West Bengal News Live Updates: 'সন্দেশখালির অপরাধীদের উল্টো ঝুলিয়ে সিধে করব,' হুঁশিয়ারি অমিত শাহর

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 10 May 2024 11:04 PM
WB News Live Updates: গোধরা-পুলওয়ামার সঙ্গে তুলনা টেনে আক্রমণে অভিষেক

সন্দেশখালির ভাইরাল-সিরিজে তোলপাড়। গোধরা-পুলওয়ামার সঙ্গে তুলনা টেনে আক্রমণে অভিষেক।

West Bengal News Live: একের পর এক তারকা প্রার্থীর মনোনয়ন পেশ

একের পর এক তারকা প্রার্থীর মনোনয়ন পেশ। কালীঘাট থেকে মিছিল করে মনোনয়ন জমা অভিষেকের। মনোনয়ন জমা সৌগতর। রোড শো করে মনোনয়ন দিলেন তাপস রায়, দেবশ্রী চৌধুরী।

WB News Live Updates: বীরভূমের বিজেপি প্রার্থীর সমর্থনে রামপুরহাটে সভা অমিত শাহর

বীরভূমের বিজেপি প্রার্থীর সমর্থনে রামপুরহাটে সভা অমিত শাহর। এবার তৃণমূলের মাফিয়ারাজ-গুন্ডারাজের বিরুদ্ধে ভোট দেবে মানুষ। মন্তব্য দেবতনু ভট্টাচার্যর। 

West Bengal News Live: রামপুরহাটে সভার পরে শুভেন্দুর সঙ্গে অমিত শাহের বৈঠক 

রামপুরহাটে সভার পরে শুভেন্দুর সঙ্গে অমিত শাহের বৈঠক 

WB News Live Updates: সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙতে বলল হাইকোর্ট

সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙতে বলল হাইকোর্ট 

West Bengal News Live: 'সন্দেশখালির অপরাধীদের উল্টো ঝুলিয়ে সিধে করব,' হুঁশিয়ারি অমিত শাহর

সন্দেশখালির অপরাধীদের উল্টো ঝুলিয়ে সিধে করব। স্টিং প্রসঙ্গে নীরব থেকে হুঁশিয়ারি অমিত শাহের। পুলওয়ামায় বিজেপির চক্রান্ত শুনেছি, সন্দেশখালিতে দেখলাম,' আক্রমণে অভিষেক। 

WB News Live Updates: সন্দেশখালিতে রেখা, গঙ্গাধরদের ভিডিও হাতিয়ার করে আক্রমণ অভিষেকের

সন্দেশখালিতে রেখা, গঙ্গাধরদের ভিডিও হাতিয়ার করে আক্রমণ অভিষেকের। গোধরা, পুলওয়ামার প্রসঙ্গ তুলে ষড়যন্ত্রের অভিযোগ।

West Bengal News Live: পুলিশের হাতে রাজভবনের ৮ ঘণ্টার সিসি ফুটেজ

পুলিশের হাতে রাজভবনের ৮ ঘণ্টার সিসি ফুটেজ

WB News Live Updates: আসানসোলের বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহের রোড শো

কৃষ্ণগঞ্জ, রামপুরহাটের পর রানিগঞ্জে অমিত শাহ
আসানসোলের বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহের রোড শো

West Bengal News Live: ৭ দফায় ভোট, দফায় দফায় বিজেপিকে ভাঙার হুঙ্কার অভিষেকের

৭ দফায় ভোট, দফায় দফায় বিজেপিকে ভাঙার হুঙ্কার অভিষেকের

WB News Live Updates: বিচারপতি অমৃতা সিন্হার স্বামীর বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

বিচারপতি অমৃতা সিন্হার স্বামীর বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

West Bengal News Live: রামপুরহাটের সভা থেকে বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ অমিত শাহর

রামপুরহাটের সভা থেকে বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ অমিত শাহর

WB News Live Updates:সন্দেশখালি নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে তৃণমূল-বিজেপি

সন্দেশখালি নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে তৃণমূল-বিজেপি 

West Bengal News Live: 'মমতা বন্দ্যোপাধ্যায় নন, বিনামূল্যে রেশন দিচ্ছেন নরেন্দ্র মোদি' অমিত শাহ

'মমতা বন্দ্যোপাধ্যায় নন, বিনামূল্যে রেশন দিচ্ছেন নরেন্দ্র মোদি'

WB News Live Updates: 'ক্ষমতা থাকলে করিডোরের ভিডিও দেখান' ফুটেজ প্রকাশের পর রাজ্যপালকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

'ক্ষমতা থাকলে করিডোরের ভিডিও দেখান' ফুটেজ প্রকাশের পর রাজ্যপালকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

West Bengal News Live: একের পর এক তারকা প্রার্থীর মনোনয়ন পেশ

একের পর এক তারকা প্রার্থীর মনোনয়ন পেশ। কালীঘাট থেকে মিছিল করে মনোনয়ন জমা অভিষেকের। মনোনয়ন জমা সৌগতর। রোড শো করে মনোনয়ন দিলেন তাপস রায়, দেবশ্রী চৌধুরী।

WB News Live Updates: ইডির স্ক্যানারে শাহজাহান ঘনিষ্ঠ ১২ জন

এবার ইডির স্ক্যানারে সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহানের ১২ জন ঘনিষ্ঠ। তাদের সঙ্গে ধৃত তৃণমূল নেতার যা ব্যবসায়ির ও আর্থিক লেনদেন হয়েছে তা খতিয়ে দেখছে কেন্দীয় তদন্তকারী সংস্থা।

West Bengal News Live Updates: জলের অভাব, বাঁকুড়ায় হাঁড়ি-কলসি রাস্তায় নামিয়ে পথ অবরোধ মহিলাদের

পানীয় জলের পাশাপাশি মিলছে না গৃহস্থলীর কাজে ব্যবহার করার জলও। একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানালেও কোনও সুরাহা হয়নি। তাই শুক্রবার সকালে বাঁকুড়ার শালতোড়া ব্লকের সাতদেউলি গ্রামের মহিলারা রাস্তায় হাঁড়ি-কলসি নামিয়ে পথ অবরোধ করলেন। 

Loksabha Elections 2024: আইসি-র কাপড় খোলার হুমকির পরের দিনই পুলিশকে ফের হুমকি দিলীপের

আইসি-র কাপড় খোলার হুমকির পরের দিনই পুলিশকে ফের হুমকি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তিনি বলেন, পুলিশ প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে রেখে দেব।

Loksabha Elections 2024: ভোট প্রচারে ফের রাজ্যে আসছেন অমিত শাহ

লোকসভা ভোটের প্রচার করতে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনে তিনটি নির্বাচনী জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডেপুটির।

WB News Live Updates: সন্দেশখালিকাণ্ডে বিজেপিকে আক্রমণ, তৃণমূলের পাশে দাঁড়িয়ে পোস্ট পবন খেরার 

সন্দেশখালিকাণ্ডে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের পাশে দাঁড়িয়ে পোস্ট কংগ্রেস মুখপাত্র পবন খেরার। এই বিষযটি নিয়ে বিপরীত পথে হাঁটলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। এপ্রসঙ্গে তিনি বলেন, "কোথাকার কে দিল্লির নেতা হতে পারে, কিন্তু আমি এদের সঙ্গে সহমত পোষণ করছি না।" 

Loksabha Elections 2024: বহরমপুরে দাদা ইউসুফের হয়ে প্রচারে ঝড় তুললেন ইরফান পাঠান

বহরমপুরে গিয়ে দাদা ইউসুফ পাঠানের হয়ে প্রচারে ঝড় তুললেন ইরফান পাঠান। অধীর-গড়ে দাঁড়িয়ে ছুড়ে দিলেন কড়া চ্যালেঞ্জ। পাল্টা গুজরাতের বরোদা নিবাসী ইউসুফকে বহিরাগত বলে ফের কটাক্ষ করলেন অধীর চৌধুরী। 

West Bengal News Live Updates: ভোটপ্রচারে তৃণমূলের 'হাতিয়ার' সন্দেশখালির ভাইরাল ভিডিও

লোকসভা ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার এখন সন্দেশখালির ভাইরাল ভিডিও। এলইডি স্ক্রিনে ভিডিওটি দেখানো হল সিউড়িতে।

WB News Live Updates: রানিনগরের পর বারুইপুর, মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ

রানিনগরের পর এবার বারুইপুরে ফের আক্রান্ত হল পুলিশ। খবর পেয়ে সেখানে মাদক উদ্ধারে যেতেই বাঁশ ও লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। এর জেরে এসআই ও এএসআই-সহ আহত ১৩ জন পুলিশ কর্মী। 

WB Assembly By poll 2024: বরানগরের দুই প্রার্থীর মধ্যে দেখা গেল সৌজন্যের ছবি

বরানগরের দুই প্রার্থীর মধ্যে দেখা গেল সৌজন্যের ছবি। বরানগর বিধানসভার উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে গেছিলেন তিনি। সেই সময় মনোনয়ন দিতে আসেন বিজেপি প্রার্থী সজল ঘোষও। সজলকে দেখেই এগিয়ে আসেন তন্ময়। প্রাথমিক সৌজন্য বিনিময়ের পরে সজলকে জড়িয়ে ধরেন সিপিএম প্রার্থী।

West Bengal News Live Updates: সন্দেশখালিকাণ্ডে ভিডিওর হ্যাট্রিক, দ্বিতীয়টি ঘিরে তৈরি নতুন করে বিতর্ক

সন্দেশখালিকাণ্ডে ভিডিওর হ্যাট্রিক। তার মধ্যে, দ্বিতীয় ভিডিও নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। এই ভিডিওতেই, বিজেপি কর্মী মাম্পি ওরফে পিয়ালি দাসের বিরুদ্ধে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন সন্দেশখালির এক মহিলা। আর ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই এবার বিজেপি কর্মী পিয়ালি দাসকে নোটিস দিল সন্দেশখালি থানা।

প্রেক্ষাপট

মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই বাইরে বেরিয়ে এসে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিকাণ্ডে বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।  


কালীঘাটের বাড়ি থেকে প্রচুর কর্মী-সমর্থকে সঙ্গে নিয়ে আলিপুরে থাকা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


হুগলি জেলার মগরা ও বাঁশবেড়িয়ায় একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে আয়কর হানা। শুক্রবার সকালে কমল দাস, সত্যসাধন শীল, বৈদ্যনাথ সাহা ও অভিজিৎ ঘটক সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।


শুক্রবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন। ইডির গ্রেফতারির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু, তাঁর আইনজীবী কলকাতা হাইকোর্টে এই মামলা সংক্রান্ত কিছু কাগজপত্র জমা দেননি। তার জেরে ফের নতুন করে হাইকোর্টে ওই কাগজগুলি জমা করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।


সুপ্রিম কোর্টে ১০ সপ্তাহ পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের শুনানি। অনুব্রত ও সিবিআই দু-তরফই শুক্রবার জামিনের আবেদনের শুনানির জন্য আরও কিছুটা সময় চায়। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত।


সন্দেশখালির ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও FIR দায়ের করতে চায় বসিরহাট জেলা পুলিশ। ইতিমধ্যে তারা যে এফআইআর দায়ের করেছে তার মধ্যে নাম রয়েছে গঙ্গাধর কয়াল, বিজেপি নেত্রী পিয়ালী দাস ও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর। এবার এই বিষয়ে শুভেন্দু অধিকারীর নামেও অভিযোগ করতে চেয়ে পুলিশ কলকাতা হাইকোর্টে যাচ্ছে বলে জানা গেছে সূত্রে। মিথ্যা অভিযোগ জানিয়ে মামলা দায়ের করার বিষয়টি উল্লেখ করে নতুন ধারা যোগ করা হয়েছে এফআইআরে। 


সন্দেশখালিকাণ্ডে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মাকে নিশানা করল তৃণমূল। সন্দেশখালির মহিলাদের তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সরকারের মন্ত্রী শশী পাঁজা। রেখা শর্মার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমল। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তাদের।


শুক্রবার ভোর থেকে অক্ষয় তৃতীয়ার পুজো শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। পরিবার-পরিজন ও প্রিয়জনদের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন মানুষ।


ভাইরাল ভিডিও ঘিরে ফের একবার শিরোনামে সন্দেশখালি। কিন্তু, এই ইস্য়ুতে কংগ্রেস কোন দিকে? তা নিয়ে কার্জত কোন্দল বেধে গেছে জাতীয় এবং প্রদেশ কংগ্রেসের মধ্য়ে। সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, কার্যত তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। যা নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।


ভাইরাল ভিডিওয় সন্দেশখালিতে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানোর দাবি। মামলা তুলতে চাওয়ায় হুমকির অভিযোগে এফআইআর। বিজেপি নেত্রীকে তলব পুলিশের। 
সন্দেশখালির একের পর এক ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের। তৃণমূলের হাতিয়ার ভাইরাল ভিডিও। সিবিআই চেয়ে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।


সন্দেশখালিতে বিজেপির জঘন্য ষড়যন্ত্র ফাঁস, আক্রমণে তৃণমূল। ভাইরাল ভিডিও নিয়ে কমিশনে নালিশ। গঙ্গাধরের ভিডিও-র হাত ধরেই তৃণমূলের গঙ্গা যাত্রা সমপূর্ণ হবে। পাল্টা শমীক। ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়ের মধ্যেই মনোনয়ন পেশ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। 


সন্দেশখালিকাণ্ডে বিজেপির ভূমিকা ফাঁস। তৃণমূলের পাশে দাঁড়িয়ে পোস্ট কংগ্রেস মুখপাত্র পবন খেরার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.