West Bengal News Live Updates: কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
দণ্ডি কেটে পাপের প্রায়শ্চিত্ত, বিজেপি যোগদানের (BJP) পাপ মুক্ত করতে দণ্ডি কেটে এসে তৃণমূলে যোগদান (TMC Join)। আর এমনই অভিনব যোগদান কর্মসূচি দেখল দক্ষিণ দিনাজপুর জেলা।
ফের সোনাপাচারকাণ্ডে পর্দাফাঁস।মায়ানমার থেকে কলকাতায় পাচারের আগেই শিলিগুড়ির কাছে পানকৌরি টোল প্লাজায় ধরা পরল ১৪ কেজি সোনা। যার বাজার মূল্য ৮ কোটি ৬১ লক্ষ ৪৬ হাজার টাকা। আটক ২। একজন পুরুষ একজন মহিলা।
কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। আজ কোচবিহার এক নম্বর ব্লকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। ফেরার পথে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের। তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় আসেন না বিধায়ক। তার জেরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি বিধায়ককে।
দিলীপ ঘোষ এদিন বলেন,' এখানে যে সরকার চলছে, তারা চায় না শান্তি থাকুক। কারণ এতেই তাদের রাজনৈতিক লাভ।'
নিয়োগ দুর্নীতিতে এবার ইডি-র চার্জশিটেই উঠে এল বিকাশ ভবনের নাম। রিষড়ায় অশান্তির কারণ নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল, চন্দননগর পুলিশ কমিশনারেট
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহকে চিঠি তৃণমূলের, গিরিরাজ সিংহের আপ্তসহায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তৃণমূলের।
এদিন বর্ধমানে শুভেন্দু বলেন, নো ভোট টু মমতা। তাড়াতেই হবে।' এরপর কিছুটা থেমে তিনি বলেন, আমাকে নরেন্দ্র মোদি একটা দায়িত্ব দিয়েছিল। আমি জয়েন করার পরেই, মমতাকে নন্দীগ্রামে হারাতে হবে, তিনি আমায় বলেছিলেন। এরপরেই সভার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পেরেছি না পারিনি ? এরপরেই ফের বলেন, বাকি একটা কাজ আছে, আমার একার দ্বারা হবে না। আপনাদের সাহায্য লাগবে। সেটা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। রাজি তো এরপরেই তিনি আওয়াজ তুলে বলেন, 'চোর চোর চোর, চোর ধরো।'
ভিন রাজ্য থেকে এসে নামী কোম্পানির নকল কয়েক লক্ষ টাকার প্রেসার কুকার ব্যাটারি ওভেন ইন্ডাকশন সহ আটক ৬।
রিষড়ায় যাওয়ার চেষ্টা আইএসএফ প্রতিনিধি দলের। কোন্নগর স্টেশনে তাদের আটকায় পুলিশ।
বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল শুভেন্দু অধিকারীর।
'পার্কিং ফি বৃদ্ধি মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে হয়নি, সিদ্ধান্ত যে স্তরে বা যাঁরাই নিয়ে থাকুন, সরকার বা দল অনুমোদন করে না', জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুড়মি আন্দোলনের জেরে বিপর্যন্ত রেল পরিষেবা। আজ হাওড়া থেকে বাতিল প্রায় ৭০টি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে অনেক ট্রেন। চরম ভোগান্তির শিকার রেলযাত্রীরা।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে যে কোনও আর্থিক খরচ সংক্রান্ত বিষয়ে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল রাজভবন।
পঞ্চায়েত ভোটের আগে মালদার রতুয়ায় তৃণমূল কংগ্রেসে ভাঙন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা। দল ছাড়লেন রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ টিপু সুলতান। দল ছাড়লেন বাহারাল গ্রাম পঞ্চায়েতের চারজন নির্বাচিত জনপ্রতিনিধি ও কয়েকশো কর্মীও। তবে, এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল সভাপতি।
ফায়ার ব্রিগেডের চাকরিতে জয়েনিং ঘিরে মির্জা গালিব স্ট্রিটে বিশৃঙ্খলা। দমকলের হেড অফিসের সামনে জয়েনিং লেটার হাতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, ২০১৮ সালে ফায়ার অপারেটর পোস্টের জন্য় পরীক্ষায় পাশ করেন তাঁরা। কিন্তু নিয়োগে জটিলতা তৈরি হওয়ায়, বিষয়টি আদালতের বিচারাধীন ছিল। এরইমধ্য়ে হাইকোর্টের তরফে প্য়ানেল যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। নতুন করে প্য়ানেল প্রকাশ করে সরকার। চাকরিপ্রার্থীদের দাবি, ৫০০ জনের ওপর জয়েনিং লেটার পেয়েছে। মেডিক্য়াল টেস্টও হয়ে গেছে। তবে এখনও কাজে যোগ দিতে পারেননি তাঁরা।
জমিজমা নিয়ে ২ ভাইয়ের বিবাদ, বোমাবাজিতে হাত উড়ল বাবার! ২ ভাই ভালুকা পঞ্চায়েতের তৃণমূল সদস্য। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় চাঞ্চল্য। জখম ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তর দিনাজপুরের হেমতাবাদে অজ্ঞাত পরিচয়ের মুণ্ডহীন মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য়। হেমতাবাদের টিটিহি কালীতলা এলাকা থেকে উদ্ধার হয় দেহ। সেটি কার? কী পরিচয় মৃতের? তা খতিয়ে দেখছে হেমতাবাদ থানার পুলিশ।
হাওড়ায় পাণ্ডে ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের ঘটনায়, অভিযুক্তদের স্থাবর, অস্থাবর সম্পত্তি মিলিয়ে আরও ১১৮ কোটি ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ED। ED-র তরফে দাবি, এই নিয়ে মোট বাজেয়াপ্ত হয়েছে ২৩৯ কোটি ২৯ লক্ষ টাকার সম্পত্তি। গত বছরের অক্টোবর মাসে, শিবপুরের একটি বহুতলের গ্যারাজে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ২০ লক্ষ টাকা ও সোনার গয়না। এরপর মন্দিরতলায় পাণ্ডেদের ফ্ল্যাটে হানা দিয়ে, ৫ কোটি ৯৫ লক্ষ টাকা পায় পুলিশ।
একই দিনে পরপর তিন তৃণমূল নেতা খুন। নদিয়ার হাঁসখালি আর কোচবিহারের শীতলকুচিতে হাড়হিম করা হত্যাকাণ্ড। শীতলকুচিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য়, তাঁর স্বামী ও এক মেয়েকে কুপিয়ে খুন। বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পশ্চিম বন্দর থানা এলাকায় আগুন। কলকাতা পুরসভার ৮০নং ওয়ার্ডে আগুন। ব্রুকলেন গোডাউন সংলগ্ন ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন।
বিধাননগর পুরসভার ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের। বেআইনি নির্মাণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না, জানাল আদালত। বেআইনি নির্মাণ হয়ে চলেছে, আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে, প্রতিক্রিয়া আদালতের। ৩০ দিনের মধ্যে বিধান নগর পুরসভা কে বেআইনি নির্মাণের বিষয়ে পদক্ষেপ নিতে হবে, নির্দেশ ডিভিশন বেঞ্চের। ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ আছে, যার মধ্যে ২০টি সিঙ্গল স্টোরেজ বিল্ডিং। ১৫ মে মামলার পরবর্তী শুনানিতে রিপোর্ট পেশের নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
বকেয়া DA-র দাবিতে ৭১ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। তাঁদের দাবি, স্থায়ী অর্ডার না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এদিকে, রাজ্য সরকারকে চাপে রাখতে সোম ও মঙ্গল দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
SSC নিয়োগ-দুর্নীতি মামলায় এবার গুগলকে চিঠি পাঠাল সিবিআই
দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হলেন এক তৃণমূল নেতা। নদিয়ার হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়া গ্রামে চাঞ্চল্য। নিহত তৃণমূল নেতার নাম আমোদ আলি বিশ্বাস। নিহত রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি পদে ছিলেন। বাজারে চায়ের দোকানে বসে থাকার সময় দুষ্কৃতী দলের পরপর গুলি। প্রাণ বাঁচাতে পালানোর সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলিবৃষ্টি।
পুরসভায় চাকরি দেওয়ার নামে এবার হার্ডডিস্কে ১২ কোটির হিসেব। অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে ইডি।
সেই হার্ড ডিস্কেই একটি ফোল্ডারে ১২ কোটির হিসেব মিলেছে বলে দাবি ইডি-র। সেখানে নাম এবং টাকার অঙ্ক লেখা আছে বলে দাবি ইডি-র। কোন পুরসভায়, কত টাকা নিয়ে কীভাবে চাকরি হয়েছে তাও লেখা আছে বলে দাবি ইডি-র।
এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় গুগলকে চিঠি সিবিআই-এর। ২টি ওয়েবসাইট সম্পর্কিত তথ্য জানতে চেয়ে গুগলকে চিঠি। পর্ষদের নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, যারা টাকা দিয়েছিল নকল ওয়েবসাইটে তাদের নাম তুলে দেওয়া হয়েছিল, দাবি সিবিআই-এর।
কুড়মি অবরোধের জেরে বাতিল হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, বাতিল লোকমান্য তিলক টার্মিনাস-রাঁচি এক্সপ্রেস, চলছে না ভাস্কো ডা গামা জশিডি এক্সপ্রেস, আলাপুঝা ধানবাদ এক্সপ্রেস, বাতিল সেকেন্দ্রাবাদ পাটনা স্পেশাল।
চৈত্রের শেষে প্রচণ্ড তাপে পুড়ছে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। ৩-৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০ থেকে ১৫ এপ্রিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সোমবারের পর রাজ্য়ের ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা থাকতে পারে।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে যে কোনও আর্থিক খরচ সংক্রান্ত বিষয়ে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল রাজভবন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন রাজ্য-রাজনীতি উত্তাল, তখন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক কার্যকলাপের ওপরে নজর রাখার সিদ্ধান্ত নিল রাজভবন। নির্দেশ দেওয়া হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে আগে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে।
দাবি আদায়ে ক্রমশই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে কুড়মি সমাজ। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে লাগাতার রেল, সড়ক অবরোধ। অবরোধে সামিল মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোও। অবরোধের জেরে বিঘ্নিত রেল পরিষেবা।
অযোগ্যদের পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখে, বেধে দেওয়া হত ঘুষের রেট! নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে আদালতে পেশ করে এমনই দাবি করল সিবিআই। কিন্তু এ কাজে কুন্তলকে মদত দিত কোনও প্রভাবশালী? এই প্রশ্ন যত জোরাল হচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপের পারদ।
কেন্দ্রীয় বাহিনী ছাড়া কখনওই অবাধ ও স্বাধীন ভোট এখানে হতে পারে না। সুপ্রিম কোর্টে মামলা খারিজ হওয়ার পর বললেন শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণভাবে, একই দাবি তুলেছে DA-র দাবিতে সরব হওয়া সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী না থাকলে, পঞ্চায়েত ভোট বয়কট করবে তারা।
সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই পরপর দোকান। বিকেল থেকে প্রায় ৩ ঘণ্টা শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ থাকল ট্রেন চলাচল।
প্রেক্ষাপট
কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, রামনবমীর (Ram Navami) অশান্তি এড়াল হনুমান জয়ন্তী। কলকাতা, হুগলি, ব্যারাকপুরে রুট মার্চ। লেকটাউন, একবালপুর-চষে বেড়ালেন রাজ্যপাল।
রামনবমীর অশান্তি এড়াতে এবার পথে নামলেন খোদ রাজ্যপাল (Governor)। চষে বেড়ালেন উত্তর থেকে দক্ষিণ কলকাতা।
হনুমানজয়ন্তীতে রাজপথে রাজ্যপাল। প্রশংসায় দিলীপ-লকেট। মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় যেখানে মিছিল নেই, সেখানে নিয়ে যাওয়া হয়, আক্রমণে শুভেনদু। ফের প্রকাশ্যে বিজেপির সার্কাস, পাল্টা কুণাল।
মাত্র ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামতেই উধাও অশান্তি। বাহিনী না পেলে পঞ্চায়েত ভোটে (Panchayet Election) অংশ নয়, হুঁশিয়ারি সংগ্রামী মঞ্চের। কোর্টে যাওয়ার প্রস্তুতি।
রিষড়ার পর বাঁশবেড়িয়া। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে যাওয়ার পথে ফের লকেটকে পুলিশের বাধা, গো ব্যাক স্লোগান। শুধু নাটক, কটাক্ষ তৃণমূলের।
হনুমান জয়ন্তীতেও বাঁশবেড়িয়ায় অস্ত্র হাতে মিছিল। বেশ কয়েকজনকে আটক।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই স্বমহিমায় শাসক-বিরোধী। হাঁসখালি থেকে বাঁকুড়া, মঙ্গলকোট-খুনের হুমকি থেকে বিরোধীদের চামড়াতোলার দাওয়াই!
কুন্তলের মুখে ফের অভিষেকের সুর। এতদিন এজলাসে আসছেন, আগে বলেননি কেন? প্রশ্ন বিচারকের।
কার নম্বর কত বাড়াতে হবে, সেই অনুযায়ী রেট! কুন্তল-শান্তনুদের বিরুদ্ধে দাবি সিবিআইয়ের। কুন্তল একাই তোলে ১০০ কোটি, চার্জশিটে বিস্ফোরক ইডি।
এবার উচ্চশিক্ষায় রাজভবনের নজরদারি। সরকার মারফত নয়, আর্থিক বিষয়ে নিতে হবে অনুমতি। প্রতি সপ্তাহে রিপোর্ট। আইনি পরার্মশ নিচ্ছে উচ্চ শিক্ষা দফতর।
পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) খারিজ শুভেনদুর মামলা। হাইকোর্টের (High Court) রায়ই বহাল । নির্বাচন করতে কমিশনকে আটকাতে পারি না, মন্তব্য প্রধান বিচারপতির।
গ্রামবাসীদের হয়রানির অভিযোগ তুলে ইসলামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূল নেতার তাণ্ডব। খবর সম্প্রচারের পরেই গ্রেফতার।
ডিএ-জট (DA Agitation) কাটাতে হস্তক্ষেপ হাইকোর্টের। ১৭ এপ্রিলের মধ্যে কর্মীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ। ইতিবাচক সমাধান সূত্র বেরোক, মন্তব্য আদালতের।
বকেয়া ডিএ-র দাবিতে ফের পেন ডাউন। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা, অপেক্ষা করতে পারছেন না? প্রশ্ন আদালতের। মুখ্যমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ, বললেন আন্দোলনকারীরা।
শক্তিগড়ে শ্যুটআউটের পর ফের ইডির নজরে সিবিআইয়ের (CBI) কাছে নিখোঁজ আব্দুল লতিফ। গরু পাচার মামলায় চলতি সপ্তাহেই দিল্লিতে হাজিরার নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -