WB News Live: তৃণমূল-বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত নন্দকুমার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
একদিকে বিজেপির পথ সভা, রাস্তার উল্টো দিকে তৃণমূলকর্মীরা ! তৃণমূল-বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত নন্দকুমার। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের প্রস্তুতি হিসেবে বিজেপির পথসভা। বিজেপির মঞ্চ থেকে চোর-চোর স্লোগান, পাল্টা বিক্ষোভ তৃণমূলের।
৩ সপ্তাহের মধ্যেই ফের মহাকরণে আগুন । ৭.৪৫: মহাকরণের ২ নম্বর ব্লকে আইটি রুমে আগুন। তথ্য প্রযুক্তি দফতরের ফাঁকা ঘরে দরজার ফ্রেমে আগুন লাগে।ধোঁয়া দেখতে পেয়ে পুলিশে খবর কয়েকজন কর্মীর। কিছুক্ষণের মধ্যে কর্মীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ। ১৬ অগাস্ট আগুন লেগেছিল মহাকরণের স্বরাষ্ট্র দফতরে।
২ পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র কাঁকুলিয়া। মহিলাকে কটূক্তির অভিযোগে দু’পক্ষের সংঘর্ষ। দু’পক্ষের বাঁশ, ইট দিয়ে সংঘর্ষ, ঘটনাস্থলে কসবা থানার পুলিশ
অমিত শাহকে ‘পাপ্পু’ বলে অভিষেকের আক্রমণ, প্রচার শুরু তৃণমূলের। অমিত শাহের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় প্রচার শুরু তৃণমূলের। অমিত শাহের ছবি দিয়ে ‘পাপ্পু’ লেখা টি-শার্ট পরে সোশাল মিডিয়ায় প্রচার। অমিত শাহের ছবি দিয়ে ‘পাপ্পু’ লেখা টি-শার্ট পরে অভিষেকের ভাই-বোনের প্রচার। অমিত শাহের ছবি দিয়ে ‘পাপ্পু’ লেখা টি-শার্ট পরেই প্রচারে চালাবেন তৃণমূল যুব নেতারা : সূত্র।
রাজু সাহানির বাড়িতে পৌনে ৩ কোটির সম্পত্তির নথি ! রিসর্ট-বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, দাবি সিবিআই সূত্রে। বাংলা ছাড়াও বেঙ্গালুরুতে রাজু সাহানির সম্পত্তির হদিশ। রাজু সাহানির ৫৬ কাঠা জমির হদিশ পাওয়ার দাবি সিবিআই সূত্র। রাজুর বাড়িতে খালি লেটারহেড, স্ট্যাম্প পাওয়ার দাবি সিবিআই সূত্র। হালিশহর, নিউটাউন, বিধাননগরের ৮ জায়গায় সিবিআই তল্লাশি।
বিতর্কের মধ্যেই গ্রুপ থেকে বাদ দিয়ে ফের নতুন গ্রুপে জহর ! কেন সরানো হল তৃণমূলের আগের গ্রুপ থেকে ? কেন গ্রুপ থেকে সরিয়ে ফের নতুন গ্রুপে জহর ?দুর্নীতি নিয়ে সরব হওয়ায় চাপ তৈরি করার কৌশল ? রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়েও ফেরানো হল জহরকে ! দলের মনোভাব জহরকে জানিয়ে দিলেন সুখেন্দুশেখর রায়: সূত্র।
অডিও ক্লিপ হাতে থাকলে প্রকাশ করুন, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর । ‘সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করিয়ে অডিও ক্লিপ নয়তো ?’ বিনয় মিশ্রের সঙ্গে কথোপকথনের অভিষেকের দাবি নিয়ে পাল্টা প্রশ্ন শুভেন্দুর । এতদিন কোথায় ছিলেন ? অভিষেককে প্রশ্ন শুভেন্দু অধিকারীর।
দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় তৃণমূলের রোষে জহর সরকার ? রাজ্যসভার সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ জহর : সূত্র। দলের মনোভাব জহরকে জানিয়ে দিলেন সুখেন্দুশেখর রায় : সূত্র। তৃণমূলের রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে ১৩জন সদস্য। গতকাল রাতে গ্রুপ বন্ধ, আজ সকালেই বাদ জহর : সূত্র। দলের কড়া অবস্থানের পর এবার কী করবেন জহর সরকার ? বাড়ছে জল্পনা। যা বলার বলেছি, দলের ভাবমূর্তির স্বার্থে, ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন জহর : সূত্র।
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল সরকারি আইনজীবীর বিরুদ্ধে। মালদার চাঁচলের ঘটনা। অভিযোগকারী আসিরুদ্দিনের দাবি, স্ত্রী ও ছেলেমেয়ের ব্লক অফিস ও আদালতে চাকরির জন্য তিনি চাঁচল মহকুমা আদালতের পাবলিক প্রসিকিউটর মোতাসির আলমকে ২০১৯ সালে বেশ কয়েক দফায় ১৭ লক্ষ টাকা দেন। কিন্তু চাকরি মেলেনি। এমনকি, ভুয়ো নিয়োগপত্র পাঠানো হয় বলে অভিযোগ। ৩১ অগাস্ট চাঁচল থানায় সরকারি আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জঙ্গি-যোগের অভিযোগে মুম্বইয়ে গ্রেফতার ডায়মন্ড হারবারের ২। জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার সমীর হোসেন, সাদ্দাম হোসেন। জঙ্গি-যোগের অভিযোগে ডায়মন্ড হারবারের ২ বাসিন্দা গ্রেফতার। মুম্বই এটিএসের সহযোগিতায় গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ।
চিটফান্ডকাণ্ডে চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার সামনে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। গতকাল চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি। চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এদিন বিজেপি রাজ্য সম্পাদক ফাল্গুনী পাত্রর নেতৃত্বে মিছিল করে এসে পুরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, তাদের ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়া হয়। হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, চিটফান্ড মামলা বিচারাধীন বিষয়, তাই এ নিয়ে মুখ খুলবেন না।
হালিশহর পুরসভার ধৃত চেয়ারম্যানকে আসানসোল সিবিআই আদালতে পেশ। ‘আমি এতে যুক্ত নই, আপনারা বুঝতে পারবেন’। আদালতে রওনা দেওয়ার আগে দাবি রাজু সাহানির। রাজু সাহানির রিসর্ট ও বাড়িতে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সম্পত্তির নথি, দাবি সিবিআইয়ের।
'সিজার লিস্টে ৪০ হাজার টাকা লেখা রয়েছে। আইনজীবীর মাধ্যমে জানতে পেরেছি।' তাহলে রাজু সাহানির বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধারের কথা কেন, দাবি বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর।
অর্জুন সিংয়ের সাংসদ তহবিলের টাকা পঞ্চায়েতের উন্নয়নের জন্য নেওয়া যাবে না। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভাইরাল অডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অডিও ক্লিপে বিধায়কের সঙ্গে জগদ্দলের কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অমল মণ্ডলের কথোপকথন রয়েছে বলে দাবি। মুখ খুলতে চাননি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। >>
কাঁথি জনমঙ্গল সমবায় সমিতিতে বোর্ড গঠন ঘিরে অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। টাকার বিনিময়ে ব্যাঙ্কের নমিনি হিসেবে বিজেপি নেতার নাম প্রস্তাবের অভিযোগ। প্রতিবাদে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অখিল গিরিকে বারবার ফোন করা হলেও, তিনি ধরেননি।
রেললাইন মেরামতির কাজের জন্য আজ রাতে শিয়ালদা মেন লাইনে একাধিক ট্রেন বাতিল। রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বাতিল করা হয়েছে এক ডজন লোকাল। বাতিল একজোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত ও শিয়ালদা-নৈহাটি লোকাল-সহ একাধিক ট্রেন।
'২০১২ সালে আমার স্ত্রী টেট দিয়েছিল। কিন্তু পাস করেনি। ২০১৫-য় ফের পরীক্ষা দেয়। ২০১৭-য় চাকরি পায়। আমার স্ত্রী সাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে। আমার টাকাও ছিল। চন্দন নামে একজনকে টাকা দিয়েছিল বলে শুনেছি।' জানালেন টেট অনুত্তীর্ণা বলে অভিযুক্ত পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী নদিয়ার কল্যাণীর বাসিন্দা জয়ন্ত বিশ্বাস। ৩১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের ছুটিতে আছেন পাপিয়া। নিয়োগ-বিতর্ক নিয়ে মুখ খুলতে চাননি তাঁর স্কুলের প্রধান শিক্ষক।
রাজ্যে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের মাঝেই মুম্বই মেলের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল ৩৬ লক্ষ টাকা। অভিযুক্তকে গ্রেফতার করেছে দুর্গাপুর জিআরপি। পুলিশ সূত্রে খবর, ধৃত মূলচাঁদ মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে আসছিলেন। গতকাল সন্ধেয় মুম্বই মেল দুর্গাপুর স্টেশনে পৌঁছতেই ওই যাত্রীকে আটক করা হয়। কোথা থেকে এল এত টাকা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা সদুত্তর দিতে না পারায়, গ্রেফতার করা হয়।টাকার উত্স জানার চেষ্টা করছে পুলিশ।
হালিশহর পুরসভার ধৃত চেয়ারম্যানকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল সিবিআই আদালতে। ‘আমি এতে যুক্ত নই, আপনারা বুঝতে পারবেন’, আদালতে রওনা দেওয়ার আগে দাবি রাজু সাহানির। সম্প্রতি রাজু সাহানির রিসর্ট ও বাড়িতে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সম্পত্তির নথি উদ্ধার হয়েছে, দাবি সিবিআইয়ের।
রেললাইনে কাজ চলার জন্য সিউড়ি-হাওড়া কয়েক জোড়া ট্রেন বাতিল। ওই তালিকায় রয়েছে হুল এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস। এর পাশাপাশি হাওড়া থেকে সিউড়ির উপর দিয়ে যাওয়া আরও একাধিক ট্রেন বাতিল হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল ট্রেন।
চোর অপবাদে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। বীরভূমের নানুরের সাঁতরা গ্রামের ঘটনা। মৃতের নাম বশির শেখ। আগে তৃণমূল করলেও, বর্তমানে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছিল, দাবি পরিবারের। মাদক-মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে যুবককে গ্রাম ছাড়তে বাধ্য করারও অভিযোগ।
ঐতিহ্যবাহী করম পুজোয় পূর্ণদিবস ছুটির দাবিতে জঙ্গলমহলের চার জেলায় সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুরমি সমাজ। করম পুজো উপলক্ষে ৬ সেপ্টেম্বর অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ওইদিন পূর্ণদিবস ছুটির দাবিতে আজ সকাল ৬টা থেকে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা। জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
‘ভারতের বেকারত্বের হার গত ১ বছরে সর্বোচ্চ। গত মাসে ভারতে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্যই একথা বলছে। মুদ্রাস্ফীতির হার যখন এমনিতেই উঁচু, তখন বেকারত্ব বাড়ায় কষ্ট আরও বাড়ছে। আমাদের সমস্ত নীতির অভিমুখ এই দিকেই হওয়া উচিত’, ট্যুইট অর্থনীতিবিদ কৌশিক বসুর।
মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের। ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ। ১২ সেপ্টেম্বরের বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত। পুলিশ-পিডব্লুডির বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
'পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়।' দক্ষিণ দমদম পুরসভার একটি অনুষ্ঠানে তোপ সৌগতর।
সাড়ে ৭ লক্ষ টাকায় স্কুলের চাকরি বিক্রির অভিযোগ উঠল বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে। টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পাওয়ার কথা স্বীকার করলেন নদিয়ার কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়ের স্বামী জয়ন্ত বিশ্বাস। ২০১৭-য় নদিয়ার হবিবপুরের পানপাড়ার রাঘবপুর কনভার্টেড জুনিয়র প্রাইমারি স্কুলে শিক্ষিকার চাকরি পান কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়। তাঁর স্বামী জয়ন্ত বিশ্বাস সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে জানান, বাগদার মামা-ভাগিনা গ্রামে তাঁর পৈতৃক বাড়ি রয়েছে। সেই সূত্রে বাগদার রঞ্জন ওরফে চন্দনের সঙ্গে চেনাজানা। ২০১২-য় পরীক্ষায় বসলেও টেট পাস করতে পারেননি জয়ন্তর স্ত্রী পাপিয়া। জয়ন্তর দাবি, ২০১৫-য় চন্দনকে সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়ার পর, ২০১৭-য় চাকরি পান তাঁর স্ত্রী।
'সবে শুরু হয়েছে, আরও অনেকে গ্রেফতার হবে।' হালিশহরের চেয়ারম্যান রাজু সাহানির গ্রেফতার প্রসঙ্গে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 'সব দুর্নীতির তদন্ত হলে ওঁদের অর্ধেক নেতা-মন্ত্রী জেলে ঢুকে যাবেন' দাবি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির।
ফের তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বাণ্ডিল বাণ্ডিল টাকা। গতকাল হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানির রিসর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পত্তির নথি, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ উদ্ধার করেছে সিবিআই। চিটফান্ড মামলায় রাজু সাহানিকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ তাঁকে আদালতে তোলা হবে।
আবার প্রাণ কাড়ল ডেঙ্গি। মশাবাহিত রোগে মৃত্যু হল, উত্তরপাড়ার বাসিন্দা, ৩৭ বছরের যুবকের। শোকে স্তব্ধ পরিবার। হুগলিতে হুহু করে বাড়ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরে, হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৫০জন।
রোগীর পরিজনদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ইন্টার্নরা। দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিজনরা।
কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে এখনও অবধি শহরে ডেঙ্গি আক্রান্ত সাড়ে পাঁচশোর বেশি। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। এই পরিস্থিতিতে মশাবাহিত রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।
পৃথক উত্তরবঙ্গের দাবির বিরুদ্ধে এবার পথে নামছে তৃণমূল। আগামী মঙ্গলবার কোচবিহারে প্রতিবাদ মিছিল করবে তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, উত্তরকন্যা কেন আছে? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে।
প্রেক্ষাপট
কয়লা পাচারকাণ্ডে সিজিও কমপ্লেক্সে অভিষেককে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির (ED)। তদন্তে পূর্ণ সহযোগিতা করার দাবি।
'অভিষেক-বিনয় মিশ্রের সঙ্গে ৮ মাস আগে শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে কথা। শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব, আদালতে অডিও ক্লিপ দিতে রাজি, ফরেন্সিক হোক', দাবি অভিষেকের
'বিনয় মিশ্রকে (Binay Mishra) কে তৈরি করেছে সবাই জানে। আমার ফোন থেকে ফোন গেছে, এটা প্রমাণ করুক, মুখে শুধু বড়বড় কথা', অভিষেককে পাল্টা শুভেন্দুর।
'গরুপাচারের টাকা সরাসরি অমিত শাহর কাছে। গরুপাচার দুর্নীতি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি। গরুচোরেদের দিয়ে গরুচুরির তদন্ত', তোপ অভিষেকের।
চিটফান্ড মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান। তৃণমূল নেতার বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র উদ্ধার। হদিশ তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের।
প্রাথমিকে নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যর। সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও। মানিকের অপসারণ ও ২৬৯ জনের চাকরি বাতিলের সিদ্ধান্তের সিলমোহর। ২৬৯ জনকে কেন বাড়তি এক নম্বর, এখনও স্পষ্ট নয়। একাধিক নথি পেশ করেনি পর্ষদ। পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। আদালতের নজরদারিতে তদন্তের নির্দেশ।
আদালতের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হল, ডিভিশন বেঞ্চের রায়ে প্রতিক্রিয়া দিলীপের। আর যেন তদন্তে ঢিলেমি না হয়, মন্তব্য বিকাশের। এখনও কেউ দোষী প্রমাণিত হয়নি, প্রতিক্রিয়া তৃণমূলের (TMC)।
আদালতের নির্দেশের পরেই তৎপর সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদে ডিজিটাল ডেটা এক্সপার্টকে নিয়ে সার্ভার রুমে সাড়ে চার ঘণ্টা তল্লাশি সিবিআইয়ের।
সাড়ে সাত লক্ষ টাকার বিনিময়ে টেট অনুত্তীর্ণকে চাকরির ব্যবস্থা বাগদার রঞ্জনের। সিবিআইয়ের রিপোর্টের অংশ নির্দেশনামায় উল্লেখ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের।
বাঁকুড়া, চাকদার বিধায়কের পর কল্যাণী এইমসে চাকরির নাম আর্থিক প্রতারণার অভিযোগ রানাঘাট দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে। এফআইআর চাকরিপ্রার্থীর। বিজেপিকে বদনাম করতে শাসক দলের চক্রান্ত। প্রতিক্রিয়া মুকুটমণির। কল্যাণীতেই এই অবস্থা, অন্য রাজ্যে কী করছে বিজেপি, বোঝা যাচ্ছে। পাল্টা কুণাল।
নন্দীগ্রাম (Nandigram) ভোট পুনর্গণনা মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন খারিজ। সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দুর। হাইকোর্টে মামলা ফেরাল সর্বোচ্চ আদালত। স্বাগত তৃণমূল কংগ্রেসের।
মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের (Tala Bridge)। শেষ হতে চলেছে আড়াই বছরের ভোগান্তি। ১২ সেপ্টেম্বর পুলিশ-পিডব্লুডির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -