West Bengal News Live: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর ঘূর্ণাবর্ত! আগামী ৩ দিন রাজ্যজুড়ে বৃষ্টি
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে ভোটে জয়ের শংসাপত্র আটকে রাখার অভিযোগে তুলেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে, তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের ISF সমর্থিত জয়ী নির্দল প্রার্থী। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নির্দল হিসেবে ভোটে লড়াই, দাবি নির্দল প্রার্থীর। পুরনো কর্মী, আলোচনা করেই দলে ফেরানোর সিদ্ধান্ত, মন্তব্য সওকত মোল্লার।
এসএসসি-তে নিয়োগের দায় ফের অস্বীকার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। 'নিয়োগে মন্ত্রীর ভূমিকা নেই, মুখ্যসচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে', আলিপুর আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের
বুধবার হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন। বাড়ি ফিরলেও চলবে সেই প্রক্রিয়া। বাড়িতেও বাইপ্যাপ সার্পোটে থাকতে হবে তাঁকে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত। আগামী ৩ দিন রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গের উপরের ৫ জেলাতেও চলবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি, জানাল আবহাওয়া দফতর।
পথ দুর্ঘটনায় ৭ বছরের পড়ুয়ার মৃত্যুর পর, খুলল বেহালার বড়িশা স্কুল। ডায়মন্ড হারবার রোডে চৌরাস্তা মোড়ে কড়া হাতে যানশাসন ও পথচারীদের নিরাপত্তায় তৎপর পুলিশ। প্রশাসন আগে সতর্ক হলে এ ধরনের ঘটনা ঘটত না, আক্ষেপ অভিভাবকদের। এদিনও স্কুলের সামনে বেপরোয়া লরি আটকায় পুলিশ।
ফোন করে তৃণমূলের বরো চেয়ারম্য়ানকে অশ্রাব্য গালিগালাজ ও গুলি করে, বোমা মেরে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কসবা থানায় অভিযোগ দায়ের করেন ১২ নম্বর বরোর চেয়ারম্যান ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তাঁর অভিযোগ, আজ সকালে ফোনে তাঁকে খুনের হুমকি দেয় তনয় সামন্ত ওরফে হাতকাটা গুড্ডু। এর আগেও গুড্ডুর বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ হয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। এদিনের ঘটনায় গুড্ডুর এক সঙ্গীকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।
বিজেপি-সিপিএম-কংগ্রেসের কয়েকজন নেতা ব্যালট বাক্সের মতো টিনের বাক্স তৈরি করেছেন। তারপর তাঁরা নকল ব্যালট ছাপিয়ে, বাক্সে ভরে পুকুরে-রাস্তায় গিয়ে ফেলছেন। এরপর তাঁরাই পুলিশকে ডেকে নিয়ে গিয়ে পড়ে থাকা ব্যালট বাক্স দেখাচ্ছেন। উত্তর ২৪ পরগনার হাবড়ায় নিজের বিধানসভা কেন্দ্রে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্নামঞ্চে দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বনমন্ত্রীর দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
'শুভেন্দু-নৌশাদের ব্যবসা', ভাইরাল অঙ্কের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক। মহেশপুর হাইস্কুলের নামে দশম শ্রেণির অঙ্কের প্রশ্ন ভাইরাল। প্রশ্নপত্র ভাইরাল হওয়ার পর নন্দীগ্রামের মহেশপুর হাইস্কুলের ২ শিক্ষক সাসপেন্ড। এই প্রশ্নপত্র তাঁদের স্কুলের নয়, পরে বিতর্কের মুখে দাবি প্রধান শিক্ষকের। যদিও মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণির বইয়ের অঙ্কে রয়েছে শুভেন্দু-নৌশাদের নাম।
হাওড়ার কুলগাছিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৩জনের মৃত্যু। লেন ভেঙে গাড়িতে ধাক্কা ট্রেলারের, মহিলা-সহ নিহত ৩। ট্রেলারের ধাক্কায় পিষ্ট কলকাতামুখী গাড়ি, ৩জনের মৃত্যু।
গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে চালকের দেহ উদ্ধার। কুলগাছিয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভারে দুর্ঘটনা।
স্বাস্থ্য কমিশনের পরে এবার রাজ্যে শিক্ষা কমিশন। বেসরকারি স্কুলের ফি-নিয়ন্ত্রণে এবার শিক্ষা কমিশন। শিক্ষা কমিশন তৈরিতে রাজ্য মন্ত্রিসভার নীতিগত সিদ্ধান্ত।গঠিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন। বেসরকারি স্কুলের একাংশের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ এলে বিচার করবে শিক্ষা কমিশন।
মুর্শিদাবাদের নবগ্রামে পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগ। খুনের মামলা দায়ের নিহত গোবিন্দ ঘোষের পরিবারের। সাসপেন্ডেড ওসি ও আইও-র বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। নমুনা সংগ্রহে ৩ দিন পর থানায় পৌঁছল ফরেন্সিক টিম।
নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী-নেতার পর এবার গ্রেফতার ৪ অযোগ্য শিক্ষক। টাকা দিয়ে চাকরি, নিয়োগ দুর্নীতিতে এই প্রথম অযোগ্য শিক্ষক গ্রেফতার। গ্রেফতার সাইগর হোসেন, সিমার হোসেন, সৌগত মণ্ডল, জাহিরাদ্দিন শেখ।
'দুর্নীতি তো একটা হয়েছে, অবশ্যই হয়েছে, এই দুর্নীতি দলের ক্ষেত্রে অসম্মান, পদক্ষেপ নিয়েছে দল, মমতা-অভিষেকের মানসম্মান নিয়ে টানাটানি হয়েছে', নিয়োগে দুর্নীতি নিয়ে দাবি কামারহাটির তৃণমূল বিধায়কের।
'রাজারহাটের হাতিয়াড়া জ্যাংড়ায় ভোটের ফল মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে',নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার। হাতিয়াড়া এবং জ্যাংড়ায় পঞ্চায়েত ভোটে এলাকাবাসী ভোট বয়কট করেছিল। তারপরেও ১০০ শতাংশ ভোট পড়ল কী করে, প্রশ্ন তুলে মামলা হয় হাইকোর্টে রাজারহাটের হাতিয়াড়া জ্যাংড়ায় জয়ী হন তৃণমূলের প্রার্থী। আদালত রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করেছিল,আজ সেই রিপোর্ট জমা পড়ে। এদিন জমা পড়ে বিডিও-র হলফনামাও, এই মাসের শেষ সপ্তাহে হবে শুনানি।
রাজ্যপালের মুখে ফের বাংলার দুর্নীতি। ফের বাংলা থেকে হিংসা ও দুর্নীতি দূর করার ডাক। টানলেন রেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ।
নিয়োগের (Recruitment) দাবিতে দন্ডি (Dondi) কাটলেন চাকরিপ্রার্থীরা (Job Seekers)। প্রসঙ্গত, দন্ডি কাটার দৃশ্য যুগ যুগ ধরে দেখে আসছে এশহর। নানা প্রার্থনায় নিজেকে অর্পণ করে নগরবাসী। কিন্তু গত কয়েকবছরে এই ঐতিহ্যর মাঝেই এসে মিশেছে এক বিতর্কিত ইস্যু। এই রাজ্যের বুকেই রাজনৈতিক দলবদলের শাস্তি হিসেবে দন্ডি কাটানোর অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur)। আর এবার নিয়োগের দাবিতে বৃষ্টির মধ্যেই ধর্মতলায় দন্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা।
প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে ওই চার শিক্ষককে
টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার। নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চাকরি কেনা ৪ শিক্ষক গ্রেফতার। আদালতে ডেকে ৪ শিক্ষককে জেলে পাঠালেন বিচারক।
আদালতে ডেকে জেল হেফাজতের নির্দেশ বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের। গ্রেফতার হওয়া ৪ শিক্ষকই মুর্শিদাবাদের।
এসএসসি-তে নিয়োগের দায় ফের অস্বীকার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে, আদালতে বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 'নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই, একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে, বিভিন্ন দফতরের সচিবরা রিপোর্ট করেন মুখ্যসচিবকে। মুখ্যসচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে।' আদালতে জানালেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন। জামিন পেলেন মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্য। 'কারও কাছ থেকে টাকা নিয়েছেন, প্রমাণ নেই ইডির কাছে', মানিক ভট্টাচার্যের স্ত্রীর জামিন মঞ্জুর করে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
'কংগ্রেস ও আরএসপি-র ৩ অপহৃত জয়ী প্রার্থীকে এখনই খুঁজে বের করুন। ১১ অগাস্ট বোর্ড গঠনের দিন নওদা বিডিও অফিসে হাজির করতে হবে', মুর্শিদাবাদের পুলিশ সুপারকে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ৩ 'অপহৃত' জয়ী প্রার্থীর পরিবারকেও পুলিশি নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের। নির্দেশ কার্যকর করে ১০ অগাস্ট এসপি-কে রিপোর্ট পেশের নির্দেশ। ১১ অগাস্ট মুর্শিদাবাদের নওদার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। কংগ্রেস ও আরএসপি-র ১৩ জয়ী প্রার্থীর মধ্যে ৩ জনকে অপহরণের অভিযোগ।
জামিন চেয়ে এবার বুদ্ধদেব ভট্টাচার্যর অসুস্থতার প্রসঙ্গ তুললেন পার্থ চট্টোপাধ্যায়। 'প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু উডল্যান্ডসে ভর্তি, উনিও অসুস্থ, আমিও অসুস্থ', যে কোনও শর্তে জামিন চেয়ে আদালতে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। 'সামনে পুজো আসছে, পরিবার আছে, জামিন দিন', আদালতে সওয়াল নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
নিউইয়র্ক থেকে ইডি-কে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডি-র তদন্তকারী অফিসারদের অযোগ্য বলেও কটাক্ষ। 'এটা সত্যিই দুর্ভাগ্যের যে ইডি-তে অযোগ্যরা কাজ করছেন, যাঁরা নিজেদের অতুলনীয় প্রতিভাশালী বলে দাবি করেন, এটা দুর্ভাগ্যের যে, মানুষের করের টাকা খরচ করে এঁরাই বছরের পর বছর তদন্ত চালিয়ে যান।'
'রাজারহাটের হাতিয়াড়া জ্যাংড়ায় ভোটের ফল মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে', নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার। হাতিয়াড়া এবং জ্যাংড়ায় পঞ্চায়েত ভোটে এলাকাবাসী ভোট বয়কট করেছিল। তারপরেও ১০০ শতাংশ ভোট পড়ল কী করে, প্রশ্ন তুলে মামলা হয় হাইকোর্টে। রাজারহাটের হাতিয়াড়া জ্যাংড়ায় জয়ী হন তৃণমূলের প্রার্থী। আদালত রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করেছিল,আজ সেই রিপোর্ট জমা পড়ে। এদিন জমা পড়ে বিডিও-র হলফনামাও, এই মাসের শেষ সপ্তাহে হবে শুনানি।
অবিলম্বে নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল
৯ বছর ধরে নিয়োগ হয়নি বলে অভিযোগ
সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল
এই মুহূর্তে ধর্মতলা মোড় অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা
ফোন করে তৃণমূলের বরো চেয়ারম্য়ানকে অশ্রাব্য গালিগালাজ ও গুলি করে, বোমা মেরে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষকৃতীদের বিরুদ্ধে। কসবা থানায় অভিযোগ দায়ের করেন ১২ নম্বর বরোর চেয়ারম্যান ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তাঁর অভিযোগ, আজ সকালে ফোনে তাঁকে খুনের হুমকি দেয় তনয় সামন্ত ওরফে হাতকাটা গুড্ডু।
কাউন্সিলরের দাবি, অভিযুক্ত গুড্ডু কুখ্যাত দুষকৃতী ও কসবার
ত্রাস সোনা পাপ্পুর শাগরেদ। এর আগেও গুড্ডুর বিরুদ্ধে কসবা
থানায় অভিযোগ হয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। এদিনের ঘটনায় গুড্ডুর এক সঙ্গীকে গ্রেফতার করেছে কসবা
থানার পুলিশ।
নিউইয়র্ক থেকে ইডি-কে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ইডি-র তদন্তকারী অফিসারদের অযোগ্য বলেও কটাক্ষ
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি, কবে ছাড়া হবে হাসপাতাল থেকে?
চিকিৎসায় গাফিলতির অভিযোগে রানাঘাটে নার্সিংহোমে ভাঙচুর
নার্সিংহোমে তাণ্ডব চালাল রোগীর আত্মীয়রা
চিকিৎসক ও নার্সিংহোমের কর্মীদের মারধরের অভিযোগ
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
পঞ্চসায়র থেকে জয়ী বিরোধী প্রার্থীদের 'অপহরণ' মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। আদালতের দ্বারস্থ মথুরাপুরের বিরোধী ১০ জয়ী প্রার্থী। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। কাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানির সম্ভাবনা।
ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্রে খবর, হোম কেয়ারে অভ্যস্ত করে তোলার জন্য বাড়ি থেকে বাইপ্যাপ যন্ত্র এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাইলস টিউব পরানো থাকলেও, মাঝেমাঝে অল্প পরিমাণে স্বাভাবিকভাবে তরল ও নরম খাবার খাওয়ানো হচ্ছে। ফুসফুস সংক্রমণ-মুক্ত। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন। বুদ্ধবাবুর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিদের প্রিজন ভ্যানে আনা হলেও,
পার্থ চট্টোপাধ্যায়ের জন্য 'বিশেষ ব্যবস্থা'
ইডি-র আপত্তির পরেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য 'বিশেষ ব্যবস্থা'
আজও দেখা গেল পুলিশের বিশেষ গাড়িতেই আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আনা হল জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে
নিরাপত্তার দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার
এর আগে পার্থর জামিন-আবেদন খারিজ করতে আদালতে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরেছিল ইডি
প্রশ্ন তোলা হয়েছিল পুলিশের বিশেষ গাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে যাতায়াত নিয়ে
এবার খাম নিয়ে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। ইডি যে মিথ্যা অভিযোগ করছে, তা প্রমাণ আদালতে জমা দেব, মন্তব্য বহিষ্কৃত তৃণমূল
নেতার।
বহরমপুরে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে
চাঞ্চল্যকর অভিযোগ বন্ধুর। প্রত্যক্ষদর্শী তরুণের দাবি, দিনকয়েক
আগে চায়ের দোকানে গন্ডগোল হয়। ওই ঘটনায় বহরমপুর কলেজের পড়ুয়া অতনু-সহ কয়েকজনকে পুলিশ খুঁজছে বলে জানা যায়। অভিযোগ, শনিবার রাস্তা থেকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময়, ওই কলেজ পড়ুয়াকে মারধর করে পুলিশ। পুলিশের গাড়ির চালকও মারধর করেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীর দাবি, পুুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি থেকে নেমে ভাগীরথীতে ঝাঁপ দেন ওই পড়ুয়া। ভরা বর্ষায় নদীর মাঝ বরাবর গিয়ে তলিয়ে যান তিনি।
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। আপাতত সংক্রমণ-মুক্ত হওয়ায় বন্ধ করা হল অ্যান্টিবায়োটিক। ২ দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
নিমতলা ঘাটে স্নান করতে নেমে গতকাল রাত থেকে নিখোঁজ ২ ব্যক্তি। স্থানীয়দের অনুমান, ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন ওই ২ জন। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যান। রাতেই একদফা তল্লাশি চালানো হয়। সকালে গঙ্গায় ডুবুরি নামিয়ে গঙ্গায় চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর বন্দর থানার পুলিশ।
নবগ্রামের পর বহরমপুর। ফের কাঠগড়ায় পুলিশ। এবার পুলিশের হাত থেকে বাঁচতে ভাগীরথী নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম অতনু ঘোষ। ৩০ ঘণ্টা পর ২১ বছরের তরুণের দেহ উদ্ধার করেন আত্মীয়রাই। পুলিশের বিরুদ্ধে খুন ও দেহ উদ্ধারে অসহযোগিতার অভিযোগ তুলেছে মৃতের পরিবার। এই নিয়ে বহরমপুর শহরের নিয়াল্লিশপাড়া ঘাটে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিবারের দাবি, শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অতনু। মিসিং ডায়েরি করলেও পুলিশ তৎপর হয়নি বলে অভিযোগ পরিবারের। স্থানীয়দের অনুমান, আটক করে থানায় নিয়ে যাওয়ার সময়, ভয় পেয়ে ভাগীরথীতে ঝাঁপ দেন ওই তরুণ। এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে মুর্শিদাবাদ জেলার পুলিশ।
মর্মান্তিক পথ দুর্ঘটনার পরেও কোথায় হুঁশ? বড়িশা হাইস্কুলের সামনে ফের বেপরোয়া লরি। তড়িঘড়ি বেপরোয়া লরিকে আটকাল পুলিশ। লরি চালককে পুলিশই আটক করেছে। লরিটিকে নিয়ে যাওয়া হয়েছে ঠাকুরপুকুর থানায়।
'কালীঘাটের কাকু'র চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনে জোকা ইএসআই হাসপাতালেই আস্থা ইডি-র
সূত্রের খবর, কেন্দ্রীয় হাসপাতালকে চিঠি দিয়ে মেডিক্যাল বোর্ড গড়ার অনুরোধ জানানো হয়েছে
কালীঘাটের কাকুর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি এসএসকেএম থেকে সংগ্রহ করে পাঠানো হয়েছে জোকা ইএসআই-তে
সুজয়কৃষ্ণর মেডিক্যাল বোর্ডে জোকা ইএসআই-এর চিকিৎসকদেরই রাখতে চায় ইডি।কেন্দ্রীয় হাসপাতাল জানিয়েছে, ইতিমধ্যেই তারা মেডিক্যাল বোর্ড গঠনের প্রস্তুতি শুরু করেছে।
'বিজেপি-সিপিএম-কংগ্রেসের কয়েকজন নেতা ব্যালট বাক্সের মতো টিনের বাক্স তৈরি করেছেন'
'তারপর তাঁরা নকল ব্যালট ছাপিয়ে, বাক্সে ভরে পুকুরে-রাস্তায় গিয়ে ফেলছেন'
'এরপর তাঁরাই পুলিশকে ডেকে নিয়ে গিয়ে পড়ে থাকা ব্যালট বাক্স দেখাচ্ছেন'
হাবড়ায় তৃণমূলের ধর্না কর্মসূচিতে মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের
পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগে খুনের মামলা দায়ের
মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর, আজ খুলল বড়িশা স্কুল।
তৃণমূলে ঢুকে পড়েছে সিপিএম-বিজেপির এজেন্ট! দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অন্তর্ঘাতের চেষ্টা চলছে।
ফেসবুক লাইভে বিস্ফোরক দাবি করে রাজ্য-রাজনীতিতে ফের শোরগোল ফেলে দিলেন মদন মিত্র। তিনি কাদের নিশানা করছেন, সেই ব্যাপারে অবশ্য কিছু বলতে চাননি কামারহাটির তৃণমূল বিধায়ক।
ভাঙড়-কাশীপুর-কলকাতা লেদার কমপ্লেক্স থানা ভেঙে ৯টি থানার প্রস্তাব দিল কলকাতা পুলিশ। ২ টি করে গ্রাম পঞ্চায়েত পিছু ১ টি থানার প্রস্তাব। ভাঙড় নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় তৃণমূল, কটাক্ষ শুভেনদু অধিকারীর। আইনশৃঙ্খলার স্বার্থেই সিদ্ধান্ত, পাল্টা দাবি শান্তনু সেনের।
জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ রুখতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূলের ধর্না কর্মসূচি
প্রেক্ষাপট
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূলের ধর্না কর্মসূচি। রাজনৈতিক কারণে বাংলাকে বঞ্চিত করছে মোদি সরকার, আক্রমণ ফিরহাদের (Firhad Hakim)। চোরেরা ধরনায়, পাল্টা শুভেন্দু।
তৃণমূলের (TMC) ধর্না কর্মসূচিতে তৃণমূলেই গোষ্ঠীদ্বন্দ্ব। বাঁকুড়ার খাতরায় দলের ব্লক সভাপতিকে বেধড়র মারধর, অভিযোগ খাদ্য প্রতিমন্ত্রীর অনুগামীদের বিরুদ্ধে। অন্যায় করেছে, প্রতিক্রিয়া জ্যোৎস্না মান্ডির।
বিজেপির (BJP) কর্মীরা অবস্থানে সামিল হোন, আহ্বান ফিরহাদের। তৃণমূলের ধর্না কর্মসূচিতে সটান হাজির গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। বঞ্চনায় একমত, আলোচনা করুক কেন্দ্র-রাজ্য, পরামর্শ বিধায়কের।
তৃণমূলের কর্মসূচির পাল্টা নারী নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজারে মিছিল বিজেপির। বারুইপুরে মিছিল ডিওয়াইএফআই-এর। মণিপুরের দিকে তাকাক, পাল্টা তৃণমূল।
জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ রুখতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। নির্বাচনে জেতার এটা কোনও সভ্য উপায় ? প্রশ্ন অধীরের। এরকম ঘটলে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী, আশ্বাস তাপস রায়ের।
সুপ্রিম স্থগিতাদেশ-নির্দেশের পর রাহুল গাঁধীকে সংসদে দ্রুত ফেরানোর দাবি কংগ্রেস-তৃণমূলের। বিলম্ব অন্যায়, মত কংগ্রেস নেতা বেণুগোপালের। বিলম্ব অবজ্ঞার সামিল, প্রতিক্রিয়া মহুয়া মৈত্রের।
লোকসভা ভোটের আগে শনিবার কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালায় যোগ দিতে আসছেন জেপি নাড্ডা। ভার্চুয়ালে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গুরুত্বে নারাজ তৃণমূল।
বঙ্গ বিজেপির সাংগঠনিক জেলায় রদবদল, সাংগঠনিক জেলা বেড়ে ৪৩টি। ১৩টি সাংগঠনিক জেলায় সভাপতি পদে নতুন মুখ। আদি সরিয়ে নব্যদের জায়গা, কটাক্ষ তৃণমূলের।
ভাঙড়-কাশীপুর-কলকাতা লেদার কমপ্লেক্স থানা ভেঙে ৯টি থানার প্রস্তাব কলকাতা পুলিশের। নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর। আইনশৃঙ্খলার স্বার্থেই সিদ্ধান্ত, পাল্টা শান্তনু।
বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা। অ্যান্টি করাপশন সেলের পর পিস ট্রেন। কলকাতা থেকে দার্জিলিং, রেলমন্ত্রীকে পিস ট্রেন চালানোর অনুরোধ রাজ্যপালের। বিজেপির দালালি। পাল্টা কুণাল।
নবগ্রামে পুলিশ লকআপে যুবকের মৃত্যু। সাসপেন্ডেড নবগ্রাম থানার ওসি ও সাব ইন্সপেক্টরকে গ্রেফতারের দাবি, খুনের মামলা দায়ের নিহতের পরিবারের। মৃতের বাড়িতে তৃণমূল বিধায়ক।
পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পর ফিরল হুঁশ। বেহালায় ব্যারিকেড, ড্রপগেট। রাস্তা পারাপারের সময় পুলিশের নজরদারি।
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। আপাতত সংক্রমণ-মুক্ত হওয়ায় বন্ধ করা হল অ্যান্টিবায়োটিক। ২ দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -