West Bengal News Live Updates: তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
চলন্ত ট্রেন থেকে ছবি তুলতে গিয়ে পড়ে গুরুতর জখম যাত্রী। কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর জখম কলকাতার যুবক। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শিলিগুড়ির একটি নার্সিংহোমে
গরমে তীব্র জলসঙ্কট। বোরো ধান চাষ করতে গিয়ে মাথায় হাত পড়েছে ইটাহারের চাষিদের। তাঁদের দাবি, প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সমস্যার কথা মেনে নিয়েছেন খোদ ইটাহারের তৃণমূল বিধায়ক। এদিকে, তৃণমূলের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগে সরব হয়েছে বিজেপি।
বীরভূমের কীর্ণাহারে রাস্তার ধার থেকে গাছ চুরির অভিযোগ। পুলিশি অভিযানে উদ্ধার হল বেশ কিছু গাছ। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে চলছে গাছ চুরি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, আইনমাফিক ব্যবস্থা নিয়েছে পুলিশ।
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে এক যুবক। এই অভিযোগে, মঙ্গলকোটের এক গৃহবধূ ও তাঁর পরিবারকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে মৃতের পরিজনদের বিরুদ্ধে। তার দু’দিনের মাথায় উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ। তবে কি সেই অপমানেই আত্মহত্যা? উঠছে প্রশ্ন
বৃষ্টির স্বস্তির মধ্যেই এবার ‘অশনি’-সংকেত! রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ ও রবিবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী মঙ্গলবার নাগাদ ঘুর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে।
চলন্ত ট্রেন থেকে ছবি তুলতে গিয়ে পড়ে গুরুতর জখম যাত্রী। কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর জখম কলকাতার যুবক। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শিলিগুড়ির একটি নার্সিংহোমে
বাংলার দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি লাভের কৃতিত্ব নিয়ে টানাপোড়েনের মাঝেই, আজ ভিক্টোরিয়ায় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ। অন্যদিকে, মুখ্যমন্ত্রী-সহ পুজো উদ্যোক্তা ও শিল্পীদের আমন্ত্রণ না জানানোয়, প্রতিবাদ সভা করল ফোরাম ফর দুর্গোত্সব। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পয়লা সেপ্টেম্বর মিছিল করবে ফোরাম। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে অমিত শাহ। অমিত শাহের জন্য নিরামিষ বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়েছে। শাহি ভোজের মেনুতে রয়েছে, ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির। শেষপাতে দই, রসগোল্লা, কাজু বরফি। জানা গিয়েছে, মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সমস্ত পদ রান্না করা হয়েছে।
এবিপি আনন্দর খবরের জের। খবর সম্প্রচারের পরই, জলপাইগুড়ির ঠাকুরনগরে সাহু নদীর চরে বেআইনি পার ভেঙে দিল সেচ দফতর। তবে বেআইনি নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
গরমের ছুটির মধ্যেই পরীক্ষা হল আলিপুরদুয়ারের পাঁচকোলগুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয়ে। পড়ুয়া ও অভিভাবকদের বক্তব্য, আগে পরীক্ষা হোক- এটাই চেয়েছিল সবাই। স্কুল কর্তৃপক্ষের দাবি, অভিভাবকদের আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এমন হল দেখা হচ্ছে, জানালেন জেলা বিদ্যালয় পরিদর্শক।
বহরমপুরে কলেজছাত্রী খুনের ঘটনায় এবার পথে নামছে কংগ্রেস। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে শনিবার থেকে আন্দোলন শুরু করছে তারা। জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ভোটের কথা ভেবে রাজনীতি করছে কংগ্রেস, পাল্টা তোপ তৃণমূলের।
সরকারের নির্দেশের পরও, অফলাইন ক্লাস চলল শহরের একাধিক বেসরকারি স্কুলে। অবশ্য, কেউ ফিরেছে অনলাইনে, কেউ কেউ গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশ ঘিরে বিক্ষোভের সুর শোনা গেছে অভিভাবকদের একাংশের মধ্যে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফর নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তিনি ট্যুইটে লিখেছেন, শ্রীযুক্ত অমিত শাহ, অনেক ঠকিয়েছেন আপনি। এখনও যদি আপনি উপলব্ধি না করে থাকেন তাই বলছি, আমাদের পবিত্র ভূমি থেকে আপনার বিভাজনের রাজনীতি সরিয়ে নিন। বাংলা সংঘবদ্ধই আছে। শেষে তাঁর কটাক্ষ, রাজনৈতিক পর্যটক আবার বাংলায় ফিরে এসেছেন।
‘বাংলার সমস্যা সমাধানে ৩৫৬ ধারা বা সিবিআই দাওয়াই নয়। এভাবে সমস্যার সমাধান হবে না।’ দলের নেতৃত্বের একটি অংশ দাবি করে ৩৫৬ ধারাই একমাত্র দাওয়াই, সূত্রের খবর
কেউ কেউ সিবিআইকে আরও সক্রিয় করে তোলার আর্জি জানান, সূত্রের খবর
বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কাশীপুরে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জানালেন অমিত শাহ।
কাশীপুরে বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু। মৃতদেহ চিহ্নিত করার জন্য বাড়িতে চিঠি পাঠানোর পর চিত্পুর থানার পুলিশ গিয়ে মৃতের পরিবারের সদস্যদের আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেল।
নতুন করে সিলেবাস তৈরি হচ্ছে প্রাথমিক-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের। নতুন সিলেবাস তৈরির কাজে হাত দিল রাজ্য শিক্ষা দফতর। ২০১১-য় তৈরি সিলেবাসকে আরও আধুনিক করার পরিকল্পনা। নতুন সিলেবাস তৈরির জন্য কমিটিতে ২২ জন সদস্য, ৯ জন মেন্টর। কমিটির প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগের সিলেবাস কতটা কার্যকর হয়েছে? জানতে ১৩০০ স্কুলে সমীক্ষা হবে। নতুন সিলেবাসকে আরও কর্মমুখী ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক করার চেষ্টা।
কাশীপুরে বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু। ‘আলিপুর কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ‘কম্যান্ড হাসপাতালের প্রধান চিকিৎসক বিশেষ দল গঠন করবেন। কল্যাণী এইমস-এর একজন চিকিৎসক উপস্থিত থাকতে পারেন। আরজি কর হাসপাতালের একজন বর্ষীয়ান চিকিৎসক থাকতে পারেন। গোটা ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে। দ্রুত ময়নাতদন্ত করতে হবে, নির্দেশ হাইকোর্টের। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।
দু'জনের সম্পর্ক বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে বচসা। তা থেকেই চলল গুলি। গুলিবিদ্ধ হল নিরীহ এক কিশোর। এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
দুই দুষ্কৃতীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতা। মিছিল করে গিয়ে থানায় দায়ের করলেন অভিযোগ। তাঁর দাবি, দুই দুষ্কৃতী দলেরই এক নেতার নাম করে তাঁকে হুমকি দেয়। যদিও ওই নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ মারধর করে জোর করে দেহ নিয়ে গিয়েছে। অভিযোগ মৃত অর্জুন চৌরিসিয়ার পরিবারের।
ব্যাঙ্কশাল কোর্টের ৬ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শোহন মুখোপাধ্যায়ের পরিবারের ওপর রাতে নজরদারি চালানোর গুরুতর অভিযোগ উঠল। ঘটনার জেরে তাঁর পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছেন। পরিবারের অভিযোগ, গত ৩ মে, রাত ১০টা থেকে ১টার মধ্যে তিনটি বাইকে ৬ জন নজরদারি চালায়। বাড়ির সামনে ঘোরাঘুরি করে। নেমপ্লেট থেকে নাম-ঠিকানা লিখে নিয়ে যায়। গতকাল রাতেও এক যুবক স্কুটারে এসে একইভাবে নজরদারি চালায়। ঘটনায় নিউআলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ জানিয়েছেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট। এরপরই তাঁর বাড়ির সামনে বসানো হল পুলিশ পিকেট। বসানো হবে সিসিটিভি ক্যামেরাও।
কাশীপুর থেকে নিউটাউনের হোটেলে পৌঁছলেন অমিত শাহ। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।
সঠিক তদন্ত হলেই সত্য উদ্ঘাটন হবে। মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।
বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কাশীপুরে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জানালেন অমিত শাহ।
‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদের অপব্যবহার করছেন। সিবিআই বেছে বেছে তৃণমূল নেতাদের টার্গেট করছে। সিবিআই নিরপেক্ষ থাকলে, শুভেন্দুকে আগে গ্রেফতার করুক?’
অমিত শাহকে পাল্টা কুণাল ঘোষের
কাশীপুরে বিজেপির যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যু। উদ্ধার ঝুলন্ত দেহ। কলকাতায় পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি কাশীপুরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত বিজেপির যুব মোর্চার নেতার পরিবারের সঙ্গে কথা বলার পর অমিত শাহ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে খুন করা হয়েছে অর্জুন চৌরাসিয়াকে। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু, কাশীপুরে ধুন্ধুমার। রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার। বিজেপি যুব মোর্চা নেতার দেহ উদ্ধার ঘিরে তুলকালাম
প্রায় সাড়ে ৫ ঘণ্টা পরিত্যক্ত ঘরের দরজা আটকে বিজেপি কর্মীদের বিক্ষোভ। দু’বার দেহ উদ্ধারে এসে ব্যর্থ হয়ে ফিরতে হয় পুলিশকে। জোর করে বাধা সরিয়ে দেহ ময়নাতদন্তের জন্য আরজি করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। গত পুরভোটেও মৃত যুবক কাজ করেছেন তৃণমূলের সঙ্গে, দাবি করেন অতীন। অতীন ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হাতাহাতি বেধে যায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে।
অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব: অমিত শাহ
কাশীপুরে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেহ নিয়ে যাওয়ার পরেও প্রবল উত্তেজনা কাশীপুর এলাকায়। রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে কাশীপুরের ঘটনার তদন্ত দাবি দিলীপ ঘোষের।
কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়াকে খুন করা হয়েছে, এই অভিযোগে হুগলির উত্তরপাড়ায় রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা।
"মৃত্যু হলেই রাজনৈতিক যোগ আসছে কেন? তদন্ত করতে দিন।' দাবি কুণাল ঘোষের
সাড়ে ৫ ঘণ্টা পর বিজেপি কর্মীদের বাধা সরিয়ে পুলিশ দেহ উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে।
কাশীপুরে অমিত শাহ আসবেন বলে দাবি করলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে।
কাশীপুরে বিপুল উত্তেজনা। এলাকায় দফায় দফায় মারামারি।
কাশীপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু, এলাকায় এলেন দিলীপ ঘোষ।
ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলছে সরকারি বাস, এই অভিযোগে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বেশিরভাগ সরকারি বাস রাস্তায় চলার অযোগ্য। এর ফলে যাত্রীরা অসুবিধার মুখে পড়ছেন, দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে বলে তাঁর দাবি। অবিলম্বে পদক্ষেপের আর্জি জানিয়ে দায়ের হয়েছে মামলা।
হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসে আগুন-আতঙ্ক। বিদ্যুতের তারের পোড়া গন্ধ, খালি করা হয়েছে এজলাস। তখন এজলাসে ছিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শর্ট সার্কিট থেকে পোড়া গন্ধ বলে অনুমান করা হচ্ছে।
বিজেপি নেতার রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের।
কাশীপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু। দেহ বের করতে বাধা স্থানীয়দের। তুমুল উত্তেজনা এলাকায়।
কাশীপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় উদ্বেগ প্রকাশ অমিত শাহের। কলকাতায় তাঁকে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করার নির্দেশ, খবর সূত্রের।
আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে।
ব্যাঙ্কশাল কোর্টের ৬ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শোহন মুখোপাধ্যায়ের পরিবারের ওপর রাতে নজরদারি চালানোর গুরুতর অভিযোগ। ঘটনার জেরে তাঁর পরিবার আতঙ্কে রয়েছেন। পরিবারের অভিযোগ, গত ৩ মে, রাত ১০টা থেকে ১টার মধ্যে তিনটি বাইকে ৬ জন নজরদারি চালায়। বাড়ির সামনে ঘোরাঘুরি করে। নেমপ্লেট থেকে নাম-ঠিকানা লিখে নিয়ে যায়। গতকাল রাতেও এক যুবক স্কুটারে এসে একইভাবে নজরদারি চালায়। ঘটনায় নিউআলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ জানিয়েছেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট।
আজ থেকেই বন্ধ করতে হবে অফলাইন ক্লাস। বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ সরকারের। শহরের বেশ কিছু স্কুলে আজও সশরীরে ক্লাস। আজ থেকেই অনলাইনে পড়ানো হবে সাউথ পয়েন্ট, ডিপিএস রুবি পার্কে। কাল থেকে গরমের ছুটি ফিউচার ফাউন্ডেশনে। ছুটি নিয়ে আজই সিদ্ধান্ত নেবে মডার্ন হাইস্কুল ফর গার্লস। গরমের ছুটি নিয়ে সরকারি নির্দেশিকার পরও কেন স্কুল খোলা? সরকারের প্রশ্নের মুখে বেসরকারি স্কুল।
কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার।
বড়বাজার নলিনী সেন রোডে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি ভাবে মজুত করা সোনা উদ্ধার করল শুল্ক দফতর। সূত্রের খবর, একটি দোকানে ওই সোনা মজুত রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ওই দোকানে হানা দেন শুল্ক দফতরের অফিসাররা। সূত্রের খবর, দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ৬৯ লক্ষ টাকা মূল্যের সোনা।
উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ১৮ বছরের তরুণের গুলিবদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, জিটি রোডে এর ১০ নম্বর রেলগেটের কাছে গতকাল রাতে ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ। মৃতের বাবার অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী গত কয়েকদিন ধরে তাঁর কাছে তোলা চাইছিল। তা না দেওয়ায় তাঁর ছেলেকে খুন করা হয়।
শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘায় কর্মসূচি অমিত শাহের। কোচবিহার থেকে বাগডোগরা হয়ে আসবেন কলকাতায়।
৩৬ বছরের আইনি লড়াইয়ে জয়। হাওড়ার এক স্কুলের শিক্ষিকার ২৫ বছরের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জয়ের আনন্দে কেঁদে ভাসালেন শিক্ষিকা। তাঁর ঘরে আসা কোনও প্রবীণ নাগরিককে খালি হাতে ফেরাতে পারেন না। মন্তব্য বিচরপতির।
উত্তর ২৪ পরগনার হাবড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে। মণ্ডল সভাপতি পদ থেকে সরানোর পরই জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ এক বিজেপি নেতার।
করোনাকাল চলে গেলেই সিএএ কার্যকর। শিলিগুড়িতে হুঙ্কার অমিত শাহের। শুধুই মিথ্যাচার, নাগরিক না হলে ভোট দিল কী করে? পাল্টা মমতা।
প্রেক্ষাপট
কলকাতা: ‘কাল থেকেই সব বেসরকারি স্কুলকে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস। কলকাতার বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের এমনটাই জানিয়ে দিল সরকার। সূত্রের খবর, ‘সরকারি নির্দেশিকার পরেও কেন বেসরকারি স্কুল খোলা? রাজ্য সরকারের এমনই প্রশ্নের মুখে পড়তে হয় বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে। সরকারি সিদ্ধান্ত মেনে কাল থেকেই অনলাইনে যাচ্ছে সাউথ পয়েন্ট। কী করবে কলকাতার বাকি বেসরকারি স্কুল? তৈরি হয়েছে ধোঁয়াশা।
সরকারি নির্দেশিকা অনুযায়ী গত ২ মে থেকেই গরমের ছুটি পড়ে গিয়েছে। হাঁসফাঁস গরমে ছাত্রছাত্রীদের সুবিদার্থে এই সিদ্ধান্ত নেয় সরকার। এগিয়ে আনা হয় গরমের ছুটি। তবে তার কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। তাপমাত্রাও খানিক নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি বিচার করে বেশ কিছু বেসরকারি স্কুল চলছিল অফলাইনেই। কলকাতার পাশাপাশি জেলাতেও চলছিল স্কুল। গরমের ছুটি পড়ার দিনও চলে পরীক্ষা।
পঞ্চম থেকে নবমের পরীক্ষা নিল নৈহাটির ৩টি স্কুল। নৈহাটির (Naihati) কাত্যায়নী গার্লস হাইস্কুল, নরেন্দ্র বিদ্যানিকেতন। পরীক্ষা নিল নৈহাটির প্রফুল্ল সেন গার্লস হাইস্কুল-ও। সরকারের নির্দেশে আজ থেকেই গরমের ছুটি পড়ার কথা। অথচ, সেই দিনেই পরীক্ষা। ‘কেন সরকারি নির্দেশ উপেক্ষা? ৩টি স্কুলকে পরীক্ষা অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ ডিআইয়ের। শিক্ষা দফতরে রিপোর্ট পাঠাচ্ছেন জেলা স্কুল পরিদর্শক।
আরামবাগেও চলে পরীক্ষা: পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা নিল আরামবাগের চাঁদুর হাইস্কুল-ও। সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ২টি পরীক্ষা নিল আরামবাগের স্কুল। গরমের ছুটি পরার দিনে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ''করোনার জন্য ২ বছর স্কুল বন্ধ ছিল, পরীক্ষা না নিলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে। এখন পরীক্ষা না হলেও আবার ৪৫দিন পিছিয়ে পড়বে ছাত্রছাত্রীরা।'' এসডিওর তরফে জানানো হয়েছে, ''ভ্যাকসিনেশনের জন্য অনেক স্কুলই খোলা আছে। কিন্তু কেন পরীক্ষা নেওয়া হল।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -