West Bengal News Live : ২ বিচারপতির বেনজির সংঘাত, দুই বেঞ্চের নির্দেশেই স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

West Bengal News : জেলা থেকে শহর, এক নজরে সব খবর ।

ABP Ananda Last Updated: 27 Jan 2024 03:40 PM
WB News Live : হাওড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ,ঘটনাস্থলে যেতে গেলে সুকান্ত মজুমদারকে আটকাল পুলিশ

হাওড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ। ঘটনাস্থলে যেতে গেলে সুকান্ত মজুমদারকে আটকাল পুলিশ। ১৪৪ ধারা জারি, বলল প্রশাসন।

District News Update : নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধর বহিরাগতদের

নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধর বহিরাগতদের। স্কুলের ভিতরে ভাঙচুরের অভিযোগ, ভেঙে দেওয়া হয়েছে কয়েকজন শিক্ষক-শিক্ষিকার মোবাইল। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা, অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের। অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। হামলার জেরে স্কুলের ভিতর বেশ খানিকক্ষণ আটকে থাকতে হয় আক্রান্ত শিক্ষকদের। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। 

Sheikh Shahjahan Case : চিঠি পাঠালেও কোনও উত্তর দিচ্ছে না সিবিআই, অভিযোগ ন্যাজাট থানার

২২ দিন পরেও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালির বেতাজ বাদশাকে ধরবে কে? উঠছে প্রশ্ন। থমকে তদন্তও। হাইকোর্টের নির্দেশমতো এখনও গঠিত হয়নি সিট।  চিঠি পাঠালেও কোনও উত্তর দিচ্ছে না সিবিআই, অভিযোগ ন্যাজাট থানার। 

District News : আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে পূর্ব মেদিনীপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যু

আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে পূর্ব মেদিনীপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যু। ২৭ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল ওই ছাত্রের। একদিন আগে কফিনবন্দি দেহ ফিরল রামনগরের গ্রামের বাড়িতে। মৃত ছাত্রের নাম বিনয় জানা

WB News Live :  রবিবার জলপাইগুড়ি থেকে ফের ন্যায় যাত্রায় রাহুল গাঁধী

 রবিবার জলপাইগুড়ি থেকে ফের ন্যায় যাত্রায় রাহুল গাঁধী। একই সময়ে উত্তরবঙ্গে যাচ্ছেন মমতাও। এলে, চা খেয়ে যাবেন, সাক্ষাৎ জল্পনায় বললেন তৃণমূলনেত্রী। 

Howrah News : হাওড়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষ, সুকান্ত মজুমদারকে 'বাধা পুলিশের'

হাওড়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা।
ঘটনাস্থলে যেতে চাইলে সুকান্ত মজুমদারকে বাধা পুলিশের। 
হাওড়া ময়দানে বিজেপির রাজ্য সভাপতিকে আটকে দিল পুলিশ। 
বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের। 

West Bengal News : ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে স্কুল শিক্ষকদের থেকে টাকা তোলার অভিযোগ উঠল স্কুল পরিদর্শকদের বিরুদ্ধে

জলপাইগুড়ির পর দক্ষিণ ২৪ পরনগনা। ফের জেলা প্রাথমিক শিক্ষা সংসদ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে স্কুল শিক্ষকদের থেকে টাকা তোলার অভিযোগ উঠল স্কুল পরিদর্শকদের বিরুদ্ধে। সরব হয়েছেন তৃণমূলের শিক্ষক সংগঠনের একাংশ। 

West Bengal BJP News : প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তা সম্প্রচারে 'বাধা', শ্যামপুকুর থানার সামনে বিক্ষোভ BJPর

জাতীয় ভোটার দিবসে প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তা সম্প্রচারে বাধা দেওয়ার অভিযোগে শ্যামপুকুর থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বৃহস্পতিবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে বিজেপি যুব মোর্চা। বিজেপির অভিযোগ, প্রথমে অনুমতি দিলেও সম্প্রচার শুরুর কিছুক্ষণ আগে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। এর প্রতিবাদে আজ শ্যামপুকুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

West Bengal News Live : দুই বিচারপতির বেনজির সংঘাত-মামলায় সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাত-মামলায় সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় CBI কোনও পদক্ষেপ করতে পারবে না। এই মামলায় বক্তব্য জানতে চেয়ে রাজ্যকে নোটিস দিয়েছে সুুপ্রিম কোর্ট। নোটিস দেওয়া হয়েছে মূল মামলাকারী ঈশিতা সোরেনকেও। তিনি চাইলে এই মামলায় যুক্ত হতে পারেন বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে।

Suvendu Adhikari News : তৃণমূলের আশ্রয়েই শেখ শাহজাহান? ইঙ্গিত শুভেন্দুর

সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান? রয়েছেন তৃণমূলের আশ্রয়েই? ফের একবার এমনই ইঙ্গিত শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। শুক্রবার, হিঙ্গলগঞ্জে সভা করেন বিরোধী দলনেতা। সভা থেকে দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলকে আক্রমণ শানান তিনি। পালটা ১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগ তুলে সন্দেশখালিতে সভা করল তৃণমূল। 

Mamata Banerjee News : এবার কেন্দ্রকে আলটিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা আদায়ে এবার কেন্দ্রকে আলটিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, ৭ দিনের মধ্য়ে বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমন্ত্রণ প্রসঙ্গে শুক্রবার ফের মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে ফোন করেননি।

West Bengal Weather News : জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই

জানুয়ারির শেষে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে শৈল শহরে।

West Bengal Top News : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের

হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন। সকাল সাড়ে ১০টায় শুনানি।

Kolkata News : উল্টোডাঙায় হাইট বার ভেঙে বিপত্তি, লেকটাউনের দিকে যাওয়ার রাস্তা রইল বন্ধ

পথ নিরাপত্তা সপ্তাহের শেষের দিনে উল্টোডাঙায় হাইট বার ভেঙে বিপত্তি। ভোরবেলা ইএম বাইপাস থেকে উল্টোডাঙা উড়ালপুলে ওঠার সময় হাইট বারে ধাক্কা মারে লরি। হাইট বার ভেঙে লেকটাউনের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে রাস্তা পরিষ্কার করার পর, যান চলাচল স্বাভাবিক হয়। 

West Bengal News : শেখ শাহজাহানকে কারামন্ত্রীর হেফাজতে রেখেছে তৃণমূল, শাসকদলকে নিশানা সিপিএমের

শেখ শাহজাহানকে কারামন্ত্রীর হেফাজতে রেখেছে তৃণমূল। সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড অধরা তৃণমূল নেতাকে নিয়ে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য়ের প্রেক্ষিতে শাসকদলকে নিশানা সিপিএমের। জেনেও পুলিশকে না বলে থাকলে সংবিধান বিরোধী কাজ করছেন মুখ্য়মন্ত্রী, আক্রমণ শানিয়েছে বিজেপি। কারামন্ত্রীর মন্তব্য় নিয়ে তাঁর পাশে দাঁড়ায়নি তৃণমূল।

West Bengal Politics : তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন অধীর চৌধুরী

শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্য়ায় যাত্রা সংক্রান্ত সভায় অনুমতি দেয়নি রাজ্য় পুলিশ, তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন অধীর চৌধুরী। বিজেপি শাসিত মণিপুর, অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিজেপির এজেন্টের মতোই কথা বলছেন অধীর, কটাক্ষ করেছে তৃণমূল। 

Ration Scam News Live : রেশন বণ্টনে দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয়, স্বীকার করেছেন, দাবি ইডির

রেশন বণ্টনে দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। স্বীকার করেছেন গত ৩১ অক্টোবরের জেরায়। ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর দাবি ইডি-র।

Bengal News Live : অনলাইনে চাকরির টোপ দিয়ে মোটা টাকা আদায়ের চক্র, ৪ জনকে গ্রেফতার করল দক্ষিণেশ্বর থানা

অনলাইনে চাকরির টোপ দিয়ে মোটা টাকা আদায়ের চক্র। শেষমেষ পুলিশের জালে ৪ অভিযুক্ত। প্রতারণা চক্র চালানোর অভিযোগে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলির মোট ৪ জনকে গ্রেফতার করল দক্ষিণেশ্বর থানা। 

WB News Live : ভাটপাড়া উৎসবে অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নৃত্য শিল্পীর

উৎসবের আনন্দ ঢাকল মৃত্যুর অন্ধকারে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া উৎসবে অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নৃত্য শিল্পীর। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা-মা। নদিয়ার বাড়িতে শোকের ছায়া।

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম



  •  মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলায় সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের সব নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সব পক্ষকে নোটিস সর্বোচ্চ আদালতের। সোমবার ফের শুনানি।

  • হাওড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ। ঘটনাস্থলে যেতে গেলে সুকান্ত মজুমদারকে আটকাল পুলিশ। ১৪৪ ধারা জারি, বলল প্রশাসন। 

  • ফের বৃষ্টির ভ্রুকুটি। আগামী সপ্তাহে বুধ-বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত শীতের আমেজ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.