West Bengal News Live: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
মাটিগাড়া থেকে সোজা দত্তপুকুরে রাজ্যপাল। ঘুরে দেখলেন ঘটনাস্থল। গেলেন বারাসাত হাসপাতালে, কথা বললেন আহতদের সঙ্গে। অ্যাক্সিডেন্ট ইজ নট অ্যাক্সিডেন্টাল, সত্য খুঁজে বার করবে পুলিশ। বললেন সিভি আনন্দ বোস। অন্যদিকে রাজ্যপালকে কটাক্ষ করে তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন শকুনের রাজনীতি করছেন রাজ্যপাল।
'লিপস অ্যান্ড বাউন্ডসে'র অফিসের কম্পিউটারে ফাইল ডাউনলোড বিতর্কে ব্যাখ্যা দিল ইডি। সূত্রের খবর, এই ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে তারা। তল্লাশির সময়, মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন এক অফিসার। সেই সময় ওয়েবসাইট থেকে ১৬টি ফাইল, কোনওভাবে ডাউনলোড হয়ে যেতে পারে। চিঠিতে এমনটাই জানানো হয়েছে বলে ইডি সূত্রের খবর।
কাল তৃণমূল ছাত্র পরিষদের ২৫তম প্রতিষ্ঠা দিবস। ঠিক তার আগে নিজের দলের ছাত্র সংগঠনকে কড়া ভাষায় সতর্ক করলেন সৌগত রায়। প্রকাশ্য সভা থেকে দমদমের তৃণমূল সাংসদের মন্তব্য, কলেজে ভর্তির নামে টাকা তোলাকে তিনি ঘৃণা করেন। ছাত্র ভর্তির নামে টাকা নেওয়া উচিত নয়, তা করাও যাবে না। এর পাশাপাশি, ছাত্র সংসদে ভোট করানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি। যা শুনে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর কটাক্ষ, তৃণমূলের যা চরিত্র তাই থাকবে। সৌগত রায়রা এসব বলে শুধু ভারসাম্যের রাজনীতি করছেন।
এগরা, বজবজের পর দত্তপুকুর, ফের বেআইনি বাজি কাড়ল প্রাণ। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ৭ জনের মৃত্যু। আহত আরও ৭ জনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল একাধিক বাড়ি, ঘরের চালে মৃতদেহ! বিস্ফোরণস্থল থেকে ২০০ মিটার দূরে গিয়ে পড়ল ছিন্নভিন্ন দেহ! প্রায় ৫ কিলোমিটার দূরে বারাসাতেও শোনা গেল বিস্ফোরণের শব্দ!
মাটিগাড়া থেকে সোজা দত্তপুকুরে রাজ্যপাল। ঘুরে দেখলেন ঘটনাস্থল। গেলেন বারাসাত হাসপাতালে, কথা বললেন আহতদের সঙ্গে। অ্যাক্সিডেন্ট ইজ নট অ্যাক্সিডেন্টাল, সত্য খুঁজে বার করবে পুলিশ। বললেন সিভি আনন্দ বোস।
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাজির আড়ালে কি আদতে বোমা তৈরি হত দত্তপুকুরে? বিস্ফোরণ স্থলের অদূরে বাজি কারখানায় মজুত স্টোনচিপ দেখে, তেমনই চাঞ্চল্যকর দাবি করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। একযোগে NIA-তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ও বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন সুকান্ত মজুমদার।
বারাসাতের দত্তপুকুরে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত্যু হল অন্তত ৭ জনের! কিন্তু, একেবারে পাড়ার মধ্যে বেআইনি কারবার চলছিল কী করে? ক্ষুব্ধ
স্থানীয় বাসিন্দাদের একাংশ শাসকদল এবং পুলিশের যোগসাজশের অভিযোগ তুলেছেন! তবে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই অভিযোগ খারিজ করে কাঠগড়ায় তুলেছেন আইএসএফ-কে। পাল্টা সুর চড়িয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।
হুগলির গোঘাটে সুদে ধার দেওয়া টাকা আদায়ে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। অন্য়দিকে, কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতির বাড়ির সামনে উদ্ধার তাজা বোমা। মালদার কলিগ্রামে ব্য়াপক বোমাবাজির অভিযোগ।
এনআইএ তদন্তের দাবিতে সরব আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। 'আইএসএফের কেউ জড়িত থাকলে, আমি পুলিশের হাতে তুলে দেব'
'প্রশাসনের মাধ্যমে খাদ্যমন্ত্রীর কাছে টাকা পৌঁছত এখান থেকে', বিস্ফোরক অভিযোগ নৌশাদ সিদ্দিকির।
দত্তপুকুরে বিস্ফোরণের পর খোঁজ নেই সুতির ১০ জন কর্মীর। সুতির নতুন চাঁদরা গ্রাম থেকে দত্তপুকুরের কারখানায় কাজ করতে এসেছিলেন ১০ জন, জঙ্গিপুর পুলিশ সূত্রে খবর। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর খোঁজ নেই সুতির ১০ জন কর্মীর, জঙ্গিপুর পুলিশ সূত্রে খবর।
দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবি বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। দ্রুত এনআইএ তদন্তের নির্দেশ দিন, চিঠিতে আবেদন বিজেপির রাজ্য সভাপতির।
এগরা বিস্ফোরণের অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে! দত্তপুকুরে বিস্ফোরণে মৃত্যু ৮ জনের। ছেলে-সহ নিহত বেআইনি বাজির কারবারি কেরামত আলি। এগরাকাণ্ডের পর রাজ্যজুড়ে পুলিশি তল্লাশিতে গ্রেফতার দত্তপুকুরের কেরামত আলি। জামিনে ছাড়া পাওয়ার পর কীভাবে ফের বেআইনি বাজির কারবার কেরামত আলির? পুলিশি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।
জঙ্গলের মধ্যে, লোক চক্ষুর আড়ালে চলত বেআইনি বাজি তৈরি। আজ বিস্ফোরণের পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজির আড়ালে তৈরি হত বোমা। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ, ২০০ মিটার দূরে কাটা হাত ছিটকে পড়ল পাশের বাড়িতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন স্থানীয় বাসিন্দা।
এগরা, বজবজের পর দত্তপুকুর, ফের বেআইনি বাজি কাড়ল প্রাণ। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু, দাবি স্থানীয়দের। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল একাধিক বাড়ি, ঘরের চালে মৃতদেহ! বিস্ফোরণস্থল থেকে ২০০ মিটার দূরে গিয়ে পড়ল ছিন্নভিন্ন দেহ! প্রায় ৫ কিলোমিটার দূরে বারাসাতেও শোনা গেল বিস্ফোরণের শব্দ!
এগরার পুনরাবৃত্তি দত্তপুকুরে। আগেও একাধিকবার বাজি বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। ঘটনার কথা ধামাচাপা দিতে আহতদের লুকিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হত। বিস্ফোরক অভিযোগ এলাকার বাসিন্দাদের।
ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এবার দত্তপুকুরে। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত ৭ জনের মৃত্যু, দাবি স্থানীয়দের। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল একাধিক বাড়ি, ঘরের চালে মৃতদেহ! বিস্ফোরণের জেরে ধ্বংসস্তূপে পরিণত এলাকা।
দত্তপুকুরের 'ভানু বাগ' কে? উঠে আসছে জোড়া নাম। আজিবর রহমান ও সামসুল আলির বিরুদ্ধে বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ
দত্তপুকুরে বিস্ফোরণের তীব্রতায় ভাঙল একাধিক বাড়ি, ঘরের চালে মৃতদেহ!
দত্তপুকুরের মোচপোলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বাজি কারখানা। ইটভাটার আড়ালেও চলছিল বেআইনি বাজির কারবার। আজ ভয়াবহ বিস্ফোরণের পর সেই বাজি কারখানা লন্ডভন্ড করে দিল সেই বেআইনি বাজির কারবার।
ছাদে মজুত বাজিতে ভয়াবহ বিস্ফোরণ। গুড়িয়ে গেল বাড়ি। ঘরের চালে দেহ। দুমড়ে গেল কল। ধ্বংসস্তূপ সরিয়ে দেহর খোঁজে আনা হল পে লোডার।
দত্তপুকুরের 'ভানু বাগ' কে? উঠে আসছে জোড়া নাম
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু, দাবি স্থানীয়দের
ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এবার দত্তপুকুরে
এগরা, বজবজের পর দত্তপুকুর। বেআইনি বাজি কারখানায় পরপর বিস্ফোরণ। শাসকদলের যোগসাজসেই চলে কারবার, দাবি স্থানীয়দের।
দত্তপুকুরে বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ
অন্তত ৬-৭ জনের মৃত্যু, দাবি স্থানীয় বাসিন্দাদের
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। অন্তত ৬-৭ জনের মৃত্যু, দাবি স্থানীয় বাসিন্দাদের। বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত। এগরা, বজবজের পর এবার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ।
সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে! অবশেষে অভিযুক্ত গ্রেফতার
অভিযুক্ত কাজি সাদেক হোসেনকে গ্রেফতার করল পুলিশ
এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক কাজি সাদেক হোসেন গ্রেফতার
সেনার পোশাকে যাদবপুরের ক্যাম্পাসে ঢোকার ঘটনায় অভিযুক্ত সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি
কারা পাঠিয়েছিল এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সদস্যদের?
কেন সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে হঠাৎ হাজির? জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ
ভুল চিকিৎসায় রোগী মৃ্ত্যুর অভিযোগে সোনারপুর গ্রামীণ হাসপাতালে উত্তেজনা ছড়াল। মৃতের আত্মীয়দের মারমুখী মেজাজে হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা। মৃতের নাম শুভ নস্কর।পরিবার সূত্রে খবর, বিষধর সাপ কামড়েছে সন্দেহে বছর ১৯-এর তরুণকে গতকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অবজার্ভেশনে না রেখে প্রাথমিক চিকিৎসার পর তরুণকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন তরুণ। দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে আসার পর তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে রোগীকে ভর্তি না করায় পাল্টা পরিবারের ঘাড়েই দায় চাপিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা। অভিযোগের তির তৃণমূলের দিকে। আজ সকালে ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি প্রসেনজিৎ বসাকের বাড়ির গেটের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর বাড়ির সামনে বোমা রাখার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি নেতা। গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল বলে দায় অস্বীকার করেছে শাসকদল।
বেনিয়াপুকুরে সাতসকালে দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল ফুটপাতবাসীর । সার্কাস অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে বেপরোয়া দুধের গাড়ির ধাক্কা। ধাক্কা খেয়ে ঘুমিয়ে থাকা ফুটপাতবাসীর উপর উঠে গেল গাড়ি। পিষ্ট হয়ে মৃত্যু ফুটপাতবাসীর। ঘাতক দুধের গাড়ি নিয়ে পলাতক চালক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পুলিশ
আলিপুরদুয়ারের পরে সোনারপুর। রাজ্যের আরও এক সমবায় সমিতিতে উঠল ১০ কোটি টাকা তছরুপের অভিযোগ। সমবায়েরই আধিকারিকদের একাংশ এতে জড়িত বলে অভিযোগ তুলেছেন আমানতকারীরা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি, এই অভিযোগে তাঁরা পথে নামেন। হয় পথ অবরোধ।
একটি, দুটি নয় ২১টি পুকুর চুরির অভিযোগ মন্ত্রী-পত্নীর বিরুদ্ধে
লিপস অ্যান্ড বাউন্ডস বিতর্কে নতুন মোড়। সূত্রের খবর, ১৬টি ফাইল ডাউনলোডের কারণ ব্যাখ্যা করে এবার কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল ইডি।
সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে ঢোকার ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ।
ধৃত কাজি সাদেক হোসেন এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক। যাদবপুরে ছাত্র মৃত্যুর ১৩ দিন পর, বুধবার সেনার জংলা পোশাকে ২০-২৫ জন তরুণ-তরুণীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারা পাঠিয়েছিল এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সদস্যদের? কেন সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে হাজির হয়েছিলেন তাঁরা? জানতে ধৃত সাদেক হোসেনকে জেরা করছে পুলিশ।
এবিভিপির যাদবপুর বাঁচাও মিছিলে জুতো। গেরুয়া ব্রিগেডের সমালোচনায় বিরোধীরা। বিজেপির অন্দরেও সমালোচনার সুর।
এবিভিপির যাদবপুর বাঁচাও মিছিলে জুতো। গেরুয়া ব্রিগেডের সমালোচনায় বিরোধীরা। বিজেপির অন্দরেও সমালোচনার সুর।
নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশির সময় বেআইনিভাবে ফাইল ডাউনলোড করার অভিযোগ। ইডির বিরুদ্ধে করা এই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করল লালবাজার। সূত্রের খবর, ২টি কম্পিউটারের হার্ডডিস্ক পরীক্ষা করে দেখছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা।
খেজুরির সভা থেকে ফের তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দুর
ছাত্রমৃত্যুর তদন্তে এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলায় অসন্তুষ্ট রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন
প্রেক্ষাপট
সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে (Jadavpur Univrsity)! জালে অভিযুক্ত এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক কাজি সাদেক হোসেন। কী উদ্দেশ্যে সেনার পোশাকে ক্যাম্পাসে? জানতে জিজ্ঞাসাবাদ।
ছাত্রমৃত্যুর তদন্তে এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলায় অসন্তুষ্ট রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। পাঠাল তৃতীয় নোটিস। সিসিটিভি বসানো নিয়ে জবাব তলব।
এবিভিপির যাদবপুর বাঁচাও মিছিলে জুতো। গেরুয়া ব্রিগেডের সমালোচনায় বিরোধীরা। বিজেপির (BJP) অন্দরেও সমালোচনার সুর।
শিক্ষক-পুর নিয়োগ দুর্নীতির পর এবার সমবায়েও দুর্নীতি! আলিপুরদুয়ারের পর সোনারপুর। সমবায়ে ১০ কোটির দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ।
সমবায়ের নামে রাজ্যজুড়ে লুঠ। অভিযোগ অধীরের। সিবিআই-ইডি তদন্তের দাবি বিজেপির। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস সমবায়মন্ত্রীর।
লিপস অ্যান্ড বাউন্ডসে (Leaps and Bounds) তল্লাশির সময় বেআইনিভাবে ফাইল ডাউনলোড করার অভিযোগ। ইডির বিরুদ্ধে নালিশের তদন্তে লালবাজার। কম্পিউটার বাজেয়াপ্ত।
কোর্টের নির্দেশে ১৪৪ ধারা খারিজ। খেজুরির সভা থেকে ফের তৃণমূলকে উৎখাতের ডাক শুভেনদুর। (বাইট- কী আটকাতে পারল?) পাল্টা আক্রমণ তৃণমূলের।
মুম্বইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকের দিনই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে একজোট বাম-কংগ্রেস। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে একমঞ্চে থাকবেন অধীর-সেলিম।
আইজলের পর গাজিয়াবাদ। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকদের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মুর্শিদাবাদের ৩ জনের। মৃতদের বাড়িতে মন্ত্রী ফিরহাদ হাকিম।
কৃষ্ণনগরে খুন স্কুলছাত্র। পুকুরে মিলল বস্তাবন্দি দেহ। পাকড়াও মৃতের ৩ বন্ধু। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা।
বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এগিয়ে উত্তর ২৪ পরগনা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে মিলল ডেঙ্গির লার্ভা। কলকাতা পুরসভার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ।
পাক হানিট্র্যাপে পা। সেনা ছাউনির ছবি ও তথ্য পাক গুপ্তচরকে পাচারের অভিযোগ। কলকাতা পুলিশের এসটিএফের হাতে পাকড়াও বিহারের যুবক।
এশিয়া কাপ দেখতে ৩ দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি ও সহ সভাপতি রাজীব শুক্ল। ৪ সেপ্টেম্বর পাক-বোর্ড আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।
বিশ্বচ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়ার পর এবার কলকাতায় আসছেন প্রজ্ঞানন্দ।সেপ্টেম্বরের শুরুতেই আসছেন শহরে। একটি টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -