West Bengal News Live Updates: হরিদেবপুর থেকে অয়ন কীভাবে গেল মগরাহাটে?

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আপনার জেলার সমস্ত খবরের আপডেট

ABP Ananda Last Updated: 07 Oct 2022 11:55 PM
West Bengal News Live Updates: দুর্গা পুজো মিটতেই ডেঙ্গিতে জোড়া মৃত্যু হল শহরে

দুর্গা পুজো মিটতেই ডেঙ্গিতে জোড়া মৃত্যু হল শহরে। দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণির ছাত্রের। উত্তরপ্রদেশ থেকে কলকাতায় আসা এক তরুণীর মৃত্যু হয়েছে সল্টলেক আমরিতে। দুটি ক্ষেত্রেই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। 

WB News Live Updates: অয়নের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত

অয়নের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই, জানাল পুলিশ। হরিদেবপুর থেকে অয়ন কীভাবে গেল মগরাহাটে? তদন্তে পুলিশ।

West Bengal News Live Updates: গার্ডেনরিচ কাণ্ডে দুবাই-যোগ? জানালেন সরকারি আইনজীবী

সল্টলেকে অফিস খুলে আন্তর্জাতিক প্রতারণা চক্র চালাতেন আমির খান। বিদেশে বসেই ভারতীয়দের প্রতারণা করা হত। গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় প্রথমবার আদালতে তাঁর দুবাই-যোগের কথা জানালেন সরকারি আইনজীবী।

WB News Live Updates: হরিদেবপুরে যুবক খুনে গ্রেফতার ৩

হরিদেবপুরে যুবক খুনে গ্রেফতার বান্ধবী, বান্ধবীর মা ও বান্ধবীর ভাই। হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার হয় মগরাহাটে।

West Bengal News Live Updates: পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিহত অয়নের পরিবারের

পুলিশ আগে কিছুই করেনি, অভিযোগ মৃতের পরিবারের। হরিদেবপুর থানা থেকে বলা হয় নিজেরা খুঁজে নিন, দাবি মৃতের পরিবারের। মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে, জানালেন ডিসি সাউথ-ওয়েস্ট 

WB News Live Updates: যুবক খুনে ধুন্ধুমার, অভিযুক্ত বান্ধবীর বাড়ি ভাঙচুর

হরিদেবপুরে যুবক খুনে ধুন্ধুমার, অভিযুক্ত বান্ধবীর বাড়ি ভাঙচুর। দশমীর রাতে বান্ধবীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, মগরাহাটে উদ্ধার যুবকের মৃতদেহ।

West Bengal News Live Updates: গ্রেফতারির ৫৭ দিন পর, অনুব্রত মণ্ডলের নামে ৩৫ পাতার চার্জশিট

গরুপাচার মামলায় গ্রেফতারির ৫৭ দিন পর, অনুব্রত মণ্ডলের নামে ৩৫ পাতার চার্জশিট পেশ করল CBI। কোটি কোটি প্রোটেকশন মানি নিয়ে বীরভূমে গরু পাচারকারীদের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা করে দিত অনুব্রত! চাঞ্চল্যকর, অভিযোগ রয়েছে চার্জশিটে।

WB News Live Updates: বারবার প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে

বাগুইআটির দুই মাধ্যমিক পড়ুয়ার খুনের সময় দেখা গিয়েছিল ১০-১২ দিন ধরে মৃতদেহ বসিরহাট পুলিশ মর্গে পড়ে থাকলেও তা জানতেই পারেনি বাগুইআটি থানা। কিন্তু কেন? সমন্বয়ের অভাব? প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে।

West Bengal News Live Updates: মগরাহাটে উদ্ধার হরিদেবপুরের যুবকের মৃতদেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

মগরাহাটে উদ্ধার হরিদেবপুরের যুবকের মৃতদেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। বান্ধবীর পরিবারকে আটক পুলিশের।

WB News Live Updates: ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ যুবক, পরে উদ্ধার দেহ

হরিদেবপুরের পর হুগলির চাঁপদানি। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ যুবক। দিল্লি রোডের ধারে উদ্ধার দেহ। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন? তদন্তে পুলিশ।

West Bengal News Live Updates: রহস্যমৃত্যু নিয়ে তুলকালাম, থানার সামনে তুমুল বিক্ষোভ

হরিদেবপুরে যুবকের রহস্যমৃত্যু নিয়ে তুলকালাম, পুলিশি গাফিলতির অভিযোগ তুলে থানার সামনে তুমুল বিক্ষোভ।

WB News Live Updates: মালবাজারে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধি দল

হড়পা বানে ৮ জনের মৃত্যুর পর, আজ মালবাজারে গেছিলেন বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিরা।মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। গাফিলতির অভিযোগে আইনি ব্যবস্থার দাবি তুলেছেন শঙ্কর ঘোষ। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

West Bengal News Live Updates: গাফিলতির অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা

হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের পরেই উত্তেজনা এলাকায়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা। 

WB News Live Updates: মানিকতলায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ স্ত্রীর

মানিকতলার মুরারিপুকুরে ইমারতী ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়ির কাছে একটি বন্ধ বরফকলে গুরুতর আহত অবস্থায় তাঁকে পাওয়া যায়। প্রতিবেশীরা ১০০ ডায়ালে ফোন করলে মানিকতলা থানার পুলিশ এসে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর মাথার পিছনে আঘাতের চিহ্ন মিলেছে। স্বামীকে খুনের অভিযোগ করেছেন ব্যবসায়ীর স্ত্রী। 

West Bengal News Live Updates: মগরাহাট থেকে দেহ উদ্ধার নিখোঁজ যুবকের

দশমীর রাত থেকে নিখোঁজ হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার। বান্ধবীর সঙ্গে বেরনোর পর থেকেই নিখোঁজ অয়ন মণ্ডল। মগরাহাট থেকে দেহ উদ্ধার।

WB News Live Updates: কোথায় গেলেন হরিদেবপুরের যুবক?

দশমীর রাত থেকে নিখোঁজ হরিদেবপুরের যুবক। বান্ধবীর সঙ্গে বেরনোর পর থেকেই অয়ন মণ্ডলের খোঁজ নেই। একাদশীর দিন হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তে পুলিশ। বান্ধবীর পরিবারকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

West Bengal News Live Updates: অবস্থানমঞ্চে অসুস্থ একজন চাকরিপ্রার্থী

এসএসসি-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৫৭২ দিনে পড়ল। আজ অবস্থানমঞ্চে একজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

WB News Live Updates: এখনও খোঁজ নেই বীরভূমের নিখোঁজ হওয়া শিশুর

৩০ ঘণ্টা পার, এখনও খোঁজ নেই বীরভূমের সিউড়ির নিখোঁজ শিশুর। শিশুর খোঁজে ড্রোন উড়িয়ে তল্লাশি পুলিশের। ১৮ নম্বর ওয়ার্ডের পুকুরেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অপহরণের অভিযোগে সরব শিশুর পরিবার।

West Bengal News Live Updates: পুজো কার্নিভালের নাচের মহড়ায় সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়

পুজো কার্নিভালের নাচের মহড়ায় সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। ছাত্রছাত্রীদের নিয়ে মহড়ায় ডোনা গঙ্গোপাধ্যায়। ইচ্ছা থাকলেও চিকিৎসকদের নির্দেশে কাল অংশগ্রহণ করতে পারবেন না ডোনা। চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান ডোনা।

WB News Live Updates: রেড রোডে পুজো কার্নিভাল, চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ পুলিশ

কাল রেড রোডে পুজো কার্নিভাল, সেই কারণেই কাল গাঁধী মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ পুলিশের।

West Bengal News Live Updates: এসএসসি-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৫৭২ দিনে, অসুস্থ ১

এসএসসি-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৫৭২ দিনে পড়ল। আজ অবস্থানমঞ্চে একজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চাকরিপ্রার্থীদের দাবি, আগামীকাল কার্নিভালের মঞ্চ থেকে অথবা তাঁদের মঞ্চে এসে মুখ্যমন্ত্রী চাকরির নিশ্চিত আশ্বাস দিন। তাহলে তাঁরা অবস্থান তুলে নেবেন।

WB News Live Updates: গরু পাচারকারীদের প্রোটেকশন দিতেন অনুব্রত, উল্লেখ সিবিআইয়ের চার্জশিটে

গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে  চার্জশিট। গ্রেফতারির ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। গরু পাচারকারীদের প্রোটেকশন দিতেন অনুব্রত, উল্লেখ চার্জশিটে, খবর সূত্রের। পাচারের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা করতেন, উল্লেখ চার্জশিটে, খবর সূত্রের।

West Bengal News Live Updates: ইডির দায়ের করা গরুপাচার মামলায় এবার গ্রেফতার জেলবন্দি সায়গল হোসেন

ইডির দায়ের করা গরুপাচার মামলায় এবার গ্রেফতার জেলবন্দি সায়গল হোসেন। আসানসোল জেলে জেরার পর গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী। চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর গ্রেফতারির সিদ্ধান্ত ইডি-র। সায়গলকে আদালতে পেশ করার আবেদন ইডি-র।

WB News Live Updates: চার ঘণ্টার বেশি সময় ধরে সায়গলকে জেরা ইডি-র

আসানসোল জেলেই সায়গলকে জেরা করছে ইডি। চার ঘণ্টার বেশি সময় ধরে সায়গলকে জেরা ইডি-র। জেরার জন্য দিল্লি থেকে সকালেই পৌঁছন ইডি’র তিনজন আধিকারিক। প্রথমবার ইডি-র জেরা কেষ্টর দেহরক্ষীকে। 

West Bengal News Live Updates: বাঁকুড়ায় নিখোঁজ যুবকের মুণ্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

বাঁকুড়া সদর থানার কেশিয়াকোল গ্রামে নিখোঁজ যুবকের মুণ্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে একটি ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, অষ্টমীর দিন থেকে নিখোঁজ ছিলেন সুজন রুইদাস নামে ওই যুবক। বাঁকুড়া সদর থানায় নিখোঁজের অভিযোগও জানায় পরিবার। মৃতের পরিবার খুনের অভিযোগ করেছে।  

WB News Live Updates: আগামী কাল রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল

আগামী কাল রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে।

West Bengal News Live Updates: একাধিক দুর্নীতি মামলায় তলব পেয়ে কাঁথি থানায় হাজিরা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর

একাধিক দুর্নীতি মামলায় তলব পেয়ে কাঁথি থানায় হাজিরা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর। সারদার ফাইল উধাও থেকে শুরু করে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগেই তলব । তলব করে এর আগে নোটিস পাঠিয়েছিল কাঁথি থানা। পুজোর পর, আজ আইনজীবীকে সঙ্গে নিয়ে কাঁথি থানায় হাজির হয়েছেন সৌমেন্দু অধিকারী।

WB News Live Updates: গোয়ালতোড় রেঞ্জে হাতির হানায় মৃত্যু ব্যক্তির

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, ২টি হাতি দুধ পাথরি গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা খেদানোর জন্য বাঁশ, লাঠি নিয়ে তাড়া করে ওই হাতিটিকে। কয়েকজন সেলফিও তোলে। গ্রামবাসীরা উত্যক্ত করায় হাতিটি আচমকা ঘুরে দাঁড়ায়। সে সময় সামনে পড়ে যান গ্রামের বাসিন্দা মাধব মল্ল। হাতিটি শুঁড়ে জড়িয়ে তাঁকে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। বন দফতর সূত্রে খবর, এই মুহূর্তে মেদিনীপুর ডিভিশনে ৪০ থেকে ৫০টি হাতি রয়েছে। 

West Bengal News Live Updates: মালবাজারে ঘটনাস্থলে বিজেপির ৯ সদস্যের প্রতিনিধিদল

দুর্গাপুজোর বিসর্জনে জলপাইগুড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা। হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়েছে। আজ মালবাজারে ঘটনাস্থলে যায় বিজেপির ৯ সদস্যের প্রতিনিধিদল। বিজেপি সাংসদ, বিধায়করা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেন ঘটনাস্থল। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার অভিযোগ, অপরিকল্পিতভাবে নদীর গতিপথ ঘোরানো হয়েছে। ব্রিজের পিলারের ২০০ মিটারের মধ্যে কিছু খনন করা যায় না। কিন্তু এখানে তাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপির প্রতিনিধিদলে রয়েছেন এক সাংসদ, ৭ বিধায়ক ও জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি।

WB News Live Updates: গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট

গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট। মামলার ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। দুর্নীতি দমন আইনের একাধিক ধারার উল্লেখ করা হয়েছে ৪০ পাতার এই চার্জশিটে।

West Bengal News Live Updates: পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বেলডাঙায় দুই পরিবারের সংঘর্ষ, মৃত্যু মহিলার

পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকার পুলিন্দায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনায় আহত হয়েছেন তিনজন। পুলিশ সূত্রে খবর, আজ সকালে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা থেকে সংঘর্ষ বাধে। ব্যাপক ইট ছোড়াছুড়ি হয়। ইটের আঘাতে গুরুতর আহত হন এক মহিলা। তাঁকে বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। সংঘর্ষে আরও ৩ জন আহত হয়েছেন। ঘটনার জেরে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। 

WB News Live Updates: মুরারিপুকুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ স্ত্রীর

মুরারিপুকুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু । বাড়ির কাছে বন্ধ বরফকলে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার । ব্যবসায়ীর মাথার পিছনে আঘাতের চিহ্ন, খবর পুলিশসূত্রে। স্বামীকে খুন করা হয়েছে, অভিযোগ মৃত ব্যবসায়ীর স্ত্রী-র। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

West Bengal News Live Updates: কালীপুজোর পরই জোরদার পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে নেমে পড়ছে বিজেপি

কালীপুজোর পরই জোরদার পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে নেমে পড়ছে বিজেপি। সূত্রের খবর, দুর্নীতির অভিযোগকে সামনে রেখে নবান্ন অভিযানের ধাঁচে এবার জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি নিচ্ছে গেরুয়া শিবির। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

WB News Live Updates: আজ অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করবে ইডি

আজ অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করবে ইডি। প্রথমবার ইডি জেরা করবে কেষ্টর দেহরক্ষীকে। জেরার জন্য দিল্লি থেকে এসেছেন ৩ ইডি আধিকারিক। আসানসোল জেলে গিয়ে জেরা করবেন এই ৩ ইডি আধিকারিক। গরুপাচারকাণ্ডে আদালতের নির্দেশে জেরা করবে ইডি। জেরায় উঠে আসবে সায়গল হোসেনের বিপুল সম্পত্তির প্রসঙ্গ, খবর সূত্রের। প্রয়োজনে সম্পত্তির নথি সঙ্গে নিয়ে করা হতে পারে প্রশ্ন, খবর সূত্রের। কোথা থেকে অনুব্রতর দেহরক্ষী এত টাকা পেয়েছিলেন, উঠবে সে প্রশ্নও, খবর সূত্রের।

West Bengal News Live Updates: বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন ? উঠছে প্রশ্ন

বিসর্জন ঘাটে হাজার হাজার মানুষ। বিপর্যয় মোকাবিলা কর্মী মাত্র ৮ ! বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন? উঠছে প্রশ্ন। 

WB News Live Updates: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও দুর্গাপুজোর বিসর্জনে সামনে এল ঢিলেঢালা নিরাপত্তার ছবি

জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে ভেসে মৃত্যু হয়েছে ৮ জনের। জলপাইগুড়ি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও দুর্গাপুজোর বিসর্জনে সামনে এল ঢিলেঢালা নিরাপত্তার ছবি। বৃহস্পতিবার সকালে দেখা গেল, বিসর্জনকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জে ভাগীরথীর দু’পাড়ে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। নৌকায় ডিজে বাজিয়ে হয় উদ্দাম নাচ। নাচের চোটে একদিকে হেলে যায় নৌকো। বীরভূমের দুবরাজপুরে শ্মশান কালী বিসর্জনেরও একই ছবি। হাজার হাজার মানুষের ভিড়। অভিযোগ, পুকুরে বিসর্জনের সময় ভিড় নিয়ন্ত্রণে ছিল না পর্যাপ্ত সংখ্যক পুলিশ।

West Bengal News Live Updates: মালবাজারে মর্মান্তিক দুর্ঘটনার জের, আজ জলপাইগুড়িতে বাতিল কার্নিভাল

মাল নদীতে হড়পা বানের ঘটনায় কেউ নিখোঁজ আছে কি না, খোঁজ চালাতে গতকালও উদ্ধারকাজ চালিয়েছে NDRF। এই মর্মান্তিক ঘটনার পর, আজ জলপাইগুড়িতে কার্নিভাল বাতিল করা হয়েছে। বুধবার রাতে বিসর্জন দেখতে, মাল নদীর পাড়ে ভিড় করেছিলেন কাতারে কাতারে স্থানীয় বাসিন্দা। অনেকে নদীখাতেও নেমে যান। এর মধ্যেই আচমকা ফুঁসে ওঠে মাল নদী। কেউ কিছু বোঝার আগে, জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় অনেককে। কেউ কেউ কোনওমতে দড়ি ধরে প্রাণে বাঁচার চেষ্টা করেন। অনেকে তা-ও পারেননি। তাদের ভাসিয়ে নিয়ে চলে যায় ততক্ষণে রুদ্রমূর্তি ধারণ করা মাল নদী।

WB News Live Updates: হড়পা বানে মালবাজারে হাহাকার, আজ ঘটনাস্থলে যাবে বিজেপির ৯ সদস্যের প্রতিনিধি দল

হড়পা বানে মালবাজারে হাহাকার। আজ ঘটনাস্থলে যাবে বিজেপির ৯ সদস্যের প্রতিনিধি দল। দেখা করবে স্বজনহারা পরিবারের সঙ্গেও। মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা তৃণমূল। 

West Bengal News Live Updates: আগামীকাল রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি

আগামীকাল রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। বৃহস্পতিবার অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন কলকাতা পুলিশের কর্তারা।

WB News Live Updates: টাকার অভাব, আগামী বছর থেকে বঙ্গ বিজেপির দুর্গাপুজো বন্ধের পক্ষপাতী সুকান্ত

বঙ্গ বিজেপির দুর্গাপুজোর ভবিষ্যৎ নিয়ে দোটানা। টাকার অভাবে, আগামী বছর থেকে পুজো বন্ধের পক্ষপাতী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু, কর্মীরা চাইছেন পুজো হোক।

West Bengal News Live Updates: 'মাল নদীতে বিপর্যয়ের সময় উপস্থিত ছিলেন সিভিল ডিভেন্সের মাত্র ৮ সদস্য'

বুধবার মাল নদীতে বিপর্যয়ের সময় উপস্থিত ছিলেন সিভিল ডিভেন্সের মাত্র ৮ জন সদস্য। জানালেন তাঁদেরই একজন। যদিও পুলিশ সুপারের দাবি, পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এদিকে এই মর্মান্তিক ঘটনার জেরে আজকের কার্নিভাল বাতিল করল জলপাইগুড়ি জেলা প্রশাসন।

প্রেক্ষাপট

কলকাতা : আজ জলপাইগুড়ির (Jalpaiguri) পুজো কার্নিভাল বাতিল (Puja Carnival)। মালবাজারে বিসর্জনে বিপর্যয়, কাল বাতিল জলপাইগুড়ির পুজো কার্নিভাল । জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিলের কথা ঘোষণা জেলা প্রশাসনের। জেলার সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত, জানালেন জেলাশাসক।


জলপাইগুড়িতে হড়পা বানে (Flash Flood) মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটে লিখেছেন, জলপাইগুড়ির মাল নদীতে (Mal River) দুর্গা প্রতিমা বিসর্জনের (Durga Idol Immersion) সময় দুর্ভাগ্যজনকভাবে হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়েছে। 


বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানে মৃত্যুর ঘটনার জেরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। মালবাজারের ক্যালটেক্স মোড়ে মৃতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, আগেও মাল নদীতে হড়পা বান হওয়া সত্ত্বেও প্রশাসন কোনও সতর্কতা নেয়নি। উদ্ধারের সময় প্রশাসনের সহায়তা মেলেনি বলেও তাঁদের অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। প্রায় ১ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।


বিজয়া দশমীর রাতে পৃথক দুটি অশান্তির ঘটনায় প্রাণ গেল দু’জনের। হুগলির আরামবাগে বিসর্জন বিবাদে খুনের অভিযোগ উঠেছে এক নাবালককে! নদিয়ার নাকাশিপাড়ায় সামান্য বিবাদে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ৫ জনের বিরুদ্ধে।


যে কোনও নদীর ঘাটে বিসর্জনের সময় নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হয়। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, বিসর্জনের ঘাটে নৌকার ব্যবস্থা রাখতে হয়। রাখতে হয় পর্যাপ্ত সংখ্যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়া লাইফ জ্যাকেট রাখতে হয়। মাইকে চালাতে হয় নিরন্তর প্রচার।  গাইডলাইনের ব্যানার রাখতে হয় ঘাটে।  বারাণসীতে যেমন বিসর্জনের জায়গা তার দিয়ে ঘেরা থাকে, তেমনই ঘিরে রাখতে হয় নদীর ওই অংশ। জলপাইগুড়ির ক্ষেত্রে এই গাইডলাইন মানা হয়নি বলে অভিযোগ।  


মানিকচকের পর এবার ভাঙনের কবলে মালদার কলিয়াচক। কালিয়াচকের ৩ নম্বর ব্লকের বাড়লালপুর গ্রামে গতকাল বিকেল থেকে শুরু হয়েছে ভাঙন। গ্রামের মন্দিরের একাংশ ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে। ইতিমধ্যে জেলার সেচ দফতরের আধিকারিকরা ভাঙন এলাকা পরিদর্শন করে গেছেন। আতঙ্কে গ্রামের অনেক বাসিন্দাই নিরাপদ দূরত্বে সরে গেছেন।   

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.