West Bengal News Live: ভরসন্ধেয় দত্তপুকুরের কাশিমপুরে গুলি, একজনের মৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 27 Jun 2022 11:54 PM
West Bengal News Live: শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সরব তৃণমূল নেতা

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল নেতাই সরব! ‘পরেশ অধিকারীর জন্য মোবাইল, টিভি খোলা যায় না, পরেশ অধিকারীর জন্য বাড়ির বাইরে বেরোনো যায় না’। মাথাভাঙার সভা থেকে আক্রমণে মেখলিগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতির। 

WB News Live Updates: রাস্তা দখল করে ব্যবসা নিয়ে বিবাদ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

রাস্তা দখল করে ব্যবসা করার অভিযোগ নিয়ে বিবাদ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুললেন বাইপাসের পঞ্চান্নগ্রামের ব্যবসায়ী তপন রায়। তাঁর  অভিযোগ, রবিবার সকালে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এসে তাঁকে দোকান সরিয়ে নিতে বলেন। প্রশ্ন করতেই সদলবলে ব্যবসায়ীকে মারধর করেন  কাউন্সিলর। অভিযোগ অস্বীকার করে শাসক দলের কাউন্সিলরের দাবি, রাস্তা দখল করে ব্যবসা করার জন্য রাস্তা সম্প্রসারণ করা যাচ্ছে না। সেই কথা বলতে গেলে ওই ব্যবসায়ী ও তাঁর সঙ্গীরাই তাঁদেরকে মারতে আসেন।

West Bengal News Live: সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে মানহানির মামলা

দুর্নীতিগ্রস্ত বলে ফেসবুক পোস্ট, সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে মানহানির মামলা করলেন কারামন্ত্রী। ৮জুন সোশাল মিডিয়ায় উজ্জ্বল বিশ্বাসকে দুর্নীতিবাজ বলে অভিযোগ করে পোস্ট সূর্যকান্ত মিশ্রের। পাল্টা মানহানির মামলা দায়ের কারামন্ত্রীর।

WB News Live Updates: রাজ্যে করোনায় লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ

রাজ্যে করোনায় লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৫১ জন। রাজ্যে পজিটিভিটি রেট ৯ দশমিক ৫৫ শতাংশ। রবিবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল ৫ দশমিক ১১ শতাংশ। তবে উদ্বেগ কমিয়ে করোনায় দৈনিক মৃতের সংখ্যা শূন্য।

West Bengal News Live: ভরসন্ধেয় দত্তপুকুরে গুলি

ভরসন্ধেয় দত্তপুকুরের কাশিমপুরে গুলি, একজনের মৃত্যু। নিহত জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। 

WB News Live Updates: আক্রান্ত দলীয় নেতাকে দেখতে গেলেন অধীর চৌধুরী

আগরতলায় আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখতে গেলেন অধীর চৌধুরী। সঙ্গে কংগ্রেসের সংসদীয় দল। বাড়িতে গিয়ে দেখা করার আগে আগরতলার জিবি হাসপাতালে আহত কংগ্রেস কর্মীদের সঙ্গেও দেখা করেন অধীর চৌধুরীরা।  পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে হিংসা বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি। 

West Bengal News Live: সারদায় টাকা ফেরতের দায়িত্বে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার কমিটি

সারদায় টাকা ফেরতের দায়িত্বে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার কমিটিকে দায়িত্ব দিল হাইকোর্ট।

WB News Live Updates: কলকাতা পুলিশের সব মামলায় রোদ্দুর রায়ের জামিন
হেয়ার স্ট্রিট থানার পরে বটতলা থানার মামলাতেও রোদ্দুরের জামিন। বটতলা থানার মামলাতেও ইউটিউবার রোদ্দুর রায়ের জামিন। ‘জাতীয় পতাকার অবমাননা, ভিডিওতে ক্ষমা চাইতে হবে রোদ্দুরকে’, রোদ্দুরকে ভিডিও প্রকাশ করে ক্ষমা চাইতে নির্দেশ আদালতের। আপাতত কলকাতা পুলিশের সব মামলায় রোদ্দুর রায়ের জামিন। প্রেসিডেন্সি জেল থেকে আজ রাতেই ছাড়া পেতে পারেন রোদ্দুর।
West Bengal News Live: সিবিআই তদন্তে দুর্নীতিমুক্ত বলে প্রমাণিত হবে মধ্যশিক্ষা পর্ষদ, দাবি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের

সিবিআই তদন্তে দুর্নীতিমুক্ত বলে প্রমাণিত হবে মধ্যশিক্ষা পর্ষদ, দাবি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। আজই কল্যাণময়ের কাছ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিলেন রামানুজ গঙ্গোপাধ্যায়।

WB News Live Updates: রেণু খাতুনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

বর্ধমানের সভাস্থলেই রেণু খাতুনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। নার্সের চাকরিতে যোগ দিতে চাওয়ায় তাঁর স্বামী হাত কেটে দেয় বলে অভিযোগ। তিনদিন পরে ধরা পড়ে অভিযুক্ত স্বামী। পরে পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য দফতরে নার্স গ্রেড টু পদে কাজ শুরু করেছেন রেণু খাতুন। জীবনে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। রেণু খাতুনকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ তৃণমূলের

সারদাকর্তা সুদীপ্ত সেনের দাবি ওপর ভিত্তি করে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি তৃণমূলের। সিজিও কমপ্লেক্সের সামনে সভা তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের। হলদিয়া ও কাঁথিতেও বিক্ষোভ মিছিল ও সভা তৃণমূল কংগ্রেসের।

WB News Live Updates: ডোভার লেনের গেস্ট হাউস থেকে উদ্ধার দেহ

ডোভার লেনের গেস্ট হাউস থেকে দেহ উদ্ধারে চাঞ্চল্য। সেলের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজারের দেহ উদ্ধার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গড়িয়াহাট থানার পুলিশ। পরিবারের সঙ্গে থাকতেন না সেলের প্রাক্তন কর্তা, খবর দেওয়া হয়েছে পরিবারকে, জানানো হয়েছে পুলিশ সূত্রে।

West Bengal News Live: চাকরির সুপারিশপত্র পেলেন ববিতা সরকার

অবশেষে চাকরির সুপারিশপত্র পেলেন ববিতা সরকার। হাইকোর্টের নির্দেশের পরেই সুপারিশপত্র দিল এসএসসি। মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলেই শিক্ষকতা করতে চলেছেন ববিতা। শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়েকে সরিয়ে চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের।

WB News Live Updates: টেট উত্তীর্ণদের সঙ্গে দেখা করলেন মমতা

বর্ধমানের সভার পরে টেট উত্তীর্ণদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দিদি কিছু বলতে চাই, কথা বলুন, প্ল্যাকার্ড নিয়ে বর্ধমানের সভায় চাকরিপ্রার্থীরা। নিরাপত্তারক্ষীদের দিয়ে ৩ মহিলাকে ডেকে পাঠিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: কোচবিহারের রাসমেলা থেকে মিছিল শুভেন্দু অধিকারীর

কোচবিহারের স্টেশন মোড়ের সামনে শুভেন্দুর কনভয়কে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের। পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। এবার শীতলকুচি, দিনহাটায় যাব, দেখব আটকাতে পারে কিনা, চ্যালেঞ্জ শুভেন্দুর। 


WB News Live Updates: অপেক্ষা করে থাকুন ২০২৪-এই সরকারকে বিসর্জন দিয়ে দেব: শুভেন্দু অধিকারী

‘২০২৬ পর্যন্ত যেতে হবে না, ২০২৪-এই বিসর্জন দিয়ে দেব। সবে তো মহারাষ্ট্র হয়েছে, এরপর ঝাড়খণ্ড, তারপরে রাজস্থান। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থানের পর বাংলায় পৌঁছে যাব।' কোচবিহারের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর>
কোচবিহারের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

West Bengal News Live: আশাকর্মীদের জন্য ফোন দেবে রাজ্য সরকার

আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের জন্য আট হাজার টাকার ফোন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates: পিএসি-র চেয়ারম্যানের পদ থেকে মুকুল রায়ের ইস্তফা

পিএসি-র চেয়ারম্যানের পদ থেকে মুকুল রায়ের ইস্তফা। ই-মেল করে পিএসি চেয়ারম্যানের পদে মুকুলের ইস্তফা। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে ইস্তফা। হঠাৎ কেন পিএসি-র চেয়ারম্যান পদে মুকুলের ইস্তফা? এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মুকুল রায়ের।

West Bengal News Live: মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে কোচবিহারে শুভেন্দু অধিকারীর সভা

মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে আজ কোচবিহারে শুভেন্দু অধিকারীর সভা। তার আগে বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে পথে নামল তৃণমূল। দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর নেতৃত্বে বাইপাস চৌপথি এলাকায় পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবিকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। শুভেন্দুর সভায় লোক আসা আটকাতেই দিনহাটায় পথ অবরোধ, কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: সকালের ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল

সকালের ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা। সকাল ৯টা ৫০ মিনিটে ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বর্ধমান-হাওড়া কর্ড লাইন লোকাল। স্টেশনে ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। ট্রেন ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা

West Bengal News Live: গরমের ছুটির পর করোনাবিধি মেনে আজ খুলল স্কুল

প্রায় দুমাস গরমের ছুটির পর করোনাবিধি মেনে আজ খুলল স্কুল। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারা। 

WB News Live Updates: করোনা-হানায় এবার কলকাতা মেডিক্যাল কলেজে বাতিল পরীক্ষা

করোনা-হানায় এবার কলকাতা মেডিক্যাল কলেজে বাতিল পরীক্ষা। খাতা-প্রশ্নপত্র নিয়ে পরীক্ষকরা হাজির থাকলেও এদিন পরীক্ষা দিতে আসেননি মেডিক্যাল পড়ুয়ারা। আধঘণ্টা অপেক্ষার পর আজকের মতো পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। পরীক্ষা পিছোনো অথবা অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন মেডিক্যাল পড়ুয়ারা। কলকাতা মেডিক্যাল কলেজে এই মুহূর্তে ১৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত। কাল MBBS-এর তৃতীয় সিমেস্টারের পরীক্ষা রয়েছে। কলেজ কর্তৃপক্ষ করোনা আক্রান্তদের আলাদা ঘরে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে।বাকিদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি মিলবে।

West Bengal News Live: বিজেপিতে যাওয়া নেতাদের তৃণমূলে ফেরানো নিয়ে সরব প্রসূন বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়া নেতাদের তৃণমূলে ফেরানো নিয়ে সরব হলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে দলীয় সাংসদের সঙ্গে একমত নন হাওড়া সদরের তৃণমূল সভাপতি। এই ইস্যুতে বঙ্গের শাসক দলকে কটাক্ষ করেছে বাম-বিজেপি।

WB News Live Updates: রাতভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড

রাতভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। শহরের বিভিন্ন রাস্তায় জল জমেছে। কোথাও হাঁটুজল পেরিয়ে চলছে যাতায়াত। জল জমেছে স্টেশন রোড, অরবিন্দ নগর, দেশবন্ধু পাড়া, পাণ্ডাপাড়া-সহ বিভিন্ন এলাকায়। জমা জলে বেড়েছে দুর্ভোগ।

West Bengal News Live: পোস্তায় স্বর্ণ ব্যবসায়ীর রহস্যমৃত্যু, দোকানে উদ্ধার ঝুলন্ত দেহ

পোস্তায় স্বর্ণ ব্যবসায়ীর রহস্যমৃত্যু। দোকান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম নন্দলাল সোনি। পরিবার সূত্রে খবর, লেকটাউনের বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ীর ছেলে গতকাল দোকানের মধ্যেই বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে বছর পঞ্চাশের ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ওই ব্যবসায়ী আত্মহত্যাই করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

WB News Live Updates: কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্য়ান পদ থেকে সরিয়ে দেওয়া হল হিতেন বর্মনকে

এক বছর পূর্ণ হওয়ার আগেই, কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্য়ান পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মনকে। শুক্রবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। দল ও সরকার যা সিদ্ধান্ত নেবে, তাই তিনি মেনে নেবেন। প্রতিক্রিয়া হিতেন বর্মনের।

West Bengal News Live: ছিট কালিকাপুরে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সঙ্গীকে আটক করল পুলিশ

পূর্ব যাদবপুর থানা এলাকার ছিট কালিকাপুরে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সঙ্গীকে আটক করল পুলিশ। খুন নয়, ওড়না গলায় পেঁচিয়ে আত্মঘাতী হন মহিলা, পুলিশের কাছে চাঞ্চল্যকর দাবি মহিলার সঙ্গীর। 

WB News Live Updates: 'জমা জল নামাতে দেরি কেন', প্রশ্ন প্রতিবেশীদের

হরিদেবপুরের দুর্ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। দুর্ঘটনার পরেই দুটি পাম্প চালিয়ে জমা জল নামাল পুলিশ। দেরি কেন? প্রশ্ন প্রতিবেশীদের। ওই বাতিস্তম্ভ তাদের নয়, দাবি সিইএসসি-র। বিএসএনএলের পোস্ট ব্যবহার করে বিদ্যুত্‍ সরবরাহ হত, দাবি স্থানীয় কাউন্সিলরের। দিনকয়েক আগে ওই বাতিস্তম্ভের গোড়ায় খোঁড়াখুঁড়ি হয়েছিল, দাবি কাউন্সিলরের। 

West Bengal News Live: আবার বাড়ছে কোভিড-সংক্রমণ

আবার বাড়ছে কোভিড-সংক্রমণ। রাজ্যে, ১২ দিনে, দৈনিক সংক্রমণ বেড়েছে সাত গুণের বেশি! তবে, চিকিত্‍সকরা বলছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে, প্রয়োজন সতর্কতার। মানতে হবে স্বাস্থ্যবিধি।

WB News Live Updates: এলাকা বিদ্যুত্‍‍‍ বিচ্ছিন্ন করে বালককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের

বৃষ্টিতে রাস্তার জমা জলে ওঁত্‍ পেতে মরণফাঁদ! শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। পরিবার সূত্রে খবর, জমা জল ঠেলে গৃহশিক্ষিকার বাড়িতে যাওয়ার সময় লাইটপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় বালক। এলাকা বিদ্যুত্‍‍‍ বিচ্ছিন্ন করে বালককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়বাসিন্দারা। CESC জানিয়েছে, এই লাইটপোস্টটি তাদের নয়।

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! যাদবপুর থানায় ওই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রী। অভিযোগকারিণীর দাবি, গবেষণাপত্র নিয়ে আলোচনার অছিলায় তাঁকে নিজের কোয়ার্টারে ডেকে পাঠিয়েছিলেন ওই অধ্যাপক। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত চলাকালীন বিভাগের কোনও কাজের সঙ্গে তাঁকে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

WB News Live Updates: বৃষ্টিতে রাস্তার জমা জলে ওত্‍ পেতে মরণফাঁদ!

বৃষ্টিতে রাস্তার জমা জলে ওত্‍ পেতে মরণফাঁদ! শহরে ফের ঘটল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু  ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার । রবিবার সন্ধে ৬.৩০নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার হাফিজ মহম্মদ ইশাক রোডে।  হরিদেবপুরে গৃহশিক্ষিকার বাড়িতে প্রসাদ দিতে যাওয়ার সময় ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর। এলাকা বিদ্যুত্‍‍‍বিচ্ছিন্ন করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

West Bengal News Live: রাজ্যে, ১২ দিনে, করোনায় দৈনিক সংক্রমণ বেড়েছে সাত গুণের বেশি!

আবার বাড়ছে কোভিড-সংক্রমণ। রাজ্যে, ১২ দিনে, দৈনিক সংক্রমণ বেড়েছে সাত গুণের বেশি! তবে, চিকিত্‍সকরা বলছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে, প্রয়োজন সতর্কতার। মানতে হবে স্বাস্থ্যবিধি।

WB News Live Updates: অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা ভাইরাল চিঠি ঘিরে সরগরম তুফানগঞ্জ

অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা একটি ভাইরাল চিঠি ঘিরে সরগরম কোচবিহারের তুফানগঞ্জ। পরিচয় গোপন করে পড়শি রাজ্যের পদ্ম শিবিরের সভাপতিকে চিঠি দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি, অভিযোগ তৃণমূলেরই একাংশের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। চিঠি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।

West Bengal News Live: বৃষ্টির জমা জল পেরোতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের

হরিদেবপুরে বৃষ্টিতে রাস্তায় জমা জল পেরোতে গিয়ে লাইটপোস্টে হাত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল এলাকা।

প্রেক্ষাপট

হরিদেবপুরে (Haridevpur) বৃষ্টিতে রাস্তায় জমা জল পেরোতে গিয়ে লাইটপোস্টে (light post) হাত। বিদ্যুৎস্পৃষ্ট (electrocuted) হয়ে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল এলাকা।


কোথায় ছাপ্পা ভোট, কোথাও দু দলের সংঘর্ষ, কোথাও ভোটের আগেই পড়ল ভোট। বাংলায় ৬টি ওয়ার্ডের উপনির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তি। 


পানিহাটিতে (Panihati) বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা। নিজেদের আচরণ বিধি দেখালেন খড়দা থানার আইসি। রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। খবর সম্প্রচারের পর ঢুকতে অনুমতি।


শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ফাঁসিদেওয়ায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী। বুথেই নির্দল প্রার্থীর ফোন ভাঙার অভিযোগ। বাগডোগরায় আক্রান্ত বিজেপি প্রার্থীর এজেন্ট। অস্বীকার শাসক দলের।


অশান্তি ছাড়াই পাহাড়ে ভোট। ভোট দিলেন না বিমল গুরুঙ্গ। গণতন্ত্র ফিরেছে পাহাড়ে, প্রতিক্রিয়া বিনয় তামাংয়ের। ঝগড়া করার দরকার নেই, দাবি অনীত থাপার।


অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন, জানাল রাজ্য নির্বাচন কমিশন। ভোটের নামে প্রহসন, কটাক্ষ অধীরের। ভোট লুঠ করে জয়ের চেষ্টা শাসক দলের, আক্রমণ সুকান্তর।


কেন দলত্যাগীদের ফেরানো হচ্ছে ? বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে সরব হাওড়ার তৃণমূল সাংসদ। ব্যক্তিগত মত, দলের নয়, প্রতিক্রিয়া ডোমজুড়ের বিধায়ক।


রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও কমল পজিটিভিটি রেট। দৈনিক মৃত্যু শূন্য। কলকাতা মেডিক্যালে আক্রান্ত আরও ১০জন ডাক্তারি পড়ুয়া। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.