West Bengal News Live Updates :প্রায় ১০ ঘণ্টা, কুন্তল-যোগের তদন্তে এখনও ইডি দফতরে সায়নী

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 30 Jun 2023 11:52 PM
WB News LIVE Updates: নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির, ৫ জুলাই ফের তলব

নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। ৫ জুলাই ফের তলব।  বেরিয়ে সায়নী বললেন, 'দেয়ার ইজ নাথিং টু হাইড, একশোবার ডাকলে একশোবার যাব'।

WB News LIVE Updates:ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দঃ দিনাজপুরের পাশাপাশি উঃ দিনাজপুরের জন্যও এল আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

WB News LIVE Updates: পুলিশকে কুকথা, সৌমিত্র খাঁকে রক্ষাকবচ হাইকোর্টের

পুলিশকে কুকথা। সৌমিত্র খাঁকে রক্ষাকবচ হাইকোর্টের। ১৫ জুলাই পর্যন্ত কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। একজন সাংসদের মুখে এই ভাষা প্রত্যাশিত নয়। মন্তব্য বিচারপতি মান্থার। 

WB News LIVE Updates: কুন্তলের সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথিতে উঠে আসে সায়নীর নাম

কুন্তলের সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথিতে উঠে আসে সায়নীর নাম। বহিষকৃত যুব তৃণমূল নেতাকে জেরাতেও উঠে এসেছে সায়নীর নাম, ইডি সূত্রে খবর।

WB News LIVE Updates: প্রায় ১০ ঘণ্টা, কুন্তল-যোগের তদন্তে এখনও ইডি দফতরে সায়নী

প্রায় ১০ ঘণ্টা, কুন্তল-যোগের তদন্তে এখনও ইডি দফতরে সায়নী। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে প্রশ্ন। জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূল সভানেত্রীর সন্তোষজনক উত্তর: ইডি সূত্র

WB News LIVE Updates:  আলিপুরদুয়ারে কি তৃণমূলের মুঠো আলগা? নাকি ফাটল বিরোধী শিবিরে? কী বলছে সমীক্ষা?

মাঝে আর মাত্র ৮ দিন। তারপরই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কিন্তু যাঁদের মতামত নিতে এই পঞ্চায়েত নির্বাচন,  যাঁদের উপর সবকিছু নির্ভর করছে, সেই ভোটাররা কী ভাবছেন? ভোটগ্রহণের আগে তা নিয়ে আঁচ পেতে রাজ্য় জুড়ে সমীক্ষা চালায় আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter। রাজ্যের সমস্ত জেলা পরিষদের সব ক'টি কেন্দ্রে পৌঁছে ১০ হাজার ৫৪৮ জনের জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। সমীক্ষা চালানো হয়েছে ১৫ জুন থেকে ২৬ জুনের মধ্য়ে। এই সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্য়দ্বাণী নয়। শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের ভাবনার আভাস পাওয়ার চেষ্টা। 

WB News LIVE Updates: পূর্ব মেদিনীপুরের ৭০ আসনের জেলা পরিষদে টানটান লড়াই

সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে, পূর্ব মেদিনীপুরের ৭০ আসনের জেলা পরিষদে টানটান আসন লড়াই হতে পারে তৃণমূল বিজেপির। সমীক্ষায় উঠে এসেছে, জেলা পরিষদে ৩১ থেকে ৪১ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস (TMC)। আর পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে ৩০ থেকে ৩৬ আসন যেতে পারে বিজেপির দখলে। শূন্য থেকে ৩ টি আসন যেতে পারে বাম-কংগ্রেস জোটের ভাগ্যে। প্রসঙ্গত, ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ৬০ আসনের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে সবকটি আসনই জিতেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপি, বাম বা কংগ্রেস, কেউই খাতাই খুলতে পারেনি।

WB News LIVE Updates: ঝাড়গ্রামের পঞ্চায়েত ভোটে প্রভাব ফেলবে কুড়মি আন্দোলন? কী বলছে সমীক্ষা?

আগামী শনিবার, ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কোন দল এগিয়ে? কী বলছেন সাধারণ মানুষ? ঝাড়গ্রামের কুড়মি আন্দোলন কি প্রভাব ফেলবে পঞ্চায়েত ভোটের ফলাফলে? তাঁদের আন্দোলন কি বিপক্ষে যাবে শাসকদলের? পঞ্চায়েত নির্বাচনে কেমন হতে পারে ঝাড়গ্রামের  ফলাফল? কী তথ্য উঠে এল জনমত সমীক্ষায়? গ্রাম বাংলার ভবিষ্য়ৎ নির্ধারণ করতে, লাইনে দাঁড়াবেন ভোটাররা। ইতিমধ্য়েই নিজেদের মতো যুক্তি-তক্কের অস্ত্রে শান দিয়ে, প্রচারে নেমে পড়েছেন সব দলের হেভিওয়েট নেতা-নেত্রীরা। কিন্তু, যাঁদের ওপর নির্ভর করছে পঞ্চায়েত ভোটের রায়, সেই ভোটাররা কী ভাবছেন ? তার আঁচ পেতে রাজ্য়জুড়ে জনমত সমীক্ষা (Opinion) চালিয়েছে আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন এই সমীক্ষক সংস্থা সি ভোটার (C Voter)। 

WB News LIVE Updates: তৃণমূলের হেভিওয়েট নেতাদের জেলযাত্রা কি পঞ্চায়েত ভোটে শাসক দলকে বেকায়দায় ফেলবে?

পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য থেকে অনুব্রত মণ্ডল, একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতাদের জেলযাত্রা কি পঞ্চায়েত ভোটে শাসক দলকে বেকায়দায় ফেলবে? ৫৪ শতাংশ ভোটার মনে করছেন এই কারণে বেকায়দায় পড়বে শাসক দল। ৩৩ শতাংশ মানুষ বলছেন না, এতে কোনও প্রভাব পড়বে না। বলতে পারব না, জানাচ্ছেন ১৩ শতাংশ। 

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটে কি ফের তৃণমূলের দাপট? নাকি ছাপ ফেলবে বিরোধীরা? কী বলছে সমীক্ষা?

আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter-এর সমীক্ষকরা ভোটারদের কাছে জানতে চেয়েছিলেন, সরকারি অনুদান নাকি দুর্নীতি, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় কোনটা ভোটারদের কাছে অগ্রাধিকার পেতে পারে? সমীক্ষা বলছে, ৪৭ শতাংশ মানুষ বলেছেন, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় তাঁদের কাছে অগ্রাধিকার পেতে পারে দুর্নীতি প্রসঙ্গ। ৩২ শতাংশ মানুষ বলেছেন, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় তাঁদের কাছে অগ্রাধিকার পেতে পারে সরকারি অনুদান। বলতে পারব না, জানিয়েছেন ২১ শতাংশ মানুষ।

West Bengal News LIVE Updates: সরকারি অনুদান নাকি দুর্নীতি, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় কোনটা ভোটারদের কাছে অগ্রাধিকার পেতে পারে?

আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter-এর সমীক্ষকরা ভোটারদের কাছে জানতে চেয়েছিলেন, সরকারি অনুদান নাকি দুর্নীতি, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় কোনটা ভোটারদের কাছে অগ্রাধিকার পেতে পারে? সমীক্ষা বলছে, ৪৭ শতাংশ মানুষ বলেছেন, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় তাঁদের কাছে অগ্রাধিকার পেতে পারে দুর্নীতি প্রসঙ্গ। ৩২ শতাংশ মানুষ বলেছেন, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় তাঁদের কাছে অগ্রাধিকার পেতে পারে সরকারি অনুদান। বলতে পারব না, জানিয়েছেন ২১ শতাংশ মানুষ।

WB News LIVE Updates: পঞ্চায়েতের কুরুক্ষেত্রে প্রচারযুদ্ধ একেবারে চরমে

পঞ্চায়েতের কুরুক্ষেত্রে প্রচারযুদ্ধ একেবারে চরমে। এরই মধ্যে আপনাদের সামনে আজ রাখব, সি ভোটারের ওপিনিয়ন পোলের দ্বিতীয় পর্ব। কোন জেলায়, কারা, কত আসন পেতে পারে, তারই একটা আভাস পাওয়ার চেষ্টা করা হয়েছে এই জনমত সমীক্ষায়। সমীক্ষা চালানো হয়েছে কুড়িটা জেলা পরিষদের নশো আঠাশটা আসনে। তবে ফের বলব, সমীক্ষা কোনও ধ্রুব সত্য নয়। কখনও হুবহু মেলে, কখনও বাস্তব অন্যরকম হয়। তাই কারও আনন্দিত হওয়ার, বা হতাশ হওয়ার কোনও কারণ নেই। চূড়ান্ত ফলের জন্য় আমাদের অপেক্ষা করতেই হবে, এগারোই জুলাই পর্যন্ত। এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও যোগ নেই। কোনও জার্নালিস্টিক জাজমেন্টের এখানে কোনও জায়গা নেই। আমরা এই অনুষ্ঠানে সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরব মাত্র। কিন্তু জেলাভিত্তিক সমীক্ষায় আসার আগে দেখাব, কয়েকটি প্রশ্ন সমীক্ষকরা রেখেছিলেন রাজ্যজুড়ে গ্রামীণ ভোটারদের সামনে, কী উঠে আসছে সেখানে...

West Bengal News LIVE Updates: ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দঃ দিনাজপুরের পাশাপাশি উঃ দিনাজপুরের জন্যও এল আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

WB News LIVE Updates: কালিম্পং থেকে ফেরার সময় হঠাৎ কোচবিহারের পথে রাজ্যপাল।

কালিম্পং থেকে ফেরার সময় হঠাৎ কোচবিহারের পথে রাজ্যপাল। মালবাজার হয়ে সন্ত্রাস-কবলিত কোচবিহারের পথে রাজ্যপাল। ভাঙড়, ক্যানিংয়ের পর এবার কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল। ভোট ঘোষণার পর থেকেই অশান্ত কোচবিহার, ২জন খুন 

West Bengal News LIVE Updates: বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। বললেন, 'ওদিকে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central Force), এদিকে থাকব আমরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখিয়েই তৃণমূলের ভোটার ভোট মারবে। গুলি করবে? কত গুলি করবে? গুলি শেষ হয়ে যাবে।' এর পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঙ্কার, 'পশ্চিমবঙ্গকে ট্যাকল করতে হলে সেনাবাহিনী ছাড়া কিছু হবে না।' এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও নিশানা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বললেন, '১১ তারিখ টিকিট কেটে রেখেছেন সিভি আনন্দ বোস। ওঁকে ফিরিয়ে নেবে, আর কী করার আছে?' ভোটের আগেই তাঁর দাবি, 'আমরা জিতছি, বুক ফুলিয়ে জিতছি।'

WB News LIVE Updates: বারাবনির সভায় বড় প্রশ্ন অভিষেকের

পঞ্চায়েত ভোটের দোরগড়ায় বারাবনির সভায় ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে প্রশ্ন তুলে বলেন, 'বিজেপির আচ্ছে দিনের নমুনা কী ? বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। যে আপনাদের লুঠছে তার সঙ্গে কী করে থাকবেন ?' অভিষেক আরও বলেন, '১০০ দিনের কাজের ৭৫০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন্দ্রের বিজেপি সরকারের কাছে মাথা নত করবে না তৃণমূল কংগ্রেস। ইডি-সিবিআই লাগালেও কেন্দ্রের কাছে মাথা নত করব না। মানুষ চাইছে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করুক। প্রধানমন্ত্রী যা চাইবে তাই হবে না, মানুষ যা চায় তাই হবে। প্রধানমন্ত্রীর দম্ভ এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষকে মানুষ বলে মনে করছেন না। বিজেপি আপনার ভোটে জিতে দিল্লিতে গিয়ে আপনার টাকা বন্ধ করে দেবে।'

West Bengal News LIVE Updates: ৬ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ

৬ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ।জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূলনেত্রীর সন্তোষজনক উত্তর: ইডি সূত্র

WB News LIVE Updates: নন্দীগ্রামের পর এবার ভোটের মুখে ময়না থানার ওসি 'বদলি'

নন্দীগ্রামের পর এবার ভোটের মুখে ময়না থানার ওসি 'বদলি'। ভোটের ৮দিন আগে ময়না থানার ওসিকে পাঠানো হল ছুটিতে ময়না। থানার দায়িত্বে কোলাঘাট থানার ওসি মহম্মদ মাহিউল ইসলাম। ২০১৮-র পঞ্চায়েত ভোটের সময় ময়না থানারই ওসি ছিলেন মাহিউল

West Bengal News LIVE Updates: ৫ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির

৫ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির। কুন্তলের সঙ্গে সায়নীর কোনও আর্থিক লেনদেন আছে কি না, জানতে চায় ইডি, খবর সূত্রের। সায়নী ঘোষের জবাব সন্তোষজনক নয়, দাবি ইডি সূত্রে

WB News LIVE Updates: অন্ডালে হুডখোলা গাড়িতে চেপে ভোটের প্রচার করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়

দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। গ্রাম বাংলার ভোটের আর বাকি মাত্র ৮ দিন। শাসক থেকে বিরোধী, জোরকদমে চলছে প্রচার। অন্ডালে হুডখোলা গাড়িতে চেপে ভোটের প্রচার করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। পুরুলিয়ার পুঞ্চায় বিজেপি প্রার্থীদের নিয়ে প্রচার করলেন সুকান্ত মজুমদার। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের তমলুকে বাম প্রার্থীদের নিয়ে প্রচার করলেন সুজন চক্রবর্তী।

West Bengal News LIVE Updates: ভাঙড়ে আইএসএফ -সিপিএম-এর যৌথ মিছিল

ভাঙড়ে আইএসএফ -সিপিএম-এর যৌথ মিছিল। পঞ্চায়েত ভোটের আগে বামেদের সঙ্গে আইএসএফ-এর যৌথ মিছিল

WB News LIVE Updates: সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র -সহ গ্রেফতার ১

পঞ্চায়েত নির্বাচনের আগে সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র -সহ গ্রেফতার এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চশকাপুর মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় একটি ৭.৬৫ এম এম পিস্তল এবং সাত রাউন্ড গুলি-সহ গ্রেফতার করা হয়েছে তাকে। 

West Bengal News LIVE Updates: '১৫ জুলাই পর্যন্ত সৌমিত্র খাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ', নির্দেশ হাইকোর্টের

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে রক্ষাকবচ হাইকোর্টের। '১৫ জুলাই পর্যন্ত সৌমিত্রর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ'
নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার । সৌমিত্রকে স্বস্তি দিলেও বিজেপি সাংসদের মন্তব্যের সমালোচনা বিচারপতির। 'সৌমিত্র যে ভাষা ব্যবহার করেছেন বলে পুলিশের দাবি, তা অত্যন্ত খারাপ'। একজন সাংসদের কাছে এ ধরনের ভাষা প্রত্যাশিত নয়, মন্তব্য বিচারপতির। ১৩ এপ্রিল সোনামুখী থানায় সৌমিত্রর বিরুদ্ধে জোড়া এফআইআর । সেই মামলায় রক্ষাকবচ পেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।

WB News LIVE Updates: কোচবিহারের পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় ৬ বিজেপি বিধায়ক

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি প্রার্থীদের গ্রেফতারের প্রতিবাদ । কোচবিহারের পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় ৬ বিজেপি বিধায়ক। ভোটের আগে পুলিশি সন্ত্রাসের অভিযোগ বিজেপির। হারবে জেনে নাটক বিজেপির, কটাক্ষ তৃণমূলের।

West Bengal News LIVE Updates: নেতৃত্বকে আক্রমণ করাই লক্ষ্য, সায়নী ঘোষকে ইডি-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া শশী পাঁজার

নির্বাচনের আগে সিবিআই, ইডি নানারকম টিম পাঠিয়ে তৃণমূলকে হেনস্থা করাই উদ্দেশ্য। নবজোয়ারে প্রচুর ভিড় হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। নেতৃত্বকে আক্রমণ করাই লক্ষ্য। সায়নী ঘোষকে ইডি-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী শশী পাঁজার। 

WB News LIVE Updates: ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রের উত্তরের অপেক্ষায় কমিশন, জানালেন রাজীব সিন্হা

রাজ্যে কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী ? এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত ধোঁয়াশা। '৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি।' উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন, জানালেন রাজীব সিন্হা।

West Bengal News LIVE Updates: রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্র

রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্র। হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়াল কেন্দ্র । আজই মুখ্যসচিব হিসেবে শেষদিন ছিল হরিকৃষ্ণ দ্বিবেদীর। মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে ২ বার কেন্দ্রকে চিঠি পাঠানো হয় নবান্নের তরফে। আজ সকালে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা নবান্নে এসে পৌঁছয়।

WB News LIVE Updates: দত্তপুকুরে বাম-তৃণমূল একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলার অভিযোগ

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাম-তৃণমূল সংঘর্ষ। বামেদের পতাকা লাগানোর সময় হামলার অভিযোগ। পাল্টা তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ বামেদের বিরুদ্ধে। দু'পক্ষই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

West Bengal News LIVE Updates: তারকেশ্বরে বিজেপির নির্বাচনী ফ্লেক্স খুলে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পঞায়েত ভোটের আগে অব্যাহত অশান্তি। হুগলির তারকেশ্বরে বিজেপির নির্বাচনী ফ্লেক্স খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বালিগোড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জঙ্গলের মধ্যেই তাদের ফ্লেক্স পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। হেরে যাবার ভয়ে তৃণমূলের দুষকৃতীরা ব্যানার খুলে ফেলে দিয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়ক বিমান ঘোষের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়ে থাকতে পারে, পাল্টা দাবি করেছে তৃণমূল।

WB News LIVE Updates: হাবড়ায় গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিল বিজেপি

পঞ্চায়েত ভোটের আর বাকি ৮ দিন। তার আগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিল বিজেপি। দলের টিকিট না পেয়ে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির বারাসাত সাংগাঠনিক জেলা কমিটির ২ সদস্য। এছাড়াও কুমড়া পঞ্চায়েতে একাধিক বিকষুব্ধ বিজেপি কর্মী নির্দল প্রার্থী হয়েছেন। ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির ২ নির্দল প্রার্থীকে শোকজ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাছে জবাব চেয়েছে দল। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র। বিক্ষুব্ধ নেতাদের দাবি, একাধিকবার জেলা সভাপতিকে জানানো সত্ত্বেও তাদের মনোনীত প্রার্থীদের আমল দেওয়া হয়নি। তাই কর্মীদের মুখ চেয়ে নির্দল দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শাসকদলের দাবি, বিজেপির কোন্দলে আখেরে লাভ হবে তাদেরই।

West Bengal News LIVE Updates: আড়িয়াদহকাণ্ডে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র

আড়িয়াদহকাণ্ডে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র। 'যুব তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদেরকেও খুনের জন্য সুপারি দেওয়া হয়েছে'। ১ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে বলে দাবি মদন মিত্রের।  সাতদিন আগে  তাদের এনিয়ে সাবধান করেছিলেন বলেও এদিন দাবি করেন মদন মিত্র ।

WB News LIVE Updates: 'এরপর সায়নী অন্তর্ধান রহস্য বলে সিনেমা বেরোবে', মন্তব্য সুকান্তের

এরপর  সায়নী অন্তর্ধান রহস্য বলে সিনেমা বেরোবে, দেখে হাততালি দিতে হবে। ইডি-র সায়নীকে তলব প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের।

West Bengal News LIVE Updates: ডবল ব্য়ালট ছাপানোর অভিযোগে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অধীরের

ডবল ব্য়ালট ছাপানোর বিস্ফোরক অভিযোগ করেছিলেন আগেই। এবার সেই অভিযোগে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। 

WB News LIVE Updates: ডবল ব্যালটের অভিযোগে নতুন মাত্রা যোগ সুকান্তর

বিরোধীদের ডবল ব্যালটের অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস না করে নিয়মভেঙে তা থানার আইসি-দের কাছে রেখে দেওয়া হচ্ছে।

West Bengal News LIVE Updates: নিয়োগ দুর্নীতি মামলায় আজ সায়নী ঘোষকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

নিয়োগ দুর্নীতি মামলায় আজ সায়নী ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। তবে তিনি হাজিরা দেবেন কিনা, তা নিয়ে গতরাত পর্যন্ত ইডি আধিকারিকদের কিছু জানানো হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই একটি ৪ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। আজ সায়নী ঘোষকে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি, আইটি রিটার্নের কপি এবং সম্পত্তির হিসেব আনতে বলা হয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান, সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ? তাঁর সম্পত্তির উৎসই বা কী? 

WB News LIVE Updates: দাম বেড়েছে প্রায় সব সবজিরই, বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের

দেড়শো ছুঁয়েছে বেগুনের দাম। দে়ড়শো ছুঁইছুঁই টম্য়াটোও। দাম বেড়েছে প্রায় সব সবজিরই। বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। অগ্নিমূল্য়ের জেরে বিক্রি কমায় বিপাকে বিক্রেতারাও। 

West Bengal News LIVE Updates: ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র !

ভাঙড়জুড়ে ভোট-সন্ত্রাস। মনোনয়নের শেষ দিনে তিন-তিনটি প্রাণহানি। এবার ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। বামনঘাটায় প্রচার সভায় আরাবুলের উপস্থিতিতে হাতজোড় করে হাকিমুল বলেন, ভুল হয়েছে। আমাদের ক্ষমা করে দিয়ে ভোট দিন। এসব বলে ভাঙড়ের মানুষকে বোকা বানানো যাবে না, কটাক্ষ নৌশাদ সিদ্দিকির।

প্রেক্ষাপট

কলকাতা : প্রায় ১০ ঘণ্টা, কুন্তল-যোগের তদন্তে এখনও ইডি দফতরে সায়নী। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ।নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে প্রশ্ন। জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূল সভানেত্রীর সন্তোষজনক উত্তর: ইডি সূত্র


আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter-এর সমীক্ষকরা ভোটারদের কাছে জানতে চেয়েছিলেন, সরকারি অনুদান নাকি দুর্নীতি, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় কোনটা ভোটারদের কাছে অগ্রাধিকার পেতে পারে? সমীক্ষা বলছে, ৪৭ শতাংশ মানুষ বলেছেন, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় তাঁদের কাছে অগ্রাধিকার পেতে পারে দুর্নীতি প্রসঙ্গ। ৩২ শতাংশ মানুষ বলেছেন, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় তাঁদের কাছে অগ্রাধিকার পেতে পারে সরকারি অনুদান। বলতে পারব না, জানিয়েছেন ২১ শতাংশ মানুষ।


অলিখিত ভাবেই তৃণমূলে (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরসূরি তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। কিন্তু সেই সর্বভারতীয় তকমাই খুইয়েছে দল। বাংলার বাইরে শিকড় বিস্তার করতে গিয়ে গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের মতো একের পর এক রাজ্যে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নতুন করে সক্রিয় হতে দেখা গিয়েছে। তাই এই পঞ্চায়েত নির্বাচন অভিষেকের কাছে কার্যতই অগ্নিপরীক্ষা, অন্তত ভোটারদের একাংশ তেমনই মনে করছেন।


যাঁদের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে, তাঁদের প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দুর (Suvendu Adhikari) 'No Vote To Mamata' স্লোগান কি মানুষের মনে কোনও প্রভাব ফেলবে? সি ভোটারের সমীক্ষকরা (C Voter Survey) দেখেছেন, এই প্রশ্নের উত্তরে ৩৬ শতাংশ মানুষ বলেছেন, শুভেন্দুর স্লোগান মানুষের মনে প্রভাব ফেলবে। ৫২ শতাংশ মানুষ বলেছেন, শুভেন্দুর স্লোগান মানুষের মনে প্রভাব ফেলবে না। বলতে পারব না, জানিয়েছেন ১২ শতাংশ মানুষ। 


যাঁদের মতামত নিতে এই পঞ্চায়েত নির্বাচন,  যাঁদের উপর সবকিছু নির্ভর করছে, সেই ভোটাররা কী ভাবছেন? ভোটগ্রহণের আগে তা নিয়ে আঁচ পেতে রাজ্য় জুড়ে সমীক্ষা চালায় আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter. রাজ্যের সমস্ত জেলা পরিষদের সব ক'টি কেন্দ্রে পৌঁছে ১০ হাজার ৫৪৮ জনের জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।  সমীক্ষা চালানো হয়েছে ১৫ জুন থেকে ২৬ জনের মধ্য়ে। এই সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্য়দ্বাণী নয়। শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের ভাবনার আভাস পাওয়ার চেষ্টা। সেই সমীক্ষা কী বলছে?


দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি'। বাইকে করে যাওয়ার সময় 'গুলি', লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে হামলা। প্রথমে 'গুলি', রাস্তায় পড়ে যাওয়ার পরে রড দিয়ে মার। মেরে যুব তৃণমূল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুব তৃণমূল নেতা।


পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু। সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 'বারবার হুমকি দেওয়া হচ্ছিল, পাঠানো হয়েছিল সাদা থান', পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের কাছে মাথানত না করায় খুন, অভিযোগ বিজেপির। বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি বিজেপির। মিথ্যে অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.