West Bengal News Live: চিড়িয়াখানায় গন্ডগোল মামলায় বিজেপি নেতা রাকেশ সিংহকে সতর্ক করল কোর্ট
Get the latest West Bengal News and Live Updates: গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট এক ক্লিকেই
চিড়িয়াখানায় গন্ডগোল সংক্রান্ত মামলায় বিজেপি নেতা রাকেশ সিংহকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে সংযত থাকার নির্দেশ দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। ইউনিয়নের দখল ঘিরে আলিপুর চিড়িয়াখানার ধুন্ধুমার বাধে।
উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি পুরসভায়, একাধিক ওয়ার্ড একে অন্যের জন্য ছেড়ে রেখেছে বাম-কংগ্রেস। তাহলে কি দুই জেলায় আসন সমঝোতা করে লড়বে দুই শিবির? তেমনটাই ইঙ্গিত দিয়েছেন দুই দলের নেতারা।
বিধানসভা ভোটে পরাজিত হওয়া সত্ত্বেও তাঁকে শিলিগুড়ি পুরসভার প্রশাসক করেছিল তৃণমূল সরকার। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের কাছে এবারের পুরভোট যথার্থ অর্থেই যেন প্রেস্টিজ ফাইট। নিজেকে জিতে দেখাতে তো হবেই। সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডে ঘাসফুল ফোটানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধে।
প্রথম তালিকায় একজনের নাম, তাকে বাদ দিয়ে কেন অন্য একজনকে কেন প্রার্থী? প্রতিবাদে প্রাক্তন বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যানকে ঘিরে বিষ্ণুপুরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। কোনও বিক্ষোভ হয়নি, দাবি প্রাক্তন মন্ত্রীর।
টিকিট না পেয়ে দলত্যাগ তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য জুথিকা রায় বাসুনিয়ার। তাঁকে প্রার্থী করেছে বিজেপি।
"যারা তৃণমূল থেকে গেছে, তারা বলছে আমাদের নাও। শুভেন্দু ফিরতে চাইছে। ওর সঙ্গে দু’-একজন যারা গিয়েছে, তারাও চাইছে ফিরতে। শুভেন্দু ফিরতে চাইছে, কিন্তু ফেরানো হবে না," বললেন কুণাল ঘোষ।
'মমতার অনুমোদিত তালিকার ভিত্তিতেই মনোনয়ন’। প্রার্থী নিয়ে বিক্ষোভ বন্ধে ফের কড়া বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের। ‘এই চূড়ান্ত সিদ্ধান্তের পরে আর অসন্তোষ থাকা উচিত নয়’। ‘বজবজ, ডায়মন্ড হারবার, খড়দা, কামারহাটিতে আলোচনা হয়েছে’। ‘আলোচনা করে চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছে’। ‘যারা দলীয় প্রতীক পেয়েছেন, তাদেরই জয়যুক্ত করুন’। প্রার্থী নিয়ে বিক্ষোভ বন্ধে ফের কড়া বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের।
তৃণমূলের টিকিট না মেলায় কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন কোন্নগরের প্রাক্তন চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। তৃণমূল ত্যাগী নেতার দাবি, প্রাথী তালিকা বেরোনোর পর তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি।কেন তাঁকে বাদ দেওয়া হল তাও জানানো হয়নি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব।
মমতার নির্দেশ উপেক্ষা, দঃ ২৪ পরগনায় প্রথম তালিকাতেই মনোনয়ন। বজবজের পর এবার ডায়মন্ড হারবারে প্রথম তালিকাতেই মনোনয়ন। এসডিও অফিসে গিয়ে মনোনয়ন দিলেন তৃণমূলের ১৬জন প্রার্থী। ‘সুব্রত বক্সীর সইটাই যে আসল, সেটা কে বলেছে?’ তাই প্রথম তালিকা অনুযায়ী মনোনয়ন, দাবি বিদায়ী পুরপ্রধানের।
পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে উত্তর দিনাজপুরে তৃণমূলের কলহ তীব্র আকার নিল। কয়েকজন অনুগামী টিকিট না পাওয়ায় জেলা সভাপতিকে তীব্র আক্রমণ করলেন আব্দুল করিম চৌধুরী। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল।
পুরভোটের মুখে বীরভূমের রামপুরহাটে নজিরবিহীন ছবি। কেউ টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। কেউ আবার ২৪ ঘণ্টার মাথায় দল বদল করে ফের পুরনো দলে ফিরে প্রচার করলেন নিজের ওয়ার্ডের প্রার্থীর জন্য। এনিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।
পুরভোটের আগে, প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষের আঁচ ছড়িয়েছে বিজেপির অন্দরেও। খড়গপুরে দলের প্রার্থীর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেললেন বিক্ষুব্ধ বিজেপি নেত্রী। এলাকাবাসীর উদ্দেশে দিলেন হুমকিও। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল।
নির্দল হয়ে পুরভোটে দাঁড়ালে পেটানোর হুঁশিয়ারি! বিতর্কে কোচবিহারের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও শহর ব্লক সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলের কেউ নির্দল হয়ে দাঁড়ালে ব্যবস্থা নেবে দল। সতর্কবার্তা কোচবিহার জেলা তৃণমূলের সভাপতিরও। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
চার দশক পর এই প্রথম । কাঁথি পুরসভার ভোটে দেখা গেল না অধিকারী পরিবারের কোনও প্রতিনিধিকে। বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর। আর এই নিয় তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি।
পুরভোটের আগে বোলপুর পুরসভার পাড়ায় সমাধান কর্মসূচি। বিভিন্ন ওয়ার্ডে অভাব-অভিযোগের কথা শুনছেন পুর প্রশাসক। রাস্তা থেকে নর্দমা, বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভের কথা জানাচ্ছেন পুর নাগরিকরা। যদিও পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই কর্মসূচিকে পুরভোটের আগে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। নিন্দা করাই বিজেপির কাজ, আমরা উন্নয়নের পক্ষে। পাল্টা জবাব তৃণমূলের।
দুর্গাপুরেও শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। ১২ নম্বর ওয়ার্ডের নীলডাঙা প্রাথমিক স্কুলে খোলা হয়েছে ক্যাম্প। রাস্তা, আলো, পানীয় জল, সমস্ত পুর পরিষেবার চটজলদি সমাধান মিলবে আশ্বাস পুর প্রশাসনের। এতদিন কাজ করেনি। পুরভোটে মানুষ যাতে বিজেপির দিকে চলে না যায়, তাই আই ওয়াশের চেষ্টা, দাবি গেরুয়া শিবিরের। মূল সমস্যা বেকারত্ব, তা থেকে মুখ ফেরাতে পাড়ায় সমাধান কর্মসূচি, কটাক্ষ সিপিএমের।
রাজ্য সরকারের ই রিটেলে বাড়িতে মদ পৌঁছে দেওয়ার বিরোধিতায় আফগারি অফিসের বিক্ষোভ। পথ অবরোধ করে বিক্ষোভ সামিল এসইউসিআইয়ের যুব সংগঠন এআইডিওয়াইও। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজ্যে এক দিনে সংক্রমিত ৭৩৬ জন। মারা গিয়েছেন ৩২ জন রোগী। কলকাতায় মৃত্যু ৫ জনের।
গতি বেশি থাকায় বাইক গর্তে পড়ে প্রায় ২৫ মিটার দূরে ছিটকে পড়েন শশীভূষণ মিঞ্জ। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় তিলজলার ট্রাফিক সার্জেন্টের মৃত্যুর ঘটনায় অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। এদিন তাঁকে গান স্যালুটে শেষবিদায় জানালেন সহকর্মীরা। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ আধিকারিকরা।
তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন। নির্দল প্রার্থী উলুবেড়িয়ার ৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর। ‘প্রার্থী করতে ৫ লক্ষ টাকা চেয়েছিল প্রশান্ত কিশোরের সংস্থা’। চাঞ্চল্যকর অভিযোগ বিদায়ী তৃণমূল কাউন্সিলরের স্বামীর।
তৃণমূলের পুর-প্রার্থী তালিকা নিয়ে ইসলামপুরে অসন্তোষ। প্রকাশ্যে তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতির কাজিয়া। ‘আমার দেওয়া ৮ জনের মধ্যে ৫ জনেরই নাম বাদ’। নেপথ্যে জেলা সভাপতির হাত, অভিযোগ আব্দুল করিম চৌধুরীর। ‘সংগঠন বিরোধী কথা বিধায়কের, দলকে জানিয়েছি,’। প্রতিক্রিয়া জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের।
প্রার্থী নিয়ে বিক্ষোভে তুলকালাম জলপাইগুড়ি। প্রথম তালিকায় নাম থাকার পরে দ্বিতীয় তালিকায় নাম বাদ। নির্দল হিসেবে তৃণমূল নেতার মনোনয়ন দিতে যাওয়া ঘিরে তুলকালাম।
বিজেপি প্রার্থীকে ভোট দিতে বারণ খোদ বিজেপি নেত্রীর! খড়গপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। ‘বিজেপিকে ভোট দিলে ফল ভাল হবে না’। ‘বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব’। হুঁশিয়ারি বিজেপি নেত্রী বেবি কোলের। দলের পতাকা-ফ্লেক্স ছিড়ে ফেলে দিলেন বিজেপি নেত্রী।
পাঁশকুড়া স্টেশন বাজার লাগোয়া জোরাল শব্দ ঘিরে আতঙ্ক। আগুনের ফুলকি পেট্রোলের ড্রামে পড়তেই জোরাল শব্দ। রড কাটার সময় দুর্ঘটনা, জখম ২ ব্যক্তি।
বাসের ভাড়া বাড়েনি, তার ওপর জরিমানার অঙ্ক বেড়েছে। এই সব কারণে রাস্তায় প্রায় দেড় হাজার বেসরকারি বাস নামছে না বলে মালিক সংগঠনের দাবি। আজ কসবা ও আনন্দপুরে বাসস্ট্যান্ডে দেখা যায়, অনেক বাস বেরোয়নি। রাস্তায় বাসের সংখ্যাও কম বলে যাত্রীদের অভিযোগ।
স্বামী-স্ত্রীর বিবাদে চলল গুলি, মৃত্যু কলেজ ছাত্রীর। বীরভূমের নলহাটিতে প্রতিবেশীর গুলিতে মৃত্যু কলেজ ছাত্রীর। ‘প্রতিবেশী ছাত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল অভিযুক্তর’। ‘বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে লক্ষ্য করে গুলি স্বামীর’। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ প্রতিবেশী ছাত্রী, পুলিশ সূত্রে খবর । রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু। পলাতক অভিযুক্ত, স্ত্রীকে আটক পুলিশের।
তৃণমূলের টিকিট না পাওয়ায় গোবরডাঙার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান নির্দল হিসেবে মনোনয়ন দিলেন। এতদিন দল করলাম, দেখলাম না বলে বারাসাত জেলা শাসকের দফতরের সামনে জেলা সভানেত্রীর কাছেই ক্ষোভ। দল থেকে প্রার্থী ঠিক করেছে, দাবি তৃণমূলের জেলা সভানেত্রীর।
জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ। জানলার কাচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না।
শহরের ব্যস্ত রাস্তায় ২ তরুণীকে ইভটিজিংয়ের অভিযোগ। অভিযুক্ত এক অ্যাম্বুল্যান্স চালক ও তাঁর সহকারী। পুলিশ সূত্রে খবর, আজ বেলা সাড়ে ১২টা নাগাদ দুই তরুণী মৌলালির কাছে ফুটপাথ দিয়ে হাঁটার সময় এই ঘটনা ঘটে।
উত্তর ২৪ পরগনার বারাসাতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে গন্ডগোল। বারাসাত পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিশ্বনাথ বিশ্বাসকে মানতে নারাজ দলেরই একাংশ। আজ নিবেদিতা পল্লিতে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা।
পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল। কংগ্রেসের অভিযোগ, গতকাল সকালে রাস্তা থেকে প্রার্থী উজ্জ্বলা সাউকে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। কাঁথি থানা ও মহকুমাশাসকের কাছে অভিযোগ জানানো হয়। এরপর রাতে বাড়িতে ফিরে আসেন কংগ্রেস প্রার্থী। তবে তিনি আর ভোটে লড়তে রাজি নন বলে কংগ্রেসের দাবি। ঘটনায় বিরোধীদের দিকেই আঙুল তুলেছে কংগ্রেস।
অখিলেশ যাদবের আমন্ত্রণে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে মমতা। অখিলেশ যাদবের সঙ্গে এক জনসভায় ভার্চুয়াল ভাষণ । ‘উত্তরপ্রদেশে বিজেপি হারলে, দেশেও বিজেপি হারবে। ‘সংখ্যালঘু ভাই-বোনদের বলব সবাই এককাট্টা হয়ে সমাজাবাদী পার্টিকে ভোট দিন। ‘সব সম্প্রদায়ের মানুষকে বলব অখিলেশ যাদবকে ভোট দিন। মঞ্চ থেকে আবেদন মমতার। সমাজবাদী পার্টি ভোটে জিতলে বাংলা ও উত্তরপ্রদেশ মিলে উন্নয়নের প্রতিশ্রুতি। রাজ্যের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করেছে সমাজবাদী পার্টি।আজ সকালে লখনউয়ের ব্রাহ্মণ সমাজের প্রতিনিধিরা হোটেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।
হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে ডাকাতি। লোহার সামগ্রী বিক্রির দোকানে ঢুকে প্রায় কোটি টাকা লুঠ। টাকা লুঠ করে পালায় সশস্ত্র দুষ্কৃতীরা। দোকানের মালিককে হাত পা বেঁধে প্রাণে মারার ভয় দেখিয়ে টাকা লুঠ
ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে ব্যাঁটরা থানার পুলিশ।
ক্যাম্পাস খুললেও সশরীরে ক্লাস হচ্ছে না যাদবপুরে! অফলাইন ক্লাসের দাবিতে বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ঘরের সামনে জমায়েত, স্লোগান ‘শিক্ষকদের একাংশ অফলাইন ক্লাস নিতে চাইছেন না।’অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত পড়ুয়াদের। সমস্যা মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বৈঠকে ডাকা হল বিভাগীয় প্রধানদের। ‘বিভাগীয় প্রধানদের ই-মেল করে অফলাইন ক্লাসের আর্জি।’জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য।
রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা । অবিলম্বে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানোর দাবিতে মামলা। সংবিধান বিরোধী কাজের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা । মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী । মামলায় পার্টি করা হল রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে।
চিড়িয়াখানায় গন্ডগোল সংক্রান্ত মামলায় বিজেপি নেতা রাকেশ সিংহকে হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট
"খেলা হবে, উত্তরপ্রদেশ থেকে বিজেপি হঠাতে হবে,'' বললেন মমতা
'আমরা পুরোপুরি অখিলেশকে সমর্থন করব, পাশে থাকব’ প্রতিশ্রুতি মমতার
‘পশ্চিমবঙ্গে ভোট ভাগ না হওয়ায় বিজেপি হেরেছে’ বললেন মমতা
বিজেপি এখন ভারতের জন্য বিপজ্জনক রাজনৈতিক দল, তোপ মমতার।
কোভিডে, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে বহু মানুষ মারা গেছে। তাদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে।
কোভিডে যখন মানুষ মরছিল তখন যোগীজি কোথায় ছিলেন ? তখন আপনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেছিলেন। কটাক্ষ মমতার।
বিজেপি ভোটের কোকিল। ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। কটাক্ষ মমতা।
উত্তরপ্রদেশে বিজেপি হারলে, দেশেও বিজেপি হারবে, বললেন মমতা
বিজেপিকে হঠাতে অখিলেশকে সমর্থন করুন, আহ্বান মমতার।
বাসের ভাড়া বাড়েনি, তার ওপর জরিমানার অঙ্ক বেড়েছে। এই সব কারণে রাস্তায় প্রায় দেড় হাজার বেসরকারি বাস নামছে না বলে মালিক সংগঠনের দাবি। আজ কসবা ও আনন্দপুরে বাসস্ট্যান্ডে দেখা যায়, অনেক বাস বেরোয়নি। রাস্তায় বাসের সংখ্যাও কম বলে যাত্রীদের অভিযোগ।
পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল। কংগ্রেসের অভিযোগ, গতকাল সকালে রাস্তা থেকে প্রার্থী উজ্জ্বলা সাউকে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। কাঁথি থানা ও মহকুমাশাসকের কাছে অভিযোগ জানানো হয়। এরপর রাতে বাড়িতে ফিরে আসেন কংগ্রেস প্রার্থী। তবে তিনি আর ভোটে লড়তে রাজি নন বলে কংগ্রেসের দাবি। ঘটনায় বিরোধীদের দিকেই আঙুল তুলেছে কংগ্রেস।
অটো এবং টোটো চালকদের সংঘাতে উত্তপ্ত দেগঙ্গার বেলিয়াঘাটা বাজার
গড়িয়ার বোড়ালে লরির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক চালকের। গতকাল গভীর রাতে নরেন্দ্রপুর থানা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, আহত ও অচৈতন্য অবস্থায় ১৯ বছরের ওই বাইক চালককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। এনআরএসে আজ সকালে মৃত্যু হয় বাইক চালকের। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকে লরির ধাক্কার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের বিরুদ্ধে বিজেপি কর্মী বিশ্বজিত্ মহেশকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়। মৃতের পরিবারের অভিযোগ, তাদের দিয়ে জোর করে জমি নিয়ে বিবাদের জেরে খুন, এই মর্মে অভিযোগ লেখানো হয়। কারা জোর করে এই বয়ান লিখিয়েছিল, সে বিষয়টিও সিবিআই তদন্ত করে দেখবে বলে সূত্রের খবর।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে নতুন করে গন্ডগোল। তৃণমূল প্রার্থী সুতপা দত্তর সমর্থনে লেখা দেওয়াল মুছে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল বিকেলে ওই দেওয়াল লেখা মুছে দেওয়া হয়। লেখা মুছে পাশেই তৃণমূল প্রার্থী হিসেবে সন্দীপা বিশ্বাসের সমর্থনে টাঙানো হয়েছে ফ্লেক্স। এ প্রসঙ্গে তৃণমূল নেতা ও পুর প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, সন্দীপাই এই ওয়ার্ডে দলের প্রার্থী। যদিও সুতপার দাবি, তিনি জানেন,, তিনিই দলের প্রার্থী। তাই তিনি দেওয়াল লিখেছেন। কয়েকজন বহিরাগত এসে তাঁর সমর্থনে লেখা দেওয়াল মুছে দিয়েছে।
ছাগলচোর সন্দেহে এক যুবককে বিদুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনা ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার রূপপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে মারধরের অভিযোগ।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই জেলায় প্রার্থী তালিকা পাঠাল বিজেপি। খড়গপুর পুরভোটে প্রার্থী করা হয়েছে বিধায়ক হিরণকে। কাঁথি পুরভোটে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ কুমার দাসকে প্রার্থী করা হয়েছে। গেরুয়া শিবির সূত্রে খবর, কাঁথি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বিধায়ককে। পাশাপাশি, ৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতিকে প্রার্থী করেছে বিজেপি। বনশ্রী কাঁথি উত্তরের প্রাক্তন বিধায়ক।
জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ
ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে। এরইমধ্যে শীতের আমেজ সত্ত্বেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। তবে এখনও কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
ফের রাতের শহরে বেপরোয়া গতির কারণে ঘটল দুর্ঘটনা। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ থিয়েটার রোড ও নন্দলাল বসু রোডের ক্রসিংয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে। গাড়িতে ছিলেন দুই যুবক ও এক তরুণী। চালকের আঘাত তেমন গুরুতর না হলেও বাকি দুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। শেক্সপিয়র সরণি থানার পুলিশ গাড়ি চালক রোহন গুপ্তকে আটক করেছে। পুলিশ সূত্রে দাবি, গাড়ি থেকে মিলেছে মদের বোতল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আজ সমাজবাদী পার্টির সমর্থনে অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লখনউ পৌঁছে গেরুয়া ব্রিগেডকে নিশানা করলেন তৃণমূল নেত্রী
বজবজ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম রয়েছে মৃত ব্যক্তির
বিধাননগরের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্যে ২৩দিন পরে তিরিশের নিচে নামল করোনায় মৃত্যু
ভালো আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শারীরিক অবস্থা অপেক্ষাকৃত স্থিতিশীল।
প্রেক্ষাপট
• প্রার্থী নিয়ে বিক্ষোভ এবার বিজেপিতেও। মুর্শিদাবাদে নেতাকেই জুতোপেটা। শ্রীরামপুরে বিক্ষোভ।
• আনুষ্ঠানিক ঘোষণার আগেই জেলায় প্রার্থী তালিকা পাঠাল বিজেপি। খড়গপুরের পুরভোটে প্রার্থী বিধায়ক হিরণ। কাঁথির ২ বিধায়কও প্রার্থী।
• প্রার্থী তালিকা বিতর্কে মোড়। পার্থ, বক্সী, ফিরহাদরা থাকলেও তৃণমূলের সমন্বয় কমিটিতে নেই অভিষেক। দূরত্ব আরও বাড়বে, খোঁচা বিরোধীদের।
• তালিকা নিয়ে বিতর্কে কড়া বার্তা মমতার। প্রার্থী নিয়ে আর সমস্যা নেই। জেলায় জেলায় নতুন করে তালিকা পাঠানোর কথা জানিয়ে দাবি পার্থর।
• রাতারাতি অভিষেকের অনুগামী ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা জাহাঙ্গিরের পুলিশি সুরক্ষা প্রত্যাহার।
• শেষমুহূর্তে অভিষেকের গোয়া সফর বাতিল। নামই নিলেন না মমতা।
• প্রার্থী তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই জল্পনা বাড়ালেন পার্থ। এড়ালেন আইপ্যাক নিয়ে প্রশ্ন।
• প্রার্থী নিয়ে অব্যাহত বিক্ষোভ। কামারহাটি, খড়দায় অবরোধ,বিক্ষোভ। দুঃখ পেলেও দলের সৈনিক হয়ে থাকতে হবে, বার্তা ফিরহাদের।
• পুরভোটে প্রার্থী নিয়ে বিস্ফোরক তৃণমূল (TMC) বিধায়ক। সাময়িক ক্ষোভ, দাবি নেতৃত্বের।
• নির্বাচনী কার্যালয়ে হামলায় অভিযুক্তরা কেন এখনও অধরা? প্রশ্ন তুলে বিজেপির (BJP) বিধাননগর কমিশনারেট অভিযান ঘিরে ধুন্ধুমার।
• ভোটের আগে বিধাননগরে অশান্তি অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী (Central Forces) চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা। বুধবারের মধ্যে কমিশন-রাজ্যকে অবস্থান জানাতে নির্দেশ।
• অখিলেশের (Akhilesh Yadav) হয়ে ভোটের প্রচারে লখনউয়ে মমতা (Mamata Banerjee)।
• সংসদে রাষ্ট্রপতির বক্তৃতার উপর জবাবি ভাষণে কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রীর।
• সংসদে বিদ্রুপের সুরে কংগ্রেসকে আক্রমণে মোদি। তীব্র প্রতিবাদে অধীররা। দফায় দফায় হইচই। মুগাম্বো খুশ হুয়ার মতো কি? খোঁচা তৃণমূলের।
• রাজ্যে ২৩দিন পরে তিরিশের নীচে নামল করোনায় মৃত্যু। শুধু উঃ ২৪ পরগনাতেই ১০। তারপরেই কলকাতা। উদ্বেগ বাড়ল জলপাইগুড়িতে।
• লতা মঙ্গেশকরের প্রয়াণে দেশে ২ দিনের রাষ্ট্রীয় শোক। রবীন্দ্র সদনে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ভারতরত্নের প্রতিকৃতি।
• ভালো আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শারীরিক অবস্থা অপেক্ষাকৃত স্থিতিশীল। প্রয়োজন হচ্ছে না অক্সিজেনের। রক্তচাপও স্বাভাবিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -