West Bengal News Live: লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে, মন্তব্য মমতার
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
'কিছুদিন বাদে লোকসভা নির্বাচন রয়েছে, সন্দেহ হচ্ছে এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়, জানুয়ারিতেও করে দিতে পারে, এদের কেউ বিশ্বাস করতে পারে না',
তৃণমূল ছাত্র পরিষদের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পঞ্চায়েত ভোটের মনোনয়নে তৃণমূল কর্মী খুন, ভবানীভবনে নৌশাদ। তৃণমূলকর্মী রাজু নস্কর খুনের মামলায় আইএসএফ বিধায়ককে জিজ্ঞাসাবাদ। কাশীপুর থানায় দায়ের হওয়া মামলায় নৌশাদকে সিআইডির জিজ্ঞাসাবাদ। ৩১ অগাস্ট ফের সিআইডির তলব, জিজ্ঞাসাবাদের পর জানালেন নৌশাদ। 'তৃণমূলকর্মী খুনে সক্রিয়, আইএসএফ কর্মী খুনে কেন নিষ্ক্রিয়?', ভবানীভবন থেকে বেরিয়ে প্রশ্ন ভাঙড়ের আইএসএফ বিধায়কের।
বিভিন্ন জেলার থানায় থানায় পুলিশরা কী করছেন, সব নজরে আছে। দত্তপুকুরকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
সিজিও কমপ্লেক্সে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীকে সাড়ে ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ। ইডির তলবে লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসেবরক্ষকের হাজিরা। তল্লাশির পর এবার লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। তল্লাশির সময় বাজেয়াপ্ত করা মোবাইল ফোন অন করে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের।
এগরাকাণ্ডের সাড়ে ৩ মাসের মাথায় এবার দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল ৯ জনের। সোমবার সকালেও যত্রতত্র উদ্ধার হয়েছে, দেহাংশ। এফআইআরে নাম থাকা ৪ জনের মধ্যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের। এদিন, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, পুলিশের মদতেই চলত বেআইনি কারবার। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়া আর পুলিশের একাংশেরই লোভেই কি বারুদের স্তুপে বাংলা?
দত্তপুকুরে পেঁয়াজের আড়ালে বেআইনি বাজির রমরমা কারবার! ছাদে ঝুলছে পেঁয়াজ, নীচে বেআইনি বাজির সারি সারি বাক্স! ঠিক কী ছবি উঠে এল দেখাব।
'ভেবেছে এটা দিল্লি, উত্তরপ্রদেশ। দেখি কতবড় সাহস! যাদবপুরকাণ্ডের প্রতিবাদে, বিজেপি-এবিভিপির মিছিলে ওঠা গোলি মারো স্লোগান নিয়ে পাল্টা সুর চড়ালেন তৃণমূলনেত্রী।' যারা স্লোগান দিয়েছে, পুলিশকে তাদের গ্রেফতারির নির্দেশ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কাজের কাজ কিছুই হবে না। নিরাপরাধ ছেলেদের জেলে ঢোকানোর চিন্তা, পাল্টা আক্রমণে বিজেপি।
'যেদিনকে এসেছি পরেরদিন ইডি-কে পাঠিয়ে দিয়েছে, আমার অফিসে তল্লাশি করেছে এবং কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেছে', কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দত্তপুকুরকাণ্ডে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। বারবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 'এগরাকাণ্ডের পরে বলার পরেও কেন নির্দেশ কার্যকর হয়নি?' দত্তপুকুরকাণ্ডে পুলিশ, আইসি কি ঘুমোচ্ছিল? প্রশ্ন ক্ষুব্ধ মমতার, খবর সূত্রের।
পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনকে ঘিরে রণক্ষেত্র কালনা। তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। রাজ্যের প্রতিনিধি হিসেবে হাজির সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। কালনা ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির ভোট ঘিরে তুলকালাম।
ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ছাত্র বিক্ষোভের মুখে উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে কথা বলতে চাইলেও উপাচার্য সময় দেননি বলে অভিযোগ। ছাত্ররা ডেপুটেশন দিতে চেয়েছিল, আমারও ব্যর্থতা আছে, প্রতিক্রিয়া অন্তর্বর্তী উপাচার্যের।
দত্তপুকুরে পেঁয়াজের আড়ালে বেআইনি বাজির রমরমা কারবার! ছাদে ঝুলছে পেঁয়াজ, নীচে বেআইনি বাজির সারি সারি বাক্স!
