West Bengal News Live Updates: ‘কাল থেকে কোনও বেসরকারি স্কুলেই অফলাইন ক্লাস নয়’ নির্দেশ স্কুল কর্তৃপক্ষদের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
‘কাল থেকেই সব বেসরকারি স্কুলকে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস। কলকাতার বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের এমনটাই জানিয়ে দিল সরকার। সূত্রের খবর, ‘সরকারি নির্দেশিকার পরেও কেন বেসরকারি স্কুল খোলা? রাজ্য সরকারের এমনই প্রশ্নের মুখে পড়তে হয় বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে। সরকারি সিদ্ধান্ত মেনে কাল থেকেই অনলাইনে যাচ্ছে সাউথ পয়েন্ট। কী করবে কলকাতার বাকি বেসরকারি স্কুল? তৈরি হয়েছে ধোঁয়াশা।
দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে নাবালিকাকে ইভটিজিং, এরপর প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় বাড়িতে চড়াও হয়ে কটূক্তির অভিযোগ উঠল। অপমানে আত্মঘাতী নাবালিকা, দাবি পরিবারের। ঘটনায় এক নাবালক-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তৃণমূলের নতুন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি। পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি। ‘না জানিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক করা যাবে না। রাজ্য কমিটির বৈঠকে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী: সূত্র। সরকারি নিয়ম মেনে লাল বাতি-নীলবাতি ব্যবহার করতে হবে। লাল বাতি-নীল বাতির ব্যবহার নিয়ে কড়া নির্দেশ মমতার: সূত্র
ডিওয়াইএফআইয়ের কর্মসূচি ঘিরে কোচবিহার শহরে তুলকালাম। আজ জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিতে এলে পুলিশি বাধার মুখে পড়েন সিপিএমের যুব সংগঠনের সদস্যরা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে শুরু হয় ধস্তধস্তি। বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হন। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, বিনা প্ররোচনায় লাঠি চালায় পুলিশ। এসএসসি, পিএসসিতে স্বচ্ছ নিয়োগ-সহ একাধিক দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল বামপন্থীদের। যদিও পুলিশের দাবি, লাঠি চালানো হয়নি।
চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বউবাজার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমান থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পরীক্ষার হলে পৌঁছতে দেরি হয়েছিল ১০ মিনিট। সেজন্য CBSE দশমের ফাইনালে এক পরীক্ষার্থীকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় হাওড়ার আলমপুরের এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। দেরির কথা আগেই জানানো হয়েছিল স্কুলকে, দাবি পড়ুয়ার পরিবারের। স্কুল কর্তৃপক্ষের দাবি, বোর্ড যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।
ফের খাস কলকাতায় যুবককে কুপিয়ে খুন। পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে এলোপাথাড়ি কোপ। আটক ২। কী কারণে খুন, তদন্তে পুলিশ।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১। কলকাতায় কিছুক্ষণ বৃষ্টি, উত্তর দিনাজপুর, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
দলটাকেই তো তুলে দেবেন, উদয়ন-রবীন্দ্রনাথকে ভর্ত্সনা মমতার। ‘নিজেদের মধ্যে বিবাদ করবেন না, জেলা থেকে নেতা তুলে আনব। আর কত প্রচার চাই? দিনহাটার বিধায়ককে প্রশ্ন ক্ষুব্ধ নেত্রীর: সূত্র। আরামবাগ নিয়ে প্রচুর অভিযোগ পাওয়ায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। আরামবাগ নিয়ে অভিযোগ ওঠায় দায়িত্ব দেওয়া হল দিলীপ যাদবকে
বহরমপুরে কলেজ ছাত্রীকে খুনে ধৃত সুশান্ত চৌধুরীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। জেরায় জানা গেছে, খুনের অন্তত ২ সপ্তাহ আগেই সুশান্ত চলে এসেছিল বহরমপুরে। একটি মেস ভাড়া নিয়েছিল সে। এরপর ১৪ দিন ধরে সুতপার গতিবিধির ওপর নজর রেখেছিল সুশান্ত।
অমিত শাহ আসার আগেই বিজেপি বিধায়কদের মুখে ফের ‘বঙ্গভঙ্গ’। ‘উত্তরবঙ্গ আজও বঞ্চনা, শোষণের শিকার। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের জন্য মানুষের মধ্যে থেকেই দাবি উঠছে। উত্তরবঙ্গকে কি আলাদা রাজ্য করা সম্ভব ? বিজেপির জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেই দাবি তুলেছেন’ অমিত শাহ আসার আগে দাবি মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়কের
নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগ। ৬ বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ। স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হল বিজ্ঞপ্তি।
নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও, নোটিস দিল এসএসসি
তৃতীয় তৃণমূল সরকার গঠনের প্রথম বর্ষপূর্তিতে বাইপাসের ধারে নতুন অস্থায়ী অফিসে আজ তৃণমূলের রাজ্য কমিটির বৈঠক।
‘উত্তরবঙ্গ আজও বঞ্চনা, শোষণের শিকার। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের জন্য মানুষের মধ্যে থেকেই দাবি উঠছে। উত্তরবঙ্গকে কি আলাদা রাজ্য করা সম্ভব? বিজেপির জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেই দাবি তুলেছেন’ অমিত শাহ আসার আগে দাবি মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়কের
‘আমরা যা বলি তা করি। একদিনে ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছেছে। আমরা করেছি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার’
বিরোধীদের নিশানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কাল সৌরভের বাড়ি যেতে পারেন অমিত শাহ। নৈশভোজে সৌরভের বেহালার বাড়ি যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানের পরে সৌরভের বাড়ি যেতে পারেন অমিত শাহ
ফের চিদম্বরমের বিরুদ্ধে হাইকোর্টের সামনে বিক্ষোভ। কৌস্তভ বাগচী-সহ কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভ। এজলাসে হাজির না হলেও, ভার্চুয়ালি সওয়াল চিদম্বরমের। ‘কেন দুর্নীতি মামলায় অভিযুক্তপক্ষের পক্ষে সওয়াল কংগ্রেস নেতার?’ প্রশ্ন তুলে চিদম্বরমের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান কংগ্রেস নেতা-কর্মীদের।
যদি কেউ বলে বাংলায় যেও না, গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। নাম না করে অমিত শাহর সমালোচনায় তৃণমূল নেত্রী।
'যাঁরা বাম ছিল, তাঁরাই এখন বিজেপি হয়ে গিয়েছে।' ফের মমতার নিশানায় বামেরা।
'কোনও ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। কোনও রং দেখে বাংলায় বিচার হয় না’। মঞ্চ থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নেতাজি ইন্ডোরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। মা-বোনেরা আমাদের সমাজের গর্ব।' বললেন মুখ্যমন্ত্রী।
শূন্য পদ, পরীক্ষার তারিখ জানানো হবে বিজ্ঞপ্তিতে। নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও, নোটিস দিল এসএসসি।
নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগ। ৬ বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ। দ্রুত প্রকাশিত হবে নিয়োগ-বিজ্ঞপ্তি, জানাল স্কুল সার্ভিস কমিশন।
বহরমপুরে কলেজ ছাত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। করা হল ভিডিওগ্রাফি। এদিন কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে নিয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ।
প্রথমে ইভটিজিং, এরপর প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় নাবালিকার বাড়িতে চড়াও হয়ে কটূক্তির অভিযোগ। অপমানে আত্মঘাতী ১৬ বছরের কিশোরী, দাবি পরিবারের। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফের ঘটনা। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে চুঁচুড়ায় শুরু হল জনসংযোগ যাত্রা। ষণ্ডেশ্বর মন্দির ঝাঁট দিয়ে, গঙ্গাজল দিয়ে ধুয়ে জনসংযোগ যাত্রা শুরু করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
আজ ইএম বাইপাসে তৃণমূলের নতুন ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন পার্টি অফিসে এই প্রথমবার রাজ্য কমিটির বৈঠক বসছে।
আজ তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি। এই উপলক্ষে নেতাজি ইন্ডোরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক।
আজ সন্ধেয় শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শা-র। কাল সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক।
সন্ধেয় শিলিগুড়িতে অমিত শাহের জনসভায় যোগ দিতে সকালেই আলিপুরদুয়ার স্টেশনে ভিড় বিজেপি কর্মী-সমর্থকদের।
বীরভূমের মল্লারপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু। খুনের অভিযোগ তুলে দলেরই এক নেতার দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার। যদিও পুলিশের দাবি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই নেতার। মৃত কাজি নুরুল হাসান ওরফে আকাশ ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।
বিধানসভা ভোটের পর, দু’ দিনের সফরে আজ রাজ্যে আসছেন অমিত শাহ। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি, সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
একঘণ্টার ব্যবধানে খড়গপুর শহরে জোড়া ছিনতাইয়ের ঘটনা ঘটল। লুঠে বাধা দেওয়ায় মহিলাকে মারধরের অভিযোগ। গতকাল রাতে দুটি ঘটনাই ঘটে খড়গপুরের ওল্ড সেটলমেন্ট এলাকায়।
রাত ১১টার পরেও সাউন্ড বক্স বাজানোর অভিযোগকে কেন্দ্র করে ডোমজুড়ের বানিয়ারাতে একই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ। সরকারি নির্দেশ অমান্যের প্রতিবাদ করায় ক্লাব সভাপতি-সহ কয়েকজন সদস্যকে মারধর, আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চড়াও হয়ে ফের হামলার অভিযোগ। হাসপাতালের পাশাপাশি ভাঙচুর করা হয় অ্যাম্বুল্যান্স।
চলতি মাসে দেশজুড়ে আরও বাড়তে পারে বিদ্যুৎ সঙ্কট। সূত্রের খবর, এর ফলে কয়লা পরিবহণের জন্য আরও বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ২৪ মে পর্যন্ত প্রায় ১১০০ ট্রেন যাত্রা বাতিল। মেল এক্সপ্রেসের ৫০০টি সফর ও প্যাসেঞ্জার ট্রেনের ৫৮০টি সফর বাতিল করা হয়েছে।
ভোরবেলা মালদা শহরে শ্যুটআউট। ইংরেজবাজারের মহেশমাটি এলাকায় গুলিতে জখম আসগর শেখ নামে এক ব্যক্তি।
পার্ক সার্কাস ময়দানের মধ্যেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। বেনিয়াপুকুর থানার সঙ্গে তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডাদমন শাখা।
রাজ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য সেন্টিনেল সার্ভিলেন্স স্বাস্থ্য দফতরের। দেখা যাচ্ছে, বসিরহাট স্বাস্থ্য জেলায় বাড়ছে সংক্রমণ। সংক্রমণের হার বুঝতে চলতি মাসের ১৮-১৯ তারিখে ফের সমীক্ষা, জানিয়েছে স্বাস্থ্য দফতর।
গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে? উত্তরবঙ্গ সফরের আগে, অমিত শাহর নামে এমনই পোস্টার। ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের নামে শিলিগুড়ি ও কালিম্পঙে পোস্টার।
প্রেক্ষাপট
কলকাতা: বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও শিলিগুড়িতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠকও করবেন তিনি।
রাজ্যে 'ড্যামেজ কন্ট্রোলে' শাহ!
২১-এর বিধানসভা ভোটে ‘মিশন টু-হান্ড্রেড’ ব্যর্থ হয়েছে বিজেপি-র (BJP)। কলকাতা পুরসভায় ব্যর্থতা, রাজ্যজুড়ে ১০৭টি পুরসভার ভোটে পরাজয়, উপ নির্বাচনে জেতা আসন শান্তিপুরথেকে দিনহাটা এমনকি আসানসোল লোকসভাও হাতছাড়া হয়েছে। দলের মধ্যেই একের পর এক নেতা, রাজ্য নেতৃত্বেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অভিজ্ঞতা নিয়ে কথার লড়াই চলছে খোদ প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে।
সব মিলিয়ে বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) ডামাডোল। আর সেই আবহেই বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর পর, প্রথমবার বাংলায় আসছেন সভাপতি অমিত শাহ। একাধিক সরকারি অনুষ্ঠানের পাশাপাশি, দলীয় বৈঠকও করবেন তিনি, যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি বঙ্গ বিজেপির ডামাডোল সামাল দিতেই আসছেন অমিত শাহ? ড্যামেজ কন্ট্রোল করবেন বিজেপির চাণক্য? আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে ভোকাল টনিক দেবেন?
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৪ মে রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। পরের দিন সকালে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে যাবেন, BSF-এর অনুষ্ঠানে যোগ দিতে। ওই দিনই শিলিগুড়ি চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে মাঠে করবেন জনসভা। রাতে পাহাড়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ডাকা হতে পারে সুবাস ঘিসিংয়ের দল GNLF-কেও।
অমিতের আগমন নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অমিত শাহ দলের নেতাদের সঙ্গে মিটিং করতেই পারেন। এটা দলের ব্যাপার। কিন্তু, উনি কি আদি বিজেপি, পরিযায়ী বিজেপি আর তৎকাল বিজেপি সম্পর্কে কিছু জানেন? আসানসোলে হেরেছেন। বালিগঞ্জে জামানাত বাজেয়াপ্ত। দিলীপ বিজেপি আর সুকান্ত বিজেপির কজন দেখা করবে, তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে।"
রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক
বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "উনি আসবেন, বৈঠক করবেন। তৃণমূল আগাম অনেক কিছু ভাবে। ঠাকুরঘরে কে, আমি কলা খাইনি।"
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৬ মে সকালে কোচবিহারের তিন বিঘায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। ওই দিনই কলকাতায় ফিরে এসে, রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। রাতে ফিরে যাবেন দিল্লি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -