West Bengal News Live : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে

জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 28 Jul 2023 11:48 PM
West Bengal News Live Updates : নিউটাউনের হোটেলে ডেকে এনে যুবককে অ়জ্ঞান করে গয়না, টাকা লুঠের অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে

নিউটাউনের হোটেলে ডেকে এনে যুবককে অ়জ্ঞান করে গয়না, টাকা লুঠের অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে। ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন আসানসোলের যুবক। তরুণীর পরিচয় জানতে খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসিক্যামেরা ফুটেজ। 

West Bengal News Live : রামনবমীতে অশান্তির ঘটনায় NIA তদন্ত ঠেকাতে মরিয়া রাজ্য সরকার

রামনবমীতে অশান্তির ঘটনায় NIA তদন্ত ঠেকাতে মরিয়া রাজ্য সরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, সুপ্রিম কোর্ট বহাল রাখলেও, ফের হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছে সরকার। এদিকে সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

West Bengal News Live Updates : পুর দুর্নীতি মামলায় এবার কামারহাটি পুরসভার ১৮ জনকে তলব সিবিআইয়ের

পুর দুর্নীতি মামলায় এবার কামারহাটি পুরসভার ১৮ জনকে তলব সিবিআইয়ের। বেআইনিভাবে গ্রুপ ডি পদে নিয়োগের অভিযোগ। ৩১ জুলাই, ১ অগাস্ট, ২ অগাস্ট ও ৩ অগাস্ট এই চারদিনে ধাপে ধাপে তলব। 'চিঠি যেমন এসেছিল, পরে তা বাতিল করে দেওয়া হয়েছে, বলেছে পরবর্তীকালে ডাকা হবে, তলব মানেই বেআইনি নয়', পাল্টা দাবি কামারহাটি পুরসভার চেয়ারম্যানের। 

West Bengal News Live : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে

ফের ভোট পরবর্তী সন্ত্রাস, ফের খুন। নাকাশিপাড়ায় খুন নির্দল প্রার্থীর সমর্থক। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। 

West Bengal News Live Updates : কলকাতা পুরসভার ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যাঁরা এতদিন জোড়া ট্যাক্স দিতেন, তাঁদের শুধুমাত্র কর্পোরেশন ট্য়াক্স দিলেই হবে

এবার থেকে কলকাতা পুরসভার ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যাঁরা এতদিন জোড়া ট্যাক্স দিতেন, তাঁদের শুধুমাত্র কর্পোরেশন ট্য়াক্স দিলেই হবে। শুক্রবার, বিধানসভায় পাস হল - ওয়েস্ট বেঙ্গল টাউন এন্ড কান্ট্রি (প্ল্য়ানিং এন্ড ডেভেলপমেন্ট) অ্য়ামেন্ডমেন্ট বিল: ২০২৩। KMDA-র আর্থিক ক্ষতি হলেও, পুর নাগরিকদের মধ্য়ে বৈষম্য দূর করতে এই পদক্ষেপ জরুরি ছিল দাবি কলকাতা পুরসভার। 

West Bengal News Live : জট কাটিয়ে অবশেষে শুরু হল টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ

জট কাটিয়ে অবশেষে শুরু হল টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের এটি হবে ১৩ তম স্টেশন। ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া এই মেট্রো স্টেশনের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।   

West Bengal News Live Updates : ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করায় স্থানীয় এক কবিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করায় স্থানীয় এক কবিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। যদিও তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

West Bengal News Live : সিবিআই তদন্তের দাবিতে অনড় দিনহাটায় ভোট দিতে গিয়ে নিহত চিরঞ্জিত কারজির পরিবার

সিবিআই তদন্তের দাবিতে অনড় দিনহাটায় ভোট দিতে গিয়ে নিহত চিরঞ্জিত কারজির পরিবার। রাজ্য সরকারের থেকে আর্থিক সাহায্যের চেক পেয়েও সিবিআইয়ের দাবিতে অনড় মৃতের পরিবার। ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় চিরঞ্জিতের পরিবারকে। হোমগার্ডের চাকরি পাচ্ছেন চিরঞ্জিতের দাদা
'দোষীদের শাস্তি চাই, ঘটনায় সিবিআই তদন্ত হোক', দাবি নিহত চিরঞ্জিত কারজির বাবার। ৮ জুলাই ভোটের লাইনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চিরঞ্জিত কারজির। 

West Bengal News Live Updates : পঞ্চসায়র থানা এলাকায় পিয়ারলেস হাসপাতালের কাছে ভাড়া বাড়ি থেকে 'অপহরণ'

পঞ্চসায়র থানা এলাকায় পিয়ারলেস হাসপাতালের কাছে ভাড়া বাড়ি থেকে 'অপহরণ'। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ, তৃণমূলের বিরুদ্ধে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের লিখিত অভিযোগ। 

West Bengal News Live : মহিলা রোগীর শ্লীলতাহানির অভিযোগে হাতুড়ে চিকিৎসককে প্রকাশ্য রাস্তায় গণপিটুনি

মহিলা রোগীর শ্লীলতাহানির অভিযোগে হাতুড়ে চিকিৎসককে প্রকাশ্য রাস্তায় গণপিটুনি। হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হাতুড়ে চিকিৎসকের উপর চড়াও, চেম্বারে বিক্ষোভ। মুর্শিদাবাদের বড়ঞায় হাতুড়ে চিকিৎসক বিমল মন্ডলের চেম্বারে শ্লীলতাহানির অভিযোগ। আটক হাতুড়ে চিকিৎসক, শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার। 

West Bengal News Live Updates : রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, চলতি মাসেই রাজ্যে গেল ৮ প্রাণ

রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু বারুইপুরের মহিলার। ডেঙ্গি আক্রান্ত বারুইপুরের বাসিন্দা অনিমা সর্দারের।
গতকাল বিদ্যাসাগর হাসপাতাল থেকে রেফার, আজ মৃত্যু এম আর বাঙুর হাসপাতালে। চলতি মাসেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু। 

West Bengal News Live : পিএসসি ভবনে ঢোকার সময় দরজা বন্ধ, পুলিশ-রক্ষীদের সঙ্গে বচসা শুভেন্দুর

পিএসসি-তেও 'চিরকুট'! বিস্ফোরক বিরোধী দলনেতা। পিএসসি ভবনে ঢোকার সময় দরজা বন্ধ, পুলিশ-রক্ষীদের সঙ্গে বচসা শুভেন্দুর। '২০১৫-২০১৮ ডব্লুবিসিএসের পরীক্ষা দিয়েছিল কারা? সেই তথ্য চেয়েছি', 'পঞ্চায়েত নির্বাচনে এরা বিডিও ছিলেন, বেশ কয়েকজনের নিয়োগে গন্ডগোল', পিএসসি-তেও চিরকুট আসে, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live Updates : 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলিও দেখতেন সুজয়কৃষ্ণ ভদ্র ' চার্জশিটে দাবি ইডির।

সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলিও দেখতেন সুজয়কৃষ্ণ ভদ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে মানিক ভট্টাচার্যর অফিসে যেতেন সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণ ভদ্রের মাধ্যমেই ৩২৫ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল মানিক ভট্টাচার্যর কাছে', তাপসকুমার মণ্ডলের বয়ানের ভিত্তিতে ইডির নথিতে দাবি। সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি। গ্রেফতারির ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা। ১২৬ পাতার চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর। নিয়োগ দুর্নীতিতে মিলেছে ২০ কোটি টাকা লেনদেনের প্রমাণ, দাবি তদন্তকারী সংস্থার। চার্জশিটে নাম রয়েছে ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড এবং এসডি কনসালটেন্সির। সাড়ে ৭ হাজার পাতার তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছে চার্জশিটের সঙ্গে। এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'।নিম্ন আদালতের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুজয়কৃষ্ণ। বেসরকারি হাসপাতালে চিকিৎসা এবং অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ সুজয়কৃষ্ণ। গতকাল নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল চিকিৎসা করাতে হবে এসএসকেএম হাসপাতালেই, সেই নির্দেশকে চ্যালেঞ্জ। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। 

West Bengal News Live : লক্ষ্মীর ভাণ্ডারে এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

লক্ষ্মীর ভাণ্ডারে এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। বিধানসভায় ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, 'পশ্চিমবঙ্গে মুসলিম মহিলাদের অবস্থা খারাপ, তাঁরা ভীষণ আর্থিক সঙ্কটে আছেন, রাজ্যে আর্থিক সঙ্কটে থাকা মহিলাদের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মুসলিম মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকার বদলে মুসলিম মহিলাদের হাজার টাকা করে দেওয়া হোক। এসসি-এসটি মহিলারা যে টাকা পান, সমপরিমাণ টাকা মুসলিম মহিলাদেরও দেওয়া হোক'।

West Bengal News Live Updates : 'দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন', .বেআইনি নির্মাণ ঘিরে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

'দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে মন্তব্য। 'পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না, আমি জানি তাদের কী ধরনের বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়। কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। গুন্ডাদমন শাখার আধিকারিকরা জানেন কীভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়', মানিকতলা থানা এলাকার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতির। 

West Bengal News Live : পিএসসি-তেও 'চিরকুট '! বিস্ফোরক বিরোধী দলনেতা

ফের দুর্নীতি-অস্ত্রে শান শুভেন্দুর। পিএসসি-তেও 'চিরকুট'! বিস্ফোরক বিরোধী দলনেতা। পিএসসি ভবনে ঢোকার সময় দরজা বন্ধ, পুলিশ-রক্ষীদের সঙ্গে বচসা শুভেন্দুর। '২০১৫-২০১৮ ডব্লুবিসিএসের পরীক্ষা দিয়েছিল কারা? সেই তথ্য চেয়েছি, পঞ্চায়েত নির্বাচনে এরা বিডিও ছিলেন, বেশ কয়েকজনের নিয়োগে গন্ডগোল', পিএসসি-তেও চিরকুট আসে, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live Updates : পঞ্চায়েতে বোর্ড গড়ার জন্য খাস কলকাতা থেকে জয়ী প্রার্থীদের 'অপহরণ'!

পঞ্চায়েতে বোর্ড গড়ার জন্য খাস কলকাতা থেকে জয়ী প্রার্থীদের 'অপহরণ'! মথুরাপুর ব্লকে বিজেপির ৩ ও বাম সমর্থিত ১ নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ। পঞ্চসায়র থানা এলাকায় পিয়ারলেস হাসপাতালের কাছে ভাড়া বাড়ি থেকে 'অপহরণ'। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ, তৃণমূলের বিরুদ্ধে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের লিখিত অভিযোগ। মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস জেতে ৪টি আসনে। সিপিএম পায় ৩টি আসন, বিজেপি প্রার্থীরা পান ৬টি আসন, নির্দল প্রার্থীরা জেতেন ২টি আসনে। বোর্ড গড়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ বিরোধী প্রার্থীদের। কেউ আসতে চাইলে আসতেই পারেন, কাউকে অপহরণ করা হয়নি, দাবি তৃণমূলের। 'বিয়ে আছে বলে দিনদশেকের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, রাতে ৩-৪টি গাড়ি চেপে কয়েকজন আসেন, জোর করে এদের তুলে নিয়ে যাওয়া হয়', চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গিয়েছে, দাবি বাড়ির মালিকের। জয়ী বিরোধী প্রার্থীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। 

West Bengal News Live : মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে নিয়োগ দুর্নীতির অভিযোগ শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে নিয়োগ দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। দেড়শো কোটির কেলেঙ্কারি। আইপ্যাকের পছন্দের সংস্থাকে টেন্ডার। রাজ্যপালকে নালিশ বিরোধী দলনেতার।  

West Bengal News Live Updates : বর্ষায় বেহাল রাস্তা। কলকাতা থেকে সল্টলেক। পথের কঙ্কালসার চেহারা

বর্ষায় বেহাল রাস্তা। কলকাতা থেকে সল্টলেক। পথের কঙ্কালসার চেহারা। বড় বড় গর্ত। উঠে গেছে পিচ। ঝুঁকি নিয়েই যাতায়াত।  সল্টলেকের বিভিন্ন রাস্তায় বড় বড় গর্ত, কোথাও পিচ উঠে গিয়েছে। খানা খন্দে জমে রয়েছে জল। যার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। সেক্টর ফাইভ, ইই ব্লক, বেলেঘাটা-সল্টলেক ক্রসিং, ১৩ নম্বর ট্যাঙ্ক, সব এলাকতেই রাস্তার ছবিটা একইরকম।

West Bengal News : রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধের কারবার, পুরনো ওষুধে নতুন লেভেল লাগিয়ে বিক্রি : রাজ্যপাল

রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধের কারবার। পুরনো ওষুধে নতুন লেভেল লাগিয়ে বিক্রি। বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের। দোষীদের ফাঁসি চান আনন্দ বোস।  

West Bengal News Live : প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ', নির্দেশ বিচারপতি হিমা কোহলির বেঞ্চের। 

West Bengal News : এনআইএ তদন্তের বিরোধিতায় ফের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ রাজ্য

রামনবমী মামলায় এনআইএ ঠেকাতে মরিয়া রাজ্য। এনআইএ তদন্তের বিরোধিতায় ফের সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ রাজ্য। এর আগে এই নিয়ে রাজ্যের মামলা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট । মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । এনআইএ আইনকে অবৈধ বলে ঘোষণার দাবিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর দ্বারস্থ রাজ্য। 

West Bengal News : এনআইএ তদন্তের বিরোধিতায় ফের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ রাজ্য

রামনবমী মামলায় এনআইএ ঠেকাতে মরিয়া রাজ্য। এনআইএ তদন্তের বিরোধিতায় ফের সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ রাজ্য। এর আগে এই নিয়ে রাজ্যের মামলা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট । মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । এনআইএ আইনকে অবৈধ বলে ঘোষণার দাবিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর দ্বারস্থ রাজ্য। 

WB News Live : সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি

সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি। গ্রেফতারির ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা। ১২৬ পাতার চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর

WB News Live : সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 
অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহার করতে ইডি-কে নির্দেশ সুপ্রিম কোর্টের। 
বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডি-কে জানালেই হবে, বলল সুপ্রিম কোর্ট। 
এর আগে আদালতকে ইডি জানায় যে, ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত বিদেশ যেতে তাঁরা অভিষেককে অনুমতি দিয়েছেন। 

Kolkata News Live : বর্ষা পড়তেই বেহাল রাস্তা, সল্টলেকের বিভিন্ন রাস্তায় বড় বড় গর্ত

বর্ষা পড়তেই বেহাল রাস্তা। সল্টলেকের বিভিন্ন রাস্তায় বড় বড় গর্ত, কোথাও পিচ উঠে গিয়েছে। খানা খন্দে জমে রয়েছে জল। যার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। 

WB News Live : সুপারি কিলার নিয়ে গিয়ে আত্মীয়কে খুনের অভিযোগ উঠল জলপাইগুড়িতে

জমি বিবাদের জেরে ভিনরাজ্যের সুপারি কিলার নিয়ে গিয়ে আত্মীয়কে খুনের অভিযোগ উঠল জলপাইগুড়িতে। আটক মূল অভিযুক্ত সহ ৬।

WB News Live : ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শান্তিপুরের বাসিন্দা কল্লোল সরকার গত ২৯মে ফেসবুকে বিদ্রোহ নামে একটি কবিতা লিখে পোস্ট করেন। তাঁর অভিযোগ, এই ধরনের কবিতা কেন লিখেছেন, এই প্রশ্ন তুলে তাঁকে রাস্তায় আটকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ২৫ জুলাই, তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

West Bengal News Live : পুরুলিয়ায় জয়ের পরে তৃণমূলে যোগ নির্দল প্রার্থীর

জয়ের পরে তৃণমূলে যোগ নির্দল প্রার্থীর। পুরুলিয়ার চাকলতোড় গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। এই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয় তৃণমূল ও ৭টি দখল করে বিজেপি। ১টি আসন ছিল নির্দলের হাতে। সেই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগারে পৌঁছল শাসক দল। 

West Bengal News Update : সোশাল মিডিয়ায় ভাব জমিয়ে মাদক খাইয়ে লুঠের অভিযোগ

সোশাল মিডিয়ায় ভাব জমিয়ে মাদক খাইয়ে লুঠের অভিযোগ উঠল ২ তরুণীর বিরুদ্ধে। নিউটাউনের পাঁচতারা হোটেলে আসানসোলের যুবককে দেখা করতে বলেন তরুণী। সোশাল মিডিয়ায় কয়েক মাস আগে আলাপ হয়েছিল তাঁদের। হোটেলে এক বান্ধবীকেও সঙ্গে নিয়ে যান তরুণী। সেখানেই মাদক মিশিয়ে যুবককে মদ্যপান করানোর অভিযোগ। তারপরই সোনার চেন, আংটি, প্রায় ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেন তরুণী ও তাঁর বান্ধবী। ইকো পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন ওই যুবক। 

WB News Live : নন্দীগ্রামে হার নিয়ে শুভেন্দুকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নন্দীগ্রামে হার নিয়ে শুভেন্দুকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের 'নন্দীগ্রামের ঘটনা ভুলে গেছেন?'
'২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন, আমাকে হারিয়েছেন'। নন্দীগ্রামে হার নিয়ে বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট বিজেপির।

WB News Live : রাজ্যে চিটফান্ড তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিল সিবিআই

রাজ্যে চিটফান্ড তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির প্রধান দফতর থেকে জারি করা হল নির্দেশিকা। চিটফান্ড তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে ইও ফোর ইউনিট তৈরি করা হয়েছিল। এখানেই সারদা-রোজভ্যালি, আইকোর তদন্তের কাজকর্ম চলত। এবার এই ইও ফোরকে জুড়ে দেওয়া হল ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের সঙ্গে।

West Bengal Rain Update : শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ওড়িশা ও উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

West Bengal News Live : পঞ্চায়েতে বোর্ড গড়ার জন্য খাস কলকাতা থেকে জয়ী প্রার্থীদের 'অপহরণ'!

পঞ্চায়েতে বোর্ড গড়ার জন্য খাস কলকাতা থেকে জয়ী প্রার্থীদের 'অপহরণ'!
মথুরাপুর ব্লকে বিজেপির ৩ ও বাম সমর্থিত ১ নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ

West Bengal News Live : মালদাকাণ্ডে ৪ পুলিশ আধিকারিককে ক্লোজ

মালদাকাণ্ডে ৪ পুলিশ আধিকারিককে ক্লোজ করা হল। ৯ দিনের মাথায় অবশেষে পদক্ষেপ নিল প্রশাসন। ৪ পুলিশ অফিসারকে ক্লোজ করলেন পুলিশ সুপার। গত ১৮ জুলাই বামনগোলায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ ওঠে।

West Bengal News Live : গঙ্গাসাগরে ফের ট্রলারডুবি

গঙ্গাসাগরে ফের ট্রলারডুবি। ওই ট্রলারে ৮জন মৎস্যজীবী ছিলেন। গতকালই ইলিশ ধরতে বেরোন তাঁরা। প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় ট্রলারটি। ঘণ্টাখানেক জলেই ভাসতে থাকেন ৮ মৎস্যজীবী। অন্য একটি ট্রলার তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করে। ৮জনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

WB News Live : জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বাড়ছে আতঙ্ক

জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বাড়ছে আতঙ্ক। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হুগলি জেলা প্রশাসন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে খোলা হয়েছে বিশেষ ইউনিট। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভাও।

Dengue Situation: ডেঙ্গি মোকাবিলায় ওড়ানো হল ড্রোন

ক্রমে ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে কোথাও ডেঙ্গি মোকাবিলায় ওড়ানো হল ড্রোন। কোথাও ছাড়া হল মাছ। এরইমধ্য়ে বাংলাদেশের তথ্য় ও সম্প্রচার মন্ত্রী ভারত সফরে এসে জানিয়ে দিলেন, সে দেশ থেকে আসা নাগরিকদের এদেশে রক্ত পরীক্ষার ক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। 

প্রেক্ষাপট


  • এক নজরে সকালের শিরোনাম : 

  • পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে অপহরেণর অভিযোগ। ৩ বিজেপি (BJP) ও এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের।

  • তৃণমূল প্রার্থীকে বিনা লড়াইয়ে জেতাতে বিডিও-এসডিওর হাত! উলুবেড়িয়ার এসডিও-বিডিও-সহ ৩ আধিকারিককে সাসপেন্ডের সুপারিশ কোর্ট নিযুক্ত কমিশনের।

  • চক্রান্ত করে বাম প্রার্থীর মনোনয়ন বাতিল! উলুবেড়িয়ার গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) আসনে ফের ভোটের নির্দেশ হাইকোর্টের। জয়ী তৃণমূল প্রার্থীর লড়াইয়ে নিষেধাজ্ঞা।জয়ী প্রার্থীতে নিষেধাজ্ঞা

  • ভোট-সন্ত্রাস নিয়ে উত্তপ্ত বিধানসভা। শান্তিপূর্ণ ভোট, মাত্র ৭টি জায়গায় অশান্তি, দাবি মুখ্যমন্ত্রীর। যারা ভোট দিতে পারেনি, তাদের জবাব চব্বিশে, পাল্টা শুভেন্দু।

  • নন্দীগ্রামে (Nandigram) হার নিয়ে ফের বিরোধী দলনেতাকে আক্রমণে মুখ্যমন্ত্রী। লোডশেডিং করে জয়ের অভিযোগ। প্রতিবাদে বিজেপির ওয়াকআউট।

  • ভোট ভাগাভাগিতে বাংলাতেও মণিপুরের মতো হিংসা চাইছে বিজেপি। অভিযোগ মুখ্যমন্ত্রীর। দিল্লিতে গোপন বৈঠকের দাবি। ব্যর্থ হয়ে মণিপুর-ঢাল, পাল্টা বিজেপি। 

  • এবার একাদশ-দ্বাদশেও বেআব্রু শিক্ষক নিয়োগ দুর্নীতি। নম্বরে দেদার কারচুপি, কবুল করল এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯০৭ জনের তালিকা প্রকাশ।

  • চাকরির জন্য নম্বরে দেদার কারসাজি, এসএসসির তালিকায় উত্তর দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতি।

  • এবার ইডির নথিতে অভিষেকের নাম। নেতার বার্তা মানিকের কাছে পৌঁছে দিতেন কালীঘাটের কাকু, দাবি এজেন্সির। কুন্তলের সঙ্গেও ঘনিষ্ঠতার অভিযোগ।

  • ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন। নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ২ কোর্টে এসএসসির ২ রকম বয়ানের অভিযোগ।

  • কালীঘাটের কাকুর আর্জি খারিজ। বেসরকারি হাসপাতাল নয়, বাংলার গর্ব এসএসকেএমেই হবে চিকিৎসা, জানিয়ে দিল আদালত। খারিজ জামিনের আবেদন।

  • চাকরি চেয়ে পুলিশের কামড়! আক্রান্তকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ। মুখ্যসচিবের অ্যাকশন টেকেন রিপোর্ট তলব।

  • আজ সুপ্রিম কোর্টে শুনানি। কোর্টকে জানিয়ে দুবাই গেলেন অভিষেক।

  • কোচবিহারে গণধর্ষণের পর নির্যাতিতার মৃত্যু, আতঙ্কে কাঁপছে পরিবার।

  • বিবস্ত্র করে মারধরের পর বিনা দোষে গ্রেফতার। দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি নির্যাতিতার।

  • উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। সময়মতো ব্লাড টেস্ট, রাখতে হবে পর্যাপ্ত কিট। প্রস্তুত থাকতে সবরকম পরিস্থিতির জন্য। মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে নির্দেশ স্বাস্থ্যসচিবের। 

  • কলকাতা লিগে গড়াপেটার অভিযোগ। চুঁচুড়ায় পিয়ারলেস-টালিগঞ্জ ম্যাচে গড়াপেটার অভিযোগ। তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ আইএফএ। কমিশনারকে চিঠি।

  • ইস্টবেঙ্গলের 'ভারত গৌরব' সম্মান পাচ্ছে রতন টাটা। বর্ষসেরা ফুটবলার ক্লেইটন সিলভা। ১ অগাস্ট ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবসে জানানো হবে সম্মান। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.