West Bengal News Live: বাংলাতে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, ফিরল কোভিডবিধি

Get the latest West Bengal News and Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে

abp ananda Last Updated: 30 Jun 2022 11:52 PM
WB News Live: বোর্ড মিটিংয়েই ঝামেলা

তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের তীব্র বাদানুবাদের ভিডিও ভাইরাল। কার্যত শুরু হল হাতাহাতিও! টেন্ডার, কর্মী নিয়োগ নিয়ে বিবাদের অভিযোগ। দুই কাউন্সিলর অভিযোগ অস্বীকার করলেও, বিবাদের কথা মানলেন পুরপ্রধান। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।

West Bengal News Live: আন্দোলনে নামতে চলেছে চিটফান্ড সাফারার্স ফোরাম

বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের নিয়ে ফের আন্দোলনে নামতে চলেছে চিটফান্ড সাফারার্স ফোরাম। আগামী চার জুলাই ধর্মতলার ওয়াই চ্যানেলে হবে বিক্ষোভ সমাবেশ। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এ কথা জানান ফোরামের সদস্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা আব্দুল মান্নান।

WB News Live: বাংলাতে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, ফিরল কোভিডবিধি

দেশের পাশাপাশি বাংলাতেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের দেড় হাজার পেরিয়ে গেল! এই পরিস্থিতিতে আজ সব রাজ্যকে নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি অ্যাডভাইসরি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরও।

West Bengal News Live: গান ‘চুরি’, অভিযুক্ত রূপঙ্কর

গান চুরির অভিযোগ উঠল সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে। নিউটাউন থানায় গায়ক ও সুরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ইউটিউবার ও গায়িকা মনোরমা ঘোষাল। ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন, সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী।

WB News Live: রান্না বন্ধের চরম হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের

জিনিসপত্রের চরম মূল্যবৃদ্ধি, সেন্টার চালাতে অপারগ আইসিডিএস কর্মীরা, সঠিক সময়ে মিলছে না বিল, ডেপুটেশন সিডিপিওকে, অবিলম্বে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি ও সঠিক সময় বিল না পেলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি রান্না বন্ধেরও চরম হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের

West Bengal News Live: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা

বাংলায় একদিনে ১ হাজার ৫২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা

WB News Live: নেতাই যেতে শুভেন্দুকে ‘বাধা’, আদালত অবমাননার রুল জারি

নেতাই যেতে শুভেন্দুকে ‘বাধা’, আদালত অবমাননার রুল জারি। ডিজিপি, ঝাড়গ্রামের এসপি ও অ্যাডিশনাল এসপি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। রুল জারি করে ২৮ জুলাই হাজিরার নির্দেশ, দিতে হবে শোকজের জবাব। 

West Bengal News Live: শর্ট কোডে প্রতারণার ফাঁদ!

সময়ের সঙ্গে সঙ্গে প্রতারণার ছক পাল্টাচ্ছে সাইবার প্রতারকরা। short code বা short key ব্যবহার করে দখল নিচ্ছে হোয়াটসঅ্যাপের। অ্যাপের ব্যবহারকারী নয়, প্রতারিত হচ্ছেন তাঁর পরিচিতরা।

WB News Live: ভোটে জিততেই ‘গোর্খাল্যান্ড’

জিটিএ-র প্রথম বৈঠকেই পাস করানো হবে গোর্খাল্যান্ড প্রস্তাব। তা পাঠানো হবে রাজ্য ও কেন্দ্রের কাছে। জিটিএ জয়ের পরদিনই এই ঘোষণা করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। ইঙ্গিতপূর্ণভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। নির্বাচনী স্টান্ট বলে কটাক্ষ তৃণমূলের।

West Bengal News Live: ‘বেলা যত গড়াবে, ততই এখানে মহারাষ্ট্র হবে’

‘বেলা যত গড়াবে, ততই এখানে মহারাষ্ট্র হবে’, কেশিয়াড়ির সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। ‘কেউ বাইরে থাকবে না, সবে ভোর হয়েছে। চিন্তার কোনও কারণ নেই, মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে হুঙ্কার শুভেন্দুর। 

WB News Live: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল। সব্যসাচী বসু রায়চৌধুরীর জায়গায় নতুন উপাচার্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়। সব্যসাচী বসু রায়চৌধুরীর কার্যকাল শেষ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। তার আগেই রাজ্যপাল এদিন ট্যুইট করে জানান, উপাচার্য পদে নিয়োগ করা হচ্ছে  মহুয়া মুখোপাধ্যায়কে। সঙ্গে সরকারে পাঠানো তথ্য পোস্ট করে আচার্য রাজ্যপাল বলেন, গত ৯ জুন বৈঠকে বসে সার্চ কমিটি। সেই কমিটি পাঠানো তালিকায় তিনজনের মধ্যে সবার ওপরে নাম থাকায়   নিয়োগ করা হল মহুয়া মুখোপাধ্যায়কে।

West Bengal News Live: রাজারহাট থানা এলাকায় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

রাজারহাট থানা এলাকায় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ধর্ষণ করে খুন করা হয়েছে, বলে দাবি মৃতের পরিবারের। 

WB News Live: দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নির্দেশিকা জারি কেন্দ্রের

দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নির্দেশিকা জারি কেন্দ্রের। ‘বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের ২ শতাংশের আরটি-পিসিআর করতে হবে, রিপোর্ট পজিটিভ হলে নমুনা পাঠাতে হবে জিন পরীক্ষার জন্য’। 

West Bengal News Live: বিক্ষিপ্ত বৃষ্টি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীকে

আকাশ মেঘলা থাকলেও আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীকে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বলা হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

WB News Live: দক্ষিণ দমদম পুরসভার বোর্ড মিটিংয়ে অসন্তোষ

দক্ষিণ দমদম পুরসভার বোর্ড মিটিংয়ে অসন্তোষ। চেয়ারম্যানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে বৈঠক ছাড়লেন কাউন্সিলররা।  আর্থিক বৈষম্যের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে।  বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ১৭ জন তৃণমূল কাউন্সিলর। এই বিষয়ে চেয়ারম্যান কোনও প্রতিক্রিয়া জানাননি। 

West Bengal News Live: ভাটপাড়া পুরসভার বোর্ড মিটিংয়েই তৃণমূল কাউন্সিলরদের হাতাহাতি

ভাটপাড়া পুরসভার বোর্ড মিটিংয়েই তৃণমূল কাউন্সিলরদের হাতাহাতি। তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়ের সঙ্গে ১ কাউন্সিলরের হাতাহাতি। বোর্ড মিটিংয়ের সময়ই তৃণমূলের কোন্দলের ভিডিও ভাইরাল। সামান্য বিষয় নিয়ে বচসা, দাবি ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বচসা। 

WB News Live: কল সেন্টার খুলে বিদেশিদের কোটি কোটি টাকা প্রতারণা

বেআইনি কল সেন্টার খুলে বিদেশিদের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে ১০ জনকে গ্রেফতার করল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ২টি কল সেন্টারে অভিযান চালান সিআইডি আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় প্রচুর ল্যাপটপ, হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ। বিদেশিদের প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখছে সিআইডি।

West Bengal News Live: এ বিষয়ে কিছু জানা নেই, সুদীপ্তর মন্তব্যের পাল্টা মুকুল

মুকুল রায়ের নামও চিঠিতে লিখেছেন বলে সারদা কর্ণধার যে দাবি করেছেন সেই প্রসঙ্গে মুকুল রায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। 

WB News Live: শুভেন্দু অধিকারীর পর, এবার মুকুল রায়, অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন

শুভেন্দু অধিকারীর পর, এবার মুকুল রায়, অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। সারদা কর্তার অভিযোগ, কাঁথি পুরসভা এলাকায় শ্রমিক হাটের জন্য শুভেন্দুকে ৯০ লক্ষ টাকা দিয়েছিলাম। ৫০ লক্ষ টাকাও একবার দিয়েছিলাম। শুভেন্দু নানাভাবে টাকা নিয়েছেন। ওঁর ভাইরাও সব জানেন। দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের। সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি পুরনো মামলায় এদিন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন সুদীপ্ত। সেখানেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি, মুকুল রায় ও অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি সারদা কর্ণধারের।

West Bengal News Live: মালদায় নাম বিভ্রাটে প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ

মালদায় নাম বিভ্রাটে প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ। এ নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ধৃতের পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ বিজেপির।  ভুল হয়ে থাকলে সংশোধন করবে পুলিশ, প্রতিক্রিয়া তৃণমূলের।

WB News Live: আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, বিস্ফোরক দাবি বগটুইকাণ্ডে অভিযুক্ত আনারুলের

আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সময় এলে নাম বলব ষড়যন্ত্রকারীদের, এবার বিস্ফোরক দাবি করলেন বগটুইকাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন। সৎ সাহস থাকলে নাম প্রকাশ্যে আনুন, পাল্টা দাবি করেছে বিজেপি। এবিষয়ে মন্তব্য করতে চাননি রামপুরহাটের তৃণমূল বিধায়ক। 

West Bengal News Live: নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ

নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ। পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামের ঘটনা। সোমবার গোপাল মাহাতো নামে ৬২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। ধৃতের পরিবারের অভিযোগ, নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তকে না ধরে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসল অভিযুক্ত দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ধৃতের পরিবার। খতিয়ে দেখার আশ্বাস পুলিশ সুপারের। পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ভুল হয়ে থাকলে সংশোধন করবে পুলিশ, প্রতিক্রিয়া তৃণমূলের।

WB News Live: এক বছরের ব্যবধানে একই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দ্বিতীয়বার অনাস্থা আনলেন তৃণমূল সদস্যরা।

এক বছরের ব্যবধানে একই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দ্বিতীয়বার অনাস্থা আনলেন তৃণমূল সদস্যরা। মেদিনীপুর সদর ব্লকের তৃণমূল পরিচালিত শিরোমণি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, অনাস্থা আনার জন্য দলের অনুমোদন নেওয়া হয়নি। অন্যদিকে, অনাস্থা কার্যকর না হলে গণ ইস্তফা অথবা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। ঘটনা ঘিরে তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

West Bengal News Live: নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ

নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ। পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামের ঘটনা। সোমবার গোপাল মাহাতো নামে ৬২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। ধৃতের পরিবারের অভিযোগ, নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তকে না ধরে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসল অভিযুক্ত দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ধৃতের পরিবার। খতিয়ে দেখার আশ্বাস পুলিশ সুপারের। পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ভুল হয়ে থাকলে সংশোধন করবে পুলিশ, প্রতিক্রিয়া তৃণমূলের।

WB News Live: এসপি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করল হাইকোর্ট

শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে যেতে বাধাদানের অভিযোগ সংক্রান্ত মামলায় এবার রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের এসপি ও অ্যাডিশনাল এসপি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করল হাইকোর্ট। ৩০ জুলাই হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। দিতে হবে শোকজের জবাব। অভিযোগ, জানুয়ারি মাসে শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে বাধা দেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার। ডিজিপি ও এসপি-র নির্দেশে তিনি শুভেন্দু অধিকারীকে ফিরিয়ে দেন বলে অভিযোগ। 

West Bengal News Live: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উদ্ধার জাল নোট

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উদ্ধার জাল নোট। ২ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সামশেরগঞ্জের ধূলিয়ান রোডে অভিযান চালায় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে ২ জনকে। ধৃতরা ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৪ হাজার টাকা। উদ্ধার হওয়া সবকটি জাল নোট ২ হাজারের।

WB News Live: মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ঘিরে আলিপুরদুয়ারে তৃণমূল ও যুব তৃণমূল নেতৃত্বের সংঘাত

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ঘিরে আলিপুরদুয়ারে তৃণমূল ও যুব তৃণমূল নেতৃত্বের সংঘাত। পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ। ওসি-কে ঘিরে বিক্ষোভ। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তৃণমূল যুব সহ সভাপতি সূর্য দত্তর অভিযোগ, দলের এক নম্বর ব্লক সভাপতি মনোরঞ্জন দে ও অঞ্চল সভাপতি সুকান্ত দে-র মদতে তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এমনকি, তাঁর এক অনুগামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। এ নিয়ে পাল্টা নালিশ জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে বলে তৃণমূলের ব্লক যুব সহ সভাপতির অভিযোগ। 

West Bengal News Live: আনন্দপুরে বেপরোয়া বাইকের সঙ্গে পুলকারের সংঘর্ষ

আনন্দপুরে বেপরোয়া বাইকের সঙ্গে পুলকারের সংঘর্ষ। আনন্দপুর থানার কাছে দুর্ঘটনা। গুরুতর আহত ৩ বাইক আরোহী, কারও মাথায় হেলমেট ছিল না। যদিও পুলকারের পড়ুয়াদের কোনও ক্ষতি হয়নি। 

WB News Live: এক মহিলার প্রায় বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

এক মহিলার প্রায় বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজারহাট থানার গড়াগড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে হলদিয়ায় প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত

পঞ্চায়েত ভোটের আগে হলদিয়ায় প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। দুর্নীতির প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা ও তাঁর অনুগামীরা। 

WB News Live: হাসপাতালে বাড়ছে বেডের সংখ্যা

COVID আক্রান্তের সংখ্যা বাড়তে দেখে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ফের ১৯ বেডের কোভিড সিসিইউ চালু করা হল। আগের মত বেডের সংখ্যা বাড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে। 

West Bengal News Live: লক্ষ্য পঞ্চায়েত, দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে কোঅর্ডিনেশন কমিটি গড়ল বিজেপি

লক্ষ্য পঞ্চায়েত, দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে কোঅর্ডিনেশন কমিটি গড়ল বিজেপি। কো-ইনচার্জ ২ সাংসদ-সহ ৩ জন। ৬ বিধায়ক-সহ ১৫ জন সদস্য। 

WB News Live: হরিদেবপুরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় তদন্তে ফরেন্সিক

হরিদেবপুরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় তদন্তে ফরেন্সিক। পোস্টে ওপর থেকে বিদ্যুত্‍ সংযোগের প্রমাণ রয়েছে, রিপোর্ট দেওয়া হবে পুলিশকে, জানালেন ফরেন্সিক আধিকারিক। এদিকে, এদিন, ঘটনাস্থলে যান মেয়র পারিষদ নিকাশি। খতিয়ে দেখেন জমা জলের সমস্যা। 

West Bengal News Live: গানের সুরে কুণাল ঘোষকে আক্রমণ হরিণঘাটার বিজেপি বিধায়কের

এবার গানের সুরে কুণাল ঘোষকে আক্রমণ হরিণঘাটার বিজেপি বিধায়কের। গানেই অসীম সরকারকে জবাব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। 

WB News Live: পুরভোটের আগে হলদিয়ায় প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত

পুরভোটের আগে হলদিয়ায় প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। দুর্নীতির প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা ও তাঁর অনুগামীরা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল সভাপতি অশোক মাইতি

West Bengal News Live: হুগলির মাহেশে ধুমধাম করে রথযাত্রার প্রস্তুতি

হুগলির মাহেশে ধুমধাম করে রথযাত্রার প্রস্তুতি। বুধবার, পালিত হল নবযৌবন উত্‍সব। সকাল থেকে হোমযজ্ঞ... নিবেদন করা হয় ৫৬ ভোগ... রূপোর হাত পরানো হয় দারু বিগ্রহকে।

WB News Live: কয়েকঘণ্টার মধ্যে কলকাতা ও হাওড়া জেলায় ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কয়েকঘণ্টার মধ্যে কলকাতা ও হাওড়া জেলায় ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 

West Bengal News Live: দুর্নীতির অভিযোগে সরানো হল তৃণমূল নেতাকে

দুর্নীতির অভিযোগে উত্তর ২৪ পরগনার শাসনের অঞ্চল সভাপতিকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। যদিও তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

WB News Live: পানিহাটির ৮ নম্বরে জয়ী তৃণমূল

পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত।  অনুপম দত্ত খুন হওয়ার পর এই ওয়ার্ডে উপনির্বাচন হয়। অনুপমের স্ত্রী মীনাক্ষীকে এই ওয়ার্ডে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি ২ হাজার ২৭৪ ভোটে জয়ী হয়েছেন। জয়ের পর খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানান তিনি। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে সিপিএম।

West Bengal News Live: এগিয়ে আসবে পঞ্চায়েত ভোট?

পঞ্চায়েত ভোট কি এগিয়ে আসতে পারে? বুধবার মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক মহলে সেই জল্পনা তৈরি হয়েছে। এদিন তিনি বলেন, তাড়াতাড়ি কাজগুলো করুন, যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়নেও জোর দেন তিনি। এনিয়ে পাল্টা মুখ খুলেছে বিজেপি।

WB News Live: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নতুন নির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নতুন নির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তার জন্য তৈরি করতে হবে অ্যাডহক কমিটি। পয়লা অগাস্ট থেকে কাউন্সিলের দায়িত্ব নেবে এই কমিটি। নভেম্বর মাসে দায়িত্ব নেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নতুন কমিটি। নির্দেশ আদালতের।

প্রেক্ষাপট


প্রথমবার লড়েই জিটিএ (GTA)-তে ফুটল ঘাসফুল। দার্জিলিঙের (Darjeeling) ১০টি আসনে লড়ে অর্ধেকেই জয়। ডালিতে জিতলেন বিনয় তামাঙ্গ। সাফল্য মিরিকেও। 


দার্জিলিঙে এবার অনীত থাপার উত্থান। জিটিএ-র ৪৫টি আসনের ২৭টিতেই বিজিপিএমের জয়। ৮টিতে জিতল হামরো।


৩৩ বছর পরে বাম হাতছাড়া শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ। ২২টির পঞ্চায়েতের ১৯টিই তৃণমূলের (TMC)। ৩টি ত্রিশঙ্কু। বহু দূরে থেকে ২ নম্বরে বিজেপি। 


উপনির্বাচনেও জোড়াফুলের ঝড়। পানিহাটি, দমদম, দঃ দমদম, ভাটপাড়া দখলে। কংগ্রেসের হাতেই রইল ঝালদা, চন্দননগরে ফিরল বাম।


এগিয়ে আসতে পারে কি পঞ্চায়েত ভোট? দুর্গাপুরের সভায় মুখ্যমন্ত্রীর (Chief Minister) মন্তব্যে জল্পনা। কাজগুলো ঝটপট করুন, নইলে ইলেকশনে (Election) ললিপপ খাবেন। ইলেকশন যে কোনও দিন ঘোষণা হয়ে যাবে, বলেছেন মুখ্যমন্ত্রী।


লক্ষ্য পঞ্চায়েত, দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে কোঅর্ডিনেশন কমিটি গড়ল বিজেপি। কো-ইনচার্জ ২ সাংসদ-সহ ৩ জন। ৬ বিধায়ক-সহ ১৫ জন সদস্য। 


শুভেন্দুদের নালিশের পরেই মন্তব্য-বিতর্কে মুখ্যমন্ত্রীকে পত্রাঘাত রাজ্যপালের। সাংবিধানিক অরাজকতার ইঙ্গিত বলে আক্রমণ। শব্দ প্রত্যাহারের কড়া বার্তা।


এসএসসি-র পর কলেজ সার্ভিস কমিশনেও দুর্নীতির অভিযোগ। নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য তলব হাইকোর্টের। ২১ জুলাই মামলার শুনানি।                                              


আড়াই মাস পর রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ (Covid Infection) দেড় হাজার ছুঁইছুঁই, ২জনর মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৫৮৯, উত্তর ২৪ পরগনায় ৩৮৮

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.