West Bengal News Live Updates: কলকাতা-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের পূর্বাভাস
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
দিলীপ ঘোষের রোড শো-কে কেন্দ্র করে উত্তেজনা।দিলীপ ঘোষকে কালো পতাকা ও গো-ব্যাক স্লোগান পাল্টা বিজেপির চোর চোর স্লোগান।
এবার দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ করল বিজেপি। দেবের মন্তব্য়ে বিজেপি কর্মীরা আতঙ্কিত। এই দাবি তুলেই কেশপুর ব্লকের আনন্দপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়।পাল্টা দেবের আশঙ্কায় বিজেপি ভয় পাচ্ছে কেন? বলে প্রশ্ন করেছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি।
জট খুলল মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের। ২০২১ সালের মানিকতলা বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের আবেদন মঞ্জুর। বিজেপি প্রার্থীর ইলেকশন পিটিশনের প্রত্যাহারের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট।
তৃণমূল ও বাম-বিজেপির মনোয়নয়ন ঘিরে দক্ষিণ কলকাতার আলিপুরে তৈরি হল তুলকালাম পরিস্থিতি। শাসক-বিরোধী, একে অপরের বিরুদ্ধে চোর কটূক্তি করার অভিযোগ উঠল। অশান্তির জেরে দীর্ঘক্ষণ কার্যত অবরুদ্ধ রইল আলিপুরের গোপালনগর মোড়।
আলিপুরদুয়ারে গভীর রাতে পূর্ণবয়ষ্ক চিতাবাঘের দেহ উদ্ধার করা হয়েছে। চলছে ময়নাতদন্ত। বুধবার গভীর রাতে মাদারিহাট থানার অন্তর্গত জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ঘটনাটি প্রকাশ্যে এসেছে।
রাজ্যের ৬ জেলায় লাল সতর্কতা হাওয়া অফিসের (Weather Red Alert)। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬ টার পর থেকে আগামী ২ থেকে ৩ ঘন্টা নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। লাল সতর্কিকরণ হাওয়া অফিসের তরফে। জন সাধারণকে সুরক্ষিত জায়গায় থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের।
কেষ্টর 'চড়াম চড়াম'-এ নারাজ শতাব্দী। 'অনুব্রত মণ্ডলের এই ধরনের মন্তব্যকে সমর্থন করি না'। 'চড়াম চড়াম ছাড়াই কিন্তু বীরভূমে পঞ্চায়েত ভোট হয়েছে'। এবারও বীরভূমে ভাল ভোট হবে, দাবি তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। অনুব্রতর মন্তব্যের সঙ্গে সহমত না হলেও কেষ্টর সাংগঠনিক দক্ষতার প্রশংসায় শতাব্দী। অনুব্রত নেই বলে বীরভূমের লড়াই কিন্তু সহজ নয়, বিরোধীদের হুঁশিয়ারি শতাব্দীর।
ভোটের মধ্যে সন্দেশখালির আরেক ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিওয় বিস্ফোরক দাবি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। সন্দেশখালির আন্দোলনকারী হিসেবে যাঁদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের পরিচয় নিয়ে প্রশ্ন। পরিচয় নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থী রেখা পাত্র ও আন্দোলনকারী মাম্পি দাসের।
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে সায়রা শাহ হালিম। মনোনয়ন জমা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি গেলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হল রাজভবনের তরফে। বিকেল ৫.৩২ মিনিট থেকে বিকেল ৬.৪১ মিনিট পর্যন্ত ফুটেজ দেখাল রাজভবন। রাজভবনের নর্থ গেটের সামনে লাগানো দুটি ক্যামেরার ছবি প্রকাশ্যে আনল রাজভবন।
কেষ্টর 'চড়াম চড়াম'-এ নারাজ শতাব্দী। 'অনুব্রত মণ্ডলের এই ধরনের মন্তব্যকে সমর্থন করি না'। 'চড়াম চড়াম ছাড়াই কিন্তু বীরভূমে পঞ্চায়েত ভোট হয়েছে'। এবারও বীরভূমে ভাল ভোট হবে, দাবি তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। অনুব্রতর মন্তব্যের সঙ্গে সহমত না হলেও কেষ্টর সাংগঠনিক দক্ষতার প্রশংসায় শতাব্দী। অনুব্রত নেই বলে বীরভূমের লড়াই কিন্তু সহজ নয়, বিরোধীদের হুঁশিয়ারি শতাব্দীর।
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে সায়রা শাহ হালিম। মনোনয়ন জমা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি গেলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী।
বিজেপি প্রার্থী রেখা পাত্রর মনোনয়ন ঘিরে স্লোগান যুদ্ধ। রেখা পাত্রর মনোনয়নের সময় তৃণমূলের 'খেলা হবে' স্লোগান। পাল্টা কাঁসর ঘণ্টা বাজালেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের 'খেলা হবে' স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির।
সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে শোরগোলের মধ্যেই রেখা পাত্রর মনোনয়ন। 'সন্দেশখালির ভিডিও ভাইপো ও আইপ্যাকের করানো। টাকা দিয়ে ভাইরাল ভিডিও, আইপ্যাককে প্যাকেট করে দেব', রেখা পাত্রর মনোনয়ন-মিছিল থেকে হুঙ্কার শুভেন্দুর। সন্দেশখালি থেকে দেড় লক্ষ লিড পাবেন রেখা, দাবি শুভেন্দুর।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হল রাজভবনের তরফে। ৫.৩২ মিনিট থেকে ৬.৪১ মিনিট পর্যন্ত ফুটেজ দেখাল রাজভবন। রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ছবি প্রকাশ্যে আনল রাজভবন। ফুটেজে দেখা যাচ্ছে ৫.৩২ মিনিটে অভিযোগকারিণী যাচ্ছেন পুলিশের একটি রুমে। পরে ৫.৪০ মিনিট নাগাদ পাশের একটি রুমে যাচ্ছেন অভিযোগকারিণী। এই দুটি ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন। ঘটনার দিন প্রচুর পুলিশ ছিল রাজভবনে, যেহেতু সেইদিন আসার কথা ছিল প্রধানমন্ত্রীর।
ফের উত্তেজনা আলিপুরে। বাম-তৃণমূল মুখোমুখি হওয়ার পর এবার তৃণমূল কংগ্রেস-বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা। আলিপুরে বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দিতে ডিএম অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়। তৃণমূলকর্মীদের লক্ষ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান বিজেপির। পাল্টা 'জয় বাংলা' স্লোগান তৃণমূলের। আলিপুরে মুখোমুখি তৃণমূল-বিজেপি। ডিএম অফিসের ভিতরে মনোনয়ন জমা দিতে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়। বাইরে যুযুধান দু'পক্ষ।
দুপুরেই ঘনাল অন্ধকার। কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। কলকাতায় শিলাবৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টা কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। কলকাতায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা। এদিকে, গত কয়েকদিন ধরেই পারদ নিম্নমুখী। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশের ঘরে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। গত কয়েকদিন ১৩ ডিগ্রি নেমেছে পারদ। আপাতত এমনই থাকবে আবহাওয়া। শুক্র ও শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমলে, ফের গরমে নাজেহাল হওয়ার সম্ভাবনা রাজ্যবাসীর।
বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য পোর্টাল চালু করল বিজেপি। 'যোগ্যতার ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের আইনি সহায়তা পেতে পোর্টালে নাম নথিভুক্ত করুন', এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। বিজেপির পোর্টালের হেল্পলাইন নম্বর ৯১৫০০ ৫৬৬১৮। ২০১৬ সালের যোগ্য প্রার্থীদের জন্য আইনি সুবিধার জন্য লিগাল সেল তৈরি করতে রাজ্য বিজেপিকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বহরমপুরে লোকসভা ভোটের আগে আইসি বদল নির্বাচন কমিশনের। বহরমপুর পুলিশ স্টেশনের আইসি-কে সরাল নির্বাচন কমিশন। নতুন আইসি-র জন্য তিনজন অফিসারের প্যানেল থেকে নাম অনুমোদন করবেন সিইও পদমর্যাদার আধিকারিক।
সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে শোরগোলের মধ্যেই রেখা পাত্রর মনোনয়ন। বসিরহাট ও বারাসাতের বিজেপি প্রার্থী নিয়ে মিছিল শুভেন্দু অধিকারীর।
সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর। সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে থানায় তলব। ৩ দিনের মধ্যে সন্দেশখালি থানায় হাজিরা দিতে নির্দেশ। ধর্ষণের মামলা তুলতে ভয় দেখানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির।
আলিপুরে মুখোমুখি সিপিএম-তৃণমূল কংগ্রেস। ৫ বাম প্রার্থীর মনোনয়ন-মিছিল ঘিরে গোপালনগরে বাম-তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতাহাতি। কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, জয়নগরের বাম প্রার্থীদের মনোনয়ন জমার সময় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে চোর স্লোগান বামেদের। পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূল কংগ্রেসের। বাম ও তৃণমূল কংগ্রেসের মাঝে ব্যারিকেড করল পুলিশ। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে কলকাতা দক্ষিণের প্রার্থী সায়রা শাহ হালিম মনোনয়ন জমা দিলেন। আজই মনোনয়ন জমা দিতে গেলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়।
ঘাটাল লোকসভা আসনে জিততে কেশপুরে মৃত্য়ুর রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি। ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে। বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। খুন উনি শুরু করেছেন, পাল্টা আক্রমণ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের।
ভোট মিটলেও অশান্তির বিরাম নেই মুর্শিদাবাদে। এবার ডোমকলের বাগডাঙায় সিপিএম কর্মীদের চারটি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একজন ভোটের আগে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন। সিপিএম করাতেই এই হামলা, বলে দোকান মালিকদের দাবি। দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডোমকলের মধুরকুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান।
বর্ধমানে দিলীপকে প্রচারে বাধা, পাল্টা হুঙ্কার বিজেপি প্রার্থীর। 'আমাকে আটকাতে পারেনি, চমকে ধমকে রাজনীতি করতে দেব না'। 'বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের ধমকানো হচ্ছে' আমি ৫ বছর থাকব, তখন হিসেব হবে, হুঙ্কার দিলীপ ঘোষের।
বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়লেন বিরোধী দলনেতা। হারালেন মেজাজ। এই হচ্ছে বিজেপির নারী শক্তি সম্মান মডেল। বিরোধী দলনেতাকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যারা চাকরি খায়, তারা মানব না, দানব। SSC মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর, কার্যত এই ভাষাতেই সুর চড়ালেন মুখ্য়মন্ত্রী। পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর মন্ত্রিসভার সদস্য়দের আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
কেষ্টর 'চড়াম চড়াম'-এ নারাজ শতাব্দী। 'অনুব্রত মণ্ডলের এই ধরনের মন্তব্যকে সমর্থন করি না'। 'চড়াম চড়াম ছাড়াই কিন্তু বীরভূমে পঞ্চায়েত ভোট হয়েছে'। এবারও বীরভূমে ভাল ভোট হবে, দাবি তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। অনুব্রতর মন্তব্যের সঙ্গে সহমত না হলেও কেষ্টর সাংগঠনিক দক্ষতার প্রশংসায় শতাব্দী। অনুব্রত নেই বলে বীরভূমের লড়াই কিন্তু সহজ নয়, বিরোধীদের হুঁশিয়ারি শতাব্দীর।
'১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে'। 'নিজেদের লোককে খুন করে মৃত্যুর রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি'। 'হারবে জেনে বিজেপি প্রার্থী ও তাঁর দল খুনের ষড়যন্ত্র করছে', বিস্ফোরক অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের।
'শ্লীলতাহানি' বিতর্কে এবার রাজ্যপালের ফুটেজ-চ্যালেঞ্জ। সত্য সামনে আসার চ্যালেঞ্জ ছুড়ে ফুটেজ দেখাবে রাজভবন। আজ সকাল সাড়ে ১১টায় ফুটেজ জনসমক্ষে আনার ঘোষণা। ফুটেজ সামনে এলে, 'দেখানো হবে না' মমতা কিংবা রাজ্য পুলিশকে। যে দিনের ঘটনা বলে অভিযোগ, সেই দিনের ফুটেজ প্রকাশের ঘোষণা। 'মেল করলে কাল সকাল ১১টায় দেখতে পারবেন প্রথম ১০০জন। কিন্তু রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্য়ায় বা তাঁর পুলিশ এই ফুটেজ পাবে না। পুলিশ বেআইনি ও অসাংবিধানিক তদন্ত করছে। সংঘাতের মধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা রাজভবনের।
ভোটের মধ্যে সন্দেশখালির আরেক ভাইরাল ভিডিও! ভাইরাল ভিডিওয় বিস্ফোরক দাবি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। সন্দেশখালির আন্দোলনকারী হিসেবে যাঁদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের পরিচয় নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থী রেখা পাত্র ও আন্দোলনকারী মাম্পি দাসের।
সন্দেশখালিকাণ্ডে ভাইরাল হয়েছে নতুন একটি ভিডিও। সেখানে এক মহিলা দাবি করছেন, তাঁর শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে, পরে, ধর্ষণ, গালিগালাজ করা এবং পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো মিথ্যা অভিযোগ করা হয়। ধর্ষণের মামলা তুলতে চাওয়ায় ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালি থানায় দায়ের হল এফআইআর।
হলদিয়ায় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, কারখানায় কাজ করতে গেলে তৃণমূলের কর্মী বলে লিখিয়ে আনতে হচ্ছে স্থানীয় নেতার থেকে। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
লোকসভা ভোটের মধ্য়েই, আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সন্দেশখালিতেও এই ফর্ম বিলি করেছে তৃণমূল। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে শাসক দল।
ভোটের মধ্য়ে নরেন্দ্র মোদির মুখে রাহুল-আদানি-আম্বানি যোগসাজশের অভিযোগ। তিনি বলেন, নির্বাচনে আম্বানি-আদানির থেকে কত মাল নিয়েছেন? কী চুক্তি হয়েছে? আপনি রাতারাতি আম্বানি-আদানিকে গালাগালি করা বন্ধ করে দিয়েছেন? পাল্টা রাহুল গান্ধী বলেন, সাধারণত বন্ধ ঘরে আপনি আদানি-অম্বানির কথা বলেন। প্রথমবার আপনি প্রকাশ্যে আদানি -অম্বানি বললেন।
চতুর্থ দফায় ভোট রয়েছে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুরে। বুধবার সেই বহরমপুরে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে প্রচারে অধীর চৌধুরীকে তীব্র নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বহরমপুরে অধীর চৌধুরী তৃতীয় হবেন, এদিন ভবিষ্যৎবাণীও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরী।
পঞ্চম দফায় ভোট হবে আরামবাগ লোকসভা কেন্দ্রে। তার আগে, বুধবার আরামবাগের সভা থেকে ৩৪ বছরের শাসনকালে সিপিএমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগকে হাতিয়ার করে গল্প শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করতে দেরি করেনি সিপিএমও।
প্রেক্ষাপট
বাঁকুড়ায় শুভেন্দুর র্যালির পরেই তুলকালাম। তৃণমূলের চোর চোর, গদ্দার স্লোগান, মেজাজ হারিয়ে তেড়ে গেলেন বিরোধী দলনেতা।
রোড শোয়ের অনুমতি না দেওয়ার অভিযোগে দিলীপের পদযাত্রা ঘিরে বর্ধমানে ধুন্ধুমার।
ভোটের মধ্যে সন্দেশখালির আরেক ভাইরাল ভিডিওয় তোলপাড়। সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানোর দাবি।
সন্দেশখালিকাণ্ডে এবার বিজেপি নেত্রীর বিরুদ্ধে এফআইআর। ধর্ষণের মামলা তুলতে চাওয়ায় হুমকি দেওয়ার অভিযোগ।
তৃণমূলের হাতিয়ার সন্দেশখালির আরেক ভিডিও। চক্রান্ত ফাঁস বলে তীব্র আক্রমণ। চুপ থাকব না, হুঙ্কার মমতার। পুরোটাই সাজানো, চ্যালেঞ্জ বিজেপির।
এসএসসি থেকে সন্দেশখালি-অভিষেকের নিশানায় বিজেপি।
ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়ের মধ্যেই ফের সন্দেশখালিতে সিবিআই। বাড়ি বাড়ি গিয়ে জমি দখলের অভিযোগের তদন্ত।
শ্লীলতাহানি-অভিযোগে এবার বোসের চ্যালেঞ্জ। আজ ফুটেজ প্রকাশ্যে। বাদ শুধু মমতা এবং তাঁর পুলিশ, ঘোষণা রাজভবনের। হবে পর্দাফাঁস, হুঙ্কার শুভেন্দুর।
ঘাটালে ভোটের আগে খুনের রাজনীতি নিয়ে বিস্ফোরক দেব।
খুনের রাজনীতির অভিযোগে দেবরে জবাব হিরণের।
চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। সুর চড়ালেন মমতা, পাল্টা সিপিএম।
কালো টাকা নিয়ে রাহুলকে আক্রমণে এবার মোদির মুখে আম্বানি-আদানি।
তৃতীয় দফার ভোট হতেই মোদির হুঙ্কার। পাল্টা আক্রমণে রাহুল গাঁধী।
কাঞ্চনের পর কল্যাণের কাছে এবার ব্রাত্য অপরূপা? আরামবাগে নেত্রীর মঞ্চে উঠতে না পারায় ক্ষুব্ধ বিদায়ী সাংসদ।
আইএসএফের মিছিলে হামলাকে ঘিরে রণক্ষেত্র ভাঙড়। গাড়ি ভাঙচুর, বেশ কয়েকজন আহত, প্রার্থীকেও মারধরের অভিযোগ।
উচ্চমাধ্যমিকেও শীর্ষে উত্তরবঙ্গ। প্রথম আলিপুরদুয়ারের অভীক। দ্বিতীয় নরেন্দ্রপুরের সৌম্যদীপ, তৃতীয় মালদার অভিষেক। প্রথম দশে ৫৮, ৫জন কলকাতার।
উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশের নম্বরই ৬০ শতাংশের নীচে! ৯০ শতাংশের উপর মাত্র ৮ হাজার ৩৩১জন। আগামী বছরে সিমেস্টার, বাড়বে নম্বর, আশা সংসদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -