West Bengal News: বাংলায় জোটে জল, অধীরকে দায়ী করে আক্রমণে অভিষেক

West Bengal News : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।

ABP Ananda Last Updated: 29 Jan 2024 11:13 PM
West Bengal News Live : অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের

অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। হাজিরা না দিয়ে ব্যাঙ্কশাল কোর্টে ইডি আদালতে আগাম জামিনের আবেদন। কাল শুনানির সম্ভাবনা।

WB News Live : বিজেপির আইন অমান্য অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর

বিজেপির আইন অমান্য অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর। পুলিশকে লক্ষ্য় করে বিজেপি কর্মীদের ইটবৃষ্টি। পাল্টা ব্য়াপক লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি, জল কামান, কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয়। বিজেপির ২৫ জন কর্মী আহত বলে দাবি। বিকেলে, টিটাগড় থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন সুকান্ত মজুমদার। 

West Bengal News Live : ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

WB News Live : দুর্নীতি-তরজায় বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্নীতি-তরজায় বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, মিথ্যা কথা বলার জন্য একদিন মানুষ ওদের জিভ খসিয়ে দেবে! এই প্রসঙ্গেই গেরুয়া ব্রিগেডকে ডাকাত বলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 

West Bengal News Live :চিকিৎসার গাফিলতিতে টনসিল রোগীর মৃত্য়ুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাগুইহাটির একটি বেসরকারি নার্সিংহোমে

চিকিৎসার গাফিলতিতে টনসিল রোগীর মৃত্য়ুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাগুইহাটির একটি বেসরকারি নার্সিংহোমে। গাফিলতির অভিযোগে নার্সিংহোমের গেট আটকে বিক্ষোভ দেখালেন মৃতার পরিবারের লোকজন। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ।

WB News Live : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দুর্গাপুর, মারামারিতে মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দুর্গাপুর। মারামারিতে মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর। তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে অপর গোষ্ঠীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি।

West Bengal News Live : বাংলায় জোটে জল, অধীরকে দায়ী করে আক্রমণে অভিষেক

বাংলায় জোটে জল, অধীরকে দায়ী করে আক্রমণে অভিষেক 

WB News Live : মেডিক্যালে ভর্তিতে ১৪টি শংসাপত্র জাল, অবশেষে সুপ্রিম কোর্টে কবুল রাজ্যের

মেডিক্যালে ভর্তিতে ১৪টি শংসাপত্র জাল, অবশেষে সুপ্রিম কোর্টে কবুল রাজ্যের

West Bengal News Live :যা হয়েছে ঠিক হয়নি, সন্দেশখালিকাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক

যা হয়েছে ঠিক হয়নি, সন্দেশখালিকাণ্ডে এবার মুখ খুললেন অভিষেক

WB News Live : কোচবিহারের সভা থেকে ফের বিএসএফ ও এজেন্সিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

কোচবিহারের সভা থেকে ফের বিএসএফ ও এজেন্সিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

West Bengal News Live : 'যেভাবে কাজ হচ্ছে, এটাই ডায়মন্ড হারবার মডেল' আমতলায় প্রশাসনিক বৈঠকের পর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 

'যেভাবে কাজ হচ্ছে, এটাই ডায়মন্ড হারবার মডেল' আমতলায় প্রশাসনিক বৈঠকের পর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 

WB News Live : মালদায় সরকারি গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতিতে 'না'

 মালদায় সরকারি গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতিতে 'না'। অধীর-গড় বহরমপুরেও স্টেডিয়ামে রাত্রিবাসের অনুমতি দিল না প্রশাসন। বাংলায় দ্বিতীয় দফায় রাহুলকে পদে পদে বাধার অভিযোগ কংগ্রেসের।

West Bengal News Live : গুরুতর অসুস্থ কবীর সুমন, কলকাতা মেডিক্যালে ভর্তি

গুরুতর অসুস্থ কবীর সুমন, কলকাতা মেডিক্যালে ভর্তি। হৃদরোগের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা, সকাল ১১টা নাগাদ হাসপাতালে ভর্তি । কলকাতা মেডিক্যালের সিসিইউতে ভর্তি করা হল কবীর সুমনকে। কবীর সুমনের চিকিৎসায় গঠন করা হল ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড । বোর্ডে হৃদরোগ, ফুসফুস, মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ

WB News Live : ১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, ডেডলাইন দিলেন ১ ফেব্রুয়ারি পর্যন্ত

১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, ডেডলাইন দিলেন ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বকেয়া টাকা না পেলে ২ তারিখ থেকে ধর্নার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্লকে ব্লকে আন্দোলনের ডাক তৃণমূল নেত্রীর। 

West Bengal News Live : ওড়িশাকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, বিমানবন্দরে জয়ের নায়কদের বরণ করতে সমর্থকদের ভিড়

১২ বছর পরে ট্রফি জয়। ওড়িশাকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। বিমানবন্দরে জয়ের নায়কদের বরণ করতে সমর্থকদের ভিড়। বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের ভিড়ে 

WB News Live : ১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ডেডলাইন দিলেন ১ ফেব্রুয়ারি পর্যন্ত
বকেয়া টাকা না পেলে ২ তারিখ থেকে ধর্নার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের
ব্লকে ব্লকে আন্দোলনের ডাক তৃণমূল নেত্রীর

West Bengal News Live : নাতিকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু দাদুর

নাতিকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু দাদুর। মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে সাইকেলে ধাক্কা লরির। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের, আহত স্কুল পড়ুয়ায ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ। 

WB News Live : জট কাটল ২০২২-এর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায়

জট কাটল ২০২২-এর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই মান্যতা সুপ্রিম কোর্টের। ২০২২-এর প্যানেল প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকে প্যানেল প্রকাশে সবুজ সঙ্কেত সর্বোচ্চ আদালতের। 

West Bengal News Live : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সিপি অফিস অভিযানে তুলকালাম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সিপি অফিস অভিযানে তুলকালাম
ব্যারিকেড পেরিয়ে ঢুকল বিজেপি কর্মীরা
বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি
পাল্টা জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ
বিটি রোডে যান চলাচল স্তব্ধ

WB News Live : মেদিনীপুরে দিলীপের এসপি অফিস ঘেরাও কর্মসূচি

মেদিনীপুরে দিলীপ ঘোষের এসপি অফিস ঘেরাও কর্মসূচি। বিজেপি কর্মীদের বাধা পুলিশের। বাধা পেয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। 

West Bengal News Live : 'এক সপ্তাহের মধ্যে বাংলা-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে', দাবি শান্তনু ঠাকুরের

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের বড়সড় বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur)। বিষয় সেই 'সিএএ।'   এদিন কাকদ্বীপের সভা থেকে বড় দাবিটাই করে ফেললেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'এক সপ্তাহের মধ্যে সিএএ (CAA) কার্যকর হবে। পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে।'

WB News Live :আইসিডিএস কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ ধর্মতলা

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আইসিডিএস কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ ধর্মতলা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের বাইরেও বিক্ষোভ

West Bengal News Live :উত্তরবঙ্গ সফরে মমতা

উত্তরবঙ্গ সফরে মমতা। এদিন তিনি বলেন, 'শুনতে পাচ্ছি, কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীর অনেকেই গোপনে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন. মনে রাখবেন, রাজ্য সরকার সব ধরনের সাহায্য করে, তাই আমাদের সঙ্গে থাকুন।'

WB News Live : সরকারি গেষ্ট হাউসে রাহুল গাঁধীকে মধ্যাহ্নভোজের অনুমতিতে 'না'


সরকারি গেষ্ট হাউসে রাহুল গাঁধীকে মধ্যাহ্নভোজের অনুমতিতে 'না'। মধ্যাহ্নভোজের অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। ৩১ জানুয়ারি মালদাতে ঢুকবে কংগ্রেসের ন্যায় যাত্রা। রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেষ্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতি চেয়েছিল জেলা কংগ্রেস। প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। 

West Bengal News Live :লোকসভা ভোটের আগে পাঁচ দিনে সাতটি জেলায় মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটের আগে পাঁচ দিনে সাতটি জেলায় মুখ্যমন্ত্রী, কোচবিহার থেকে শুরু হচ্ছে সফর। কোচবিহার শহরের রাসমেলা মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 

WB News Live : আজ বাংলা থেকে বিহারে পৌঁছলেন রাহুল গাঁধী

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আজ বাংলা থেকে বিহারে পৌঁছলেন রাহুল গাঁধী। 'ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলছি। দেশে বিজেপির ঘৃণা-হিংসার রাজনীতির বিকল্প বিচারধারা তৈরি করেছে এই যাত্রা। একদিকে বিজেপি ঘৃণার কথা বলে, আর আমরা ভালোবাসার কথা বলি', মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার সময় হল না, কিষাণগঞ্জের সভায় বিজেপিকে আক্রমণ রাহুলের। 

West Bengal News Live : রাজ্যের ৩৫টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক পুরস্কার দিল মোদি সরকার

রাজ্যের ৩৫টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক পুরস্কার দিল মোদি সরকার। ১০টি বড় পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে এবং ২৫টি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করেন, কাল নরেন্দ্র মোদিকে তা করতে হয়। দাবি করছে তৃণমূল। যদিও তা মানতে নারাজ বিজেপি।

WB News Live : কেশিয়াড়ি থেকে গ্রেফতার হলেন বিজেপি যুব মোর্চার পাঁচ নেতা

মেদিনীপুরে দিলীপ ঘোষের এসপি অফিস ঘেরাও কর্মসূচির আগে কেশিয়াড়ি থেকে গ্রেফতার হলেন বিজেপি যুব মোর্চার পাঁচ নেতা। ধৃতদের মধ্যে রয়েছেন যুব মোর্চার মণ্ডল সভাপতি, মণ্ডল সহ সভাপতি ও মণ্ডল সম্পাদক>

WB News Live : মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরানো হল সুপ্রিম কোর্টে

মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরানো হল সুপ্রিম কোর্টে। নির্দেশ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৫ বিচারপতির বিশেষ বেঞ্চের। 'সংরক্ষিত আসনের আরও কিছু পড়ুয়া সিবিআই চেয়ে মামলা করতে চায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও এই ধরনের মামলা গ্রহণ করছেন, ভবিষ্যতে তিনি আবারও করতে পারেন', মন্তব্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের

West Bengal News: লোকসভা ভোটের আগে পাঁচ দিনে সাতটি জেলায় মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটের আগে পাঁচ দিনে সাতটি জেলায় মুখ্যমন্ত্রী। আজ কোচবিহার থেকে শুরু হচ্ছে সফর। কোচবিহার শহরের রাসমেলা মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Abhishek Banerjee News : ডায়মন্ড হারবার কেন্দ্রে আজ প্রশাসনিক পর্যালোচনায় অভিষেক

লোকসভা ভোটের আগে নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রে আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের আমতলা অডিটোরিয়ামে দুপুর ২টো নাগাদ এই বৈঠক। হওয়ার কথা রয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উন্নতিকল্পেই এই সভা বলে জানানো হয়েছে। 

WB News Live : আজ ED-র তলবে হাজিরা দেবেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান?

সন্দেশখালিকাণ্ডের ২৪ দিন পরেও অধরা ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। আজ ED-র তলবে হাজিরা দেবেন সন্দেশখালির তৃণমূল নেতা? ED সূত্রে খবর, এখনও পর্যন্ত শেখ শাহজাহান বা তাঁর আইনজীবী যোগাযোগ করেননি। সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য আইনি পরামর্শ নেবে কেন্দ্রীয় এজেন্সি। 

WB News Live Updates : টনসিল অপারেশনের পর রোগিণীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

টনসিল অপারেশনের পর রোগিণীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। বাগুইআটির অ্যাপেক্স নার্সিংহোমে গেট আটকে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয়রা।

Rahul Gandhi News : বিহার প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে কংগ্রেসের দলীয় পতাকা হস্তান্তর করবেন বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী

আজ চোপড়া থেকে শুরু করে কিষাণগঞ্জ হয়ে বিহারে ঢুকবে রাহুলের ন্যায় যাত্রা। সেখানেই বিহার প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে কংগ্রেসের দলীয় পতাকা হস্তান্তর করবেন বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। ৩১ জানুয়ারি, মালদার সুজাপুর থেকে ফের শুরু হবে বাংলায় রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ের ন্যায় যাত্রা। মালদা হয়ে পৌঁছবে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর জেলায়।

Rahul Gandhi News : ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আজ বিহারে রাহুল

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আজ বিহারে পৌঁছচ্ছেন রাহুল গান্ধী। গতকাল জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে ন্যায় যাত্রা পৌঁছয় উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুরে। আজ চোপড়া থেকে শুরু করে কিষাণগঞ্জ হয়ে বিহারে ঢুকবে রাহুলের ন্যায় যাত্রা। সেখানেই বিহার প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে কংগ্রেসের দলীয় পতাকা হস্তান্তর করবেন বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী।

প্রেক্ষাপট

 


 


এক সপ্তাহের মধ্যে বাংলা সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে, কাকদ্বীপের সভা থেকে দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। সবাই নাগরিক, ভোটের রাজনীতি করছে, পাল্টা মুখ্যমন্ত্রী।


সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিতে চাইছে বিএসএফ। এনআরসি করে বাদ দেওয়ার ছক, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। (বাইট-নেবেন না, বাদ দিয়ে দেবে)


নীতীশের ডিগবাজির পরদিনই বাংলা থেকে বিহারে ন্যায় যাত্রা রাহুলের। মুখে আনলেন না নীতীশের নাম। আক্রমণের নিশানায় বিজেপি-আরএসএস।

জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় ফের ইডির দফতরে লালু। চলছে জিজ্ঞাসাবাদ। বাবার কিছু হলে দায়ী থাকবেন নীতীশ, আক্রমণ লালু-কন্যার।


মালদায় সরকারি গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতিতে 'না'। অধীর-গড় বহরমপুরেও স্টেডিয়ামে রাত্রিবাসের অনুমতি দিল না প্রশাসন। বাংলায় দ্বিতীয় দফায় রাহুলকে পদে পদে বাধার অভিযোগ কংগ্রেসের।


দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। দিলীপ ঘোষের নেতৃত্বে মেদিনীপুরে এসপি অফিস ঘেরাও বিজেপির। ধস্তাধস্তি, তুলকালাম। (অ্য়াম্বি..)
বিজেপির এসপি অফিস ঘেরাও


মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে। দুই বিচারপতির সংঘাত-মামলার শুনানিও ৩ সপ্তাহ পর। সবপক্ষকে বক্তব্য পেশের নির্দেশ।


রাজ্যে এমবিবিএস-এ সংরক্ষিত ৫২টি আসনের মধ্যে ১৪টিতেই ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে ভর্তি। অভিযোগ পড়ুয়াদের। ১০টি এফআইআর, ১৪টিই বাতিল হয়েছে, জানাল রাজ্য। স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের।

ফের সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আশঙ্কা রাজ্যের। এখনও এই ধরনের মন্তব্য করছেন, বললেন অভিষেকের আইনজীবী। কার কী বিচার্য, ঠিক করেন প্রধান বিচারপতি, বলল সুপ্রিম কোর্ট।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.