WB News Live Updates : খেজুরিতে বোমা বিস্ফোরণ, তৃণমূল কর্মীর মৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: সন্ধে সাতটার পর আর চলবে না লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়েই চালাতে হবে লোকাল ট্রেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Jan 2022 12:04 AM
WB News Live Updates : কোচবিহারে স্কুলে সুবর্ণ জয়ন্তী পালনের দাবিতে রাস্তা অবরোধ পড়ুয়াদের

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কোচবিহারের তুফানগঞ্জে স্কুলে সুবর্ণ জয়ন্তী পালনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের । বিক্ষোভের সময় অধিকাংশের মুখে ছিল না মাস্ক। উধাও দূরত্ব বিধি। পরে স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠান করার আশ্বাস দিলে ২ঘণ্টা পর ওঠে অবরোধ। 

West Bengal News Live Updates : মুচলেকা দিতে হবে আগে, দলত্যাগ রুখতে দাওয়াই অর্জুন সিংহ

জেতার পর যাতে কেউ দল ছাড়তে না পারেন সেজন্য আগে থেকেই লিখিয়ে নেওয়া হবে পদত্যাগপত্র। জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি কাউকে বিশ্বাস করতে পারছে না, পাল্টা কটাক্ষ তৃণমূলের। এদিকে, গেরুয়া শিবিরের বৈঠকে চার বিধায়কের অনুপস্থিতিতেও জল্পনা চলছে।

WB News Live Updates : খেজুরিতে বোমা বিস্ফোরণ, তৃণমূল কর্মীর মৃত্যু

খেজুরিতে বোমা বিস্ফোরণ, তৃণমূল কর্মীর মৃত্যু। আহত ২জনের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।‘খেজুরির জনকায় বাড়িতে বিজেপির হামলা। বিজেপির বোমাবাজিতে ১জনের মৃত্যু', দাবি তৃণমূলের। 'বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ', পাল্টা দাবি বিজেপির। কীভাবে বিস্ফোরণ, মৃত্যু, তদন্ত চলছে, দাবি পুলিশের। 

West Bengal News Live Updates : করোনা মোকাবিলায় রাতে কড়াকড়ি, কলকাতায় নাকা চেকিং

করোনা মোকাবিলায় রাতে কড়াকড়ি। কলকাতায় নাকা চেকিং। ২ বর্ধমান-উত্তরপাড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়িতে তল্লাশি। বিধি না মানায় গ্রেফতার। 

WB News Live Updates : ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ, উত্তরবঙ্গে পরিকাঠামো বৃদ্ধিতে নজর স্বাস্থ্য দফতরের

আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির মতো জেলায় ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা ফেব্রুয়ারি-মার্চে পরিস্থিতি আরও খারাপ হবে উত্তরবঙ্গের। মোকাবিলায় টেস্ট, ভ্যাকসিনেশনের পাশাপাশি পরিকাঠামো বৃদ্ধিতে নজর দিয়েছে স্বাস্থ্য দফতর।

West Bengal News Live Updates : রাজ্য বিজেপির সব গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর

অস্বস্তি বাড়িয়ে রাজ্য বিজেপির সব গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর। বঙ্গ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন জাহাজ প্রতিমন্ত্রী। আমাদের আর প্রয়োজন নেই বর্তমান বিজেপি নেতৃত্বের। মন্ত্রিত্ব ছাড়ব কিনা পরে জানাব, জানালেন বনগাঁর বিজেপির সাংসদ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপি নেতৃত্বের।

WB News Live Updates : বন্ধ রাজ্যের সব পর্যটনকেন্দ্র ও পার্ক

আজ থেকেই বন্ধ রাজ্যের সব পর্যটনকেন্দ্র ও পার্ক। যাঁরা ভ্রমণের জন্য পৌঁছে গিয়েছিলেন দার্জিলিং থেকে দিঘা, তাঁরা ফিরতে শুরু করেছেন। আবার অনেকে বুকিং বাতিল না করে হাজির হয়েছেন বিভিন্ন পর্যটনকেন্দ্রে। 

West Bengal News Live Updates : বিধিনিষেধ জারি বিশ্বভারতীতে

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বিধিনিষেধ জারি বিশ্বভারতীতে। বন্ধ হল ক্যাম্পাস, ক্লাস চলবে অনলাইনে। ১৫ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত।

WB News Live Updates : মুকুলকে নিয়ে আজ ফের শুনানি হল বিধানসভার অধ্যক্ষের ঘরে

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আজ ফের শুনানি হল বিধানসভার অধ্যক্ষের ঘরে।সূত্রের খবর, মুকুল রায় দলবদল করেননি বলে উল্লেখ করেছেন তাঁর আইনজীবীরা। একথার বিরোধিতা করেছেন বিরোধী দলনেতার আইনজীবী। 

West Bengal News Live Updates : গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৬০৭৮, মৃত ১৩

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় (daily COVID Cases) আক্রান্ত ৬ হাজার ৭৮ জন। মারা গেলেন ১৩ জন করোনা রোগী। কলকাতাতেই আক্রান্ত ২ হাজার ৮০১ জন। 

WB News Live Updates : বিজেপি যেন ২-৩টির বেশি ওয়ার্ডে প্রার্থী দিতে না পারে, উদয়নের মন্তব্যে বিতর্ক

বিজেপি যাতে ২-৩টির বেশি ওয়ার্ডে প্রার্থী দিতে না পারে, তা দেখতে হবে। এই ভাবেই দিনহাটা পুরভোটে বিজেপির উদ্দেশে কার্যত হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে। এ নিয়ে শাসক দলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।

West Bengal News Live Updates : চিত্তরঞ্জন সেবা সদনে রোগী ভর্তিতে নিয়ন্ত্রণ

চিত্তরঞ্জন সেবা সদনে রোগী ভর্তিতে নিয়ন্ত্রণ। জরুরি না থাকলে আপাতত রোগী ভর্তিতে নিয়ন্ত্রণ। মঙ্গলবার থেকে চিত্তরঞ্জন সেবা সদনে আউটডোরেও নিয়ন্ত্রণ। করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই একের পর এক চিকিৎসক আক্রান্ত। ন্যাশনাল মেডিক্যালে ৮০জন চিকিৎসক করোনা আক্রান্ত। এনআরএসে ইন্টার্ন, চিকিত্সক, নার্স-সহ ৭০ জন করোনা আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা আক্রান্ত ৩৫জন চিকিৎসক। চিত্তরঞ্জন সেবাসদনে করোনা আক্রান্ত ৩৬জন চিকিত্সক। রাজ্যের একমাত্র সরকারি চক্ষু চিকিৎসাকেন্দ্রে ১৫জন চিকিৎসক সংক্রমিত । পরপর চিকিৎসকের সংক্রমণে সরকারি স্বাস্থ্য পরিষেবায় সঙ্কটের আশঙ্কা। চিকিৎসকদের সংক্রমণ নিয়ে জরুরি বৈঠকে রাজ্য স্বাস্থ্য দফতর। 
সঙ্কট এড়াতে রোটেশন ভিত্তিক চিকিৎসকের রোস্টার।হস্টেল থেকে বাড়ি যেতে চিকিৎসক পড়ুয়াদের নির্দেশ। ঢাকুরিয়া আমরি হাসপাতালে এক সপ্তাহে ১০ জন সংক্রমিত। আর এন টেগোর হাসপাতালে এক সপ্তাহে ৫ জন সংক্রমিত। সিএমআরআই হাসপাতালে এক সপ্তাহে ৫ জন সংক্রমিত।

WB News Live Updates : হাওড়া স্টেশনে তুমুল বিশৃঙ্খলা

হাওড়া স্টেশনে তুমুল বিশৃঙ্খলা। হাওড়া-মেদিনীপুর শাখায় ট্রেন না পেয়ে যাত্রী বিক্ষোভ। বিকেল ৫টায় শেষ ট্রেন ছেড়ে গেছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত মেলেনি রেলের কোনও প্রতিক্রিয়া।


 

West Bengal News Live Updates : ভিড়ের চাপে দমদমে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী

ভিড়ের চাপে দমদমে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। সাড়ে ৫টার আপ বনগাঁ লোকাল থেকে পড়ে আহত যাত্রী। ব্যারাকপুরেও ট্রেন থেকে পড়ে আহত এক মহিলা। বারুইপুর স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে আহত মহিলা। ডাউন ডায়মন্ড হারবার লোকাল থেকে পড়ে আহত মহিলা। ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে আহত, দাবি প্রত্যক্ষদর্শীদের।

WB News Live Updates : লোকাল ট্রেনের বিধি বদল, ১০ পর্যন্ত চলবে ট্রেন

যাত্রী দুর্ভোগ এড়াতে লোকাল ট্রেনের বিধি বদল। রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন। আজ থেকেই চালু নয়া বিধি।

West Bengal News Live Updates : কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন, বললেন ফিরহাদ

কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন। বাজার, জনবহুল রাস্তায় জীবাণুমুক্তকরণ। আবাসনে ৪-৫ জন আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন।১০-১৫ জানুয়ারির মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্য। মানুষকে সচেতন করতে পারি, জোর করতে পারি না, বললেন মেয়র ফিরহাদ হাকিম।

WB News Live Updates : বিধাননগর, দঃ দমদম, নিউটাউনে মাইক্রো কনটেনমেন্ট জোন

বিধাননগর, দঃ দমদম, নিউটাউনে মাইক্রো কনটেনমেন্ট জোন। ৫ জনের বেশি সংক্রমিত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন। করোনা সংক্রমণ বৃদ্ধিতে জানালেন উঃ ২৪ পরগনার ডিএম। ফিরছে কোভিড হাসপাতাল, জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারি।

West Bengal News Live Updates : কোভিড বিধি মেনে পুরভোটের প্রচার, বিজ্ঞপ্তি দিল কমিশন

কড়া করোনা-বিধিতে ২২ তারিখেই হবে ৪ পুরসভায় ভোট। রোড শো, পদযাত্রা, সাইকেল বা বাইক মিছিলে নিষেধাজ্ঞা। বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ সর্বাধিক ৫ জনকে অনুমতি। কমানো হল প্রচারের সময়সীমা। ভোট শুরুর ৭২ ঘণ্টা আগে বন্ধ হবে প্রচার। ৪৮ ঘণ্টার পরিবর্তে ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে প্রচার। খোলা মাঠে ৫০০-র বেশি জনসমাগম করে সভা নয়। প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টের অন্তত একটি টিকা বাধ্যতামূলক। প্রতি পুরসভার ক্ষেত্রে একজন নোডাল হেল্থ অফিসার নিয়োগ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের।

WB News Live Updates : ২২ তারিখেই বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগরে ভোট

২২ তারিখেই বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগরে ভোট। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য সচিবের সঙ্গে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। প্রচারে নিয়ন্ত্রণ করে ৪ পুরসভায় ভোট চায় রাজ্য নির্বাচন কমিশন।

West Bengal News Live Updates : ন্যাশনাল মেডিক্যালে ৮০জন চিকিৎসক করোনা আক্রান্ত

করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই একের পর এক চিকিৎসক আক্রান্ত। ন্যাশনাল মেডিক্যালে ৮০জন চিকিৎসক করোনা আক্রান্ত। এনআরএসে ইন্টার্ন, চিকিত্সক, নার্স-সহ ৭০ জন করোনা আক্রান্ত।আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা আক্রান্ত ৩৫জন চিকিৎসক। চিত্তরঞ্জন সেবাসদনে করোনা আক্রান্ত ৩৬জন চিকিত্সক। রাজ্যের একমাত্র সরকারি চক্ষু চিকিৎসাকেন্দ্রে ১৫জন চিকিৎসক সংক্রমিত। পরপর চিকিৎসকের সংক্রমণে সরকারি স্বাস্থ্য পরিষেবায় সঙ্কটের আশঙ্কা। চিকিৎসকদের সংক্রমণ নিয়ে জরুরি বৈঠকে রাজ্য স্বাস্থ্য দফতর। সঙ্কট এড়াতে রোটেশন ভিত্তিক চিকিৎসকের রোস্টার। হস্টেল থেকে বাড়ি যেতে চিকিৎসক পড়ুয়াদের নির্দেশ। ঢাকুরিয়া আমরি হাসপাতালে এক সপ্তাহে ১০ জন সংক্রমিত। আর এন টেগোর হাসপাতালে এক সপ্তাহে ৫ জন সংক্রমিত।সিএমআরআই হাসপাতালে এক সপ্তাহে ৫ জন সংক্রমিত।

WB News Live Updates : মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিধাননগর প্রশাসনিক ভবনে বিশৃঙ্খলা

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিধাননগর প্রশাসনিক ভবনে বিশৃঙ্খলা। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিজেপি প্রার্থীদের ডাকা হচ্ছে না বলে অভিযোগ। মনোনয়ন জমা দেওয়ায় তৃণমূল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ।

West Bengal News Live Updates : গঙ্গাসাগর মেলা বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

গঙ্গাসাগর মেলা বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা। হাইকোর্টে জনস্বার্থ মামলা চিকিৎসক অভিনন্দন মণ্ডলের। ‘প্রায় ৩০ লক্ষের সমাগমে বাড়তে পারে করোনার সংক্রমণ। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় হাইকোর্টে জনস্বার্থ মামলা। চলতি সপ্তাহেই গঙ্গাসাগর মেলা নিয়ে মামলার শুনানির সম্ভাবনা।

WB News Live Updates : রোজভ্যালিকাণ্ডে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট

রোজভ্যালিকাণ্ডে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট। শ্রেয়া পাণ্ডের ব্যবসায়িক সহযোগীরও নাম সিবিআইয়ের চার্জশিটে। ভুবনেশ্বর আদালতে রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের চার্জশিট। ইভেন্ট ম্যানেজমেন্ট, ইন্টিরিয়র ডেকোরেশনের নামে টাকার লেনদেন। টি সিরিজের অভিযোগও ম্যানেজ করার নামে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ। রোজভ্যালিকাণ্ডে সাধন পাণ্ডের মেয়ের বিরুদ্ধে অভিযোগ সিবিআইয়ের।

West Bengal News Live Updates : করোনা-দাপটের মাঝেই পুরভোটের মনোনয়ন ঘিরে কোভিড বিধিভঙ্গের অভিযোগ

করোনা-দাপটের মাঝেই পুরভোটের মনোনয়ন ঘিরে কোভিড বিধিভঙ্গের অভিযোগ।এদিন বিধাননগর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জয়দেব নস্কর। অভিযোগ, কোভিড বিধি অগ্রাহ্য করে মিছিল করে আসেন তৃণমূল প্রার্থী। কর্মী, সমর্থকদের অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক। তৃতীয় ঢেউকে রাজ্যে এনেছে তৃণমূলই, দাবি বিজেপির। মনোনয়ন জমা দিতে কাউকে সঙ্গে আনিনি, সল্টলেকের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, পাল্টা দাবি তৃণমূল প্রার্থীর।   


 

WB News Live Updates : আইআইটি খড়গপুরে ৩১ জন কোভিড পজিটিভ

আইআইটি খড়গপুরে ৩১ জন কোভিড পজিটিভ। রাখা হয়েছে নিভৃতবাসে। অনলাইন পঠনপাঠনের ভাবনা।


 

West Bengal News Live Updates : বিধাননগর, দঃ দমদম, নিউটাউনে মাইক্রো কনটেনমেন্ট জোন

বিধাননগর, দঃ দমদম, নিউটাউনে মাইক্রো কনটেনমেন্ট জোন। ৫ জনের বেশি সংক্রমিত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন। করোনা সংক্রমণ বৃদ্ধিতে জানালেন উঃ ২৪ পরগনার ডিএম। 
ফিরছে কোভিড হাসপাতাল, জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

WB News Live Updates : পূর্ব রেলের হাসপাতালের ২১জন চিকিৎসক করোনা আক্রান্ত

পূর্ব রেলের হাসপাতালের ২১জন চিকিৎসক করোনা আক্রান্ত। বিআর সিংহ হাসপাতালের প্যারা মেডিক্যাল কর্মী সংক্রমিত। বিআর সিংহ, আসানসোল, হাওড়া, মালদা হাসপাতাল। পূর্ব রেলের ১২০ জন কর্মী এখনও পর্যন্ত করোনা পজিটিভ বলে  সূত্রের খবর। এখনও পর্যন্ত পরিষেবা বিঘ্ন হওয়ার পরিস্থিতি নেই, দাবি রেলের।

West Bengal News Live Updates : করোনা হলেই কলকাতার বাসিন্দাদের জিন পরীক্ষা নয়

ওমিক্রন-টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের। শুধু বিদেশ ভ্রমণের রেকর্ড থাকলে জিনোম সিকোয়েন্সিং। বিদেশ যাত্রীদের সংস্পর্শে এলে জিনোম সিকোয়েন্সিং। রাজ্যের সমস্ত ল্যাবকে নির্দেশ স্বাস্থ্য দফতরের। করোনা হলেই কলকাতার বাসিন্দাদের জিন পরীক্ষা নয়। আগের নির্দেশ স্থগিত করে নতুন বিজ্ঞপ্তি স্বাস্থ্য দফতরের।

West Bengal News Live Updates : রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতালেও করোনার থাবা

এবার রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতালেও করোনার থাবা। আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-র ১২ জন চিকিত্সক। অন্যদিকে, কলকাতা বিমানবন্দরে আরও দুই যাত্রীর শরীরে মিলল সংক্রমণ। করোনা আক্রান্ত সুইডেন ফেরত এক পুরুষ ও মহিলা যাত্রী।  

WB News Live Updates : চিকিত্সকদের মধ্যে বাড়ছে করোনা, জরুরি বৈঠক স্বাস্থ্য দফতরের

চিকিত্সকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। কলকাতায় সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। বৈঠকে যোগ দিয়েছেন সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। বৈঠকে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা নিয়ে রূপরেখা তৈরির পাশাপাশি, হস্টেল বন্ধ ও এমবিবিএস পাঠক্রমের পরীক্ষা নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-তে আক্রান্ত ১২ জন চিকিত্সক। ন্যাশনাল মেডিক্যালে জুনিয়র চিকিত্সক ও চিকিত্সক মিলিয়ে প্রায় ৮০ জন আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা ৩০-এর বেশি। চিত্তরঞ্জন সেবাসদনে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা প্রায় ৩৬। কলকাতা মেডিক্যালে ৭ এবং এনআরএসে ১০ জন ইন্টার্ন ও চিকিত্সক, নার্স মিলিয়ে ৭০ জন করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। 

WB News Live Updates : স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা দফতরের

স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা দফতরের
আজ থেকে বন্ধ থাকছে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়
‘কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও পরীক্ষা হবে অনলাইনে’
‘স্কুলের ক্লাসও আপাতত হবে অনলাইনে’
‘শিক্ষকরা স্কুল পড়ুয়াদের বাড়িতে গিয়ে পরামর্শ দিতে পারেন’
‘বন্ধ রাখতে হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের হস্টেল’

WB News Live Updates : আজই কলকাতা পুরসভায় কনটেনমেন্ট জোনের ঘোষণা

কলকাতাতেও করোনার দাপট। আজই কলকাতা পুরসভায় কনটেনমেন্ট জোনের ঘোষণা করা হবে। জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বরো নম্বর ৩, ৭, ৮, ৯ ও ১০-এ ১৭টি কনটেনমেন্ট জোন ঘোষণার সম্ভাবনা। পুরসভা সূত্রে খবর, ৩ নম্বর বরোর বড় বড় আবাসনগুলিতে দাপট দেখাচ্ছে করোনা। সেই আবাসনগুলি চিহ্নিত করার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। পাশাপাশি শুরু হয়েছে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণও।

WB News Live Update : ডিপিএস রুবি পার্কে পড়ুয়ারা না এলেও, স্কুলে উপস্থিত শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মীরা

আজ থেকে ফের বন্ধ স্কুল। চালু অনলাইন ক্লাস। ডিপিএস রুবি পার্কে পড়ুয়ারা না এলেও, স্কুলে উপস্থিত শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মীরা। আগামী ২-৩ দিনের মধ্যে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

WB News Live : করোনা আক্রান্ত মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি, পুর কমিশনার

করোনা আক্রান্ত মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি। অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর পরিবারের ৫ জন করোনা আক্রান্ত বলে পুরসভা সূত্রে খবর। পুর অফিসার ও তাঁর পরিবারের সদস্যরা রয়েছেন হোম আইসোলেশনে। করোনা আক্রান্ত পুর কমিশনার ও তাঁর স্ত্রীও।

WB News Live Update : ২২ তারিখেই হচ্ছে পুরভোট

২২ তারিখেই হচ্ছে পুরভোট । আজই বিকেলে হবে প্রশাসনিক বৈঠক। তড়িঘড়ি বৈঠক ডাকল কমিশন। বৈঠকে থাকবেন মুখ্য ও স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিব। ভোট হলে তা কী পদ্ধতিতে হবে তা নির্ধারণেই বৈঠক

WB News Live Updates : সেক্টর ফাইভে বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ

রাজ্য সরকারের নির্দেশ মেনে সল্টলেক সেক্টর ফাইভে বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ। অফিসের ভিতরেও মেনে চলা হচ্ছে দূরত্ব বিধি। আজ থেকে সন্ধে ৭টার পর ছাড়বে না লোকাল ট্রেন

WB News Live Updates : প্রতিদিন করতে হবে ৮০ হাজার পরীক্ষা, নির্দিষ্ট করে দিল স্বাস্থ্য দফতর

কলকাতা মেডিক্যালে ৭ এবং এনআরএসে ১০ জন ইন্টার্ন ও চিকিত্সক, নার্স মিলিয়ে ৭০ জন করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। প্রতিদিন করতে হবে ৮০ হাজার পরীক্ষা, নির্দিষ্ট করে দিল স্বাস্থ্য দফতর

WB News Live Updates : বনগাঁ শাখার এই স্টেশনে প্রতিটি লোকালেই থিকথিকে ভিড়

নিউ ব্যারাকপুর স্টেশন। বনগাঁ শাখার এই স্টেশনে প্রতিটি লোকালেই থিকথিকে ভিড়। কামরায় উধাও দূরত্ব বিধি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধিনিষেধ যে মানা হচ্ছে না, তা স্পষ্ট।

WB News Live Updates : ২-১ সপ্তাহের মধ্যেই আরও পাঁচগুণ বাড়বে দৈনিক সংক্রমণ, আশঙ্কা চিকিত্সকদের

২-১ সপ্তাহের মধ্যেই আরও পাঁচগুণ বাড়বে দৈনিক সংক্রমণ, আশঙ্কা চিকিত্সকদের। মানুষ কীভাবে বিধি মানবেন, তার উপরই নির্ভর করবে সংক্রমণের প্রতিরোধ।

WB News Live Updates : আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-র ১২ জন চিকিত্সক

এবার রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতালেও করোনার থাবা। আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-র ১২ জন চিকিত্সক। অন্যদিকে, কলকাতা বিমানবন্দরে আরও দুই যাত্রীর শরীরে মিলল সংক্রমণ। করোনা আক্রান্ত সুইডেন ফেরত এক পুরুষ ও মহিলা যাত্রী। 

West Bengal News Live Updates : আজ থেকে বন্ধ রাজ্যের সব ট্যুরিস্ট স্পট

আজ থেকে বন্ধ রাজ্যের সব ট্যুরিস্ট স্পট। সুন্দরবনে যেতে পারলেও, যাওয়া যাবে না জঙ্গল সাফারিতে। বাতিল করা হচ্ছে অনলাইন বুকিং।

West Bengal News Live : বনগাঁ থেকে বারুইপুর, পুরুলিয়া থেকে বর্ধমান, বিধিপালনে ঢিলেঢালা ছবি

৫০ শতাংশ যাত্রী বিধি শিকেয়। ট্রেনে বসার আসন ভর্তি। অনেকের মুখে নেই মাস্ক। স্টেশনে শিকেয় দূরত্ববিধি। বনগাঁ থেকে বারুইপুর, পুরুলিয়া থেকে বর্ধমান, বিধিপালনে ঢিলেঢালা ছবি।

West Bengal News Live : বনগাঁ থেকে বারুইপুর, পুরুলিয়া থেকে বর্ধমান, বিধিপালনে ঢিলেঢালা ছবি

৫০ শতাংশ যাত্রী বিধি শিকেয়। ট্রেনে বসার আসন ভর্তি। অনেকের মুখে নেই মাস্ক। স্টেশনে শিকেয় দূরত্ববিধি। বনগাঁ থেকে বারুইপুর, পুরুলিয়া থেকে বর্ধমান, বিধিপালনে ঢিলেঢালা ছবি।

West Bengal News Live : শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে চলছে পুলিশি অভিযান

শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে চলছে পুলিশি অভিযান। কোভিড বিধি অমান্য করে দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ। বন্ধ করে দেওয়া হয় সোনাঝুরি হাট। ব্যবসায়ীদের দাবি, আগে থেকে নোটিস দিয়ে হাট বন্ধের কথা জানানো হয়নি। অন্যদিকে, শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ও পিকনিক স্পটগুলিতে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।

West Bengal News Live Updates : অর্থনীতি বাঁচাতে গিয়ে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে চিন্তার ব্যাপার, মন্তব্য দিলীপের

 সরকার তার মত করে বিধিনিষেধ করেছে। অর্থনীতিকে বাঁচিয়ে রাখার কথা বলা হচ্ছে। কিন্তু অর্থনীতি বাঁচাতে গিয়ে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে চিন্তার ব্যাপার।  এবিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ।  প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। 

West Bengal News Live Update : আধার কার্ড সংযোগ করাতে রাত থেকে লম্বা লাইন, ভিড়ে ড্রেনে পড়ে গেলেন এক ব্যক্তি

টিটাগড়ে পোস্ট অফিসের সামনে তুমুল ভিড়
কোভিড বিধি শিকেয় তুলে তুমুল ভিড়
আধার কার্ড সংযোগ করাতে রাত থেকে লম্বা লাইন
ভিড়ের চাপে ড্রেনে পড়ে গেলেন এক ব্যক্তি
এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা

West Bengal News Live Update : শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি

আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। কিন্তু শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রেলের তরফে এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে। এর ফলে প্রান্তিক স্টেশন থেকে ওই সমস্ত লোকাল কখন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়

West Bengal News Live : বন্ধ থেকে বন্ধ সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, সব পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক

সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ রাজ্যের। আজ থেকে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড বা উচ্চ শিক্ষা দফতর।  বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, চিড়িয়াখানা-সহ সব পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক।

West Bengal News Live : তিনদিন পর সুন্দরবনের জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগার

অবশেষে স্বস্তি গোসাবার চরঘেরি গ্রামে। তিনদিন পর সুন্দরবনের জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগার। আজ সকালে গাড়াল নদীর ধারে তার পায়ের ছাপ দেখতে পান বন দফতরের কর্মীরা। 

West Bengal News Live Updates : অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠের দরজা

রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠের দরজা। এর আগে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। গতকাল ফের বিজ্ঞপ্তি জারি করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

West Bengal News Live : গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ হাজার ১৫৩ জন করোনা আক্রান্ত

বছরের প্রথম রবিবার, স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ হাজার ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

West Bengal News Live : শুধু কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ !

সোম থেকে রবি, মাত্র সাতদিনেই ৪৩৯ থেকে বেড়ে রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজারের বেশি! শুধু কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ! উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত প্রায় হাজার! গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে।

West Bengal Live Blog : করোনায় মৃত্যু হয়েছে পুরুলিয়ার ব্লক উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার। মৃত্যু হয়েছে পুরুলিয়ার ব্লক উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। সংক্রমিত কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়।

প্রেক্ষাপট

কলকাতা : করোনা( (COVID Situation) মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধের (COVID Rules) জেরে মেট্রোর সময়সূচিতে বদল। দিনের প্রথম মেট্রো(Metro Services) নির্ধারিত সময় অনুযায়ী চললেও, শেষ মেট্রো ছাড়ার সময় আধঘণ্টা এগিয়ে এল।


মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘৩ জানুয়ারি থেকে দিনের শেষ মেট্রো ছাড়ার সময় বদলাচ্ছে। দক্ষিণেশ্বর (Dakshineshwar) থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে, যা আগে রাত ৯টা ১৮ মিনিটে ছাড়ত। দমদম থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়, যা এতদিন রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে রাত ৯টায়।’


মেট্রোরেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দিনের প্রথম মেট্রো সকাল ৭টাতেই ছাড়বে। সোমবার থেকে আর পাওয়া যাবে না টোকেন। শুধু স্মার্টকার্ড যাঁদের আছে, তাঁরাই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। সবাইকে করোনাবিধি মেনে চলতে হবে।



নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানান,  সন্ধে সাতটার পর আর চলবে না লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়েই চালাতে হবে লোকাল ট্রেন। তবে মেট্রোরেলের সময়সীমা নিয়ে কিছু জানাননি মুখ্যসচিব। শুধু ৫০ শতাংশ যাত্রী নিয়েই মেট্রোরেল চালানোর কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে রাত ১০টা থেকে সাধারণ মানুষের চলাফেরার উপর বিধিনিষেধের কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষই দিনের শেষ মেট্রো ছাড়ার সময় আধঘণ্টা এগিয়ে আনল।



 


করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন ও মেট্রোরেল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। প্রথমে টোকেন চালু করা হয়নি। গত মাস থেকে চালু করা হয় টোকেন। কিন্তু কাল থেকে আবার বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। ফলে মেট্রোয় যাতায়াতের জন্য ভরসা সেই স্মার্টকার্ড। কাল থেকে নতুন করে স্মার্টকার্ড দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। ফলে শেষ লোকাল ট্রেন না পেলে নিত্যযাত্রীদের পক্ষে বাড়ি ফেরা সমস্যায় হয়ে যাবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.