West Bengal News Live : মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজি, নিহত এক, ঘটনাস্থল থেকে উদ্ধার ২০টি তাজা বোমা
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন
অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ।
অর্জুনের পাশে দাঁড়িয়ে ফের সৌগতকে নিশানা মদনের। ব্যারাকপুরে গুলিকাণ্ডে পুলিশকে দায়ী করেন অর্জুন, তীব্র কটাক্ষ ছুড়ে দেন সৌগতরায়। অর্জুন সিংহের পাশে দাঁড়িয়ে ফের সৌগতকে নিশানা মদন মিত্রের। 'অর্জুন সিংহ, তাঁর বাবা ও শ্বশুর সবাই মিলে ৪০ বছরের সাংসদ-বিধায়ক ও চেয়ারম্যান', 'আগে কিছু হলেই আমরা বলতাম, অর্জুন সিংহ বিজেপির, গুলি চালাচ্ছে, গন্ডগোল করছে', 'এখন তো অর্জুন সিংহ আমাদের সঙ্গে','হরিণঘাটা, জাগুলি, কাঁচরাপাড়া থেকে শুরু করে বরানগর সমস্ত লোকসভা, বিধানসভা, পুরসভা তৃণমূলের', 'অর্জুন সিংহ ভূমিপুত্র, ফলে তাঁর কথা ফেলে দিতে পারছি না', ব্যারাকপুরে গুলিকাণ্ডে অর্জুনের মন্তব্যকে সমর্থন জানিয়ে সৌগতকে নিশানা মদনের।
রাজ্যে বোমার বাড়বাড়ন্ত নিয়ে তৃণমূলের 'নানা মুনির নানা মত', 'বোমার মশলা আসছে কোথা থেকে?', 'গান অ্যান্ড শেল ফ্যাক্টরি থেকে বোমা-কার্তুজ বের করছে কে?', 'কে ষড়যন্ত্র করছে?', 'গরিব মানুষদের ধরে লাভ হবে না, মূল ষড়যন্ত্রকারীকে ধরতে হবে', মন্তব্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের।
মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজি, নিহত ১। বড়ঞার পাপড়দা গ্রামে বোমাবাজিতে ১ জনের মৃত্যু। নিহতের নাম আলমগির শেখ। মৃতদেহ আটকে বিক্ষোভ উত্তেজিত জনতার।
পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। সূত্রের খবর, বৈঠকে তৃণমূলের সঙ্গে থাকছে কংগ্রেসও। কোন ফর্মুলায় জোট হবে? সূত্রের খবর, এই প্রশ্নকে সামনে রেখে ১২ জুনের বৈঠকে তৃণমূল, কংগ্রেস, সিপিএমের পাশাপাশি হাজির থাকার কথা
আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি-সহ ২১টি রাজনৈতিক দলের। গতবারও লাভ হয়নি। এবারও লাভ হবে না, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
শালবনিতে অভিষেকের জনসংযোগ যাত্রায় অংশ নিয়ে, হামলার ঘটনায় কুড়মিদের কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপিকে দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী। এরপরেও কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। কুড়মি নেতা রাজেশ মাহাতোর হুঁশিয়ারি, আন্দোলন চলবে। এদিন, ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত।
কনভয়ে হামলায় কুড়মিদের 'ক্লিনচিট' অভিষেকের। কনভয়ের গাড়িতে হামলা চালিয়েছিল বিজেপি। বিজেপির নেতারাই বীরবাহা হাঁসদার উপর আক্রমণ করে। কুড়মি সমাজ জানিয়ে দিয়েছে তাঁরা হামলার সঙ্গে যুক্ত নয়। বিজেপিই হামলা চালিয়েছে কনভয়ের উপর। জনজাতি সমাজের জন্য কিচ্ছু করেনি বিজেপি, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।
নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদিকে রোমের রাজা নেরোর সঙ্গে তুলনা। 'প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতিতে বোধহয় বেশি বিশ্বাস করেন'। 'সংসদ ভবন না পাল্টে প্রধানমন্ত্রী দৃষ্টিভঙ্গি পাল্টালে দেশের উপকার হত'। গ্যাস-পেট্রোলের আকাশছোঁয়া দামের তুলনা টেনে মোদিকে কটাক্ষ অভিষেকের। 'রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো প্রমাণ করে প্রধানমন্ত্রী আদিবাসী ও মহিলাদের সম্মান করেন না'। মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।
চন্দ্রকোণায় সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অনেকের অভিযোগ অভিষেকের সঙ্গে কথাই বলতে পারেননি।
গরু, কয়লা থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, তৃণমূল সরকারকে নিশানা করে সোনারপুরে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে এজেন্সিকে ব্যবহারের অভিযোগ। প্রতিবাদে সোনারপুরে তৃণমূলের মিছিল।
অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনের জেল হেফাজত। ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। আগামীকাল রাজেশ-সহ ৪ জনকে ফের আদালতে পেশ করার নির্দেশ। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি ছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়। খড়গপুর থেকে কোচবিহারে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয় তাঁকে।
জাতীয় রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। নতুন সংসদ ভবন পেল দেশ। নতুন সংসদ ভবন দেশের গণতন্ত্রের মন্দির। দেশবাসীকে নতুন সংসদ ভবন উৎসর্গ করে বললেন প্রধানমন্ত্রী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, সেন্ট্রাল ভিস্তা দেশবাসীর স্বপ্নের প্রতিফলন। দেশবাসীর আকাঙ্খার প্রতীক এই নতুন সংসদ ভবন। আত্মনির্ভর ভারতের প্রতীক সেন্ট্রাল ভিস্তা। গণতন্ত্র আমাদের প্রেরণা, সংবিধান আমাদের সংকল্প। আজকের দিন ঐতিহাসিক হয়ে থাকবে। দেশে সেঙ্গলের গরিমা ফিরল। স্বাধীনতার অমৃতকালে নতুন দিশায় এগোচ্ছে দেশ, নতুন ভারত, নতুন লক্ষ্য। উন্নয়নের শপথ নিয়ে এগোচ্ছে ভারত। ভবিষ্যতে ভারতের দেখানো পথে এগোবে বিশ্ব। দেশবাসীর গর্বের প্রতীক নতুন সংসদ ভবন। নতুন সংসদ ভবন নতুন ভারতের প্রতীক। নতুন সংসদ ভবন উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী।
'২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়, পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। এই বৈঠকে তৃণমূলের সঙ্গে থাকছে কংগ্রেস। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ কুমার।
জনসংযোগে তৃণমূলের নতুন হাতিয়ার 'নবজোয়ার রেডিও'। তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে শোনা যাবে নেতা-নেত্রীদের কথা।
পডকাস্টের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে পৌঁছতেই নতুন উদ্যোগ, দাবি তৃণমূলের।
বীরভূমের মাড়গ্রাম থানার লতিপাড়ায় গ্রাম থেকে প্রায় ১০০টি বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের বোমা গুলি দেখে নমাড়গ্রাম থানায় পুলিশকে খবর দেয়। বোমা গুলি ছিল একটি পরিত্যক্ত বাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারটি প্লাস্টিকের ড্রামে ও তিনটি ব্যাগের মধ্যে বোমা গুলি রাখা ছিল গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ির ভিতরর।
'সংসদ ভবন ভারতের গরিমা। এখন স্বাধীন ভারতের স্বাধীন সরকার এটা তৈরি করেছে। যে সরকার তৈরি করেছে, তার প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেছে। তাও বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে। যাঁরা রাষ্ট্রপতির কথা বলে আসছে না, তাঁরা জীবনে কখনও রাষ্ট্রপতিকে ডাকেইনি। যাঁরা রাষ্ট্রপতি নির্বাচন বয়কট করেছে, তাঁরাই রাষ্ট্রপতির কথা বলে বয়কট করেছে।' সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট নিয়ে বিরোধীদের তোপ দিলীপ ঘোষের।
২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়। পটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। বৈঠকে তৃণমূলের সঙ্গে থাকছে কংগ্রেস। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ
'ভারতের সংসদীয় রাজনীতিতে ২৮ মে ২০২৩, কালো দিন হয়ে থাকল। এত টাকা খরচ করে কেন তৈরি হল তার উত্তর সাধারণ নাগরিক পায়নি। যখন কোভিডে মৃত্যু হচ্ছিল, তখন এই সিদ্ধান্ত', প্রশ্ন তৃণমূল সাংসদের। রাষ্ট্রপতিকে অবজ্ঞা করে নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিজেপিকে তোপ তৃণমূল সাংসদ শান্তনু সেনের।
ভোট লুঠ করতে এলে হাত কেটে নেওয়ার বিধান দিয়ে বিতর্কে জড়ালেন ISF নেতা। মঞ্চে উপস্থিত বিধায়ক নৌশাদ সিদ্দিকি আপত্তি জানাতেই তড়িঘড়ি শেষ করলেন বক্তব্য।
নদিয়ার নাকাশিপাড়ায়় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। কিন্তু কেন এই ঘটনা? পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইসি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার জের। কাল ও আজ মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কুড়মি নেতা রাজেশ মাহাতো। হামলার অভিযোগে এই কুড়মি নেতাকেই সরাসরি অভিযুক্ত করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত ৮ জনকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে।
বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পরেই, তৃণমূলে সাংগঠনিক রদবদল। বাঁকুড়া ২ নম্বর ব্লকে সরানো হল ৪ অঞ্চল সভাপতিকে। নবজোয়ার যাত্রায় এসে ছাতনায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠন নিয়ে কড়া বার্তা দেন অভিষেক। জুনবেদিয়া, মানকানালি, সানবাঁধা ও বিকনা অঞ্চলে বিধানসভা ভোটের ফল খারাপ হয়েছে শুনে অঞ্চল সভাপতি বদলের নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের সফরের পরেই তড়িঘড়ি সরানো হয় ৪ অঞ্চল সভাপতিকে।
অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৮ জন গ্রেফতার। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা। গতকালই হামলাকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১২।এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়েছিল। খড়গপুর থেকে কোচবিহারে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার জের। কাল ও আজ মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কুড়মি নেতা রাজেশ মাহাতো। হামলার অভিযোগে এই কুড়মি নেতাকেই সরাসরি অভিযুক্ত করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত ৮ জনকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে।
গত এক সপ্তাহ ধরে বীরভূমে প্রতিদিনই উদ্ধার হচ্ছে বোমা, বারুদ, বিস্ফোরক। এবার সাঁইথিয়ার ফুলুর অঞ্চলের চাঁদপুর গ্রাম থেকে মিলল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বালতি বোঝাই বোমা। ব্যাগ ও বালতি মিলিয়ে প্রায় ৬০-৭০টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। আজ সকালে স্থানীয় বাসিন্দারাই বোমাগুলি দেখতে পান।
সাতসকালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। অল্পের জন্য রক্ষা পান প্রাতর্ভ্রমণকারীরা। সকাল পৌনে ৮টা নাগাদ খিদিরপুরের দিক থেকে রেড রোড ধরে রাজভবনের দিকে যাচ্ছিল গাড়িটি। পাঁচ সওয়ারির সকলেরই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। রেড রোডের ধারে ফোর্ট উইলিয়ামের গা ঘেঁষা রাস্তায় প্রাতর্ভ্রমণকারীরা ছিলেন। কোনওক্রমে তাঁরা প্রাণে বাঁচেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলে শালবনিতে বললেন মমতা। এদিকে, হামলার ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বে একমত হয়েও সিবিআই তদন্তের দাবি তোলা হল কুড়মিদের তরফে।
রায়গঞ্জে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে শাসক নেতার বাড়ির সামনে ধর্নায় বসলেন ২ অভিযোগকারী। তৃণমূল নেতার ভাগ্নের বিরুদ্ধেও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত।
হুগলির শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লকের জেরে আজ হাওড়া-তারকেশ্বর শাখায় বহু লোকাল বাতিল করা হয়েছে। আজ বেলা ১২টা ৫৫ পর্যন্ত থাকবে পাওয়ার ব্লক। যাত্রী দুর্ভোগ কমাতে একজোড়া আপ ও ডাউন ট্রেন চলবে সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত।
দাড়িভিটকাণ্ডের পাঁচ বছর পর অবশেষে ঘটনার তদন্তভার নিল NIA। নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেন NIA-এর আধিকারিকরা। গত ১০ মে এই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবারের পর থেকে ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। ফলে হাঁসফাঁস গরমে নাজেহাল হতে পারেন দক্ষিণবঙ্গের মানুষ।
প্রেক্ষাপট
New Sansad Bhawan: প্রতীক্ষার অবসান। আজই নতুন সংসদ ভবন (New Parliament Building) পেতে চলেছে দেশ। সকালে শুরু বিশেষ অনুষ্ঠান। সাড়ে ৮টা নাগাদ লোকসভায় স্থাপিত হবে সেঙ্গল। রবিতে নতুন সংসদ
রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট কংগ্রেস, তৃণমূল-সহ ১৯টি দলের। যারা দেশের অগ্রগতি চায় না, তারাই ঐক্য ভাঙার চেষ্টা করে, মন্তব্য মোদির। উদ্বোধনে আমন্ত্রণ-তরজা। নতুন ভারতের জন্য নতুন সংসদ। ট্যুইট শাহরুখের। গর্বের মুহূর্ত দেখার অপেক্ষায়, উচ্ছ্বসিত অক্ষয় কুমার। 'নতুন ভারতের নতুন সংসদ'
ফের দিল্লিতে বদলের ডাক মমতার । পাল্টা শুভেনদুর। দিল্লিতে 'বদল'-সংঘাত ।বকেয়া নিয়ে ফের মোদিকে নিশানা অভিষেকের। পাল্টা নো ভোট টু মমতা স্লোগান শুভেনদুর। অভিষেকের নিশানায় মোদি। বঞ্চনার অভিযোগে নীতি আয়োগের বৈঠকে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গরহাজির আরও ৮ অবিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। উন্নয়নের মঞ্চে রাজনীতি ঠিক নয়, পাল্টা বিজেপি। নীতি বৈঠকে গরহাজির ৯ মুখ্যমন্ত্রী
অভিষেক-বীরবাহার কনভয়ে হামলা, গ্রেফতার ৪ কুড়মি নেতা। গোটাটই ষড়যন্ত্র, অভিযোগ অস্বীকার কুড়মি সংগঠনের। সিবিআই বা বিচারবিভাগীয় তদন্ত দাবি। কনভয়ে হামলা, গ্রেফতার ৪। অভিষেকের কনভয়ে হামলা, পেশায় শিক্ষক কুড়মি নেতাকে হঠাৎ খড়গপুর থেকে সুদূর কোচবিহারে বদলি। পাঠানো হল সিতাইয়ের চামটা আদর্শ বিদ্যালয়ে। কুড়মি নেতাকে বদলি
কনভয়কাণ্ডে আটক কুড়মির শিক্ষক নেতাকে খড়গপুর থেকে কোচবিহারে বদলি। প্রতিহিংসার অভিযোগ শুভেন্দুর। জনবিচ্ছিন্ন হয়ে মন্তব্য, পাল্টা কটাক্ষ শান্তনুর। কুড়মি নেতাকে বদলি-বিতর্ক চলছে। কুড়মি নয়, অভিষেক-বীরবাহার কনভয়ে হামলা বিজেপির। শালবনির সভা থেকে নিশানা মমতার। জনজাতিদের নিয়ে বিভাজনের রাজনীতি, পাল্টা শুভেন্দু।
বিস্ফোরণে মৃত্যুমিছিল, ১১ দিন পর এগরায় মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার জন্য চাইলেন ক্ষমা। এগরায় মৃতদের পরিবারপিছু আড়াই লক্ষ সাহায্য, হোমগার্ডের চাকরি। সীমানায় মোতায়েনের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -