West Bengal News Live: তৃণমূল নেতার হাতে বান্ডিল বান্ডিল নোটের ভাইরাল ছবি ঘিরে তোলপাড়

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 09 Aug 2023 11:42 PM
WB News Live Updates: চার দিনের মধ্যেই যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল বিজেপির

চার দিনের মধ্যেই যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল বিজেপির। মথুরাপুরকাণ্ডে সল্টলেকের অফিসে তোলপাড়ের মধ্যেই যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি বদল বিজেপির। শনিবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি কুন্তল চৌধুরী, বুধবারই বদল! শনিবার দক্ষিণ ২৪ পরগনা পূর্বের নাম বদলে হয় যাদবপুর সাংগঠনিক জেলা। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয় কুন্তল চৌধুরীকে। চার দিনের মধ্যেই যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল কুন্তল চৌধুরীকে। কুন্তল চৌধুরীর বদলে যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে আনা হল মনোরঞ্জন জোদ্দারকে।

West Bengal News Live: নদিয়ার ৭০ জন জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কাল বোর্ড গঠন, 'প্রাণের ভয়ে' হাইকোর্টের দ্বারস্থ বিরোধী প্রার্থীরা। এবার নদিয়ার ৭০ জন জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। রানাঘাটের ৩টি পঞ্চায়েতের ৩৭ জন বিরোধী প্রার্থীকে নিরাপত্তার নির্দেশ। 'শান্তিপুরের বিজেপির ২৪ জন জয়ী প্রার্থীকে দিতে হবে নিরাপত্তা'। 'পুলিশি নিরাপত্তা দিতে হবে নদিয়ার পাতিলঘেরিয়া পঞ্চায়েতের ৯ জয়ী বিরোধী প্রার্থীকে', নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। 

WB News Live Updates: ঋণ দিয়ে বিল মেটাতে হাসপাতালেই হাজির ঋণদানকারী সংস্থা!


বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিল, মেটাতে নাজেহাল রোগীর পরিবার। ঋণ দিয়ে বিল মেটাতে হাসপাতালেই হাজির ঋণদানকারী সংস্থা! কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালের মধ্যেই অফিস খুলে চলছে ঋণদানের রমরমা কারবার! বিল মেটানোর পরেও মাঝরাতে রোগীর বাড়িতে টাকা আদায়ে পুলিশ পাঠানোর অভিযোগ। শহরের এক নামজাদা হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের। একদিনের মধ্যে হাসপাতাল চত্বর থেকে ঋণদানকারী সংস্থার অফিস উৎখাতের নির্দেশ। হাসপাতালে ঋণদানকারী সংস্থার অফিস বন্ধ না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। 

West Bengal News Live: বাংলার সিপিএম-কংগ্রেসকে বিজেপির দোসর বলে আক্রমণ তৃণমূল নেত্রীর

বাংলার সিপিএম-কংগ্রেসকে এবার বিজেপির দোসর বলে আক্রমণ তৃণমূল নেত্রীর, 'ওখানে জাতীয় ক্ষেত্রে 'ইন্ডিয়া' আর এখানে 'বিজেন্ডিয়া', 'এখানে সিপিএম-কংগ্রেস বিজেপির সঙ্গে বসে আছে', 'লজ্জাও করে না, মানুষের একটা নীতি থাকে, সেটা মেনে চলতে হয়', 'এরকম করতে থাকলে বাংলায় সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চলবে', ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: বোর্ড গঠনের দিনই 'নিখোঁজ' বিজেপি প্রার্থীকে কোর্টে পেশ

বোর্ড গঠনের দিনই জলপাইগুড়ির বেলাকোবা পঞ্চায়েতের 'নিখোঁজ' বিজেপি প্রার্থীকে কোর্টে পেশ। জলপাইগুড়ি সার্কিট বে়ঞ্চে পেশ করল পুলিশ। 
জয়ী বিজেপি প্রার্থীকে অপহরণ করে তৃণমূলের যোগদান করানোর অভিযোগ ওঠে। 'বিজেপি প্রার্থী পূর্ণিমা রায়কে কেউ অপহরণ করেনি', 'জোর করে তাঁকে কেউ আটকেও রাখেনি', 'তিনি স্বেচ্ছায় পরিবারকে নিয়ে বাইরে ছিলেন', আদালতে দাবি সরকারি আইনজীবীর। 

West Bengal News Live: তৃণমূল নেতার হাতে বান্ডিল বান্ডিল নোটের ভাইরাল ছবি ঘিরে তোলপাড়

গ্রাম পঞ্চায়েত প্রধান হতে ১০ লক্ষ টাকা? ভাইরাল ভিডিওয় তোলপাড়। গয়েশবাড়ির তৃণমূল অঞ্চল সভাপতির হাতে বান্ডিল বান্ডিল নোট! তৃণমূল নেতার হাতে বান্ডিল বান্ডিল নোটের ভাইরাল ছবি ঘিরে তোলপাড়।

WB News Live Updates: খড়গ্রামে জয়ী পঞ্চায়েত প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুন

ভোট-সন্ত্রাসের প্রথম বলি খড়গ্রামে, বোর্ড গঠনের সময়েও খুন। খড়গ্রামে জয়ী পঞ্চায়েত প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুন। তৃণমূলে যোগ দেওয়া জয়ী কংগ্রেস প্রার্থীর ছেলে খুন। পরাজিত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটে হারের প্রতিশোধেই খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধেই কুপিয়ে খুন করার অভিযোগ। কংগ্রেসের প্রতীকে জয়ের পর তৃণমূলে যোগ দেন নিহতের মা। বোর্ড গঠনের পর বিজয় মিছিল থেকে হামলা, ফের মুর্শিদাবাদে খুন। এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খড়গ্রামে জয়ী প্রার্থীর ছেলে খুন। 

West Bengal News Live: বাংলায় ফের 'হুল' আন্দোলনের ডাক শুভেন্দু অধিকারীর

বাংলায় ফের 'হুল' আন্দোলনের ডাক শুভেন্দু অধিকারীর, 'মমতা ও তাঁর ভাইপোর অত্যাচার ও চুরি-দুর্নীতি থেকে রক্ষা পেতে আরও একটা 'হুল' আন্দোলন প্রয়োজন', 'ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেদাভেদের রাজনীতি করেছেন', 'রাজ্যে শিক্ষা সংরক্ষণের সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', 'মাননীয়া আপনি কেন ভেদাভেদের রাজনীতি করেন?' 'ভোট সামনে, মোদিকে সরাতেই ভেদাভেদের রাজনীতি?' পশ্চিম মেদিনীপুরে আদিবাসীদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। 

WB News Live Updates: বাংলার সিপিএম-কংগ্রেসকে এবার বিজেপির দোসর বলে আক্রমণ তৃণমূল নেত্রীর

বাংলার সিপিএম-কংগ্রেসকে এবার বিজেপির দোসর বলে আক্রমণ তৃণমূল নেত্রীর। 'ওখানে জাতীয় ক্ষেত্রে 'ইন্ডিয়া' আর এখানে 'বিজেন্ডিয়া''। 'এখানে সিপিএম-কংগ্রেস বিজেপির সঙ্গে বসে আছে'। 'লজ্জাও করে না, মানুষের একটা নীতি থাকে, সেটা মেনে চলতে হয়'। 'এরকম করতে থাকলে বাংলায় সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চলবে'। ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: আদিবাসীদের মিছিলে 'কটূক্তি', ডেবরায় পুড়ে ছাই তৃণমূলের পার্টি অফিস

আদিবাসীদের মিছিলে 'কটূক্তি', ডেবরায় পুড়ে ছাই তৃণমূলের পার্টি অফিস। আদিবাসীদের মিছিলে কটূক্তি করার অভিযোগে তৃণমূলের পার্টি অফিসে হামলা । আদিবাসীদের একাংশের হামলা, পুড়ে ছাই ডেবরায় তৃণমূলের পার্টি অফিস। এটা দলের কোনও স্বীকৃত পার্টি অফিস নয়, দাবি তৃণমূল নেতৃত্বের। 

WB News Live Updates: বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগ সিপিএমের ৩ জয়ী প্রার্থীর

ফের দল বদলে পঞ্চায়েত দখল শাসকের। মথুরাপুর ১ নম্বর ব্লকের ২ পঞ্চায়েত দখল তৃণমূলের। বোর্ড গঠনের দিনই জোড়া পঞ্চায়েত দখল তৃণমূলের। মথুরাপুরের শঙ্করপুর ও নালুয়া পঞ্চায়েতে এগিয়ে ছিল বিরোধীরা। শঙ্করপুরে একক সংখ্যা গরিষ্ঠতা পায় সিপিএম। বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগ সিপিএমের ৩ জয়ী প্রার্থীর। ভয় দেখিয়ে দল বদল করানোর অভিযোগ বিরোধীদের। উন্নয়নের স্বার্থে জয়ী প্রার্থীদের দল বদল, দাবি তৃণমূলের। 

West Bengal News Live: পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত কুলপি, স্কুলের সামনে বোমাবাজি

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত কুলপি। কুলপির চণ্ডীপুরে স্কুলের সামনে বোমাবাজি। আতঙ্কে স্কুল থেকে পালাল পড়ুয়ারা। চণ্ডীপুরের বুথে আইএসএফ জেতায় বদলা নিতে তৃণমূলের হামলা, অভিযোগ আইএসএফের। অভিযোগ অস্বীকার শাসক দলের। 

WB News Live Updates: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার। রঙ্গিলাবাদ পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে বিজেপির ৩ জয়ী প্রার্থীকে মেরে বের করে দেওয়ার অভিযোগ। বোর্ড দখল করতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ১৬ আসনের রঙ্গিলাবাদ পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে ৬টি আসন, বিরোধীদের দখলে ১০টি আসন। 

West Bengal News Live: স্ত্রী পঞ্চায়েত প্রধান পদে শপথ নিতেই তৃণমূল নেতাকে কোপ

স্ত্রী পঞ্চায়েত প্রধান পদে শপথ নিতেই তৃণমূল নেতাকে কোপ! দক্ষিণ ২৪ পরগনা বাসন্তীতে আক্রান্ত তৃণমূল নেতা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে ধারাল অস্ত্রের কোপ। আজই পঞ্চায়েত প্রধান পদে শপথ নেন শ্রীদাম মণ্ডলের স্ত্রী। তারপরই পঞ্চায়েত প্রধানের স্বামীকে কোপানোর অভিযোগ
প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে আগুন। 

WB News Live Updates: ঋণ দিয়ে বিল মেটাতে হাসপাতালেই হাজির ঋণদানকারী সংস্থা!

বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিল, মেটাতে নাজেহাল রোগীর পরিবার। ঋণ দিয়ে বিল মেটাতে হাসপাতালেই হাজির ঋণদানকারী সংস্থা! কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালের মধ্যেই অফিস খুলে চলছে ঋণদানের রমরমা কারবার! বিল মেটানোর পরেও মাঝরাতে রোগীর বাড়িতে টাকা আদায়ে পুলিশ পাঠানোর অভিযোগ। শহরের এক নামজাদা হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের। একদিনের মধ্যে হাসপাতাল চত্বর থেকে ঋণদানকারী সংস্থার অফিস উৎখাতের নির্দেশ। হাসপাতালে ঋণদানকারী সংস্থার অফিস বন্ধ না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। 

West Bengal News Live: সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব, জবাব অমিত শাহর

সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব, জবাব অমিত শাহর, 'মানুষকে বিভ্রান্ত করতেই বিরোধীদের অনাস্থা প্রস্তাব', 'ইউপিএ জমানার দুর্নীতি সবাই দেখেছে', 'অনাস্থা ঠেকাতেও নরসিংহ রাওয়ের সময় দুর্নীতি হয়েছিল', 'নরসিংহ রাওয়ের সময় অনাস্থা ঠেকাতে ঘুষ দেওয়া হয়েছিল', 'দুর্নীতির দায়ে নরসিংহ রাওকে জেলেও যেতে হয়েছিল', 'অটলবিহারী বাজপেয়ীর সময় অনাস্থায় ১ ভোটে হেরে গিয়েছিল সরকার', 'কিন্তু অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা সংসদের আদেশ মেনে নেব', আক্রমণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

WB News Live Updates: ভোটের সময় অশান্তি, বোর্ড গঠনেও রণক্ষেত্র মালদার কালিয়াচক

ভোটের সময় অশান্তি, বোর্ড গঠনেও রণক্ষেত্র মালদার কালিয়াচক। কালিয়াচকের আলিপুর ২ অঞ্চলে কংগ্রেসকে তৃণমূল প্রার্থীর সমর্থন! তৃণমূলের পঞ্চায়েত সদস্য অফিসের সামনেই আসতেই হামলা! তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। 

West Bengal News Live: পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে আরামবাগে উত্তেজনা

পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে আরামবাগে উত্তেজনা। আরামবাগের আড়ান্ডি ১ নং পঞ্চায়েত অফিসের সামনে উত্তেজনা। প্রধান কে হবেন সেই নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত অফিসের তৃণমূল, বিজেপি ও নির্দল সমর্থকদের জমায়েত। 

WB News Live Updates: কামারহাটিতে বিস্ফোরণ, জখম ১, ভর্তি হাসপাতালে

কামারহাটিতে বিস্ফোরণ, জখম ১। ধোবিয়াবাগানে বাড়ির মধ্যে বিস্ফোরণে জখম ২। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কী কারণে বিস্ফোরণ, তদন্তে পুলিশ। 

West Bengal News Live: ফের ভাঙড়ে বোমাবাজি, নামল র‍্যাফ

১৪৪ ধারা জারির মধ্যেই ফের ভাঙড়ে বোমাবাজি! ভোটের সময় সংঘর্ষ, পঞ্চায়েত বোর্ড গঠনের আগেও অশান্ত ভাঙড়! ভাঙড়ের মাঝেরআইটে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় বোমাবাজি! তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিরোধীদের, নামল র‍্যাফ। 

WB News Live Updates: পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে অশান্তি, তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব করে বোর্ড গঠনের অভিযোগ বিজেপির

জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে অশান্তি। বহিরাগত নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব করে বোর্ড গঠনের অভিযোগ বিজেপির।
আইসি-কে ঘিরে বিক্ষোভ বিজেপির, ব্যারিকেড ভাঙচুর, প্রায় ১ ঘণ্টা রাস্তা অবরোধ। তৃণমূলের জয়ী প্রার্থীদের পঞ্চায়েত অফিস থেকে বেরোতে বাধা। পঞ্চায়েত অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ বিজেপির।

West Bengal News Live: ভুয়ো নথি দিয়ে চাকরি, ডিআইজি সিআইডিকে তলব হাইকোর্টের

ভুয়ো নথি দিয়ে চাকরি, ডিআইজি সিআইডিকে তলব হাইকোর্টের। কাল সকাল সাড়ে ১০টায় ডিআইজি সিআইডিকে সশরীরের হাজিরার নির্দেশ। ভুয়ো নিয়োগপত্র বানিয়ে নিজের স্কুলেই ছেলেকে চাকরি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতির ঘটনায় সিআইডিকে তদন্তভার দিয়েছিল হাইকোর্ট। সিআইডি তদন্তে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। 'আদালত ভরসা রেখেছিল, কিন্তু সিআইডি তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি', 'সিআইডির তদন্তকারী অফিসার কেন অন্য মামলায় নিযুক্ত হবেন?', 'মামলার গুরুত্বপূর্ণ দিনে কেন সিআইডির কোনও আধিকারিক আদালতে উপস্থিত থাকবেন না?', 'ডিআইজি সিআইডিকে তদন্তে নজরদারি করতে বলা হয়েছিল', সেই নির্দেশ কেন মানা হচ্ছে না? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'আদালতে এসে ব্যাখ্যা দিতে হবে ডিআইজি সিআইডি ও তাঁর টিমকে', 'এখনও ভুয়ো নথিতে চাকরি করে, বেতন নিচ্ছেন বিভিন্ন জেলায় একাধিক শিক্ষক, এটা ভাবা যায়!', 'রাজ্যজুড়ে সিআইডির নেটওয়ার্ক তবু তারা এগুলো নিয়ে কিছুই করতে পারছে না!', 'এক জেলার সুপারিশ পত্র, অন্য জেলার নিয়োগপত্র ভাঁড়িয়ে চাকরি করে যাচ্ছেন ভুয়ো শিক্ষকরা', 'আর সিআইডি কিছুই করতে পারছে না?, 'একাধিক মাথা রয়েছে এমন ভুয়ো নিয়োগের নেপথ্যে, সিন্ডিকেট-চক্র চলছে', প্রত্যেককে খুঁজে বের করতে হবে, মন্তব্য বিচারপতির।

Mamata Banerjee: ওখানে 'ইন্ডিয়া' আর এখানে 'বিজেন্ডিয়া', CPM-কংগ্রেসকে নিশানা মমতার

বাংলার সিপিএম-কংগ্রেসকে এবার বিজেপির দোসর বলে আক্রমণ তৃণমূল নেত্রীর। 'ওখানে জাতীয় ক্ষেত্রে 'ইন্ডিয়া' আর এখানে 'বিজেন্ডিয়া'। এখানে সিপিএম-কংগ্রেস বিজেপির সঙ্গে বসে আছে। লজ্জাও করে না, মানুষের একটা নীতি থাকে, সেটা মেনে চলতে হয়। 'এরকম করতে থাকলে বাংলায় সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চলবে', ঝাড়গ্রামের সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: এবার পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরেও অশান্তি

মনোনয়ন পর্ব থেকে ভোটদান, গণনা। পঞ্চায়েত ভোট ঘিরে সন্ত্রাসের সাক্ষী থেকেছে রাজ্য। এবার পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরেও অশান্তি। কোথাও হামলা, কোথাও বিক্ষোভ, কোথাও আগুন। 

West Bengal News Live: ভুয়ো নথি দিয়ে চাকরি, ডিআইজি সিআইডিকে তলব হাইকোর্টের

ভুয়ো নথি দিয়ে চাকরি, ডিআইজি সিআইডিকে তলব হাইকোর্টের
কাল সকাল সাড়ে ১০টায় ডিআইজি সিআইডিকে সশরীরের হাজিরার নির্দেশ 

West Bengal News Live: কুলপির চণ্ডীপুরে স্কুলের সামনে বোমাবাজি

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত কুলপি
কুলপির চণ্ডীপুরে স্কুলের সামনে বোমাবাজি
আতঙ্কে স্কুল থেকে পালাল পড়ুয়ারা
চণ্ডীপুরের বুথে আইএসএফ জেতায় বদলা নিতে তৃণমূলের হামলা, অভিযোগ আইএসএফের
অভিযোগ অস্বীকার শাসক দলের 

West Bengal News Live:' ভারত ছাড়ো আন্দোলনের দিনে,  শপথ নিয়ে বলছি বিজেপি তুমি দিল্লি ছাড়' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

' ভারত ছাড়ো আন্দোলনের দিনে,  শপথ নিয়ে বলছি বিজেপি তুমি দিল্লি ছাড়' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live: 'আমরা বিশ্ববিদ্যালয় করছি, উনি দালালি করে কাজ আটকে দিচ্ছেন' আক্রমণ মমতার 

'আমরা বিশ্ববিদ্যালয় করছি, উনি দালালি করে কাজ আটকে দিচ্ছেন' আক্রমণ মমতার 

West Bengal News Live: 'করম পুজোকেও এবার রাজ্যে সরকার ছুটি হিসাবে ঘোষণা করল ' বললেন মমতা

'করম পুজোকেও এবার রাজ্যে সরকার ছুটি হিসাবে ঘোষণা করল ' বললেন মমতা

West Bengal News Live: ডেঙ্গি মোকাবিলায় অ্য়াডভাইসরি

ডেঙ্গি মোকাবিলায় এবার কলকাতায় সকুলপড়ুয়াদের ফুলহাতা জামা, ফুল প্যান্ট পরার অ্যাডভাইসরি পুরসভার।

WB News Live Updates: 'জঙ্গলমহলের রাস্তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনিয়েছি' মন্তব্য শুভেন্দু অধিকারীর

' জঙ্গলমহলের রাস্তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনিয়েছি' মন্তব্য শুভেন্দু অধিকারীর

West Bengal News Live: ১২ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

১২ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

WB News Live Updates: হকের চাকরির দাবিতে পথে নেমে ফের জুটল পুলিশের গলাধাক্কা

হকের চাকরির দাবিতে পথে নেমে ফের জুটল পুলিশের গলাধাক্কা। শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে হাজরা মোড়ে তুলকালাম।

West Bengal News Live: বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

WB News Live Updates: হাসপাতাল থেকে হোম কেয়ারে পাঠানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

হাসপাতাল থেকে হোম কেয়ারে পাঠানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

West Bengal News Live: 'কালীঘাটের কাকু'র অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, জানাল কমান্ড হাসপাতালের মেডিক্যাল বোর্ড

'কালীঘাটের কাকু'র অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, জানাল কমান্ড হাসপাতালের মেডিক্যাল বোর্ড

WB News Live Updates: লেক গার্ডেন্সে ভেঙে পড়ল বাড়ির একাংশ

লেক গার্ডেন্সে ভেঙে পড়ল বাড়ির একাংশ। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ভেঙে পড়ল বাড়ির একাংশ। ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ি চালক। 

West Bengal News Live: আজ হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে

আজ হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতাল থেকে হোম কেয়ারে পাঠানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। গতকাল তাঁর বাড়িতে যায় হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম। বাড়িতে চিকিৎসার ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন তাঁরা। এখন পুরোপুরি সংক্রমণমুক্ত বুদ্ধবাবু, রক্ত পরীক্ষার সব রিপোর্ট সন্তোষজনক। ১২ দিন পর আজ বাড়ি ফিরবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: ৬ পঞ্চায়েতে জয়ী বিরোধী প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ

নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার ৬ পঞ্চায়েতে জয়ী বিরোধী প্রার্থীদের ভয় দেখার অভিযোগ। বোর্ড গঠনের আগে নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের। 

West Bengal News Live: মুর্শিদাবাদের দুটি ঘটনাতেই কড়া শাস্তির দাবিতে সরব মৃত দুই যুবকের পরিবার

মুর্শিদাবাদের দুটি ঘটনাতেই কড়া শাস্তির দাবিতে সরব মৃত দুই যুবকের পরিবার

WB News Live Updates: আজ জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন

আজ জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। বিজেপির জয়ী প্রার্থীকে অপহরণ করে তৃণমূলে টানার অভিযোগ ঘিরে সরগরম এলাকার রাজনীতি।

West Bengal News Live: অতীতের অশান্তি থেকে শিক্ষা নিয়ে বোর্ড গঠনের আগে ভাঙড়ে ১৪৪ ধারা

অতীতের অশান্তি থেকে শিক্ষা নিয়ে বোর্ড গঠনের আগে ভাঙড়ে ১৪৪ ধারা

WB News Live Updates: আজ বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে সিবিআই তলব

আজ বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে সিবিআই তলব

West Bengal News Live: কীভাবে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল?

কীভাবে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল?

WB News Live Updates: টাকা ফেরত চাওয়ায় চাকরিপ্রার্থীকে পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি জীবনকৃষ্ণ সাহার

টাকা ফেরত চাওয়ায় চাকরিপ্রার্থীকে পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি জীবনকৃষ্ণ সাহার

West Bengal News Live: রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের দোতলায় আগুন

রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের দোতলায় আগুন

WB News Live Updates: বাঁকুড়ার বিভিন্ন স্কুলে কর্মরত ৭ জন শিক্ষককে তলব করেছে CBI

 বাঁকুড়ার বিভিন্ন স্কুলে কর্মরত ৭ জন শিক্ষককে তলব করেছে CBI

West Bengal News Live: বেহালায় লরির ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যুতে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে

বেহালায় লরির ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যুতে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এদিকে, বেহালার মর্মান্তিক দুর্ঘটনা থেকে আদৌ যে কোনও শিক্ষা হয়নি, তার প্রমাণ মিলল ঠাকুরপুকুর, ডানকুনিতে। ঠাকুরপুকুরে ট্যাক্সির ধাক্কায় গুরুতর জখম হল পড়ুয়া। 
হুগলির ডানকুনিতে আবার বেলাগাম লরির ধাক্কায় জখম হলেন দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার বাবা। 

WB News Live Updates: ডেঙ্গি মোকাবিলায় অ্যাডভাইসরি

ডেঙ্গি মোকাবিলায় এবার কলকাতায় সকুলপড়ুয়াদের ফুলহাতা জামা, ফুল প্যান্ট পরার অ্যাডভাইসরি পুরসভার।

West Bengal News Live: ১১দিন পরে আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য

পুরোপুরি সংক্রমণমুক্ত। ১১দিন পরে আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য।

প্রেক্ষাপট

ঘুষ দিয়ে চাকরি, মুর্শিদাবাদের ৪ অযোগ্য শিক্ষকের গ্রেফতারির পর নজরে আরও। আজ বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে সিবিআই তলব। 


কেউ ৫ লক্ষ, কেউ ৬ লক্ষ! চাকরি পেতে তাপস মণ্ডলকে (Tapas Mandal) লাখ লাখ টাকা ঘুষ ধৃত মুর্শিদাবাদের ৪ অযোগ্য শিক্ষকের। চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের (CBI)।


চাকরি বিক্রি করে ৩ কোটি ১৩ লক্ষ টাকা তোলে কুন্তল (Kuntal Chakraborty) । ৪ কোটি ১২ লক্ষের বেশি নেন তাপস মণ্ডল, সিবিআইয়ের চার্জশিটে সোয়া ৭ কোটি লেনদেনের কথা উল্লেখ।


 টাকা দিয়েও হয়নি কাজ, ফেরত চাওয়ায় চাকরিপ্রার্থীকে পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি জীবনকৃষ্ণের! পুকুরে উদ্ধার বড়ঞার বিধায়কের ফোনে চাঞ্চল্যকর তথ্য, দাবি সিবিআই সূত্রে।


হকের চাকরির দাবিতে পথে নেমে ফের জুটল পুলিশের গলাধাক্কা। শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে হাজরা মোড়ে তুলকালাম। 


অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার, বদলির পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেই সুর বদল কুড়মি নেতার! 
 
নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার ৬ পঞ্চায়েতে জয়ী বিরোধী প্রার্থীদের ভয় দেখার অভিযোগ। বোর্ড গঠনের আগে নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের। 


ভোটের পরও সন্ত্রাস! বোর্ড গঠনে তৃণমূলে টানতে হুমকি, অভিযোগ তুলে ফালাকাটায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আশ্রয় জয়ী বিজেপি প্রার্থীদের।অস্বীকার শাসক শিবিরের।


অপহরণ করে বেলাকোবার বিজেপির জয়ী প্রার্থীকে অপহরণ করে তৃণমূলে টানার অভিযোগ। আজই পেশ করতে হবে কোর্টে, আইসিকে নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের।


সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও তৃণমূলের হাতছাড়া পঞ্চায়েত! কৃষ্ণনগরের রুইপুকুর পঞ্চায়েত দখল করল বিজেপি-সিপিএম জোট। ভোটাভুটিতে আচমকা বিজেপিকে সমর্থন তৃণমূলের।


সুতিতে একসঙ্গে বোর্ড গঠন কংগ্রেস-বিজেপি-আরএসপির। মহেশাইল ১ পঞ্চায়েতে প্রধান কংগ্রেসের, উপপ্রধান বিজেপির। 


হিংসা-দুর্নীতি নিয়ে ফের সরব বোস। গুরুদেবের বাংলায় আর নেই চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, মন্তব্য রাজ্যপালের। এক্তিয়ারের বাইরে কথা, দিতে হবে মূল্য, পাল্টা কুণাল। 


নবগ্রাম থানাতেই পিটিয়ে খুনের অভিযোগ। এবার তদন্তে সিআইডি।


ডেঙ্গি মোকাবিলায় এবার কলকাতায় সকুলপড়ুয়াদের ফুলহাতা জামা, ফুল প্যান্ট পরার অ্যাডভাইসরি পুরসভার। ডেঙ্গি আক্রান্ত সুনীল ছেত্রীর স্ত্রী। 


তর্ক-বিতর্কের মধ্যেই লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ গৌরব গগৈয়ের। মণিপুর নিয়ে সংসদে অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক শুরুর আগেই রাজ্যসভায় তুমুল উত্তেজনা। 


পুরোপুরি সংক্রমণমুক্ত। ১১দিন পরে আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.