দত্তপুকুরকাণ্ডে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। বারবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 'এগরাকাণ্ডের পরে বলার পরেও কেন নির্দেশ কার্যকর হয়নি? দত্তপুকুরকাণ্ডে পুলিশ, আইসি কি ঘুমোচ্ছিল?' প্রশ্ন ক্ষুব্ধ মমতার, খবর সূত্রের। 'যা যা করার করতে হবে, আমি কিছু শুনতে চাই না', পরপর ঘটনা ঘটেই যাবে? মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের।
আলু, পেঁয়াজের আড়ালে অবাধে বেআইনি বাজির কারবার! উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বারুদের সঙ্গে 'সহবাস'! ভয়াবহ বিস্ফোরণের পরে মিলছে একের পর এক বারুদের গোডাউনের হদিশ। গোডাউনের উপরের দিকে সাজানো পেঁয়াজ, ভিতরে 'বারুদ'!
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে গতকাল ২৭ অগস্ট। তারপরে আজও একের পর এক বাজির গোডাউন উদ্ধার চলছে ওই এলাকায়। বাজি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছে ট্রাক। রয়েছেন দমকলকর্মীরাও।
দত্তপুকুরকাণ্ডে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। বারবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 'এগরাকাণ্ডের পরে বলার পরেও কেন নির্দেশ কার্যকর হয়নি?' 'দত্তপুকুরকাণ্ডে পুলিশ, আইসি কি ঘুমোচ্ছিল? প্রশ্ন ক্ষুব্ধ মমতার, খবর সূত্রের। 'যা যা করার করতে হবে, আমি কিছু শুনতে চাই না',পরপর ঘটনা ঘটেই যাবে? মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের।
যাদবপুরকাণ্ডে শুভেন্দুর মামলায় বিরক্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির চাপের মুখে মামলা প্রত্যাহার শুভেন্দু অধিকারীর। যাদবপুরে মাওবাদী ও দেশ বিরোধী শক্তি সক্রিয়, দাবি বিরোধী দলনেতার। যাদবপুরকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে মামলা করেন শুভেন্দু অধিকারী। 'আপনি কি মামলা গুরুত্ব দিয়ে দেখছেন? আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়, নিজেকে ক্লান্ত করবেন না', শুভেন্দুর আইনজীবীর উদ্দেশে মন্তব্য প্রধান বিচারপতির।
শুধু বাজির মশলা নয়, মজুত ছিল প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে এনআইএ-কে জানাল পুলিশ, খবর সূত্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বিস্ফোরণস্থলে এনআইএ।
দত্তপুকুর বিস্ফোরণে মৃত্যুমিছিল, ৯জনের মৃত্যু, আহত ৫। ২ মালিক, ২ প্রতিবেশী, সুতির একই পরিবারের ৫ শ্রমিকের মৃত্যু। বিস্ফোরণস্থলের ১০০ মিটার দূরে পুকুরে পা, ২০০ মিটার দূরে হাত! বারুদের স্তূপে দত্তপুকুর, পুলিশি তল্লাশির পরেও আরও ভাণ্ডারের হদিশ!
নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা সাসপেন্ড। ক্লোজ করে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড। বেআইনি বাজি কারখানা নিয়ে নির্দেশ অমান্য করায় শাস্তি, খবর সূত্রের। দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি সঞ্জয় বিশ্বাস।
'কিছুদিন বাদে লোকসভা নির্বাচন রয়েছে। সন্দেহ হচ্ছে এরা ডিসেম্বরে না লোকসভা নির্বাচন করে দেয়, জানুয়ারিতেও করে দিতে পারে। এদের কেউ বিশ্বাস করতে পারে না।' তৃণমূল ছাত্র পরিষদের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন জেলার থানায় থানায় পুলিশরা কী করছেন, সব নজরে আছে। দত্তপুকুরকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডে নিহত হয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা শাহবাজ আলম। বাড়িতে বলেনি বাজি কারখানায় আসছিল। একমাত্র ছেলের মৃত্যুতে শোকাহত শাহবাজের বাবা।
বিস্ফোরণের পর দত্তপুকুরের ঘটনাস্থলে পৌঁছল এনআইএ।
দত্তপুকুরকাণ্ডে তদন্তে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।
' ইসরোর বাঙালি বৈজ্ঞানিকদের আমরা সম্বর্ধনা দিতে চাই', টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'আমি ছাত্র-রাজনীতি থেকে এসেছি এটাই আমার সবথেকে বড় গর্ব', টিএমসিপি-র প্রতিষ্ঠাতা দিবসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
TMCP প্রতিষ্ঠাতা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' তৃণমূল ছাত্র পরিষদের এবারের জমায়েত সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। সঙ্ঘবদ্ধ লড়াইয়ের ফল পঞ্চায়েতে তৃণমূলের সার্বিক জয়'
দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ডের ভয়াবহতার কারণ অনুসন্ধানে ফের ঘটনাস্থলে এল ফরেন্সিক দল। ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, বিপুল পরিমাণ বাজি অবৈজ্ঞানিকভাবে মজুত করার জন্যই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। যেহেতু কংক্রিটের বদ্ধ ঘরে তা রাখা ছিল, সেই কারণেই বিস্ফোরণের তীব্রতা এতটা ভয়াবহ বলে মনে করা হচ্ছে।তবে দত্তপুকুরে কী ধরনের বিস্ফোরক মজুত করা ছিল, তা সঠিকভাবে জানতে আজ ফের এল ফরেন্সিক দল।
প্রবল বর্ষণের (Heavy Rain) জেরে ফের আশঙ্কা মুখে উত্তরবঙ্গের এই এলাকা(North Bengal)। আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ছিল যে পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টি হবে। সেইমতো কয়েকদিন ধরে পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টি চলছিল। আর ভুটান পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বানারহাট। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে এনডিআরএফ।
'সরকার কী পদক্ষেপ নিয়েছেন, জানতে চেয়েছিলাম। এগরাকাণ্ডে ১১ দিন পর এলাকায় গিয়ে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে RDX ব্যবহার করা হয়েছে। স্থানীয়রাই বলছেন, ব্যবসায়ী পিছু ৫০ হাজার টাকা করে তোলা নেন স্থানীয় আইসি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি', দত্তপুকুরকাণ্ডের পর বললেন শুভেন্দু অধিকারী।
দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে প্রথম গ্রেফতার পুলিশের জালে বেআইনি বাজি কারবারের নাটের গুরু কেরামত আলির পার্টনার সফিকুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মৃত কেরামতের সঙ্গে পার্টনারশিপে ব্য়বসা চালাত সফিকুল। মোচপোল, কাঠুরিয়া-সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিল তাদের বেআইনি বাজির কারবার।
স্রেফ পড়ুয়ার অভাবে রাজ্যে ৮ হাজার স্কুল বন্ধের মুখে? জল্পনা বাড়াল সরকারি রিপোর্টেরই চাঞ্চল্যকর তথ্য! ৮ হাজার ২০৭ টি স্কুলে পড়ুয়া নেমে গেল ৫০ এর কমে! পড়ুয়াশূন্য হয়ে গেল ২২৬ টি স্কুল! ফাঁকা স্কুল কাজে লাগানোর আর্জি জানিয়ে অন্যান্য দফতরকে তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর, খবর সূত্রের। শূন্য স্কুলে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগেরও পরিকল্পনা। কেন এত ছাত্রছাত্রী কমছে সরকারি স্কুলে? সরকারের নীতি আদতে স্কুলগুলিকে বন্ধ করার, অভিযোগ শিক্ষক সংগঠনের একাংশের।
দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ডের ভয়াবহতার কারণ অনুসন্ধানে ফের ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। সঙ্গে থাকছে দমকল ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, বিপুল পরিমাণ বাজি অবৈজ্ঞানিকভাবে মজুত করার জন্যই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। যেহেতু কংক্রিটের বদ্ধ ঘরে তা রাখা ছিল, সেই কারণেই বিস্ফোরণের তীব্রতা এতটা ভয়াবহ বলে মনে করা হচ্ছে।তবে দত্তপুকুরে কী ধরনের বিস্ফোরক মজুত করা ছিল, তা সঠিকভাবে জানতে আজ ফের সেখানে যাবে ফরেন্সিক, দমকল ও বম্ব ডিসপোজাল স্কোয়াড।
দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে (Duttapukur Incident) মৃতের সংখ্যা বেড়ে হল ৯। বেআইনি বাজি কারবারি কেরামত আলির পর এবার মৃত্যু হল তার আরেক অংশীদার সামশুল আলির। গতকাল এই সামশুল আলির বাড়িতেই বিস্ফোরণ হয়। দত্তপুকুরে বিস্ফোরণস্থল থেকে মিলেছে আরও একটি দেহ। বিস্ফোরণস্থলের থেকে কিছুটা দূরে পানা পুকুরের ভিতর থেকে মিলেছে মুণ্ডহীন দেহ। জলের ভিতর একটি পা বেরিয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে মৃতদেহের মাথাটি উদ্ধার হয়েছে আরও প্রায় ৫০ মিটার দূরে।
দত্তপুকুরে বিস্ফোরণস্থলের আশেপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত। ঘটনাস্থলের ১০০ মিটার দূরে পানাপুকুরে সকালেও পড়েছিল ছিন্নভিন্ন হয়ে যাওয়া পায়ের অংশ। বিস্ফোরণস্থলের ২০০ মিটার দূরে শেখ আসগরের বাড়ি। উঠোনে ছিন্নভিন্ন হাত পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন তিনি।
বাজি কারখানা না গবেষনাগার ? দত্তপুকুরের মোচপোলে পরিত্যক্ত ইটভাটার ভিতর, বাজি ফ্য়াক্টরিতে মিলল অত্যাধুনিক মেশিন, টেস্ট টিউব, বিকার, সলিড-লিক্যুইড রাসায়নিক, কাচের শিল্ড লাগানো হেলমেট। রীতিমতো বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয়েছে তিনটি বিল্ডিং। শুধু কি বাজিই তৈরি হত নাকি আড়ালে অন্যকিছু? উঠছে প্রশ্ন।
এগরা, বজবজের ঘটনার পরও কেন শিক্ষা নেয়নি প্রশাসন? কেন এখনও রাজ্যে রমরমিয়ে চলছে অবৈধ বাজি কারবার? কেন থামছে না মৃত্যুমিছিল? রবিবার দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের পর, যখন এই প্রশ্নগুলি ফের বিস্ফোরিত হল, তখনই এদিন ঘটনাস্থলে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর দাবি, এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়। শকুনের রাজনীতি করছেন। রাজ্যপালকে পাল্টা আক্রমণ করলেন কুণাল ঘোষ।
আলিপুরদুয়ার, সোনারপুরের পর এবার সিঙ্গুর। সমবায়ে ২ কোটি ২৯ লক্ষের তছরুপের অভিযোগ। ম্যামেজার, হিসাবরক্ষক গ্রেফতারির পরেও টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়ে গ্রাহকরা।
দত্তপুকুর-কাণ্ডে প্রথম গ্রেফতারি। ধৃতের নাম শফিক আলি। নীলগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। প্রাথমিক ভাবে খবর, নিহত কেরামত আলির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালাত শফিক।
এগরার ভানু বাগের মতো দত্তপুকুরে তিন অংশীদার। বাড়ির মালিক সামসুল তৃণমূল কর্মী। শব্দবাজির আড়ালে তৈরি হত বোমা। টাকা পেত পুলিশ, পঞ্চায়েত সদস্যরা, অভিযোগ স্থানীয়দের।
মাটিগাড়া থেকে সোজা দত্তপুকুরে রাজ্যপাল। ঘটনাস্থলের পর হাসপাতালে সরেজমিনে পরিদর্শন।
দত্তপুকুরের মোচপোলে পরিত্যক্ত ইটভাটায় অত্যাধুনিক গবেষণাগার। মিলল অত্যাধুনিক মেশিন, টেস্ট টিউব, সিরিঞ্জ, রাসায়নিক, কাচের শিল্ড লাগানো হেলমেট, স্টোন চিপস।
ফের বাজি কাড়ল প্রাণ। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৭। বিস্ফোরণের তীব্রতায় উড়ল গোটা বাড়ি, কার্যত মাঠে পরিণত।
প্রেক্ষাপট
- ফের বাজি কাড়ল প্রাণ। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৭। বিস্ফোরণের তীব্রতায় উড়ল গোটা বাড়ি, কার্যত মাঠে পরিণত।
- বিস্ফোরণের তীব্রতায় কারও উড়েছে হাত-পা, কারও মৃতদেহ পড়ল পাশের বাড়ির চালে। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহের অংশ।
- দত্তপুকুরের মোচপোলে পরিত্যক্ত ইটভাটায় অত্যাধুনিক গবেষণাগার। মিলল অত্যাধুনিক মেশিন, টেস্ট টিউব, সিরিঞ্জ, রাসায়নিক, কাচের শিল্ড লাগানো হেলমেট, স্টোন চিপস।
- ১০ বছর আগে বন্ধ ইটভাটার ফাঁকা চত্বরে বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা করে তৈরি হয়েছিল তিনটি বিল্ডিং। হেলিপ্যাডের মতো তৈরি করা হয়েছিল কংক্রিটের ঢালাই করে। ঘটনাস্থলে ফরেন্সিক।
- এগরার পর দত্তপুকুর। সাড়ে ৩ মাসের মধ্যেই ফের বিস্ফোরণ। ৫ কিলোমিটার দূরে শোনা গেল শব্দ। আর্থ মুভার এনে সরানো হল ধ্বংসস্তূপ। তীব্রতায় উড়ে গেল পাশের বাড়ির ছাদ।
- এগরার ভানু বাগের মতো দত্তপুকুরে তিন অংশীদার। বাড়ির মালিক সামসুল তৃণমূল কর্মী। শব্দবাজির আড়ালে তৈরি হত বোমা। টাকা পেত পুলিশ, পঞ্চায়েত সদস্যরা, অভিযোগ স্থানীয়দের।
- বিস্ফোরণে মৃত্যু অভিযুক্ত কেরামত ও তাঁর ছেলের। এগরার বিস্ফোরণের পর রাজ্যে পুলিশি অভিযানে বাদু থেকে গ্রেফতার কেরামত। পরে মুর্শিদাবাদ থেকে লোক নিয়ে চালাত কারখানা।
- এগরার অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে। ২০১৪ সালে বিস্ফোরণে মৃত্যু হয় কেরামতের শ্যালিকার। শনিবার রাতেও এসেছিল ট্রাকভর্তি বারুদ। কোথায় পুলিশের নজরদারি ? উঠছে প্রশ্ন।
- খোঁজ নেই সুতির ১০ জন কর্মীর। পিংলায় হাত উড়ে যাওয়া আহতরা যোগ দেয় দত্তপুকুরে। এখনও শনাক্ত হয়নি পাঁচজনের দেহ। গতকাল কেন হল না ময়নাতদন্ত ? প্রশ্ন বিভিন্ন মহলে।
- মাটিগাড়া থেকে সোজা দত্তপুকুরে রাজ্যপাল। ঘটনাস্থলের পর হাসপাতালে সরেজমিনে পরিদর্শন।
- সব জানতেন খাদ্যমন্ত্রী, দাবি স্থানীয়দের। বোমার কারখানা রয়েছে জানতাম না, নেপথ্যে আইএসএফ, দাবি রথীন ঘোষের। তৃণমূলের লোকেরাই বোমা বাঁধত, পাল্টা নৌশাদ।
- দত্তপুকুর থেকেও কাটমানি ? ভারত বিরোধী রাষ্ট্রের যোগ আছে কিনা তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর। আপত্তি নেই, জানালেন খাদ্যমন্ত্রী।
- লুকিয়ে তৈরি হত বোমা, এনআইএ দাবি বিজেপির। এগরা থেকে শিক্ষা কই, প্রশ্ন অধীরের, এনআইএ দাবি নৌশাদ-কৌস্তভের। পুলিশি তদন্তেই আসল তথ্য সামনে আসবে, পাল্টা কাকলি।
- নিয়োগ, পুরসভার দুর্নীতির পর এবার সমবায় দুর্নীতি। সোনারপুরে ১০ কোটি টাকা তছরুপ, টাকা রেখে সর্বস্বান্ত গ্রাহকরা। টাকা ফেরাতে ফের আমানতকারীদের বিক্ষোভ।
- আলিপুরদুয়ার, সোনারপুরের পর এবার সিঙ্গুর। সমবায়ে ২ কোটি ২৯ লক্ষের তছরুপের অভিযোগ। ম্যামেজার, হিসাবরক্ষক গ্রেফতারির পরেও টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়ে গ্রাহকরা।
- তল্লাশি শেষে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস কম্পিউটারে মেয়ের হস্টেলের খোঁজখবর নিচ্ছিলেন ইডির অফিসার। অজান্তেই ডাউনলোড ১৬টি ফাইল। সিপি-কে ব্যাখ্যা ইডির।
- কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না। মাটিগাড়ায় ছাত্রী মৃত্যুর ঘটনায় তৃণমূল সরকারকে আক্রমণ রাজ্যপাল। কেন্দ্র বেটি বাঁচাও বলে কী সুরক্ষা দিচ্ছে ? পাল্টা শান্তনু।
- ফের ইতিহাস নীরজ চোপড়ার। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় নীরজের। ৮৮.১৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে বাজিমাত।
- এগরার পর দত্তপুকুর, সাড়ে ৩ মাসে ফের বিস্ফোরণে মৃত্যুমিছিল। তছনছ এলাকা, চারদিকে দেহাংশ! ৫ কিমি দূরেও বিস্ফোরণের আওয়াজ।
- বোমা বাঁধতেই মজুত বিপুল স্টোনচিপস? রহস্যময় ল্যাবে জার্মানির কন্টেনার, তরল রাসায়নিক! ‘নেপথ্যে থাকতে পারে জঙ্গি-যোগও’, বলছেন বিশেষজ্ঞরা।
- বারবার বিস্ফোরণ, কেন ঘুম ভাঙছে না প্রশাসনের? NIA চায় বিজেপি-কংগ্রেস। ‘এটা নিছক দুর্ঘটনা নয়, ব্যবস্থা নেওয়া হবে’, বার্তা রাজ্যপালের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -