West Bengal News Live Updates: জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের বাড়িতে মন্ত্রী ফিরহাদ হাকিম

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 26 Nov 2023 02:52 PM
Firhad Hakim: জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের বাড়িতে মন্ত্রী ফিরহাদ হাকিম

জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের বাড়িতে মন্ত্রী ফিরহাদ হাকিম। ১৩ নভেম্বর ভোরে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে। তারপরই পিটিয়ে খুন করা হয় সন্দেহভাজন সাহাবুদ্দিন লস্করকে। পুড়িয়ে দেওয়া হয় দলুয়াখাকি গ্রামে একের পর এক সিপিএম কর্মী সমর্থকের বাড়ি। 

WB Weather Updates: জাঁকিয়ে শীত পড়ার আগেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি

জাঁকিয়ে শীত পড়ার আগেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি। কাল বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। মঙ্গল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বাড়বে তাপমাত্রা।

Siliguri Dog Killing: ১০টি কুকুরছানাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ শিলিগুড়িতে

এনআরএস-এর সেই অমানবিক ছবি এবার শিলিগুড়িতে। ১০টি কুকুরছানাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ। গতকাল রাতে বিস্কুটের সঙ্গে বিষ মিশিয়ে মারা হয় কুকুরছানাগুলিকে, অভিযোগ স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ২০১৯-এর জানুয়ারিতে এনআরএস হাসপাতালে পিটিয়ে মারা হয় ১৬টি কুকুরছানাকে।

Deganga News: ফরাক্কার পর দেগঙ্গা, ফের বোমা-বিদ্ধ কৈশোর

ফরাক্কার পর দেগঙ্গা, ফের বোমা-বিদ্ধ কৈশোর। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম ১৪ বছরের কিশোর। তৃণমূলের পার্টি অফিসের পিছনে ব্যাগের মধ্যে রাখা ছিল বোমা। আরও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ফরাক্কায় বোমা ফেটে জখম হয় তিন শিশু। 

Amit Shah Rally: অমিত শাহের সভার মঞ্চ বাঁধার আগে ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজো বিজেপির

২৯ নভেম্বর অমিত শাহের সভার মঞ্চ বাঁধার আগে আজ ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজো রাজ্য বিজেপির। মঞ্চ তৈরির জন্য শুরু হয়েছে মাপজোক। এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে শামিয়ানা টাঙিয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতা, কর্মীরা। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল-সহ অনেকেই। 


 

Sonarpur News: সোনারপুরে জোড়া খুনে গ্রেফতার নাতনি ও নাতজামাই

দিদিমা ও বিশেষ ভাবে সক্ষম ভাইকে রডের বাড়ি মেরে, শ্বাসরোধ করে খুনের পর, গায়ে অ্যাসিড ঢেলে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ। জোড়া খুনে গ্রেফতার নাতনি ও নাতজামাই। সোনারপুরের জগদ্দলের বাসিন্দা ৭৫ বছরের গঙ্গারানি দাস। বিশেষ ভাবে সক্ষম নাতি বছর ২৫-এর মানসরঞ্জন এবং পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে নিয়ে থাকতেন ওই মহিলা। অভিযোগ, মহালয়ার ২ দিন আগে দাদুর সামনেই দিদিমা ও ভাইকে রডের বাড়ি মেরে খুন করেন নাতনি প্রিয়ঙ্কা ও নাতজামাই শান্তনু দাস। বয়ানে অসঙ্গতি মেলায় পরে দু’জনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। সেপটিক ট্যাঙ্কের নতুন ঢালাই ভেঙে উদ্ধার হয় দু’জনের কঙ্কাল ও হাড়গোড়। দিদিমার নামে থাকা সম্পত্তি হাতাতেই জোড়া খুন বলে পুলিশের অনুমান। 


 

Kolkata News: ময়দান এলাকায় বেপরোয়া BMW গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী কলেজ ছাত্রের

সাতসকালে ময়দান এলাকায় বেপরোয়া BMW গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী কলেজ ছাত্রের। সকাল ৬টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে চড়ে ময়দানে খেলতে আসছিলেন তিন তরুণ। কারও মাথায় হেলমেট ছিল না।


Suvendu Adhikari: করোনাকালে পিপিই কিট নিয়ে দুর্নীতির অভিযোগ, ইডিকে চিঠি শুভেন্দুর

করোনাকালে পিপিই কিট নিয়ে দুর্নীতির অভিযোগ, ইডিকে চিঠি শুভেন্দুর। রাজ্যের বিরুদ্ধে পিপিই কিট-সহ চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ। 'নয়ছয় করা হয়েছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় বরাদ্দের টাকা', ইডি ছাড়াও আয়কর দফতর, স্বাস্থ্য মন্ত্রকের কাছেও চিঠি শুভেন্দু অধিকারীর। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের অভিযোগের প্রসঙ্গ তুলে ইডিকে চিঠি। 

Dilip Ghosh: দিলীপ ঘোষের খড়গপুরে মিছিল ও সভা করার আবেদন নাকচ

তৃণমূলের সভার জন্য ব্যাক ডেটে অনুমতি দিলেও, দিলীপ ঘোষের খড়গপুরে মিছিল ও সভা করার আবেদন নাকচ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অভিযোগ তুলেছেন খোদ মেদিনীপুরের বিজেপি সাংসদ। খড়গপুর শহরের বারোভেতিয়া থেকে শুরু করে খড়গপুর পুরসভা পর্যন্ত মিছিল করে সভা করার কথা ছিল দিলীপ ঘোষের। পুলিশের কাছে অনুমতি চেয়েও মেলেনি। বিজেপির দাবি, একই জায়গা একই দিন এবং একই সময়ে তৃণমূলের সভা আছে বলে দিলীপ ঘোষের মিছিল ও সভার আবেদন নাকচ করে পুলিশ। এলাকা পরিবর্তন করে আজই অন্য়ত্র মিছিল ও সভা করার জন্য ফের পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি। যদিও এই আবেদনেও অনুমতি মেলেনি বলে দাবি বিজেপির। বিষয়টি খোঁজ নিয়ে জানানোর আশ্বাস জেলা পুলিশের। 

Kolkata News: যুবক খুনের প্রতিবাদে চিংড়িঘাটায় ধুন্ধুমার

যুবক খুনের প্রতিবাদে চিংড়িঘাটায় ধুন্ধুমার। পুলিশের সামনেই অভিযুক্তকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ট্যাক্সি ভাঙচুর, পুলিশকে ঘিরেও বিক্ষোভ।

Bhangar news: ভাঙড়ে সওকত মোল্লার ছবি দেওয়া পোস্টারে লেপা হল কালি

প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে হুমকি-হুঁশিয়ারি। রেশ কাটার আগেই এবার ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছবি দেওয়া পোস্টারে পড়ল কালি। শাসকদলের অভিযোগের তির ISF-র দিকে। MLA কাপের জন্য ভাঙড় ও ক্যানিং এলাকায় সওকত মোল্লার ছবি দিয়ে বানানো হয়েছে প্রচার তোরণ। আজ সকালে দেখা যায়, বাসন্তী হাইওয়ের বালিগাদা মোড়ে তৃণমূল বিধায়কের ছবি দেওয়া পোস্টারে কে বা কারা পোড়া মবিল লাগিয়ে দিয়েছে। তৃণমূল বিধায়কের কটাক্ষ, একটা-দুটো ছবিতে কালি লেপে লাভ হবে না ISF-র। লোকসভা ভোটে ভাঙড়ের ভোটাররা ওদের মুখে ঝামা ঘষে দেবে। পোস্টারে কালিকাণ্ডে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ISF নেতৃত্ব।


 

Hooghly News: বিজেপির সমাবেশে গেলে এলাকাছাড়া করার হুমকি, পোস্টার পড়ল চুঁচুড়ায়

২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সমাবেশে যোগ দেওয়ার জন্য পোস্টার ও দেওয়াল লিখনের ওপর পাল্টা পোস্টার পড়ল চুঁচুড়া শহরে। ‘জয় বাংলা’-র নামে ওই পোস্টারে বিজেপির সমাবেশে গেলে এলাকাছাড়ার হুমকি দেওয়া হয়েছে। এদিন চুঁচুড়ার একাধির জায়গায় বিজেপির ২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশের পোস্টার ও দেওয়াল লিখনের ওপর এ ধরনের পাল্টা পোস্টার দেখা যায়। বিজেপির অভিযোগ, হাইকোর্টে গিয়েও ধর্মতলার সভা আটকাতে পারেনি তৃণমূল। তাই ভয় পেয়ে হুমকি-পোস্টার। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পাল্টা দাবি, সভায় লোক হবে না বুঝতে পেরে, নিজেরাই পোস্টার সেঁটে প্রচার পাওয়ার চেষ্টা করছে বিজেপি।  

Dilip Ghosh: 'আমাদের দিদি কেন ডাক পাবেন না'? ফের দিলীপ ঘোষের ইডি-হুঁশিয়ারি

ফের দিলীপ ঘোষের ইডি-হুঁশিয়ারি। বললেন, 'দিল্লিতেও দুই মন্ত্রী জেলে গেছেন, মুখ্যমন্ত্রীকে ইডি তলব করেছে। আমাদের দিদি কেন ডাক পাবেন না? তাঁর গুণধর ভাই-বোন, আসল জায়গা তো ওটাই। পার্থ-বালু বলছেন, সব দিদি জানেন। ভাইরা দিদির সম্পর্কে সব জানেন। তাহলে দিদিকে কেন ডাকা হবে না? আমার মনে হয়, নতুন বছরে সিবিআইয়ের নেমন্তন্ন পাবেন দিদি। কেউ যেন বাইরে না থাকে। নতুন বছরে আরও কিছু লোককে জেলের ভাত খেতে হবে।'

Kolkata News: জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বিসর্জনে গান চালানো নিয়ে ঝামেলা, তরুণের গলায় কাঁচি ঢুকিয়ে খুনের অভিযোগ

জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বিসর্জনে গান চালানো নিয়ে দু’পক্ষের বচসা, এক যুবককে মারধর। বাধা দেওয়ায় ২২ বছরের তরুণের গলায় কাঁচি ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মৃতের  নাম সাহেব আলি সর্দার। গতকাল রাত ২টো নাগাদ চিংড়িঘাটার কাছে বাসন্তী দেবী কলোনিতে এই ঘটনা ঘটে। খুনের প্রতিবাদে বাইপাসের ওপর চিংড়িঘাটা মোড় অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বির্সজনে কী গান চালানো হবে, তা নিয়ে বাসন্তী দেবী কলোনির কয়েকজন যুবকের মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ, মোক্তার আলি মোল্লা নামে এক যুবককে কাঁচি দিয়ে আঘাত করে বিট্টু সর্দার নামে আরেক যুবক। প্রতিবাদ করায়, সাহেব আলির ওপর চড়াও হয় বিট্টু। সাহেবের গলায় কাঁচি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 

Kolkata News: সাতসকালে ময়দান এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর

সাতসকালে ময়দান এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। সকাল ৬ট নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক।বাইকে ছিলেন তিন তরুণ। গাড়ির ধাক্কায় তিনজনই আহত হন। বছর ১৯-এর মহম্মদ শাহজাহান আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে ধরতে দ্রুত আশপাশের ট্রাফিক গার্ডদের সতর্ক করা হয়। কিছুক্ষণের মধ্যেই কিড স্ট্রিটে গাড়িটির হদিশ মেলে। গাড়ি চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ। ডেকে পাঠানো হয়েছে গাড়ির মালিককে। 


 

Suvendu Adhikari:সোমবার খেজুরি বনধের ডাক দিলেন শুভেন্দু অধিকারী

মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে আটকের অভিযোগ ঘিরে মারিশদা থানায় তুলকালাম। অক্টোবরে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে আগামী সোমবার খেজুরি বনধের ডাক দিলেন শুভেন্দু অধিকারী।পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে অপহরণের বিস্ফোরক অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। মারিশদা থানার পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারির পাশাপাশি ৩০ নভেম্বর খেজুরি থানা এলাকায় অবস্থান-বিক্ষোভের ডাক দেন শুভেন্দু অধিকারী।

Midday Meal: বাংলায় মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি শিক্ষামন্ত্রকের

বাংলায় মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি শিক্ষামন্ত্রকের। শুভেন্দু অধিকারীর কথায় সিলমোহর দিয়ে জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। 'কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ রিপোর্টেও উঠে এসেছে মিড ডে মিলে গরমিলের তথ্য। রাজ্য সরকার জেনারেল কনসেন্ট প্রত্যাহার করলেও সিবিআই তদন্তে বাধা হবে না। কারণ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার', দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। 

Kunal Ghosh: সরকার সরকারের বিষয়ে বলবে, কুণালের মন্তব্যের প্রেক্ষিতে বললেন ফিরহাদ

ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতা করে, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার। এনিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, চার আনার নকুলদানার পার্টি বিজেপিকে বারো আনার প্রচার দেওয়া হল। কারা ওপরমহলকে পরামর্শ দেয়? এনিয়ে ফিরহাদ হাকিম বলেন, সরকার সরকারের বিষয়ে বলবে।

Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করল CBI

টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করল CBI. এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা ANI. এই খবর প্রকাশ্য়ে আসার পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশাল মিডিয়ায় লেখেন, লোকপাল আইন অনুসারে কোনও আদেশ ওয়েবসাইটে আপলোড করা হয়নি। সিবিআইএর তরফেও সরকারিভাবে কিছু জানানো হয়নি। 

প্রেক্ষাপট

১। মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে আটকের অভিযোগ। মারিশদা থানায় শুভেন্দু (Suvendu Adhikari)। পুলিশের সঙ্গে বচসা। সোমবার খেজুরিতে বনধের ডাক। 


২। এবার মহুয়ার বিরুদ্ধে তদন্তে নামল সিবিআই। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ। লোকপালের সুপারিশে তদন্তে এজেন্সি। এএনআই সূত্রে খবর। (Mahua Moitra)


৩। পাল্টা আক্রমণে মহুয়া। স্থায়ী চেয়ারম্যান ছাড়া কীভাবে সিবিআই-সুপারিশ লোকপালের? আগে আদানির ১৩ হাজার কোটির কয়লা কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই। পোস্ট তৃণমূল সাংসদের। (Cash for Query)


৪। ফ্রিতে বিদেশ ঘুরতে হলে, দুর্নীতিতে অভিযুক্ত সাংসদের সঙ্গে যোগাযোগ করুন। পোস্ট নিশিকান্তের। প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। আদানি থেকে নজর ঘোরানোর চেষ্টা। দাবি সিপিএমের।


৫। 'ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে ব্যুমেরাং হয়', কুণালের (Kunal Ghosh) মন্তব্যকে হাতিয়ার করে খোঁচা শুভেন্দুর। পাল্টা তৃণমূল।


৬। কুণাল-বাণে তৃণমূলে তোলপাড়। ফিরহাদ বললেন, "কুণাল কি বলেছে আমি জানি না। সরকার সরকারের বিষয়ে বলবে।"


৭। করোনাকালে পিপিই কিট দুর্নীতির অভিযোগ। ইডিকে চিঠি শুভেন্দুর। কেন্দ্রের টাকা নয়ছয় রাজ্যের।ধনকড়ের অভিযোগ তুলে আয়কর দফতর, স্বাস্থ্য মন্ত্রকেও নালিশ। পাল্টা আক্রমণ তৃণমূলের।  


চারের বদলে আটজনকে গ্রেফতারির মন্তব্য। মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআরের দাবি জানিয়ে ওসিকে ইমেল শুভেন্দুর। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। পাল্টা নারদ-খোঁচা তৃণমূলের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.