West Bengal News Live : '১৫ বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে', সুদীপকে ফের নিশানা তাপসের
West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, খবরের আপডেট
মধ্যমগ্রামে ফসিলসের কনসার্টে ঘটে যেতে পারত বড়সর বিপর্যয়। স্বল্প পরিসরের মাঠে উদ্যোক্তাদের গাফিলতিতে অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে প্রশাসনের তরফে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানটি।
কেন্দ্র পিছু হাঁটার কথা বললেও ন্যায় সংহিতার নতুন পরিবহণ আইন নিয়ে দিকে দিকে বিক্ষোভ। একাধিক জেলায় বাস বন্ধ রেখে প্রতিবাদ। ভোগান্তি যাত্রীদের।
ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন। শনিবার বাঁধা হবে মঞ্চ। প্রস্তুতি খতিয়ে দেখলেন মীনাক্ষীরা। সিপিএমের ইনসাফ চাওয়ার মুখ নেই, খোঁচা তৃণমূলের।
কেন্দ্র টাকা আটকায়নি। তৃণমূল সাংসদরা রাজনীতি করতে গিয়েছিলেন। বাংলায় এসে ফের বললেন সাধ্বী নিরঞ্জন। মিথ্যে বলছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, পাল্টা তৃণমূল।
বাংলায় সিএএ হবে না, ফের বলল তৃণমূল। নাগরিকত্ব নয়, ভোটই ইস্যু, প্রতিক্রিয়া বাম-কংগ্রেসের। কেউ আটকাতে পারবে না, পাল্টা বিজেপি।
গড়িয়ায় একই পরিবারের তিনজনের পচা-গলা দেহ উদ্ধার করা হয়েছে। গড়িয়া স্টেশনের কাছে একটি ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
লোকসভা ভোটের আগে বামেদের চ্যালেঞ্জের ব্রিগেড। হাতে বাকি বলতে মাঝের দুটো দিন। রবিবার ব্রিগেড ভরাতে জোর তৎপরতা সিপিএমের যুব সংগঠনে। লোকসভা ভোটের যুদ্ধে অন্যতম ফ্যাক্টর হবে ইনসাফ যাত্রা। দাবি DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের। বামের ভোট রামে যাওয়ার প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
ট্রাক ও লরি চালকদের পর, এবার ন্যায় সংহিতায় নতুন পরিবহণ আইনের বিরোধিতায় আন্দোলনে বাস চালকরা।
'তৃণমূল ধর্না দিতে চেয়েছিল, আমার সঙ্গে দেখা করতে চায়নি। কেন্দ্র কোনও প্রকল্পের টাকা আটকাতে চায়নি।মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা নথি নিয়ে যাননি, রাজনীতি করতে গিয়েছিলেন', বাংলায় এসে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির।
মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, এই মন্তব্য় নিয়ে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ তাপস রায়ের।
যতই নাড়ো কলকাঠি, ভাঙতে পারবে না এই জুটি, মমতা-অভিষেক দূরত্ব-জল্পনার মধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য
পৌষ সংক্রান্তির আগেই ফিরল শীত। কলকাতায় পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। যদিও তা এই সময়ে স্বাভাবিক। এর আগে ১৮ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় ফের শীতের আমেজ।
ট্রাক ও লরি চালকদের পর, এবার কেন্দ্রীয় পরিবহণ আইনের বিরোধিতায় আন্দোলনে নামলেন বাস চালকরা। হিট অ্যান্ড রানের ক্ষেত্রে কেন্দ্র যে আইন চালু করতে চলেছে, তাতে বিপদের আশঙ্কা করছেন বাস চালকরা। তাঁদের দাবি, বাস-ব্যবসা এমনিতেই লোকসানে চলছে, এর ওপর কেন্দ্রের এই নয়া আইন আরও ক্ষতির মুখে ঠেলে দেবে।
মা সারদার ১৭১ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই জমজমাট মা সারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি। এদিন ভোর থেকে বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে জয়রামবাটি মাতৃমন্দিরে শুরু হয় মা সারদার জন্মতিথি উদযাপন। এদিন ভোরে মাতৃমন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে সেই উৎসবের সূচনা করেন ভক্ত সন্যাসীরা। এরপর বেদমন্ত্র পাঠ, স্তবগান ও মা এর বিশেষ পুজো হয়।
রামমন্দিরের পর মোদি সরকারের আরও এক মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগেই দেশজুড়ে চালু হতে পারে সিএএ। খবর পিটিআই সূত্রের।
নতুন বছরে ফিরল শীত। কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রিতে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।
লিপস অ্যান্ড বাউন্ডসের সাড়ে ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু। প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে রিপোর্টে জানাল ইডি। আজ ইডির যুগ্ম অধিকর্তাকে হাজির থাকার নির্দেশ।
ইনসাফের দাবিতে রবিবার ডিওয়াইএফআইয়ের ব্রিগেড চলো। হাওড়া-শিয়ালদা-সহ ৭টি জায়গা থেকে ঢুকবে মিছিল। ইনসাফ চাইলেই ব্রিগেডে আসুন, বার্তা মীনাক্ষীর।
প্রেক্ষাপট
এক নজরে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর :
- সামনেই লোকসভা নির্বাচন। (Lok Sabha Polls 2024) কিন্তু চব্বিশের সেই যুদ্ধের আগে, বাংলায় শাসকের ঘরেই যেন বেজে উঠেছে যুদ্ধের দামামা! নবীন না প্রবীণ? দলে কারা সামনের সারিতে থাকবে, তা নিয়েই এখন বাগযুদ্ধে জড়াচ্ছেন তৃণমূলের দুই শিবিরের নেতারা।একদিকে সুব্রত বক্সি, ববি হাকিম। অন্য়দিকে, পাল্টা সুর চড়াচ্ছেন কুণাল ঘোষ, নারায়ণ গোস্বামীরা। (Narayan Goswami)
- লোকসভা ভোটের আগে তৃণমূলে প্রবীণ বনাম নবীনের দ্বন্দ্ব চরমে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভোটে দাঁড়ানো থেকে ব্যারাকপুরে অর্জুন-সোমনাথ সংঘাতের কিনারা করতে না পারা, একাধিক বিষয়ে সোমবারই সুব্রত বক্সীকে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। মঙ্গলবার সুব্রত বক্সীর পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। প্রশ্ন উঠছে, তৃণমূলের মধ্য়েই কি এবার চ্য়ালেঞ্জের মুখে পড়লেন মমতা ঘনিষ্ঠ সুব্রত বক্সী?
- নেতাদের বাগযুদ্ধ এবং চাপানউতোর ঘিরে সরগরম তৃণমূলের অন্দরমহল। তুঙ্গে উঠেছে শীর্ষ নেতৃত্বের বিভাজনের জল্পনা। যদিও কংগ্রেসের দাবি গোটাটাই নাটক। অধীর চৌধুরী বলছেন, নবীন-প্রবীণের যে লড়াই সেই লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দফতর থেকে। আবার সুজন চক্রবর্তীর দাবি, গোটাটাই নজর ঘোরানোর চেষ্টা।
- তাঁরা পারলেও, সিনিয়র লিডাররা কেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তীক্ষ্ণ আক্রমণ করতে পারছেন না? এই প্রশ্ন তুলে সোমবারই সুর চড়িয়েছিলেন কুণাল ঘোষ। মঙ্গলবার পাশে পেলেন তাপস রায়কে। কেউ মমতা-অভিষেককে আক্রমণ করলে অবশ্যই জবাব দেওয়া উচিত বলে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক। সবটাই পারস্পরিক বোঝাপড়ার খেলা, কটাক্ষ করে বলছে সিপিএম।
- তৃণমূলে তুঙ্গে নবীন-প্রবীণ বিতর্ক। মঙ্গলবার তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বললেন, দলের অনেক নেতারই সফটওয়্য়ার আপডেট নেই! ববি হাকিম আবার বুঝিয়ে দিলেন, দলের রাশ আছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতেই। পুরনো বলতে কি শুধুই ৩-৪ জন? নবীন-প্রবীণ 'দ্বন্দ্বে' সোমবারই প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার আবার এনিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা সঞ্জয় বক্সী।
- তৃণমূলের বর্ষীয়াণ নেতাদের একাংশ যখন খোলাখুলি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে দলের শেষ কথা বলছেন, তখনই তৃণমূলের একাধিক ছাত্র-যুব নেতা সোশাল মিডিয়ায় বার্তা দিলেন, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। কিনতু, আচমকা এমন পোস্ট কেন? এর জেরে কি নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বই আরও জোরাল হল না? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
- লোকসভা ভোটের আগে বামেদের চ্যালেঞ্জের ব্রিগেড। হাতে বাকি বলতে মাঝের দুটো দিন। রবিবার ব্রিগেড ভরাতে জোর তৎপরতা সিপিএমের যুব সংগঠনে। লোকসভা ভোটের যুদ্ধে অন্যতম ফ্যাক্টর হবে ইনসাফ যাত্রা। দাবি DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের। বামের ভোট রামে যাওয়ার প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -