West Bengal News Live: পঞ্চায়েত ভোট কি এগিয়ে আসতে পারে?
Get the latest West Bengal News and Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
পঞ্চায়েত ভোট কি এগিয়ে আসতে পারে? বুধবার মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক মহলে সেই জল্পনা তৈরি হয়েছে। এদিন তিনি বলেন, তাড়াতাড়ি কাজগুলো করুন, যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়নেও জোর দেন তিনি। এনিয়ে পাল্টা মুখ খুলেছে বিজেপি।
অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া পারিশ্রমিক দিচ্ছিলেন না ঠিকাদার। সেই আক্রোশে ঠিকাদারের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে কোপানোর অভিযোগ উঠল এক শ্রমিকের বিরুদ্ধে! বুধবার সকালে ধুন্ধুমার কাণ্ড পূর্ব মেদিনীপুরের মহিষাদলে! থানায় আত্মসমর্পণের পর ওই শ্রমিককে আটক করেছে পুলিশ। আহত ঠিকাদার তমলুক হাসপাতালে ভর্তি।
মাহেশ... তারাপীঠ থেকে কোচবিহারের মদনমোহন মন্দির.. রথ উপলক্ষে সর্বত্রই সাজো সাজো রব। করোনা আবহে, গত দুবছর নিয়ম-রীতিতে ছেদ পড়ে। এবছর তাই সাড়ম্বরে আয়োজন।
কয়লা মামলায় CBI’র প্রধান তদন্তকারী অফিসার-সহ অন্যান্যর বিরুদ্ধে FIR-এর ওপর ৪ সপ্তাহের স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। যদিও এই FIR খারিজের দাবিতে আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এ নিয়েই শুরু হয়েছে তরজা।
এবার প্রতারণার শিকার অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। বিদ্যুতের বিলের নাম করে ফোনে লিঙ্ক। ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা। আপাতত থানা, লালবাজারের সাইবার সেল ও ব্যাঙ্কে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা।
উত্তর কলকাতার কবিরাজ বাগানের এবারের দুর্গাপুজোর থিম কেকে। মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে নজরুল মঞ্চে শিল্পীর শেষ অনুষ্ঠানকে। খুঁটি পুজোর পাশাপাশি আজই উন্মোচন হল কেকে-র ফাইবারের মূর্তির।
উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরে যুব তৃণমূল সভাপতির কাঠগড়ায় তৃণমূল কর্মী। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযুক্তকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে কোচবিহারের তুফানগঞ্জের একাংশ। কোথাও বাড়িতে ঢুকল জল। কোথাও আবার জলের তোড়ে ভাঙল রাস্তা। প্রবল সমস্যায় পড়েছেন বাসিন্দারা।
হাওড়া পুর এলাকায় সাফাই অভিযানের জন্য নিয়োগ করা হবে ১০০ জন অস্থায়ী সাফাই কর্মী। ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে সাফাই অভিযান। ডেঙ্গি মোকাবিলায় এই পদক্ষেপ বলে জানাল হাওড়া পুরসভা।
পাহাড়ে এবার অনীত থাপার উত্থান, জিটিএ দখল। জিটিএ-র ৪৫টি আসনের মধ্যেই ২৭টিতে জয়। অনীত থাপা সমর্থিত ৪জন নির্দল প্রার্থীও জয়ী। ‘মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, আগামী সপ্তাহে আসছি কলকাতায়’। 'দেখা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে', বললেন অনীত থাপা। পাহাড়ে প্রথমবার ভোটে লড়েই সাফল্য তৃণমূলের। ১০টি আসনে প্রার্থী দিয়ে ৫টিতেই তৃণমূলের জয়। জিটিএ-র ৮টি আসনে জিতল এডওয়ার্ডের হামরো পার্টি।
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে জিটিএ। পাহাড়ে জিটিএ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল অনীত থাপার দল। ৪৫টি আসনের মধ্যে ২৭টি আসন পেল অনীত থাপার দল। পাহাড়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। ৫টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ১০টি আসনে লড়াই করে ৫টি আসনে জয় তৃণমূল কংগ্রেসের। ৮টি আসনে জয়ী হামরো পার্টি। ৫টি আসনে জয়ী নির্দল প্রার্থীরা। অনীত থাপা সমর্থিত ৪জন নির্দল প্রার্থী জয়ী।
শিলিগুড়ি মহকুমা পরিষদে তৃণমূলের দাপট। শিলিগুড়ির ৪টি পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল। পঞ্চায়েত সমিতির ৬৬ আসনের মধ্যে ৫৪টি আসন তৃণমূলের। পঞ্চায়েত সমিতির ১০টি আসন দখল করল বিজেপি, ২টিতে নির্দল। ৯টি মহকুমা পরিষদের মধ্যে নকশালবাড়ি জয় তৃণমূলের। শিলিগুড়ি মহকুমা পরিষদে তৃণমূলের দাপট।
দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে সিবিআইকে নিশানা মুখ্যমন্ত্রীর। টোটো চালক থেকে তৃণমূলের নেতা-কর্মী, জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হচ্ছে, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গরু পাচারকাণ্ডে এবার নজরে সায়গল হোসেনের ৬ মামার সম্পত্তি। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ৬ মামাকে সিবিআই তলব। নিজাম প্যালেসে হাজিরা সায়গল হোসেনের ৩ মামার। সায়গলের ৩ মামাকে ২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। অসুস্থতার কারণে যেতে পারছি না, চিঠি দিলেন সায়গলের এক মামা। সায়গলের বাকি ২ মামার কোনও উত্তর আসেনি সিবিআই দফতরে।
ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয় কংগ্রেসের। নিহত তপন কান্দুর ওয়ার্ডে জয়ী কংগ্রেস। ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ড হাতছাড়া তৃণমূলের। চন্দননগরের ১৭ নম্বর ৩২ বছর পর ছিনিয়ে নিল বামেরা। চন্দননগরে ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়।
এসএসসি দুর্নীতি থেকে অগ্নিপথ। কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে ধর্মতলায় এসইউসিআইয়ের আইন অমান্য ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করল পুলিশ।
শিলিগুড়ি মহকুমা পরিষদে তৃণমূলের দাপট। ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২০টিই দখলে তৃণমূল কংগ্রেসের। ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের মধ্যে ৪২৩টি আসনের ফল ঘোষণা। গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের মধ্যে ৩১১ আসনে জয়ী তৃণমূল। বিজেপির দখলে ৭৪টি গ্রাম পঞ্চায়েতের আসন
কংগ্রেস জিতেছে ১৬টি গ্রাম পঞ্চায়েতের আসনে। সিপিএম জিতেছে ১২টি গ্রাম পঞ্চায়েতের আসনে। নির্দল জিতেছে ১০টি গ্রাম পঞ্চায়েতের আসনে।
২০০৮ সালের একটি মামলায় বিধাননগরের MP MLA আদালত থেকে রেহাই পেলেন জন আন্দোলন পার্টির প্রধান হরকা বাহাদুর ছেত্রী। ২০০৮ সালে কালিম্পংয়ে জিএনএলএফের তত্কালীন সবাপতির বাড়িতে হামলা হয়। সেই মামলায় এফআইআর হয় বিমল গুরুং, হরকা বাহাদুর ছেত্রী সহ ২৪ জনের বিরুদ্ধে। ওই মামলায় আগেই রেহাই পেয়েছেন বিমল। এবার MP MLA আদালত থেকে রেহাই পেলেন হরকা বাহাদুর ছেত্রীও। আদালত ৭ জনকে দোষী সাব্যস্ত করেছে। হরকা সহ ১৬ জন ছাড়া পেয়েছেন।
টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। নতুন করে আর আবাস যোজনায় নাম নথিভুক্ত নয়। যে নাম নথিভুক্ত রয়েছে, সেই বাড়ি তৈরির টাকা দেবে রাজ্যই। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী ‘আইন মেনেই কাজ, কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য’ ‘বাইরে কী করেছেন, আমার জানার বিষয় নয়’, প্রতিক্রিয়া অধ্যক্ষের। ‘অন্য দলে যোগ দেওয়ার কোনও তথ্য প্রমাণ আসেনি’, জানালেন অধ্যক্ষ। ‘কাকে চেয়ারম্যান করব, সেটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে। যথাসময়ে চেয়ারম্যানের নাম ঘোষণা হবে।’ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে জিটিএ। পাহাড়ে জিটিএ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল অনীত থাপার দল। ৪৫টি আসনের মধ্যে ২৭টি আসন পেল অনীত থাপার দল। পাহাড়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। ৫টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ১০টি আসনে লড়াই করে ৫টি আসনে জয় তৃণমূল কংগ্রেসের। ৮টি আসনে জয়ী হামরো পার্টি
৫টি আসনে জয়ী নির্দল প্রার্থীরা।
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হলেন কৃষ্ণ কল্যাণী। ‘আইন মেনেই কাজ, কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য’। ‘বাইরে কী করেছেন, আমার জানার বিষয় নয়’, প্রতিক্রিয়া অধ্যক্ষের। ‘অন্য দলে যোগ দেওয়ার কোনও তথ্য প্রমাণ আসেনি’, জানালেন অধ্যক্ষ। ‘কাকে চেয়ারম্যান করব, সেটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে’। ‘যথাসময়ে চেয়ারম্যানের নাম ঘোষণা হবে’। জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
সহকর্মীর ছোড়া গুলিতে পাঞ্জাবের পাঠানকোটে মৃত্যু হয়েছে হুগলির বাসিন্দা সেনা জওয়ানের। আরামবাগের বাড়িতে শোকের ছায়া। সূত্রের খবর, ঘুমন্ত অবস্থায় গৌরীশঙ্কর হাটি নামে ওই জওয়ান সহ ৩ জনকে গুলি করে তাঁদের এক সহকর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরীশঙ্কর ও আরও এক জওয়ানের। আর একজন বেঁচে যান। আজ সকালে নিহত জওয়ানের দেহ আনা হয় আরামবাগের নির্ভয়পুরের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ, জানাল কলকাতা হাইকোর্ট। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর। ‘নতুনভাবে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করতে হবে, এর জন্য তৈরি করতে হবে অ্যাডহক কমিটি। ১ অগাস্ট থেকে অ্যাডহক কমিটি কাউন্সিলের দায়িত্ব নেবে। নতুনভাবে নির্বাচন সংঘটিত করার জন্যই এই কমিটি গঠন করতে হবে’
জানাল কলকাতা হাইকোর্ট।
বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের তদন্তের নথি নিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে তপন-খুনের তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
গতকাল রাতেই পুলিশের থেকে তদন্তের নথি ও এফআইআরের কপি নেয় সিবিআই। নথি ও এফআইআরের কপি খতিয়ে দেখে তদন্ত শুরু করবে সিবিআই: সূত্র
গরু পাচার কাণ্ডে এবার বিনয় মিশ্রর নামে হুলিয়া জারি করে পুরস্কার ঘোষণা। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বিনয়ের খোঁজে পুরস্কার ঘোষণা। বিনয়ের খোঁজে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা সিবিআইয়ের। ‘গরু পাচারকাণ্ডে মিডল ম্যান হিসেবে কাজ করত বিনয়। একাধিক ভুয়ো কোম্পানি খুলে টাকা পাচার করেছে বিদেশে।’ বিনয়ের খোঁজে সিবিআইয়ের দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে এমনটাই। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার মোবাইল ফোন নম্বর দিয়ে বিজ্ঞাপন। তথ্যদাতার পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি।
তিলজলার বাসিন্দা এক যুবককে অপহরণ করে মারধরের অভিযোগে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। গত সোমবার পিকনিক গার্ডেনের বাড়ি থেকে এক ব্যবসায়ীর কর্মীকে অপহরণ করে কসবায় নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ ওঠে। অপহৃতকে পরে উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে বউবাজারে এক হোটেলের সামনে থেকে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে কসবা এলাকায় অপরাধমূলক কাজকর্মের একাধিক অভিযোগ রয়েছে।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ৪৬২টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৩০টি আসনের ফল প্রকাশ হয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে ১টি সিপিএম ও ২টি বিজেপি পেয়েছে। বাকি ২৭টি আসন পেয়েছে তৃণমূল।
জিটিএ-এর ৪৫টি আসনের ভোটগণনা। পাহাড়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। ডালি আসনে জয়ী বিনয় তামাঙ্গ। জয়ী তৃণমূল প্রার্থী বিনয় তামাঙ্গ
সোনাদা আসনে জয়ী অনীত থাপার দল। জয়ী গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনোশ থাপা। রিম্বিকে এগিয়ে অনীত থাপার দল। জিটিএ-র ৩৩ ও ৩৪ নম্বর আসনে জয়ী নির্দল প্রার্থী বিকাশ রাই ও অনুপ ছেত্রী। বিজনবাড়িতে এগিয়ে হামরো পার্টির প্রার্থী।
ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয় কংগ্রেসের। নিহত তপন কান্দুর ওয়ার্ডে জয়ী কংগ্রেস.। ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ড হাতছাড়া তৃণমূলের। চন্দননগরের ১৭ নম্বর ৩২ বছর পর ছিনিয়ে নিল বামেরা। চন্দননগরে ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী মীনাক্ষী দত্ত। নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। ভাটপাড়ায় ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের কনকলতা দাস। ভাটপাড়ায় ৩ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বাম প্রার্থী। দমদমের ৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের তাপস রায়। দমদমে ৪ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বাম প্রার্থী। দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী
দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়।
পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী মীনাক্ষী দত্ত। নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। ভাটপাড়ায় ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের কনকলতা দাস। দমদমের ৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের তাপস রায়
জিটিএ-এর ৪৫টি আসনের ভোটগণনা শুরু। রিম্বিকে এগিয়ে অনিত থাপার দল। ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা এগিয়ে রিম্বিকে
ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। ওই ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু খুনের পর উপনির্বাচন হয়। উপনির্বাচনে কংগ্রেস ধরে রাখল ওয়ার্ড। ৭৭৮ ভোটে জয়ী হলেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। জয়ের পর তিনি দাবি করেন, এই ফলাফল প্রত্যাশিতই ছিল। অন্যদিকে, তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক পরাজয়ের জন্য ঝালদার তৃণমূল নেতা কর্মীদের একাংশের অন্তর্ঘাতকেই দায়ী করেছেন।
আজ GTA ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ। সেই সঙ্গে ফল প্রকাশিত হবে ৬টি পুরসভার ৬টি ওয়ার্ডের। গণনা পর্ব ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা তুঙ্গে। GTA-র ৪৫টি আসনের ভোটগণনা দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে।
উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। তার জেরে জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট গণনা কিছুটা বিলম্বে শুরু হতে পারে বলে সূত্রের খবর। দফায় দফায় বৃষ্টির কারণে কাউন্টিং এজেন্টরা ঠিক সময়ে গণনাকেন্দ্রে পৌঁছোতে না পারলে গণনা শুরু হবে দেরিতে।
হরিদেবপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়, পৃথকভাবে তদন্ত করছে বিদ্যুত্ দফতর ও কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার কমিটিতে রয়েছে CESC, কলকাতা পুলিশ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। তদন্তই সার, আদৌ কি কোনও ব্যবস্থা হবে? কটাক্ষ বিজেপির।
অর্জুন সিংহের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক। বিজেপি ছাড়ার পরও কেন কেন্দ্রীয় নিরাপত্তা? কেন্দ্রের তরফেও কোনও উদ্যোগ নেই কেন? অর্জুন ও বিজেপিকে একযোগে বিঁধল বাম-কংগ্রেস। তৃণমূলের ভয়েই নিরাপত্তা ছাড়ছেন না, পাল্টা জবাব বিজেপির।
রাজ্যজুড়ে স্নাতকস্তরে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকে পিছু হঠল সরকার। এবছর হচ্ছে না, কেন্দ্রীয় স্তরের অনলাইন। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী। এবছর পুরনো নিয়মেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলবে।
SSC’র গ্রুপ C, গ্রুপ D ও প্রাথমিকে নিয়োগ-দুর্নীতির মামলায় জোড়া FIR করে তদন্ত শুরু করল ED। সূত্রের খবর, বেআইনি টাকার লেনদেনের বিষয়ে তদন্ত করা হচ্ছে। কারা টাকা দিলেন, কাদের দিলেন? এ’বিষয়ে তদন্ত করবেন ED’র তদন্তকারীরা।
প্রেক্ষাপট
আজ ৬টি ওয়ার্ডে উপনির্বাচনের (Bypolls) গণনা। ফলপ্রকাশ জিটিএ (GTA), শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদেও। গণনা পর্ব ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা তুঙ্গে।
শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) দুর্নীতির মামলায় এবার তদন্তে ইডি (ED)। জেলায় অফিস খুলে কারা এজেন্ট? টাকা গিয়েছিল কোথায়? জোড়া এফআইআর করে তদন্ত।
১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরি, আদালত না বললে দিতে পারি না।এসএসসি নিয়ে আসানসোলের (Asansol) সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)।
বক্তৃতার সময় আসানসোলে পোস্টার দেখিয়ে বিক্ষোভ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে ফের পিছু হঠল রাজ্য। আপাতত পুরনো পদ্ধতিতেই ভর্তি, উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী।
কাটমানি নিয়ে বিজেপিকে (BJP) পাল্টা আক্রমণে মমতা। বিজেপির হাজার হাজার কোটির সম্পত্তি নিয়ে প্রশ্ন।
সারদাকাণ্ডে শুভেন্দুকে (Suvendu Adhikari) গ্রেফতারির দাবিতে রাজভবনে তৃণমূল (TMC)। ২ ঘণ্টার বৈঠকের কিছুক্ষণের মধ্যেই আইনের শাসন নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল (Jagdeep Dhankar)।
রাজ্যপালের ট্যুইটের পরেই বদলালো শাসকের সুর। বিজেপির মতো কথা বলে আক্রমণ।
মুকুলের ইস্তফার পরে পিএসির চেয়ারম্যান বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যাওয়া রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী? পদত্যাগ নিয়ে মুকুলের সঙ্গে ফোনে কথা অধ্যক্ষের।
একদিন পার, খড়গপুরে (Kharagpur) তৃণমূলকর্মী (TMC) খুনে এখনও আততায়ীরা অধরা। আলো নিভিয়ে পরপর ১১ রাউন্ড গুলি। রাস্তায় উদ্ধার গুলি-সহ ম্যাগাজিন।পরপর ১১ রাউন্ড গুলি!
দোকানে ঢুকে খুনকে ঘিরে উত্তপ্ত উদয়পুর (Udaypur)। শান্তির আবেদন মুখ্যমন্ত্রীর। ৭টি থানা এলাকায় ১৪৪ ধারা, রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা বন্ধ নেট। গ্রেফতার ২।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। জলের তলায় শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবহারের একাংশ। গাছ পড়ে সুকনায় ২জনের মৃত্যু।
আজ ৬টি ওয়ার্ডে উপনির্বাচনের গণনা। ফলপ্রকাশ জিটিএ (GTA), শিলিগুড়ি মহকুমা পরিষদেও। প্রতিমুহূর্তের আপডেট সবার আগে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -