West Bengal News Live : পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনার কবলে দিব্যেন্দু অধিকারীর গাড়ি, বুকে-হাতে আঘাত

West Bengal News : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর একনজরে।

ABP Ananda Last Updated: 25 Nov 2023 11:56 PM
West Bengal Live News : মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে আটকের অভিযোগ, মারিশদা থানায় শুভেন্দু

মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে আটকের অভিযোগ, মারিশদা থানায় শুভেন্দু অধিকারী। অক্টোবরে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। মারিশদা থানার পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ শুভেন্দুর । মারিশদা থানার পুলিশের সঙ্গে বচসা বিরোধী দলনেতার। সোমবার খেজুরি এলাকায় বন্‍ধ-এর ডাক শুভেন্দু অধিকারীর। ৩০ নভেম্বর খেজুরি থানা এলাকায় অবস্থান-বিক্ষোভের ডাক শুভেন্দুর। আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার । 

WB Live News : ২৯ নভেম্বর কলকাতায় অমিত শাহর সভা উপলক্ষে রাজ্যজুড়ে প্রচারে নামল বিজেপি

২৯ নভেম্বর কলকাতায় অমিত শাহর সভা উপলক্ষে রাজ্যজুড়ে প্রচারে নামল বিজেপি। বাঁধা হল গান। বাঁকুড়ার কতুলপুরে মিছিল ও সভা করলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে লোক নেই, পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

West Bengal Live News : পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনার কবলে দিব্যেন্দু অধিকারীর গাড়ি

পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনার কবলে দিব্যেন্দু অধিকারীর গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা, তমলুকের সাংসদের বুক-হাতে চোট। হলদিয়া থেকে কাঁথি ফেরার সময় মারিশদায় দুর্ঘটনায় দিব্যেন্দুর গাড়ি। ১১৬বি জাতীয় সড়কে একটি লরিতে ওভারটেক করার সময় দুর্ঘটনা। 'ওভারটেক করার সময় সামনে হঠাৎ একটি কুকুর চলে আসায় আচমকা ব্রেক', গাড়ি আচমকা ব্রেক কষায় আঘাত লাগে দিব্যেন্দু অধিকারীর বুক-হাতে। 

WB Live News : এবার বদলার হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়কের!

এবার বদলার হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়কের! বদল নয়, বদলা চাই, হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর। ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রার পাল্টা মিছিলে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের । 


 

West Bengal Live News : দিদিমা-ভাইকে খুন, সেপটিক ট্যাঙ্কে মিলল হাড়গোড়!

দিদিমা-ভাইকে খুন, সেপটিক ট্যাঙ্কে মিলল হাড়গোড়! প্রায় ১ মাস ধরে নিখোঁজ, দেহ মিলল সিল করা সেপটিক ট্যাঙ্কে! সোনারপুরে নাতনি ও নাত-জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ। স্বামীর সঙ্গে মিলে দিদিমা ও মামাতো ভাইকে খুনের অভিযোগ। দুর্গাপুজোর পর থেকে নিখোঁজ ছিলেন দু'জন, আজ সেপটিক ট্যাঙ্ক থেকে হাড়গোড় উদ্ধার ।অভিযুক্ত নাতনি ও নাত-জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। সম্ভবত সম্পত্তির লোভেই দিদিমা-মামাতো ভাইকে খুন বলে সন্দেহ পুলিশের।

WB Live News : ভর সন্ধেয় চাকদায় গুলি করে খুন! 

ভর সন্ধেয় চাকদায় গুলি করে খুন! চাকদার মদনপুরে রক্তাক্ত দেহ উদ্ধার। চাকদায় রাস্তার ধারে গুলিবিদ্ধ দেহ উদ্ধার । 

West Bengal Live News : চব্বিশের ভোটে বীরভূমে তৃণমূল প্রার্থী কে? দলের ঘোষণার আগেই ঘোষণা করে দিলেন সিউড়ির বিধায়ক

চব্বিশের ভোটে বীরভূমে তৃণমূল প্রার্থী কে? দলের ঘোষণার আগেই ঘোষণা করে দিলেন সিউড়ির বিধায়ক। 'বীরভূম লোকসভা আসনে প্রার্থী হবেন শতাব্দী রায়', খয়রাশোল থেকে ১৫ হাজার ভোটে জিতবেন শতাব্দী, দাবি সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর । 

WB Live News : শিলিগুড়িতে সংসদের পিএসির বৈঠক, মাঝপথে বেরিয়ে এলেন বিজেপি সাংসদরা 

শিলিগুড়িতে সংসদের পিএসির বৈঠক, মাঝপথে বেরিয়ে এলেন বিজেপি সাংসদরা । স্পিকারের কাছে তদন্ত রিপোর্ট জমা পড়ার আগেই অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক।ক্ষোভপ্রকাশ করে সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে যান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল, রামকৃপাল যাদবরা। রেশন থেকে চা বাগান, একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ ।শিলিগুড়িতে প্রতিনিধি দল পাঠায় সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি  । 

West Bengal Live News : 'তৃণমূলের ঘরেই গুঁতোগুঁতি, পিসি আর ভাইপো...' কুণালের বিদ্রোহে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

হাতিয়ার কুণালের 'বিদ্রোহ', বাঁকুড়ার সভা থেকে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু অধিকারী। '২৪ সালেই দেখবেন সরকার বদলাবে, এমনিতেই গুঁতোগুঁতি লেগে গেছে, 'তৃণমূলের ঘরেই গুঁতোগুঁতি, পিসি আর ভাইপো। ভাইপোর লোকেরা বলছে নেতাজি ইন্ডোরে কেন ছবি নেই, আমাদের কিছু করতে হবে না। ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে ব্যুমেরাং হয়'। কুণালের মন্তব্যকে হাতিয়ার শুভেন্দুর 

WB Live News : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR করতে চেয়ে চিঠি শুভেন্দুর

তৃণমূলের চারের বদলে বিজেপির ৮ জনকে গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের দাবি জানিয়ে চিঠি শুভেন্দু অধিকারীর। হেয়ার স্ট্রিট থানার ওসি-কে ইমেল করে অভিযোগ পত্র পাঠালেন বিরোধী দলনেতা। ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ এফআইআর না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি। 


 

West Bengal Live News : সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর

সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই, এএনআই সূত্রে খবর। লোকপালের সুপারিশ মেনে মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের, এএনআই সূত্রে খবর।

WB Live News : সার্ভে পার্কে ফাঁকা বাড়িতে চুরি

সার্ভে পার্কে ফাঁকা বাড়িতে চুরি। তালা ভেঙে বৃদ্ধার বাড়িতে ঢুকে চুরি। গয়না-সহ একাধিক দামি সামগ্রী খোয়া গিয়েছে বলে অভিযোগ । গতকাল রাতে বাড়িতে ছিলেন না বৃদ্ধা
আজ সকালে বাড়ি ফিরে দেখেন, দরজা ভাঙা, তছনছ আলমারি  । 

West Bengal Live News : ফের রেফার-রোগ, হৃদরোগে আক্রান্ত রোগিণীকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন হাসপাতালে ঘুরল পরিবার

ফের রেফার-রোগ। খাস কলকাতার বাসিন্দা, হৃদরোগে আক্রান্ত রোগিণীকে নিয়ে রাতভর এম আর বাঙুর, SSKM, NRS, কলকাতা মেডিক্যাল ও হাওড়ার বেসরকারি হাসপাতাল, পাঁচ-পাঁচটি হাসপাতালে ঘুরে বেড়াল পরিবার। গোটা রাত কার্যত বিনা চিকিৎসায় কাটিয়ে, প্রায় ৯ ঘণ্টা পর এম আর বাঙুর হাসপাতালের মেডিসিন বিভাগের CCU-তে ভর্তি হলেন ভবানীপুরের বাসিন্দা, ৬২ বছরের শবরী চক্রবর্তী। ভোগান্তির যাত্রা শুরু হয় গতকাল রাত ৯টা থেকে। পরিবারের অভিযোগ, এর মধ্যে সরকারি হাসপাতালগুলিতে বেড মেলেনি, বেসরকারি হাসপাতালে ভর্তি করতে গেলে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। কোথাও আবার বিনা চিকিৎসায় ইমার্জেন্সিতে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় হৃদরোগে আক্রান্ত রোগিণীকে। শেষপর্যন্ত আজ ভোর সাড়ে ৫টা নাগাদ এম আর বাঙুরে ভর্তি হন ওই মহিলা। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশ সত্ত্বেও কেন সারছে না হাসপাতালের রেফার-রোগ? খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর।

WB Live News : করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি

করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। অন্যদিকে হাজরা ও রাসবিহারীতে ফের বিক্ষোভে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। নিয়োগের দাবিতে, সল্টলেকের করুণাময়ীতে অনশন-আন্দোলনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। তিনদিন ধরে খোলা আকাশের নীচে চলছে লড়াই। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে আলোচনায় বসার কোনও প্রস্তাব মেলেনি বলে চাকরিপ্রার্থীদের দাবি। তাঁদের দাবি ন্যায্য, কিন্তু সরকার বা কমিশন তার সুরাহা করতে পারছে না। এটা বাংলার লজ্জা বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার থেকে সল্টলেকের করুণাময়ীতে অনশন-অবস্থানে বসেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দুপুর ১টায় এলাকা খালি করে দেওয়ার কথা। ইতিমধ্যেই পুলিশের তরফে তাঁদের সরে যেতে বলা হচ্ছে।

West Bengal Live News : পুলিশের আপত্তি, হাইকোর্ট থেকে অনুমতি পেয়ে বাঁকুড়ায় শুভেন্দুর মিছিল

পুলিশের আপত্তি, হাইকোর্ট থেকে অনুমতি পেয়ে বাঁকুড়ায় শুভেন্দুর মিছিল। হাইকোর্টের অনুমতি নিয়ে কোতুলপুরে শুভেন্দুর নেতৃত্বের বিজেপির মিছিল । দুর্নীতি ইস্যুতে বাঁকুড়ার কোতুলপুরে মিছিল শুভেন্দু অধিকারী । 

প্রেক্ষাপট

কলকাতা : বড়বাজারে ফের অগ্নিকাণ্ড (Kolkata Fire)। কটন স্ট্রিটে শাড়ির গুদামে আগুন। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। আতঙ্কে স্থানীয়রা। ঘটনাস্থলে দমকল।


মিড ডে মিলেও দুর্নীতির (Mid Day Meal Scam) অভিযোগ। তদন্ত চেয়ে সিবিআইকে (CBI) চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রক, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। শিশুদের বঞ্চনার জবাব দেবে বাংলা, পাল্টা তৃণমূল (TMC)।


চারের বদলে আটজনকে গ্রেফতারির মন্তব্য। মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআরের দাবি জানিয়ে ওসিকে অভিযোগপত্র শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আদালতে যাওয়ার হুঁশিয়ারি। পাল্টা নারদ-খোঁচা তৃণমূলের।


সল্টলেকে (Saltlake) উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অনশন তুলে দিল পুলিশ। হাজরায় চাকরির দাবিতে ফের বিক্ষোভ। 


ভরসা নেই এসএসকেএম-এ। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব কিনা জানতে মেডিক্যাল বোর্ড গড়বে ইএসআই। নির্দেশ কোর্টের। এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ কংগ্রেসের।


বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তোলার আহ্বান শাসক-নেত্রীর। নির্বাচন কমিশনে বিজেপি। ভোটার তালিকা সংশোধনের দাবি।


চলছে মরুরাজ্যে ভোটগ্রহণ। ২০০-র মধ্যে ১৯৯টি আসনে রায় দিচ্ছে রাজস্থান। ফের ম্যাজিক করতে পারবেন ম্যাজিশিয়ান গহলৌত? নাকি রাজে ফিরবে বিজেপি? অপেক্ষা ৩ ডিসেম্বরের।


উত্তরকাশীর সুড়ঙ্গে ইস্পাতের স্তূপে আটকে এবার ভাঙল অগার মেশিন। হাতে পাথর সরাতে ৪ শ্রমিককে আনা হল দিল্লি থেকে। শ্রমিকদের উদ্ধারে লাগতে পারে আরও অন্তত ৩-৪ দিন।


ভাটপাড়ার তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে গ্রেফতার দুই। ধৃতরা খুনিদের আশ্রয়দাতা, দাবি পুলিশের। এখনও অধরা আততায়ীরা। ভিকি-র সঙ্গীর আত্মহত্যায় নতুন রহস্য।


এক্সকারশনে গিয়ে আশুতোষ কলেজের পড়ুয়ার রহস্যমৃত্যু। কেওনঝড়ের কুণ্ডুলি ড্যামের কাছেই মিলল দেহ। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের।


এবার রেফার রোগের শিকার খাস কলকাতার বাসিন্দা। এসএসকেএম, এনআরএস, মেডিক্যাল সহ ৫ হাসপাতাল ঘুরে ফের এম আর বাঙুরেই ঠাঁই হৃদরোগ আক্রান্তর। গোটা রাত কাটল বিনা চিকিৎসায়।


এবার মেড  ইন ইন্ডিয়া প্রকল্পে তৈরি যুদ্ধবিমানে সওয়ার প্রধানমন্ত্রী। বেঙ্গালুরু থেকে তেজসে সওয়ার। অভিনন্দন জানালেন বায়ুসেনা, ডিআরডিও, হ্যালকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.