West Bengal News Live Updates: সিপিএমের পর ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে গেলেন শুভেন্দু অধিকারী।

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 23 Nov 2023 03:06 PM
Suvendu Adhikari: সিপিএমের পর ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে গেলেন শুভেন্দু অধিকারী।

সিপিএমের পর ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে গেলেন শুভেন্দু অধিকারী। বগটুইয়ের ধাঁচে পুড়িয়ে মারার ছক ছিল, অভিযোগ বিরোধী দলনেতার। ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস। 

Justice Abhijit Ganguly: বেআইনি নির্মাণকারীকে কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

'বেআইনি নির্মাণকারীকে কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে', লিলুয়ার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মন্তব্য হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বললেন, "কোনও বেআইনি নির্মাণ রাখা যাবে না। যদি আমার বাড়িও হয়, ভেঙে দিতে হবে।"

Mamata Banerjee: যারা সব থেকে বেশি গরু-কয়লা পাচারের টাকা খায়, তারাই বড় বড় কথা বলে: মমতা

'যারা সব থেকে বেশি গরু-কয়লা পাচারের টাকা খায়, তারাই বড় বড় কথা বলে। গরু আসে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে, তখন কারা টাকা খায়?
কয়লা পাচারের কথা বলা হচ্ছে, কোল ইন্ডিয়া কী করছে? সিআইএসএফ কী করছে?'ফের প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী

Mamata Banerjee: আমাদের ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে জেলে: মমতা

দুর্নীতি প্রশ্নে এবার পাল্টা বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। 'আমাদের লোকেরা সবাই চোর, দুর্নীতি দেখাচ্ছে। কেষ্ট, বালু, পার্থ, মানিক জেলে, এভাবেই চলবে। যখন চেয়ারে থাকবেন না তখন আপনারা কোথায় থাকবেন, সেলে? আমাদের ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে জেলে ভরব'। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপি ও বামেদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee: শুধুমাত্র MSME থেকেই ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে, বললেন মমতা

শুধুমাত্র MSME থেকেই ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে। বিরোধীরা যে মিথ্যে রটিয়ে বেড়ায়, তার মোকাবিলা করতে মুখ্যসচিবকে হোয়াইট পেপার তৈরির কথাও জানান তিনি। মমতা জানান, রাজ্যে ছোট-মাঝারি-ক্ষুদ্রশিল্পের ৯০০ ইউনিট রয়েছে। নতুন ক্লাস্টার তৈরি হয়েছে ৬০২টি। 

Bengal Global Business Summit: হিন্দমোটর কারখানা থেকে অবাধে লুঠ হচ্ছে দামি যন্ত্রাংশ, দাবি বিজেপি-র

সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর দিনেই হুগলির হিন্দমোটরের বন্ধ কারখানা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরের দিনই বন্ধ কারখানা চত্বরে পড়ল বিজেপির পোস্টার। গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্য সরকার হিন্দমোটর কারখানা অধিগ্রহণ করা সত্ত্বেও কারখানা চত্বর থেকে অবাধে লুঠ হচ্ছে দামি যন্ত্রাংশ। কারখানার জমি প্রোমোটার চক্রের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেন শুভেন্দু। গোটাটাই হচ্ছে তৃণমূলের মদতে, অভিযোগ বিরোধী দলনেতার। এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামার  হঁশিয়ারিও দিয়েছে বিজেপি। তৃণমূল জেলা নেতৃত্বের কটাক্ষ, বিজেপি শুধু হঠকারী আন্দোলনই করে। কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Joynagar News: হাইকোর্টের অনুমতি নিয়ে ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএমের প্রতিনিধিদল

হাইকোর্টের অনুমতি নিয়ে ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএমের প্রতিনিধিদল। একই দিনে, একই সময়ে হাজির বিজেপিও। কারা ঢুকবে গ্রামে, তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াল দলুয়াখাকিতে। সিপিএমের দাবি, আদালতের অনুমতি থাকলেও, তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ। অথচ বিজেপিকে যেতে দেওয়া হচ্ছে। এই নিয়ে মহকুমা শাসকের সঙ্গে বাদানুবাদে জড়ান সিপিএম নেতারা। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, গতকাল জয়নগরের আইসি মেল করে জানান, আজ দলুয়াখাকিতে যাবেন বিরোধী দলনেতা। তাই সিপিএমের প্রতিনিধিদলকে যাওয়ার অনুমতি দেওয়া যাচ্ছে না। শেষপর্যন্ত আদালতের ছাড়পত্র দেখিয়ে ত্রাণ নিয়ে গ্রামে ঢোকেন প্রতিনিধিদলের ৫ সদস্য।

Kolkata Metro: ২৪ ঘণ্টা পর মেট্রো-সুড়ঙ্গে দেহ উদ্ধারের জট কাটল

২৪ ঘণ্টা পর মেট্রো-সুড়ঙ্গে দেহ উদ্ধারের জট কাটল। মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার রাতে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর, রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় চুক্তিভিত্তিক কয়েকজন ঠিকা শ্রমিক কাজ করতে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সুড়ঙ্গে নামেন। বাকিরা বেরিয়ে আসলেও, এই ব্যক্তি মেট্রোর সুড়ঙ্গেই রয়ে যান। কীভাবে ওই ঠিকা শ্রমিক সুড়ঙ্গে থেকে গেলেন, তাঁর মৃত্যুই বা কীভাবে হল, সবই খতিয়ে দেখছে RPF ও রিজেন্ট পার্ক থানার পুলিশ। এখানে আরও একটা প্রশ্ন উঠছে, সকাল থেকে মেট্রো চললেও কেন কোনও মোটরম্যানের নজরে এল না দেহ? তা নিয়ে এখনও ধোঁয়াশা। 


 

Joynagar News: হাইকোর্টের অনুমতি নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে বামেরা, হাজির BJP-ও

হাইকোর্টের অনুমতি নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে বামেরা। একই দিনে হাজির বিজেপিও। তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াল দলুয়াখাকিতে। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, আদালতের অনুমতি থাকলেও, তাঁদের গ্রামে ঢুকতে বাধা দিচ্ছেন আইসি। অথচ বিজেপিকে যেতে দেওয়া হচ্ছে। এই নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান সিপিএম নেতারা। 


 

Abhishek Banerjee: নেতাজি ইন্ডোরে মমতার সভা আজ, চোখের সমস্যার জেরে না থাকতে পারেন অভিষেক

আজ নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক। নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভায় আসছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগ দিতে পারেন অনলাইনে: সূত্র। চোখের সমস্যায় ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Amdanga News: সাত দিন পরও আমডাঙার তৃণমূল প্রধান রূপচাঁদ মণ্ডল খুনে এখনও অধরা অভিযুক্তরা

৭ দিন পার। আমডাঙার তৃণমূল প্রধান রূপচাঁদ মণ্ডল খুনে এখনও অধরা FIR-এ নাম থাকা অভিযুক্তরা। এই অভিযোগে সকালে আমডাঙার সোনাডাঙা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন নিহত তৃণমূল প্রধানের অনুগামীরা। টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। ১৬ নভেম্বর ভরসন্ধেয়, ভরা হাটের মধ্যে বোমা মেরে খুন করা হয় আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে। খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নিহত পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে পুলিশকে চারদিনের সময়সীমা বেঁধে দেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আজই শেষ হচ্ছে সেই সময়সীমা। 

Serampore News: আয়কর অফিসার পরিচয় দিয়ে শ্রীরামপুরে সোনা গলানোর দোকানে হানা দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ

ঠিক যেন সিনেমা! আয়কর অফিসার পরিচয় দিয়ে শ্রীরামপুরে সোনা গলানোর দোকানে হানা! নগদ টাকা ও সোনার বার নিয়ে চম্পট। দোকানের মালিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। তদন্তের নেমেছে চন্দননগর কমিশনারেট। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিপি।  

Kolkata News: ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায়, এজেসি বোস উড়ালপুলে আক্রান্ত পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায়, আক্রান্ত পুলিশ। ট্রাফিক পুলিশকে সজোরে ধাক্কা মারার অভিযোগ উঠল বেপরোয়া বাইক চালকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাতে এজেসি বোস উড়ালপুলে দুই চাকার যানের ওঠা নিষিদ্ধ। নিয়ম ভেঙে এদিন ভোর ৪টে নাগাদ SSKM-এর দিক থেকে 
উড়ালপুলে উঠে পড়ে একটি বাইক। কর্তব্যরত ট্রাফিক ASI আনারুল ইসলাম বাধা দেওয়ায়, তাঁকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে দুই
বাইক আরোহী। গুরুতর আহত ট্রাফিক পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই বাইক আরোহীকে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ।


 

Amit Shah Rally: ধর্মতলায় বিজেপির সভা রুখতে মরিয়া রাজ্য, ডিভিশন বেঞ্চে আবেদন, মামলা BJP-রও

ধর্মতলায় বিজেপির সভা রুখতে মরিয়া রাজ্য। ২৯ নভেম্বরের প্রস্তাবিত সভায় থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সভার বিরোধিতায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। সভার অনুমতি দিচ্ছে না পুলিশ, অভিযোগে হাইকোর্টে মামলা বিজেপি-র।

WB Weather updates: মরশুমে এই প্রথম তাপমাত্রা ২০-র নীচে, শীতের আগমনবার্তা!

চলতি মরশুমে আজ এই প্রথম ২০-র নীচে তাপমাত্রা কলকাতায়। আজ শহরের তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।

CV Ananda Bose: রাজ্যপাল পদে সি ভি আনন্দ বোসের বর্ষপূর্তি পালন, দিনভর ঠাসা কর্মসূচি রাজভবনে

রাজ্যপাল পদে সি ভি আনন্দ বোসের বর্ষপূর্তি পালন। আজ দিনভর ঠাসা কর্মসূচি। রাজভবনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে মাদক-মুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি। অংশ নেবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও সাইক্লিস্টরা। এরপর স্কুল পড়ুয়াদের জন্য রাজভবনের তরফে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে ‘মিল উইথ গভর্নর’ কর্মসূচি। রাজ্যপালের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন বয়স্ক ও শিশুরা। বিকেলেও অনুষ্ঠান রয়েছে। 


 

WB News Live: লোকসভা ভোটের আগে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা শাসক-বিরোধীর!

আর ক'মাস পরেই লোকসভা ভোট। তার আগে ধর্মীয় আবেগেই কি সুড়সুড়ি দিতে চাইছে, রাজ্য়ের শাসক এবং গেরুয়া শিবির? আগামী এপ্রিলেই সরকারের উদ্য়োগে তৈরি হওয়া, দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। আর ওই মাসেই, রাজ্য়জুড়ে আরও বড় করে রামনবমী পালনের তোড়জোড় শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদও। তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা করেছে বাম-কংগ্রেস। 

প্রেক্ষাপট

উত্তরকাশীর সুড়ঙ্গে এখনও বাংলার ৩জন শ্রমিক-সহ ৪১ জন আটকে। আরও কাছে উদ্ধারকারীরা। মাইক্রো টানেল দিয়ে বের করার চেষ্টা। তৈরি অ্যাম্বুল্যান্স, কপ্টার। (Uttarakhand Tunnel Collapse) 


হাসপাতালে ভর্তির বদলে রক্তাক্ত অবস্থায় গেটে ফেলে উধাও পুলিশ? দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূলকর্মীকে (TMC) ঘিরে প্রশ্নের মুখে মুচিপাড়া থানা।


তাজপুর প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি বিজেপির (Tajpur Port Project)। রাজ্য সরকার নয়, চুক্তি বাতিল করেছে আদানি গোষ্ঠীই (Adani Group)। মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী। দাবি গেরুয়া শিবিরের। 


তুঙ্গে তাজপুর সংঘাত। কিণাল বললেন, "তাজপুর হবে। প্ল্যান A না থাকলে প্ল্যান B দিয়ে হবে।" মহম্মদ সেলিমের বক্তব্য, "আদানির এক হাত ধরেছে, আরেক হাত মোদি।"


 বাণিজ্য সম্মেলনে ১৮৮টি মউ সই। প্রায় ৪ লক্ষ কোটির লগ্নির প্রস্তাব, দাবি মুখ্যমন্ত্রীর। মমতার বক্তব্য, "বাংলাই গন্তব্য, সুযোগ কিন্তু বারবার আসে না। শিল্পপতিদের গলা টিপে ধরা হচ্ছে।" 


জগদ্দলে তৃণমূল কর্মী খুনে বিস্ফোরক দলেরই বিধায়ক। বললেন, "দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে মেঘনা জুটমিল, অর্জুনের গিরাপতে আছে। অর্জুন..রাজনীতি নয়, ব্যক্তিগত।"


জগদ্দলকাণ্ডে একদিন পার, এখনও অধরা আততায়ীরা। নেতাদের নিশানায় পুলিশ।


নাম কী? জবাব মিলতেই এলোপাথাড়ি গুলিতে তৃণমূলকর্মীকে খুন। নেপথ্যে বিহার থেকে আসা সুপারি কিলার। ফুটেজের সূত্রে তদন্তে পুলিশ। 


৩ দিন পার। কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনে দুষ্কৃতীরা এখনও অধরা। নিহতের বাড়িতে শুভেনদু। পুলিশ নয়, সিবিআই-দাবিতেই অনড় পরিবার। 


বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। ফরাক্কায় বোমা ফেটে ৩ শিশু আহত। এনআইএ তদন্ত দাবি বিজেপির। হরিহরপাড়াতেও মিলল বোমার হদিশ। 


বাজি ফাটাতে বারণ, এমএলএ কাপের উদ্বোধনে সওকতের রোষে পুলিশ। মঞ্চ থেকেই পুলিশ কর্তাদের সামনেই শাসানি। 


২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে রাজ্য।কেন অমিত শাহর সভার আগের দিনই শুনানির আর্জি? আজ রাজ্যের ব্যাখ্যা তলব।


ফের ধর্মীয় ভাবাবেগে শান! ২৪ ডিসেম্বর ব্রিগেডে মোদির সামনে গীতাপাঠ।পুরসভার উদ্যোগে দেব দীপাবলি। জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির, এপ্রিলে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। 


ভোট পরবর্তী হিংসায় আদালত অবমাননার মামলা, হাইকোর্টে নতুন বেঞ্চ। নির্দেশের পরেও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ। বৃহত্তর বেঞ্চে এলেন ২ নতুন বিচারপতি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.