West Bengal News Live Updates: ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের, বিরোধীদের অক্সিজেন দিচ্ছেন, পাল্টা আক্রমণ তৃণমূলের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 30 Jun 2023 12:17 AM
WB News Live Updates: কী বলছে ওপিনিয়ন পোল

দঃ ২৪ পরগনা, বীরভূম, হুগলি, পঃ বর্ধমান, পঃ মেদিনীপুর, জলপাইগুড়ি, দঃ দিনাজপুর। তৃণমূলের আধিপত্যেও জেলা পরিষদে খাতা খুলতে পারে বিরোধীরা। বলছে ওপিনিয়ন পোল।

West Bengal News Live: অভিষেকের কাছে কার্যতই অগ্নিপরীক্ষা

অলিখিত ভাবেই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। কিন্তু সেই সর্বভারতীয় তকমাই খুইয়েছে দল। বাংলার বাইরে শিকড় বিস্তার করতে গিয়ে গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের মতো একের পর এক রাজ্যে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে সক্রিয় হতে দেখা গিয়েছে। তাই এই পঞ্চায়েত নির্বাচন অভিষেকের কাছে কার্যতই অগ্নিপরীক্ষা, অন্তত ভোটারদের একাংশ তেমনই মনে করছেন।

WB News Live: শুভেন্দুর ডাকে প্রভাব?

যাঁদের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে, তাঁদের প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দুর 'No Vote To Mamata' স্লোগান কি মানুষের মনে কোনও প্রভাব ফেলবে? সি ভোটারের সমীক্ষকরা দেখেছেন, এই প্রশ্নের উত্তরে ৩৬ শতাংশ মানুষ বলেছেন, শুভেন্দুর স্লোগান মানুষের মনে প্রভাব ফেলবে। ৫২ শতাংশ মানুষ বলেছেন, শুভেন্দুর স্লোগান মানুষের মনে প্রভাব ফেলবে না। বলতে পারব না, জানিয়েছেন ১২ শতাংশ মানুষ। 

West Bengal News Live: পশ্চিম বর্ধমানের মোট আসন ১৮টি

জেলা পরিষদে (Zilla Parishad) পশ্চিম বর্ধমানের মোট আসন ১৮টি। সেখানে তৃণমূল পেতে পারে ১১ থেকে ১৫টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ২ থেকে ৬টি আসন। কংগ্রেস ও বাম জোটের ঝুলিতে যেতে পারে ০-২টি আসন। তেমনটাই ইঙ্গিত C Voter-র জনমত সমীক্ষায়।

West Bengal News Live: তৃণমূল সরকারের পারফরম্যান্স কেমন?

যাঁদের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে, তাঁদের প্রশ্ন করা হয়েছিল, তৃণমূল সরকারের পারফরম্যান্স কেমন? সি ভোটারের সমীক্ষকরা দেখেছেন, এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ বলেছেন, তৃণমূল সরকারের পারফরম্যান্স ভাল। ১৬ শতাংশ মানুষ বলেছেন, তৃণমূল সরকারের পারফরম্যান্স মাঝারি। ৪০ শতাংশ মানুষ বলেছেন, তৃণমূল সরকারের পারফরম্যান্স খারাপ। বলতে পারব না, জানিয়েছেন ৯ শতাংশ মানুষ।

WB Live: কোন দিকে ঝুঁকে রয়েছে হুগলির পাল্লা?

কোন দিকে ঝুঁকে রয়েছে হুগলির পাল্লা (Hooghly) ? কী তথ্য উঠে এল জনমত সমীক্ষায় ? জেলা পরিষদে (Zilla Parishad) হুগলির মোট আসন ৫০টি। সেখানে তৃণমূল পেতে পারে ৩৭ থেকে ৪৭টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৬ থেকে ১২টি আসন। কংগ্রেস ও বাম জোটের ঝুলিতে যেতে পারে ০-৩টি আসন। তেমনটাই ইঙ্গিত C Voter-র জনমত সমীক্ষায়।

আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter-এর সমীক্ষা কী বলছে?

যাঁদের মতামত নিতে এই পঞ্চায়েত নির্বাচন,  যাঁদের উপর সবকিছু নির্ভর করছে, সেই ভোটাররা কী ভাবছেন? ভোটগ্রহণের আগে তা নিয়ে আঁচ পেতে রাজ্য় জুড়ে সমীক্ষা চালায় আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter. রাজ্যের সমস্ত জেলা পরিষদের সব ক'টি কেন্দ্রে পৌঁছে ১০ হাজার ৫৪৮ জনের জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।  সমীক্ষা চালানো হয়েছে ১৫ জুন থেকে ২৬ জনের মধ্য়ে। এই সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্য়দ্বাণী নয়। শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের ভাবনার আভাস পাওয়ার চেষ্টা। সেই সমীক্ষা কী বলছে?

WB News Live: সম্ভাব্য কারচুপি নিয়ে সরব অধীর

বুথ থেকে স্ট্রং রুমে কারা ব্যালট পেপার নিয়ে যাবে, সেটা জানতে হবে, মন্তব্য অধীরের।

West Bengal News Live: পঞ্চায়েত ভোটে কারচুপি করতে ছাপানো হচ্ছে ডবল ব্যালট, ফের দাবি অধীরের

পঞ্চায়েত ভোটে কারচুপি করতে ছাপানো হচ্ছে ডবল ব্যালট, ফের দাবি অধীরের। বুথ থেকে স্ট্রং রুম, এর মধ্যেই ভোট লুঠের রাস্তা, আশঙ্কা অধীর চৌধুরীর।

West Bengal Live: পঞ্চায়েত ভোট লুঠ ঠেকাতে প্রতিরোধের ফর্মুলা শুভেন্দুর

ব্যালট বাক্স পাহারা দিয়ে নিয়ে যাওয়ার দাওয়াই শুভেন্দুর। 'ভোট থেকে গণনা, রাত জাগতে হবে, তাহলেই তৃণমূল যাবে', পঞ্চায়েত ভোট লুঠ ঠেকাতে প্রতিরোধের ফর্মুলা শুভেন্দুর।

WB Live: স্ট্রং রুমের আশপাশের বাড়ি থেকে দূরবীন, ক্যামেরায় নজরদারির দাওয়াই শুভেন্দুর

'স্ট্রং রুমে নিয়ে যাওয়ার সময় ব্যালট বাক্স পাহারা দিতে হবে সামনে-পিছনে', স্ট্রং রুমের আশপাশের বাড়ি থেকে দূরবীন, ক্যামেরায় নজরদারির দাওয়াই শুভেন্দুর।

West Bengal Live: পঞ্চায়েতে ভোট লুঠ ঠেকাতে ৫ দফা দাওয়াই শুভেন্দুর

পঞ্চায়েতে ভোট লুঠ ঠেকাতে ৫ দফা দাওয়াই শুভেন্দুর। 'পুলিশ নিয়ে বুথ লুঠ করতে আসতে পারে তৃণমূল, বুথ লুঠ করতে এলে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেবেন। বাক্সে পদ্ম ফুলের সিল লাগাবেন, যাতে ভাঙতে না পারে', বললেন বিরোধী দলনেতা।

WB News Live: 'রাজ্যপাল বিরোধী দলগুলিকে অক্সিজেন জোগাচ্ছেন', সি ভি আনন্দ বোসকে পাল্টা আক্রমণ তৃণমূলের

'যেখানেই হিংসার ঘটনা ঘটবে, আমি সেখানেই আমি যাব। আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই', মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজ্যপাল পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, বিরোধী দলগুলিকে অক্সিজেন জোগাচ্ছেন, সি ভি আনন্দ বোসকে পাল্টা আক্রমণ তৃণমূলের।

WB News Live: দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি'

দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি'। বাইকে করে যাওয়ার সময় 'গুলি', লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে হামলা। প্রথমে 'গুলি', রাস্তায় পড়ে যাওয়ার পরে রড দিয়ে মার। মেরে যুব তৃণমূল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুব তৃণমূল নেতা।

WB News Live: সবংয়ে বিজেপি নেতাকে খুনের অভিযোগ, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

সবংয়ে বিজেপি নেতাকে খুনের অভিযোগ, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 'তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে, বিজেপিকেও সেই খেলাতে নামতে হবে। তখন কিন্তু বলতে পারবে না যে, বিজেপি আইনশৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না নিলে এবার বিজেপিই বাধ্য হবে ব্যবস্থা নিতে', হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

WB News Live: পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু, সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু। সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 'বারবার হুমকি দেওয়া হচ্ছিল, পাঠানো হয়েছিল সাদা থান', পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের কাছে মাথানত না করায় খুন, অভিযোগ বিজেপির। বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি বিজেপির। মিথ্যে অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা তৃণমূল।

WB News Live: কড়া বার্তা রাজ্যপালের

'খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ', কড়া বার্তা রাজ্যপালের।

WB News Live: ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের

'গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে', পঞ্চায়েতের আগে ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে ফের কড়া বার্তা রাজ্যপালের।

West Bengal News LIVE Updates: 'বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে ২০০০ টাকা'

'বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে ২০০০ টাকা', নয়াগ্রামে ভোটপ্রচারে গিয়ে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। 'বিজেপি করার অপরাধে কারও লক্ষ্মীরও ভাণ্ডারের টাকা বন্ধ হলে জানাবেন। এটা তৃণমূলের টাকা নয়, সরকারের টাকা। বিরোধী দলনেতা হিসেবে আমি টাকা আদায় করে দেব', নয়াগ্রামের সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর

WB News LIVE Updates: সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূল নেতা

সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুমকি দিলেন তৃণমূল নেতা। গতকাল বাঁকুড়ার তালডাংরার বিবড়দায় পঞ্চায়েত ভোটের প্রচার সভা থেকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক অমিয় পাত্রকে নাম করে হুমকি দেন তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। বাম আমলে সিপিএম কর্মীদের পরিবারের সদস্যদেরই শুধু চাকরি হত। তৃণমূল সেটা করেনি। দাবি তৃণমূল ব্লক সভাপতির। ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় প্রলাপ বকছেন, পাল্টা আক্রমণ সিপিএমের। 

West Bengal News LIVE Updates: পুলিশের অনুমতি ছাড়াই নবদ্বীপে মিছিল সুকান্ত মজুমদারের

পুলিশের অনুমতি ছাড়াই নবদ্বীপে মিছিল সুকান্ত মজুমদারের। শ্যামপুর থেকে রোড শো বিজেপির রাজ্য সভাপতির। আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে সুকান্ত মজুমদারকে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ

WB News LIVE Updates: নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা

নয়াগ্রামে শুভেন্দুর পদযাত্রায় উত্তেজনা। পদযাত্রা চলাকালীন স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের। এর আগে গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি করেন শুভেন্দু। পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর বাড়িতে যান শুভেন্দু। গেলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে। এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে । বিকেলে নন্দীগ্রামে জোড়া জনসভা করবেন শুভেন্দু


 

West Bengal News LIVE Updates: পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরল অন্য বিচারপতির এজলাসে

বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয় বদল । পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরল অন্য বিচারপতির এজলাসে । পাশাপাশি ইডি এবং সিবিআইয়ের মামলাগুলিও সরল অন্য বিচারপতির এজলাসে । আগামী ৪ জুলাই থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে । একক বেঞ্চের পরিবর্তে এখন থেকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি রাজাশেখর মান্থা । রস্টারে বদল এনে জানাল কলকাতা হাইকোর্ট

WB News LIVE Updates: ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম

ভাঙড়জুড়ে ভোট-সন্ত্রাস, মনোনয়নের শেষ দিনে তিন-তিনটি প্রাণহানি। ঘটনার ১১ দিন পর ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। 'কয়েকজন নেতৃত্ব হয়ত খারাপ ব্যবহার করেছেন, তাঁদের হয়ে ক্ষমা চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেননি, কর্মীরা ভুল করলে ক্ষমা করে দিন। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি', আরাবুল-পুত্র হাকিমুলের ভিডিও ভাইরাল

West Bengal News LIVE Updates: আজ ঝাড়গ্রামে শুভেন্দু, গেলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে

পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী। গেলেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে। এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে । গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি শুভেন্দুর। এরপর নয়াগ্রামেও শুভেন্দুর পদযাত্রা রয়েছে। বিকেলে ফিরবেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে, করবেন জোড়া জনসভা। 

WB News LIVE Updates: 'পঞ্চায়েত ভোটের ৬ সপ্তাহ পরেও যেন থাকে কেন্দ্রীয় বাহিনী', দাবি বিজেপির

'পঞ্চায়েত ভোটের ৬ সপ্তাহ পরেও যেন থাকে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ভোটের গণতান্ত্রিক পরিবেশ নেই। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে', রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবি দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের

West Bengal News LIVE Updates: '২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম'

'২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম', আদালতে পরিসংখ্যান-সহ হলফনামা পেশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। অতীতের ঘটনা, বর্তমান পরিস্থিতি, ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে স্পর্শকাতর এলাকা শনাক্ত করা হচ্ছে, হলফনামায় জানাল কমিশন। এই মর্মে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, উল্লেখ হলফনামায়

WB News LIVE Updates: বীরভূমে পৌঁছল আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

বীরভূমে পৌঁছল আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একটি কোম্পানিতে ৮০-১০০ জন জওয়ান রয়েছেন। আজ সকালে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মল্লারপুর স্টেশনে নামে। এর আগে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় এসেছে। এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে পৌঁছল ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

West Bengal News LIVE Updates: পুর নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, যে ১৪টি পুরসভায় অভিযান চালানো হয়, সেখান থেকে প্রায় ১৮-২০ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এর মধ্যে ৪টি পুরসভার নথিতে প্রায় একহাজার OMR শিট মিলেছে। সিবিআইয়ের দাবি, ২০১৪-র পর থেকে বিভিন্ন পদে যে নিয়োগ হয়েছে তার OMR শিটের কপি রয়েছে এই ৪টি পুরসভার নথিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বেশি সংখ্যক OMR শিট পুরসভায় কেন রাখা ছিল? সিবিআই সূত্রে খবর, OMR শিট ধরে চাকরিপ্রার্থীদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। খতিয়ে দেখা হবে, এই তালিকা থেকে কারা চাকরি পেয়েছেন। প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করবে সিবিআই। 

WB News LIVE Updates: তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজবাজার

তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজবাজার। ব্যাপক বোমাবাজি, একের পর এক বাড়ি ভাঙচুর, আগুন। গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। এলাকার রাশ হাতে রাখা নিয়ে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সংঘাত

West Bengal News LIVE Updates: প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ তাঁর জীবনাবসান হয়।  মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। ছ’য়ের দশকে লাল-হলুদ জার্সিতে খেলেন চন্দন। ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন। ২০১৫-য় ইস্টবেঙ্গল ক্লাবের তরফে চন্দন বন্দ্যোপাধ্যায়কে জীবনকৃতি সম্মান দেওয়া হয়। আজ সকালে বেহালার পর্ণশ্রীর বাড়িতে প্রাক্তন ফুটবলারের মরদেহ নিয়ে আসা হবে। এরপর বেলা ১১টায় ইস্টবেঙ্গল ক্লাবে চন্দন বন্দ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানানো হবে।

WB News LIVE Updates: বিডিওদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

বিডিও অফিসগুলো এখন দুর্নীতির আখড়া। পঞ্চায়েত ভোট ওখান থেকেই পরিচালনা হচ্ছে। বাধ্য হয়ে বা ভাল সাজার জন্য বিডিও-রা অনৈতিকভাবে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। ভাঙড়, উলুবেড়িয়ার বিডিওদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।  

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী

পঞ্চায়েত ভোটের প্রচারে আজ ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারী। গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি দিয়ে শুরু। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হাতিবাড়ি মোড় থেকে পদযাত্রায় অংশ নেবেন বিরোধী দলনেতা। এরপর নয়াগ্রামেও শুভেন্দুর পদযাত্রা রয়েছে। বিকেলে ফিরবেন নিজের গড়ে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে এদিন ২টি জনসভা করবেন শুভেন্দু। প্রথমটি বয়ালের ৩ খণ্ড জালপাইয়ে। শুভেন্দুর দ্বিতীয় জনসভা নন্দীগ্রামের আমদাবাদ হাইস্কুল মাঠে। এই আমদাবাদ তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। 

WB News LIVE Updates: এখন কেমন আছেন মমতা?

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে কপ্টার-দুর্বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে ও পায়ে চোট লাগে। এসএসকেএম সূত্রে খবর, আজও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর নজর রাখবেন চিকিৎসকরা। ফিজিওথেরাপি হবে এবং তা বাড়িতেই হবে বলে এখনও পর্যন্ত খবর।

West Bengal News LIVE Updates: দিনভর বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

সকাল থেকে মেঘলা আকাশ। দিনভর বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

WB News LIVE Updates: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা দিলেন পটাশপুরের বিজেপি কর্মী

এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা দিলেন পটাশপুরের বিজেপি কর্মী। চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষকৃতীরা। ভোট হোক শান্তিতে, আবেদন পটাশপুরের আক্রান্ত বিজেপি কর্মীর। রবিবার পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী অলক ভুঁঁইয়া। রড নিয়ে তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

West Bengal News LIVE Updates: ইডি স্ক্যানারে 'কাকু'র শেয়ার

নিজেরই সংস্থার কম টাকার বেশি টাকায় কিনে কালো টাকা সাদা করেছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে এমনই দাবি করেছে ইডি। পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির দাবি, ১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছে। 

WB News LIVE Updates: কাজলের 'বাহিনী' হুঁশিয়ারি

কেন্দ্রীয় বাহিনী আসবে, দু'দিন পরে চলে যাবে। তারপর কিন্তু আমরাই থাকব। কথাটা মাথায় রাখবেন। লালমাটির জেলায় এবার হুমকির সুর, নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা কাজল শেখের! পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল নেতার হুমকি নিয়ে জবাব দিতে দেরি করেনি বিজেপি। 

West Bengal News LIVE Updates: রাতভর মুষলধারায় বৃষ্টির পর সকাল থেকে মেঘলা কলকাতার আকাশ

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট। রাতভর মুষলধারায় বৃষ্টির পর সকাল থেকে মেঘলা কলকাতার আকাশ। বৃষ্টি কখনও আসছে, কখনও ছাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।

WB News LIVE Updates: 'অবমাননা', আইনের দ্বারস্থ

আদালতের নির্দেশ মানছে না রাজ্য় নির্বাচন কমিশন। এই অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি, তারা জানিয়েছে, ডিসি অফিস থেকে পুলিশ ট্য়াগিং-এর সময় প্রতিটি বুথে অন্তত ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সুনিশ্চিত না করলে, শনিবার থেকে বুধবার পর্যন্ত লাগাতার কমিশনের অফিস ঘেরাও করা হবে।

West Bengal News LIVE Updates: আধারে অ্যাকাউন্টে 'আঁধার'

আচমকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা! বিভিন্ন ওয়েবসাইট থেকে আধার নম্বর, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চুরি করে প্রতারণার অভিযোগ। কীভাবে ফাঁদ পাতছে প্রতারকরা? কীভাবেই বা এর হাত থেকে বাঁচবেন? বলছেন সাইবার বিশেষজ্ঞরা। 

প্রেক্ষাপট

কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির (Rain) দাপট। রাতভর মুষলধারায় বৃষ্টির পর সকাল থেকে মেঘলা কলকাতার (Kolkata) আকাশ। বৃষ্টি কখনও আসছে, কখনও ছাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ ছত্তিশগঢ়ের কাছে অবস্থান করছে। তা ক্রমশ এগোচ্ছে মধ্যপ্রদেশের দিকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। 


রাজ্যের অন্যান্য খবরগুলি- 


একবালপুরে চালু হল কলকাতা পুরসভার নতুন পাম্পিং স্টেশন। তৈরি হওয়ার মাত্র ৮ মাসের মধ্যেই, আংশিকভাবে কাজ শুরু হল। অন্যদিকে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে জমা জলের দুর্ভোগ মেটাতেও, ঋষিকেশ পার্কে নতুন পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা নিয়েছে পুরসভা।


কেন্দ্রীয় বাহিনী আসবে, দু'দিন পরে চলে যাবে। তারপর কিন্তু আমরাই থাকব। কথাটা মাথায় রাখবেন। লালমাটির জেলায় এবার হুমকির সুর, নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা কাজল শেখের! পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল নেতার হুমকি নিয়ে জবাব দিতে দেরি করেনি বিজেপি। 


নিজেরই সংস্থার কম টাকার বেশি টাকায় কিনে কালো টাকা সাদা করেছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে এমনই দাবি করেছে ইডি। পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির দাবি, ১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছে। 


আদালতের নির্দেশ মানছে না রাজ্য় নির্বাচন কমিশন। এই অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি, তারা জানিয়েছে, ডিসি অফিস থেকে পুলিশ ট্য়াগিং-এর সময় প্রতিটি বুথে অন্তত ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সুনিশ্চিত না করলে, শনিবার থেকে বুধবার পর্যন্ত লাগাতার কমিশনের অফিস ঘেরাও করা হবে।


আচমকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা! বিভিন্ন ওয়েবসাইট থেকে আধার নম্বর, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চুরি করে প্রতারণার অভিযোগ। কীভাবে ফাঁদ পাতছে প্রতারকরা? কীভাবেই বা এর হাত থেকে বাঁচবেন? বলছেন সাইবার বিশেষজ্ঞরা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.