West Bengal News Live Updates: রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই, এবার উত্তর দিনাজপুরে রাস্তার ধার থেকে উদ্ধার হল রেশন কার্ড। প্রায় ২০ টির মতো রেশন কার্ড উদ্ধার করল পুলিশ। এই রেশন কার্ডগুলি কোথা থেকে এল তা নিয়ে শুরু হয়েছে রাজনাতিক চাপানউতোর।
জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ে থাকত বাকিবুর রহমানের গাড়িও। বিস্ফোরক দাবি করা হচ্ছে ED সূত্রে। এমনকী অমিত দে-র মোবাইল ফোনে বাকিবুরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী কথা বলতেন বলেও সূত্রের দাবি।
ইয়ার্কি থেকে কথা কাটাকাটি। তারপর শুরু হয় বচসা। বচসার জেরে এক ব্যক্তির আঙুল কামড়ে কেটে দেওয়ার অভিযোগ অপর এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোয়ালতোর বাজার এলাকায়।
'জ্যোতিপ্রিয় মল্লিক ভাল লোক, ওঁর বিপদে পাশে দাঁড়াব। প্রয়োজনে ওঁকে আইনি সহায়তা দেব, ওঁর পাশে থাকব', মমতার পর এবার জ্যোতিপ্রিয়র পাশে অর্জুন সিংহ
রেশন দুর্নীতিকাণ্ডে দায় জ্যোতিপ্রিয়রই, বুঝিয়ে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। 'ব্যক্তি জ্যোতিপ্রিয় যা করেছেন, তাতে দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে?' বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে পাশে বসিয়ে মন্তব্য তৃণমূল সাংসদের
বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা। ভর্তি হাসপাতালে। আজ তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
রাজ্যে বাজির শব্দমাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল, হাইকোর্টে মামলা।
এথিক্স কমিটির বৈঠকে প্রশ্ন শুনেই রেগে লাল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 'ক্যাশ ফর কোয়েশ্চন' বিতর্কে এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা। এথিক্স কমিটির বৈঠকেই অনৈতিক প্রশ্নের অভিযোগে সরব তৃণমূল সাংসদ।
রাজ্যে বাজির শব্দমাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল, হাইকোর্টে মামলা। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিরুদ্ধে মামলা সবুজ মঞ্চ নামে একটি সংগঠনের। এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করল না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহের মধ্যে রাজ্য এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ
রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় রাজ্যপাল। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার কথা ছিল রাজ্যপালের
রেশন দুর্নীতির তদন্তে বালু-বাকিবুর যোগ নিয়ে ইডি হাতে চাঞ্চল্যকর তথ্য
১০০ দিনের টাকা নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'দেখছি, ১০০ দিনের টাকা নিয়ে ইচ্ছে করে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তথ্য ও পরিসংখ্যান দেওয়া সত্ত্বেও আটকে রাখা টাকা ছাড়ছে না কেন্দ্র', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর
নেতাজিনগরে জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ-র বাড়িতে ইডির তল্লাশি। রেশনকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর সিএ শান্তনু ভট্টাচার্যের বাড়িতে ইডির তল্লাশি
মন্ত্রিসভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে সরানোর দাবিতে বিজেপির মিছিল ঘিরে টালিগঞ্জে তুলকালাম।
তৃণমূলের রাজ্যসভা সাংসদ প্রকাশ চিক বরাইকের ফ্ল্যাটে দুষ্কৃতী হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র হইচই আলিপুরদুয়ারে। গত কাল, অর্থাৎ বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ছ'জন দুষ্কৃতী বোলেরো গাড়ি ও একটি বাইক নিয়ে এসে তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা। এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াক আউট মহুয়া-সহ বিরোধী সাংসদের। ব্যক্তিগত প্রশ্ন তোলার অভিযোগে সরব মহুয়া-সহ বিরোধী সাংসদরা।
১০০ দিনের টাকা নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'দেখছি, ১০০ দিনের টাকা নিয়ে ইচ্ছে করে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তথ্য ও পরিসংখ্যান দেওয়া সত্ত্বেও আটকে রাখা টাকা ছাড়ছে না কেন্দ্র। ভুল তথ্য দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে। তার সঙ্গে সংশয় তৈরি ও রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টাও চলছে। কেন্দ্রের টাকার ন্যায্য অংশ পাওয়ার অধিকার আছে আমাদের'। এখনও পর্যন্ত আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে, এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ত্রাণ সামগ্রী পোড়ানোর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে পড়ে রয়েছে আধপোড়া শাড়ি, ধুতি, লুঙ্গি। মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ও বিজেপি নেতা দীনেশ জানার অভিযোগ, ত্রাণ সামগ্রী কে বিলি করবে, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল বাধে। দ্বন্দ্ব না মেটায় পুড়িয়ে দেওয়া হয় ত্রাণের পোশাক। একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও ফোন ধরেননি মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভাণ্ডারী। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে রায়দিঘির তৃণমূল বিধায়ক অলক জলদাতার দাবি, বাতিল জিনিস পোড়ানো হতে পারে।
পঞ্চায়েত অফিসে ঢুকে ধারাল অস্ত্র উঁচিয়ে কংগ্রেসের প্রধানের স্বামীকে খুনের হুমকি। প্রতিবাদ করায় প্রধানকে গালিগালাজ। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। সিসি ক্যামেরায় বন্দি হয়েছে কংগ্রেসের প্রধানের স্বামীকে শাসানোর ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভরতপুর থানার পুলিশ। কংগ্রেসের দাবি, গত পঞ্চায়েত ভোটে সিপিএমের হয়ে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান অভিযুক্তের স্ত্রী। সেই থেকেই আক্রোশ বাড়ে। এর মধ্যেই ১০ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ তোলেন অভিযুক্ত। তা নিয়ে জয়ী কংগ্রেস সদস্যার স্বামীর সঙ্গে ফের বিবাদ বাধে। কংগ্রেস প্রধানের স্বামী গোটা ঘটনা জেনেও অভিযুক্তদের মদত দিচ্ছে, এই অভিযোগ তুলে গতকাল পঞ্চায়েত অফিসে চড়াও হয় অভিযুক্ত।
পিএ-র মোবাইল ফোনে বাকিবুরের সঙ্গে কথা হত জ্যোতিপ্রিয়র। দিনের পর দিন খাদ্য দফতরে বালু-বাকিবুর বৈঠক। অমিত দে-কে জিজ্ঞাসাবাদে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য।
রেশন দুর্নীতির তদন্তে বালু-বাকিবুর যোগ নিয়ে ইডি হাতে চাঞ্চল্যকর তথ্য। 'মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি। 'দিনের পর দিন খাদ্য দফতরে জ্যোতিপ্রিয়র সঙ্গে বাকিবুরের বৈঠক। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র মোবাইল ফোনে বাকিবুরের সঙ্গে কথা হত। 'জ্যোতিপ্রিয়র নির্দেশেই রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন বাকিবুর।
জ্যোতিপ্রিয় পিএ অমিত দে-কে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য, ইডি সূত্রে দাবি। রেকর্ড করা হবে সংশ্লিষ্ট রেশন ডিলারদের বয়ান, ইডি সূত্রে দাবি
আলিপুরের কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে কোন হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। হাসপাতালের আবেদনে সাড়া দিল না আদালত। ৮ নভেম্বর পর্যন্ত পিছোল মামলার শুনানি। ফলে আপাতত কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা করার ক্ষেত্রে কোনও বাধা নেই ED-র।
কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার। এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদনে জানায় কমান্ড হাসপাতাল।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের দুটি দফতর তাদের বিবাদ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে না। তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। সওয়াল ED-র।
সরকারি স্কুলের রং গেরুয়া। তৃণমূলের চাপে রাতারাতি রং বদল। এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পাঁশকুড়া গার্লস হাইস্কুল। পুজোর ছুটিতে স্কুলবাড়িতে গেরুয়া রং করা হয়। বিজেপির অভিযোগ, সরকারি স্কুলের রং গেরুয়া হওয়ায় আপত্তি। জানান স্থানীয় তৃণমূল নেতারা। তারপরই রাতারাতি গেরুয়া রঙের। ওপর সাদার প্রলেপ পড়ে। বিজেপির অভিযোগ, তৃণমূলের চাপেই এই রং বদল। রাজনৈতিক অভিসন্ধির কথা অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা তথা স্কুলের পরিচালন সমিতির সভাপতির দাবি, ঠিকাদারের ভুলেই এই রং করা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ অন্য রং পছন্দ করেছিল। তাই রং বদলের সিদ্ধান্ত। স্কুলের রং বদল নিয়ে হইচই শুরু হতেই তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া, 'গেরুয়া ত্যাগের প্রতীক। স্কুলবাড়িতে এই রং লাগানো যেতেই পারে'।
জ্যোতিপ্রিয় মল্লিক কে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে বিজেপির বিক্ষোভ। আসানসোলে বিজেপির বিক্ষোভ, পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার
ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে এথিক্স কমিটির মুখোমুখি মহুয়া। হাজিরার কথা জানিয়ে আগেই এথিক্স কমিটিকে চিঠি তৃণমূল সাংসদের। এর আগে ৩১ অক্টোবর তলব করেছিল এথিক্স কমিটি
বিজয়ার অনুষ্ঠানের জন্য ৫ নভেম্বরের পর তলবের অনুরোধ করেন মহুয়া। এরপর মহুয়াকে আজ হাজিরা দিতে বলে এথিক্স কমিটি.
মমতার আক্রমণের পাল্টা জবাব শুভেন্দুর। এক্স হ্যান্ডলে নিজের আয়কর রিটার্ন পোস্ট করে পাল্টা আক্রমণ বিরোধী দলনেতার। 'গতকাল আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন আপনি'। যদিও আমার নাম নেওয়ার সাহস হয়নি আপনার, এক্স হ্যান্ডলে মমতাকে নিশানা শুভেন্দুর । 'আমার বিরুদ্ধে সিআইডি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি-কে দিয়ে তদন্ত করান'। হিসাব বহির্ভূত এক পয়সা উপার্জন করেছি কি না, প্রমাণ করুন, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর । 'কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জমির চুক্তি প্রকাশ্যে আনুন। জমির দখল বৈধ না অবৈধ সেটা সবাইকে জানতে দিচ্ছেন না কেন?' আশা করি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন, পোস্ট বিরোধী দলনেতার
উপরি উপার্জনের লোভে সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন একশ্রেণির সরকারি চিকিৎসক। স্বাস্থ্যসাথী প্রকল্পের অপব্যবহার করছেন ওই অসাধু চিকিৎসকরা। গুরুতর এই অভিযোগ আনল খোদ স্বাস্থ্যভবন। প্রমাণ মিললে এই চিকিৎসকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধেও। নির্দেশিকা জারি করে জানাল স্বাস্থ্য দফতর।
আগামী কয়েকদিন রাজ্যে হেমন্তের পরিবেশ। কলকাতা থেকে জেলা, শীতের আমেজ কমেছে। পুবালি হাওয়ার হাত ধরে জলীয় বাষ্প ঢোকায়, আজ ও কাল বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা, এই ৬ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ কেটে গেলে মঙ্গলবার থেকে ফের নামবে পারদ। ফিরবে শীতের আমেজ। অন্যদিকে, উত্তরবঙ্গে বেড়েছে শীতের আমেজ। পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আজ হাজিরার আগে এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ মহুয়া মৈত্রর। রমেশ বিদুরি ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ। দেহাদ্রাই-হীরানন্দানিকে সরাসরি প্রশ্ন করার অনুমতি চান তৃণমূল সাংসদ।
বিশ্বখ্য়াত মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের একটি অ্য়ালার্ট মেসেজ, আর তা নিয়েই, আরও একবার ভারতীয় রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে 'আড়ি পাতা' বিতর্ক। বিরোধীদের ওপর 'নজরদারির' অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল।প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি লোকসভা ভোটের আগে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের 'ফোন হ্যাক' করার চেষ্টা হচ্ছে? কে রয়েছে এর পিছনে? এবার, এই অভিযোগে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন মহুয়া মৈত্র। চিঠিতে তিনি লিখেছেন, তিনি এবং লোকসভার অনেক সদস্যই অ্যাপলের থেকে মেসেজ ও মেল পেয়েছেন যেখানে তাঁদেরকে জানান হয়েছে তাঁরা রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের দ্বারা টার্গেট হয়েছেন। বিতর্কের মধ্য়েই এ বিষয়ে অ্যাপল সংস্থার তরফে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মদতপুষ্ট আক্রমণকারীরা আর্থিক দিক থেকে শক্তিশালী এবং পরিশীলিত, এবং তাদের আক্রমণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। থ্রেট ইনটেলিজেন্সের উপর ভিত্তি করে এই ধরনের আক্রমণ শনাক্ত করা অনেক সময় ত্রুটিপূর্ণ ও অসমপূর্ণ হয়। এটা সম্ভব যে, অ্যাপলের কিছু থ্রেট নোটিফিকেশন মিথ্যে অ্যালার্ম হতে পারে, বা কিছু আক্রমণ শনাক্ত করা যায়নি।
এবার বীরভূমের অনুব্রত বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তৃণমূল নেতার মুখে 'খেলা হবে'। অনুব্রত মণ্ডলের কথাই এবার শোনা গেল কাজল শেখের গলায়। যাকে নিছকই প্রচারে আসার পন্থা বলে নিশানা করেছে বিজেপি।
রেশন দুর্নীতি ইস্য়ুতে বিরোধীদের আক্রমণের জবাব দিতে গিয়ে, নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, আমরাও কাগজপত্র বের করছি। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও।
প্রেক্ষাপট
রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত বালুকে দরাজ সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর।
রেশন দুর্নীতির দায় বামেদের ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী। ক্ষমতার প্রায় ২ দফা কেলেঙ্কারি সাফ করতেই চলে যাওয়ার দাবি। ১৩ বছর পরে মনে পড়ল, পাল্টা কটাক্ষ সিপিএমের।
রাজ্যে পালাবদলের পরেও ফেরেনি দিন। বাম আমলে রেশন আন্দোলনে নিহত কেতুগ্রামের দিনমজুরের এখনও জোটেনি অন্নপূর্ণা অন্ত্যোদয়ের কার্ড। (
নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) হুঁশিয়ারি মমতার (Mamata Banerjee)
পঞ্চমবার ইডির কাছে জ্যোতিপ্রিয়র পিএর হাজিরা। কার বলে বলিয়ান বাকিবুর? জানতে মুখোমুখি বসিয়ে জিজ্ঞসাবাদের সম্ভাবনা। প্রাক্তন পিএ-কে আজ ফের তলব।
এগারো থেকে একুশ, ১০ বছরে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুরের রকেট উত্থান।একাধিক রাইস মিল, কনস্ট্রাকশন কোম্পানি থেকে ব্র্যান্ডেড পোশাক বিপণন, আরও ১৮টি সম্পত্তির হদিশ।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপরতা কেন্দ্রীয় এজেন্সির। দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ। নজরে কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ারও।
বাঁকুড়ায় শুভেন্দুর সভায় অনুমতি দিল না হাইকোর্ট। ফোনেই ভাষণ শুভেন্দুর। মঞ্চে না গিয়ে মিছিল। পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। রায় বিপক্ষে, তাই আক্রমণ, পাল্টা তৃণমূল।
১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে দলীয় নেতা-কর্মীদের জমায়েতের নির্দেশ।
আজ হাজিরার আগে এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ মহুয়া মৈত্রর। রমেশ বিদুরি ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ। দেহাদ্রাই-হীরানন্দানিকে সরাসরি প্রশ্ন করার অনুমতি চান তৃণমূল সাংসদ।
ফোনে আড়ি পাতার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে এবার স্পিকারকে চিঠি মহুয়ার। নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি। পুঁজিপতির স্বার্থরক্ষা করছেন মহুয়া, ফের আক্রমণ নিশিকান্তর।
চব্বিশের ভোটের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের। ভোটার বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫। বাদ গেল ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জনের নাম। ৫ জানুয়ারি চূড়ান্ত তালিকা।
ভুল চিকিৎসার অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -