West Bengal News Live: হাওড়াকাণ্ডে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
হাওড়ার অশান্তির ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেন রাজ্যপাল। এই সংক্রান্ত স্পেশাল সেল তৈরির পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। রাজভবনের বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। এদিকে, হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তি বাধল কেন, তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
হাওড়া ও শিবপুর থানা এলাকায় জারি ১৪৪ ধারা, জমায়েত নিষেধাজ্ঞা। হাওড়া সিটি পুলিশের নেতৃত্বে গলিতে গলিতে অভিযান। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক যান চলাচল।
আমতলায় উদ্বোধন হল নতুন বাস টার্মিনাসের। এখান থেকে চালু হল হাওড়া গামী ২ টি বাস-রুট পরিষেবা। আগামীদিনে, এখান থেকে ছাড়বে পুরী, দিঘা সহ বহু দূর পাল্লার বাস। খবর পরিবহণ দফতর সূত্রে। আজ ভার্চুয়ালি টার্মিনাসের উদ্বোধন করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রীও।
জোড়া খুনের পর থমথমে চোপড়ার দিঘাপানা গ্রাম, বন্ধ দোকান। দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তা অবরোধ মৃতের পরিবারের। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
তিলজলাকাণ্ডের অনুসন্ধানে রাজ্যে এসে বিস্ফোরক জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। প্রিয়াঙ্ক কানুনগোর অভিযোগ, পুলিশের বেআইনি কাজের প্রতিবাদ করায় থানার ভিতরেই তাঁকে মারধর করেছেন ওসি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি। নাবালিকা খুনের তত্ত্বতালাশে গিয়ে তিলজলায় এদিন সংঘাতে জড়িয়েছে দুই কমিশন।
হাওড়াকাণ্ডে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। পুলিশের শৈথিল্য নিশ্চয়ই হয়েছে। কিছু ক্ষেত্রে পুলিশ নিশ্চয়ই ভয় পেয়েছে। বরদাস্ত করব না, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
চিকিৎসায় অবহেলার অভিযোগ। বর্ধমান মেডিক্যাল থেকে এসএসকেএমে জিতেন্দ্র তিওয়ারি। আড়াই ঘণ্টা পরীক্ষার পর ভর্তি না করার সিদ্ধান্ত চিকিৎসকদের। নিয়ে যাওয়া হল প্রেসিডেন্সি জেলে।
গরুপাচারকাণ্ডে আসানসোলের সিবিআই আদালতে পিছোল অনুব্রত-মামলার শুনানি। ইডি-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি বীরভূমের তৃণমূল সভাপতি। গরুপাচার মামলায় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল অনুব্রতকে। দিল্লি হাইকোর্টে অনুব্রতর শুনানি জুলাই পর্যন্ত পিছোনোয় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আসেননি তৃণমূল নেতার আইনজীবী। অন্যদিকে,
নেটওয়ার্ক-সমস্যার কারণে আজ তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকেও ভার্চুয়ালি পেশ করা যায়নি। অনুব্রত ও সায়গলের পরবর্তী শুনানি ২৭ এপ্রিল।
হাওড়াকাণ্ডে বিজেপিকে আক্রমণ অভিষেকের
হাওড়া ও শিবপুর থানা এলাকায় জারি ১৪৪ ধারা, জমায়েত নিষেধাজ্ঞা। হাওড়া সিটি পুলিশের নেতৃত্বে গলিতে গলিতে অভিযান। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক যান চলাচল।
পুলিশের অনুমতি নিয়েই মিছিল হয়েছিল, দাবি শুভেন্দুর
তিলজলাকাণ্ডে বিস্ফোরক NHRC-র চেয়ারপার্সন
আবাস যোজনার বাড়ি, পানীয় জল থেকে শুরু করে শৌচালয় কিছুই পাননি। এই অভিযোগ তুলেই বীরভূমে দিদির দূতদের ঘিরে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার, খয়রাশোলে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। একইদিনে, দুবরাজপুরেও তৃণমূল নেতাকে অভাব-অভিযোগ শোনালেন গ্রামবাসীরা।
দুই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের পর থমথমে উত্তর দিনাজপুরের চোপড়ার দিঘাপানা গ্রাম। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে কেন ? হাওড়াকাণ্ডে বিজেপিকে আক্রমণ অভিষেকের।
বর্ধমান মেডিক্যাল থেকে বেরোনোর সময় চাঞ্চল্যকর অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির। নাটক, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।
'সৌহার্দ্য, সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার চক্রান্ত' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের নামে-বেনামে একাধিক সম্পত্তির নথির সন্ধান। প্রায় ১০০ কোটির সম্পত্তির হদিশ। অয়ন, তাঁর স্ত্রী ও ঘনিষ্ঠদের মিলিয়ে ৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান।
ফের বাম আমলের চাকরি বিতর্ক। এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ১৩ আত্মীয়ের তালিকা প্রকাশ কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো শ্বেতপত্র প্রকাশ না করে, ভুলে ভরা তালিকা কেন? প্রশ্ন সুজনের।
হাওড়া হিংসায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। পুলিশের শৈথিল্য নিশ্চয়ই হয়েছে। কিছু ক্ষেত্রে পুলিশ নিশ্চয়ই ভয় পেয়েছে। বরদাস্ত করব না, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
শান্তির আবেদন শুভেন্দু অধিকারীর। এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতার।
৫ কোম্পানি সিআরপিএফ মোতায়েনের দাবি। হাইকোর্টে দায়ের করলেন জনস্বার্থ মামলা।
হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ।
র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গতকালের হিংসার
ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে।
হাওড়াকাণ্ড নিয়ে বিজেপিকে নিশানা করে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'বিজেপির দাঙ্গাবাজি ফর্মুলা আবার কাজ শুরু করেছে। এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে প্ররোচিত করার ফর্মুলা। অস্ত্র সরবরাহ করে উত্তেজনা ইচ্ছাকৃতভাবে বাড়ানোর ফর্মুলা। যাতে এর থেকে রাজনৈতিক ফায়দা লোটা যায়।'
হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ। র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গতকালের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে।
DA-আন্দোলন ঘিরে হুঁশিয়ারি, রাজনৈতিক বাগযুদ্ধে জোরাল হচ্ছে সংঘাত। এরই মধ্যে ৬৪ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। DA-আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী চোর-ডাকাত বলে আক্রমণ করায়, গতকাল মহা সমাবেশের মিছিল থেকে পাল্টা চোর চোর বলে কটাক্ষ করেন সরকারি কর্মীরা।মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ৬ এপ্রিল ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসবেন DA-আন্দোলনকারীরা।
মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ। ডব্লুবিসিএস-এ নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।
প্রাথমিক দুর্নীতির তদন্তের সিট-এর সদস্য ধরমবীর সিংহের স্বেচ্ছাবসরের আবেদন। সিবিআই এর কাছে আবেদন সুপার পদমর্যাদার ওই আধিকারিকের। বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ সিবিআইয়ের। 'আদালত এই সিট গঠন করেছে,তাই আদালতের অনুমতি ছাড়া আবেদনে সাড়া দেওয়া সম্ভব নয়', আদালতে জানাল সিবিআই। দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি।
ফের বাম আমলের চাকরি বিতর্ক। এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ১৩ আত্মীয়ের তালিকা প্রকাশ কুণাল ঘোষের। যদি ঠিক হয়, তাহলে তদন্ত হোক, ট্যুইটে দাবি কুণাল ঘোষের, ট্যুইটে সুজনের বিবৃতি দাবি কুণাল ঘোষের। 'শ্বেতপত্র প্রকাশ না করে ভুলে ভরা তালিকা কেন?', প্রশ্ন তুলে গুরুত্ব দিতে নারাজ সুজন চক্রবর্তী।
রামনবমীর মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজও থমথমে শিবপুর। হিংসাকাণ্ডে গ্রেফতার ৩৬ জন। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একগুচ্ছ ধারায় মামলা। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি। ধৃতদের আজ তোলা হবে আদালতে।
'মানিক ভট্টাচার্যর ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না।' প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে। আইনজীবীদের পিছনে ৩০ লাখ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না। অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই!' পর্ষদ সভাপতিকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
বাড়িতে তল্লাশি চালানোর পর, এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্লার্ক অর্ণব বসুকে তলব করল ইডি। আজই সকাল ১১টার পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ২ দিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস্ বিভাগে কর্মরত চুক্তিভিত্তিক কর্মী অর্ণব বসুর সল্টলেকের শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় ইডি।
আগামী দু’ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি ও মুর্শিদাবাদেও আগামী ২-৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
উদয়ন গুহর পর তাপস চট্টোপাধ্যায়। রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়কের মুুখেও এবার বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ। সেই সময় নম্বর নিয়েও কারচুপি হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন সিপিএম নেতা। তাপস চট্টোপাধ্যায়ের চিরকুট-মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা জবাব দিয়েছে বামেরা।
আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। ৮ ঘণ্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে এসএসকেএমে যাওয়ার পথে অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। অ্যাম্বুল্যান্সে চড়ে কলকাতায় রওনা দেওয়ার আগে পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় কম্বল বিলিকাণ্ডে ধৃত বিজেপি নেতার।
মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন। ভোর সাড়ে ৪টে নাগাদ চারতলা বিল্ডিংয়ের নীচের তলায় ইলেকট্রিক প্যানেল বক্সে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা বিল্ডিং। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। দ্রুত তাঁদের নামিয়ে আনা হয়। দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছনোর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মীরা। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দমকল জানিয়েছে।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই, প্রার্থীপদ নিয়ে খুনোখুনি। উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূলের গুলিতেই খুন হলেন ২ তৃণমূল কর্মী।
প্রার্থী নিয়ে বুথ কমিটির বৈঠক শেষ হতেই ঘটে গেল শ্যুটআউট।
ফের আদালতে ভর্ৎসিত সিবিআই। আর কতদিন সময় লাগবে? সিবিআইকে প্রশ্ন আলিপুর আদালতের বিচারকের। বললেন, আপনারা এত স্বচ্ছ তদন্ত করছেন যে কিছুই দেখা যাচ্ছে না। এদিন, পার্থ চট্টোপাধ্য়ায়-সহ ১৪ জনের ১৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
আপাতত এসএসকেএমে ভর্তি করা হল না জিতেন্দ্র তিওয়ারিকে। কম্বল বিলিকাণ্ডে ধৃত বিজেপি নেতাকে পাঠানো হল প্রেসিডেন্সি জেলে। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে রেফার করার পর জিতেন্দ্রকে এসএসকেএমে আনা হয়। ভোর ৪টে ১০-এ হাসপাতালে পৌঁছনোর পর, প্রায় আড়াই ঘণ্টা ধরে বিজেপি নেতার পরীক্ষা-নিরীক্ষা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তি না করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
আসানসোল থেকে বর্ধমান হয়ে এসএসকেএমে জিতেন্দ্র তিওয়ারি। ভোর ৪টের পরে এসএসকেএমে নিয়ে আসা হয় বিজেপি নেতাকে। বুকে ব্যথা অনুভব করায় গতকাল জিতেন্দ্রকে আসা হয়েছিল বর্ধমান মেডিক্যালে। বর্ধমান মেডিক্যালে চিকিৎসায় অবহেলার অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির। বর্ধমান থেকে এসএসকেএমে রেফার করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে।
পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে ফের তৃণমূলে গোষ্ঠীবিবাদ। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্য়াগ করলেন মাথাভাঙার তৃণমূল ও যুব তৃণমূলের ২ নেতা। যা নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।
কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুতে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গাড়ি থেকে টাকা আদায়ের অভিযোগ। কল্যাণী পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের দায়ের করা পুলিশি নিষ্ক্রিয়তার মামলায় অবিলম্বে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। মামলার শুনানি শেষে বিচারপতি তাঁর নির্দেশে স্পষ্ট জানিয়ে দেন যে, জেলা পুলিশের রিপোর্টে আদালত সন্তুষ্ট নয়। যেহেতু অভিযোগের তির কল্যাণী থানার আইসি এবং একজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, তাই, নিরপেক্ষ এজেন্সি হিসাবে সিআইডিকে অবিলম্বে এফআইআর রেজিস্টার করে মামলা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারীর আবেদনের ভিত্তিতে এই মামলায় সিবিআইও অংশ নেয়। বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, আগামী ১৩ এপ্রিল সিআইডি রিপোর্ট দেবে। সেদিনই হবে পরবর্তী শুনানি।
প্রেক্ষাপট
রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়া। শিবপুরের (Shibpur) জিটি রোড সংলগ্ন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। দোকান ভাঙচুর, আগুন। নিয়ন্ত্রণে আনল বিশাল পুলিশ বাহিনী।
দুষ্কৃতী হামলায় অশান্ত হাওড়া (Howrah)। কী করে রুট বদলের অনুমতি? বিজেপির সঙ্গে পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Chief Minister)। নিজেই অশান্তির কারণ, পাল্টা আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণার আগেই টিকিট নিয়ে খুনোখুনি! চোপড়ায় বুথ কমিটির বৈঠক থেকে বেরোতেই ২ তৃণমূল কর্মীকে গুলি করে খুন! জখম আরও ৩।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি সরকারি কর্মীদের একাংশের। প্রয়োজনে আদালতে (Court) যাওয়ার হুঁশিয়ারি।
বাম আমলে চিরকুটে চাকরি, ফাইল খুঁজে বের করব? সাইলেন্ট থাকুন। ডিএ আন্দোলনকারীদের ফের হুঁশিয়ারি মমতার।
ডিএ (DA) আন্দোলনকারীদের তীব্র আক্রমণে মমতা (Mamata Banerjee)। প্রতিবাদে দীর্ঘক্ষণ ধর্মতলা অবরুদ্ধ করে চোর চোর স্লোগান।
বকেয়ার দাবিতে ডিএ আন্দোলনকারীদের মহাসমাবেশ। মঞ্চে গিয়ে পাশে থাকার বার্তা শুভেন্দু-বিকাশ-কৌস্তভদের। আগে বাংলার বকেয়া চেয়ে সরব হোন, পাল্টা তৃণমূল।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রেড রোডে ৩০ ঘণ্টার ধর্না তৃণমূলনেত্রীর। প্রয়োজনে দিল্লি অচলের হুঙ্কার। দুর্নীতি হলে তো টাকা বন্ধ হবেই, পাল্টা বিজেপি।
নিয়োগ দুর্নীতিতে প্রায় ৮ মাস জেলে। ফের পার্থর জামিনের আর্জি খারিজ। পার্থ-সহ ১৪ জনের ফের জেল হেফাজত।
অভিষেকের সুরেই এবার সুর মেলালেন কুন্তল (Kuntal Ghosh)। চাকরি চোরদের কথার দাম নেই, খোঁচা বিজেপির (BJP)।
শুধু বলছেন তদন্ত চলছে। অনন্তকাল তো চলতে পারে না। নিয়োগ দুর্নীতির তদন্তে ফের হাইকোর্টে ভর্ৎসিত সিবিআই (CBI)।
ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডির (ED) জালে মুম্বইয়ের ব্যবসায়ী কৌশিক নাথ। ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে কলকাতায় গ্রেফতার। সঙ্গে আর কেউ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -