West Bengal News Live Updates: 'রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বুকে নিয়ে কাল থেকে আন্দোলনে নামবে তৃণমূল', জানিয়ে দিলেন মমতা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
৯৫৬ দিনে পড়ল এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন। অবিলম্বে নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে গাঁধী মূর্তির পাদদেশ পর্যন্ত মহামিছিল করলেন তাঁরা। আন্দোলনরত এসএলএসটির চাকরিপ্রার্থীদের আরও বক্তব্য, পুজো কার্নিভাল হোক, ভাল কথা। কিন্তু, চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতেও একটা কার্নিভাল হোক।
জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশির পাশাপাশি, প্রাক্তন খাদ্যমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দের ফ্ল্যাটেও তল্লাশি চালালেন ED-র অফিসাররা। তল্লাশি চালানো হয়, হাওড়ার ব্যাঁটরায় ব্যবসায়ী অভিজিৎ দাসের বাড়িতেও। স্থানীয় সূত্রে দাবি, অভিজিৎ নিজেকে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক বলে দাবি করতেন।
কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে এসএসকেএমে গেল ইডি। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না মেলায় তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সুজয়কৃষ্ণ ভদ্র 'স্থিতিশীল' রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।
ইডেনে বিশ্বকাপ বোধনের আগেই বিপত্তি। জেসিবির ধাক্কায় ভাঙল ইডেনের ৩ নম্বর গেট লাগোয়া একটি দেওয়াল। শনিবার ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ। মুখোমুখি হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। প্রথম ম্যাচ ঘিরে একদিকে যখন প্রস্তুত হচ্ছে ক্রিকেটের নন্দনকানন, তার মাঝেই ঘটল এই বিপত্তি। আজ ইডেন গার্ডেন্স পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার।
ময়দান চত্বরে গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বতী স্থগিতাদেশ
মেট্রোর কাজের জন্য আপাতত কোন গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড
'জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত। যখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে। কাল ফিরহাদের স্ত্রী বলেছেন, ঘি-এর কৌটোটাও উল্টে দিচ্ছে। কটা শাড়ি আছে, তারও ছবি তুলছে। একটাও বিজেপি নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হয়েছে ? বিজেপির চোরেদের বাড়িতে কেন তল্লাশি হয় না ? কারও বিরুদ্ধে কেউ কথা বললেই তল্লাশি হয়। জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে, যদি মারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব' কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
আদালতের অনুমতির পরেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে জটিলতা। সুজয়কৃষ্ণ স্থিতিশীল থাকলেও অনুমতি দিলেন না সুপার। অনুমতির জন্য ডিরেক্টরের কাছে গেল ইডি। ২ মাস ধরে এসএসকেএমে ভর্তি 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
'জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত। যখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে। কাল ফিরহাদের স্ত্রী বলেছেন, ঘি-এর কৌটোটাও উল্টে দিচ্ছে। কটা শাড়ি আছে, তারও ছবি তুলছে। একটাও বিজেপি নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হয়েছে ? বিজেপির চোরেদের বাড়িতে কেন তল্লাশি হয় না ? কারও বিরুদ্ধে কেউ কথা বললেই তল্লাশি হয়। জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ, সুগার আছে, যদি মারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে এফআইআর করব' কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
সল্টলেকের পাশাপাশি আমহার্স্ট স্ট্রিটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পৈতৃক বাড়িতেও অভিযান ইডির। রেশন দুর্নীতি মামলায় চলছে তল্লাশি।
এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এরকম চললে আমার কাছেও প্রচুর তথ্য আছে, কিন্তু আমি সংবিধান মেনে চলি, চেয়ারকে সম্মান দিই। আদালত বিজেপির কথা না শুনলে অন্যত্র সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী আপনি দেখুন যেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন ধ্বংস না হয়। কেন্দ্রীয় মন্ত্রীদের দিকে নজর দিন প্রধানমন্ত্রী, বাংলা থেকেও তিন-চারজন আছে, তাঁদের দিকে নজর দিন'।
'দুর্গাপুজোয় সবাই আসুক, আমার কোনও অসুবিধা হয় না, আপনাদের অসুবিধা কোথায়? কোনও দলের প্রতীক ছিনিয়ে নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তকমা ছিনিয়ে নিয়েছে, আবারও ফিরিয়ে আনব। পুজোর সময়ও ছাড়া হচ্ছে না', মন্তব্য মমতার
'একটাও বিজেপি নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হয়েছে ? বিজেপির চোরেদের বাড়িতে কেন তল্লাশি হয় না ? কারও বিরুদ্ধে কেউ কথা বললেই তল্লাশি হয়। সবকা বিকাশ নয় সবকা সর্বনাশ', মন্তব্য মমতার
'জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত। তখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে। সরকার কেন বাদ থাকবে ?' সাংবাদিক বৈঠক থেকে মন্তব্য মমতার
কোচবিহারে দুর্গাপুজোর কার্নিভালে আমন্ত্রণ বিতর্ক। বিজেপি বিধায়ককে আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। পুজো কার্নিভালেও রাজনীতি করছে তৃণমূল, এটাই ওদের সংস্কৃতি, কটাক্ষ বিজেপি বিধায়কের। আলাদা করে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি, দাবি পুর কর্তৃপক্ষের।
রেশন দুর্নীতির তদন্তের পাশাপাশি শিক্ষা দুর্নীতির তদন্তেও তৎপর ইডি। 'কালীঘাটের কাকু'র শারীরিক অবস্থার খোঁজ নিতে এসএসকেএমের ইডি-র আধিকারিকরা। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে গেলেন ইডি-র অফিসাররা।
এসএসকেএমের কার্ডিওলজি বিভাগেই ভর্তি আছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। আদালতের নির্দেশের পর সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ইডি: সূত্র
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের পালেরবাঁধ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম শান্ত ভুঁই। বাড়ি মেজিয়া ব্লকের ডাংমেজিয়া গ্রামে।
ED-র অভিযানের দিনই জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে বিজয়া করতে হাজির তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। হাতে ছিল মিষ্টির প্যাকেট। বেলা ১২টা ২৫-এ জ্যোতিপ্রিয় মল্লিকের ২৪৪ নম্বর বাড়িতে যান সব্য়সাচী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধাননগর পুরসভার চেয়ারম্যান জানান, তিনি মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছেন। CRPF জানায়, ভিতরে যাওয়ার অনুমতি নেই। মিনিট দশেক থেকে ফিরে যান সব্যসাচী দত্ত। জ্যোতিপ্রিয় মল্লিক কি রাজনীতির শিকার? সাংবাদিকের প্রশ্নের উত্তরে কৌশলী সব্যসাচী দত্ত। তৃণমূল নেতার দাবি, ED-র অভিযানের না জেনেই চলে এসেছেন। তবে আইন আইনের পথে চলবে।
একাদশীর রাতে ইছামতীতে প্রতিমা বিসর্জন দেখে ফেরার পথে, উত্তর ২৪ পরনগার স্বরূপনগরে বেপরোয়া গতির বলি বাইক আরোহী ৩ তরুণ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। ১৮, ২০ ও ২৩ বছরের ৩ তরুণ বাদুড়িয়ার আটুরিয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। লাইটপোস্টে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনজন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মহেশতলায় ট্রাকের ধাক্কায় এক কিশোরের মৃৃত্যু। SSKM-এ মৃৃৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরেক কিশোর। এবিপি আনন্দ-র হাতে সিসি ক্যামেরার ফুটেজ। গতকাল বিকেলে বজবজ ট্রাঙ্ক রোডে LPG সিলিন্ডার বোঝাই ট্রাক রাস্তায় দাঁড়ানো দুই কিশোরকে ধাক্কা মারার পরই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। মৃতদেহ আটকে রেখে প্রায় ২ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পাল্টা লাঠিচার্জ করে মহেশতলা থানার পুলিশ। দুর্ঘটনা ঘিরে বিক্ষোভের জেরে প্রায় দেড়ঘণ্টা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে বজবজ ট্রাঙ্ক রোড ও সম্প্রীতি উড়ালপুল। ঘাতক ট্রাক সমেত আটক চালক ও খালাসি।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED-র স্ক্যানারে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে। নাগেরবাজারে ৩টি ফ্ল্যাট রয়েছে অমিতের। এদিন সেখানেও হানা দেয় ED। স্বামী বিবেকানন্দ রোডে ভালোবাসা অ্যাপার্টমেন্টের চারতলায় জোড়া ফ্ল্যাট রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর PA অমিত দে-র। স্থানীয় সূত্রে খবর, প্রথমে নাগেরবাজারের ভগবতী পার্কের পারুল আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন অমিত দে। চলতি বছরের রথের দিন স্বামী বিবেকানন্দ রোডের এই আবাসনে আসেন। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে যাঁকে তাঁরা সাধারণ তৃণমূল কর্মী হিসেবে চিনতেন, সেই অমিত ২০১১ সালে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী হওয়ার পর তাঁর আপ্ত সহায়ক হন। তখন থেকেই অমিত দে-র নজরকাড়া উত্থান। স্থানীয়দের দাবি, নামে-বেনামে প্রচুর সম্পত্তি এমনকী, রিসর্টও আছে অমিতের। এদিন দেখা যায়, অমিতের সবকটি ফ্ল্যাটই তালাবন্ধ। সূত্রের খবর, গতকালের হোয়াটসঅ্যাপ স্টেটাসে অমিত দে সমুদ্র সৈকতের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছেন। এগুলি নতুন নাকি, পুরনো, তা খতিয়ে দেখছেন ED-র তদন্তকারীরা।
SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ লোপাটের অভিযোগ ঘিরে হুলস্থুল। মৃতের নাম বাবলু পোল্লে। বাড়ি হাওড়ার আমতায়। বাড়িওয়ালাকে খুনের অভিযোগে গত ১১ বছর ধরে জেলবন্দি ছিলেন বাবলু। পরিবারের অভিযোগ, সপ্তমীর দিন আমতা থানার পুলিশ জানায়, ষষ্ঠীর দিন রাতে ওই সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। নবমীর দিন SSKM-এ এসে জানা যায়, মর্গে দেহ নেই। পরিবারের দাবি, গতকাল ভবানীপুর থানার OC জানান, মৃতদেহ অন্য কেউ নিয়ে চলে গেছে। পরিবারের সন্দেহ, জেলে পিটিয়ে মেরে, অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিয়ে সাজানো চিত্রনাট্য তৈরি করছে পুলিশ। পরিবারের প্রশ্ন, ময়নাতদন্তের নির্দিষ্ট নিয়ম-কানুন থাকা সত্ত্বেও কীভাবে দেহ হস্তান্তর করা হল? প্রশ্ন উঠছে SSKM কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় এ নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতেও হানা ইডি-র। ব্যবসায়ী দেবাশিস দে'র ছেলের খোঁজে হানা খবর, সূত্রের। কয়েক মাস আগে খাদ্য দফতরে চাকরি পেয়েছেন দেবাশিস-পুত্র রনি, খবর, সূত্রের। সেই সূত্রেই কি তল্লাশি? উঠছে প্রশ্ন
মুর্শিদাবাদের কান্দিতে বিসর্জন ঘিরে সংঘর্ষ। কান্দিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল নেতা ও স্থানীয় কাউন্সিলরের বাড়ি ভাঙচুর। খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নেতৃত্বে হামলার অভিযোগ। জনরোষে বাড়ি ভাঙচুর, অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। থানায় অভিযোগের পরেও এখনও অধরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ
দুর্গাপুরের পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুটি কন্টেনারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ কাঁকসা থানার বিরুডিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। দুর্গাপুর থেকে পানাগড়গামী গ্যাস কন্টেনার ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর চলন্ত কন্টেনারের পিছনে ধাক্কা মারে। কেবিনে আটকে পড়েন গ্যাস কন্টেনারের চালক। গ্যাস কাটার দিয়ে দরজা কেটে তাঁকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে গ্যাস কন্টেনারের চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড়গামী লেনটি বন্ধ থাকে।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁকে জেরা করে মেলা তথ্যের ভিত্তিতেই আজ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, খবর ED সূত্রের। যদিও আজ রুটিন মেডিক্যাল পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় এ নিয়ে প্রশ্ন করায়, মুখে কুলুপ এঁটেছেন বাকিবুর।
করোনাকালে রাজ্যের বহু জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠায়, ২০২২ সালের এপ্রিলে ECIR দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায়, গত ১১ অক্টোবর, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED। ৩ দিনে, ৫৫ ঘণ্টা ধরে, টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ১৪ অক্টোবর, বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের জোড়া বাড়িতে ইডির হানা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বি সি ব্লকে সাতসকালে হানা ইডির। নাগের বাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র বাড়িতেও তল্লাশি। একযোগে ৮ জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সি
নদিয়ায় ফের খুন করা হল বিজেপি নেতাকে। অধীর সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শান্তিপুরের আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতে বুধবার রাতে বের হয় বিসর্জনের শোভাযাত্রা। সেখানে অংশ নিয়েছিলেন আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতের ১৭ নম্বর বুথের বিজেপি সহ-সভাপতি। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন ওই বিজেপি নেতার ওপর লাঠি, বাঁশ ও অস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতা অধীর সরকারের। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কামদুনিকাণ্ডে এবার নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। কোনওভাবেই যাতে অভিযুক্তদের হাতে হেনস্থা হতে না হয় কামদুনির নির্যাতিতার পরিবারকে, সেবিষয়ে নিশ্চিত করতে বলে চিঠি কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার। কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্ট ২ সাজাপ্রাপ্তের মৃত্য়ুদণ্ড রদ করে, যাবজ্জীবনের নির্দেশ দেয়। তথ্য়প্রমাণের অভাবে মৃত্য়ুদণ্ডপ্রাপ্ত একজনকে বেকসুর খালাস করা হয়। মুক্তি দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন জনকে। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার ও কামদুনির আন্দোলনকারীরাও। অভিযুক্তদের নির্দিষ্ট দিনে থানায় হাজিরা দিতে হবে বলে শর্ত আরোপ করে সুপ্রিম কোর্ট। এর আগে, গত ১২ অক্টোবর, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে নিরাপত্তাহীনতার অভিযোগ করেন কামদুনির প্রতিবাদীরা। এরপরেই রাজ্য পুলিশের ডিজিকে কামদুনির নির্যাতিতার পরিবার ও প্রতিবাদীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়ে চিঠি দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।
পুজো মিটতেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের তৎপর ED। এবার সল্টলেকের BC ব্লকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা। সকাল সাড়ে ৬টা নাগাদ মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ED-র অফিসাররা। নাগেরবাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও হানা। একযোগে ৬-৭টি জায়গায় চলছে তল্লাশি। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে এর আগে বেশ কয়েকটি জায়গায় হানা দেয় ED। গ্রেফতার করা হয় মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। একাধিক জায়গায় বাকিবুরের বিপুল সম্পত্তির খোঁজ মেলে।
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। চতুর্থীর দিন অবস্থার অবনতি হওয়ায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন ডেঙ্গি আক্রান্ত ১০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৪৫-এর মামণি নস্কর। মাত্র ১৭ ঘণ্টা ব্যবধানে পঞ্চমীর সকালে মৃত্যু হয় তাঁর। আর এনিয়ে বেসরকারি মতে, রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্য়া বেড়ে হল ৬৫।
রাজ্যের ৩ সিআইডি ও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির মামলার তদন্তে নামল সিবিআই। সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি শুভেনদু অধিকারীর। আপনারা যতই উঁচুতে থাকুন না কেন, আইনের ঊর্ধ্বে নন, ইঙ্গিতপূর্ণ পোস্ট বিরোধী দলনেতার। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ, পুরোটাই বানানো। প্রতিক্রিয়া এডিজি সিআইডি রাজশেখরণের।
রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমান ও তাঁর আত্মীয়ের নামে ৯৫টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। যার বাজারমূল্য আনুমানিক ১০০ কোটি টাকা। এমনটাই দাবি করা হল ED সূত্রে। এছাড়াও বাকিবুরের দেড় হাজার কাঠার বেশি জমি ও ৯টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা: পুজো (Durga Puja) মিটতেই রক্তাক্ত বাংলা (West Bengal)। শান্তিপুরে (Shantipur) বিজেপির (BJP) বুথ কমিটির সহ-সভাপতিকে পিটিয়ে খুন। অভিযুক্ত তৃণমূল (TMC), অভিযোগ অস্বীকার শাসকের।
অশান্ত শান্তিপুর। স্বরাষ্ট্রসচিব, ডিজি, এসপি-কে অবিলম্বে ব্যবস্থা নিতে আবেদন শুভেন্দুর। শাসক দলের গুন্ডাদের বাঁচাতে পুলিশ আলগা দিলে আইনি পদক্ষেপ, হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
মুর্শিদাবাদের কান্দিতে বিসর্জন ঘিরে সংঘর্ষ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাউন্সিলরের বাড়ি ভাঙচুর। পুলিশের সামনেই হামলা। তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ।
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র চাঁচল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ। পাল্টা হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ।
রাজভবনের শারদ সম্মান ঘিরে রাজনীতি তুঙ্গে। ৪টি পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার দিলেও প্রত্যাখ্যান ২টি ক্লাবের। অভিনন্দন সবাইকে, প্রতিক্রিয়া তৃণমূলের। রাজনীতির কারণে প্রত্যাখ্যান, পাল্টা বিজেপি।
ভোটের মুখে রাজস্থানে শিউড়ে ওঠার মতো মৃত্যু। ভরতপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের মধ্যেই যুবককে পিষে মারল ট্রাক্টর। অভিযুক্তর খোঁজে পুলিশ। মহিলাদের জন্য বছরে ১০ হাজার টাকার ভাতা ঘোষণা কংগ্রেসের।
কাল ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে বৈঠক এথিক্স কমিটির। মহুয়া-নিশিকান্ত পোস্ট যুদ্ধ। দুবাই থেকে সাংসদের অ্যাকাউন্টে লগ-ইন? কার টাকায় বিদেশযাত্রা? প্রশ্ন নিশিকান্তর।
ফের আদানিকে নিশানা মহুয়ার।
এবার বইয়েও ইন্ডিয়ার বদলে ভারত! এনসিইআরটি-র পড়ার বইতে ইন্ডিয়ার বদলে লেখা হবে ভারত। প্রাচীন ইতিহাসের বদলে পড়ানো হবে ক্লাসিকাল হিস্ট্রি, সুপারিশ প্যানেলের।
ভিনদেশ, ভিনরাজ্য, জেলায় জেলায় দেড় হাজার কাঠার বেশি জমি, ৯টি ফ্ল্যাট, ৯৫টি জায়গায় সম্পত্তির হদিশ। বাকিবুরের সম্পত্তির আনুমানিক মূল্য ১০০ কোটির কাছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -