West Bengal News Live Updates: '১, ২ পেয়েও কমিশনের সার্ভারে নম্বর ৫০, ৫২!' ! অযোগ্য প্রার্থীদের নম্বর বদল নিয়ে বিস্ফোরক সিবিআই

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Oct 2022 12:36 AM
এসএসসি গ্রুপ সি মামলায় তদন্ত শুরুর ৫১দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট

এসএসসি গ্রুপ সি মামলায় তদন্ত শুরুর ৫১দিনের মাথায় সিবিআইয়ের প্রথম চার্জশিট। একাধিক ধারায় পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার নাম। 

আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

কেন্দ্রের টাকা তুলে প্রকল্পে বরাদ্দ করছে রাজ্য। আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর। প্রমাণ দিন, পাল্টা সৌগত। 

আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

কেন্দ্রের টাকা তুলে প্রকল্পে বরাদ্দ করছে রাজ্য। আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর। প্রমাণ দিন, পাল্টা সৌগত। 

পঞ্চমীতে পুজোর আনন্দে মাতোয়ারা কলকাতা, মণ্ডপে মণ্ডপে জনস্রোত

পঞ্চমীতে পুজোর আনন্দে মাতোয়ারা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, সন্ধে নামতেই মণ্ডপে মণ্ডপে জনস্রোত।

পুজোর সময় চাকরিপ্রার্থীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি

পুজোর সময় চাকরিপ্রার্থীদের অবস্থানে হাইকোর্টের অনুমতি। চাকরির জন্য ভিক্ষায় যোগ্যরা, আর পুলিশ আটকাবে, এটা হতে পারে না, মন্তব্য বিচারপতির। 

শিক্ষক নিয়োগে বৃহত্তর ষড়যন্ত্র, অন্যতম মাস্টারমাইন্ড পার্থ

শিক্ষক নিয়োগে বৃহত্তর ষড়যন্ত্র, অন্যতম মাস্টারমাইন্ড পার্থ। চার্জশিটে দাবি সিবিআইয়ের। জালিয়াতি-অপরাধমূলক চক্রান্ত-সহ একাধিক ধারায় মামলা। 

'১, ২ পেয়েও কমিশনের সার্ভারে নম্বর ৫০, ৫২!' ! অযোগ্য প্রার্থীদের নম্বর বদল নিয়ে বিস্ফোরক সিবিআই

‘নবম-দশমে ৯৫২জন, একাদশ-দ্বাদশে ৯০৭জনের নম্বর বদল। ০, ১, ২ পেয়েও কমিশনের সার্ভারে নম্বর ৫০, ৫২, ৫৩!'
শূন্য, এক, দুই পেয়েও স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে ৫৩ নম্বর! অযোগ্য প্রার্থীদের নম্বর বদল নিয়ে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

ইডির পরে এবার এসএসসি-র গ্রুপ সি মামলায় নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিট

ইডির পরে এবার এসএসসি-র গ্রুপ সি মামলায় নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিট। দুর্নীতির তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট সিবিআইয়ের। চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহা-সহ ১৬ জনের নাম।

WB News Live : ১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের ‘রক্ষাকবচ’, নির্দেশ সুপ্রিম কোর্টের

১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের ‘রক্ষাকবচ’। পুজোয় অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির স্বস্তি
। ‘তদন্তে সহযোগিতা করলে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়’। মানিক ভট্টাচার্যকে স্বস্তি দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। 

WB News Live : ইডির পরে এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিট

ইডির পরে এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিট । এসএসসি-র গ্রুপ সি মামলায় সিবিআইয়ের প্রথম চার্জশিট । দুর্নীতির তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট সিবিআইয়ের । চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৬ জনের নাম । চার্জশিটে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহা। 

WB News Live : প্রাথমিকের পর এবার হাইকোর্টের নির্দেশে উচ্চপ্রাথমিকে ইন্টারভিউ

প্রাথমিকের পর এবার হাইকোর্টের নির্দেশে উচ্চপ্রাথমিকে ইন্টারভিউ। 
পরীক্ষার ৬ বছর পরে চাকরিপ্রার্থীদের উচ্চপ্রাথমিকের ইন্টারভিউয়ের ডাক। 
অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ, জানাল স্কুল সার্ভিস কমিশন। 

Coal Smuggling Case : কয়লা পাচার মামলায়  জামিন পেলেন বিকাশ মিশ্র

কয়লা পাচার মামলায়  জামিন পেলেন বিকাশ মিশ্র। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন বিকাশ। নির্দেশ জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের। ‘আপাতত দেশ ছাড়তে পারবেন না বিকাশ, বিকাশকে পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআই-এর কাছে’। 

WB News Live : পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়কদের সঙ্গে একমঞ্চে শিশির অধিকারী।

.পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়কদের সঙ্গে একমঞ্চে শিশির অধিকারী।
উপস্থিত ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঞ্চে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তৃণমূলে নয়, শিশির অধিকারী আছেন বিজেপিতে।দাবি তৃণমূলের।

WB News Live : পুজোর মুখে দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া মেট্রোয় রেকর্ড যাত্রী

পুজোর মুখে দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া মেট্রোয় রেকর্ড যাত্রী। দৈনিক আয়ের অঙ্ক ১ কোটি টাকা ছুঁল। মেট্রো রেল সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর মেট্রোয় চড়ছেন ৭ লক্ষ ১০ হাজার যাত্রী। ২৮ সেপ্টেম্বর যাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৭০ হাজার। যাত্রী বেড়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও। 

WB News Live : 'চাকরির টোপ দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা আদায়', গ্রেফতার মিডলম্যান

প্রাথমিকে চাকরির টোপ দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। চাকরি না পাওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী লালগোলার যুবক, দাবি পরিবারের। ঘটনায় সাগরদিঘি থেকে গ্রেফতার মিডলম্যান রেহেসান শেখ। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত। 

WB News Live : মালদায় পুজো উদ্বোধনে দিলীপ ঘোষ

মালদায় পুজো উদ্বোধনে দিলীপ ঘোষ। এদিন গৌড় এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে নামেন তিনি। শহরের পুজো ছেড়ে গ্রামের পুজো দেখার জন্য মালদায় আসা, মন্তব্য দিলীপ ঘোষের। এদিন বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

WB News Live : মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রে নতুন কী চাঞ্চল্যকর দাবি ইডি-র ?

ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ বন্ধ করে দেওয়ার পর, নতুন অ্যাপ লঞ্চ করে চলছিল প্রতারণা। মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রে চাঞ্চল্যকর দাবি ইডি-র। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, পরিচয় লুকোতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করে প্রতারকরা। বিভিন্ন ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলে ইডি সূত্রে দাবি। 

WB News Live : চাকরি না পাওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী লালগোলার যুবক

প্রাথমিকে চাকরির টোপ, সাড়ে ৬ লক্ষ টাকা আদায়। চাকরি না পাওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী লালগোলার যুবক, অভিযোগ পরিবারের। ধৃত মিডলম্যান। দেহ কবর থেকে তুলে পাঠানো হল ময়নাতদন্তে।

WB News Live : রাজ্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। নির্মলা সীতারমণকে লেখা চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে রাজ্যের প্রকল্পের জন্য বরাদ্দ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দফতরের অধীনস্থ স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে টাকা জমা করার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। 

WB News Live : ভিড়ের চাপে হাওড়া, বড়বাজার, ধর্মতলা, বিবাদী বাগ জুড়ে তুমুল যানজট

সারনা ধর্মের কেন্দ্রীয় স্বীকৃতির দাবিতে ৫টি রাজ্যের আদিবাসীদের কলকাতা অভিযান। ভিড়ের চাপে হাওড়া, বড়বাজার, ধর্মতলা, বিবাদী বাগ জুড়ে তুমুল যানজট। দুর্ভোগে অফিসযাত্রীরা।

WB News Live : পুজোর সময় চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অনুমতি হাইকোর্টের

পুজোর সময় চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অনুমতি হাইকোর্টের
‘যোগ্য প্রার্থীরা রাস্তায় চাকরি ভিক্ষা করবে, আর পুলিশ আন্দোলন করতে দেবে না, এটা হয় না’
‘ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীরা’

WB News Update : পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়কদের সঙ্গে একমঞ্চে শিশির

পুজোর উদ্বোধনে বিজেপি বিধায়কদের সঙ্গে একমঞ্চে শিশির অধিকারী। শিশির অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঞ্চে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস। বিতর্ক তৈরি হওয়ায় প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন শিশির অধিকারী। 

WB News Live : বোধনের আগে উত্সবের মেজাজে রাজ্য, শিয়ালদায় ঢাকের বোল

 কাল মহাষষ্ঠী। বোধনের আগে উত্সবের মেজাজে রাজ্য। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। শিয়ালদা স্টেশন জুড়ে ঢাকের বোল। 
উত্সবের ঢাকে কাঠি

WB News Live : মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্ট

 মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্ট। ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা হয়, এমন কোনও কাজ করেনি ইডি অথবা অভিবাসন দফতর, জানালেন বিচারপতি।

WB News Live : পঞ্চমীর সকালে বড়বাজার, ডালহৌসি, ধর্মতলা চত্বরে ব্যাপক যানজট

আদিবাসীদের কলকাতা অভিযানের জের। পঞ্চমীর সকালে হাওড়া ব্রিজ ছাড়াও বড়বাজার, ডালহৌসি, ধর্মতলা চত্বরে ব্যাপক যানজট। স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোড, গণেশচন্দ্র অ্যাভিনিউ, এন এন ব্যানার্জি রোডে যানজট ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। ভোগান্তির শিকার অফিসযাত্রীরা। 

WB News Update: সারনা ধর্মের কেন্দ্রীয় স্বীকৃতির দাবিতে ৫টি রাজ্যের আদিবাসীদের কলকাতা অভিযান

সারনা ধর্মের কেন্দ্রীয় স্বীকৃতির দাবিতে ৫টি রাজ্যের আদিবাসীদের কলকাতা অভিযান। ভিড়ের চাপে পঞ্চমীর সকালে মিনিট ৪৫  যান চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া ব্রিজে

WB News Updates : ঢাক বাজালেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া

খড়গপুরে পুজোর উদ্বোধনে এসে ঢাক বাজালেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। ধরলেন গানও। গতকাল মধ্যরাতে বাবুলাইন সর্বজনীন দুর্গোত্সব কমিটির পুজো উদ্বোধনে আসেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া। 

WB News Live : বিজেপির দুর্গা পুজোয় ফিতে কাটবেন কে

EZCC-তে বিজেপির দুর্গা পুজোর উদ্বোধন হবে ষষ্ঠীতে। কিন্তু উদ্বোধন কে করবেন, তা নিয়ে এখনও ধন্দে উদ্যোক্তারা। সূত্রের খবর, EZCC-র পুজোয় ফিতে কাটতে পারেন সুকান্ত মজুমদার। যদিও তা এখনও ঘোষণা হয়নি। সেনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live : পুজোর মুখে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু কলকাতায়

মশাবাহিত রোগে আক্রান্তের মৃত্যু ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুজোর মুখে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতায়। শনিবার, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেও প্রাণ হারিয়েছেন একজন। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

'চাকরির টোপ দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা আদায়', বিষ খেয়ে আত্মঘাতী লালগোলার যুবক

প্রাথমিকে চাকরির টোপ দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। চাকরি না পাওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী লালগোলার যুবক, দাবি পরিবারের। ঘটনায় সাগরদিঘি থেকে গ্রেফতার মিডলম্যান রেহেসান শেখ। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজত। আদালতের নির্দেশে আজ মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়।

WB News Live : সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়

সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। 

WB News Live : পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে

ষষ্ঠী থেকে দশমী, পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। সপ্তমী, অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।  নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। 

আসানসোল জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা করার অনুমতি পেল ইডি

গরুপাচার মামলায় এবার আসানসোল জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা করার অনুমতি পেল ইডি। গতকাল আসানসোলের বিশেষ আদালতে আবেদন জানানো হয়। ইডি সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বিরুদ্ধে গরুপাচারে যুক্ত থাকার একাধিক তথ্যপ্রমাণ পেশ করা হয়। 

WB News Live : ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  

প্রেক্ষাপট

এক নজরে শিরোনাম : 



  •  কয়লাপাচারের পর গরুপাচারকাণ্ডেও রাজ্যের ধাক্কা। রঘুনাথগঞ্জের মামলায় পুলিশি তদন্ত স্থগিতাদেশ। সিবিআই তদন্তে ব্যাঘাত না ঘটানোর নির্দেশ। 

  • ববিতার পরে প্রিয়ঙ্কা। ১১ থেকে ২১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করে চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের। সুযোগ দিতে হবে বাড়ির কাছেই।

  • মেধা তালিকায় নামই নেই, তাও স্কুলে চাকরি? ববিতা-অঙ্কিতার ছায়া এবার মালদায়। কীভাবে চাকরি? এসএসসির হলফনামা তলব হাইকোর্টের।

  • মেধা তালিকায় নেই, তাও স্কুলে চাকরির অভিযোগ। কোর্ট ডাকলে যাব, নথি থাকার দাবি মালদার শিক্ষকের। গেলে যেতে পারেন, পাল্টা লিপিকা। 

  • এসএসসি, গ্রুপ ডি মামলায় সিবিআইয়ের রিপোর্টে বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু। ভয়ঙ্কর পরিসংখ্যান। প্যানেল খারিজ করা উচিত বলে মন্তব্য। 

  • দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমিও সামিল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাশে আরেক বিচারপতি। অযোগ্যদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে মত। 

  • হাইকোর্টের নির্দেশের পরেই টেট ও নিয়োগের জোড়া বিজ্ঞপ্তি। টেটের আবেদন ১৪ অক্টোবর থেকে। ১১ হাজার শূন্যপদে ২১ তারিখ থেকে আবেদন।

  • বিদেশেও ছড়িয়ে ই-নাগেটস প্রতারণাচক্র। বেহালায় ধৃতের অ্যাকাউন্টে আরও ৩০ কোটির লেনদেন! হার্ড ডিস্কের তথ্য উদ্ধারের চেষ্টায় পুলিশ।

  • গেমিং অ্যাপের সঙ্গে ডেটিং সাইট খুলেও প্রতারণা। গার্ডেনরিচকাণ্ডে পুলিশি তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ। বাজেয়াপ্ত হার্ড ডিস্ক, উদ্ধার পাসপোর্ট।

  • কলকাতা থেকে দুবাইয়ের ক্রিপ্টো এক্সচেঞ্জের অ্যাকাউন্টে কোটি কোটি ট্রান্সফার, দাবি ইডির। গেমিং অ্যাপ প্রতারণায় আরও ৫০ লক্ষ বাজেয়াপ্ত।

  • পুজোর মধ্যে আরও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। পূর্ব পুঁটিয়ারি, মধ্যমগ্রামে ২দিনে ২জনের মৃত্যু। আক্রান্ত ছাড়াল ২০ হাজার। সবচেয়ে বেশি কলকাতায়। 

  • অষ্টমী-দশমীতে বন্ধ থাকছে সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর। খোলা থাকবে এমার্জেন্সি-সহ অন্যান্য বিভাগ। 

  • উত্তর থেকে দক্ষিণ-চতুর্থীতেই রাস্তায় জনজোয়ার। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ভিড়। বৃদ্ধাশ্রমে গিয়ে সময় কাটালেন মমতা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.