West Bengal News Live Updates: জাদুঘর শুটআউটের ঘটনায় এল ময়নাতদন্তের রিপোর্ট, সেন্সর ইস্যুতে বিস্ফোরক কুণাল
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
সিবিআই তদন্ত চেয়ে কাল হাইকোর্টে যাচ্ছে পরিবার। আজাদগড়ে মৃত যুবকের বাড়িতে বিরোধী দলনেতা। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। 'পুলিশের মারে মৃত্যু ভাইয়ের, পুলিশ কী তদন্ত করবে? পুলিশ বেরনোর ফুটেজ দেখাচ্ছে, থানায় ঢোকার ফুটেজ কেন প্রকাশ্যে আনছে না?' পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আজাদগড়ের মৃত যুবকের পরিবারের। যুবকের বাড়িতে গেল লালবাজারের একটি দল।
গল্ফগ্রিনেকাণ্ডে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। সিবিআই তদন্ত চেয়ে আগামীকাল হাইকোর্টে যাচ্ছে পরিবার।
গরুপাচার মামলায় সোমবার কি সিবিআই দফতরে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। রবিবার রাত পর্যন্ত কাটল না ধোঁয়াশা। এ দিন যদি বোলপুর থেকে চিনার পার্কে এসে পৌঁছেছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে তাঁর হাজিরা দেওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কারণ এখনও পর্যন্ত হাজিরা দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা।
কলকাতায় এসে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবেকলকাতা পুলিশের বাধার মুখে পড়তে হয়, সেভাবেই অসমে সিআইডি-কে বাধার মুখে পড়তে হয়, যেভাবে তৃণমূল চলে-সেভাবেই বিজেপি চলে, ঝাড়খণ্ডের তদন্ত ইস্যুতে বিস্ফোরক সুজন চক্রবর্তী।
ষড়যন্ত্রের কথা বলায় আগেই সতীর্থদের তোপের মুখে পড়েছেন তিনি। এ বার পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের দাবি নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও । তাঁর মতে, বার বার হেঁয়ালি না করে আসল সত্য প্রকাশ করে দেওয়া উচিত পার্থর। মদনের মতে আজ না হোক কাল, আসল সত্য বেরিয়ে আসবেই। তাই গুরুত্ব দিয়ে পরিস্থিতি বোঝা উচিত পার্থর। টাকা কোথা থেকে এল বলে দেওয়া উচিত।
আগামীকাল ভবানী ভবনে তলব গুয়াহাটির ব্যবসায়ীকে। ভিনরাজ্য গিয়ে ঝাড়খণ্ড বিধায়ক গ্রেফতারির ঘটনায় বাধার মুখে সিআইডি।
রাজ্যে গত ২৪ ঘন্টায় কমল কোভিড সংক্রমণ। পাশাপাশি কমল কোভিডে মৃত্যুর সংখ্যাও। রাজ্যের গত ২৪ ঘন্টায় কোভিড বুলেটিন অনুযায়ী, বাংলায় কোভিডের মৃত্যুর সংখ্যা ২। পাশাপাশি বাড়ল সুস্থতার হারও। সুতরাং রাজ্যের কোভিড গ্রাফে ভাল খবরই উঠে এল রবিবার। রাজ্য কোভিড বুলেটিন সূত্রে খবর, রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। গত ৪৮ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৭৩৮ জন। সুতরাং কোভিড সংক্রমণের হার নিঃসন্দেহভাবে কিছুটা হলেও কমেছে।
মালদায় বাড়িতে ইলেকট্রিক বিল দেওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে বিবাদ। আর সেই বিবাদকে কেন্দ্র করে বাবাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুরের ইমাম জাইগির গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের নাম মোজাহার শেখ বয়স (৬২)বছর। অভিযুক্ত ছেলে সেন্টু শেখ। ঘটনার পরেই অভিযুক্ত ছেলে পলাতক।
আইকোর থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে একের পর এক কটাক্ষ করেছেন কুণাল ঘোষ । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে পার্থ গ্রেফতার হতেই সেই নিশানা আরও বাড়িয়ে দেন তিনি। আর এবার এনিয়ে দলের নিষেধাজ্ঞার পথে পড়লেন তৃণমূলের মুখপাত্র । এরপরেই সেন্সর ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি বললেন 'বোরোলিন মেখে চলি'।
বালিগঞ্জ সার্কুলার রোডে ভয়াবহ দুর্ঘটনা । বেপরোয়া গতিতে পথচারীকে ধাক্কা বহুমূল্য, বিলাসবহুল গাড়ির। তার নীচে পড়ে পিষে মৃত্যু মহিলার । ঘাতক গাড়িতে চালকের আসনে এক মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে। ঘাতক গাড়িটি এজেসি বোস রোড থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে ধেয়ে আসছিল। তখনই দুর্ঘটনা ঘটে।
‘রঞ্জিতকুমার সারেঙ্গির শরীরে অন্তত পাঁচটি গুলি লেগেছিল’।এসএসকেম-ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ।
রবিবার হলেও আজ জাদুঘরে দর্শকের সংখ্যা যথেষ্টই কম। সিআইএসএফ-কাণ্ডের (CISF) পর আগ্নেয়াস্ত্র নিয়ে দর্শকের কাছে আর থাকা যাবে না, বলে জানিয়েছে, জাদুঘর কর্তৃপক্ষ। উল্লেখ্য, পার্কস্ট্রিট জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে গুলিবর্ষণকাণ্ডে ইতিমধ্যেই থমথম গোটা এলাকা। স্বাভাবিকভাবেই আজ তাই ছুটির দিনেও অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম কলকাতার জাদুঘরে।
রেল পুলিশের পরিচয় দিয়ে হোটেল থেকে টাকা আদায় করতে গিয়ে ধরা পরল এক প্রাক্তন রেল পুলিশ আধিকারিক ও তার গাড়ি চালক। এক মাস আগে তিনি অবসর নিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বাসকোপা এলাকায়। সঞ্জয় দত্ত অভিযোগ করেন যে শনিবার রাতে একটি সরকারি গাড়ি তাতে পুলিশ লেখা হোটেলের সামনে দাঁড়ায় এবং তিনি রেল পুলিশের পরিচয় দিয়ে হোটেল থেকে পাঁচ হাজার টাকা দাবি করে।
ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডুমা বাওর একদিকে গদাধর পুর আর একদিকে সভাইপুর। এই দুই গ্রামের মধ্যে ডুমা বাউর। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, এই ডুমা বাউরের উপর দিয়ে একটি ব্রিজ বা বাঁশের সাঁকো হলে গ্রামবাসীরা উপকৃত হয়। গ্রামবাসীদের পক্ষ থেকে পঞ্চায়েত, এমপি, বিধায়কের কাছে জানানো সত্বেও এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি।
দিঘায় বেড়াতে এসে পর্যটকের মৃত্যু । মৃত পর্যটকের নাম কল্যাণ দাস। । বন্ধুবান্ধবদের সঙ্গে গতকাল দিঘায় বেড়াতে আসেন। ।কল্যাণ বাবু একাই সমুদ্রস্নানে নেমে যান। তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকাকে মৃত বলে ঘোষণা করে। কল্যাণ তার পরিবারের একমাত্র সন্তান বলে জানা গেছে ।
গতকাল এলোপাথাড়ি গুলি চলার পর আজ রবিবার হলেও দর্শকের সংখ্যা যথেষ্ট কম। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা আগ্নেয়াস্ত্র হাতে দর্শকদের কাছে থাকবেন না, সিদ্ধান্ত জাদুঘর কর্তৃপক্ষের।
গল্ফ গ্রিনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের। সিবিআই তদন্তের দাবিতে কাল হাইকোর্টে যাচ্ছে মৃতের পরিবার। ‘পুলিশের মারে মৃত্যু ভাইয়ের, পুলিশ কী তদন্ত করবে?’
পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে নতুন তথ্য, ‘ঘাতক জওয়ানের নিশানায় ছিলেন ৪ জন’।
গরু পাচার মামলায় ফের সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। কাল নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। ইমেল করে সিবিআইকে জানিয়েছেন, দাবি বীরভূমের তৃণমূল জেলা সভাপতির।
হাওড়ার টিকিয়াপাড়ায় জলের ট্যাঙ্কে ফেলে শিশুকে খুনের অভিযোগে তার জেঠিমাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে স্পষ্ট হয়, শিশুকে আবাসনের বাইরে আনা হয়নি। এরপর বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় জেঠিমাকে।
SSC দুর্নীতিকাণ্ডে এবার পথে নামল আম আদমি পার্টি। রামলীলা পার্ক থেকে শুরু হয় মিছিল। শেষ হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিছিলে সামিল হয়েছেন আপের কর্মী, সমর্থকরা। আগামীদিনে রাজ্যের প্রতিটি জেলায় SSC দুর্নীতিকাণ্ডে প্রতিবাদ মিছিল হবে বলে জানিয়েছে আপ নেতৃত্ব।
'বাঁকুড়া জেলা ভাগ মানছি না, মানব না', এই স্লোগান তুলে এবার রাস্তায় নেমে শুরু হয়েছে আন্দোলন। আজ বাঁকুড়া জেলা ভাগ প্রতিরোধ মঞ্চের ডাকে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে তাঁরা জেলা ভাগের বিরোধীতা করে বাঁকুড়া শহরে মিছিল করে।
কলকাতা পুলিশের তৎপরতায় জাদুঘরকাণ্ডে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা। পুলিশ সূত্রে খবর, ঘাতক জওয়ানের দায়িত্বেই ছিল CISF-এর অস্ত্রভাণ্ডার। তার চাবিও ছিল অক্ষয়কুমার মিশ্রর কাছে। যে বিল্ডিংয়ে অক্ষয় লুকিয়ে ছিলেন, সেখানেই রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বুলেট ঠাসা CISF-এর অস্ত্রভাণ্ডার। পুলিশ সূত্রে খবর, সেক্ষেত্রে আত্মসমর্পণের বদলে ওই জওয়ান সংঘাতে গেলে বড় বিপর্যয় হতে পারত। বিপর্যয় ঠেকাতে বারবার ফোনে কথা বলে আত্মসমর্পণের জন্য বোঝানো হয় ঘাতক জওয়ানকে। প্রথমে অক্ষয়ের ধারণা হয়, পুলিশ তাঁকে গুলি করবে। পুলিশ বিনা অস্ত্রে কাছে যাওয়ার প্রতিশ্রুতি দিলে কথা বলতে রাজি হন অক্ষয়। তাঁর সব কথা শোনা হবে বলে আশ্বস্ত করার পর আত্মসমর্পণ। খবর পুলিশ সূত্রে।
আমোদপুর-কাটোয়া রেলপথে ট্রেন বাড়ানোর দাবিতে বীরভূমের লাভপুরে স্থানীয়দের বিক্ষোভ। স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সই করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল-সহ প্রায় ৩ হাজার মানুষের। ২০১৮ সালে আমোদপুর-কাটোয়া ন্যারোগেজ লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করা হলেও, সারাদিনে এই লাইনে একটিমাত্র ট্রেন আসা-যাওয়া করে। এই পরিস্থিতিতে অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডের নেপথ্যে কি ছুটি সংক্রান্ত ক্ষোভ? ভারতীয় জাদুঘর সূত্রে পাওয়া তথ্যে তেমনই ইঙ্গিত। সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ ছাড়াও CISF-এর হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রর নিশানায় ছিলেন ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার, এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গি ও এক কনস্টেবল।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সরকারি চাকরি-প্রতারণার অভিযোগে গণধোলাইকাণ্ডে গ্রেফতার ৫। ধৃতদের আজই আদালতে পেশ। সরকারি চাকরি-প্রতারণার অভিযোগে গতকাল ভগবানপুরের কোটবাড় গ্রামে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বাড়িতে চড়াও হন চাকরিপ্রার্থীরা। তৃণমূল নেতাকে না পেয়ে তাঁর স্ত্রী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা ও ছেলেকে বেধড়ক মারধর করা হয়। বাড়িতেও চলে ভাঙচুর। ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ।
রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাটের অভিযোগ। খবর পেয়ে পঞ্চায়েত অফিসে আসেন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মীরা। তারা পঞ্চায়েত অফিসে তালাও লাগিয়ে দেন। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের এহেন ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে জখম CISF-এর অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ এসএসকেএম হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ডান হাতের কনুইয়ের নীচে গুলি লাগলেও তা হাত ফুঁড়ে বেরিয়ে যায়। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ক্ষতিগ্রস্ত মাংসপেশীর চিকিত্সা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। ট্রমা কাটলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। খবর সূত্রের।
ভারতীয় জাদুঘরের CISF ব্যারাকে থাকতেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। এলাকায় পরিচিত ছিলেন মিশ্রজি নামে। আশপাশের চায়ের দোকানে এসে গল্পও করতেন। তাঁকে ভালো লোক হিসেবেই চিনতেন স্থানীয়রা। ছুটি পাওয়া নিয়ে ক্ষোভ ছিল, সে কথা প্রকাশও করে ফেলতেন, দাবি স্থানীয়দের। তবে ওই জওয়ান যে এভাবে তাণ্ডব চালিয়েছেন, তা জেনে হতবাক পরিচিতরা।
জেলে দ্বিতীয় রাত চুপচাপ কাটালেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিকেলে তাঁর সঙ্গে দেখা করতে আসেন মহিলা আইনজীবী। রাতে রুটি, ডাল, তরকারি খান পার্থ। জেলে এসে প্রথম রাতে তাঁর মুখে রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপ শোনা গেলেও, গতকাল চুপচাপই ছিলেন প্রাক্তন মন্ত্রী। জেল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলেছে। বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন জেল হাসপাতালের চিকিত্সকরা।
রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাটের অভিযোগ। খবর পেয়ে পঞ্চায়েত অফিসে আসেন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মীরা। তারা পঞ্চায়েত অফিসে তালাও লাগিয়ে দেন। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের এহেন ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শনিবার রাত ৯টা নাগাদ ছুটির দিনেও কেন পঞ্চায়েত অফিস রাত পর্যন্ত্য খোলা? খোঁজ নিয়ে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন ভেতরে তখনও পঞ্চায়েতের কর্মীরা তারা কাজ করছেন। স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের দল যেহেতু জেলায় রয়েছে, সেইজন্য তথ্য প্রমান লোপাটের কাজ চলছিল। পরবর্তী কালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে পাখিরালয়ে ঘুরতে এসে নৌকাডুবি। এক পর্যটকের মৃত্যু। একজন এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগর থেকে ৪ জন পর্যটক গতকাল পূর্বস্থলীর পাখিরালয়ে ঘুরতে আসেন। নৌকা ভ্রমণের সময় সেটি উল্টে তলিয়ে যান মাঝি-সহ পর্যটকরা। স্থানীয়রাই মাঝি-সহ ২ পর্যটককে উদ্ধার করে। পরে একজনের মৃতদেহ উদ্ধার হয়। সকাল থেকে ফের তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নৌকার মাঝির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাদুঘরে এলোপাথাড়ি গুলি। রাতে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। পরে নিউ মার্কেট থানায় গিয়ে তারা CISF-এর গাড়িটিকেও পরীক্ষা করে। অন্যদিকে, ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডের পরেই উল্টোদিকে MLA হস্টেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের QRT ভ্যান। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য।
জাদুঘরে বার্স্ট ফায়ার, মৃত ১, আহত ১। ‘দুই-আড়াই মাস ধরে ইন্সপেক্টরের হাতে হেনস্থার শিকার’। বিরক্ত হয়ে গুলি চালিয়েছি, দাবি ধৃত সিআইএসএফ জওয়ানের। ১৫ রাউন্ড গুলি চালানো হয়, জানিয়েছেন পুলিশ কমিশনার।
পাথরপ্রতিমার অচিন্ত্যনগরে সাপের কামড়ে আট বছরের শিশুর মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করানো হয়। অভিযোগ, দীর্ঘ সময় পর ওঝা জানান, তিনি কিছু করতে পারবেন না। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর, ওঝাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শনিবার, পাথরপ্রতিমা থানায় শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওঝাকে। এখনও বহু জায়গাতেই কুসংস্কারের ঘোর কাটেনি, সচেতনতা বাড়াতে হবে, বলছেন পাথরপ্রতিমার এক বিজ্ঞানকর্মী।
ছেলেমেয়েকে বাঁচাতে চাইলে দিতে হবে ৩০ লক্ষ টাকা। পুলিশে খবর দিলে কেউ রক্ষা করতে পারবে না। একই নম্বর থেকে এমন হুমকি ফোন করা হচ্ছে বলে অভিযোগ দুই পরিবারের। চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। আটক এক সন্দেহভাজন।
শনিবারের শহরে হাড়হিম করা ঘটনা! সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে নিহত CISF-এর এক ASI। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাদুঘরের কর্মীরা। পার্কস্ট্রিটের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে দু’মাস আগে পার্কসার্কাসের গুলির ঘটনা।
ভরসন্ধ্যায় পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে বার্স্ট ফায়ার। সিআইএসএফ ব্যারাকে একে ফর্টি সেভেন থেকে চলল অন্তত ১৫ রাউন্ড গুলি। নিহত ASI, আহত অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট। দেড় ঘণ্টার টানটান উত্তেজনা পর গ্রেফতার হামলাকারী হেড কনস্টেবল।
প্রেক্ষাপট
কলকাতা: ব্যস্ত শহরে (Kolkata) ফের শ্যুটআউট (Shootout)! বার্স্ট ফায়ারের শব্দে কেঁপে উঠল ভারতীয় জাদুঘর (Indian Museum)। সিআইএসএফ (CISF) ব্যারাকে AK-47 থেকে চলল অন্তত ১৫ রাউন্ড গুলি। সহকর্মীর গুলিতে প্রাণ গেল এক ASI-এর। গুলিবিদ্ধ হলেনে এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট। দেড় ঘণ্টার টানটান উত্তেজনা পর গ্রেফতার করা হল হামলাকারী হেড কনস্টেবলকে।
ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ। জাদুঘরের ভিতর আশুতোষ শতবার্ষিকী হলের কাছে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ Central Industrial Security Force বা CISF-এর ক্যাম্প। ডিউটি শেষ করে সেখানেই জড়ো হয়েছিলেন জওয়ানরা। সূত্রের দাবি, হঠাত্ই AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। তাঁর গুলিতে মৃত্যু হয় CISF’র ASI রঞ্জিতকুমার সারেঙ্গির। গুলিবিদ্ধ হন সুবীর ঘোষ নামে CISF-এর অ্যাসিন্ট্যান্ট কমান্ডান্টকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। ঘটনার পরই এলাকায় ছুটে আসে পুলিশ ও বিপর্যয়য় মোকাবিলা বাহিনী। আসেন কলকাতা পুলিশের কমিশনার। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় দেড় ঘণ্টার টানটান উত্তেজনা চলার পর, রাত ৮টা নাগাদ অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ।
এক সেন্ট্রির কাছ থেকে রাইফেল ছিনিয়ে পরপর অন্তত ১৫ রাউন্ড গুলি চালিয়েছেন CISF-এর হেড কনস্টেবল। প্রায় দেড় ঘণ্টার ‘অপারেশন মোজো’য় বাগে আনা হল হামলাকারীকে। কেন এভাবে গুলি চালালেন অভিযুক্ত? তদন্তে লালবাজার।
শনিবারের শহরে হাড়হিম করা ঘটনা! সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে নিহত CISF-এর এক ASI। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাদুঘরের কর্মীরা। পার্কস্ট্রিটের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে দু’মাস আগে পার্কসার্কাসের গুলির ঘটনা।
সেটিং-মন্তব্য নিয়ে মুখ খুললেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। দলীয় বিধায়কের মন্তব্যে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপির অনেকেই। কটাক্ষ করেছে তৃণমূলও। যদিও, তিনি এই ধরনের কোনও মন্তব্যই করেননি বলে দাবি তাপসী মণ্ডলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -