West Bengal News Live Updates: QR কোড স্ক্যান করে বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ককে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 04 Jul 2022 11:38 PM
West Bengal News Live: QR কোড স্ক্যান করে বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ককে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু

QR কোড স্ক্যান করে বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ককে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হল। উদ্যোগ, রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের। বিধায়ক জানিয়েছেন, আপাতত ৩ মাস পাইলট প্রজেক্ট হিসেবে চলবে এই ব্যবস্থা।

WB News Live Updates: রামলীলা পার্কে রথের মেলায় চলন্ত নাগরদোলা থেকে পড়ে যাওয়া তরুণীর অবস্থা এখনও সঙ্কটজনক

মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় চলন্ত নাগরদোলা থেকে পড়ে যাওয়া তরুণীর অবস্থা এখনও সঙ্কটজনক। মাথায় গুরুতর আঘাত নিয়ে এনআরএস হাসপাতালে ভর্তি তিনি। গতকালের ওই ঘটনায় মেলার ২ আয়োজক ও নাগরদোলার অপারেটরকে  গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।

West Bengal News Live: কলকাতার পর এবার বীরভূম, ফের নাগরদোলা ভেঙে বিপত্তি

কলকাতার পর এবার বীরভূম, ফের নাগরদোলায় বিপত্তি। লাভপুরের বিপ্রটিকুড়িতে নাগরদোলা ভেঙে ৫ জন আহত। পুজো উপলক্ষ্যে মেলা চলাকালীন হঠাৎ ভেঙে পড়ল নাগরদোলা। আহত ৫ জনকে আনা হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালে।

WB News Live Updates: হাইকোর্টের নির্দেশে মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগ দিলেন ববিতা সরকার

হাইকোর্টের নির্দেশে মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা সরকার। ছাত্রীদের ন্যায়ের পথে চলার শিক্ষা দেবেন, বললেন ববিতা। আদালতের নির্দেশে যোগদান করেছেন। আদালতের সিদ্ধান্তকে সম্মান করি। প্রতিক্রিয়া পরেশ অধিকারীর।

West Bengal News Live: প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে, তত্ত্বতালাশ করতে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় সরকারের অফিসাররা

প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে, তত্ত্বতালাশ করতে আজও পূর্ব মেদিনীপুরে উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরলেন কেন্দ্রীয় সরকারের অফিসাররা। যা নিয়ে সপ্তমে চড়ল তরজা।

WB News Live Updates: 'দিল্লি থেকে যেভাবে বলবে, সেভাবেই কাজ করব’

‘আমার সঙ্গে কথা হয়েছে, দল কিছু কাজ দিয়েছে, করব। যতদিন থাকব, দল কিছু কাজ দিয়েছে, করব। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু হিংসার ঘটনায় কষ্ট পেয়েছি। দিল্লি থেকে যেভাবে বলবে, সেভাবেই কাজ করব’, সাংবাদিক সম্মেলনে বললেন মিঠুন চক্রবর্তী। 

West Bengal News Live: নানুরের দলীয় নেতাদের সমালোচনা তৃণমূল নেতা কাজল শেখের

‘যাঁরা ভোটে জিতিয়েছেন, তাঁদের সামনে গাড়ির কাচ নামাতেও ভুলে যাচ্ছেন,’ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও নানুরের বিধায়কের সামনেই সমালোচনা কাজল শেখের। ‘বিশ্বাস হারাচ্ছেন তৃণমূল নেতারা, তাই আত্মসমালোচনা’, কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: নানুরের দলীয় নেতাদের সমালোচনা তৃণমূল নেতা কাজল শেখের

‘নানুরে শহিদ পরিবারের খোঁজ নেন না দলের নেতারা। তৃণমূল নেতাদের যাঁরা খুন করেছে, তাঁদেরকেই দলে নেওয়া হচ্ছে। দলের কিছু নেতা তাঁদের দলে নিচ্ছেন।’ নানুরের দলীয় নেতাদের সমালোচনা তৃণমূল নেতা কাজল শেখের। 

West Bengal News Live: করোনা আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি উত্তরবঙ্গ মেডিক্যালের

‘২দিন জ্বর, কাশি-শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কো-মর্বিডিটি থাকলে ভর্তি। অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নীচে থাকলে হাসপাতালে ভর্তি করা হবে।’ করোনা আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে জানিয়ে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল। 

WB News Live Updates: ‘করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নয়’, রাজ্যে সংক্রমণ-বৃদ্ধির মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যালে নোটিস

‘করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নয়’, রাজ্যে সংক্রমণ-বৃদ্ধির মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যালে নোটিস। ‘নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া হাসপাতালে এলেই ভর্তি নয়’, রোগীর চাপ বাড়ার কারণ দেখিয়ে বিজ্ঞপ্তি উত্তরবঙ্গ মেডিক্যালের। 

West Bengal News Live: অভিযুক্তকে গ্রেফতারের পরেই মুখ্যমন্ত্রীর বাড়ির সুরক্ষায় আরও কড়াকড়ি

সুরক্ষার ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ৭ ঘণ্টা লুকিয়ে থাকার পরে পাকড়াও। অভিযুক্তকে গ্রেফতারের পরেই মুখ্যমন্ত্রীর বাড়ির সুরক্ষায় আরও কড়াকড়ি। মুখ্যমন্ত্রীর বাড়ির সুরক্ষায় মোতায়েন আরও ১৮জন পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়ির সুরক্ষায় ৭০ থেকে বেড়ে ৮৮জন পুলিশ। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আরও বসছে ৩টি পুলিশ পিকেট। 

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া অভিযুক্তের পুলিশ হেফাজত। ১১ জুলাই পর্যন্ত অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ রাজনীতিতে কি ফের সক্রিয় হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

মিঠুন চক্রবর্তী পৌঁছলেন কলকাতায়। শরীর সুস্থ থাকলে যাবেন রাজ্য বিজেপি দফতরে। জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন জায়গায় বিজেপির হয়ে প্রচারও করেন তিনি।

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ রাজনীতিতে কি ফের সক্রিয় হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

লক্ষ্য ২০২৪-র লোকসভা ভোট। পঞ্চায়েত ভোটের আগেই বঙ্গ রাজনীতিতে কি ফের সক্রিয় হচ্ছেন মিঠুন চক্রবর্তী? আজই বিজেপির রাজ্য দফতরে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। তারপরেই করতে পারেন যৌথ সাংবাদিক বৈঠক। 

West Bengal News Live: মুকুল রায়ের ইস্তফার পর এবার পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী

মুকুলের ইস্তফার পর এবার পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। পিএসি চেয়ারম্যান হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলত্যাগ বিরোধী আইনে শুনানির মধ্যেই পিএসি-র দায়িত্বে কৃষ্ণ কল্যাণী। 

WB News Live Updates: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রানি রাসমণির ছায়া দেখতে পেয়েছি’, মন্তব্য বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের

নির্মল মাজির পরে এবার বাগদার বিশ্বজিৎ দাস। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রানি রাসমণির ছায়া দেখতে পেয়েছি’। ‘আগামী ১০০ বছর মানুষের মনের মণিকোঠায় থাকবেন মমতা’। বাগদায় একটি অনুষ্ঠানে মন্তব্য বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বিজেপির টিকিটে ভোটে জেতার পরে তৃণমূলে আসেন বিশ্বজিৎ।

West Bengal News Live: শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে অনুব্রত মণ্ডল

শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ট্রেডমিলে হাঁটা যাবে না, হার্টের সমস্যা রয়েছে। বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক। জানিয়েছেন চিকিৎসকেরা। দাবি অনুব্রত মণ্ডলের।

WB News Live Updates: 'তরুণ মজুমদারের প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত', শোকজ্ঞাপন বুদ্ধদেব ভট্টাচার্যের

তরুণ মজুমদারের প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তাঁর পরিচালিত চলচ্চিত্র যেমন মানুষের মনে থেকে যাবে, তেমনই মানুষ মনে রাখবেন এমন একজন মানুষকে, যিনি আমৃত্যু ছিলেন আপসহীন। এবিপি আনন্দকে প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর।

West Bengal News Live: এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ

এসএসসির পরে এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ।

West Bengal News Live: এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ

এসএসসির পরে এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ।

WB News Live: দলের কর্মীকেই কুপ্রস্তাব, কাঠগড়ায় তৃণমূল নেতা

দলের মহিলা কর্মীকে কুপ্রস্তাব, রাস্তায় মারধর করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রামের ঘটনা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন মহিলা তৃণমূল কর্মী। হাতাহাতির ভিডিও ভাইরাল হওয়ায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযুক্ত শাসক-নেতা গ্রেফতার না হওয়ায় প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন মহিলা তৃণমূল কর্মী। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে পাল্টা দাবি অভিযুক্তের। 

West Bengal News Live: বন প্রতিমন্ত্রীর বাড়ির কাছে হাতির হানায় প্রাণ গেল এক যুবকের

ঝাড়গ্রামে বন প্রতিমন্ত্রীর বাড়ির কাছে হাতির হানায় প্রাণ গেল এক যুবকের। আজ সকালে ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এই ওয়ার্ডেই বাড়ি ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীকে সাইকেলে চাপিয়ে ঝাড়গ্রাম বাজারে কাজে যাচ্ছিলেন বছর তিরিশের জয়দেব কিস্কু। সেইসময় রাস্তার ধারে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে আক্রমণ চালায় দুটি দাঁতাল। স্ত্রী পালিয়ে বাঁচলেও হাতির সামনে পড়ে যান জয়দেব। দুই দাঁতাল তাঁকে পিষে মারে। 

WB News Live: শেষ যাত্রায় সঙ্গী লাল পতাকা, গীতাঞ্জলি

শেষ যাত্রায় দেহ মোড়া হল লাল পতাকায়। বুকের উপর রাখা হল রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। 

West Bengal News Live: পরিচালকের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে NT1 স্টুডিওতে

এসএসকেএম থেকে তরুণ মজুমদারের দেহ নিয়ে যাওয়া হচ্ছে NT1 স্টুডিওতে। সেখানে শ্রদ্ধা জানাবেন শিল্পী ও কলাকুশলীরা।

WB News Live: শোকপ্রকাশ মিঠুন চক্রবর্তীর

পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে শোকপ্রকাশ মিঠুন চক্রবর্তীর। এখন কলকাতাতেই রয়েছেন মিঠুন।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়া সন্দেহভাজন গ্রেফতার

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়া সন্দেহভাজন গ্রেফতার। গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ ও কালীঘাট থানার পুলিশ। আজ ওই ব্যক্তিকে আলিপুর আদালতে তোলা হয়।

WB News Live: পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। 'বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।...ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গেছেন। তাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে।...তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তরুণ মজুমদারের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।' শোকবার্তায় লিখেছেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: গভীর শোকপ্রকাশ প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিকের

তরুণ মজুমদারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, কমলেশ্বর মুখোপাধ্যায়ের। 

WB News Live: গভীর শোকপ্রকাশ পরিচালক গৌতম ঘোষের

তরুণ মজুমদারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ পরিচালক গৌতম ঘোষের। গৌতম বলেন, 'আমরা অভিভাবক হারালাম। চল্লিশ বছর ধরে ব্যক্তিগত পরিচয়। শিক্ষিত বাঙালি সমাজের জন্য পরিচ্ছন্ন ছবি নির্মাণ করেছেন। আমরা আর ওরকম ছবি পাব না।'

West Bengal News Live: হবে না শোকমিছিল, দেহদানের সিদ্ধান্ত পরিবারের

দেহদানের সিদ্ধান্ত প্রয়াত পরিচালক তরুণ মজুমদারের পরিবারের। হবে না কোনও শোকমিছিল, দেওয়া হবে না মালা, সিদ্ধান্ত পরিবারের।

WB News Live: প্রাক্তন স্ত্রীর উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত প্রাক্তন স্বামী

বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রী ফের বিয়ে করায়, অ্যাসিড হামলার অভিযোগ। পূর্ব বর্ধমানের কালনার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মাসপাঁচেক আগে দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ফের বিয়ে করেন মহিলা। অভিযোগ, তারপর থেকেই হুমকি দিতেন মহিলার প্রাক্তন স্বামী। গতকাল প্রাক্তন স্ত্রীর শ্বশুরবাড়িতে চড়াও হয়ে জানলা দিয়ে অ্যাসিড ছোড়েন ওই ব্যক্তি। গুরুতর জখম মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পলাতক।

West Bengal News Live: 'মন খুব ভারাক্রান্ত', পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা

পরিচালকের মৃত্যুতে ঋতুপর্ণা বলেন, "মনটা খুবই ভারাক্রান্ত লাগছে। ওঁর সঙ্গে কাজের অনেক স্মৃতি রয়েছে। আমরা প্রথম ছবি করেছিলাম আলো। যা বাংলা সিনেমায় একটি বড় জায়গা তৈরি করে দিয়েছিল। বাংলা সিনেমার ইতিহাসে একটি ল্যান্ডমার্ক ছবি। এরপর চাঁদের বাড়ি করেছি। সম্প্রতি ভালবাসার বাড়ি ছবিটি করেছি। উনি বাংলা সিনেমার স্তম্ভ। ওঁর অবদানের শেষ নেই।"

WB News Live: জীবনাবসান পরিচালক তরুণ মজুমদারের

প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। ১৪ জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএমে।


 

West Bengal News Live: মেদিনীপুর শহরে কোপ মেরে ছিনতাই

মেদিনীপুর শহরে যুবককে যুবককে ভোজালির কোপ মেরে ছিনতাই এর ঘটনা ঘটলো রবিবার রাতে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক।

WB News Live: স্কুলে যোগ দিলেন ববিতা সরকার

আদালতে দীর্ঘ লড়াই শেষে যুদ্ধজয়। স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। এদিন কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন ববিতা। এই স্কুলেই শিক্ষকতা করতেন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন ববিতা সরকার। আদালতের নির্দেশে অঙ্কিতা চাকরি থেকে বরখাস্ত হন। তাঁর জায়গায় এদিন স্কুলে যোগ দিলেন ববিতা সরকার।

West Bengal News Live: চাহিদা বাড়ছে জ্বরের ওষুধের, ফারাক জোগান ও চাহিদায়

রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। চাহিদা বাড়ছে জ্বরের ওষুধের। বিক্রেতাদের একাংশের দাবি, কয়েক দিনের মধ্যে ওই সব ওষুধের বিক্রি এতটাই বেড়ে গেছে, যে জোগান আর চাহিদার মধ্যে দেখা দিচ্ছে বিস্তর ফারাক! চিকিৎসকরা বলছেন, পরামর্শ না নিয়ে মুড়ি মুড়কির মতো ওষুধ খাওয়া ও বাড়িতে ওষুধ মজুত না করাই ভাল।

WB News Live: পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে কংগ্রেসের ধর্মঘটে আংশিক সাড়া

পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে কংগ্রেসের ধর্মঘটে আংশিক সাড়া। সকাল থেকে দোকানপাট বাজার  বন্ধ রয়েছে। বেসরকারি বাস চলাচল করছে না। তবে পরীক্ষা চলছে বলে খোলা আছে স্কুল। উৎসশ্রী প্রকল্পে বহু শিক্ষক শিক্ষিকা বদলি হয়ে চলে গেছেন,  তার ফলে বাঘমুন্ডি ব্লকের একাধিক স্কুলে দেখা যাচ্ছে শিক্ষক সঙ্কট। অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক কংগ্রেসের।

West Bengal News Live: তপন দত্তর খুনের মামলায় সিবিআইয়ের এফআইআর

বালির তৃণমূল নেতা তপন দত্তর খুনের মামলায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। 

WB News Live: অতি সঙ্কটজনক পরিচালক তরুণ মজুমদার

অতি সঙ্কটজনক পরিচালক তরুণ মজুমদার। তাঁর চিকিৎসায় গড়া হয়েছে জরুরি মেডিকেল বোর্ড। গত ১৪ জুন তরুণ মজুমদারকে ভর্তি করা হয় এসএসকেএমে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষীয়ান পরিচালককে রাখা হয় ভেন্টিলেশনে।

West Bengal News Live: কলকাতায় পৌঁছলেন মিঠুন চক্রবর্তী

লোকসভা ভোটের আগে ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় মিঠুন চক্রবর্তী। পৌঁছলেন কলকাতায়। শরীর সুস্থ থাকলে যাবেন রাজ্য বিজেপি দফতরে। জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন জায়গায় বিজেপির হয়ে প্রচারও করেন তিনি।

WB News Live: চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছে জখম ব্যক্তিকে

কাল সোয়া ৮টা নাগাদ পার্ক সার্কাস বাজারে তিনতলার কার্নিসের একাংশ ভেঙে একটি দোকানের ছাউনির ওপর পড়ে ভাঙা অংশ ছিটকে যায়। তাতেই মাথায় চোট পান ওই ক্রেতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

West Bengal News Live: পার্ক সার্কাসে ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়

ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়। পার্ক সার্কাস বাজারে গুরুতর জখম এক ক্রেতা। কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। 

WB News Live: তুফানগঞ্জে বাংলাদেশ সীমান্তের কাছে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী

কোচবিহারের তুফানগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তুফানগঞ্জের দেওচড়াই মোড়ে হানা দেয় পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র সমেত ২ জনকে গ্রেফতার করে। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরে তুফানগঞ্জ।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে সন্দেহভাজন ব্যক্তি। তাঁকে আটক করেছে কালীঘাট থানার পুলিশ। শনিবার রাতে ওই ব্যক্তি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে ভিতরে ঢুকে পড়েন। সারা রাত সেখানেই ছিলেন তিনি। গতকাল সকালে এক পুলিশ কর্মীর নজরে পড়তেই শোরগোল পড়ে যায়।

WB News Live: কালনা মহকুমা হাসপাতালে শিশু বিক্রির চেষ্টার নালিশ

কালনা মহকুমা হাসপাতালে উঠল শিশু বিক্রির চেষ্টার অভিযোগ। নথি খতিয়ে দেখতে গিয়ে পর্দাফাঁস হল গোটা ঘটনার। শিশু কিনতে আসা মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পিছনে শিশু পাচার চক্র জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।>>

West Bengal News Live: পরপর শিক্ষক বদলিতে সমস্যায় স্কুল, ধর্মঘটের ডাক কংগ্রেসের

একের পর এক শিক্ষক বদলি নিয়ে চলে গেছেন। এর জেরে পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের একাধিক স্কুলে দেখা দিয়েছে শিক্ষকের সঙ্কট। অবিলম্বে সমস্যা সমাধানের দাবিতে আজ বাঘমুণ্ডি ব্লকে ধর্মঘট ডেকেছে কংগ্রেস। দ্রুত শিক্ষক নিয়োগ করে সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের।

WB News Live: বিজেপির রাজ্য দফতরে আসতে পারেন মিঠুন, জানালেন সুকান্ত

কলকাতায় বিজেপির রাজ্য দফতরে আসতে পারেন মিঠুন চক্রবর্তী। শরীর ভাল থাকলে যাবেন বিজেপির রাজ্য সদর দফতরে। জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রেক্ষাপট

নিরাপত্তার (Security) ঘেরাটোপ এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর (chief minister) বাড়ি চত্বরে ঢুকে আটক ব্যক্তি। সন্দেহজনক উদ্দেশ্য ছিল, মনে করছে লালবাজার। নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ শুরু। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া সৌগতর। তদন্তের দাবি দাবি সুজনের। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নেই, সাধারণ মানুষকে কি নিরাপত্তা দেবে পুলিশ ? কটাক্ষ শমীকের।

বাংলায় কর্মীরা খুন হলেও পতাকা হাতে এগিয়ে চলেছেন। হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদির মুখে বাংলার সন্ত্রাস প্রসঙ্গ। জানালেন রবিশঙ্কর প্রসাদ। অত্যাচারের জন্য বাংলার নাম দুবার নিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister), দাবি দিলীপের। বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে চুপ কেন ? কটাক্ষ সুখেন্দুশেখরের। 


পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা। হায়দরাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠক মন্তব্য অমিত শাহের, জানালেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী।

অধিকারী প্রাইভেট লিমিটেড ভুলে গেলেন, কটাক্ষ কুণালের। প্রকৃত সত্য অন্য। বিজেপি-তৃণমূলকে একযোগে আক্রমণ সুজনের। তৃণমূল-বামেরা পরিবারতন্ত্রের ঊর্ধ্বে নয়, পাল্টা কটাক্ষ শমীকের। 


কংগ্রেসের (Congress) রাজনীতিও পরিবারনির্ভর। নরেন্দ্র মোদিতে ভীত কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। নিশানা অমিত শাহের (Amit Shah)। কংগ্রেসকে ভয় পেয়ে রাহুল গাঁধীকে ইডি হেনস্থা মোদির, পাল্টা কটাক্ষ অধীরের।


১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ৯ জুলাই বাংলায় আসছেন এনডিএ (NDA)-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বাংলার সাংসদ ও বিধায়কদের কাছে চাইবেন সমর্থন।

১৮ দিনে ২ মৃত্যু। হাওড়ায় (Howrah) বিদ্যুতের মরণফাঁদ। উলুবেড়িয়ায় ল্যাম্পপোস্টের ছেঁড়া তার সাইকেলে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। সমস্যার কথা স্বীকার বিদ্যুৎ বণ্টন সংস্থার।


বিভিন্ন বাতিস্তম্ভ থেকে নিয়মিত চুরি বিদ্যুৎ। নারকেলডাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যুতে পুরসভার অভিযোগে সায় দিয়ে দাবি বাসিন্দাদের।


আকাশ দখল করে তারের জট, খোলা সুইচ বোর্ড। ঝুলছে গোছা গোছা তার। খোলা জয়েন্ট বক্স। বিপজ্জনক ছবি নারকেলডাঙায়। প্রাণহানির পর পরিদর্শন পুরসভার। ছোট ছোট ক্লাব হুকিং করে অনুষ্ঠান করে। দায়িত্ব নিতে ক্লাবকেই। বিতর্ক উস্কে মন্তব্য মালা রায়ের। হুকিং আইনসিদ্ধ করার চেষ্টা, কটাক্ষ বিজেপির। বিদ্যুতের তোলাবাজি, আক্রমণ অধীরের।


ভাটপাড়ার পর জগদ্দল (Jagaddal)। ফের শ্যুটআউট, মদের আসরে ১৯ বছরের তরুণকে গুলি করে খুন। গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৩। অন্যদিকে ভাটপাড়ায় ব্যবসায়ীকে ঘিরে ধরে ৮ রাউন্ড গুলি। নিহতের নামেও থানায় ১১টি অভিযোগ। পুরসভার টেন্ডার নিয়ে বিবাদ, নাকি পুরনো শত্রুতা, তদন্তে পুলিশ। উত্তরের পর দক্ষিণ ২৪ পরগনা। নরেন্দ্রপুরে ঘর থেকে উদ্ধার গুলিবিদ্ধ ব্যক্তির দেহ। ঘর থেকেই উদ্ধার আগ্নেয়াস্ত্র। খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ।

মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় চলন্ত নাগরদোলা থেকে পড়ে আহত তরুণী। মাথায় গুরুতর চোট, পরিবার সূত্রে খবর। গাফিলতি নাকি অসুস্থতার জের ? উঠছে প্রশ্ন।


রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা (Covid) সংক্রমণ। একদিনে আক্রান্ত ১৮২২ জন, মৃত ৩। পজিটিভিটি রেট ১৪ দশমিক এক শূন্য শতাংশ। দেশে একদিনে আক্রান্ত ১৬ হাজারের বেশি, মৃত ৩১।


ভালো নেই পরিচালক তরুণ মজুমদার। শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রেখে করা হল ডায়ালিসিস। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.