West Bengal News Live Updates: হাসপাতালের পোশাক, বিছানার চাদর ও অন্যান্য সামগ্রীর ব্যবহার নিয়ে স্বাস্থ্য দফতরকে অ্যাডভাইসরি

West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Jun 2022 12:29 AM
WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের সামনে আরও এক অনুব্রত-ঘনিষ্ঠ

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের সামনে আরও এক অনুব্রত-ঘনিষ্ঠ। দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে গুসকরার অঞ্চল সভাপতি তাপস চট্টোপাধ্যায়। আউশগ্রামের এক তৃণমূল কর্মী ও এক ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজেপির প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের।

WB Live News: অলকানন্দ গুহ এবং মনোজিত মজুমদারের বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠী

অলকানন্দ গুহ এবং মনোজিত মজুমদারের বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠী। শিয়ালদাতে বিপিনবিহাড়ী লেনে অলকানন্দার বাড়িতে জমজমাট আয়োজন। 

WB News Live Updates: SSC চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

SSC চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কটাক্ষ, আন্দোলনকারীরা ২৫-৩০টি বিধানসভা আসনে নির্ণায়ক ভুমিকা পালন করলে ছুটে আসতেন মুখ্যমন্ত্রী। জবাব দিয়েছে তৃণমূল। প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেছে বিজেপিও। 

WB Live News: পূর্ব বর্ধমানের কাটোয়ায় পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে

পূর্ব বর্ধমানের কাটোয়ায় পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে তৃণমূল নেতা বলে দাবি অভিযোগকারিণীর। অভিযুক্তের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পাল্টা দাবি তৃণমূলের। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি

WB News Live Updates: বালিগঞ্জের এক বিজ্ঞাপনী সংস্থার অফিসে র‍্যানসমওয়্যারের হানা

বালিগঞ্জের এক বিজ্ঞাপনী সংস্থার অফিসে র‍্যানসমওয়্যারের হানা! ভাইরাসের আক্রমণে মুহূর্তে অকেজো ২২টি কম্পিউটার। কিন্তু কীভাবে ফাঁদ পেতে বসে রয়েছে প্রতারকরা? কীভাবেই বা তাতে পা বাড়চ্ছে সাধারণ মানুষ?

WB Live News: টালা পার্ক প্রত্যয়ের এবারের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল

টালা পার্ক প্রত্যয়ের এবারের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। আজ এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা দেওয়া হয় মণ্ডপশিল্পী থেকে শব্দগ্রাহকদের। সেইসঙ্গে বিশ্ব পরিবেশ দিবসে চারাগাছ বিলি করে দেওয়া হল পরিবেশ সচেতনার বার্তাও।

WB News Live Updates: মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। পরিবারের দাবি, চাষের কাজ করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁদের বাড়ির সদস্য। যদিও বিএসএফের পাল্টা দাবি, পাচারের উদ্দেশ্যে সীমান্তে এসেছিলেন ওই ব্যক্তি-সহ কয়েকজন। তাদের আটকাতে শূন্যে গুলি ছোড়া হয়েছিল

WB Live News: বেকারত্ব নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আজও অব্যাহত রইল বিতর্ক

বেকারত্ব নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আজও অব্যাহত রইল বিতর্ক! কটাক্ষের পাশাপাশি তৃণমূলকে নিশানা করল বিজেপি, কংগ্রেসের মতো বিরোধী দলগুলো। অন্যদিকে মোদি সরকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে পাল্টা সুর চড়াল তৃণমূলও। 

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত ঘনিষ্ঠ আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত ঘনিষ্ঠ আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ৫ তৃণমূল নেতা-কর্মীকে সিবিআই জিজ্ঞাসাবাদ 
দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ। তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমানকে সিবিআই জিজ্ঞাসাবাদ। আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি তাপস চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। আউশগ্রামের তৃণমূল কর্মী তপন শেখ, গলসির তৃণমূল কর্মী মনোজ সিংহ
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ৫ তৃণমূল নেতা-কর্মীকে সিবিআই জিজ্ঞাসাবাদ। অনুব্রত মণ্ডলের কয়েকজন দেহরক্ষীকেও জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। 

WB Live News: হাসপাতালের শিশু বিভাগে খাবারে কেঁচো

হাসপাতালের শিশু বিভাগে খাবারে কেঁচো! জলপাইগুড়ি সদর হাসপাতালে অভিযোগ ঘিরে চাঞ্চল্য। খাবার খেয়ে অসুস্থ অনেকে, অভিযোগ শিশুর পরিবারের। ‘অস্বাস্থ্যকর’ খাবার নিয়ে হাসপাতালে বিক্ষোভ শিশুর পরিবারের। তদন্তের আশ্বাস জেলা স্বাস্থ্য দফতরের

WB News Live Updates: রাজ্যের ৫ স্বাস্থ্য-জেলায় কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী

রাজ্যের ৫ স্বাস্থ্য-জেলায় কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম, বসিরহাটে বাড়ছে সংক্রমণ। বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার সর্বাধিক। বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার ১.১৬ শতাংশ। তারপর সংক্রমণের হার সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায়। চলতি বছরে স্বাস্থ্য দফতরের তৃতীয় সেন্টিনেল সার্ভেতে মিলল তথ্য।

WB Live News: মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। পরিবারের দাবি, চাষের কাজ করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁদের বাড়ির সদস্য। যদিও বিএসএফের পাল্টা দাবি, পাচারের উদ্দেশ্যে সীমান্তে এসেছিলেন ওই ব্যক্তি-সহ কয়েকজন। তাদের আটকাতে শূন্যে গুলি ছোড়া হয়েছিল।

WB News Live Updates: ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল তৃণমূলের

১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল। অভিযোগ প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র। তৃণমূলের মিছিলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি

WB Live News: চা শ্রমিকদের দাবি আদায়ে একযোগে আন্দোলনে তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের

চা শ্রমিকদের দাবি আদায়ে একযোগে আন্দোলনে তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের। এদিন কোচবিহারের মাথাভাঙার দোলং চা বাগানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে একসঙ্গে বিক্ষোভ দেখায় তিন শ্রমিক সংগঠন। ভিন্ন মেরুতে অবস্থান করেও দাবিদাওয়া নিয়ে তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের একযোগে আন্দোলন রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা। শ্রমিক-স্বার্থে একযোগে আন্দোলন, দাবি তিন শ্রমিক সংগঠনের।

WB News Live Updates: গ্রেফতার ৫ জন

কসবাকাণ্ডে ধৃত ৫ জন কার অনুগামী, তা নিয়েই শুরু হল তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক ও অভিযোগকারী তৃণমূল কর্মীর মধ্যে তরজা। শুক্রবার রাতে কসবায় এক তৃণমূল কর্মীর বাড়িতে ইট-পাথর ছোড়া হয়। সেই ঘটনাতেই পুলিশ গ্রেফতার করে ৫ জনকে।

WB News Live Updates: সব আসনেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা

GTA নির্বাচন স্থগিতের দাবি জানালেও সব আসনেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা। তাঁদের দাবি, বিরোধীদের ওয়াকওভার রুখতেই এই সিদ্ধান্ত। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

WB News Live Updates: উধাও হল ছায়া

উধাও হল ছায়া। নো শ্যাডো ডে-র সাক্ষী থাকল কলকাতা। ৭ জুলাই ফের দেখা যাবে এই বিরল মুহূর্ত।
কায়া আছে ছায়া নেই!

WB News Live Updates: সব হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহারের অ্যাডভাইসরি

সব হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহারের অ্যাডভাইসরি। অ্যাডভাইসরি জারি করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ডিউটিতে থাকাকালীন ডাক্তারদের সাদা কোট ব্যবহার বাধ্যতামূলক। 

WB Live News: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার

জামাইষষ্ঠীর দিন সকালে গায়ের উপরে টেবিল ফ্যান পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল  ৫৩ বছর বয়সী এক মহিলার শোকস্তব্ধ গোটা পরিবার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার কন্দ খোলা নতুন পাড়া এলাকায়। 

WB News Live Updates: জামাই এলো ঘোড়ার গাড়ি চড়ে

মল্লগড়ের মাটি ইতিহাসের মাটি। সেই মাটিতে জামাই বরনে এক টুকরো ইতিহাসের স্বাদ খুঁজে পাওয়া গেল। জামাই ষষ্ঠী মানেই জামাই স্পেশ্যাল ডে। আর জামাইকে আপ্যায়নের মধ্যে থাকে অভিনবত্বের ছোঁয়া। ইতিহাসের নগরে সেই অভিনব ছবি ধরা পড়ল। বিষ্ণুপুরের গড়দরজার রাহা বাড়ির জামাই এলেন ঘোড়ার গাড়ি চড়ে। শুধু জামাইকে নিয়ে আসায় নয়। রাজকীয়ভাবে জামাইকে বরন করে নেওয়ার পর্ব চললো বিষ্ণুপুরের রাহা বাড়িতে।

WB Live News: ট্রাভেল এজেন্সির ভুয়ো ওয়েবসাইট খুলে জালিয়াতি

ট্রাভেল এজেন্সির ভুয়ো ওয়েবসাইট খুলে জালিয়াতি! বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে, স্কুল শিক্ষিকার কাছ থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে শিক্ষিকা ও তাঁর পরিবার।

WB News Live Updates: অনলাইনে বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে, জালিয়াতির শিকার হলেন CESC-রই এক আধিকারিক

একটা লিঙ্ক, সেটা খুলতেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা! শহরে অভিবন কায়দায় প্রতারণা। অনলাইনে বিদ্যুতের বিল আপডেট করতে গিয়ে, জালিয়াতির শিকার হলেন CESC-রই এক আধিকারিক।

WB Live News: হুগলির ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ

হুগলির ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। জমি-বিবাদের জেরে এক পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, কয়েকজন প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে। অভিযোগ, বিবাদ মেটাতে দিনকয়েক আগে অভিযোগকারীর বাড়িতে এসে হুমকি দেন তৃণমূল কাউন্সিলর। কথা না শুনলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। থানাও প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগকারীর দাবি। হুমকির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের দাবি,  তিনি বিবাদ মেটাতে গিয়েছিলেন। ক্ষমতায় রয়েছে বলে তৃণমূল এভাবেই হুমকি দিচ্ছে, কটাক্ষ বিজেপির। অভিযোগকারীর পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের।


 

WB News Live Updates: কলকাতায় ফের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা

কলকাতায় ফের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। বিসর্জন দিয়ে ফেরার পথে উল্টে গেল ম্যাটাডোর। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডিভাইডারে ধাক্কা। হেস্টিংসের কাছে ম্যাটাডোর উল্টে আহত ১৯। আহতদের এসএসকেএমে ভর্তি করা হয়েছে, আশঙ্কাজনক ২। দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরের চালক পলাতক, তদন্তে পুলিশ।

WB Live News: তৃণমূলের খুব কম নেতাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সৎ

তৃণমূলের খুব কম নেতাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সৎ।মাধ্যমিক পরীক্ষায় ৮৬ শতাংশ পাস দেখে তাঁর মন্তব্য: এই ১২ লক্ষ এখন শিক্ষিত বেকারদের দলে যোগ দিয়েছে। পশ্চিমবঙ্গে বেকারত্বের ছবিটা ভয়াবহ। ট্যুইটে খোঁচা বিজেপি নেতা তথাগত রায়ের।  >>

WB News Live Updates: আজ জামাইষষ্ঠী, বাঙালির রসনা তৃপ্তির দিন

আজ জামাইষষ্ঠী। বাঙালির বারো মাসে তেরো পার্বণে এই দিনটা রসনা তৃপ্তির। আর জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ, পাতে রকমারি পদ। 

WB Live News: টালা পার্ক প্রত্যয়ের এবারের দুর্গাপুজোর আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেল

টালা পার্ক প্রত্যয়ের এবারের দুর্গাপুজোর আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেল। আজ এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা দেওয়া হয় মণ্ডপশিল্পী থেকে শব্দগ্রাহকদের।  সেইসঙ্গে বিশ্ব পরিবেশ দিবসে চারাগাছ বিলি করে দেওয়া হল পরিবেশ সচেতনার বার্তাও।   

WB News Live Updates:শোভনদেবের মন্তব্যকে হাতিয়ার করে এবার কটাক্ষ শুভেন্দুর

রাজ্যের চাকরি পরিস্থিতি নিয়ে শোভনদেবের মন্তব্যকে হাতিয়ার করে এবার কটাক্ষ শুভেন্দুর।‘স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, ৪৫ লক্ষ মানুষ বাইরের রাজ্যে চলে গিয়েছে, একটা শিল্প নেই, রাজ্যের জমি নীতি নেই’, গত এক বছরে নৈহাটি, ভদ্রেশ্বর, চন্দননগরে জুটমিল বন্ধ হয়েছে, ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, বেকার ভাতা সব বন্ধ,' আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

WB Live News: জামাইষষ্ঠীর দিন গড়িয়াহাট বাজারে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়

জামাইষষ্ঠীর দিন থলে হাতে গড়িয়াহাট বাজারে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। শাশুড়ি সঙ্গেই থাকেন। তাই তাঁর নির্দেশ মেনে কিনে নিয়েছেন চিংড়ি, ইলিশ। পছন্দের তালিকায় রয়েছে দই-কাতলা। মাছের থলিতে সামিল হল কাতলাও। 

WB News Live Updates: বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ

বেড়াতে যাবেন?  অনলাইনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির পেজ ঘাঁটাঘাঁটি করছেন? লোভনীয় প্যাকেজ দেখে, বুক করছেন পছন্দের ডেস্টিনেশন, প্যাকেজ? খুব সাবধান। অনলাইনে ট্র্যাভেল এজেন্সি খুলে প্রতারণা। বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ। কলকাতা, উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে থানায় জমা পড়েছে একাধিক অভিযোগ। এমনই এক জালিয়াতি সংস্থার ফাঁদে পা দিয়েছেন, বারাসাতের বাসিন্দা এক স্কুল শিক্ষিকা।  




WB Live News: তৃণমূলের অন্দরেও বিজেপির চর? সুকান্তর দাবি ঘিরে তীব্র জল্পনা

তৃণমূলের অন্দরেও বিজেপির চর? সুকান্ত মজুমদারের দাবি ঘিরে তীব্র জল্পনা। ‘প্রত্যেক দলই অপর দলে লোক ঢুকিয়ে রাখে। আমাদেরও কিছু লোক আছে, যাঁরা ওদিক থেকে খবর দেয়’, চাঞ্চল্যকর দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

WB Live News: মালদার চাঁচলে মাঠ থেকে উদ্ধার তাজা বোমা

মালদার চাঁচলে মাঠ থেকে উদ্ধার তাজা বোমা। গতকাল রাতে চাঁচলের মাস্তিপাড়া এলাকায় মাখনার জমিতে বোমা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ১১টি তাজা বোমা উদ্ধার করে। আজ সকালে বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে।কে বা কারা ওখানে বোমা রেখেছিল, খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।

WB Live News: কেন্দ্রের টাকার আগে হিসেব দিক, তৃণমূলের প্রতিবাদ মিছিল নিয়ে দিলীপ

কেন্দ্রের টাকার আগে হিসেব দিক, তৃণমূলের প্রতিবাদ মিছিল নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।

WB Live News: সরকারি হাসপাতালে শিশু বিভাগে রাতের খাবারে কেঁচো! কাঠগড়ায় জলপাইগুড়ি সদর হাসপাতাল

সরকারি হাসপাতালে শিশু বিভাগে রাতের খাবারে মিলল কেঁচো। এমনই অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালের বিরুদ্ধে। খাবার নিয়ে হাসপাতালে বিক্ষোভ শিশুর পরিবারের। পরিবার সূত্রে খবর, ৯ মাসের অসুস্থ ছেলেকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করেন রাজগঞ্জের বাসিন্দা দীপক রায়। শিশুর সঙ্গে হাসপাতালে ছিলেন তার মা। অভিযোগ, গতকাল রাতের খাবারে আস্ত কেঁচো মেলে। খাবার নিয়ে রাতে হাসপাতালে বিক্ষোভ দেখায় শিশুর পরিবার। তবে লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ নিয়ে খাবার সরবরাহকারী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

WB Live News: সবাই যেন চাকরি পায়, যেন সুস্থ ভাবে বাঁচতে পারে, বললেন অভিনেতা-সাংসদ দেব

‘আমি চাই সবাই যেন চাকরি পায়। যুব সমাজ যেন কাজ পায়। সবাই যেন সুস্থ ভাবে বাঁচতে পারে,' মন্তব্য তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের।

WB Live News: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়া ও পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে তৃণমূলের মিছিল। সমবায়মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল শুরু হয় মিছিল। শেষ হয় কদমতলা পাওয়ার হাউস মোড়ে। পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ শাসকদলের নেতারা। 

WB Live News: আচমকা বদলি স্বাস্থ্য দফতরের অন্যতম শীর্ষ কর্তা

আচমকা বদলি স্বাস্থ্য দফতরের অন্যতম শীর্ষ কর্তা। স্বাস্থ্য শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর আশিস বিশ্বাসকে ফার্মাকোলজির অধ্যাপক হিসেবে বদলি করা হল কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর স্থলাভিষিক্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক তনুশ্রী মণ্ডল। শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্তার আচমকা বদলি নিয়ে বিস্মিত চিকিত্সক মহল। এ নিয়ে স্বাস্থ্য দফতরের প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live Updates: মোদি সরকার দেশে বেকারত্ব ৪৭ শতাংশ বাড়িয়ে দিয়েছে, বললেন ফিরহাদ

রাজ্যের চাকরি-পরিস্থিতি নিয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যে তীব্র বিতর্ক। "গ্র্যাজুয়েট বা এমএ পাস করেও কোনও চাকরি পাওয়া যাচ্ছে না", মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। 
শোভনদেবের মন্তব্যকে হাতিয়ার করে খোঁচা তথাগত রায়ের, 'পশ্চিমবঙ্গে বেকারত্বের ছবিটা ভয়াবহ'। পাল্টা কটাক্ষ মন্ত্রী ফিরহাদ হাকিমের, ‘মোদি সরকার দেশে বেকারত্ব ৪৭ শতাংশ বাড়িয়ে দিয়েছে। 
মুদ্রাস্ফিতীর কারণে দেশে চাকরি নেই। নিজে বঞ্চনার শিকার হবেন ভেবে সত্যি বলছেন না তথাগত।" 

WB Live News: চা শ্রমিকদের দাবি আদায়ে একযোগে আন্দোলনে তৃণমূল, বিজেপি ও সিপিএম শ্রমিক সংগঠনের

চা শ্রমিকদের দাবি আদায়ে একযোগে আন্দোলনে তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের। এদিন কোচবিহারের মাথাভাঙার দোলং চা বাগানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে একসঙ্গে বিক্ষোভ দেখায় তিন শ্রমিক সংগঠন। ভিন্ন মেরুতে অবস্থান করেও দাবিদাওয়া নিয়ে তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের একযোগে আন্দোলন রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা। শ্রমিক-স্বার্থে একযোগে আন্দোলন, দাবি তিন শ্রমিক সংগঠনের।

WB News Live Updates:ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের সামনে আরও এক অনুব্রত-ঘনিষ্ঠ

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের সামনে আরও এক অনুব্রত-ঘনিষ্ঠ। দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে গুসকরার অঞ্চল সভাপতি তাপস চট্টোপাধ্যায়। আউশগ্রামের এক তৃণমূল কর্মী ও এক ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। 

WB Live News: গুয়াহাটিতে বন্যাবিধ্বস্ত এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু বাঙালি জওয়ানের

ডিউটিতে যাওয়ার পথে অসমের গুয়াহাটিতে বন্যাবিধ্বস্ত এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল সেনা জওয়ানের। আদতে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা নারায়ণ চন্দ্র নামে ওই জওয়ান ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিলেন। পোস্টিং ছিল গুয়াহাটিতে। পরিবার সূত্রে খবর, আগামী শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল ওই জওয়ানের। 

WB News Live Updates: বাসে ওঠা নিয়ে বিবাদ, মেজিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

বাসে ওঠা নিয়ে বিবাদের জেরে বাঁকুড়ার মেজিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকালে মৃতদেহ ঘণ্টাতিনেক পথ অবরোধ করেন মৃতের আত্মীয়-পরিজনেরা। পরে পুলিশের আশ্বাস অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়া যাবার বাসে ওঠা নিয়ে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাধে লালবাজার গ্রামের বাসিন্দা সরফুল খানের। অভিযোগ, তার জেরে আজ সকালে প্রতিবেশীরা বছর ষাটের ওই ব্যক্তির ওপর চড়াও হয়ে তাঁকে পিটিয়ে মারে। পুরনো শত্রুতা নাকি তাত্ক্ষণিক বিবাদে খুন, খতিয়ে দেখছে মেজিয়া থানার পুলিশ।

WB Live News: হুগলির ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ

হুগলির ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। জমি-বিবাদের জেরে এক পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, কয়েকজন প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে। অভিযোগ, বিবাদ মেটাতে দিনকয়েক আগে অভিযোগকারীর বাড়িতে এসে হুমকি দেন তৃণমূল কাউন্সিলর। কথা না শুনলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। থানাও প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগকারীর দাবি। হুমকির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের দাবি,  তিনি বিবাদ মেটাতে গিয়েছিলেন। ক্ষমতায় রয়েছে বলে তৃণমূল এভাবেই হুমকি দিচ্ছে, কটাক্ষ বিজেপির। অভিযোগকারীর পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের।

WB News Live Updates: তৃণমূলের খুব কম নেতাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সৎ, বললেন তথাগত

তৃণমূলের খুব কম নেতাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সৎ।মাধ্যমিক পরীক্ষায় ৮৬ শতাংশ পাস দেখে তাঁর মন্তব্য: এই ১২ লক্ষ এখন শিক্ষিত বেকারদের দলে যোগ দিয়েছে। পশ্চিমবঙ্গে বেকারত্বের ছবিটা ভয়াবহ। ট্যুইটে খোঁচা বিজেপি নেতা তথাগত রায়ের। 

WB Live News: কলকাতায় ফের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা, হেস্টিংসের কাছে ম্যাটাডোর উল্টে আহত ১৯

কলকাতায় ফের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। বিসর্জন দিয়ে ফেরার পথে উল্টে গেল ম্যাটাডোর। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডিভাইডারে ধাক্কা। হেস্টিংসের কাছে ম্যাটাডোর উল্টে আহত ১৯।

WB News Live Updates: হাওড়ার চ্যাটার্জিহাটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলি চলার অভিযোগ

হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় এলাকা দখলের বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলার অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখল নিয়ে দুই দুষ্কৃতী আকাশ মালিক ও সোহম মুখোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। অভিযোগ, গতকাল দলবল নিয়ে সোহমের ওপর চড়াও হয় আকাশ। দু’ পক্ষের সংঘর্ষের পাশাপাশি একরাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। আহত সোহম মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চলার কথা অস্বীকার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। 

WB Live News: সঙ্গীত শিল্পী কেকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল

সঙ্গীত শিল্পী কেকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, নজরুল মঞ্চে কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সঙ্কটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। পাল্টা তৃণমূলের আক্রমণ, বিজেপির সুরে কথা বলছেন রাজ্যপাল। 

WB News Live Updates: ৬ দিনের মাথায় রাজ্যে ফের মৃত্যু হল এক করোনা আক্রান্তের

৬ দিনের মাথায় রাজ্যে ফের মৃত্যু হল এক করোনা আক্রান্তের। অন্যদিকে, করোনার বাড়বাড়ন্ত নিয়ে ৫ রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মারণ ভাইরাসের ক্লাস্টার সংক্রমণে নজরদারি চালিয়ে আরও বেশি পরীক্ষার ওপর জোর দিতে বলা হয়েছে। অন্যদিকে, ১৮ ঊর্ধ্বদের বুস্টার টিকা হিসেবে ব্যবহারের জন্য করবেভ্যাক্সকে ছাড়পত্র দিল কেন্দ্র। 

WB Live News: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ, ক্যানিংয়ে তৃণমূলের মিছিল

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূলের মিছিল। এদিন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে জীবনতলা বাজার থেকে সদানন্দের মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। বিধায়কের দাবি, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই মিছিলের আয়োজন করা হয়েছে।

WB News Live Updates: সদ্য মাধ্যমিক উত্তীর্ণ নাবালিকাকে অপহরণের অভিযোগ

সদ্য মাধ্যমিক উত্তীর্ণ নাবালিকাকে অপহরণের অভিযোগ। গ্রেফতার যুবক। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গৃহশিক্ষকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ১৬ বছরের ওই কিশোরী। অভিযোগ, তারপর থেকেই নিখোঁজ ছিল ওই পড়ুয়া।কিশোরীর মোবাইলে ফোন করে এক যুবকের সঙ্গে কথা হয় পরিবারের সদস্যদের। এরপরই কিশোরীর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। তাতেই সন্দেহ দানা বাঁধে। মোবাইল ফোনের সূত্র ধরে ওই যুবককে গতকাল গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। যদিও কিশোরীকে এখনও উদ্ধার করা যায়নি।

WB Live News: 'স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতায় কাটমানি কমিশন, সিন্ডিকেট থেকে সরে এসেছি', বললেন নির্মল মাজি

স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতার নিরিখে কাটমানি কমিশন, সিন্ডিকেট থেকে সরে এসেছি। চিকিৎসকরা ছুটছেন টাকার পিছনে। হাওড়ার অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করলেন নির্মল মাজি। অপমানজনক, মন্তব্য আইএমএ সহ সভাপতির। ওঁর সম্পত্তি কীভাবে হল, প্রশ্ন তুলল ডক্টরস ফোরাম।

WB News Live Updates: অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে

অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ এবার মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে। কলেজের মেন গেটের সামনে উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন চতুর্থ ও ষষ্ঠ সিমেস্টারের ছাত্রীদের একাংশ। পড়ুয়াদের দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষা।

WB Live News: পুরসভার মেয়াদ ফুরনোর ৩ মাস আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের পরিচালন সমিতিতে চেয়ারম্যান

পুরসভার মেয়াদ ফুরনোর ৩ মাস আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের পরিচালন সমিতিতে জায়গা পেলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান। ৬ বছর পর হলদিয়া পুরসভার কোনও প্রতিনিধি এই প্রথম উন্নয়ন পর্ষদে সামিল হলেন। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন।

WB News Live Updates: পঞ্চায়েত ভোট লুঠ করতে এলে ঝাঁটা-কুড়ুল তুলে নেওয়ার নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার

পঞ্চায়েত ভোট লুঠ করতে এলে ঝাঁটা-কুড়ুল তুলে নেওয়ার নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার। পাল্টা রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে সরব হল তৃণমূল। অন্যদিকে ব্রিটিশ আমলের থেকেও তৃণমূল জমানায় বেশি অত্যাচার হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসও।

WB Live News: শহরে ফের অঙ্গদানের নজির, ডোমজুড়ের বাসিন্দা সুজাতা প্রধানের অঙ্গদান

শহরে ফের অঙ্গদানের নজির। ডোমজুড়ের বাসিন্দা সুজাতা প্রধানের অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের।  শুক্রবার রাতে ব্রেনডেথ হয় সুজাতা প্রধানের।  এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন তিনি।  সুজাতা প্রধানের লিভার ও কিডনি পাচ্ছেন এসএসকেএমে ভর্তি ২ রোগী।  হৃদযন্ত্র পাঠানো হচ্ছে শহরের একটি বেসরকারি হাসপাতালে, খবর সূত্রের।

WB News Live Updates: হিঙ্গলগঞ্জে বিস্ফোরণ, বোমা তৈরির সময় ঘটনাস্থলেই ছিলেন ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীও

বোমা তৈরির সময় ঘটনাস্থলেই ছিলেন ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীও। হিঙ্গলগঞ্জে বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তের পর এমনই দাবি পুলিশ সূত্রে! এদিকে গতকাল হালিশহরে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ফের বিস্ফোরণ হয়! এই ধরনের একের পর এক ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে ফের আক্রমণ করেছে বিরোধীরা। উত্তর দিয়েছে তৃণমূলও।

WB Live News: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আরও ২ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আরও ২ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। গতকাল দুর্গাপুরে, বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ও পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজকে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দু’জনেই অনুব্রত-ঘনিষ্ঠ বলেই পরিচিত।

প্রেক্ষাপট

কলকাতা: বোঝার উপর শাকের আঁটি। ইপিএফের সুদ (EPF Interest Rate) কমানোতেই মিলছে না রেহাই। আগামী সপ্তাহে বাড়তে পারে রেপো রেট। ফের বাড়তে পারে ইএমআই। খবর এএনআই (NIA) সূত্রে। 


গ্র্যাজুয়েট-পোস্ট গ্র্যাজুয়েটদের চাকরি নিয়ে এবার প্রশ্ন মন্ত্রী শোভনদেবের (Sovandeb Chattopadhyay)। ওঁকে সমর্থন করি। ভয় হয়, এটা বলায় ওঁর চাকরি চলে যাবে না তো? প্রশ্ন অধীরের। মন্ত্রীকে অভিনন্দন বিজেপি-র।


'কাটমানি, সিন্ডিকেট থেকে সরে এসেছি। চিকিৎসকরা ছুটছেন টাকার পিছনে', বিস্ফোরক নির্মল মাজি। অপমানজনক, মন্তব্য আইএমএ সহ সভাপতির। ওঁর সম্পত্তি, কীভাবে হল, প্রশ্ন ডক্টরস ফোরামের। 


ইলামবাজারে বিজেপি কর্মী খুনে ২ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। সিবিআই ডাকলেই সবার ফিউজ উড়ে যাচ্ছে। এবার গেলে বিরিয়ানি খাওয়াবে। কটাক্ষ সুকান্তর। হেনস্থা, পাল্টা কুণাল।


বীরভূমের মহম্মদবাজারে ফের বিজেপিতে ভাঙন। প্রধান ও উপপ্রধান-সহ ৬ সদস্যের তৃণমূলে যোগ। আরও একটি পঞ্চায়েত দখল শাসক দলের। কামারহাটির বাম কাউন্সিলরও গেলেন তৃণমূলে।


চোখের চিকিত্‍সায় দুবাইয়ে অভিষেক। গতিবিধিতে নজর রাখতে বিদেশমন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন ইডি-র, দেওয়া হল চিঠি, খবর সূত্রের। 


কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না। দর্শকসংখ্যার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। শিল্পী কেকে-র মৃত্যু নিয়ে মন্তব্য রাজ্যপালের। বিজেপির সুরে কথা বলছেন, পাল্টা তৃণমূল।


করোনার জন্য কোভিশিল্ড-কোভ্যাক্সিন টিকা নিলেও, দেওয়া যাবে করবেভ্যাক্স বুস্টার ডোজ, অনুমতি দিল ডিসিজিআই। বাড়াবে অ্যান্টিবডি, আশা চিকিত্সকদের।


ছ’দিন পর রাজ্যে করোনায় মৃত্যু। কেরল-কর্ণাটক-মহারাষ্ট্র-তেলঙ্গানা-তামিলনাড়ুকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের। গাজিয়াবাদে মাঙ্কি পক্স সন্দেহে বালিকার নমুনা সংগ্রহ।


টিটাগড়ের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে ২৪ বছরের নাইজিরিয় ফুটবলার গিসানের মৃত্যু। কীভাবে পড় গেলেন ওই ফুটবলার। তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।


শহরে ফের অঙ্গদানের নজির। ডোমজুড়ের বাসিন্দা সুজাতা প্রধানের অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের।  শুক্রবার রাতে ব্রেনডেথ হয় সুজাতা প্রধানের।  এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন তিনি।  সুজাতা প্রধানের লিভার ও কিডনি পাচ্ছেন এসএসকেএমে ভর্তি ২ রোগী।  হৃদযন্ত্র পাঠানো হচ্ছে শহরের একটি বেসরকারি হাসপাতালে, খবর সূত্রের।


কোভিড বাড়ছে। এই পরিস্থিতিতে কোনও ফেস্ট হবে না। পরে হলে হবে পুলিশের বিধি মেনে। জানিয়ে দিলেন, আরজিকর ও কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যু ঘিরে বিতর্কের আবহে ফেস্ট নিয়ে ধাক্কা খেলেন দুই কলেজের উদ্যোক্তারা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.