্ধার করে। ময়না তদন্তের পরই দুই ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। 

West Bengal News Live: উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে উদ্ধার হল ৪টি তাজা বোমা

ফের স্কুলের কাছে বোমা
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে উদ্ধার হল ৪টি তাজা বোমা
বাবপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি মুদিখানার সামনে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা
আইএসএফের দাবি, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতেই বোমা রেখেছে তৃণমূলের দুষ্কৃতীরা
আইএসএফের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল

WB News Live Updates: অসুস্থ মা, ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের

অসুস্থ মা, ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের

West Bengal News Live: রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার

রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে রাজীব সিনহার।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের দিনেই পাহাড় সফরে রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের দিনেই পাহাড় সফরে রাজ্যপাল
সকালে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে রওনা দেন সি ভি আনন্দ বোস নিউ জলপাইগুড়ি থেকে তিনি যাবেন শিলিগুড়িতে
সূত্রের খবর, উত্তরবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠকের সম্ভাবনা রয়েছে
আজ ও কাল কোচবিহার, জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচার করবেন মুখ্যমন্ত্রী
একই সময়ে রাজ্যপালও পাহাড়ে থাকায় ভোটের বাজারে সরগরম থাকবে উত্তরবঙ্গ

West Bengal News Live: সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

নিউ ব্যারাকপুরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
ভাঙচুর করা হয় টোটো, সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ
ঘটনায় ১৫ জন বাম কর্মী আহত, প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিএম কর্মীদের
তৃণমূলের বিরুদ্ধে পোস্টার লাগানো ঘিরে গন্ডগোলের সূত্রপাত
হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল

WB News Live Updates: কেষ্টবিহীন বীরভূমে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

কেষ্টবিহীন বীরভূমে দু’ জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
মহম্মদবাজারে নির্বাচনী সভা সেরে ফেরার পথে, ৫ তৃণমূল কর্মীকে লাঠিপেটা করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৩ তৃণমূল কর্মীর আঘাত গুরুতর, তাঁদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
ময়ূরেশ্বরের বেলেড়া গ্রামে প্রচার চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষ বাধে
সংঘর্ষে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন, তাঁকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে
দুটি ক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

West Bengal News Live: এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত বিজেপি বিধায়কের পরিবার

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস
এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত বিজেপি বিধায়কের পরিবার
রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর মা, বাবা, ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ 
আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে
অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের 
বিজেপি বিধায়কের বাড়ির কাছেই এক বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ
কৃষ্ণগঞ্জ থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে
উভয়পক্ষের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

WB News Live Updates: ফের এনকাউন্টারের হুমকি দিয়ে বিতর্ক বাধালেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার

পঞ্চায়েত ভোটের আগে ফের এনকাউন্টারের হুমকি দিয়ে বিতর্ক বাধালেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। উনি কী বলেছেন, না শুনে মন্তব্য করব না, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।

West Bengal News Live: ক্লাব নিয়ে অশান্তির জেরে নদিয়ার ধানতলায় প্রাণ গেল এক বিজেপি সমর্থকের

ক্লাব নিয়ে অশান্তির জেরে নদিয়ার ধানতলায় প্রাণ গেল এক বিজেপি সমর্থকের। এলাকার তৃণমূল আশ্রিত এক দুষকৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। বিজেপিকে সমর্থন করাতেই তৃণমূলের আক্রমণ, অভিযোগ গেরুয়া শিবিরের। ক্লাবের নিজস্ব গন্ডগোল, রাজনীতির যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

WB News Live Updates: ভোটে যুদ্ধের জন্য বোমা বাঁধতে বলেছিল তৃণমূল, দাবি ধৃতদের

ভোটে যুদ্ধের জন্য বোমা বাঁধতে বলেছিল তৃণমূল, দাবি ধৃতদের। দলের কেউ নয়, নেপথ্যে নির্দল, দাবি তৃণমূলের। তৃণমূলের সাজানো স্ক্রিপ্ট, পাল্টা বিজেপি।

West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি

হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি

প্রেক্ষাপট

পঞ্চায়েত ভোটের আগে ২০০০ টাকার বরাত দিলেও ২০০ টাকা ও ২টি বিসকুটের প্যাকেটের বিনিময়ে বোমা বাঁধতে গিয়ে কাঁথিতে পাকড়াও ২ দুষ্কৃতী। গ্রামবাসীদের গণধোলাই।


ভোটে যুদ্ধের জন্য বোমা বাঁধতে বলেছিল তৃণমূল, দাবি ধৃতদের। দলের কেউ নয়, নেপথ্যে নির্দল, দাবি তৃণমূলের। তৃণমূলের সাজানো স্ক্রিপ্ট, পাল্টা বিজেপি।


বারুদের স্তূপে মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, রেজিনগর, সালার, রানিনগরে উদ্ধার ১০০টি বোমা। রানিনগরে তৃণমূল ও বাম-কংগ্রেসের সংঘর্ষ, মাথা ফাটল ৪ তৃণমূল কর্মীর।


কেন্দ্রীয় বাহিনী না আসায় বোমা-বারুদের দাপাদাপি। দেগঙ্গায় আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে বোমা, জামালপুরে সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা। ডেবরা, দাঁতন, রঘুনাথপুরে  বিরোধীদের মারধর।


কোন জেলায় কত বাহিনী? তালিকা নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালকে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার। ৪৮৫ কোম্পানি না পেলে কী বাড়বে ভোটের দফা ? প্রশ্ন বিভিন্ন মহলে।


সন্ত্রাসবিদ্ধ ভাঙড়ে ভারী বুটের আওয়াজ কেন্দ্রীয় বাহিনীর। মালদায় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত, ভোটারদের সঙ্গে কথা। হাওড়া, নানুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।


প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের, কমিশনে বৈঠক। বিজেপি-সিপিএম-কংগ্রেস-আইএসএফের যৌথমঞ্চ, কটাক্ষ কুণালের।


হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়কের বাড়িতে সিআইএসএফের ৭জনের দল। কোন ক্যাটিগরির নিরাপত্তা স্পষ্ট নয়, জানালেন নৌশাদ। 


প্রয়াত বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির সদস্য তাপস দাস। ৬৮ বছর বয়সে জীবনাবসান। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফুসফুসের ক্যানসারে। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.