WB News Live Updates: রাজ্যে নিম্নমুখী করোনার সংক্রমণ, ১ দিনে মৃত্যু ৩৬ জনের
Get the latest West Bengal News and Live Updates:পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধর। দেশের সংস্কৃতিকে অপমান কমিউনিস্টদের। আক্রমণ দিলীপের। বিভাজনকারী দলের পুরস্কার প্রত্যাখ্যান, প্রতিক্রিয়া বিকাশের
তীব্র শব্দে কেঁপে উঠল সল্টলেকের বিএ ব্লক। একটি গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে উদ্ধার করার হল এক দগ্ধ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোলের বোতল ও দেশলাই। ঘটনাটি ঘটেছে আজ রাত সাড়ে ৮টা নাগাদ। তীব্র শব্দে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।
তীব্র শব্দে কেঁপে উঠল সল্টলেকের বিএ ব্লক। একটি গেস্ট হাউসের চার তলার ঘরের দরজা ভেঙে উদ্ধার করার হল এক দগ্ধ মহিলাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পেট্রোলের বোতল ও দেশলাই। ঘটনাটি ঘটেছে আজ রাত সাড়ে ৮টা নাগাদ। তীব্র শব্দে শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।
যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ার অভিযোগ। হাজরা মোড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ আটকাল পুলিশ। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পথেই পুলিশ আটকালে ধস্তাধস্তি শুরু হয়। শারীর শিক্ষা, কর্ম শিক্ষার চাকরির প্রার্থীরা বিক্ষোভ দেখায় এদিন। আত্মহত্যার হুমকি দিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ।
হোয়াইট বোর্ডে অঙ্কের আঁকিবুকি। পাশে একট্টা ছোট্ট স্মাইলি। লেখা 'মা আই কুইট'। শিলিগুড়ির মেধাবী ছাত্র সোমনাথ সাহার আত্মহত্যায় শোকস্তব্ধ ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকা। ঘটনাপ্রবাহ যেন মনে করিয়ে দেয় প্রখ্যাত হিন্দি সিনেমা 'ত্রি ইডিয়েটস'-এর সেই হৃদয় বিদারক দৃশ্য। যেখানে অত্যন্ত প্রতিভাবান এক ছাত্র পড়াশোনার চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর বোর্ডে লিখে গিয়েছিল 'আই কুইট'। শিলিগুড়ির পড়ুয়াও অবশ্য ঠিক কোন কারণে আত্মহননের পথ বেছে নিয়েছে, তা নিয়ে রয়েছে প্রবল ধোঁয়াশা। দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরের পড়াশোনা করছিল সে। বিকেলে সোমনাথের ঠাকুমা ঘরে ঢুকে দেখেন ফ্যান থেকে ঝুলছে সোমনাথ।
কলকাতার নারকেলডাঙায় ক্যালকাটা জুটমিলে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। আজ সকালে কাজে এসে কারখানা বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক মন্দার কারণেই মিল বন্ধ রাখা হয়েছে।
গত বেশ কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না বীরভূমের (Birbhum) সিউড়ীর (Suri) ডাঙালপাড়ার এক ছাত্রের। ডুবুরি ও স্পীডবোট তল্লাশি চালানোর পরও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ ছাত্রের মৃতদেহ পাওয়া গেল সিউড়ীর তিলপাড়া জলাধার থেকে। মৃত ছাত্রের বাবা খুনের অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।
কল্যাণকে আক্রমণ, নেত্রীর কাছে ভর্ত্সিত অপরূপা পোদ্দার। সংসদীয় দলের ভার্চুয়াল বৈঠকে অপরূপা পোদ্দারকে নেত্রীর ভর্ত্সনা।
তৃণমূলনেত্রীর তোপের মুখে ক্ষমা চাইলেন অপরূপা পোদ্দার। প্রকাশ্যে এধরনের বিবৃতি দেওয়া উচিত নয়, অপরূপাকে বললেন মমতা। ডায়মন্ড-বিতর্কে কল্যাণকে তোপ আরামবাগের তৃণমূল সাংসদের। খবর পেয়েই সুদীপের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেন মমতা। তখন ফোন ধরেননি অপরূপা পোদ্দার, খবর তৃণমূল সূত্রে
পদ্মভূষণ প্রত্যাখ্যান বিতর্কে ‘বিরক্ত’ বুদ্ধদেব ভট্টাচার্য। এর মধ্যে অহেতুক রাজনীতিকে টানা হচ্ছে। মঙ্গলবার বাড়ির ল্যান্ডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন। অচেনা কণ্ঠস্বরে জানানো হয় পদ্ম-পুরস্কারের কথা। সরকারিভাবে চিঠি না আসা পর্যন্ত বক্তব্যে মান্যতা দিইনি। কেন্দ্রের প্রকাশিত তালিকায় নাম আছে দেখার পর প্রত্যাখ্যান। যেহেতু সরাসরি লিখিতভাবে কিছু জানানো হয়নি, তাই তিনি জানিয়েছেন, কিছু জানি না, জানানো হয়নি। পদ্মভূষণ ঘিরে বিতর্ক দুর্ভাগ্যজনক, ঘনিষ্ঠমহলে জানালেন মীরা ভট্টাচার্য
রাজ্যে টানা ১৩ দিন ৩০- এর উপরেই রইল করোনায় মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩৬ জনের মৃত্যু। রাজ্যে একদিনে ৩ হাজার ৬০৮ জন করোনা আক্রান্ত। রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫২৪ জন সংক্রমিত।
আলিপুরদুয়ারে বিজেপির জেলা কমিটিতে দলত্যাগী নেতা! আইনি পদক্ষেপের হুমকির পর তড়িঘড়ি নতুন সহ সভাপতি ঘোষণা। জেলা কমিটিতে সহ সভাপতি হিসেবে নাম ছিল ভাস্কর দে-র। গতবছর জুন মাসেই বিজেপি ছাড়েন ভাস্কর। আইনি পদক্ষেপের হুমকির পরই তড়িঘড়ি বৈঠকে বিজেপি নেতৃত্ব। ভাস্করের জায়গায় সেলিম লামার নাম সহ সভাপতি ঘোষণা। আইনি নোটিসের মোকাবিলা আইনি পথেই, দাবি বিজেপি নেতৃত্বের।
বিজেপিতে নতুন জেলা কমিটি নিয়ে বিড়ম্বনা অব্যাহত। এবার ইস্তফা দিলেন উত্তর কলকাতারসহ সভাপতি সুনীতা ঝাওয়ার। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা সুনীতার। ৪২ নম্বর ওয়ার্ড থেকে ৪ বারের কাউন্সিলর ছিলেন সুনীতা। এবারের কলকাতা পুরভোটে হেরে যান সুনীতা ঝাওয়ার।
রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়, সংসদে প্রস্তাব আনছে তৃণমূল। রাজ্যপালের অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব আনতে পারে তৃণমূল
বিধানসভায় রাজ্যপালের আক্রমণের পরে সুর চড়াচ্ছে তৃণমূল। সাংবিধানিক পদে থেকেও কর্তব্যে গাফিলতি’, অপসারণের প্রস্তাব। রাজ্যসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারেন সুখেন্দু: সূত্র
২০০ জন নিয়ে বিয়েবাড়ি হতে পারে, স্কুল খুলতে পারে না? দিনরাত খোলা রয়েছে মদের দোকান, আর স্কুল খুলতেই সমস্যা? পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে তৃণমূল সরকার, মুখমন্ত্রীর পদমর্যাদার গরিমা নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য় শুভেন্দুর
হালিশহরে জগন্নাথ ঘাটে বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু। আরও কেউ আহত আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ বিস্ফোরণস্থলে বড় গর্ত হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ নমুনা সংগ্রহ করবে।
উডবার্ন ওয়ার্ডে চিকিৎসকদের বিশেষজ্ঞ দল চিকিৎসা করছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে।
সরস্বতী পুজোর সময় রাজ্য জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা। ৪ ফেব্রুয়ারি থেকে ২দিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে কয়েকদিন জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য ফের রাজ্য জুড়ে হতে পারে বৃষ্টি
বাংলায় কমছে করোনা সংক্রমণ এবং সংক্রমণ হারও। সক্রিয় রোগীর সংখ্যায় বাংলা এখন দেশের মধ্যে ১০ নম্বরে। পরিস্থিতির উন্নতি হয়েছে মুম্বই, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও। জানানো হল স্বাস্থ্যমন্ত্রকের তরফে
একটি বা দু’টি নয়, লুঠ হয়ে গিয়েছিল জেরক্স মেশিনে (Xerox Machines) ঠাসা আস্ত একটি কন্টেনারই (Container Looted)। রহস্য সমাধানে পুলিশ যখন হন্যে হয়ে ঘুরছে, সেই সময় লুঠ হয়ে যাওয়া চারটি জেরক্স মেশিনের হদিশ মিলল সুন্দরবনে। শুধু সুন্দরবনই নয়, ডায়মন্ড হারবার (Diamond Harbour), কাকদ্বীপ (Kakdwip)-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক জেরক্স মেশিন উদ্ধার হয়েছে। যেগুলি ভিন্ রাজ্য থেকে কন্টেনারে বোঝাই করে আনা হচ্ছিল। হদিশ মিলেছে লুঠ হয়ে যাওয়া কন্টেনারটিরও। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের।
প্রেস ক্লাবের সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। তুলে দিতে চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
এবার ঠাকুরনগরে বিজেপির পিকনিক। এদিন শিমুলপুরে এই পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকে যোগ দেওয়ার কথা সাংসদ শান্তনু ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুরের।
স্কুল-কলেজ খোলার দাবিতে এবার পথে নামল এবিভিপি। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবিভিপি সদস্যদের। স্কুল খোলার দাবিতে কলেজ স্ট্রিটে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছেন এসএফআই সদস্যরাও।
এবার ঠাকুরনগরে বিজেপির পিকনিক। এদিন শিমুলপুরে এই পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকে যোগ দেওয়ার কথা সাংসদ শান্তনু ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুরের।
স্কুল খোলার দাবিতে হাইকোর্টে চতুর্থ জনস্বার্থ মামলা দায়ের হল। অনলাইনে পড়াশুনোয় ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। ড্রপ আউট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে আবেদন জানিয়েছেন মামলাকারী স্কুল শিক্ষক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এর আগে স্কুল খোলা নিয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়। সবকটি মামলা একত্রে শুনানির সম্ভাবনা।
বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদের সুতি থানা। পুলিশ সুত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সুতির মানিকপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে আজিকুল আলম ওরফে সাহেব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার দর ৭ লক্ষ টাকা বলে অনুমান।
মালদার হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার বাইক পাচারকারী।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারীর খনতা গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়। গ্রিন করিডোর করে নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে
গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হবে এসএসকেএম-এ। উডবার্ন ব্লকের সামনে তত্পরতা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ বেড়েছে , খবর সূত্রের। রাত থেকে অবস্থার অবনতি, খবর সূত্র
৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে প্রশাসনিক রিভিউ বৈঠক মুখ্যমন্ত্রীর। সব জেলার জেলাশাসক, পুলিশ সুপারকে বৈঠকে হাজির থাকার নির্দেশ।রাজ্যের সামাজিক প্রকল্পগুলির পর্যালোচনা হবে বৈঠকে, খবর সূত্রের। কোভিড পরিস্থিতিও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।‘দুয়ারে সরকার’ প্রকল্প চালুর আগে এই পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর
প্রেস ক্লাবের সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। তুলে দিতে চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ
সাতসকালে কোচবিহার শহরে হুলস্থুল। শৌচাগারে চিতাবাঘ। অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু করল বন দফতর। এদিন কোচবিহারের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা মনোজ সরকারের বাড়িতে চিতাবাঘের দেখা মেলে। তাড়া খেয়ে শৌচাগারে ঢুকে পড়ে চিতাবাঘ। বাড়ির সামনে রীতিমতো ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশও। নিরাপত্তার কারণে এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। বাড়ির চারপাশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আনা হয় খাঁচা।
নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন। ভিক্টোরিয়া হোটেলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
সাধারণতন্ত্র দিবসের পরের দিন, পুরুলিয়ার বরাবাজারে মিলল মাওবাদী পোস্টার। আজ সকালে বড়াবাজারের লালডি গ্রামের কাছে পোস্টার দেখতে পান স্থানীয়রা। এই নিয়ে আতঙ্ক ছড়ায়। বড়াবাজার থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে। কে বা কারা পোস্টার লাগাল, খতিয়ে দেখা হচ্ছে।
আজ থেকে ফের খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। করোনা আবহে জারি হয় নিষেধাজ্ঞা। সংক্রমণ কমতেই বিধি-মেনে সকাল-সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে প্রবেশে অনুমতি
হাইকোর্টে আজ স্কুল খোলা নিয়ে মামলার শুনানি হতে পারে। তিনটি জনস্বার্থ মামলার একত্রে শুনানির সম্ভাবনা। প্রায় দু’বছর ধরে রাজ্যে সব স্কুল কলেজ বন্ধ। তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ব্যাহত হচ্ছে শিক্ষার মৌলিক অধিকার। অন্ধকারে তলিয়ে যাচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ। এমন একাধিক অভিযোগ তুলে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন বা এআইএসএফ। একই দাবিতে কলকাতা হাইকোর্টে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়।
হেদুয়ার কাছে কৈলাস বোস স্ট্রিটে বাড়িতে আগুন। আগুনে ঝলসে জখম ১ মহিলা।সকালে ধুনুচি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকল
কাল রাত ১০টা থেকে বন্ধ খিদিরপুর উড়ালপুল। সারাইয়ের জন্য বন্ধ থাকবে উড়ালপুলটি। ১ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুলটি।
ওল্ড স্টিল ব্রিজ, সিজিআর রোড, খিদিরপুর ক্রসিং হয়ে যাবে গাড়িগুলি
জলপাইগুড়ির পর এবার কোচবিহার। ফের লোকালয়ে চিতাবাঘের হানা। কোচবিহার শহরের কলাবাগান এলাকায় দেখা গিয়েছে চিতাবাঘ। তাড়া খেয়ে ঘরে ঢুকে যায় চিতাবাঘটি। চিতাবাঘ দেখতে রাস্তায় ভিড়।ঘটনাস্থলে বন দফতরের কর্মী ও আধিকারিকরা
মুর্শিদাবাদের ১০ নম্বর ঘোড়ামারা নিশ্চিন্তপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। গতকাল দুপুরে ঘটনাটি ঘটে। কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন এক রাজমিস্ত্রি। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন আরেকজন।
রাতের কলকাতায় আগুন। সিঁথি থানা এলাকার রামলীলা বাগানে গাড়ির স্ক্র্যাপ গুদামে রাত পৌনে ১টা নাগাদ আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি গাড়ি। আগুন লাগার কারণ জানা যায়নি।
কাঁকিনাড়া স্টেশনে রেললাইন অবরোধ। অবরোধ করলেন রিলায়েন্স জুট মিলের শ্রমিকরা। শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত।গতকাল জুট মিল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে অবরোধ।মিল বন্ধ করায় এই মুহূর্তে কর্মহীন আনুমানিক পাঁচ হাজার শ্রমিক
ভোরবেলা উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে দুর্ঘটনা। লরি ও গাড়ির সংঘর্ষের জেরে গুরুতর আহত এক ফুটপাথবাসী। আহত গাড়ির দুই আরোহীও। ভোর ৪টে ২০-তে বিবেকানন্দ রোডে দুর্ঘটনা ঘটে। লরির সঙ্গে সংঘর্ষের পর, ল্যাম্পপোস্ট ভেঙে ফুটপাথে উঠে যায় গাড়ি। আহত তিনজনকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
বিতর্কের মধ্যেই দলের হয়ে পুরপ্রচারে নামলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। চপ ভাজা ও পুরভোটের মুখে পুরসভার কাজ নিয়ে প্রতিপক্ষের প্রশংসা, দুই বিতর্কের পর আবার দলের হয়ে মাঠে নামতে দেখা গেল বাঁকুড়ার বিজেপি বিধায়ককে।
আজ আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে হতে পারে তুষারপাত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। পারদের ওঠানামা অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
কুলটি জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ। পরিকল্পনা ছাড়াই, কমিশনের লোভে ১৬ কোটি টাকার পাইপ কেনেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। আসানসোলে পুরভোটের মুখে কুলটির প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল প্রার্থীকে নিশানা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। পাল্টা জবাব দিয়েছে শাসক দল।
ফের দলীয় নির্দেশকে উপেক্ষা! দিনহাটার বড়শোলমারি পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই ৭ সদস্য। জেলা নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে অনাস্থা আনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
CAA নিয়ে ফের সরব বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বুধবার তিনি অভিযোগ করেন, সব দল মতুয়াদের ব্যবহার করলেও, তাদের কথা কেউ ভাবেনি। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
প্রেক্ষাপট
কলকাতা: পদ্মশ্রী (Padmashree) ফেরালেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। বিদ্বেষ থেকে পদ্মশ্রীর প্রস্তাব। ছাত্রতুল্যও নয়, এমন দুজনকে পদ্মভূষণ দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান, প্রতিক্রিয়া কবীর সুমনের।
বাঙালি বলেই বঞ্চনা। কোন শিল্পীকে কী সম্মান, জানেই না কেন্দ্র, সমালোচনা সাহিত্যিক আবুল বাশারের। সম্মানের নামে প্রহসন, বেদনাহত। প্রতিক্রিয়া শুভাপ্রসন্নর।
পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধর। দেশের সংস্কৃতিকে অপমান কমিউনিস্টদের। আক্রমণ দিলীপের। বিভাজনকারী দলের পুরস্কার প্রত্যাখ্যান, প্রতিক্রিয়া বিকাশের। বাম ভোট পেতেই পুরস্কার, কটাক্ষ কুণালের।
সংঘাতের রেশ রেড রোডেও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল এগিয়ে না আসা পর্যন্ত ওঠেননি চেয়ার ছেড়ে।
বিধানসভায় বেনজির সংঘাত। কড়া বার্তা অধ্যক্ষের। (এরপর নিজে থেকে বিধানসভায় এলে কারণ জানতে চাইব,অধ্যক্ষের রাজ্যপাল-বার্তা।
রেড রোডে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন। অনুষ্ঠানে প্রথমবার আমন্ত্রণ নয় বিরোধী দলনেতাকে। করোনাকালে বাদ বেশকিছু মন্ত্রীও।
সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে রাজপথে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোর থিম নেতাজি। দিল্লিতে বাদ, প্রজাতন্ত্র দিবসে রেড রোডে বাংলার নেতাজি ট্যাবলোর প্রদর্শনী।
সল্টলেকে বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য। ৪ মাস ধরে প্রায়শই চুরির অভিযোগ। পুলিশ কামড়ে ফেরার, ৪৮ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা। আতঙ্কিত বাসিন্দারা। তল্লাশি চলছে, জানাল পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -